নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

প্রাণী জগতে যৌবন প্রাপ্তির সাথে সাথে শারিরীক মিলন ঘটে, ধর্ষণ নেই

০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ৭:১৯


মানুষ ব্যতিত, অন্য কোন প্রাণীদের 'বিয়ে' হয় না; ফলে, যৌবন প্রাপ্তীর সাথে সাথে তারা বিপরিত লিংগের সাথে যৌন মিলনে মিলিত হতে পারে; ফলে মানুষ ব্যতিত, প্রাণী জগতের বাকী অংশ মোটামুটি ধর্ষণমুক্ত।

মানুষ ও সামান্য কিছু প্রাণী ব্যতিত, বাকী প্রাণীদের যৌন মিলনের ব্যাপারে প্রকৃতি ভয়ানক এক অন্যায় করেছে, যৌন মিলনের অনুভুতির হরমোন মানসিক অবস্হার উপর নির্ভর না করে, শারীরিক অবস্হার উপর নির্ভর করে; শারীরিক হরমোনের ট্রিগার ঘটার পর, তা মানিসিক হয়; ফলে, তারা বিপরিত লিংগের সাথে সারাক্ষণ একত্রে থাকলেও, তারা প্রজননের একটা সময়ে মাত্র মিলিত হয়, এবং বেশীরভাগ ক্ষেত্রে স্ত্রী লিংগের ক্ষেত্রে মাত্র একবার জিং জিং খেলে। প্রাণী জগতের মিলনের ব্যাপারে, প্রকৃতি আরো একটা বড় কন্ট্রোল হাতে রেখেছে, স্ত্রী-লিংগের হরমোনের ট্রিগার ঘটার পর, তাদের মনোভাব, চালচলন ও শারিরীক হাবভাব সেই প্রজাতির পুরুষের মিলনের হরমোনের ট্রিগার টিপে।

মানুষের যৌন মিলনের হরমোনের ট্রিগার ঘটে মানসিকভাবে, সাথে সাথে উহা শারীরিক প্রসেসে পরিণত হয়; এবং এটা যেকোন মহুর্তে ঘটতে পারে; এটা ভয়ংকর পরিস্হিতি, প্রকৃতির দান, অথবা শাস্তি; অর্থাৎ, যৌন মিলনের ইচ্ছা ও হরমোনের সাথে যুদ্ধ করে মানুষকে জয়ী হতে হয় বেশীর ভাগ সময়ে, মানসিক ট্রিগারকে নিউট্রেল করতে হয়; যদি মানুষ এই পরিস্হিতিতে পরাজিত হতো, বিশ্ব ভয়ানক সমস্যায় পতিত হতো।

মানুষ প্রানী জগতের সদস্য হলেও, বুদ্ধিমত্তায় সে এত উপরে যে, মানুষের পর দ্বিতীয়, তৃতীয় বা হাজার কোটী স্হানেও কেহ নেই; খুশীর ব্যাপার হলো, যেই মানুষ যতই বুদ্ধিমান, তার যৌনতার হরমোনের ট্রিগার ততই সুসংহত; ফলে, সে মোটামুটি হরমোনের কাছে পরাজিত না হয়ে, হরমোন বিজয়ের উৎসবের আনন্দঘন মহুর্তে হরমোনকে শরীরে প্রবাহিত হতে দেয়।

কিন্তু যে মানুষ বিবাহিত নয়, এবং বুদ্ধিমান নয়, তার অবস্হা কি? ভয়ংকর অবস্হা, যৌন মিলনের ইচ্ছার কাছে সে পরাজিত হয়; তার মিলনের ইচ্ছা জাগার সাথে সাথে, তা শারীরিক রূপ নেয়, এবং সে সামাজিক নিয়ম ভংগ করার জন্য প্রস্তুত; একমাত্র নিয়ম ভংগের শাস্তির 'ভয়ই' তাকে রক্ষা করতে পারে; যদি, সে সেই ভয়কে জয় করে, তখন সে নিয়ম ভংগ করবে।

মানুষের মানসিক কামনা ও শারীরিক হরমোন বিপরিত লিংগের সাথে মিলনের পরিস্হিতিতে নিয়ে যায়; তাই যৌবন প্রাপ্তির পর, যথা সম্ভব কম সময়ের মাঝে বিয়ে হলে, ধর্ষন কমে যাবে; অথবা শিক্ষার মাধ্যমে তার বুদ্ধিমত্তাকে উপরের স্তরে নিলে সমস্যা কমবে; সবচেয়ে শেষ পদক্ষেপ হবে, সামাজিক শাস্তির মাধ্যমে নিয়ন্ত্রন।

মন্তব্য ৪৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ৭:৩১

সাগর মাঝি বলেছেন: ভালো লিখেছেন।

০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ৭:৩৫

চাঁদগাজী বলেছেন:


যথাসম্ভব

২| ০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ৮:১৩

আহলান বলেছেন: অন্যায় করলে যদি পিঠের উপর লাঠির বাড়িটা সাথে সাথে দড়াম করে পড়তো না, তাহলে আর কিছু করা লাগতো না, এমনিতেই সব কন্ট্রোল হয়ে যেতো ... আফসোস যে অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তি কিছুই হয় না .......................

