নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

লন্ডনে-শিক্ষিত সাংবাদিকের পত্রিকার নাম \'মৌচাকে ঢিল\'; স্ত্রী\'র আছে এনজিও; এগুলো কি?

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ২:২৫



শফিক রেহমান গ্রেফতার হয়েছেন, আপনারা শুনেছেন; তিনি লন্ডনে পড়েছেন স্বাধীনতারও আগে, যখন বাংগালীদের ৮০ ভাগ নিজের নাম লিখতে পারতো না; এখন দেশে থাকেন, সাংবাদিক; এই সাংবাদিকের পত্রিকার নাম, "মৌচাকে ঢিল" ; "ঢাকা টাইমস" বা "বাংলাদেশ লাইফ" নয়; আপনার কি মনে হয়? উনার স্ত্রীর এনজিও আছে, নাম "ডেমোক্রসী ওয়াচ"; নিজেদের বাড়ীতে এনজিও'র অফিস; এগুলো কিসের লক্ষণ?

বাংলাদেশে ১৬ হাজারের বেশী এনজিও আছে; তাদের কাজকর্ম আপনারা দেখছেন; এরা বিদেশ থেকে টাকা এনে মাসে ১০/২০ লাখ টাকা বেতন নেন নিজেই। আপনি একটা এনজিও রেজিস্ত্রেশন করতে যান, দেখেন আপনার অবস্হা কি হয়?

ততকালীন সময়ে লন্ডনে পড়ালেখা করা একজন লোক যদি সাংবাদিতা করেন, দেশবাসী উনার দক্ষ সাংবাদিতা থেকে উপকৃত হওয়ার কথা; কারণ, ঢাকা, রাজশাহী ও চট্রগ্রাম ইউনিভার্সিটি থেকে পাশ করা সাংবাদকেরা জাতিকে তেমন কিছু দিতে পারেননি; এখন লন্ডনের লোকের পত্রিকার নামই যদি "মৌচাকে ঢিল" হয়, পত্রিকার ভেতরে কি আছে বলে আপনার ধারণা?

এরা এই দেশের মানুষের অশিক্ষার সুযোগ নিয়ে, সরকার ও পার্টিগুলোর দুর্বলতার সুযোগ নিয়ে, বড় বড় পদ দখল করে, সরকার থেকে সকল প্রকার সুযোগ সুবিধা নিয়ে নিজেরা ভালো থেকেছেন।

বিএনপি থেকে মিডিয়ার জন্য যায়গা নিয়েছিলেন শেফিক রহমান; যায়যায় দিন নামে পত্রিকা চালায়ে শেষ উহাকে বিক্রয় করেছেন; সেখানে কি লিখতেন কে জানে, তবে উনি নাকি অনেক নাম করেছিলেন; মানুষের বেকুবীর সুযোগ নিয়েছিলেন হয়তো।

মন্তব্য ৬৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:২৪

চানাচুর বলেছেন: :P :P

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৩৩

চাঁদগাজী বলেছেন:



লন্ডনে পড়া সাংবাদিকের পত্রিকার নাম, "মৌচাকে ঢিল"; পুলিশ ঢিল মেরে দেখছে।

২| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনার যায়যায়দিন সাপ্তাহিক অনেক ভালো একটা ম্যাগাজিন ছিল। উনার কলামগুলোও ছিল দারুণ। আর উনার কথাবার্তাও খুব সুন্দর। মিডিয়াতে উনার মত সুন্দর কথা বলা দলীয় বুদ্ধিজীবি খুব কমই আছেন। যদিও যায়যায়দিন ভালোবাসা দিবস সংখ্যা'র নামে চটি টাইপের কাহিনী প্রকাশ করতো আর উনি ছিলেন বাংলাদেশে ভালোবাসা দিবসের প্রবর্তক। উনার সাংবাদিকতা, উনার বউর এনজিও, উনার পত্রিকার জন্য উনাকে গ্রেফতার করা হয়নি। উনাকে গ্রেফতার করা হয়েছে এমন একটা কেইসে যেটা উনার জনপ্রিয়তা আগের চেয়ে আরো বাড়িয়ে দিবে। আর জীবদ্দশায় যদি বি এন পি ক্ষমতায় আসে তাহলে পত্রিকা, চ্যানেলের মালিকও হতে পারেন তিনি।

