নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

নববর্ষ না করার জন্য টেলিগ্রাম এসেছে, টের পেয়েছেন তো!

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩১



আজ সন্ধ্যা ৭ টা ৫৬ মিনিটে ধরণী কেন নড়েচড়ে উঠছে? বুঝতে পারছেন, ধরণী কি বলতে চাচ্ছে? সবকিছুর অর্থ আছে, সবকিছুর অর্থ আছে, বুঝতে হয়!

বাংগালী নববর্ষের বিপক্ষের মানুষ ক্রমেই বাড়ছে বাংলাদেশে; ব্লগে ইনিয়ে বিনিয়ে বলা হচ্ছে যে, বাংলা নববর্ষ বাংগালীদের না, উহা বাদশাহ আকবরের; আকবর তো বাংগালী ছিলেন না, ব্লা ব্লা। আবার নববর্ষের মিছিল শোভাযাত্রা নিয়েও অনেক অভিযোগ; অবশ্য, নববর্ষ নিয়ে মিছিল বের হয় শধু বাংলাদেশে বোধ হয়; বাংগালীরা মিছিল-প্রিয় জাতি; এখন আবার যোগ হয়েছে মানব বন্ধন। অন্য জাতির লোকেরা মোটামুটি কনসার্ট করে, প্যারেড করে, নাচগান করে, বাজি পোড়ায়। বাংলাদেশে প্যারেড এখনো চালু হয়নি; সাধারণ মানুষের প্যারেড হলেও আপত্তি আসবে, অবশ্যই; মিলিটারী প্যারেড হলে হয়তো কেহ তেমন কিছু বলবে না; বাংগালীরা মিলিটারীকে ভালো চোখে দেখে।

পৃথিবীতে অনেক জাতির নিজস্ব নববর্ষ আছে; তবে, সবাই পহেলা জানুয়ারী পালন করে; আমাদের দেশও জাঁকজমকভাবে পহেলা জানুয়ারী পালন করে; পহেলা জানুয়ারী নিয়ে মনে হয়, অভিযোগ কম।

পহেলা জানুয়ারীর রাতে এখনো কোনদিন ধরণী নড়েচড়ে নাই; ফলে, ওটা বোধ হয় করা যাবে; আজ ধরণী নড়েছে, এটাতে বার্তা আছে, বুঝার চেস্টা করেন।

মন্তব্য ৫০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৭

শাহ আজিজ বলেছেন: গাজীর মাথা আউলাইয়া গেছে , ওরে কেউ ধর --------------- :||

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৬

চাঁদগাজী বলেছেন:



৩ দিনের পুরানো পান্তা খেলে খবর হয়ে যাবে

২| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৯

অঘ্রান প্রান্তরে বলেছেন:

পহেলা জানুয়ারীর রাতে এখনো কোনদিন ধরণী নড়েচড়ে নাই; ফলে, ওটা বোধ হয় করা যাবে; আজ ধরণী নড়েছে, এটাতে বার্তা আছে, বুঝার চেস্টা করেন।

আপনার এই কথার সাথে হাজারবার সহমত। ভালো লাগা রেখে গেলাম।

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৬

চাঁদগাজী বলেছেন:




সবকিছুই কারণে ঘটে

৩| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫২

প্রামানিক বলেছেন: আজিজ ভাই কি কয়?

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৫

চাঁদগাজী বলেছেন:



উনি ঠিকই বলছেন, ভুমিকম্প সোজা ব্যাপার স্যাপার নয়; অর্থ আছে

৪| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৭

গেম চেঞ্জার বলেছেন: মুঃ হাঃ হাঃ হাঃ :-B :-P =p~

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০২

চাঁদগাজী বলেছেন:



ধরণীকে না বুঝে হাসছেন; আবার নাড়া দিলে দৌড়াবেন

৫| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০১

অঘ্রান প্রান্তরে বলেছেন: আজিজ ভাইয়ের উদ্দেশ্য ...
গাজি ভাইয়ের মাথা ঠিকই আছে ভাই আজিজ, একদিকে সূর্যের অবস্থানের কথা ভাবুন, সেই সাথে আজকের ভূ-কম্পন, সৃষ্টিকর্তা সতর্ক বার্তা দেন, কিন্তু মানুষ তা উপেক্ষা করে, যে দেশ এখনও ক্ষুধামুক্ত নয়, সে দেশে এমন নবাবীপনা সত্যি দুঃখ জনক;;

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৪

চাঁদগাজী বলেছেন:



আজিজ ভাই ৩ দিনের পুরানো পান্তা খেয়েছেন

৬| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১১

আহা রুবন বলেছেন: পান্তার হাঁড়ি উল্টাইয়া ফালাইতে চাইছিল। পরে সর্বোংসহা ভাবলো এবারকার মতো থাউক গা!

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪০

চাঁদগাজী বলেছেন:



প্রথমে হুশিয়ারী, পর ব্যবস্হা; বুঝতে হবে

৭| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৮

খালি বালতিফারখালি বালতি বলেছেন: মির্জা বাড়ির বউড়া নামে এক বেশরম মাল্টির কারণে বেলের শরবত, শরণার্থী, আখের রস তিনটা নিক ব্যান হয়েছে আমার। তবুও আমি অগ্নিসারথির হয়ে চিকা মারা থামাব না। এখনকার অবস্হা দেখেন

জার্মান প্রবাসেঃ ১৬৪৬
অগ্নি সারথির ব্লগঃ ৩০৭
ইস্টিশন ব্লগঃ ১৯৫
প্রবীর বিধানের ব্লগঃ ৬১
ইতুর ব্লগঃ ৩২

আপনাদের বুঝা উচিত আপনাদের কম ভোট দেয়ার কারণে অন্যরা সুযোগ নিচ্ছে। জার্মান প্রবাসে ওয়েব সাইটটি টাকা দিয়ে ইন্টারনেটে ভোট কিনছে, ওদের প্রতিযোগিতা থেকে বহিঃস্কার করা উচিত। জার্মান প্রবাসে ব্লগ জার্মানীতে একটা চাকচিক্যময় জীবনের প্রতি ইঙ্গিত দিয়ে চলা ব্যবসায়ি এজেন্সি ছাড়া কিছু না। সেখানে অগ্নি সারথি এই ব্লগের শতাব্দির সেরা ব্লগার। সেখানে আমার ভরষা শুধু নিজেদের ব্যাক্তিগত ফেসবুক একাউন্ট টি যেখানে বন্ধু মাত্র ১০২৪ জন। আর কিছু সহব্লগার।


মাননীয় জুরি বোর্ডের প্রতি আমার আকুল আবেদন, শুধু আমাকে আর ইতুর ব্লগকে বিবেচনা করতে, বাকিরা সব কয়টা ভন্ড। একজন ব্লগার শুধু ব্যাক্তি তথা ইউজার একজন আর একটি ব্লগ হল কয়েক হাজার ব্লগারের সমন্বিত রুপ। আর বিষয়টা যেহেতু যোগ্যতার চেয়ে যোগাযোগের এর সেহেতু আমাকে জয়যুক্ত করা হোউক। একজন ব্লগার কখনোই পুরো একটা ব্লগের প্রতিদ্বন্দ্বী হয়ে টিকে থাকতে পারেনা। আশা করি আপনারাও বিষয়টা নিয়ে ভাববেন এবং আমাকে ব্লগে রেসিডেন হিসাবে নিয়োগ দেবেন।

নববর্ষের উৎসবে যাওয়ার আগে পরে আমাকে দুইটা করে ভোট দিয়ে যান, আমি জিতলে সামু জিতবে।

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪২

চাঁদগাজী বলেছেন:



ঠিক আছে।

৮| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪০

মিজানুর রহমান মিরান বলেছেন: আমি কিন্তু কোনো উৎসবের মধ্যে নাই!

