নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগার জনম দাসীর সব ধরণের ব্যান তুলে নেয়ার জন্য অনুরোধ

০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৫



আপনার ব্লগিং বয়স যদি বছর খানেক হয়ে থাকে, এবং আপনি যদি ব্লগার 'জনম দাসী'কে না চেনেন, যদি উনার লেখায় কমেন্ট না করে থাকেন, আপনার জনম অবশ্যই বৃথা, ষোল আনাই বৃথা!

আমাকে উনি সাময়িকভাবে মন্তব্য-ব্যান করছিলেন; কারণ, আমি উনার লেখায় কমেন্ট করে বলেছিলাম যে, উনার ব্লগিং হয়তো থেমে যেতে পারে; অবশ্যই আমি চাইনি যে, আমার কমেন্ট উনার বেলায় সত্য হোক; কারণ, ব্লগিং থেকে কেহ বন্চিত হোক, এটা আমি চাইতে পারি না। যেদিন আমি উনার লেখা পড়তাম না; তবুও সময় করে, উনার ব্লগে ঘুরে আসতাম, অন্যদের কমেন্ট পড়তাম; দেখবেন, আপনাকেও টানতে থাকবে উনার ব্লগ।

কিন্তু, দেখা যাচ্ছে উনি ব্লগে নেই, ব্যান করা হয়েছে উনাকে। কিছুক্ষণ আগে, আরেক বহুল পরিচিত ব্লগার, "রূপক বিধৌত সাধু" আমাকে এক কমেন্টে জানালেন, "জনম দাসীর" হয়ে একটা পোস্ট দিতে, যাতে উনার ব্যান তুলে নেয়ার জন্য অনুরোধ করা হবে।

উনার পাঠকের সংখ্যা অনেক, উনার ভক্তও অনেক, এবং সামনের দিন গুলোতে বাড়তে থাকবে; উনি লিখলে, একজন একটিভ ব্লগার বাড়বে; উনার সব ব্যান তুলে নেয়ার জন্য সামুকে অনুরোধ করছি। আশাকরি, উনি ব্লগকে বুঝবেন।

আপনারা যারা "জমন দাসী'কে ভালোবাসেন, কিংবা ভালোবাসেন না, সবাই সামুকে অনুরোধ করুন উনাকে আরেকটা চান্স দিতে। আমি নিজে উনার ভক্ত নই, কিন্তু উনার লেখা পড়ি; উনার লেখা অনেক ইমোশানেল, আপনি সহজেই উনার ভক্ত হয়ে যাবেন; আসুন, আমরা সবাই উনার হয়ে, উনার ব্যান তুলে নেয়ার জন্য সামুকে অনুরোধ করি।

উনি নিজের প্রোফাইলে লিখেছেন:

"যদি খুলে দিত সা্মু ... আমার মন্তব্য আর পোস্ট! হয়তো লিখতাম, ফিরতাম ফের সকলের মাঝে। নীরবে পড়ে যাই প্রিয়দের লেখা... কখনো হাসি, কখনো কাঁদি; শেকলে বন্দী পাখীর মত... এই এত টুকু খাঁচায় পরে থাকি। ভালো থাকা হোক ভাই, বোন, বাছা তোমাদের সব সময়।"

সামুসহ সবাইকে অগ্রিম ধন্যবাদাব

মন্তব্য ৯৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৯৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১২

রানার ব্লগ বলেছেন: উনার সব ব্যান তুলে নেয়ার জন্য সামুকে অনুরোধ করছি।

০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

চাঁদগাজী বলেছেন:



অলরাইট সামু, উনাকে আরেক চান্স দেন, প্লীজ

২| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

উল্টা দূরবীন বলেছেন: ওনার সব ধরনের ব্যান তুলে দেওয়া হোক।

তবে আপনার পোস্টে ওনাকে কেনন ব্লক করা হলো সেটা নিয়ে একটু আলোচনার দরকার ছিলো। যদিও সে ব্যাপারে আপনি জানেন কিনা সেই বিষয়ে আমি নিশ্চিত নই।