০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ৮:১৫

চাঁদগাজী বলেছেন:


এটা মনে হয়, শেষ পদক্ষেপ?

৩| ০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪৬

প্রবাসী ভাবুক বলেছেন: এই জন্যই তো বলি বিয়ের ব্যাপারে আইন করে বয়স দীর্ঘায়িত করলে তার প্রভাব সমাজে পড়বে। বিয়ের ব্যাপারটা যার যার নিজ দায়িত্বে ছেড়ে দেওয়াটাই উত্তম।

০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫৫

চাঁদগাজী বলেছেন:


বিয়ে হলো ভালো সমাধান; কিন্তু উহা নির্ভর করে পারিবারিক মনোভাব, অর্থনীতি ও শিক্ষার উপর।

৪| ০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪৭

জাগরিত নিদ্রা বলেছেন: ভালো লিখছেন।তবে সেই সামাজিক শাস্তি কখনো গলাকেটে প্রকাশ্য সাপোর্ট করি না।

০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:


হত্যা করা হচ্ছে শাস্তি থেকে নিস্তার পাবার ভুল ধারণা থেকে; এক অপরাধকে চাপা দিতে আরো বড় অপরাধ ঘটানো।

৫| ০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৮

মৌলবাদী দেশপ্রেমিক বলেছেন: ঠিক বলেছেন,
এই সংযম না থাকলে মানুষ আর প্রাণীর মাঝে কোন পার্থক্য থাকে না

০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৭

চাঁদগাজী বলেছেন:


আমাদের ভয়ানক বড় জন সংখ্যা, খাদ্যে ভেজাল, হরমোন, শিক্ষায় দুর্বল জাতি ও আইনী ব্যবস্হায় ৯৫% দুর্নীতি প্রবেশ করায় সবকিছু কন্ট্রোলের বাহিরে চলে গেছে; মানুষকে এজন্য এক হতে হবে।

৬| ০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৭

সুলতানা রহমান বলেছেন: কিন্তু যে মানুষ বিবাহিত নয়, এবং বুদ্ধিমান নয়, তার অবস্হা কি ?

‌আপ‌নি কি ম‌নে কর‌ছেন শুধু অবিবা‌হিত‌দের দ্বারাই ধর্ষণ হ‌চ্ছে ? য‌দি তা ম‌নে ক‌রেন আমি বল‌বো আপনার বয়স বে‌ড়ে‌ছে কিন্তু অভিজ্ঞতায় শিশু র‌য়ে গে‌ছেন ৷ শিশু যৌন নির্যাত‌নের ক্ষে‌ত্রে আমা‌দের বাংলা‌দে‌শে শিশুরা প‌রিবার ‌থে‌কেই
‌বে‌শি নির্যাতন হচ্ছে ৷ বাবা , চাচা , মামা এরাও বাদ নেই ৷ শুশুর কর্তৃক বৌ নির্যাতনও হচ্ছে।
মধ্য বয়স্ক ব্যাক্তিরা এগুলোতে আবার বেশি এগিয়ে।
তাই বিয়ে কোন সমাধান হতে পারে না।
শিক্ষা এবং মূল্যবোধ অথবা মূল্যবোধ এবং শিক্ষা এটাই একমাত্র উপায়।


আর একটা উপায় হচ্ছে ধর্ষণকারীর ধর্ষন অঙ্গ কেটে ফেলা। অন্য কোন শাস্তি এক্ষেত্রে কার্যকর হবে না।
মৃত্যুদন্ড কোন শাস্তিই নয়। এমন শাস্তি যাতে সে সারাজীবন এর ফল ভোগ করে এবং অন্যরা এটি দেখে শিক্ষা নেয়।

০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪১

চাঁদগাজী বলেছেন:


কিছু শাস্তি হচ্ছে অমানবিক, যেমন হাত, পা কেটে দেয়া।

বাংলাদেশে আত্মীয় দ্বারা ধর্ষণ খুবই বেড়ে গেছে।
বিবাহিত শিক্ষিত মানুষ সবচেয়ে নিরাপদ।

শিক্ষা ও সঠিক আইনী পদক্ষেপই সমাধান।

৭| ০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৫

রায়হান মজিদ বলেছেন: class six e thaktey polapander dhore biye diye dile kemon hoy, tahole ora akta company pelo. Tahole mone hoy r ai shob akam kukam kora lagbena.

