নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

সবাই চায় শিক্ষা, চাকুরী ও চিকিৎসা পেতে, ভালো ঘরে থাকতে; কেন সম্ভব হয় না?

১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৮


আপনিও হয়তো চেয়েছিলেন ডাক্তার, ইন্জিনিয়ার হতে, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে, নিজের পছন্দ মতো একটা সাবজেক্ট পড়তে; রাস্তায় শুয়ে থাকা ৬/৭ বছরের মেয়েটা সকাল বেলা আপনার বাচ্ছাকে গাড়ীতে, ভ্যানে স্কুলে যেতে দেখে, সেও মনে মনে হয়তো স্কুলে যাবার স্বপ্ন দেখে।

আপনি যখন বাসে ঝুলে ঝুলে, বা টেম্পুতে কাজে যান, তখন হয়তো মনে হয়, কমপক্ষে কোম্পানী যদি একটা বাস দিতো, ভালো হতো। আপনার বয়সী আরেকজন হয়তো গ্রামের কলেজ থেকে পাশ করে, ইন্টারভিউ দেয়ার জন্য আর ঢাকায় যেতে পারছে না, পরিবারের কাছে এতবার ঢাকা যাবার টাকা নেই।

ঘুষ ব্যতিত চাকুরী হচ্ছে না, ঘুষ দেয়ার পরও চাকুরী হচ্ছে না, এর থেকে মর্মান্তিক কি হতে পারে?

শ্বাসনালীতে ক্যান্সার ধরা পড়ার পর, চিটাগং হাসপাতাল ৫ হাজার টাকা মুল্যের ৪ টা ইনজেকশান দেয়ার পর, অবস্হা একটু ভালো হয়েছিল চট্টগ্রামের তাজুল ইসলামের; এখন দরকার ঢাকার মহাখালীতে কোথায় রেডিয়েশন দেয়ার দরকার; সে সেখানে যেতে পারছে না, টাকা নেই, ঢাকায় উঠার মতো জায়গা নেই; তাই হোমিওপ্যাথী খাচ্ছে; অবস্হা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে।

গড়ে ৩ ছেলেমেয়ে নিয়ে ছোট ২ রুমের বাসায় থাকছে লাখ লাখ ঢাকাবাসী, কোন প্রাইভেসী নেই; ভাড়া বেড়েই চলছে, ইলেকট্রিক বিল মাথা ঘুরায়ে দিচ্ছে; বাড়ীওয়ালার সাথে আজীবনের শত্রুতা, প্রতিমাসেই ভাড়া নিয়ে কথাকাটাকাটি হচ্ছে!

এগুলোর উপশমের কোন পথ আছে? অবশ্যই আছে!

আলম গ্রুপের পরিবারের লোকদের এসব সমস্যা নেই, সালমান রহমানদের এসব সমস্যা নেই; ডাক্তারের ছেলেমেয়েদের প্রাইভেটে পড়ায়ে ডাক্তার বানাচ্ছে, না হয় বিদেশে পাঠিয়ে দিচ্ছে; রাজনীতিবিদদের ছেলেমেয়েরা বিদেশে পড়ছে, না হয় কমপক্ষে প্রাইভেটে, না হয় ঢাকা ইউনিভার্সিটিতে আছে।

বাংলাদেশে ৩০% মানুষের কোন সমস্যা নেই এরা সবার থেকে চালাক, বিদ্যান, বুদ্ধিমান; এরা সব চালায়, সবকিছু এদের অধিকারে; সমস্যা হলো ৭০% মানুষের।

সবাই আলম গ্রুপ হবে না, সবাই সালমান হবে না; কিন্তু সবাই পড়ার মতো, সবার চাকুরী হবার মতো, সবার চিকিৎসার, সবার জন্য ঘর করার মতো সম্পদ এখনো বাংলাদেশে আছে; সঠিক অর্থনীতি প্রয়োগ করলে, সবার ব্যবস্হা হবে; সেই অর্থনীতির কথা ভাবেন।


মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০০

প্রামানিক বলেছেন: অগ্রিম নববর্ষের শুভ্চেছা

১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০২

চাঁদগাজী বলেছেন:


নববর্ষের শুভ্চেছা; আপনার পরিবার ও দেশের মানুষের জন্য একটা ভালো বছর হোক নতুন বছর

২| ১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০০

বিদ্রোহী সিপাহী বলেছেন: প্রয়োজন সত্যিকারের একজন গণমানুষের নেতা
ঠিকই বলেছেন ভাই, ৭০% মানুষেরই কোন প্রাইভেসী নেই, এক রুমেই সর্বকর্ম্ম

২৭ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৪১

চাঁদগাজী বলেছেন:


জাতি এখনো গুহাবাসীদের মত পরিবেশে বাস করছেন।

৩| ১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৩

চাঁদগাজী বলেছেন:



একজন হয়তো পারবেন না, অনেকে মিলে পারবেন।
নববর্ষের শুভ্চেছা

৪| ১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৩

গোধুলী রঙ বলেছেন: কারন আমাদের সমাজ ব্যবস্থা সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারে নি।

১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৯

চাঁদগাজী বলেছেন:


৪৫ বছর সম্পদের 'অসুষ্ঠ ব্যবস্থাপনা ' চালাচ্ছে সামান্য সংখ্যক লোকজন, ওদেরকে সরায়ে, নতুনভাবে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার চেস্টা করার চেস্টার সময় হয়েছে।

নববর্ষের শুভ্চেছা

৫| ১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৪

আমিই মিসির আলী বলেছেন: যাদের ভাবার দায়িত্ব তারাই তো ভাবছে না!

