নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

\'জে: জিয়ার কবর সরালে পরিণতি ভালো হবে না\', বলছেন রিজভী সাহেব

০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:২৩



বাংলাদেশের পার্লামেন্ট হলো বিশ্বের সবচেয়ে বড় পার্লামেন্ট, ইহা ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে ২০০ একর জমির উপর অবস্হিত; ইহা আমাদের দেশের জন্য অলংকার; এই পার্লামেন্ট ভবনটাকে কেহ কবরস্হান হিসেবে ব্যবহার করছে, লাখ লাখ মানুষ গত ৩৫ বছরে এখান থেকে পতিতা সংগ্রহ করেছে; ইহার বাগানের গাছের আড়ালে, ঝোপের ভেতর জিং জিং খেলেছে পতিতা ও ভালোবাসার মানুষের সাথে।

এই বিখ্যাত পার্লামেন্টের বিশাল এলাকা জুড়ে আছে নিহত প্রেসিডেন্ট জেনারেল জিয়ার কবর; উনার কবরের আশে পাশে মানুষ রাতে পতিতার সাথে মিলিত হয়; মাদক খায়, মাদক বেচাকেনা করে; এগুলো ভয়ংকর অপরাধ।

আমাদের পার্লামেন্টে জয়নাল হাজারী, পিন্টু, শামীম ওসমান, আওরংগ, হাজী সেলিমের মত চোর ডাকাত, সন্ত্রাসীরা খেয়েদেয়ে পায়খানা করে গেছে। এখানে বসে, আমাদের খারাপ এমপি'রা শেখ হত্যার বিচার না করার আইন করে গিয়েছে।

অনেক অপমান সয়েছে এই পার্লামেন্ট, এই ঘরে কোনদিন একজন বিদ্যান গণতান্ত্রিক রাজনীতিবিদ মানুষের মৌলিক অধিকার উন্নয়নের জন্য বক্তব্য রাখেননি; এখানে বক্তৃতা করা হয়েছে, কে ছিল বেগম খালেদা জিয়ার মাতা পিতা, কে ছিল শেখ মুজিবর রহমানের পিতামাতা (খারাপ অর্থে), ইত্যাদি ইত্যাদি।

যাকগে, মাটি ও ঘর প্রাণহীন বস্তু, এরা সবকিছু গ্রহন করে, এরা ময়লায় মলিন হয়, সাজালে সুন্দর হয়।

আমাদের পার্লামেন্ট ভবনকে পরিস্কার করার কথা হচ্ছে; এখানে পতিতাদের বিচরণ বন্ধ করার দরকার; এখানে যাতে পিন্টু, জয়নাল হাজারীরা আসতে না পারে, সেটার ব্যবস্হা করার দরকার; এখান থেকে কবরস্হান সরানোর দরকার।

কবর সরালে জেনারেল জিয়ার কবরও সরবে; সব কবরই কবর; পার্লামেন্ট ভবন নিশ্চয় কবরস্হান নয়; জিয়ার কবর সরালে নাকি পরিণতি খারাপ হবে, বলেছে রিজভী সাহেব; উনি আমাদের পার্লামেন্ট ভবনের পাশে আজীবন কবরস্হান দেখতে চান, পতিতাদের বাজার দেখতে চান, জিং জিং খেলা দেখতে চান; উনি পার্লামেন্টের গুরুত্ব বুঝার মত অবস্হায় নেই, দেখলেই বুঝা যায়।

রিজভীকে সাহেবকে আমি সামনাসামনি কখনো দেখিনি, টেলিভিশনে ও পত্রিকায় দেখে সব সময় মনে হয়েছে যে, মানুষটা বুদ্ধি-প্রতিবন্ধী, চোখে মুখে হতাশা ও ভয় মিশ্রিত একটা অভিব্যক্তি; আমার ধারণা, উনি মনে হয় বিএনপি অফিসে ঘুমায়, অফিসের পিয়ন টিয়নের মতো চলে, সেভাবেই কথা বলে।



মন্তব্য ৩৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:১১

রাশেদ রাহাত বলেছেন: মুদ্রার এপিট আর ওপিঠ শিরোনামের কয়েকটি পোস্ট এই ব্লগ এ দেখেছিলাম। আপনার বক্তব্যর মধ্যে সেরকম গন্ধ পাচ্ছি।

০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:১৮

চাঁদগাজী বলেছেন:



নাকটা পরিস্কার করে ফেলেন, না হলে সবকিছুতেই গন্ধ পাবেন।
মুদ্রার ২ পিঠে ভিন্ন তথ্য থাকে; বেকুবদের মুখে যা শুনেছেন, সেটা মুখস্হা করে জীবনটা কাটিয়ে দিতে চাচ্ছেন?

২| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:২৩

গোধুলী রঙ বলেছেন: পতিতার বিচরন ঠেকানোর আগে দরকার সংসদকে যারা পায়খানার স্থান আর পতিতালয় বানিয়েছে তাদের অপসারন।

০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:২৫

চাঁদগাজী বলেছেন:


ঘরের বাসিন্দা ভালো না হলে, সেই ঘরে শিয়াল কুকুর থাকে

৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:২৯

চোরাবালি- বলেছেন: পার্লামেন্টারী এলাকায় যারা সামান্য পতিতা সরাতে পারে না তাদের কাছ থেকে কি আশা করব আমরা।? কবর সরালে কি পতিতা সরবে?
আর আপনার একটা কথার সাথে আমি অবশ্যই একমত এই রিজভী সাহেব।

০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৮

চাঁদগাজী বলেছেন:


পার্লামেন্ট জাতির, সরকারের নয়; সরকার আসবে যাবে।

৪| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৫

রাশেদ রাহাত বলেছেন: লেখক সাহেব দেখছি পুরোই ক্ষেপে আছেন আমার উপরে। আরে ভাই জাস্ট ফান করলাম। কাম ডাউ্ন ব্রো।

০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৯

চাঁদগাজী বলেছেন:



ফান কথাটা আগে লিখে দিলে ভালো হতো; আমি এই ধরনের পোস্টে ফানের কথা ভাবিনি, স্যরি

৫| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৪

হাসান ইমরান বলেছেন: কিন্তু জিয়ার কবরটাই কেন আগে চোখে পড়ে?

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৪

চাঁদগাজী বলেছেন:


কারণ, উহা আপনার কবর থেকে অনেক অনেক বড়; জিয়া কিন্তু আকারে অনেক বাংগালী থেকে ছোট ছিলেন।

৬| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৮

বিজন রয় বলেছেন: জিয়া।

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৬

চাঁদগাজী বলেছেন:


জিয়া, মেজর জিয়া, জেনারেল জিয়া, সিআইএ'র জিয়া, প্রেসিডেন্ট জিয়া, মুক্তিযোদ্ধাদের ফাঁসী-দেয়া জিয়া, নিহত জিয়া

৭| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৫

বন্দি কন্ঠস্বর বলেছেন:
সংসদ ভবনের মুল নকশা বাস্তবায়ন করলে কিন্তু পাকিস্তানের পতাকার আকৃতি হবে।





পাকিস্তান সরকারের উদ্যোগে পার্লামেন্ট ভবনের যে নকশা করা হয়েছিল সেটা পুরোপুরি বাস্তবায়ন হওয়ার আগেই দেশ স্বাধীন হয়ে যায়! কিন্তু কথা হল কি ছিল সেই নকশায়? মূলত এটি ছিল পাকিস্তানের জাতীয় পতাকার নকশা! ক্রিসেন্ট লেক হচ্ছে চাঁদ আর মূলভবন হচ্ছে তারা!

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৯

চাঁদগাজী বলেছেন:



তাই? চলেন পার্লামেন্ট ভবন ভেংগে ফেলি; তারপর ওখানে বিহারীদের জন্য বস্তি গড়ে তুলি।

৮| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৫

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,


ব্রাভো..........