১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২০

চাঁদগাজী বলেছেন:


বেকুব পাঠকদের মার্কেট উনি ব্যবহার করেছেন প্রভু ইংরেজদের মতো।
এসব ব্যাকটেরিয়ার জেল পাওনা ছিল অনেক আগেই; শেখ হাসিনা হয়তো অন্য কিছু নিয়ে ব্যস্ত ছিল।

৩| ১৭ ই এপ্রিল, ২০১৬ ভোর ৫:০২

কালনী নদী বলেছেন: Remember there is no name, fame or money because everything is behind a veil of mask.
মনে রাখবেন নেই কোন নাম, খ্যাতি বা অর্থ কারণ সবকিছু মাস্ক পর্দার অন্তরালে হয়!

১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২১

চাঁদগাজী বলেছেন:


এখন উনি শুধুমাত্র অন্তরালে যাওয়ার পথে

৪| ১৭ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:২৭

শূণ্য পুরাণ বলেছেন: তাকে কি কারণে গ্রেফতার করা হয়েছে সেটা নিয়ে বলুন,ন্যায়বিচার পাওয়ার সুযোগ আছে কিনা সেটা নিয়ে বলুন।কারো চিন্তার সাথে আমি একমত না হতে পারি, তার কথা বলার অধিকার কেড়ে নিতে পারি না।

১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৩

চাঁদগাজী বলেছেন:


এরা জাতির শত্রু; এদের সঠিক যায়গা জেল; সে ইুরোপে শিক্ষিত হয়ে জাতিকে কিছু দেয়নি; নিয়েছে নিজের জন্য।

৫| ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৪৭

হাসান কালবৈশাখী বলেছেন:
সফিকরেহমানের মত সজ্জন মানুষ হত্যা/অপহরন করতে পারে ..?

১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১১

চাঁদগাজী বলেছেন:




সে সমাজের জন্য ক্যান্সার ছাড়া কিছুই ছিলো না।

৬| ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৯

রাইসুল ইসলাম রাণা বলেছেন: অনেক আগেই শালারে গ্রেফতার করা উচিত ছিল।

১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৪

চাঁদগাজী বলেছেন:


দেরী হয়ে গেছে; আগাছা অনেকদিন জমির ফসলের যায়গা দখল করেছিল; যাও, বসে বসে ঢিল মারগে!

৭| ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৬

চাকমা বলেছেন: "হয়তো" দিয়ে শেষ করলেন লেখাটা!

আমাদের মতো বেকুব মানুষদের জন্যই উনি অসাধারণ লিখতো, সাধারণ চালাকদের জন্য নয়, হয়তো। :-B

১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৬

চাঁদগাজী বলেছেন:


বেকুবদের জন্য লিখলে যা ঘটে, তাই ঘটেছে; মৌচাকে ঢিল মারবেন বসে বসে, এইটুকুই উনার পাওনা।

৮| ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৬

হাসান নাঈম বলেছেন: এবার চেনা যাচ্ছে - আপনি আসলে নিরপেক্ষতার আড়ালে কোন চেতনা লালন করেন।
একমাত্র অন্ধ চেতনাবাজ ছাড়া এইভাবে সাংবাদিকের পরিচয়ে গিয়ে ওয়ারেন্ট ছাড়া একজন বয়স্ক মানুষকে জোর করে তুলে আনাকে সমর্থন করা আর কারো পাক্ষে সম্ভব নয়।

১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৭

চাঁদগাজী বলেছেন:



বয়স্ক মানুষের পত্রিকার নাম "মৌচাকে ঢিল" হওয়া উচিত? এরা সমাজের ক্ষতি করেছে আজীবন।

১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩০

চাঁদগাজী বলেছেন:



আমি নিরপেক্ষ নই, আমি গরীব, শ্রমিক, চাষী ও বেকারদের পক্ষের লোক

৯| ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৫

হাসান নাঈম বলেছেন: আপনি কি ঐ পত্রিকাটা পড়ে দেখেছেন? না কি শুধু নাম দেখেই বাকিটা অনুমানে বলছেন?