Oder bojhate hobe ai nau babu ai tomar bou aibar nake tel diye ghuma.

০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩০

চাঁদগাজী বলেছেন:


৬ষ্ঠ শ্রেণীতে বিে দেয়া ঠিক হবে না; শিক্ষিত করে তুললে, যথা বয়সে সবাই বিয়ে করতে চাইবে।

৮| ০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪১

আরাফআহনাফ বলেছেন: "যৌবন প্রাপ্তির পর, যথা সম্ভব কম সময়ের মাঝে বিয়ে/ সামাজিক শাস্তির মাধ্যমে নিয়ন্ত্রন" কিছুই কাজ করবেনা এই ক্ষেত্রে।
অবাস্তব আকাশ সংস্কৃতি রোধ করে, "শিক্ষার মাধ্যমে" বোধ জাগ্রত করে আর পারিবারিক/সামাজিক শান্তি (দৃষ্টান্তমূলক শাস্তি ) নিশ্চিত করেই কেবল আশা করা যায় এ ব্যাধি থেকে মুক্তির।

০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৮

চাঁদগাজী বলেছেন:


ভালো, সেটার উপর জনমত গড়ার চেস্টা করেন।

৯| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০২

নতুন বলেছেন: একটা জিনিস পছন্দ হইলেই কেড়ে নিতে হবে?

যৌন উত্তেজনা উঠলেই মানুষ ধষ`ন করেনা।

ধষ`নের মাঝে একরকমের ধংসকামনা কাজ করে। জোর করে ছিনিয়ে নেওয়ার, নারীকে ডোমিনেন্ট করা, এক রকমের বিকৃত রুচির ঘটনা এটা...যেটা হত্যা, ডাকাতি, ছিন্তাই এর মতন কাজ....

সমাজে আইনের শাসন এবং শিক্ষার মাধ্যমে মানবিক বোধ এবং পরিবার থেকে শিক্ষাই পারে এটা কমাতে...

০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৬

চাঁদগাজী বলেছেন:


আপনি একটু ভিন্নভাবে দেখেছেন; কিন্তু একই সমাধানের কথা বলেছেন।

সমাজ ক্রমেই এমন অবস্হায় এসেছে যে, পরিবারের প্রভাব কমে আসছে; সার্বজনীন থাকছে 'শিক্ষা'; শিক্ষা দেয়া হোক ও আইনী ব্যবস্হাকে শক্ত করার জন্য সমাজ তাতে অংশ নিক; পুলিশে ও কোর্টে মানুষকে যোগ করা হোক।

১০| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৬

বিদ্রোহী সিপাহী বলেছেন: প্রকৃতপক্ষে সুশিক্ষাই পারে অবক্ষয় রোধ করতে।

০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২১

চাঁদগাজী বলেছেন:


ব্যাচেলর অবধি ফ্রি পড়ানোর সম্পদ জাতির কাছে আছে।

১১| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩২

বিদ্রোহী সিপাহী বলেছেন: ঠিক বলেছেন। কিন্তু দরকার সুশিক্ষা দেওয়ার জন্য সমন্বিত নীতিমালা। এই জন্য বিস্তর গবেষণা করতে হবে (এদেশীয় প্রেক্ষাপটে) আর তা সম্ভব রাষ্ট্রীয় অানুকূল্যেই।
ভাই, হতাশ হয়ে যাই...

০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৪

চাঁদগাজী বলেছেন:


আমাদের সরকারগুলো অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকায় আমাদের আইন-শৃংখলা ভেংগে পড়েছে; মানুষকে সরকারের উপর চাপ সৃস্টি করতে হবে যে, আইনী ব্যবস্হায় মানুষের অংশ গ্রহন যেন থাকে; পাবলিক জুরী ব্যবস্হা সাহায্য করতে পারে।

১২| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫২

নকীব কম্পিউটার বলেছেন: তাই যৌবন প্রাপ্তির পর, যথা সম্ভব কম সময়ের মাঝে বিয়ে হলে, ধর্ষন কমে যাবে;
সবচেয়ে শেষ পদক্ষেপ হবে, সামাজিক শাস্তির মাধ্যমে নিয়ন্ত্রন।---- একমত পোষণ করছি।

০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৮

চাঁদগাজী বলেছেন:


এগুলো ভাবার বিষয়।

১৩| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৩

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: বাসে যে তিন জন ধর্ষন করেছে আমারতো মনে হয় তারা সবাই বিবাহিত। বরং ঐ পরিবহন শ্রমিক শ্রেনীর মানুষ অনেক কম বয়সে বিয়ে করে থাকে। কাজেই কম বয়সে বিয়ে হলেই ধর্ষন কমে যাবে, এটা কোন যুক্তিই না।

