নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

নিউইয়র্কের আজকের নির্বাচন, আমেরিকা ও বিশ্বের জন্য নতুন ইতিহাস গড়বে

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫২



নিউইয়র্ক রাজ্যের আজকের প্রাইমারী ভোট, আমেরিকার আগামী প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল এক ঐতিহাসিক ভুমিকা রাখবেই রাখবে; আজকের ভোট আগামী প্রেসিডেন্ট নির্বাচনকে নতুন পথে ধাবিত করবে; আজকের ফলাফলের কারণে, আমেরিকান ইতিহাসের সবচয়ে বিচিত্রতম ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পথ সুগম হতে পারে; অথবা, আমেরিকান ইতিহাসে প্রথম আধা সোস্যালিস্ট ব্যক্তি বার্নি সেন্ডারস''এর ক্যান্ডিডেট হওয়ার পথ রচনা করতে পারে; অথবা, আমেরিকান ইতিহাসের সবচেয়ে বেকুব ও মিথ্যুক হিলারী ক্লিনটনের ক্যান্ডিডেট হওয়ার পথ পরিস্কার করতে পারে।

আজকের ভোট রিপাবলিকানদের জন্য ও ডেমোক্রেটদের জন্য সমানভাবে গুরুত্বপুর্ণ এই জন্য যে, আজকে যারা বিজয়ী হবে, বাকী রাজ্যগুলোতে তাদের জয়ের সম্ভাবনা বিশালভাবে বাড়বে। আজকে যদি হিলারী জয়ী হয়ে যায়, তাকে আর থামানো যাবে না; বার্ণি আউট; সাধারণ মানুষের আশার প্রতিফলন ঘটবে না, কর্পোরেশনদের ইচ্ছায় আমেরিকা আগের মতোই চলার জন্য রেডী হবে। গত ৩ দিন আগেও, বার্ণি ১৩ পয়েন্ট হিলারীর পেছনে ছিল; গতরাতে সেই দুরত্ব কমে এসেছে, ২ পয়েন্ট পেছনে; সকালে ভোট শুরু হয়ে গেছে।

যদি কোন প্রকারে বার্ণি আজকে জয়ী হয়ে যায়; হিলারীর জন্য বাকী পথ হবে উঁচু নীচু; তখন ডেমোক্রেটদের 'কনটেস্টেড কনভেশনে' যেতে হবে; অর্থাৎ পার্টির লোকদের হাতে চলে যাবে ক্যান্ডিডেট নির্বাচন; এখন আছে জনতার হাতে।

আজকের নির্বাচনে, রিপাবলিকানদের জন্য আছে ৯৫ ডেলিগেইট; পুরো ৯৫ টা যদি ট্রাম্প পেয়ে যায়, সম্ভবত: ট্রাম্প ১২৩৭ ডেলিগেইটের কাছে পৌঁছবে ফাইনাল সময়ে; কিংবা, কনভেনশনের আগে ১২৩৭ ডেলিগেইট পেয়ে ক্যান্ডিডেট হবে যাবে; পুরো ৯৫ টা পেতে হলে ট্রাম্পকে প্রতিটি ডিস্ট্রিক্টে, সংগৃহিত ভোটের ৫০% এর বেশী পেটে হবে। আর যদি, ৯৫টা পুরোপুরি না পায়, সে টেড ক্রুসের থেকে বেশী ডেলেগেইট নিয়ে 'কনটেস্টেড কনভেশনে' যাবে, যেখানে পার্টির নেতারা তাকে বাদ দেয়ার জন্য সকল প্রকার চেস্টা করবে; তবে, তাকে বাদ দিলে, যেই পরিমাণ লোক ভোট থেকে বিরত থাকবে, তাতে ডেমোক্রেটরা জয়ী হয়ে যাবে।

সারা বিশ্ব চাচ্ছে আমেরিকায় একজন ভালো লোক প্রেসিডেন্ট হোক; সেই লোক হচ্ছেন, বার্নি সেন্ডারস। তিনি সবকিছু অতিক্রম করে ক্যান্ডিডেট হলেও, ২ টি বড় সমস্যা থেকে যাবে, উনি ইহুদী ও আধা সোস্যালিস্ট।


মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:১৬

কালনী নদী বলেছেন: Nice prediction! ভাই কিন্তু আপনার কথায় উপযোক্ত কাউকেই দেখছি না যেহেতু বার্নি সেন্ডারস ইহুদি!