০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

চাঁদগাজী বলেছেন:


জনম দাসী অনেক ইমোশানেল মানুষ; আমাকে কেন ব্যান করেছিলো আমি জানতে চাইনি; আমি উনাকে জানতে চেয়েছি শুধু; আপনিও একদিন হয়তো উনার ইমোশানের অংশ হয়ে যাবেন, উনি মোহনীয়।

৩| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২০

স্বপ্নবাজ তরী বলেছেন: উনাকে কেন ব্লক করা হলো সেটা জানালে ভালো হত।

০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

চাঁদগাজী বলেছেন:


আসলে, আমি নিজেই জানি না; তবে, উনার লেখায় অনেকের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল, মনে হয়; উনার রূপেও ভুবন মেতেছিল।

৪| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২১

আমি মিন্টু বলেছেন: :) :)এই সকল ব্যান ব্লগ থেকে বাতিল হউক ;)

০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

চাঁদগাজী বলেছেন:


সামু কাঁপবে কিছুক্ষণের মাঝে

৫| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

স্যার এডলফ হিটলার বলেছেন: আমি ওনাকে চিনি না। আমার ব্লগিং বয়সও ৬ মাস :( কিন্তু সামুকে অনুরোধ করছি তাকে আরেকটা সুযোগ দেওয়ার জন্য। আর কেন তাকে ব্যান করা হয়েছে, তাও জানানোর জন্য।

০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

চাঁদগাজী বলেছেন:


সামু এমন ইমোশানেল ব্লগারকে বাইরে রেখে অনেক কিছু হারাচ্ছে!

৬| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আমি জনম দাসীর এক নম্বর ভক্ত দিদি বলে ডাকতাম। কি কারনে ওনাকে ব্যান করা হলো তাও জানি না শুধু জানি অতি সত্বর ওনার ব্যান তুলে নিতে হবে । একজন নিরাপদ ব্লগার হিসাবে এটা আমার জোর অনুরোধ ও জোর দাবী।।।

০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:


আমি জানি, জনম দাসী থাকাকালীন আপনি উনার ব্লগেই পড়ে থাকতেন; আমার পোস্টে আসার সময় আপনার হতো না; অবশ্য অনেকেরই এই অবস্হা হয়েছিল; আপনাকে কি দোষ দেবো!

আমরা চাই জনম দাসীকে ফিরে আসার সুযোগ দেয়া হোক।

৭| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১২

আমিই মিসির আলী বলেছেন: ব্যান তুলে নেয়া হোক।
তবে কি কারনে ব্যান হয়েছেন সেটাও জানা জরুরি।

০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

চাঁদগাজী বলেছেন:


ব্যানের কারণটা আমি ঠিক জানি না; অন্য কেহ জানলে, জানাবেন প্লীজ

৮| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

দিশেহারা আমি বলেছেন: উনার সব ব্যান তুলে নেয়ার জন্য সামুকে অনুরোধ করছি।

উনার লেখা ও কমেন্ট পড়েছি।
মাঝে মাঝে দার্শনিক, মাঝে মাঝে আবোল তাবোল বলেন। B-)

০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

চাঁদগাজী বলেছেন:


উনি ম্যাগনেটের মতো আকর্ষন করেছিলেন পাঠকদের।

৯| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

তপোবণ বলেছেন: যারা ভাল লিখেন, তাদের আবোল-তাবোল ও ভাল লাগে। বলছি, জনমদাসীকে আমাদের মাঝে ফিরিয়ে দেয়া হোক। কতদিন যে অপেক্ষায় আছি তার লেখা পড়ব বলে।

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:০৪

চাঁদগাজী বলেছেন:



