![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
মনে হয়, পুলিশ সার্কাস খুলতে যাচ্ছে, বা ঢাকার চিড়িয়া খানায় নতুন বানর যোগ হতে যাচ্ছে; এর বাইরে, তেমন কোন কারণ দেখছি না, কি কারণে পুলিশ আমাদের জাতীয় বানরকে গাছের ডাল থেকে নামায়ে ভ্যানে ভরে নিয়ে গেছে? আমাদের জাতীয় বুড়ো বানর হচ্ছে, তথাকথিত সাংবাদিক, শফিকুর রহমান ওরফে শেফিকুর রেহমান।
শফিকুর রহামনের বাবা ছিলেন শেখ সাহেবের বাল্য বন্ধু; শেখ সাহেব যখন প্রাইম মিনিস্টার, তখন বাল্যবন্ধু শেখ সাহেবের সাথে দেখা করতে আসলেন; ২ বন্ধু চা খেলেন; এক সময় বাল্যবন্ধু শেখ সাহেবকে বললেন যে, উনার ছেলে লন্ডনে একাউন্টিং শেষ করে, বিরাট দোকান দিয়ে বসেছে; দেশে আসলে শেখ সাহেব উহাকে হয়তো কাজে লাগাতে পারবে। শেখ সাহেব তো শেখ সাহেব, কি বলতে কি বলতেন, বুঝা মুশকিল ছিলো; উনি বললেন, ছেলেকে উনার সাথে দেখা করায়ে দিতে।
বাবা শফিককে উহার ট্যাক্স কাম ইমিগ্রশনের মুদি ব্যবসা ফেলে বাংলাদেশে চলে আসতে বললেন , হয়তো মন্ত্রী ফন্ত্রী হয়ে যাবে; শফিক লন্ডন থেকে দামী স্যুট নিয়ে ঢাকায় এলো; শেখের সাথে দেখা হলো; শেখ জানতে চাইলেন, "লন্ডনে কি কর?"
-একাউন্টিং ফার্ম আছে।
-ভালো, ভালো কর, ধনী হয়ে গেলে আমাদের ভুলিও না।
শকিক বাবাকে গালি দিয়ে বাংলাদেশ ছাড়লো।
শেখের উপর এমন ক্ষেপেছিলো যে শফিক, যারা শেখকে হত্যা করেছে, তাদের দলে চলে গেলেন শেখের বাল্যবন্ধুর ছেলে; এখন বেগম খালেদা জিয়ার "থিংক ট্যাংক"; জয়ের অপহরণ মামলার আসামী।
বানর কলা চুরি করে জানি; কিন্তু শেখের নাতীকে কেন? ভারতে নাকি রাগ করে এক বানর, এক গৃহিনীর বাচ্ছাকে চুরি করে ঘরের চাদে নিয়ে গিয়েছিল; পরে কলা দেয়ার পর, বাচ্ছাকে ফেরত দিয়েছিল। আমাদের শেখের নাতীকে নেয়ার আগেই বানরকে ডাল থেকে নামালো কেন?
১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৫
চাঁদগাজী বলেছেন:
সরকার ও সরকার বিরোধীদের মাঝে বিপুল পরিমাণ দুস্ট লোক তাদের আফ্রিকান বুশম্যান রাজনীতি করে চলছে।
২| ১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৭
সোজোন বাদিয়া বলেছেন: ভাই আপনি তো শুধু গালাগালি আর কুৎসাই গেয়ে গেলেন্। একবারও ভাবলেন না, পাঠক আপনার কথা বিশ্বাস করবে কেন?
১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
চাঁদগাজী বলেছেন:
আপনি যে, আমার পাঠক হবেন, সেটা কি আমি জানতাম? জানলে, শফিকুর রহমানকে 'স্যার' বলতাম।
শফিকেরা জাতির জন্য ভালো কিছু করেনি, এদের কোন ভালো অবদান নেই; এরা কিছু না দিয়ে, অনেক বেশী নিয়ে গেছে; এদের পেটে লাথি মারলে খারাপ হবে না।
এগুলো কুৎসা নয়, জীবনে প্রথম সঠিক কিছু জানার সুযোগ পাচ্ছেন; সৌদী গিয়ে উট চরাতে হয়নি হয়তো, তাই মগজকে কাজে লাগানোর দরকার হয়নি, হয়তো।
৩| ১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
কালনী নদী বলেছেন: হাহাহা ঠিকইত, শেঠ সাহেবের খায়েস হইসল ছেলেটা দেখতে কেমন, এখন তার সাথে দেখা করলে কি সে প্রাইম মিনিষ্টার বানিয়ে দেবে নাকি?
