নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

প্রাইম মিনিস্টার, আপনি মানুষের সাথে থাকুন, আলম গ্রুপের সাথে নয়

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৮



আলম গ্রুপ যে হত্যাকান্ড ঘটায়েছে, এরপর বিদ্যুত কেন্দ্র করার লাইসেন্স তাদের হাতে থাকতে পারে না; লাইসেন্স কেড়ে নিন, প্রাইম মিনিস্টার। দেশের মানুষের জন্য বিদ্যুত উতপন্ন করার দরকার আছে; তাই বলে, এভাবে মানুষ মেরে, মানুষের যায়গা-জমি দখল করে, পানির দামে জোর করে কিনে, ও চারিদিকে বসবাসকারী মানুষের পরিবেশ বিনস্ট করে বিদ্যুত কেন্দ্র করতে দেয়া অন্যায়; আপনি, আপনার বাবার মতো মানুষের সাথে থাকুন; আলম'দের মতো খারাপ লোকদের সাথে গিয়ে নিজকে ও শেখ সাহেবকে অপমান করবেন না।

মানুষের কাছে পয়সা আছে, তারা কয়েক আলম গ্রুপকে কিনতে পারবে; মানুষকে এই বিদ্যুত কেন্দ্র করতে দিন; মানুষের রক্তের উপর বিদ্যুত কেন্দ্র করে যেন আলমেরা টাকা আয় করতে না পারে, সেই ব্যবস্হা নিন।

আলম গ্রুপ আমেরিকান ডলারে কয়েক বিলিয়ন ডলারের বিদ্যুত কেন্দ্র প্রতিস্ঠা করছে; তারা গত ৩০/৩৫ বছরে এই সম্পদের মালিক হয়েছে; তাদের ব্যবসার প্যাটার্ণ দেখুন, বুঝতে কস্ট হবে না যে, এগুলো সঠিক ব্যবসা ছিল না; এত টাকার পেছনে অবশ্যই ভয়ানক কোন দুর্নীতি জড়িত আছে; আলাদীনের চেরাগ নেই; তারা চোরা চালানী, অস্ত্র ও মাদকে ছিল বলে মনে হয়; না হয়, তারা চীনাদের সাথে জড়াতো না।

আমাদের মানুষ বিনিয়োগ করার সুযোগ পাচ্ছে না, আপনারা চীনা মীনা, চোর ডাকাত, মাফিয়াদের দেশে আনছেন অকারণে। সাহস করলে সবই হয়; একবার পদ্মা নিয়ে আপনারা ভুতের মতো বকছিলেন, এখন নিজে করতে পারছেন; মানুষকে সুযোগ দেন।

আপনি জেনারেল জিয়া ও পাকীদের গলাকাটা ক্যাপিটেলিজম ছেড়ে নিজের বাবার পথে আসুন; মানুষ প্রথম, ক্যাপিটেলিজম প্রথম নয়; আপনাকে মানুষের অধিকার রক্ষা করতে হবে; না হয়, আপনার সব অবদানই মুছে যাবে।

শেখ সাহেব ১৯৭০ সালে লাল দীঘিতে ও পলো গ্রাউন্ডে আলম গ্রুপের জন্য বক্তৃতা করে যায়নি, মানুষের পক্ষে কথা বলে গেছেন; এসব আলম গ্রুপের জন্য মানুষকে গুলি করা অপরাধ, অনেক বড় অপরাধ; বুঝার চেস্টা করেন।

যাদের হত্যা করা হয়েছে, তাদের প্রতিজনের জন্য ১০ কোটী টাকা ক্ষতিপুরণ দিয়ে, আলম গ্রুপকে সরে যেতে দিন। মানুষের রক্তের হোলি খেলে আলম গ্রুপকে আরো ধনী করা হবে জিয়াদের আদর্শ।

ওরা গুলি করে, ওরা যে শুধু বাঁশখালীর মানুষ মারছে তা নয়, ওরা সবাইকে হুশিয়ার করে দিচ্ছে, দখলে বাধা দিলে প্রাণ যাবে; আপনি ওদের সাথে থাকলে ভুল করবেন, মানুষের সাথে আসুন; মানুষকে জাতির জন্য বিনিয়োগ করতে দিন।