১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪২

চাঁদগাজী বলেছেন:


ভুলটা এখানেই, ভাবার কথা আপনার ও আমার; উনারা আলম গ্রুপ, সামিট, ওরিয়ন, স্কয়ার, বসুন্ধরা নিয়ে ভাবছেন; ওটা উনাদের চাকুরী।

নববর্ষের শুভ্চেছা

৬| ১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৯

গোধুলী রঙ বলেছেন: ওদের সরানোর সামর্থ কারোর নেই, এক উপর ওয়ালা যদি বেছে বেছে খারাপ মানুষ গুলোকে সরায়ে দেন বা সারায়ে দেন তাহলেই সম্ভব।

নববর্ষের শুভেচ্ছা আপনাকেও।

১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৪

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ এই ধরণের একটা দেয়াল গড়েছে; বিএনপি ওদের আর সরাতে পারবে না; তবে, আওয়ামী লীগ থেকে ভালো শক্তি আওয়ামী লীগকে সরাতে পারবে।

৭| ১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৯

গেম চেঞ্জার বলেছেন: সবাই শিক্ষা চাকুরী চায় না। তবে সবাই টাকা চায়, টাকা।

১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪১

চাঁদগাজী বলেছেন:



প্রয়োজনে, মানুষ একটা সময়ে একটা কিছুর উপর ফোকাস করে; আপনি ৫/৬ বছরে স্কুলে যাবার উপর ফোকাস করেছিলেন।

নববর্ষের শুভ্চেছা

৮| ১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৪

সোজোন বাদিয়া বলেছেন: কথাও ধ্রুপদী, সমাধানও ধ্রুপদী। কিন্তু করবেটা কে?

১৩ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০২

চাঁদগাজী বলেছেন:



আপনার কাজ কে করছে? আপনার পরিবার কে চালাচ্ছে?

আপনাকে ও আমাকে করতে হবে; কোন নেতা আসবে না;
নেতারা নিজের কাজ করছে, বসুন্ধরার, আলম গ্রুপর, সামিট গ্রুপের চাকুরী করছে।

৯| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৯

মিজানুর রহমান মিরান বলেছেন: সমাধান নেই!
নিজেরটা নিজে করলে আত্মকেন্দ্রিকতা। বাকীদেরটা করার কোনো সুযোগও নেই। তাহলে?

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৪

চাঁদগাজী বলেছেন:



বড় ধরণের পরিবর্তন করতে রাজনৈতিক দলের দরকার হয়; বাংগালীদের জন্য দরকার নতুন ভাবনার রাজনৈতিক দল।

১০| ১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৭

সুশান্ত হাসান বলেছেন: আমরা কি জিন্মি হয়ে যাচ্ছি, :-<

১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৭

চাঁদগাজী বলেছেন:



আমরা জেনারেল জিয়া ও শেখ হাসিনার গলাকাটা ক্যাপিটেলিজমের কাছে জিম্মি ৪০ বছর।

১১| ১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০২

কালনী নদী বলেছেন: আমরা ভাবলেইতো হচ্ছে না, আমরা চাচ্ছি আপনাদের মতন কেউ যাক গিয়ে দায়িত্বটা কাধে নেন। কেউ না কেউ! আমাদের মধ্যে থেকেই উঠে আসুকভ

২৭ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৪০

চাঁদগাজী বলেছেন:



আমি চেষ্টা করছি।

১২| ১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৪

তৌফিক মাসুদ বলেছেন: এখন দেশে ধনতান্ত্রিক অর্থনীতির চর্চা চলছে। ধনীরা ধনী হচ্ছে। আর মধ্যবিত্তরা বাধ্য হচ্ছে দূর্নীতিবাজ হতে। গরীব গরীবই থেকে যাচ্ছে। সাম্য আসছেনা কোন মতেই। এখন সেটা ভাবারই সময় এসেছে। ইচ্ছে করলেই কেউ দশটা বাড়ি করতে পারবে না। তাহলেই জমিত দাম কমবে। অন্যরাও বাড়ি বানাবে। শিল্প কারখানা বানাবে।

দারুন লেখাটির জন্য ধন্যবাদ।

১৪ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

চাঁদগাজী বলেছেন:



বসুন্ধরা ও জহুরুল ইসলাম গ্রুপ এখন আমেরিকায় বাড়ী বানায়ে ব্যবসা করছে; ওরা দেশের টাকায় বিদেশীদের চাকুরী দিচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.