১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯
চাঁদগাজী বলেছেন:
আমাদের দেশে সবই সম্ভব; শফিক রহমানের বাবা হয়তো আশা করেছিলেন যে, লন্ডনে পড়া ছেলেকে শেখ সাহেব বড় কিছু বানিয়ে দেবে। শফিক রহমানেরা সেই যুগেই লন্ডনে পড়তেন, এরা সাধরণ মানুষের জন্য কিছু করার কথা কোনকালে চিন্তা করেনি।
৪| ১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
Safin বলেছেন: শেফিকুর রেহমান কে আমি ঠিক চিনি না। তাই তাকে 'বানর' ডাকার কারণটাও ধরতে পারলাম না!
১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫১
চাঁদগাজী বলেছেন:
উনাকে চিনতে হবে নিজের দায়িত্বে; আমি ছোটাকারে পোস্ট লিখি। আমি উনাকে চিনি, বানর হিসেবেই জানি; এরা জাতিকে কিছু নেয়নি, অনেক কিছু দখল করেছে; বিএনপি করে অনেক জমি পেয়েছেন পত্রিকা বের করার জন্য।
৫| ১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
রাজীব বলেছেন: সরকার কার ইজ্জত বাড়াতে চাচ্ছে ঠিক বুঝলাম না।
গ্রেফতার করে কি ওনাকে বড় নেতা বানানো হচ্ছে নাকি?
১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০১
চাঁদগাজী বলেছেন:
উনি জেলের ভেতর বড় নেতা হবেন, হয়তো।
শফিক রহমানরা জাতির জন্য ভালো কিছু করেননি; এদের জন্য এত চিন্তিত হওয়ার দরকার নেই। এদের সমান লোকেরাই এদের ধরছে; ওরা একই লেভেলের লোকজন।
৬| ১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অনেক কিছু দেখার বাকি আছে।
অপেক্ষায় থাকি.................
১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪
চাঁদগাজী বলেছেন:
এরা সমান দুস্ট, ওরা ওরা ঠিকই আছে; আমরা বেকুবেরা ওদের জন্য কাঁদি, অপেক্ষা করি।
৭| ১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৪
মির্জা বাড়ির মেজো বউ বলেছেন: আপনার লেখার নিচের জায়গাটা বুঝিনি। কি বুঝিয়েছেন আরেকবার বলবেন আমাকে?
শকিক বাবাকে গালি দিয়ে বাংলাদেশ ছাড়লো।
""শেখের উপর এমন ক্ষেপেছিলো যে শফিক, যারা শেখকে হত্যা করেছে, তাদের দলে চলে গেলেন শেখের বাল্যবন্ধুর ছেলে; এখন বেগম খালেদা জিয়ার "থিংক ট্যাংক"; জয়ের অপহরণ মামলার আসামী।
বানর কলা চুরি করে জানি; কিন্তু শেখের নাতীকে কেন? ভারতে নাকি রাগ করে এক বানর, এক গৃহিনীর বাচ্ছাকে চুরি করে ঘরের চাদে নিয়ে গিয়েছিল; পরে কলা দেয়ার পর, বাচ্ছাকে ফেরত দিয়েছিল। আমাদের শেখের নাতীকে নেয়ার আগেই বানরকে ডাল থেকে নামালো কেন?""
১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
চাঁদগাজী বলেছেন:
সরেছেন, মজ বৌ এই অবস্হা হলে ছোট বৌ'এর কি হবে?
শফিকুর রহমানকে জয় অফরণ মামলায় গ্রেফতার করেছে; যেমন শফিক, তেম সরকার; এগুলো দুস্টদের রামায়ন।
৮| ১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
মির্জা বাড়ির মেজো বউ বলেছেন: আপনি কি আমার মন্তব্যে বিরক্ত হয়েছেন? তাহলে আমি দুঃখিত। আমার কাছে কথাগুলো পরিষ্কার হয়নি বলেই জানতে চেয়েছিলাম। তারজন্য আপনি আমার পরিবারের অন্যদের নিয়ে মন্তব্য করলেন, এটা অভদ্রতা হয়ে গেল না?
১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৩
চাঁদগাজী বলেছেন:
আপনি আর্কিটেক্ট মানুষ, আপনার সাথে জোক করার চেস্টা করলাম!