আমি নিজ পায়ে কুড়াল মারছি, উনি ফিরে এলে, আমার পোস্টে কেহ আসবে না, জানি

১০| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

আরণ্যক রাখাল বলেছেন: আহমেদ ইশতিয়াক চয়নকে ব্যান করা হয়েছে। ও অনেক জনপ্রিয় ব্লগার ছিল। আমার জানা মতে ওর প্রতিটা ব্লগই দুইতিন হাজার বার করে পঠিত। কিন্তু ব্যান তুলে নেয়া হয়নি।
তিনি(জনমদাসী) যদি ব্লগকে ভালবেসেই থাকেন তাহলে চুপ করে থাকবেন কেন? আরেকটা নিক নিলেই পারেন।
ভালো ব্লগার চিনতে পাঠকের সময় লাগে না। ভালো লেখক হলে তিনি ঠিকই আবার পাঠকপ্রিয়তা পাবেন।
আমি ব্যক্তিগতভাবে, তার ব্লগিং এর স্টাইল পছন্দ করতাম না। একদম না। তবে তিনি অনেকের সাথেই সুসম্পর্ক তৈরি করেছিলেন, এটা একটা পজিটিভ দিক।
যাই হোক, তার ইচ্ছে থাকলে আরেকটা নিক নিয়ে ব্লগিং করতেই পারেন, কেউ তো বাঁধা দিতে যাচ্ছে না।
যাই হোক, এই পোস্ট, প্রমাণ করে, আপনি ব্লগের প্রতি অনেক দায়িত্ববান

০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

চাঁদগাজী বলেছেন:



হয়তো আরেকটা নিক নেয়া স হজ হতো; কিন্তু আপনি উনার ইমোশান নিশ্চয় লক্ষ্য করেছেন, সেটা কাজ করতে পারে। উনার প্রোফাইল থেকে বুঝা যাচ্ছে যে, তিনি আগের নিকেই থাকতে চাচ্ছেন। সামু উনাকে আরেকটা চান্স দিক; উনার আকর্ষন ক্ষমতা আছে।

১১| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

খোলা মনের কথা বলেছেন: ব্যান থেকে মুক্ত করার জন্য অনুরোধ জানাই। জনম দাসীর আমাদের মাঝে ফিরে আসার জন্য শুভ কামনা রইল

০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

চাঁদগাজী বলেছেন:


আমি জানতাম, অনেকেই চান যে, জনম দাসী যেন জনম ভরে এখানে থাকে

১২| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: কর্তৃপক্ষের দৃষ্টি অাকর্ষণ করছি । উনার ব্যান উঠিয়ে দেয়া হোক ।

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:২৬

চাঁদগাজী বলেছেন:



মনে হয়, নিক 'কাল্পনিক ভালোবাসা'কে অনুরোধ করতে হবে

১৩| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:০৭

হাসান মাহবুব বলেছেন: উনারে মিস্করি। আইজকা আমার ব্লগে ফুচকি দিয়া গেছে গা। ইমোশনাল হৈয়া গেচি দেইখা :((

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৫

চাঁদগাজী বলেছেন:


আমিও জনম দাসীকে মিস করছি; সামুও মিস করছে

১৪| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:২৪

শাহরিয়ার কবীর বলেছেন: ব্যান তুলে নেয়া হোক।

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৬

চাঁদগাজী বলেছেন:


সামু দেখুক, জনম দাসী কত প্রিয়!