@বন্দি কন্ঠস্বর , মূল নকশাটি পাকিস্তানের জাতীয় পতাকার নয় , চাঁদ-তারার । আর চাঁদ-তারা কারো একক সম্পত্তি নয় ।

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩১

চাঁদগাজী বলেছেন:



ব্লগার বন্দি কন্ঠস্বর একা নয়, বাংলার অর্ধেক মানুষ পড়ালেখার সুযোগ পায়নি ২০১৬ সালে এসেও; ইহুদীরা পড়ালেখা জানতো হযরত মুসার আমল থেকেই; সেই রকম এক ইহুদীর ডিজাইনে করা হয়েছে এই পার্লামেন্ট

৯| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১২

রুমি৯৯ বলেছেন: একটা জিনিস বুঝিনা,যে কবরে জেনারেল জিয়ার লাশ ছিলনা তা সরালেই কি আর রাখলেই কি? পতিতাবৃত্বি বন্দ করা যদি কারণ হয় তাহলে বলতে হয় মার্চ ফরোয়ার্ড......|

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৪

চাঁদগাজী বলেছেন:



জিয়া তো জিয়া, ওখানে বৃটিশ রাণী ভিক্টোরিয়ার কবর থালেও সরাতে হবে; উহা কবরস্হান নয়; ( সমস্যা হতো, শেখ সাহেবের কবর থাকলে; কারণ আওয়ামীরা তখন অন্য গান গাইতো)।

১০| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪২

গেদু চাচা বলেছেন: আওয়ামিললিগ দলটাই একটা পতিতার দল

যে সংসদে শামিম ওসমানের মত খুনি পতিতার দালালেরা এমপি, যে সংসদে মমতাজের মত পতিতারা এমপি, যে সংসদে বদির মত ইয়াবা সম্রাটেরা এমপি সে সংসদ ভবন আগে পরিস্কার করা লাগবে

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০১

চাঁদগাজী বলেছেন:


সংসদ ভবনে বদির দরকার আছে, আমাদের সাংসদেরা সবকিছু ফ্রি চায়।

মমতাজ বেচারী আমাদের একমাত্র গায়িকা যার গলার স্বর উঁচুতে যায়; উনার ঐ গুণটা আছে; এবং চুরি ডাকাতী করে না; আপনি উনার বিপক্ষে কেন?

১১| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৭

নীল আকাশ ২০১৬ বলেছেন: খারাপ পরিণতি বলতে যদি আল্লাহর গজবের ভয় দেখান (ওনারা নিজেরা তো জেল খাটা ছাড়া আর কিছু করার ক্ষমতা রাখেন না) তবে স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগ কোন গজবের ভয় করেনা, তারা কেবল ভয় করে ইন্ডিয়াকে, আর কাউকে না।

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৭

চাঁদগাজী বলেছেন:


এই ভবনটি আমাদের জা্যীয় আইকন; উহাকে ঠিক রাখলে ভালো হবে।
আমরা বেঁচে গেছি যে, ওখানে শেখ সাহেবকে সমাহিত করা হয়নি; তা'হলে আওয়ামীরা সরাতে দিতো না।

১২| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৭

বন্দি কন্ঠস্বর বলেছেন: তাই? চলেন পার্লামেন্ট ভবন ভেংগে ফেলি; তারপর ওখানে বিহারীদের জন্য বস্তি গড়ে তুলি।
যুক্তিতে না পারলে আবোল তাবোল বকেন কেন? নিজেই সারাদিন পাকিদের গালি দেন,আর এখন পাকিদের পতাকার আদলে সংসদ ভবন গড়তে চান? আপনার মতো চেত্না যোদ্ধারাইতো পাকিদের কোনো চিহ্ন রাখতে চায় না।নিজেদের সুবিধা মত চেত্না ব্যবহার করেন, এটাই প্রমান করলেন। ৭১ এ এই শ্রেনীটা রাজাকার হিসাবে পরিচিত ছিলো।আর ২০১৬তে সেই রাজাকারদের প্রেতাত্নারা সরকারের ফরমায়েশে লেখালেখি করে। আপনাদের চেত্নার গুরু মহমতি জাফর ইকবাল নিজেই বলেছেন,পাকিরা যা করে,তার উলটা করাই চেত্না।
চাঁদ তারা পাকিদের সম্পত্তি নয়।যে কেউ এটা ব্যবহার করতে পারে। কিন্তু কেউ যদি এখন নিজের জামায় একসাথে চাঁদ তারার ষ্টিকার লাগিয়ে ঘুরে তাকে কি বলবেন?
ইহুদীরা পড়ালেখা জানতো হযরত মুসার আমল থেকেই; সেই রকম এক ইহুদীর ডিজাইনে করা হয়েছে এই পার্লামেন্ট
পড়াশুনা আগে নিজে করুন। কোনো স্থপতি যখন অর্থের বিনিময় কোনো কাজ করে,তখন সব কাজ নিজের ইচ্ছায় করে না। এই জ্ঞান যার নাই সে কিভাবে নিজেকে শিক্ষিত দাবী করতে পারে।সে আসলেই রামপাঠা। লুই কান ইহুদি কিন্তু পাকিদের পরামর্শেই পাকিদের পতাকার আদলে গড়েছে। সে নিজের ইচ্ছায় করেনি।