আওয়ামী লীগে ও বিএনপি'তে অনেক দুস্ট লোক আছেন, শেফিকুর রহমান খুবই দুস্ট বলে আমার ধারণা; তাকে যারা এরেস্ট করাচ্ছে, ওরাও একই লেভেলের লোকজন।
শফিক লন্ডনে একান্টিং পাশ করে বাংগালীদের মাঝে ব্যবসা করছিলো; উনার বাবা মনে করেছিলেন যে, শেখের সরকারে বড় কিছু বানায়ে দেবেন উনাকে; সেইজন্য লন্ডন থেকে আনায়েছিলেন; শেখ শফিককে কোন পোস্ট ইত্যাদি দেয়নি; সেজন্য শফিক শেখ সাহেব ও বাবার উপর রেগেছিলেন।
কেউ কমেন্ট করলে সব ব্লগারের মতো আমিও খুশী হই।
৯| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৬
রূপক বিধৌত সাধু বলেছেন: সেই অামলে লন্ডন পড়ুয়া লোক তো কম ছিলো । শেখ সাহেব উনাকে কাজে লাগালেই পারতেন ।
১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৬
চাঁদগাজী বলেছেন:
শেখ সাহেব হয়তো এই দুস্টের চেহারা দেখেই বুঝতে পারেছিলেন যে, ইহা লন্ডের চিড়িয়াখানায় ভালো মানাবে; এখন উনার কাপড় চোপড়, ঝুলফি দেখেন, লন্ডনী বানর!
১০| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২২
রুমি৯৯ বলেছেন: বুড়ো বানর নামকরণটা যথার্থ হয়েছে| এই বানরই বাংলাদেশ ডোন্ট মাইন্ড ফ্যামিলির জন্মদাতা|
১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৬
চাঁদগাজী বলেছেন:
এরা বিদেশে শিক্ষা লাভ করে, জাতিকে সুযোগ মতো শোষণ করেছে; এদের মতো লোক খালেদা জিয়া, শেখ হাসিনাকে দুস্ট বুদ্ধি দিয়েছে সব সময়; এদের জন্য আমার চোখে পানি আসবে না; দুস্টকে দুস্টরা ধরছে; আবার ওরা ঠিকই ঠিক হয়ে যাবে।
১১| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৯
তিক্তভাষী বলেছেন: খুবই নোংরা মানসিকতা আপনার। ঠিক আওয়ামীদের মতো।
১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩২
চাঁদগাজী বলেছেন:
ঠিক বলেছেন।
বিএনপি ও আওয়ামীদের চরম দুস্টরা আপনাদের গুরু; ওদের জন্য কেঁদে মন পরিস্কার রাখুন সব সময়
১২| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৯
মহা সমন্বয় বলেছেন: বানরকে কলা খেতে দেওয়ার জন্য ধরা হয়েছে।
১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৮
চাঁদগাজী বলেছেন:
মাহমুদুর রহমান বোধ হয় একলা ওখানে
১৩| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৬
হাসান কালবৈশাখী বলেছেন:
শফিক রহমানরা জাতির জন্য ক্যানসার ছাড়া অন্য কিছু নয়।
অতচ আগে উনি ছিলেন বাম উদারপন্থি, ৯৩ তে গনআদালত গঠনেও তার ভুমকা ও সমর্থন ছিল। ১৯৯৭ এর পরে উনি ভোলপাল্টে নিজেকে নেড়িকুকুর ঘোষনা করেন।
৬ বছর আগে পিসিতে বাংলা লিখতে পারতাম না, তখনকার একটি লেখা পড়ুন।
এক স্বঘোসিত নেড়িকুকুরের গল্প
১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১০
চাঁদগাজী বলেছেন:
এরা সুযোগ বুঝে চলে; এবার একটু বেকায়দায়; ওদের লোক আছে, ঠিক করে ফেলবে।
১৪| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৪
সচেতনহ্যাপী বলেছেন: জয়ের অপহরণ অবোধ্য!!
১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৪
চাঁদগাজী বলেছেন:
জয়কে নাকি অপহরণ করার কি এক ষড়যন্ত্র হয়েছিল; বাংলাদেশে কে কি করছে, বুঝা মুশকিল; দেশের ৪০% মানুষ অসৎ; পার্টির সাথে যুক্তরা কি মানুষ, দেবতা, না শয়তান, সেটা নির্ণয় করা মুশকিল।
১৫| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:২৫
চানাচুর বলেছেন: মজা পাইছি
১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৫৮
চাঁদগাজী বলেছেন:
উনি নিজেও মজা পেয়েছিলেন অনেক!