মন্তব্য ৩৫ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৭

প্রামানিক বলেছেন: শেখ সাহেব ১৯৭০ সালে লাল দীঘিতে ও পলো গ্রাউন্ডে আলম গ্রুপের জন্য বক্তৃতা করে যায়নি, মানুষের পক্ষে কথা বলে গেছেন;

সহমত

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪২

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা উনার বাবাকে অনুসরণ করছেন না, বড়ই খারাপ অবস্হা

২| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৮

সচেতনহ্যাপী বলেছেন: বাস্তবে হবে কিন্তু ভিন্ন।।

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৪

চাঁদগাজী বলেছেন:



উনি, বা উনার চেলারা এসব পড়বে না; পড়লে বুঝবে না; যা হবার তা হবে; আমি লিখছি ব্লগারেরা যেন ভাবতে শিখে, সেই আশায়।

৩| ০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪১

অলওয়েজ ড্রিম বলেছেন: প্রাইম মিনিস্টার, আপনি মানুষের সাথে থাকুন, আলম গ্রুপের সাথে নয়। আপনি ওদের সাথে থাকলে ভুল করবেন, মানুষের সাথে আসুন।

০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৩

চাঁদগাজী বলেছেন:



প্রাইম মিনিস্টারের মাথায় ভাবনা চিন্তা নেই, কোন প্রকারে নিজ দলকে নিয়ে ক্ষমতা ধরে বসে আছেন।

৪| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০০

মুকতোআকাশ বলেছেন: ঠাকুর মন্ত্র পড়ে পাঠা -- শোনে !

০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৫

চাঁদগাজী বলেছেন:



মন্তব্য পরিস্কার হয়নি

৫| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৯

নতুন বলেছেন: শেখ সাহেব ১৯৭০ সালে লাল দীঘিতে ও পলো গ্রাউন্ডে আলম গ্রুপের জন্য বক্তৃতা করে যায়নি, মানুষের পক্ষে কথা বলে গেছেন; এসব আলম গ্রুপের জন্য মানুষকে গুলি করা অপরাধ, অনেক বড় অপরাধ; বুঝার চেস্টা করেন। --

এটা না বুঝলে জনগনও তার পেছনে থাকবেনা।

০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২২

চাঁদগাজী বলেছেন:



জনগণ শেখ হাসিনার সাথে নেই, ভালো যে, জনগণ উনার বিপক্ষে থাকলেও ঐক্যবদ্ধ হতে পারছে না; ঐক্যবদ্ধ করার মত দল ও নেতা নেতা নেই, না হয় শেখ হাসিনা পাকঘরে বসে রান্না বান্না করতেন।

৬| ০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৪

খোলা মনের কথা বলেছেন: কে শোনে কার কথা??? সবাই আছে নিজেন ধান্ধায়। ধন্যবাদ চাঁদগাজী ভাই সুন্দর করে বুঝিয়ে পোষ্টটি দেওয়ার জন্য

০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৯

চাঁদগাজী বলেছেন:



মানুষ ও দেশের যে অবস্হা, কেহ কাউকে বুঝার অবস্হা নেই; কিন্তু ব্লগারদের ভাবনাটা সঠিক রাখতে হবে, এটুকুই

৭| ০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০১

নতুন বাঙ্গাল বলেছেন: আমি একটা জিনিস বুঝিনা যেকোন প্রজেক্ট হাতে নেয়ার আগে কি এসব ফিজিবলিটি স্টাডির মধ্যে আসেনা ? এর আগে রুপগন্জে আর্মিদেরকে হেলিকপ্টার পাঠায়ে আনতে হয়েছে, আবার বিমানবন্দর নিয়েও এরকম হলো, এখন এই প্রজেক্টে। উন্নয়ন হতে হবে তবে সেটা মানুষকে কন্ভিনস করে, জোর জবরদ্বস্তি করে , মানুষকে ভিটেমাটি ছাড়া করে উন্নয়ন করে , পরে আবার এদেরকে পুনরবাসন করতে বারোটা বাজে।সব আমলা,পরামর্শক ও বিশেসজ্ঞরা কি শুধু শুধু বেতন নিচ্ছ্বে?