০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৮

চাঁদগাজী বলেছেন:


আমি প্রাণী জগৎ'এর প্রাকৃতিক অবস্হান তুলে ধরেছি, যা আপনারা নিজেই দেখছেন।

দরিদ্রদের বিয়েটা আজকাল নিজেদের (গরীব ব্যক্তির) মাঝেই গুরুত্ব পাচ্ছে না; তারা বউ ত্যাগ করছে বিনা অজুহাতে।

১৪| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
বদ্ধ দরজারর ওপাড়টা দেখার নেশা জাগে। পাঠ্যক্রমে বিষয়খানা অন্তর্ভুক্ত করা উচিত।

০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

চাঁদগাজী বলেছেন:


মানুষ ফেরেশতা নয়; তবে, সমাজের নিয়ম না মানলে, মানব সমাজ ধ্বংস হবে।

১৫| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

তৌফিক মাসুদ বলেছেন: দারুন কথাগুলো , মানুষ সেই যে নিজের কুপ্রবৃত্‌তি identify করতে পারে। কারো কারো এই কুপ্রবৃত্‌তি বেশি থাকে। Control করতে পারেনা। এদের জন্য আইন।

০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

চাঁদগাজী বলেছেন:


মানুষ হয়ে, সমাজে বাস করতে হলে, হয় শিক্ষিত হতে হবে, না হয় জেলে থাকতে হবে।

১৬| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

আমিই মিসির আলী বলেছেন: সুলতানা রহমান
আর একটা উপায় হচ্ছে ধর্ষণকারীর ধর্ষন অঙ্গ কেটে ফেলা =p~


কিন্তু এটা কোন সমাধান না।
বরং সে আরো ক্ষিপ্ত হতে পারে। ভবিষ্যতে এর চেয়েও ভয়ানক কাজে লিপ্ত হতে পারে।

ধর্ষন বা যৌন হয়রানি এসব বন্ধ করার জন্য ধর্মীয় শিক্ষা, নিয়ম কানুন মানা সবচেয়ে জরুরি। এর বিকল্প কিছু নেই।

০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

চাঁদগাজী বলেছেন:


মানুষের অংগ ইত্যাদি কেটে ফেলা ভয়ংকর ভয়ংকর অপরাধ; শিক্ষাই সহজ সমাধান।

১৭| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

দিশেহারা আমি বলেছেন: sorry to say,
sex doll এর প্রসার যৌন নিবারনের বিকল্প হতে পারে।

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৬

চাঁদগাজী বলেছেন:



এগুলো আমাদের সংস্কৃতিতে এখনো গ্রহনযোগ্য হবে না; সময়ের সাথে হবে।

১৮| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

আরণ্যক রাখাল বলেছেন: বাংলাদেশে ফ্রি-সেক্স এর প্রচলন জরুরী। এটা ধর্ষণ কমাবে নিঃসন্দেহে

০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

চাঁদগাজী বলেছেন:



শেষে 'জারজ জাতি' খেতাব মিলে যাবে!

১৯| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দ্রুত বিয়ে দেয়াটা সামান্য একটা সমাধান হতে পারে। তবে মানসকিতার উন্নয়ন জরুরী।

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৪

চাঁদগাজী বলেছেন:


বর্তমান অর্থনীতি কম বয়সের বিয়ে সাপোর্ট করবে না; তাই, াকী থাকছে শিক্ষা ও শাস্তি; শাস্তি দিলে সরকারের ক্ষতি; লাভজনক হলো শিক্ষা।

২০| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:৪০

রাঘব বোয়াল বলেছেন: এক কথায় দারুন। অসাধারণ লিখেছেন।

২১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ ভোর ৫:৩৯

ওসেল মাহমুদ বলেছেন: সামাজিক মুল্যবোধ, পড়াশুনা, মানবতা জাগরণে কাজ হতে পারে !

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৯

চাঁদগাজী বলেছেন:


সঠিক

২২| ২৫ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:৪৭

প্রজ্জলিত মেশকাত বলেছেন: আপনি তো অনেক বড় থিউরিস্ট হয়ে যাচ্ছেন। তাড়াতাড়ি বিয়ে দিলে ধর্ষণ কমে যাবে এই থিউরি আপনে কই পাইছেন? সোস্যাল সাইকোলজি আর ক্রিমিনাল সাইকোলজি নিয়ে একটু পড়াশুনা করেন প্লিজ। আপনি আজিব মাল। কিছুই না জেনে, কিছুই না পড়ে যা ইচ্ছা তাই লিখে যান।

২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৩৬

চাঁদগাজী বলেছেন:



আমি বাল্য বিয়ের কথা বলিনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.