২০ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:২২

চাঁদগাজী বলেছেন:



একমাত্র বার্ণিই উপযুক্ত; কিন্তু আমেরিকানদের ধর্মীয় অংশ একজন ইহুদীকে সহজে ভোট দিবে না হয়তো, আমি এটাই বলতে চেয়েছি।

২| ২০ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:২৩

কালনী নদী বলেছেন: হুমম, ব্যাপারটা জটিল। উহুদি আমিও সহজে পছন্দ করি না।

২০ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:৩১

চাঁদগাজী বলেছেন:


বেশীর ভাগ, ইহুদীরাই মানব সভ্যতাকে এগিয়ে এনেছে এতটুকু; ওরা শিক্ষিত, ওদের প্রতি অন্যদের ক্ষোভ হলো যে, ওরা নিজেদের মানুষকে বেশী সাহায্য করে, যা খুবই স্বাভাবিক।

৩| ২০ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:৩৫

কালনী নদী বলেছেন: আর ইতিহাস!
জুস আর ইহুদি ত একই জিনিস তাই না ভাই?

২০ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:৩৮

চাঁদগাজী বলেছেন:


ইংরেজীতে 'জু', বাংলায় ইহুদী; ইতিহাসে ওরা শিক্ষিত আরবী জাতি, ওদের ভাষা ছিল আলাদা; ধর্মের দিক থেকে আরবদের/আমাদের সাথে ৭০% মিল।

৪| ২০ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:৪০

চাঁদগাজী বলেছেন:



****** মনে হচ্ছে, বার্ণি বিজয়ী হতে পারবে না আজ!

৫| ২০ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:৪১

কালনী নদী বলেছেন: তাহলে হিটলার বা বিশ্ব ইহুদিকে এতটা ঘৃণা করেন কেন? ইসরাইল নিশ্চয়ই ইহুদি জাতি?

২০ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:৫২

চাঁদগাজী বলেছেন:


হিটলার জার্মান 'সুপ্রিমেসী' চালু করতে চেয়েছিল; ১ম বিশ্বযুদ্ধে, ইহুদীরা তাদের ধন সম্পদ নিয়ে জার্মানী থেকে পালিয়ে যায়; জার্মানদের অনেক বিশ্বাস করতো যে, এই কারণে জার্মানীর পরাজয় হয়েছিল ১ম বিশ্বযুদ্ধে।

ইসরায়েল ইহুদীদের দেশ; বিশ্বে ওরা খুবই ভালো করছে।

৬| ২০ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:৪২

কালনী নদী বলেছেন: হুমম.... কার অবস্থান ভালো ভাইয়া?

২০ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:


বিশ্বে ইহুদীদের অবস্হান ভালো; তবে, তারা সংখ্যায় খুবই কম, ১ কোটী ৪০ লাখ সারা বিশ্বে।

৭| ২০ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:৫৮

কালনী নদী বলেছেন: কার অবস্থা ভাল হিলারি না ডোনল্ড ট্রাম? প্রথমিক নির্বাচনে?

২০ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:০৬

চাঁদগাজী বলেছেন:

ডেমোক্রেটদের থেকে হিলারী জয়ী হবে।

রিপাবলিকানদের থেকে ট্রাম্প জয়ী হবে; তবে, ট্রাম্পকে ৫০% এর বেশী ভোট পেতে হবে ফাইন্যালে জয়ী হওয়ার জন্য। তবে, ফাইন্যাল দুরে আছে।

৮| ২০ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:৫৯

কালনী নদী বলেছেন: আপনিতো উহুদিবাদী দেখছি। হাহা, মজা করছি ভাই রাগ কর না!