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৪

চাঁদগাজী বলেছেন:




অনেক সময় উৎসব করা হয়ে উঠে না; কিন্তু সম্ভব হলে, জাতির সাথে মিলে চললে ভালো।

৯| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৮

মুসাফির নামা বলেছেন: কিছুই পড়িনি, তবে হেডলাইনটা হেবি হইছে।

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০১

চাঁদগাজী বলেছেন:




আজকাল এত পোস্ট, পুরোটা পড়া মুশকিল; আমি মাঝে মাঝে না পড়ে, কমেন্ট করে, ধরা খেয়েছি

১০| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৮

মুসাফির নামা বলেছেন: আমিতো বলেই দিয়েছি,শুধু হেডলাইনের উপর কমেন্ট করেছি।তাহলেতো ....

১১| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৬

কানিজ রিনা বলেছেন: হ্যাপী নিউ ইয়ার, বাংলা নববর্ষ, এইদিনে
প্রত্যেক বৎসর পহেলা বৈশাখ হয়।

১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৯

চাঁদগাজী বলেছেন:


নতুন বছর সব সময় গত বছরের চেয়ে বেশী আশা নিয়ে আসে; নববর্ষের শুভেচ্ছা

১২| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৫

সচেতনহ্যাপী বলেছেন: শুভ নববর্ষ।। ভাল থেকে লিখে যান, এই কামনায়।।

১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২৭

চাঁদগাজী বলেছেন:



শুভ নববর্ষ।।

১৩| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০০

সচেতনহ্যাপী বলেছেন: পোষ্টটি কি আপনার স্টান্ডার্ডে হয়েছে, আপনিই বলুন??
বিপক্ষে থাকারও যুক্তি খন্ডানোর মত যুক্তি ও তথ্য আছে।। কিন্তু কিছু কিছু ব্যাপার আসলেই আমাদের সংস্কৃতির সাথে মিলে না।।

১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩১

চাঁদগাজী বলেছেন:




বিশ্বের সবাই ১ লা জানুয়ারী করছে এখন; বাংলাদেশেও হচ্ছে।

বেশীর ভাগ মানুষ উৎসব করতে চায়, জীবনের এক ঘেঁয়েমী থেকে বের হতে; ১ লা বৈশাখ একটা উপলক্ষ মাত্র

১৪| ১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৮

কালনী নদী বলেছেন: ভাই লিখাটা আমার পারসনাল ফেবিতে শেয়ার করছি! আপনার নাম জুড়ে দিলাম।

১৪ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

চাঁদগাজী বলেছেন:



ওকে

১৫| ১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: পয়লা বৈশাখ বিজাতীয় উৎসব; এটা পালন করা যাবে না । ঈমান চলে যাবে ।

১৪ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

চাঁদগাজী বলেছেন:



এখন ইমান হচ্ছে 'নলেইজ'

১৬| ১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৯

কদুর তেল বলেছেন: শুভ নববর্ষ

১৪ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

চাঁদগাজী বলেছেন:



আপনাকেও : শুভ নববর্ষ

১৭| ১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৮

নতুন বাঙ্গাল বলেছেন: যারা বৈশাখে আমাদের 'মুল্যবোধ' ধংস্ব হয়ে যাচ্ছে বা এটা আমাদের ঐতিহ্য না, বলে হা হুতশ করছেন, তাদেরকে বলি ,ভাই পহেলা বৈশাখ নিয়ে পেরেশানিতে আছেন ? অপেক্ষা করেন, সিডরের গতিতে ধেয়ে আসছে 'হ্যলউইন' এবং 'হোলি' র মত বিজাতীয় উতসব , পারলে ঐগুলা ঠেকান, তারপর না হয় পহেলা বৈশাখ নিয়ে ভাবা যাবে