আর এটা যদি কোন অপরাধ হত তাহলে সেই অপরাধে ওনার বিরুদ্ধে মামলা করে আদালতের ওয়ারেন্ট নিয়ে স্বাভাবিক ভাবে গ্রেফতার করা যেত। ওনাকে যে প্রকৃয়ায় গ্রেফতার করা হয়েছে তা কোন সভ্য দেশে সম্ভব না। আর তার চেয়েও মারাত্মক হচ্ছে আপনাদেরমত চেতনাবাজদের সমর্থন। এতদিন পর আজকে যখন অসভ্য উপায়ে ওনাকে গ্রেফতার করা হল ঠিক তখনই আপনাদের মনে পরল ওনার পত্রিকার নামটা কেমন, ওনার স্ত্রী কী করেন - ইত্যাদি। কেন? ঐ অসভ্য গ্রেফতারিটাকে সহনীয় করার জন্যইতো? এর পরও যদি আপনি বলেন আওয়ামী চেতনা আপনার মধ্যে নাই - তাহলে সেটা হয়ে যাচ্ছে - ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না - টাইপের হাস্যকর!

অবশ্য বলেও লাভ নাই - ঐ চেতনা একবার যার মধ্যে ঢুকেছে তার পক্ষে স্বাভাবিক চিন্তায় ফেরা আসলেই কঠীন।

১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৪

চাঁদগাজী বলেছেন:


না, আমি উনার কোন পত্রিকা পড়িনি; আমার ধারণা, উনার মতো শিক্ষিত লোক এই ধরণের নাম দিয়েছেন অরাজকতা সৃস্টি করার জন্য।

উনাকে যে কারণে গ্রেফটার করেছে সেটা পুলিশ ও সরকারের বিষয়।
আমি খুশী যে, একজন অরাজকতাকারীকে খাঁচায় নেয়া হয়েছে।

১০| ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৩

মনস্বিনী বলেছেন: গ্রেফতার হওয়াতেই উনাকে চিনলাম।

১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২২

চাঁদগাজী বলেছেন:



যে কারণে গ্রেফতার হয়েছেন, সেটা সম্পর্কে আমার মতামত নেই; সেটা কোর্টের ব্যাপার, আইনের ব্যাপার; এ ধরণের লোক সমাজে অরাজকতা করে বেড়াচ্ছে।

১১| ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৮

রানার ব্লগ বলেছেন: মৌচাকে ঢিল আর কিছুই নয় রসময় গুপ্ত রচিত চটি পত্রিকার ভদ্র রুপ ।

১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:



লন্ডনে পড়ে 'মৌচাকে ঢিল" যদি পত্রিকার নাম দেয়, তাকে জেলে রাখ; আগে সে নাম দেয়া শিখুক, দুস্ট লোক; সে অরাজকতা সৃস্টি করেছে; বৃটিশ যৌনতা ছড়ায়েছে ঢাকায় এই দুস্ট লোক।

১২| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৬

গেম চেঞ্জার বলেছেন: আপনি মৌচাকে ঢিল নাম শুনেই ওনার ওপর এত ক্ষিপ্ত হয়ে গেছেন। আমি দু একটি গল্প পড়েছি উনার। ব্যতিক্রমী ও সৃজনশীল লেখালেখিই করেন।
আপনার লেখায় নিজের আবেগ ও পছন্দের ব্যাপারটা ঠাঁই পেয়েছে বেশি। সবচেয়ে বড় কথা, একজন প্রবীণ সাংবাদিককে এভাবে হুট করে রিমান্ডে নেয়াটা কোনভাবেই সমর্থনযোগ্য নয়। সরকার এই কাজটা করে ভুল করেছে। যারা এতে সমর্থন ভেতরে ও বাহিরে দিচ্ছেন তাদের মানসিকতায় গলদ আছে।