১৫| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:৩২

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আহাহা, খালাম্মারে বহুত মিস্করছি! ব্লগে অনেকদিন যাবত বেশ বিনোদনের অভাব পইড়া গেছে। উনি আইলে সেইটা আবার চালু হইতারে। উনাকে ব্যান করার জইন্য সামুর পরতি তেব্রো ভাবে পর্তিবাদ জানাইলাম! :P

খালাম্মা আমনি কুতায়? জলদি কইরা চইল্লা আসুইন, আপনার বিরহে জেবনডা তেজপাতা হইয়া যাইতাছে! ;)

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৭

চাঁদগাজী বলেছেন:


খারাপ, খারপ, খারাপ; নাম ধরে ডাকুন।

১৬| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন: সামুতে মনে হয় আর নিজের খেয়ে কিছু লিখবো না
কারণ আমার কিছু সমস্যার কথা জানিয়েছিলাম কিন্তু কোন ফিডব্যাক পাই নাই..
যদিও আমি ক্ষুদ্র লেখক কিন্তু অনেক বড় এবং ভাল লেখক এই সামুতে আছে।
যদি আমাদের সমস্যার সমাধান নাই করে তাহলে লেখে কি লাভ?

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৮

চাঁদগাজী বলেছেন:


হতাশ হবেন না, আমি আছি আপনার পাশে; ক্ষুদে ক্ষুদে মিলে আমরা হবো শক্তিশালী

১৭| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৪

আবু শাকিল বলেছেন: নানী জনম ডাসী তোমারে মিছাই !!
তাত্তারি ফিরা আহো -

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:৫২

চাঁদগাজী বলেছেন:


সামুকে বলেন, সামু যেন ব্লগারদের কথা শুনে!

১৮| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৮

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: খালাম্মারে নাম ধইরা ডাকলে আল্লাহ্ গোনা দিবো না গাজী ভাই? আপনে মুরুব্বি হইয়া এইটা কিতা কন? নাউজুবিল্লাহ, এমন কতা কয় না ভাই! :(

নাকিতা, নয়া নিক খুলচেন ভালা করচেন। তয় ফডু দেন না ক্যারে?

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৪

চাঁদগাজী বলেছেন:


জনম দাসী সত্যই ব্লগারদের ভালোবাসেন।

১৯| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:০৪

মাইরালচে বলেছেন: ব্যান তুলিয়া নেয়া হোক।
অপেক্ষা করতেছি।
পুনঃ পুনঃ চো ডন হপে।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪২

চাঁদগাজী বলেছেন:


উনার হাত ১০টি, হুশিয়ার থাকবেন।

২০| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:০৬

অমনিট্রিক্স বলেছেন: সামু থেকে ব্যান জিনিসটা বাদ দেওয়া হোক।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৮

চাঁদগাজী বলেছেন:


সম্ভব

২১| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:০৮

বিজন রয় বলেছেন: তার ব্যান উঠানো হোক।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪১

চাঁদগাজী বলেছেন:


অলরাইট

২২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১২:১৪

মুসাফির নামা বলেছেন: জনম দাসীকে নিয়ে আপনার এত উৎসাহতো উদ্বেগজনক।তা এতদিন আপনি ছিলেন কোথায়?

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪০

চাঁদগাজী বলেছেন:


আমি একটু অসুস্হ ছিলাম।

জনম দাসীর ব্যাপারে আমার উৎসাহ প্রথম থেকেই ছিলো। উনার আোনেক ভক্তের মাঝে আমি পেছনের সারিতে

২৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১২:২৩

মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) বলেছেন: তুলে নেয়া হোক ব্যান, যদিও তাকে আমি চিনিনা। আর এরকম ব্যান প্রথাটিও বাতিল করা হোক।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৯

চাঁদগাজী বলেছেন:


তাই হোক

২৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১:৪০

সচেতনহ্যাপী বলেছেন: জানি না অপরাধ কি, তবু মনে করি সবকিছুরই মেয়াদ আছে।। সে হিসাবে উনার শাস্তির মেয়াদ কি ফুরায় নি??

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৬

চাঁদগাজী বলেছেন:


ব্লগারেরা জনম দাসীর জন্য আরেকটা চান্স চাচ্ছেন

২৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ২:১১

মহা সমন্বয় বলেছেন: কর্তৃপক্ষের দৃষ্টি অাকর্ষণ করছি । উনার ব্যান উঠিয়ে দেয়া হোক ।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৭

চাঁদগাজী বলেছেন:


আশাকরি, সামু ব্লগারদের ইচ্ছা পুরণ করবেন।

২৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ ভোর ৫:২০

ওসেল মাহমুদ বলেছেন: ব্যান উঠানো হোক !

