![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
ব্লগারদের মাঝে কারা কারা আইটি প্রফেশানেল হিসেবে কাজ করছেন, এবং কোন শাখায় কাজ করছেন? যদি গোপনীয় না হয়, জানালে আমার ও অনেকের একটা ধারণা হবে; এবং আপনাদের জানা মতে, বন্ধু বান্ধব , ক্লাশমেট, বা পরিচিত কেহ আইটি'তে কাজ করলে জানাতে পারেন।
কি পরিমাণ ব্লগার প্রোগ্রামিং এ আছেন, কি পরিমাণ আছেন ডাটাবেইজ এডমিনে, কি পরিমাণ সিস্টেম এডমিনে, কি পরিমাণ ওয়েব ডেবেলপমেন্টে, কি পরিমাণ ক্লায়েন্ট/সার্ভারে, কি পরিমাণ সিকিউরিটিতে; কারা লিনাক্সে আছেন, কারা উইনডোজে?
বাংলাদেশের কোন কোন কোম্পানীতে আনুমানিক কি পরিমাণ ডেভেলপার কাজ করছেন?
সাথে সাথে জানাতে পারেন, কারা বর্তমানে কম্প্যুটিং এ পড়ছেন, এবং কখন শেষ করার সম্ভাবনা।
এ তথ্যগুলো শুধু মাত্র একটা সাধারণ ধারনা পেতে ব্যবহার করা হবে।
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ২:১৬
চাঁদগাজী বলেছেন:
আপনি নিজে, বা পরিচিত কেহ আছেন?
২| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১:৩৫
পাউডার বলেছেন: আশা কর্ছি কয় জন হেকার আচে সেটাও যানা যাবে।
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ২:১৮
চাঁদগাজী বলেছেন:
আপনি নিজে, বা পরিচিত কেহ আছেন?
হ্যাকারেরা সাধারণত ডেভেলপার ও নেটওয়ার্কিং প্রোগ্রামিং এ দক্ষ।
৩| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১:৩৮
গেম চেঞ্জার বলেছেন: আগে বলেন, এই তথ্য নিয়া কি করবেন?
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ২:১৪
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশকে অন্য কোন প্রফেশানের দিকে টেনে নেয়া কঠিন হবে; সহজ পথ হচ্ছে কম সময়ে, কম খরচে আইটি'র দিকে নেয়া; টাই বেইজ বুঝার চেস্টা করছি!
৪| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১:৩৯
প্রামানিক বলেছেন: দারুণ একটি আইডিয়া। ধন্যবাদ ভাই চাঁদগাজী।
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ২:১৫
চাঁদগাজী বলেছেন:
ভাবছি, হাজার খানেক একটিভ ব্লগার থাকলে, তাঁদের কতজন আইটি'তে বুঝা দরকার।
৫| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ২:৩৫
সচেতনহ্যাপী বলেছেন:
কারো সাথেই তেমন যোগাযোগ নেই বলে বলতে পারছি না।।
তবে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই সেক্টরটি দখল করে রেখেছে প্রধানতঃ ভারতীয় তারপর পাকিস্তানীরা।। যদি কোনও ভাবে এই সেক্টরে আমাদের লোক পাঠানো যেত, রেমিটেন্সের টাকার পরিমান নিঃসন্দেহে ২/৩ গুন বেড়ে যেত।। দেশটাও এগিয়ে যেত।। শুধু দরকার ব্যাক্তি প্রচেষ্টার চেয়ে সরকারী তৎপরতা।।
যা বললাম, আমার দৃষ্টভঙ্গীরই কথা।। ভুলও হতে পারে।।
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ২:৪১
চাঁদগাজী বলেছেন:
ভুল নয়, আপনি সঠিকভাবে ভেবেছেন।
এক সময় আপনার সাথে এই ব্যাপারে আলাপ হবে।
০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৩
চাঁদগাজী বলেছেন:
সরকার এ ব্যাপারে কিছু করবে না; আমি ১৫ বছর সরকারের সাথে কথা বলেছি, কাজ হয়নি
৬| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৩:২৬
দিশেহারা আমি বলেছেন: অনেকদিন পরে আসলেন।
আপনার শরীর ভাল তো?
০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩২
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, ভালো আছি।
আপনি কি আইটি'তে আছেন, বা জানাশোনা কেহ আইটি'তে আছেন?
৭| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৩:৫১
গেম চেঞ্জার বলেছেন: আমি আইটি প্রফেশনাল। নিজস্ব আইটি বিজনেস। পেটের দায়ে সার্ভার এডমিনিস্ট্রেশন, প্রোগ্রামিং, ওয়েব এপপ ডেভেলপমেন্ট নিয়া আছি। আর মনের দায়ে ব্লগে থাকা!!
০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩০
চাঁদগাজী বলেছেন:
খুবই ভালো কথা; আপনার পড়ালেখা কি 'সিআইএস', সিই বা ঐ ধরণের কিছু?
৮| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৩:৫৫
সেলিম মোঃ রুম্মান বলেছেন: আমিও আইটি প্রফেশনাল- ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। সার্ভার মেইনটেনেন্স, আপডেট ইত্যাদি নিয়েও কাজ করতে হয়।
০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৯
চাঁদগাজী বলেছেন:
জেনে ভালো লাগলো; আপনার পরিচিতদের মাঝে কতজন আইটি'তে আছেন?
৯| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:৫২
গেম চেঞ্জার বলেছেন: হ্যাঁ, সিএসই করেছি। তবে প্রাইভেট থেকে। পাবলিকে চান্স হয়নাই। অত মেধা নেই বলেই....
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৯
চাঁদগাজী বলেছেন:
শুনে খুশী হলাম যে, একাডেমিক দিক থেকেও আপনি কম্প্যুটিং এর ছাত্র।
আপনার জানাশোনা কি পরিমাণ প্রফেশানেল দেশে কাজ করছেন?
১০| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১:১৫
সেলিম মোঃ রুম্মান বলেছেন: শুধুমাত্র আইটি পেশায় নিয়োজিত আছেন এরকম পরিচিত মানুষের সংখ্যা আনুমানিক ২০/২২ জন হবে। আরো অনেকেই আছেন/ছিলেন যাদের সাথে আসলে এখন আর যোগাযোগ নাই।
০৩ রা এপ্রিল, ২০১৬ ভোর ৬:০৯
চাঁদগাজী বলেছেন:
ভালো; তবে, ব্লগারদের মাঝে এই পেশার লোক বেশী দেখছি না।
১১| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫০
গেম চেঞ্জার বলেছেন: প্রফেশানেল দেশ!
(আপনি মন্তব্য রিভিউ করে লিখলে ভাল হয়। হুটহাট জবাব/কমেন্ট করে ফেলেন আপনি। যাইহোক, এটা সাজেশন! ডোন্ট মাইন্ড।)
২ বছর আমি দঃ কোরিয়া এবং সিংগাপুরে কাজ করেছি ভারতীয় একটি কোম্পানির অধীনে। এরপর নিজেই বিজনেস শুরু করেছি।
০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪১
চাঁদগাজী বলেছেন:
কমেন্টের ব্যাপারে অনেকেই একই কথা বলছেন; দেখি, ভালো করার চেস্টা করবো।
আপনার ভালো এ্যালপেরিএন্স আছে, ভালো
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১:১৯
নাজমুস সাকিব রহমান বলেছেন: আশা করছি, শিগ্রই ধারণা পেয়ে যাবেন।