১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২০

চাঁদগাজী বলেছেন:

সামুর বর্তমান ব্লগারেরা জানেন যে, আপনি ভালো পাঠক, উৎসাহ দেন, নতুনদের পোস্টে আপনার কমেন্ট ও "লাইক" নতুনদের উৎসাহিত করেন।

সেইদিক থেকে আপনি শেফিকের গল্প পড়েন, পছন্দ করতে পারেন; এটা ভালো গুণ।
কিন্তু শেফিক ও মাহমুদুর রহমানরা দুস্ট; দুস্টরা যে ভালো কিছু করে না, তা নয়; কিন্তু যোগ বিয়োগ করলে, ওরা জাতির সুস্বাস্হের বিপক্ষে; উনার জেল হওয়ার দরকার ছিল অনেক আগেই।

১৩| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৩

হাসান নাঈম বলেছেন: "না, আমি উনার কোন পত্রিকা পড়িনি; আমার ধারণা, উনার মতো শিক্ষিত লোক এই ধরণের নাম দিয়েছেন অরাজকতা সৃস্টি করার জন্য"

বাহ, কী দারুণ!
আপনি একজন মানুষকে সম্পুর্ণ আইন বহির্ভুত অসভ্য প্রকৃয়ায় গ্রেফতারকেও সমর্থন করছেন শুধুমাত্র 'ধরানার' ভিত্তিতে। উনি একটি পত্রিকা বের করতেন যার নামটা আপনার পছন্দ নয় বা আপনার 'ধারনা' সেটা অরাজকা সৃস্টি করতে পারে!!

এর পরও বলতে চান আপনি মানুষের মুক্তির জন্য, কল্যানের জন্য চিন্তা করেন??
আপনাকে বা আপনার সমর্থিত দলকে ক্ষমতা দিলে কী করবেন? আপনাদের 'ধারনায়' যারা অরাজকাত সৃস্টি করতে পারে তাদের সবাইকে ফাঁসি দিয়ে দিবেন? ঠিক রাশিয়ার বিপ্লবী কমিউনিস্ট সরকারের মত?

ভাই, আপনার কাছে সনির্বন্ধ অনুরোধ - দয়া করে এই মানষিকতা নিয়ে সমাজ পরিবর্তনের চিন্তা করিয়েন না। আপনি সমাজের যে 'উপকার' করবেন তাতে বহু লোকের জীবন নস্ট হবে। আগের কমিউনিস্টরাও ভেবেছিল দেশের ও মানুষের 'কল্যান' করছে - কিন্তু এখন আপনিও বুঝতে পারছেন তারা কতবড় বিপর্যয় ঘটিয়েছিল। কিন্তু এখন বুঝে কী লাভ। যাদের যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে। আপনিও 'কল্যান' করতে গিয়ে নিজের ও অন্য বহু মানুষের যে অপুরনীয় ক্ষতি করে ফেলবেন - তার আর প্রতিকার সম্ভব হবে না। তার চেয়ে আপনার কিছু না করে নিষ্কৃয় থাকাই সবার জন্য ভাল হবে।

১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩১

চাঁদগাজী বলেছেন:


"হাসান নাঈম বলেছেন: "না, আমি উনার কোন পত্রিকা পড়িনি; আমার ধারণা, উনার মতো শিক্ষিত লোক এই ধরণের নাম দিয়েছেন অরাজকতা সৃস্টি করার জন্য"

বাহ, কী দারুণ!"

