নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আপনি কি আইটি প্রফেশানেল, আপনার পরিচিতদের মাঝে কেহ আছেন?

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৫



ব্লগারদের মাঝে কারা কারা আইটি প্রফেশানেল হিসেবে কাজ করছেন, এবং কোন শাখায় কাজ করছেন? যদি গোপনীয় না হয়, জানালে আমার ও অনেকের একটা ধারণা হবে; এবং আপনাদের জানা মতে, বন্ধু বান্ধব , ক্লাশমেট, বা পরিচিত কেহ আইটি'তে কাজ করলে জানাতে পারেন।

কি পরিমাণ ব্লগার প্রোগ্রামিং এ আছেন, কি পরিমাণ আছেন ডাটাবেইজ এডমিনে, কি পরিমাণ সিস্টেম এডমিনে, কি পরিমাণ ওয়েব ডেবেলপমেন্টে, কি পরিমাণ ক্লায়েন্ট/সার্ভারে, কি পরিমাণ সিকিউরিটিতে; কারা লিনাক্সে আছেন, কারা উইনডোজে?

বাংলাদেশের কোন কোন কোম্পানীতে আনুমানিক কি পরিমাণ ডেভেলপার কাজ করছেন?

সাথে সাথে জানাতে পারেন, কারা বর্তমানে কম্প্যুটিং এ পড়ছেন, এবং কখন শেষ করার সম্ভাবনা।

এ তথ্যগুলো শুধু মাত্র একটা সাধারণ ধারনা পেতে ব্যবহার করা হবে।

আজ অবধি মাত্র ৩ জন ব্লগার জানিয়েছেন যে, উনারা আইটি'তে কাজ করছেন; আর কেহ থাকলে জানাবেন, প্লীজ

মন্তব্য ৩১ টি রেটিং +২/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৭

বিজন রয় বলেছেন: কারণ কি?

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:৪১

চাঁদগাজী বলেছেন:



পোস্ট না পড়ে কমেন্ট করে চলেছেন?

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৭

গেম চেঞ্জার বলেছেন: বুঝা গেল, আপনি ব্যাপারটার পেছনে লেগে আছেন।

ভালো।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:৫০

চাঁদগাজী বলেছেন:


একটা ধারনা পাওয়া দরকার

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৯

বিজন রয় বলেছেন: সব পোস্ট পড়তে হবে এমন কোন কথা নেই।
আমার উপস্থিতিটাই অনেক।

কারণটা কি এবার বলুন।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:৫২

চাঁদগাজী বলেছেন:



ব্লগারেরা নিশ্চয় বিভিন্ন ব্যাক-গ্রাউন্ডের মানুষ; তাঁদের কতজন আইটি'র লোক, এটুকু জানার ইচ্ছা আমার; ছোটখাট জরীপ!

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:৫০

হাসান কালবৈশাখী বলেছেন:
বন্ধু বান্ধব , ক্লাশমেট, বা পরিচিত কেহ?
আমার তালিকা তো অনেক বিশাল লম্বা হয়ে যাবে। আমার তালিকার লোক অন্যের তালিকায় থাকতে পারে,
তারচেয়ে বাংলাদেশ পরিসংখান ব্যুরো থেকে অফিসিয়াল তালিকা চেয়ে নিন।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৬

চাঁদগাজী বলেছেন:


আমি ব্লগারদের ও উনাদের জানাশোনা লোকজনদের সম্পর্কে জানতে চাচ্ছি; পরিসংখ্যন থেকেও চেস্টা করবো।

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৩

গুলশান কিবরীয়া বলেছেন: আমার পরিচিত পাঁচ ছয় জন আছেন আইটি প্রফেশনাল । তবে তারা কেউ ব্লগার নন । ইংল্যান্ডে আইটিতে অনেক ভালো ভালো পোস্টে কাজ করেন , তারা সবাইই বাংলাদেশী ব্রিটিশ । এই ডেটাতে চলবে ?

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৭

চাঁদগাজী বলেছেন:


ভালো।
বাংলাদেশে কাজ করছেন যাঁরা, তাদের ব্যাপারে জানতে চাচ্ছি আমি।

৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৬

বিজন রয় বলেছেন: এবার বুঝেছি। আমি আইটির লোক না।

৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৭

এন.এ.আনসারী বলেছেন: আপনার জানার আগ্রহ কেন, তা কিন্তু খোলাসা করতে পারেন নি

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:০৫

চাঁদগাজী বলেছেন:



আপনার মন সন্দেহ-প্রবন, পুলিশে কাজ করছেন?

৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:০০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বন্ধু বান্ধব অনেকই আছে । তবে নিজে ছোট খাট একজন আটি কর্মচারী। আপনার কি জানার দরকার তা ঠিক যানি না। তবে বিদেশে একটি আটি ফার্ম এ কাজ করি। সিষ্টেম এডমিন হিসেবে।
আসলে আমি কম্পিউটার ম্যাকার । মেরামত করি ।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:০৬

চাঁদগাজী বলেছেন:


খুবই ভালো; আপনি তা'হলে প্রবাসে?

৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:২২

গোধুলী রঙ বলেছেন: আমি একটা বাংলাদেশি জাপানিজ কোম্পানিতে সফটওয়ার প্রোজেক্ট ম্যানেজার। ১৭০+ ইঞ্জিনিয়ার আছে এখানে।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:৩০

চাঁদগাজী বলেছেন:


সারছেন!
কি ধরণের টেকনোলোজী ব্যব হৃত হচ্ছে আপনাদের ওখানে; এবং কোন ইন্ডাস্ট্রিজের জন্য সফটওয়ার তৈরি করছেন?

১০| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৬

মৈত্রী বলেছেন: আপনার মূল পোস্টে লেখা ৩ জনের যায়গায় আরেকজন বাড়িয়ে ধরেন, ৪ জন করেন :(

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১২

চাঁদগাজী বলেছেন:



স্যরি, একজনকে গণনা করা হয়নি; ওকে

১১| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫০

আমিই মিসির আলী বলেছেন: করছি না.....।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৩

চাঁদগাজী বলেছেন:



আপনি কি আইটির লোক?

১২| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৬

আমিই মিসির আলী বলেছেন: না ভাই।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ২:২৫

চাঁদগাজী বলেছেন:



আপনার দক্ষতা কিসে?

১৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৮

রাজীব বলেছেন: আমি আছি।

০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৬

চাঁদগাজী বলেছেন:


খুবই ভালো সংবাদ

১৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৩

রায়হান চৌঃ বলেছেন: :) আছি তো

০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৬

চাঁদগাজী বলেছেন:



কোন শাখায় আছেন?

১৫| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৪৩

গরল বলেছেন: আমি আইটিতে কাজ করছি ভাই

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৪৮

চাঁদগাজী বলেছেন:



খুবই ভালো; দেশে, না প্রবাসে?

১৬| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৫৪

গরল বলেছেন: দেশেই কাজ করছি, তবে কোথায় কাজ করছি এখানে বলব না, আমার লাস্ট পোস্ট টা দেখলে হয়ত আন্দাজ করতে পারবেন। এছাড়া ইউএনডিপি, ইউএসআইড প্রজেক্টে একস্পার্ট হিসাবে কাজ করেছি, আইটি অপারেশন, সল্যুশন আর্কিটেক্ট, প্রজেক্ট ম্যানেজার হিসাবে কাজ করেছি।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ২:১৩

চাঁদগাজী বলেছেন:




খুবই ভালো; ব্যক্তিগত কিছু আমি জানতে চাই না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.