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৪

চাঁদগাজী বলেছেন:



আশাকরি সামু ব্যবস্হা নেবেন।

২৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪০

গোধুলী রঙ বলেছেন: আমার মত একটা আলসে ব্লগারকে সামু নিরাপদ রেখে জনম দাসীর মতন ব্লগারদের ক্যান যে ব্যান করে বুঝি না, ব্যান উঠিয়ে নেওয়া হোক।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪৪

চাঁদগাজী বলেছেন:


জনম দাসীকে কেন ব্যান করা হয়েছিল, আমি ঠিক জানি না; তবে, উনার অনেক ভক্ত পাঠক আছেন।

২৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৪

আরজু পনি বলেছেন:
জনমদাসীর লেখা পড়া হয়নি তেমন।

একটা পোস্টে সম্ভবত মতামত দিয়েছিলাম...যতদূর মনে পড়ে উনি জবাব দেন নাই।

কেন ব্যান করেছে তাই তো জানিনা।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৫

চাঁদগাজী বলেছেন:



ব্যান কেন করা হয়েছে, আমি ঠিক জানি না; উনার লেখার বিষয়গুলো নিয়ে ক্যাচাল চলছিলো

২৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৪

অলওয়েজ ড্রিম বলেছেন: আমি ঠিক জানি না জনম দাসী মৃত্যুদণ্ড পাওয়ার মতো অপরাধ করেছিলেন কিনা। যাই হোক সবাই যখন তার হয়ে রিভিউ পিটিশন দাখিল করেছে তখন সামু'র বিবেচনা করা উচিত।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৭

চাঁদগাজী বলেছেন:


উনার পাঠক অনেক

৩০| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩১

খায়রুল আহসান বলেছেন: আমিও ঠিক অবগত নই, কী কারণে ব্লগার জনম দাসীর উপরে এমন দন্ডারোপ করা হয়েছে। তবে অনুমান করছি, তিনি হয়তো ব্লগের কোন নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করেছিলেন।
একজন সহব্লগারের প্রতি আপনার এই সহমর্মিতা দেখে প্রীত হ'লাম। আপনার দাবীর প্রতি আমিও সমর্থন দিচ্ছি। জনম দসীর উপর আরোপিত দন্ডাদেশ প্রত্যাহার করা হোক।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫০

চাঁদগাজী বলেছেন:


উনাকে চান্স দেয়া হোক, উনাকে মিস করছেন অনেকে

৩১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৫

অপর্ণা মম্ময় বলেছেন: উনি তো এপিক এক ক্যারেক্টার। উনি আসলে আবার ব্লগবাসী বিনোদিত হবে নিশ্চয়ই।
উনি আসুক আবার এবং বিনোদন বিতরণ করুক।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৮

চাঁদগাজী বলেছেন:


উনি ব্লগকে ভালোবেসেছিলেন, সন্দেহ নেই

৩২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

সহঅনুরোধ জানাচ্ছি! চাঁদগাজি ভাই থ্যাংকু :)

জনম দাসীসহ পৃথিবীর সকল ব্লগারের ওপর থেকে ব্যান ওঠিয়ে নেওয়া হোক, দিতে হবে! X(
মডু কই, জওয়াব চাই!