-আপনি ও আমি একইভাবে চিন্তা করি না, নিশ্চয়। উনার পত্রিকার নাম হতে পারতো, "ঢাকা টাইমস", "দি পিপলস", "ঢাকা ফাইন্যানসিয়াল টাইমস"; অবশ্যই "মৌচাকে ঢিল" নয়।

১৪| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৪

শূণ্য পুরাণ বলেছেন: হাসান নাঈম ভাইকে সমর্থন করছি।

১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:


করুন, উনি হয়তো ১৬ কোটীর সাপোর্ট পেতেন; শেখ হাসিনা যদি পড়ালেখা ফ্রি করে দিতেন।
হয়তো ১৬ কোটী লেখাপড়া জানলে, শেফিক লন্ডনে মুদি দোকানই চালাতেন।

১৫| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২১

আততায়ী আলতাইয়ার বলেছেন: lenja is difficult to hide ;) @Postmaker

১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৮

চাঁদগাজী বলেছেন:


It has benn always like that.

১৬| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২১

মাঘের নীল আকাশ বলেছেন: আপনার পুরানো খাঁচাতেই উনাকে ভরা হচ্ছে শুনলাম!

১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:



ঠিক শুনেছেন; আপনাদের কান থেকে মগজের দুরত্ব ট্রিলিয়ন মাইল।

১৭| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫১

চিত্রনাট্য বলেছেন: আপনা‌কে কি বল‌বো বুঝ‌তে পার‌ছিনা , আপনার দুইটা পোস্ট আলো‌চিত জায়গা দখল ক‌রে আছে , যখন যেটা পান সেটাই সা‌থে সা‌থে লি‌খে ফে‌লেন ? কোন রকম ভাবনা চিন্তা ছাড়াই
এত বানান ভুল ক‌রেন কেন ?

১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪০

চাঁদগাজী বলেছেন:



আমি চলমান ঘটনার উপর লিখি; মতামত প্রকাশ করি। বাংলায় হাত ছিলো না কোনদিন; দু:খিত।

১৮| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনি কি ালটা ছিড়েছেন দেশের জন্য!
খালি জিয়ার বদনাম, স্বৈরাচারের অন্ধ বিবেকহীন সমর্থন আর পরের সমালৌচনা ছাড়া!!! ৭১-১৬ কমতো সময় নয়?

আপনার নিজের কি কি অবদান আছে জানান! নইলে লেখা প্রত্যাহার করেন- যদি নূন্যতম বিবেক থাকে।

একজন সৃজনশিল লেখক এবং সম্পাদকের বিরুদ্ধে ধারনার উপর কুৎসা নিয়মিতই ছড়িয়ে যাচ্ছেন। আর এনজিও নিয়ে সরকারের বড় বড় সংস্থা আছে বাৎসরিক হিসাব নিকাশের জন্য! সো আপনি চিন্তায় পেট ব্যাথা না করলেও চলবে।

আপনি কি গণতন্ত্র সমর্থন করেন?
আপনি কি মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করেন?
আপনি কি স্বৈরাচারিতাকে সমর্থন করেন?

পারলে স্পষ্ট উত্তর দেন।

১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১১

চাঁদগাজী বলেছেন:


"আপনি কি গণতন্ত্র সমর্থন করেন?
আপনি কি মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করেন?
আপনি কি স্বৈরাচারিতাকে সমর্থন করেন? "

-আমি গণতন্ত্র সমর্থন করি; কিন্তু আপনি গণতন্ত্রের 'ডেফিনেশনও' বুঝেন না; আপনি "মৌচাকে ঢিল"এ বিশ্বাস করেন; দুস্টলোক মাহমুদুর রহমান, শেফিক রহমান, কদের মোল্লায় বিশ্বাস করেন।

