নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ধরলে, প্রায় প্রতিটি বাংগালী রাজনীতিবিদের অবস্হা শফিক রহমানের মতো হবে

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১৫



খালেদা জিয়ার "থিংক ট্যাংক" শফিক রেহমানের অবস্হা দেখছেন; আরো এক "থিংক ট্যাংক" মাহমুদুর রহমানের অবস্হা দেখছেন; ড: মহিউদ্দিন আলমগীরকে ধরে আনলে অবস্হা এই রকমই হবে; মনে হয়, একই রকম অবস্হা হবে, যদি ধরে আনা হয় এইচ টি ইমামকে; নাম লিখলে, বাংলার ইতিহাস ভরে যাবে এই সব ষড়যন্ত্রকারীদের নামে; যার নাম বলবেন, সেইই দেখবেন কোন না কোন কিছুর সাথে যুক্ত। ২০০৭ সালে মিলিটারী যাকে ধরেছে, তার ইতিহাস বেরিয়ে এসেছে।

বাংগালীর ভেতরে একটা পরিস্কার নাম আছে রাজনীতিতে, 'শেরে বাংলা ফজলুল হক"; উনি ব্যতিত কেহ বোধ হয় পরিস্কার ইতিহাস রেখে যেতে পারেননি।

আপনি কি এসব তথাকথিত রাজনীতিবিদ বা ষড়যন্ত্রকারীদের অনুসারী? তা'হলে অকারণ আপনি নিজের কাঁধে তুলে নিচ্ছেন ষড়যন্ত্রের বোঝা; কিন্তু রাজনীতি না করে সমাজকে বদলানো যায় না; আপনি আবার রবিনসন ক্রুশোও হতে পারবেন ন; তাই আপনাকে মাথা খাটিয়ে, রাজনীতির দীক্ষা নিয়ে, জাতির পাশে অবস্হান নিন; নিজেদের জন্য 'শেরে বাংলার' মতো পরিস্কার রাজনীতির বলয় ও ভাবনা গড়ে তুলতে হবে।

আজকের বাংগালী রাজনীতিবিদেরা নিজেদের চেনে; তাই তারা বিদেশে নিজেদের ঘাঁটি গড়ে তুলেছে; হারিছ চৌধুরী চলে গেছে, খোকা চলে গেছে,বাকীদের সবার এক পা বিদেশে।

বাংলাকে শফিক রহমান, ড: মহিউদ্দিন আলমগীর, ফালুদের থেকে নিয়ে, ইহাকে ১৭ কোটীর বাসস্হান করতে হবে; শেরে বাংলা'কে অনুসরণ করুন।

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২৬

হোসেন মালিক বলেছেন: "জয়কে অপহরন ও হত্যা চেষ্টা মিথ্যা ও বানোয়াট দাবী করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছে মার্কিন আদালত " ।
ভারতীয় সংবাদ মাধ্যম "THE WIRE" এর নিউজ প্রতিবেদন ।
জয়কে অপহরন ও হত্যা চেষ্টা মিথ্যা ও বানোয়াট দাবী করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছে মার্কিন আদালত । ভারতীয় সংবাদ মাধ্যম "THE WIRE" আজ এমন একটি নিউজ প্রতিবেদন প্রকাশ করে ।
সংবাদ মাধ্যমটি আদালতের বরাত দিয়ে জানায় ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে জয়কে হত্যা ও অপহরনের নামে শফিক রেহমান ও মাহমুদুর রহমান সহ মোট তিন ব্যাক্তির নামে বাংলাদেশের আদালতে যে মামলা হয় তাঁর সুষ্ঠু তদন্তের জন্যে মার্কিন আদালতে বাংলাদেশের পক্ষ থেকে একটি রিট জারি করা হয় । সেই রিটের বদৌলতে আজ মার্কিন আদালত জয়ের হত্যা ও অপহরনের অভিযোগটি মিথ্যা ও বানোয়াট দাবী করে রিট টি খারিজ করে দেয় ।
ঘটনার সত্যটা এই লিঙ্কে - http://
thewire.in/2016/04/20/exclusive-us-cou
rt-dismissed-claim-of-plot-to-injure-bangladesh-pm-son-30447/

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৫

চাঁদগাজী বলেছেন:



জয়কে অফরণ নয়, জয়ের ড্রাইভিং হিস্ট্রি যোগাড় করতে চেয়েছিল কিছু ইডিয়ট; তারা ভেবেছিল, সেটা দিয়ে তারা বাংলায় বিপ্লব ঘটাবে, একদল ইডিয়ট!

২| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৩

বিজন রয় বলেছেন: বাংলার বাঘ।

কবিতা পড়া ছেড়ে দিলেন নাকি?

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৮

চাঁদগাজী বলেছেন:




তাইতো! অনেকদিন কবিতা পড়া হয়নি; ঠিক আছে, কাজের কথা মনে করায়ে দিয়েছেন, একটু রিলাক্স দরকার!

৩| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৭

কালনী নদী বলেছেন: বাংগালীর ভেতরে একটা পরিস্কার নাম আছে রাজনীতিতে, 'শেরে বাংলা ফজলুল হক"; উনি ব্যতিত কেহ বোধ হয় পরিস্কার ইতিহাস রেখে যেতে পারেননি। +++
মাওলানা ভাসানিকে ভুলে গেলে চলবে না।

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:


মাওলানা সাহেব আছেন আমার খাতায়; তবে, উনারও একটা ভুল ছিল, "সন্তোসের জমিদার' বাড়ীটি নিয়ে একটা ঘাপলা ছিল; সেজন্য উনাকে পোস্টে আনটে চাইনি।

৪| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: বিচারবিভাগ অার দুদক ফখরুদ্দীন অাহমেদ এর সময়কার মত স্বাধীন করে দিলে এদেশের অন্যায় অনেক কমে যেত বলে অামার ধারণা!
(ভাষানী অযোগ্য রাজনীতিক ছিলেন! শের এ বাংলার মত মাটি ও মানুষের নেতা অার ছিলোনা ।)

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:০৩

চাঁদগাজী বলেছেন:



সবকিছুর একটা পরিস্কার মডেল রাখতে হয় মনের ভেতর, সেটা হলো শেরে বাংলা।

দুদক থেকে মুদক, সবই তো দুস্টদের হাতে; দুদকে নিযুক্তি যাদের দেয়, এরা সেরা দুস্ট বাংগালী। আর বিচার বিভাগ, এখন যারা বিচারক আছে, এরা মোটামুটি রাজুকের পিয়ন হওয়ার মতো।

৫| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ৩/৪ বছর পর পর নির্বাচন, পরপর দুই টার্মের পর আর নির্বাচিত না হওয়া, সব পজিশনে ভোট চালু না করলে চামচামুক্ত রাজনীতিবিদ পাওয়া যাবে না...

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৭

চাঁদগাজী বলেছেন:



৪৫ বছরের 'পাশবিক রাজনীতি' ২ দলকে বর্তমান পজিশনে এনেছে; এখন আওয়ামী লীগ আর ক্ষমতা ছাড়ার কথা ভাবছে না; তারা জানে যে, ২০০৭ সালে মিলিটারী না এলে ওরা ক্ষমতায় যেতে পারতো না; ফলে, কিছু সময়ের জন্য কোন কিছুই কাজ করবে না।

৬| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৮

প্রামানিক বলেছেন: ঠিক কথা।

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৮

চাঁদগাজী বলেছেন:




আমার নিজের উপর আস্হা বাড়ছে।

৭| ২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৫

হাসান নাঈম বলেছেন: "বাংগালীর ভেতরে একটা পরিস্কার নাম আছে রাজনীতিতে, 'শেরে বাংলা ফজলুল হক"; উনি ব্যতিত কেহ বোধ হয় পরিস্কার ইতিহাস রেখে যেতে পারেননি। " - সত্যিই কি তাই? তাহলে শেখ মুজিবও আপনার দৃস্টিতে পরিষ্কার নন?

বুকে সাহস থাকলে এই জমানায় শেখ মুজিব, শেখ হাসিনা ও তার পরিবারের অপকর্মের কথা বলে দেখুন - রাজাকার যুদ্ধাপরাধী স্বাধীনতা বিরোধী ইত্যদি উপাধী পেতে আর দেরি হবে না। মামলা রিমান্ড গুম এমনকি ফাঁসিও হয়ে যেতে পারে। তবে কথায় বলে 'লুঠিতো ভান্ডার মারি তো গন্ডার'।

এখন যে দোর্দন্ড প্রতাপে ক্ষমতায় আছে তার অপকর্মের বিরুদ্ধে দাড়িয়ে যদি জিততে পারেন তাহলে আশা করা যায় জনগন আপনাদের নেতৃত্ব মেনে নেবে। কারণ পরাজিতের দোষ সবাই দেখে আর শক্তিমান শৈর শাষকের সামনে সত্যি কথা বলা অন্যতম বড় জেহাদ।

২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৮

চাঁদগাজী বলেছেন:


'জেহাদ'?