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৫

চাঁদগাজী বলেছেন:




প্রধানমন্ত্রীর প্ল্যানের মাঝে 'জন সাধারণ' শব্দটা নেই মনে হচ্ছে।

৮| ০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

খায়রুল আহসান বলেছেন: সদুপদেশ, তবে অরণ্যে রোদন!

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৩

চাঁদগাজী বলেছেন:




পুরো জাতিই অরণ্যের মাঝে; ফলে, সবকিছুই ভুলভাবে এগুচ্ছে; প্ররধানমন্ত্রীর সকল অর্জন হারিয়ে যাবে

৯| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





//মানুষ প্রথম, ক্যাপিটেলিজম প্রথম নয়; আপনাকে মানুষের অধিকার রক্ষা করতে হবে; না হয়, আপনার সব অবদানই মুছে যাবে// -সহমত।

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০৮

চাঁদগাজী বলেছেন:





প্রাইম মিন ক্রমেই হেরে যাচ্ছেন

১০| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১০

গেম চেঞ্জার বলেছেন: অরণ্যে রোদন নয়। এটা মানুষকে সচেতন করতে কাজ করবে। গুটিকয়েক হলেও।

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০৫

চাঁদগাজী বলেছেন:



এগুলো শুধু ব্লগারদের অবস্হান বুঝার জন্য।

১১| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪২

সোজোন বাদিয়া বলেছেন: আহ! আপনারা এখনও স্বপ্ন দেখছেন 'প্রাইম মিনিস্টার' আপনাদের পরামর্শ শুনে ভাল হয়ে যাবে! বিগত ১০-২০-৩০ বছর কি তাকে পরামর্শ দেওয়ার কেউ ছিল না?

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৭

চাঁদগাজী বলেছেন:



উনি ব্লগে আসেন বলে আমি মনে করি না; এলেও আমার কথা উনি বুঝবেন না; আমি যা লিখছি, এটা একটা ভার্চুয়াল ভাবনা, যা হতে পারতো।

১২| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:২৪

নিরল হৃদয় বলেছেন: বাস্তবতা হলো এই গুটি কয়েক আলমদের কাছে দেশটা আজ জিম্মি হয়েগেছে। যেন দেখার কেউ নেই।

০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৪০

চাঁদগাজী বলেছেন:


এটা বিরাট প্রসেস, কয়েক লাখ লোক আলমদের মতো হওয়ার পথে, এরা সরকারের সাহায্য নিয়ে, সরকারকে সাহায্য দিয়ে দেশ দখল করেছে।

১৩| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৩

শরনার্থী বলেছেন: আপডেটঃ
জার্মান প্রবাসে- 1305
অগ্নি সারথির ব্লগ- 217
ইস্টিশন ব্লগ- 147
প্রবীর বিধানের ব্লগ- 57
ইতুর ব্লগ- 23

অসম ব্যবধান শুরু হয়েছে মোটামুটি। প্রাতিষ্ঠানিক ব্লগের সাথে লড়াই করে যাওয়াটা বেশ দুঃসাধ্য হয়ে উঠছে দিনের পর দিন। আবারো আপনাদের ভোট দেবার অনুরোধ করছি। প্লিজ আপনারা ভোট দিন।

ভোট দিতে যা করতে হবেঃ
প্রথমে https://thebobs.com/bengali/ এই ঠিকানায় যেতে হবে। এরপর আপনার ফেসবুক আইডি দিয়ে লগইন করুন। লগইন হয়ে গেলে বাছাই করুন অংশে ক্লিক করুন। ক্লিক করে ইউজার অ্যাওয়ার্ড বাংলা সিলেক্ট করুন। এরপর মনোনীতদের একজনকে বেছে নিন অংশে ক্লিক করে, অগ্নি সারথির ব্লগ সিলেক্ট করুন। এরপর ভোট দিন বাটনে ক্লিক করে কনফার্মেশন পেয়ে গেলেই আপনি সফল ভাবে আমাকে ভোট প্রদান করে ফেলেছেন। এভাবে ২৪ ঘন্টা পরপর মে ২, ২০১৬ পর্যন্ত ভোট দেয়া যাবে।