-আমি মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি; মওলানা ভাসানীর মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি, ড: কামাল হোসেনের মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি; জয়নাল হাজারী, পিন্টু, মায়া, হাজী সেলি, ড: হাছান, শেফিক রহমানের মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি না; আসলে আপনার মতপ্রকাশের স্বাধীনতায়ও বিশ্বাস করি না; াকরণ, আপনি কাদের মোল্লা, নিজামীদের মতপ্রকাশের স্বাধীনতায়ও বিশ্বাস করেন, এবং আপনি ব্লগে সেই মনোভাব দেখায়েছেন।

-আমি শেখ হাসিনা, খালেদা জিয়া ও এরশাদের যথাক্রমে ৩৪, ৩২, ৩১ বছর পার্টির চেয়ারম্যনী পদের বিরোধীতা করে আসছি ব্লগে; ৫ বছরের বেশী কেহ এসব পদে থাকা উচিত ছিল না; ২ বার মাত্র রাস্ট্র প্রাধান থাকার পক্ষে আমি শত শত পোস্ট দিয়েছি।

আমি চাই শেখ হাসিনার সরকারে অবসান হোক; কিন্তু সেখানে যেন বিএনপি-জামাত চলে না আসে!

আপনি চান বাংগালীরা 'মৌচাকে ঢিল" মারুক বসে বসে।

১৯| ১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ৮০-র দশকের যায় যায় দিনকে খুব মিস করি। দলীয় রাজনীতি করে সাংবাদিক শফিক রেহমানের মৃত্যু হয়েছে অনেক আগেই।
এখন যিনি আছেন তিনি দলীয় শফিক রেহমান।

১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৫

চাঁদগাজী বলেছেন:


৪৫ বছরের দুস্ট শাসন বাংগালীদের ৪ মৌলিক অধিকার থেকে বন্ছিত করেছে।

আমাদের ক্ষতিগ্রস্ত সমাজের ঘাঁড়ে বসে আছে শেফিক রহমান, শেফিক রহমান, মতিউর রহমানের মত লোকগুলো।

২০| ১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২২

দিশেহারা আমি বলেছেন: নামে কি আসে যায় ?
মৌচাকে ঢিল, রসআলো, উম্মাদ, আলপিন, বিচ্ছু ... এইসব হচ্ছে ফান ম্যাগাজিন।

সমসাময়িক যে কোন বিষয়কে আপনি অন্য দিকে প্রবাহিত করেন। এটা দৃষ্টিকটু

মামলাটা কি আর আপনার লেখার বিষয়টা কি ভেবে দেখুন।

১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

চাঁদগাজী বলেছেন:


মামলার জন্য কোর্ট আছে, পুলিশ আছে; আমি উনার অবদানটা তুলে ধরার চেস্টা করছি।
এ ধরণের নাম অরাজকতায় অবদান রেখেছে।

আপনার নাম, "জল্লাদ হোসেন" রাখার পক্ষে আপনি?

২১| ১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০০

জুয়াড়ি বলেছেন: ভাই আপনে কি গানজা খান

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৪

চাঁদগাজী বলেছেন:


না, আমি গানজা খাই না

২২| ১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

অপ্রকাশিত কাব্য বলেছেন: দেশে একখান মাত্র দুষ্ট পত্রিকা আছে "মৌচাকে ঢিল"।
বাকি বিচ্ছু, রস+আলো,ভিমরুল,উন্মাদ,আলপিন সব সভ্য!
আহসান হাবিবরা জাতির বুদ্ধিজীবী আর শফিক রেহমান(বিরোধী) দুষ্ট,নষ্ট যৌনাচারী ব্লা ব্লা। পিয়াল রা সভ্য

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৩

চাঁদগাজী বলেছেন:



আপনাদের মতো পাঠক পেয়ে লন্ডনী মানুষ হয়েছে দুস্ট

২৩| ১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

জোসনা সুন্দরী বলেছেন: আপনার মন্তব্যগুলোতে যা বুঝলাম আপনি কখনও ঐ পত্রিকাটা পড়েননি। তাহলে যারা পড়েছে তাদেরকে এরকম অশালীন ভাষায় আক্রমণ করছেন কেন? আপনি যত প্রতিভাবানই হন না কেন, মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন কেন? আপনার নিজের মত প্রকাশের অধিকার থাকলে অন্যদেরও কি থাকতে পারে না?