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৭

চাঁদগাজী বলেছেন:


আশাকরি, উনার মতো একটিভ ব্লগারকে নতুন একটা চান্স দেয়া হবে।

৩৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪২

রোষানল বলেছেন: নতুন আরেক নামে খুললেই তো সব ল্যাটা চুকে যায় ।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৫

চাঁদগাজী বলেছেন:


উনি মনে হয়, এই নিকটাকে ভালোবেসেছেন।

৩৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫০

মিখু বলেছেন: আমি তার সম্পর্কে জানি না,
কিন্তু তার পরও.।একটু দেখেন সামু।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৩

চাঁদগাজী বলেছেন:


আশাকরি সামু সবার অনুরোধ রাখবে।

৩৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমিও ওনাকে স্রদ্ধা করতাম অগ্রজ বলে । তবে ব্লগে সে অনুজ ই ছিল কিছুদিনরে মধ্যে ইনিয়ে বিনিয়ে বা লিখার মাধকাতায় কিছু ভক্ত যোগার করে নিয়েছিলেন বটে। ব্লগেত অনেক অনিয়মই দেখি । তারপরেও যদি ওনি তেমন ব্লগিং ল অমান্য করে থাকে তাকে সামু ব্যান করেছে ঠিকি আছে। যদি সকল ব্লগার আবার ওনাকে চায় ব্লগে তা হলে ওনি আসুক আসার সে ব্যাবস্থা সামুকেই করতে হবে।

আর এই পোষ্টটি দিয়ে সুজোগে আপনি অনেক কমেন্ট হাতিয়ে নিলেন যদিও সত্য কথা একটু তিতে।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৭

চাঁদগাজী বলেছেন:


কমেন্ট পেতে আমার ভালো লাগে; যেটাতে কমেন্ট কম আসে, সেই পোস্টকে আমি ভালোবাসি না।

আপনি জনম দাসীর পক্ষে একটা পোস্ট দেন, দেখেন কতজন কমেন্ট করেন!

৩৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: কয়েকজনের মন্তব্য দেখে সত্যিই দুঃখিত হলাম । অামার অনুরোধের কারণে অাপনাকে কিছু বিরুপ মন্তব্য সহ্য করতে হলো । অাপনি কষ্ট নেবেন না ।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৩

চাঁদগাজী বলেছেন:



বাতাস

৩৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৬

জানা বলেছেন: সুচিন্তা এবং কথা বলার স্বাধীনতা উপভোগের শতভাগ অধিকার যেমন রয়েছে সবারই একইভাবে সেই স্বাধীনতার অপব্যবহার বা যথেচ্ছ ব্যবহার করে অন্যের জন্যে/কমিয়্যুনিটির জন্যে বিরূপ পরিস্থিতি তৈরীর কোন অধিকার কারোর নেই। এখানকার জন্যে সহজ কথাটি হলো, এখানে একটি নির্দিষ্ট নীতিমালা আছে যা 'বাকস্বাধীনতার' সর্বোচ্চ সদ্ব্যবহারের পক্ষে। আর তাই বাকস্বাধীনতার সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত বিষয়টি 'দায়িত্বশীলতা'। কথা হচ্ছে সেই দায়িত্বশীলতা কার উপর বর্তায়; ব্লগারের উপর নাকি মডারেশন প্যানেলের উপর? এর পরিষ্কার উত্তর হলো, উভয়ের উপর। এখন প্রশ্ন হতে পারে নীতিমালা ভঙ্গের বিচারিক একক কি? তাহলে উত্তর হবে, 'নীতিমালা অনুসরণ'। এটিও সেই ব্লগার এবং মডারেটর দু'জনের জন্যেই। অযোক্তিকভাব বা নীতিমালার বাইরে গিয়ে মডারেটর কারোর কথা বলার স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারেন না। ব্লগ এমন একটি সামাজিক মাধ্যম যেখানে মিথষ্ক্রিয়ার মাধ্যমে বক্তা এবং মন্তব্যকারী/আলোচক/সমালোচকের ব্লগীয় আচরণ পর্যবেক্ষণ করে সুস্থ মত প্রকাশের পরিবেশ তৈরী বা জিইয়ে রাখার জন্যে মডারেটর তাঁর দায়িত্ব পালন করেন। এখানে ব্লগার-মডারেটরের এমন একটি সার্বক্ষনিক অদৃশ্য সম্পর্ক রয়েছে যা আক্ষরিক অর্থে সকলের সমানভাবে 'বাকস্বাধীনতা'র অধিকার এবং নির্বিঘ্ন গতিময়তা রক্ষা করে। অবশ্যই যুক্তিযুক্ত কারণ ছাড়া আমরা কোন ব্লগারকেই তার অধিকার থেকে সরিয়ে রাখিনা। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটাই করে যাই আমাদের পেশাদারিত্ব ধরে রাখতে।