২০ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:০৭

চাঁদগাজী বলেছেন:


আমি নিরপেক্ষ, সামান্য ইহুদী বিরোধী।

আরবরা অশিক্ষিত ও প্রতিশোধপরায়ন হওয়াতে ইহুদীদের সাথে পারছে না।

৯| ২০ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:১০

কালনী নদী বলেছেন: হুমম, আপনি নিরপেক্ষ সেটা আমি জানি ভাইয়া। আপনার লেখা আর মন্তব্য পড়লে সেটা বোঝতে কষ্ঠ হবার কথা না। যাই হোক উহুদি বিরোধি আমিও আরবদের কথাও ঠিকই বলেছেন। তারা শুধু ভোগ করতে বিশ্বাসী।

২০ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:৪১

চাঁদগাজী বলেছেন:




ইসরায়েলের উচিত ছিল, এককভাবে প্যালেস্টাইন সমস্যা সমাধানে, সেখানে ২য় রাস্ট্র প্যালেস্টাইন সৃস্টি করা।

১০| ২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:১৭

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: হিলারি এখন পর্যন্ত ৬২% আর সেন্ডার্স ৩৭%। হিলারী হবে এটাই বুঝা যাচ্ছে, আর ঐদিকে ট্রাম্প আসবে, এই দুইজনের মধ্যে নির্বাচন হলে হিলারি প্রেসিডেন্ট এটা বলা যায়,

আর বড় নাটকীয়তা হলো টুপি মার্কা পাবলিক গুলো হটু করেই গতি বদলালো,তারা ট্রাম্প থেকে সরে আসছে। সুতরাং আগামী নির্বাচনের ফলাফল এখন আমেরিকানরা জেনে গেছে বলেই মনে হচ্ছে,

আপনার মতামত?

২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:২২

চাঁদগাজী বলেছেন:


হিলারী অদক্ষ, অভিনেত্রী ও মিথ্যুক।

১১| ২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:০০

কলাবাগান১ বলেছেন: খুব চেস্টা করেছিলাম 1237.com ডোমেইন টা কিনার জন্য...পেলাম না।

আমাদের এলাকার রাজাকার সমর্থন দান কারী লোক জন দলবল নিয়ে হিলারীর জন্য কাজ করছে উদ্দেশ্য একটাই ......ইউনুছের উছিলায় যদি উনি হাসিনা কে কিছু করেন। আবার এরা ই কেউ কিন্তু আমেরিকার পিছনে ছুরি মারতে একবার ও চিন্তা করবে না

২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:২৪

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা সব সময়, বাংলাদেশের ক্ষমতাসীনদের সাপোর্ট করে। হিলারী অদক্ষ ও মিথ্যুক, মানুষ ওকে ভোট দেবে কিনা কে জানে!

১২| ২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:১৮

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: @কলাবাগান আমি টুপি বলতে আবার আমাদের দেশের চুক্কা টুপি বুঝাইনি, এখানেও একটা টুপি দল আছে,এটা আকারে একটু ছোট তবে সবার এক কালার, আমাদের দেশের মত তারা আবার টুপিতে বিতর্ক নেই লাল নীল গোল লম্বা চুক্কাতে :)

আর সবচেয়ে বড় সত্য হলো এদেশের রাজনীতির প্রভাব আমাদের দেশে আর কোনদিন পড়বেনা, সেটা অতীত।

২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:২৫

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা ক্ষমতাসীন সরকারকে সাপোর্ট করে।

হিলারী বকবকে ওস্তাদ, সে সবচেয়ে অদক্ষ সেক্রেটারী ছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.