আমি বলছি শেরে বাংলা'কে অনুসরণ করার জন্য, মানুষকে যাক চান, তাকে অনুসরণ করতে পারেন।

৮| ২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৯

হাসান নাঈম বলেছেন: কী হাটু কাঁপা কাঁপি শুরু হয়ে গেল? না কি চেতনায় টান পরেছে!!

ক্ষমতাসীন শৈরাচারের বিরুদ্ধে না দাড়িয়ে তার নির্যাতনের শীকার পরাজিত পক্ষের দোষ ত্রুটি খোঁজা সহজ হলেও তার দ্বারা মানুষের সমর্থন পাওয়া বা মানুষকে জাগান সম্ভব নয়।

তবে আপনি যা লিখেছেন সেটাও বিপজ্জনক হতে পারে। আপনি শেখ মুজিবকে বাদ দিয়ে একমাত্র শেরে বাংলাকে পরিষ্কার বল্লে প্রকারান্তরে শেখ মুজিবকে 'অপরিষ্কার' বা 'কলংকিত' বলা হয়। তাদের চোখে পরলে আর আপনাকে তারা গুরুত্বপুর্ণ বিবেচনা করলে সায়েস্তা করার জন্য এ'টুকুই যথেস্ট হতে পারে। সুতরাং সাবধান!!

২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৭

চাঁদগাজী বলেছেন:





শেখ সাহেব আমাদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন স্বাধীনতার জন্য; উনার অবর্তমানে আমরা যুদ্ধ করে স্বাধীনতা এনেছি; উনাকে দখল করে ফেলেছে বর্তমান আওয়ামী লীগ, উনাকে আমরা পাচ্ছি না; খালি আছেন শেরে বাংলা; উনাকে অনুসরণ করে দেখি

৯| ২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৯

হাসান নাঈম বলেছেন: এটা ভাল বলেছেন, একজনকে নিয়ে টানাটানি না করাই ভাল।

লাল সালুরতো অভাব নাই, এক মাজারে একাধিক না টানিয়ে যে মাজারটা খালি আছে তার উপর নতুন সালু টানালে ব্যাবসাটা ভালই হবে আশা করা যায়।

বেচারা শেরে বাংলা! এতদিন মোটামুটি শান্তিতেই ছিলেন, এবার বুঝবেন ঠ্যালা কাকে বলে!
ওনার উত্তরসুরী কেই কি আছেন আপনাদের সাথে? ছেলে/মেয়ে নাতি/নাতনি কাকে সামনে নিয়ে মাঠে নামছেন?

২১ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

চাঁদগাজী বলেছেন:



উনার ছেলেমেয়েদের জন্য অপেক্ষা করছি না, নিজের নামের শেষে 'হক' লাগায়ে দিয়েছি।

১০| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:৩৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Hello.

২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:৫৫

চাঁদগাজী বলেছেন:



মাত্র ৫/৬ মিনিট পুর্বে আপনার কথা মনে এলো; ভাবছিলাম, সেমিস্টার নিয়ে হয়তো বেশ ব্যস্ত!
কেমন আছেন?

১১| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:২৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
One the way to developing dementia =p~

২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩২

চাঁদগাজী বলেছেন:


এই ধরণের শব্দ ব্যব হার করা ঠিক হচ্ছে না; কারণ, এ ধরণের শব্দ ভয়ের সৃস্টি করে।

১২| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:২৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
On*

২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৩

চাঁদগাজী বলেছেন:



আপনি ভালো আছেন, কি করছেন?

১৩| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Writing my personal statement for medical school at this moment. Have to start studying for tests and writing papers for classes. My mom calls me everyday and asks if I have been studying for the MCAT. Do I even have time for the MCAT? =p~ I have exams every week.

I am well.

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৫

চাঁদগাজী বলেছেন:


যাক, পড়ালেখা নিয়ে আছেন, ভালো।
মা চাচ্ছেন আপনি ভালো করুন।

যাক, সেমিস্টার শেষ হচ্ছে, এটাই সুসংবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.