আরেকটি দরকারী বিষয় বলে রাখতে চাই, কোন ব্লগারকে তাঁর ব্লগীয় সুবিধা থেকে সরিয়ে দেয়ার প্রয়োজন হলে তার ন্যায় সঙ্গত কারণ জানার অধিকার কেবল সেই ব্লগারেরই, অন্যদের নয় অর্থাৎ কমিয়্যুনিটিতে সেটা শোভন/প্রয়োজনীয়/সম্ভব নয়। পাশাপাশি সবার প্রতি অনুরোধ থাকছে যে উক্ত ব্লগারের অনুপস্থিতিতে তাঁকে নিয়ে একপক্ষীয় কটাক্ষ/কটুক্তি থেকে বিরত থাকুন।

যদিও এই ধরণের পোস্ট আমরা নিরুৎসাহিত করি, তবু সবার আরও ভাল করে বোঝার সার্থে সঙ্গত কারণেই চাইছি পোস্টটি থাকুক।

ভাল থাকবেন সবাই।
ধন্যবাদ @চাঁদগাজি

০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩০

চাঁদগাজী বলেছেন:


জমন দাসী স্বল্প সময়ে অনেক পাঠকের মন পেয়েছিলেন; তাই ভাবছিলাম যে, উনি আরেকটা চান্স পেলে নিজকে প্রকাশ করার সুযোগ পেতেন।

ব্লগের নিয়মের ভেতরে কিছু করার থাকলে, চেস্টা করুন উনার জন্য।
ধন্যবাদ

৩৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৯

তানজির খান বলেছেন: হা হা হা হা হা হা

০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩২

চাঁদগাজী বলেছেন:


আপনি উনার পাঠক?

৩৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১০

উল্টা দূরবীন বলেছেন: ভাইর নিজের ইমুশুন লইয়াই বাঁচিনা, আরেকজনের ইমুশুন কই থুমু?
ছাইড়াদে সামু, কাইন্দা বাঁচি।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩২

চাঁদগাজী বলেছেন:



বেচারী নিজের প্রোফাইলে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন।

৪০| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৮:০২

মিজানুর রহমান মিরান বলেছেন: উনার মন্তব্যগুলোও কিন্তু চমৎকার ছিলো।
উনার সব ব্যান তুলে নেয়ার জন্য সামুকে
অনুরোধ করছি।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৮:০৮

চাঁদগাজী বলেছেন:



উনার অনেক পাঠক ছিল।

৪১| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২০

কালনী নদী বলেছেন: আমাদের সবাইকেই এই বিষয়ে সচেতন হতে হবে! নিশ্চয়ই তিনি খারাপ কিছু করেছিলেন তাই মডারেটর বাধ্য হয়েছেন কঠোর হতে! আর সবার সাথে আমিও সামুকে অনুরুধ করি, একটি চান্স দিয়ে দেখুন না, উনার হয়ে আমি নিজেই কানে দড়ছি আর ছেঁচরামি করবো না!

