নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগারদের ইংরেজীর অবস্হা কি, আর কোন ভাষা জানেন?

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:২৪



আপনি ইংরেজী কতটুকু জানেন, বলতে, লিখতে ও পড়তে পারেন? ইংরেজী না জনালে, মোটেই লজ্জা করবেন না; জানলে ভালো! যদি জানেন, আপনি কি ফ্লুয়েন্টলী কথা বলতে পারেন? একজন আমেরিকান, বা ইউরোপীয়ানের সাথে কথা বলতে পারেন বিনা আয়াসে? বিদেশীরা বললে বুঝতে পারেন?

বিদেশী টেলিভিশন, বা রেডিও শুনলে, আপনি কতটুকু বুঝতে পারেন? প্রতি শব্দ, প্রতি বাক্য বুঝতে পারেন? টেলিফোনে বিদেশীদের সাথে কথা বলতে পারেন?

ইংরেজী ব্যতিত আপনি আর কোন কোন ভাষা জানেন? কতটুকু জানেন?

এই তথ্যটুকু জানতে চাচ্ছি, আমার একটা সাধারণ ধারণা গড়ে তোলার জন্য মাত্র; আপনি চাইলে জানাতে পারেন, না জানালে কোন অসুবিধা নেই। অগ্রিম ধন্যবাদ।

মন্তব্য ৩৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৩৮

কোলড বলেছেন: I guess my post gives an idea.

০৫ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:১৪

চাঁদগাজী বলেছেন:


আপনি টপে আছেন; আপনি কি দেশের বাহিরে?

২| ০৫ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:০৮

গুলশান কিবরীয়া বলেছেন: বাহ ! আপনার এই ডেটা কালেকশন বেশ ভালোই লাগছে । আমার ইংরেজি অ্যাডভানস লেভেলে আছে লেখা , পড়া , শোনা , বলা এবং বোঝার দিক দিয়ে । :)

০৫ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:১৫

চাঁদগাজী বলেছেন:


খুবই ভালো, আমাদের প্রত্যেক ব্যাচেলর ইংরেজী জানলে ভালো হতো

৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:৪১

উদাসী স্বপ্ন বলেছেন: ইংলিশে আমার তেমন দখল নাই। দুইবার আই ইএলটিএস দিছিলাম কোনো প্রিপারেশন ছাড়াই চাকুরী আর ট্যুরের ফাঁকে দুইবারই ৬.৫ আছিলো। জাপানী ভাষার বর্নমালা চিনি, আরবীর গ্রামার জানি, বাক্য গঠন করতে পারি। কেমনে জানি হইয়া যায়। যদিও অনেক শব্দ ভুইলা গেছি। সুইডিশটা এখন কিছু কইলে আর শুনলে বুঝি আর কি!

তয় বাংলাভাষার অবস্থা খারাপ। বানান ভুল, বাক্য গঠন সবকিছুতেই সমস্যা! কেমনে যে কুটিকালে বাংলায় পাশ দিছি, ইহা একটা অলৌকিক ঘটনা!


আর রাস্তায় চলার জন্য সি, জাভা, ভিএইচডিএল, ম্যাটল্যাব, এইচটিএমএল, পিএইচপি, সিএসএস আর একটুসখানি জাভা কোয়ারী!

০৫ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:১৬

চাঁদগাজী বলেছেন:


খুবই ভালো, ইংরেজী বলার অভ্যাস আছে তো?

৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:৫৪

প্রবাসী ভাবুক বলেছেন: আজ হঠাৎ এধরনের জরিপে নেমে পড়লেন কেন ঠিক বুঝলাম না!

আমি ইংরেজি মোটামুটি জানি। বিশেষ করে আপনি যে প্রশ্নগুলো করেছেন সবগুলোর উত্তরে 'হ্যাঁ' বসানো যাবে। বিজ্ঞানের শিক্ষার্থী হওয়ায় ইংরেজির উপর খুব জোর দেওয়ার সুযোগ ছিল না। দেশেই মূলত ইংরেজি মোটামুটি পারতাম। তবে ইউকে তে পড়াশুনা করার কারণে ইংরেজি মোটামুটি প্রাকটিস করতে হয়েছে। তবে মাতৃভাষা বাংলার পর সবচেয়ে যে ভাষাটিতে দক্ষ সেটা হল 'ফরাসি'। এছাড়া হিন্দি, উর্দু মোটামুটি বুঝি ও বলতে পারি তবে লিখতে পারি না। আর আরবি শুধু পড়তেই পারি। তাও যের, যবর, পেশ ইত্যাদি থাকলে। তাছাড়া স্পানিশ ও পর্তুগীজ সামান্য বুঝি তবে বলতে পারি না। এর বাইরে রুশ ভাষা শেখার প্রতি একবার ঝোঁক হয়েছিল। কিন্তু সময়, সুযোগ বা ইচ্ছা কোনটাই ঠিকমত না থাকায় কয়েকটা শব্দ ছাড়া তেমন কিছু জানি না।

০৫ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:১৮

চাঁদগাজী বলেছেন:


অদ্ভুত, আমার ফরাসী শিখার ইচ্ছা ছিল, হয়ে উঠেনি।

৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ ভোর ৫:৪২

দিশেহারা আমি বলেছেন: ক্লাস এইটে পরার সময় ফুল ফ্রী স্টুডেন্টশিপ ইপ্লিকেশন পড়তে হয়েছিল। এইটা কানাডিয়ান এক পর্যটকের কাছে এপ্লাই করেছিলাম ভদ্রলোক ১ ডলার দিয়েছিল।ক্লাস এইটের আই ইএলটিএস দিয়েছিলাম। :P