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১২

চাঁদগাজী বলেছেন:


প্রথমত: কাউকে আমি আক্রমণ করতে চাইনি, ভুলে হয়ে গেলে স্যরি।

আমি লন্ডন-ফেরত সাংবাদিকের "মৌচাকে ঢিল" কোন মুখে পড়তে যাবো? আমি তো উনার "ঢাকা টাইমস", "বিডি লাইফ" খুঁজছিলাম।

২৪| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৩

আমিই মিসির আলী বলেছেন: আপ্নে বড় বিনোদন দিলেন।
আমি গ্রেফতার হইলে আপ্নে আমার বউয়ের কাজ নিয়া কথা তুলবেন! আমি কই পড়লাম, কি কাজ করি তা নিয়া কথা কইবেন!

কিন্তু মূল বিষয়ে কিছু কইবেন না! এটা কেমন কথা!
শফিক রেহমান কেন গ্রেফতার হইলো!? কি কারন? এই বিষয়ে আপ্নার কি মন্তব্য সেটা না বইলা আগুম বাগুম কথা কইলেন!!!

বড়ই অদ্ভুত লাগিলো বিষয়টা।

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪০

চাঁদগাজী বলেছেন:



শেফিক রহমান কেন গ্রেফতার হয়েছেন, সেটা পুলিশ ও কোর্ট বলবে; আমি উনার ও উনার বউয়ের প্রভাবটা দেখাতে চাচ্ছি

২৫| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৮

কল্লোল আবেদীন বলেছেন: জনাব, আপনি দেশের জন্য কি করেছেন?
খালিতো মানুষের নামে কুৎসা রটান।
আর শোনেন কোন কিছু পোস্ট করার আগে চিন্তা ভাবনা করে লিখবেন।

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৫

চাঁদগাজী বলেছেন:



আমি যদি ভেবেচিন্তে লিখি, তখন হয়তো প্রেমের কবিতা ছাড়া কিছুই বের হবে না; আমার প্রেমের কবিতা শুধু অন্ধদের পড়ে শোনলে হয়তো শুনবে, বাকীরা আমার ব্যান চাইবেন।

আমি বলতে চাই না, তবে দেশের জন্য আমি একটা বড় কাজ করেছি ১৯৭১ সালে।

২৬| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৯

এ কে এম রেজাউল করিম বলেছেন:
বুড়া শয়তানটা অবেশষে ধরা খাইছে, ভাল। -(বাংলার জামিনদার)
শয়তান বুড়া হোক তাকে ধরতেই হবে। তাই হয়েছে।
এ উদ্দোগে সহমত জানাচ্ছি।

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৬

চাঁদগাজী বলেছেন:



এরা জাতিকে অরাজকতার দিকে ঠেল দিয়েছে।

২৭| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৩

সচেতনহ্যাপী বলেছেন: আমি উনার বলয়ে না হলে সেসময়ের 'যায় যায় দিন"য়ের ভক্ত।। ব্যাক্তিগত ভাবে জানতাম, বিখ্যাত (বংলাদেশে) লোকের সন্তান।।
কিন্তু আপনার পরপর দু'টি লেখাতেই কিন্তু সেই চির-পরিচিত গাজীভাইয়ের বদলে এক অন্ধভক্তকেই দেখতে পাচ্ছি।। যায় যায় দিন বা মৌচাকে ঢিল না বোমা তা নিয়ে আমার প্রশ্ন নেই।। নামই যদি সব প্রমান করে তাহলে "উন্মাদের" সবাই কি....।??
নামের ভুল বানান (যেটা মানায় না), পত্রিকার নাম, স্ত্রীর এনজিও না ফেনজিও, এগুলি জানলেও বলবো প্রতিটি দলের নেতা-নেতৃা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন, যে তারা দূর্নীতিতে জড়িত নন??
আমার হিসাবে শফিক রেহমানকে নিয়ে দু'টি লেখায় আপনর স্টান্ডার্ড প্রকাশ না পেয়ে পেয়ে, ব্যাক্তগত আক্রোশই প্রকাশ পেয়েছে।। ভেবে দেখবেন আমার, আর অন্যদের কথা।। ভেবে দেখবেন একজন সত্যিকার শুভ্যানুধাকারীর কথা।। যে কি না আপনার লেখার গুনমুগ্ধ।। দলীয় ভাবে নয়।।