১৬| ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৩৬
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: শফিক বহমান ,বিএনপির অন্যতম মন্দ লোক।
১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৮
চাঁদগাজী বলেছেন:
দেরীতে হলেও সরকারের চোখে পড়েছে।
১৭| ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৫
আহলান বলেছেন: এই দেশে যায় যায় দিনের মাধ্যমে মানুষের অন্তরে প্রবেশকারী, ভ্যালেন্টাইন ডে -র ব্যপকতা সৃষ্টিকারী শফিক রেহমান .... সব সময়ই সরকার বিরোধী ভুমিকা পালন করাই ছিলো যাযাদির বৈশিষ্ট্য .... যা এই দেশের কোন সরকারই পছন্দ করে না ...
১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৫
চাঁদগাজী বলেছেন:
সে অরাজকতা করেছে অনেক; তার কোন অবদান নেই; সে বিএনপি থেকে প্লট নিয়েছিল মিডিয়া পল্লীর নামে।
১৮| ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৬
গেম চেঞ্জার বলেছেন: শফিক রেহমান লোকটি কি করে বিএনপি'র মতো দলে নিজেকে ভেড়াল সেটা ঠিক বোধগম্য না। লোকটা বাংলাদেশে যে সংষ্কৃতির আনয়ন করেছিল, সেটা আমাদের নিজস্ব সংষ্কৃতির জন্য অশুভ।
তবে তাঁর প্রজন্মে এইরকম সৃজনশীল লোক বাংলাদেশে দ্বিতীয়টি আছে বলেও মনে হয় না। কেবল মতদ্বৈততার কারণে যদি শফিক রেহমানকে অপনামে ডেকে ও না ডেকে বর্তমান ঘটনায় খুশি হন, তাহলে গণতন্ত্র ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য এটা অশনি সংকেত বৈ কিছু নয়।
১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪০
চাঁদগাজী বলেছেন:
এরা আমাদের সমাজে অরাজকতা সৃস্টি করেছে; লন্ডন ফেরত সাংবাদিকের পত্রিকার নাম কেন "মৌচাকে ঢিল"?
১৯| ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩১
শাশ্বত স্বপন বলেছেন: তার বাবা জগন্নাথ কলেজের সাবেক অধ্যক্ষ সাইদুর রহমান কিন্তু ভালো লোক ছিলেন
১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৪
চাঁদগাজী বলেছেন:
এই লোক সমাজকে কিছু দেয়নি, অরাজকতা করেছে; না হয়, কি করে তার পত্রিকার নাম হয় " মৌচাকে ধিল"?
২০| ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৭
রাইসুল ইসলাম রাণা বলেছেন: বানরটা সম্পর্কে কিছুটা জানানোর জন্যে ধন্যবাদ
১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪২
চাঁদগাজী বলেছেন:
বিএনপি'র সাথে মিলে, সমাজে অরাজকতা করার জন্য পত্রিকা বের করেছে, যার নাম "মৌচাকে ধিল"
২১| ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৪
কলাবাগান১ বলেছেন: তার বাবা জগন্নাথ কলেজের সাবেক অধ্যক্ষ সাইদুর রহমান কিন্তু ভালো লোক ছিলে.......কিন্তু উনি তো স্বঘোষিত নাস্তিক ছিলেন...বাড়ীর নাম ও রেখেছিলেন 'সংশয়'
১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৭
চাঁদগাজী বলেছেন:
উনি পাকিস্তান আমলে লন্ডনে পড়ার সুযোগ পেয়েছিলেন; বাংলাদেশে, আজকে উনার পত্রিকার নাম "মৌচাকে ঢিল", ইহা কি লোক?