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩৬

চাঁদগাজী বলেছেন:


আশাকরি, উনাকে আরেকটা চান্স দেবে সামু।

৪২| ০৫ ই এপ্রিল, ২০১৬ ভোর ৫:২৪

উদাসী স্বপ্ন বলেছেন: ব্লগমাতার মন্তব্য পড়ি মনে হলো উনি সুলেমানী ব্যান খাইছে। এই ব্যান উঠানোর জন্য সুলেমানী এন্টি ব্যান দরকার। যদি ফান্ডিং পাই তাইলে একটা ব্যান-এন্টি ব্যানের কোলাইডার বানাইতাম। এক মাথায় থাকতো সুলেমানী ব্যান আরেক মাথায় থাকতো সুলেমানী এন্টিব্যান। পরে দুইটারে দুই মুখা দিয়া চালাইয়া ঘুরাইতে ঘুরাইতে যখন আলোর গতির কাছাকাছি আইয়া পড়বো তখনই একটা মুখোমুখি সংঘর্ষ ঘটাইয়া একে অপরকে নিরস্ত্র করিতে পারিতাম আর এর ফলেই তাহার সুলেমানী ব্যান নিস্ক্রিয় হইয়া উধাও হইয়া যাইতো!

এখন আমার ব্যান কোলাইডারের জন্য কেউ কি ফান্ডিং দিতে ইচ্ছুক?

০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০০

চাঁদগাজী বলেছেন:


ব্লগার জানা'র কথাগুলো শক্তই মনে হলো।

৪৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩০

পাকাচুল বলেছেন: আফসুস। এতকিছু হয়ে গেল, আর আমি কিছুই জানলাম না।

যখন কেউ সুলেমানী ব্যান খায়, তখন তার অনুভূতি কেমন হয়, সেটা নিয়ে কেউ কিছু বলবেন কি?

০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৯

চাঁদগাজী বলেছেন:



সামুতে আমি ৫ টার মতো নিক হারায়েছি, আমার ধারণা আছে

৪৪| ০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:০৪

অর্ধ চন্দ্র বলেছেন: উঠে গেলো বলে

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫২

চাঁদগাজী বলেছেন:



ব্যান তুলেনি সামু

৪৫| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০০

রাজসোহান বলেছেন: জনমদাসী কে? আমিতো চিনিনা তারে, আমার ব্লগিং বয়স অনুযায়ী কি জন্ম তাইলে বৃথা? /:)

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৬

চাঁদগাজী বলেছেন:


তিনি মাস পাঁচেক আগে ব্লগিং শুরু করেছিলেন; উনার অনেক পাঠক ছিলো, উনাকে ব্যান করা হয়েছে; আমি ভাবছিলাম যে, উনার ব্লগিং বন্ধ হয়ে যাবে, এবং সেটা মন্তব্যে বলেছিলাম; উনি আমাকে সাময়িকভাবে 'মন্ত্ব্য-ব্যান' করেছিলেন; এখন উনার হয়ে কথা বলছি।

৪৬| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১২

রাজসোহান বলেছেন: জনমদাসী নিয়ে সার্চ দিলাম, বেশ কিছু পোষ্ট আর কাদাছোঁড়াছুঁড়ি দেখলাম। গেম চেঞ্জারের পোষ্টেতো সেই ক্যাচাল হইলো। ব্লগে এখনও এইসব পলিটিক্স চলে দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাইলাম কিছুক্ষণ =p~

০৯ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০২

চাঁদগাজী বলেছেন:



কিছু বাংগালী তরুণ সব সময় ক্যাচাল করার জন্য প্রস্তুত

৪৭| ০৯ ই জুন, ২০১৬ রাত ৮:৫১

কালনী নদী বলেছেন: ভাই চাঁদ জনম দাসীর সম্পর্কে যদি আপডেট জানাতেন! আর সামু কি উনাকে আরেকটি সূযোগ দিয়েছিল ?
আমি সত্যি আবেগিত হয়েছি উনার ব্যাপারটা নিয়ে!!!
কালনী ভারক্রান্ত!!!

৪৮| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জনমদাসী চাঁদের
মাল্টি নিক সম্ভবত,
না হলে তার জন্য এত
দরদ কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.