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৫২

চাঁদগাজী বলেছেন:


নামটা ঠিক করার চেস্টা করেছি।
রাজনীতিতে আমি কারো ভক্ত নই; তবে, শেরে বাংলার অনুসারী।

আমি নিজেই শফিক সাহেবের উপর বিক্ষুদ্ধ; উনি দেশে অরাজকতা সৃস্টিতে অবদান রেখেছেন বলে আমার ধারণা; উনি যে কারণে গ্রেফতার হয়েছেন, তা এদেশের রাজনৈতিক প্র‌েকটিসের ফলাফল; আমার পোস্টে কাউকে এই ব্যাপারে সাপোর্ট করা হয়নি, বা কাউকে অপবাদ দেয়া হয়নি; সংবাদ অনুসরণ করে লেখা।

২৮| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৫

মহেড়া বলেছেন: আপনার লিখা দেখে আপনার অদক্ষতার ব্যাপক পরিচয় পাওয়া যায়। আপনি যে বললেন উনি ইংরেজি পড়েছে, ভালো কথা। উনার সম্মান দক্ষতার সাথে বাংলা পাড়েন এরকম কয়জন আপনি বের করতে পারবেন??? আর যায়যায়দিন আর ব্যাপারে যা বললেন , আপনি আমার ধারণা ঐ পত্রিকা কোন দিন পড়েননি। আপনার মুখের ভাষাও খুব ভালো হয়নি। দেশ,কাল , পরিবেশ সম্পর্কে আপনি আওয়ামীলীগ :) :)

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৪৪

চাঁদগাজী বলেছেন:



কমেন্টের উত্তর দেয়ার আগে আপনার ব্ল এলাকা ঘুরে এলাম; লেখায়, আপনার দক্ষতা আমার চেয়ে অনেক বেশী, অভিনন্দন।

একজন মানুষের ব্যক্তিত্ব বিশ্লেষনও পর্যবেক্ষণে মানুষ নিজের দক্ষতা ব্যব হার করেন; শফিক রেহমানের বেলায়, আপনার ও আমার দক্ষতা ১৮০ ডিগ্রি বিপরিতমুখী।

২৯| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ২:০৮

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ।।

৩০| ১৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

মিজানুর রহমান মিরান বলেছেন: আমি ওনার অনেক লেখা পড়েছি। বেশ ভালই তো লিখে।
উনাকে গ্রেপতারের কারনটা হাস্যকর।

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৬

চাঁদগাজী বলেছেন:



উনি বাংলায় পর্ণ চালু করেছিলেন, সেগুলোর শাস্তি হওয়ার দরকার আছে!

৩১| ১২ ই মে, ২০১৬ বিকাল ৩:৩৫

আততায়ী আলতাইয়ার বলেছেন: পত্রিকার নাম যেহেতু মৌচাক ঢিল স্ত্রীর যেহেতু এনজিও আছে তাই তাকে এরেষ্ট করা দরকার what a logic level =p~

১২ ই মে, ২০১৬ বিকাল ৪:১১

চাঁদগাজী বলেছেন:


এগুলো শিক্ষিত নাগরিকের কাজ নয়, সেজন্যই বাংলাদেশে সমস্যা হচ্ছে।

৩২| ২৮ শে মে, ২০১৬ রাত ৯:৩৭

দ্য ইনভেডার বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.