ইহার জন্য জেলই ভালো যায়গা
২২| ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৬
প্রামানিক বলেছেন: বুড়ো বয়সে আলোচিত হলেন এটাই বা কম কি
১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৩
চাঁদগাজী বলেছেন:
খাঁচায় ঢুকে শেখ সাহেব জাতীর বড় নেতা হয়েছিলেন; ইনিও হ্য়তো হয়ে যাবেন।
২৩| ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৩
রানার ব্লগ বলেছেন: শফিক রহমান আর তার স্ত্রী দুই জনই অভদ্রর চুরান্ত।
১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫১
চাঁদগাজী বলেছেন:
খালেদা জিয়া ও শেখ হাসিনার দুর্বল সরকারের সুযোগ নিয়ে এইসব লোক দেশে অরাজকতায় অবদান রেখেছে; সমাজে অকারণ যৌনতার মনোভাবও ছড়ায়েছে।
২৪| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৪
চিত্রনাট্য বলেছেন: আমি আপনার কমেন্টের অংশ থেকেই বলি
ভাগ্যিস , আপনি ছোট করে লেখেন ৷ বড় করে লিখলে আপনাকে হয়তো ইংরেজীতেই লিখতে হতো ৷ আপনার বানানের যা অবস্থা , পড়তে গেলে ' ছেড়ে দে মা কেঁদে বাঁচি '
শেখ সাহেব কখনোই মানুষ চিনতে পারেননি , ওনাকে যে যাই বলতো তাই তিনি বিশ্বাস করতেন ৷
১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৯
চাঁদগাজী বলেছেন:
রাজনীতির দিক থেকে শেখ সাহেব ছাত্রলীগের দক্ষ নেতা ছিলেন; এর বেশী বলা মুশকিল।
বাংলায় আমার ভাল হাত কখনো ছিলো না, দু:খিত; সেইজন্য সাহিতয়ে নেই আমি
২৫| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৩
বিজন রয় বলেছেন: কি যে বলেন!
রেহমানের চেয়ে বানর ঢের ভাল।
১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৬
চাঁদগাজী বলেছেন:
আপনি একজন ব্লগার হিসেবে, লন্ডন থেকে শিক্ষিত হয়ে ফিরে আসা সাংবাদিকের পত্রিকার নাম কি আশা করেন, "মৌচাকে ঢিল"?
২৬| ১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
আমি কি মানুষ বলেছেন: আপনি ভাল লিখেন কিন্ত মন্ত্বব্য দেখে আপনার মথা ঠিক থাকে না।!
১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
চাঁদগাজী বলেছেন:
চেস্টা করবো, ঠান্ডা মাথায় বুঝে উত্তর দিতে; কাউকে আক্রমণ করার ইচ্ছা আমার নেই; ভুলে হয়ে গেলে দু:খিত।
২৭| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৭
আরণ্যক রাখাল বলেছেন: হে হে
১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪২
চাঁদগাজী বলেছেন:
হাসছেন?
মৌচাকে ঢিল পড়েছেন? আমার সুযোগ হয়নি
২৮| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১০
গালীব পাশা বলেছেন: ?
১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৩
চাঁদগাজী বলেছেন:
প্রো-পিকে আপনার আপনার নিজের ছবি? ভালো দেখাচ্ছে
২৯| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৩
আরণ্যক রাখাল বলেছেন: না, পড়ি নাই। আপনার লেখা পড়ে মানে বলার ধরন দেখে হাসছি
১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৫
চাঁদগাজী বলেছেন:
আমি যে কি ঘোড়ার ডিম লিখি, পড়ে নিজেও হাসি
৩০| ২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:০৮
প্রীতম বলেছেন: সর্ষের মধ্যে ভুত দেখে দেখে আমরা এমন অভ্যস্ত হয়েছি যে এখন যেখানেই সর্ষে দেখি সেখানেই মনে হয় ভুত আছে।
কাউকে মনে হয়- এই ভুত, কাউকে মনে হয় সেই ভুত।
সবই যদি ভুতই হবে তবে আমরা যারা শুধু দেখি আর শুনি তারা কি করবো?
অবশ্য এটাই নিয়ম। দর্শক না থাকলে খেলা আর খেলোয়াড়দের মুল্য কোথায়।
খেলেরাম খেল যাও।
সংক্ষিপ্তভাবে লিখেছেন বলে ঠিক মতো বোঝা যাচ্ছেনা আপনি কি বলতে চেয়েছেন। এটা আমারই দোষ, কারণ রাজনৈতিক ব্যপারগুলো বুঝিনা আর জানিনা বলে।
তবে কিছু কিছু কথায় বোঝা যায় কে কি বলতে চেয়েছেন।
ধন্যবাদ।
২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৮
চাঁদগাজী বলেছেন:
জাতির অশিক্ষাকে কাজে লাগায়ে যারা ব্যবসা করেছেন, তাদের একজন শফিক রেহমান।
৩১| ২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৭
প্রীতম বলেছেন: ভালো বলেছেন।
৩২| ২৫ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:৪০
প্রজ্জলিত মেশকাত বলেছেন: জয়কে অপহরণ করার ষড়যন্ত্র করার মামলা যেখানে আমেরিকার ফেডারেল কোর্ট খারিজ করে দিয়েছে সেখানে আপনি জয়ের অপহরণ নিয়ে চিল্লাইতাছেন।
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১২
মিজানুর রহমান মিরান বলেছেন: আরো কত কি দেখমু!