ইংরেজিতে অত ভাল না। পড়া লেখার চর্চা থাকলেও বলার অভ্যাস কম।তবে আমার আমেরিকান রুম ম্যাটের সাথে কথা বার্তা ভালই হতো। বুজতে বা বলতে সমস্যা হতো না। এখনও চ্যাট করি।

কোরিয়াতে ১৮ বছর তাই এই ভাষায় অনেকখানি দখল আছে। কয়েকটা কোর্স ও করেছি। দেশে আমার একটা ভাষা শিখার স্কুল ছিল।
তাছাড়া ফিলিপিন, ইন্দোনেশিয়া, চাইনিজ ভাষায় মেয়ে পটানোর মত কয়েকটা শব্দ জানি। ভিয়েতনাম আর কম্বোডিয়ান কিছু গালি জানি। হিন্দি, উর্দুতে নিজের নাম লিখতে জানি
কিন্তু সবচেয়ে ভাল লাগে অই বন্ধুর ভাষা। ফোন দিয়েই বলে- এরে সজল তুই কুনাই =p~

০৫ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:২১

চাঁদগাজী বলেছেন:


বাংগালীদের কান্ড, এত ভাষা জানেন! আসল কথা হলো, ইংরেজী এখন আর সমস্যা নয়, মনে হচ্ছে।

৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:১৯

বিষন্ন পথিক বলেছেন: ফিরিন্গি ভাষায় বিয়াপক এলেম আছে, চড় দিলেও থ্যাংকু কইতে পারি

০৫ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:২১

চাঁদগাজী বলেছেন:


ইংরেজী খুবই দরকার বাংগালীদের জন্য, ভালো।

৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:২৪

বিজন রয় বলেছেন: অল্প বিস্তর জানি।

০৫ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:



কথা বলতেপারেন তো?

৮| ০৫ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৩০

মুক্তমনা ব্লগার বলেছেন: As far as i can say about me For speaking and writing its good enough and i know lil bit of danish and french.
Cause for me english is only one way to communicate with others people here.

৯| ০৫ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৪৪

চাঁদগাজী বলেছেন:



ভালো, খুবই ভালো; আপনি কি দেশের বাহিরে?

১০| ০৫ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৪৬

বিজন রয় বলেছেন: অবশ্যই পারি। পারবো।

১১| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:১২

কোলড বলেছেন: I consider English a strategic tool to survive and it did give me an added advantage everywhere in the world except in stinking France. I'm non resident.

০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫২

চাঁদগাজী বলেছেন:


বুঝেছি, ফরাসী ভাষা সুন্দর, চেস্টা করে দেখেন; ফরাসীরা ইংরেজী জানে, বলতে চায় া।

১২| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩১

জহিরুলহকবাপি বলেছেন: তেমন দখল নাই

০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৩

চাঁদগাজী বলেছেন:


দখল নেন, রাজনী্তিবিদদের মতো দখল নেন।

১৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৯

বিনিদ্র বলেছেন: ইংরেজী মোটামুটি বুঝি। তবে বলার দক্ষতা তেমন নাই। তাছাড়া হিন্দি, উর্দু, পাজ্ঞাবী, ভোজপুরী, মারাঠী এসব মাতৃভাষার মত অনর্গল বলতে ও লিখতে পারি।

০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৪

চাঁদগাজী বলেছেন:


ভালো।
তবে, ইংরেজীতে কথা বলা শুরু করুন বাড়ীতে প্রথমে

১৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৫

মিজানুর রহমান মিরান বলেছেন: কারও সাথে তো ইংলিশে কথা হয়ে উঠেনা। ইংলিশ মুভি যখন দেখি তখন তো ভাষাগুলো বুঝি। বলতেও বোধহয় সমস্যা হবে না। একটু এদিক সেদিক হলেও বলতে পারবো।

০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৪

চাঁদগাজী বলেছেন:


কাছে লোকদের সাথে বলা শুরু করুন।

১৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০১

নতুন বাঙ্গাল বলেছেন: বিদেশী কোম্পানীতে চাকুরির দরুন ইংরেজী লিখা, কথা বলা ও পড়া মোটামুটি খারাপ না।

১৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৯

কালনী নদী বলেছেন: খারাপ না, আইএলটসের টিচার বলছিল অসাধারণ :)

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৯

চাঁদগাজী বলেছেন:



ভালো

১৭| ০৬ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:১৬

মুক্তমনা ব্লগার বলেছেন: হুম দাদা বাইরে।

০৬ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:


ভেতরে আসা দরকার, চেস্টা করলে হয়ে যাবে।

১৮| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:০৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
:-B

০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৩৭

চাঁদগাজী বলেছেন:


ধরে নিচ্ছি আপনিও ইংরেজী জানেন!

আপনার খবরাখবর কি? ভালো আছেন, আশাকরি!

১৯| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ইংরেজীতে কথা বলা ও বোঝার ক্ষমতা মোটামুটি।

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪১

চাঁদগাজী বলেছেন:



ভালো।

২০| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৯

গেম চেঞ্জার বলেছেন: ইংরেজি ভাষা ৮০% ফ্লুয়েন্টলি বলতে পারি। বিদেশিদের সাথে কথা বলার অভিজ্ঞতা ভালই। এছাড়া হালকা পাতলা মান্দারিন ও কোরিয়ান, হিন্দি বলতে পারি।
লেখার ক্ষেত্রে বাংলা+ইংরেজি সীমাবদ্ধ।

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৪

চাঁদগাজী বলেছেন:


মান্দারীণ ও কোরিয়ান? এগুলো আজকের জন্য সম্পদ।

আপনি ইংরেজী জানেন, তা বুঝতে পেরেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.