গাজি সাহেব, আপনি পান্তা ও পহেলা বৈশাখ নিয়ে যা বলছেন আমি তার সাথে একমত নই।

১৪ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

চাঁদগাজী বলেছেন:


মানুষ ক্রমেই নতুন নতুন উৎসব খুঁজবে, মানুষ ক্লান্ত হয়ে যাচ্ছে বেশী বেশী কাজ করে।

১৮| ১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৯

মুতাওয়াক্কিল বলেছেন: না ধরনীও বৈশাখের উত্তাপে একটু নেচেছে মাত্র ! তো আপনাদের নাচতে দোষ কোথায় ? নাচুন বেশি করে নাচুন ! আমি তাদেরকে ভয় প্রদর্শন করি ! কিন্তু এতে তাদের অবাধ্যতাই কেবল বৃদ্ধি পায় ! ( ইসরা -৬০ )

১৪ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

চাঁদগাজী বলেছেন:


আপনারা প্রতিদিন কিছু ভুল ধারণাকে যোগ করে, মহা ভুল ধারণাকে বড় করছেন

১৯| ১৪ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

ঢাকাবাসী বলেছেন: উৎসবটাই মুখ্য বাকি সব আগুনে পোড়ালে ভালই হয়। ডিএমপি বলসে পাঁচটার মধ্যে বাড়িত না গেলে পিটাইবো। ভাত দিবার ভাতার না কিলোবার গোঁসাই!!! ভাগি।

১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩০

চাঁদগাজী বলেছেন:



সরকার আছে নিজের তালে; তাদের অন্য ভয়।

২০| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২০

আমিই মিসির আলী বলেছেন: বুঝলাম!

২১| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৩

জার্মান প্রবাসে বলেছেন: এই লেখার সারকাজম ক্য়জন ধরতে পারে এইটা একটা দেখার বিষয়। :)

২২| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০৮

তাসলিমা আক্তার বলেছেন: পোস্ট ভালো পাইলাম :)

১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৪৩

চাঁদগাজী বলেছেন:



পোস্টে কিছু নেই; অশিক্ষার জন্য জাতিকে মুল্য দিতে হইতেছে।

২৩| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৫

বিজন রয় বলেছেন: হা হা হা

গজব, গজব।

২৪| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৩

রাফা বলেছেন: ৭১-এই ইসলাম ভাইঙ্গা টুকরা টুকরা হইয়া বাংলাদেশ থেকে বিদায় নিছে.....হা..হা...হা...তখনই ধ্বংস হয়ে গেলামনা।নিত্য নতুন ফতোয়া দিয়ে বাঙ্গালী'কে দমিয়ে রাখা যাবেনা।ঐ নতুনের কেতন ওরে কালবৈশেখী ঝড় তোরা সব জয়ধ্বনি কর....শুভ নববর্ষ-চাদগাঁজী।

১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৭

চাঁদগাজী বলেছেন:



নাচলে নড়বে

২৫| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৮

সাইফুল আলম রাকিব বলেছেন: একটা কথা আছে..............
যা রটে তার কিছু তো বটে

১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১০

চাঁদগাজী বলেছেন:



যা রটে, তা লজিক্যাল হলে, তা ঘটে; ভুমিকম্প হয় প্রাকৃতিক কারণে, পৃথিবীর ফিজিক্যাল গঠনের কারণ; এখানেই সেটাই টেলোগ্রাম, আর কিছু নেই।

২৬| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫১

এম ডি ক্যাপ্টেন রশিদ বলেছেন: সত্য বটে।

১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১১

চাঁদগাজী বলেছেন:



যেটা লজিক্যালী বিশ্লেষণ করা যায় , সেটা সত্য

২৭| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৬

সুলতানা সালমা বলেছেন: বার্তা আছে, বুঝার চেস্টা করলাম।

১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১০

চাঁদগাজী বলেছেন:



উল্কা যখন ছুটে, ধুমকেতু যখন দেখা যায়, তখন ভাবতে হয়, কিসের চিহ্ন এগুলো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.