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৩

চাঁদগাজী বলেছেন:


ওখানে পাকিদের কিছু নেই, আছে আপনার মনের মাঝে।
৫০% বাংগালীদের দেখতে পাকীদের মতো চেহারা।

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৪

চাঁদগাজী বলেছেন:



@বন্দি কন্ঠস্বর ,

মুল নকসা পাকী পতাকার মতো; উহার সাথে 'জিয়ার কবর' যোগ করলে উহা কি বাংলাদেশের পতাকার মতো হয়? আপনারা জাতির জন্য বোঝা

১৩| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৯

সচেতনহ্যাপী বলেছেন: সময়ের দাবীতে কেউ নেতা আবার তারই প্রয়োজনে কেউ সন্ত্রাসী।। হ্যাঁ আমি আওরঙ্গয়ের কথাই বলছি।। আপনার মত এতো অবলীলায় সবার সাথে এককাতারে ফেলতে রাজী নই ( যদিও বিপক্ষেই ছিলাম)।।
এক সময় সেলিম,বাবলু, অভি, ইলিয়াসদের সাথে এই আওরঙ্গ,লিয়াকত আর মিলন (মুরগী মিলন)রাই লড়াই করে ছাত্রলীগকে টিকিয়ে রেখেছিলো।।
আসলে ইতিহাস সময়ে সময়ে বড়ই অকৃজ্ঞতার পরিচয় দেয়।।

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২৩

চাঁদগাজী বলেছেন:


ছাত্র লীগ অনেক কিছু করেছে, যোগ বিয়োগ করলে দেখা যাবে যে, খারাপ বেশী করেছে। শেখ সাহেবের ভুল রাজনীতির কারণ, উনিও ছাত্রলীগের নেতা ছিলেন।

১৪| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩৮

জনৈক শ্রেয়াস বলেছেন: পতিতার সরনাপন্ন হয়েছিলেন নাকি ওখানে? এরপর কি পুলিশ ধরে পুন্দাইছিল?

০৭ ই এপ্রিল, ২০১৬ ভোর ৫:৩৫

চাঁদগাজী বলেছেন:



জন্মেছেন ফাকড-আপ ইডিয়ট হয়ে?

১৫| ০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৪

জনৈক শ্রেয়াস বলেছেন: জন্মেছেন গাধীর পাছা দিয়ে? তাই কি আপনার মগজ ভর্তি এত পুরীষ?

০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৭

চাঁদগাজী বলেছেন:


সাট-আপ বাস্টার্ড

১৬| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:০০

জনৈক শ্রেয়াস বলেছেন: এটা কি আপনার বাবা আপনাকে প্রায়শই বলতো? বলতেই পারে। আপনার বাবারও সন্দেহ থাকবার কথা না আপনি একটি বেজন্মা।

২৭ শে অক্টোবর, ২০২০ রাত ১০:০০

চাঁদগাজী বলেছেন:


ব্লগ ফেলে কোথায় চলে গেলেন?

১৭| ২৫ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:৪৪

প্রজ্জলিত মেশকাত বলেছেন: আমি আর কি বলব। জনৈক শ্রেয়াস যা বলে গেল। আচ্ছা পতিতাদের অভয়ারণ্যের সাথে জিয়ার কবরের সম্পর্ক কি? আপনি আসলেই একটা টক্সিক পাবলিক।

২৭ শে অক্টোবর, ২০২০ রাত ১০:০১

চাঁদগাজী বলেছেন:



প্রজ্বলনের পর, ছাইটুকু রয়ে গেছে

১৮| ২৭ শে অক্টোবর, ২০২০ রাত ১০:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ওখানে নাকি আরো কয়েক জনের কবর আছে।
ওটা কি গোরস্তান নাকি?

২৮ শে অক্টোবর, ২০২০ রাত ১:০৭

চাঁদগাজী বলেছেন:



পার্লামেন্টও কবরস্হান, ইডিয়টদের মগজে সমস্যা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.