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৭

চাঁদগাজী বলেছেন:


ঠিক আছে

১৪| ১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩২

হাসান নাঈম বলেছেন: অরন্যে রোদন করছেন
যে মানুষ বিনা ভোটে প্রধানমন্ত্রী হতে পারে তার পক্ষে মানুষের দলে থাকা সম্ভব না।

১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫২

চাঁদগাজী বলেছেন:



মুশকিল হলো যে, ভোট হলেও উনি হতেন, বা খালেদা জিয়া হতো; খালেদা জিয়া বাংগালী জাতির স্বাধীনতা চায়নি ১৯৭১ সালে; উনি পাকী মিলিটারীর অনুরাগী।

খালেদা জিয়াকে বাহিরে রাখলে, বড় পার্টি কার? আমাদের যদি পার্টি থাকতো, তা'হলে শেখ হাসিনাকে বাদ দেয়া যেতো।

১৫| ১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৬

গোধুলী রঙ বলেছেন: যিনি আজতক কোল এবং চারকোল এর তফাত জানেন না, তিনি চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ!!! গরীব মানুষ সরকার বানায় আর টিকে থাকে বড়লোকের ঘুষ/ডোনেশনে। তাই উনি ঐ গরীব মানুষদের পাশে থাকবেন না।

১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৪

চাঁদগাজী বলেছেন:



উনি ৭ বছরে প্রমাণ করেছেন যে, উনি বিত্তবানদের লোক; উনাকে সরানোর ক্ষমতা দরিদ্রদের নেই এই মহুর্তে।

১৬| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০২

হাসান নাঈম বলেছেন: এক গরু চোরকে যখন আদালতে উপস্থাপন করা হল তখন তার উকিল যুক্তি দিল:
চুরি এমনিতেই হত, আমার মক্কেল না করলে অন্য কেউ করত।
চুরি যখন সে করেই ফেলেছে তখন তার কাছ থেকেই গেরোস্থের জন্য কিছু দুধের ব্যাবস্থা করা হোক।
তাকে চুরির দ্বায়ে সাস্তিদিতে গেলে গরু পালবে কে? আমাদেরতো আর গরু পালার যোগ্যতা নাই।

বলুন : বিজ্ঞ আদালত কী রায় দেবেন??

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০৯

চাঁদগাজী বলেছেন:



এটা টপ বলেছেন!

শেখ হাসিনা নিজের বাবাকে ভুলে, মেজর জিয়ার গলাকাটা ক্যাপিটেলিজম গড়ছে; কিন্তু আরো ভিন্ন পথ আছে, ব্লগারদের সেটা বুঝানোর চেস্টা করছি।

১৭| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৯

মির্জা বাড়ির বউড়া বলেছেন: আসেন দেখেন ব্লগের সবচেয়ে পুরান নাটকের পুন:প্রচার। শরণার্থী নিকে ব্যাপক ল্যাদানির পরও মনমত সাড়া না পাওয়ায় অগ্নিসারথি গতকালকে নিজেই খুলেন বেলের শরবত নামে এক ইচিং ব্লগিং ক্যারেক্টার, তারপর সারাব্লগ ভাসিয়ে দেন নিজেই নিজেকে গালি দিয়ে কমেন্ট করে যেন মানুষের সহানুভূতি আদায় করে ভোট পাওয়া যায়। নিজের গোমর নিজেই গভীর রাতে ভুলে ফাঁস করে ফেলেন পোস্ট দিয়ে যে তিনি ববস.কমে জিতে চাকরি ছেড়ে রেসিডেন্ট ব্লগার হতে চান এই ব্লগের। মারহাবা।

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৫

চাঁদগাজী বলেছেন:


ববস নয়, নিজের বুবস'এর যত্ন নেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.