নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শ্রম বাজার খোঁজা কি সহজ?

২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫০



ইরাকে সরকারী চাকুরেদের বার্ষিক-ভাতা হচ্ছে ৯০ বিলিয়ন ডলার; এখন বছরে ৯০ বিলিয়ন ডলারের তেল বিক্রয় হচ্ছে না; সৌদীতে বাজেট 'ডেফিসিট'; সৌদীর ১ ট্রিলিয়ন হজম করার জন্য আমেরিকান ব্যারিস্টার ও কংগ্রেসম্যানরা সৌদীকে ৯/১১ এর সাথে যুক্ত করছে; দুবাই উট রাখার জন্য উঁচু বিল্লিং একটা করে ব্যাংকরাপ্ট হয়ে যাচ্ছিল; সিরিয়ায় মনে হয়, শতকরা ৭ জনের রুটি কেনার পয়সা আছে; মিশরের ভাইয়েরা ওয়াশিংটনের রিলিফ খেয়ে পিরামিডে পায়খানা করছে; মালয়েশিয়া বলছে, ওরা বাংগালী মানুষ নিতে পারবে না; ওরা থাই মেয়েদের নিবে হোটেল ও ঘরের কাজে।

তারপরও, আমাদের মন্ত্রী, যন্ত্রী, রাজদুত, মাঝদুত মিলে খালি শ্রম বাজার খুঁজতে থাকেন; এরা কি চাঁদেও শ্রম বাজার খুঁজতেছে? এদের মাথায় সামন্য বুদ্ধি আসে না কেন, দেশের মানুষকে দেশে রেখে, তাদের জন্য চাকুরী সৃস্টি করে, তাদের শ্রম থেকে লাভ করতে? অন্যেরা আমাদের মানুষ নিয়ে লাভ করছে না? মানুষগুলো দেশে রইলো, কম বেতনে চাকুরী করলো, পরিবার দেখলো; যাদের বউ আছে, বউয়ের সাথে জিং জিং খেললো।

এই লোকগুলো বাইরে চলে গেলে টাকার অভাবে আসতে পারে না, বউগুলো একা থাকে; বাচ্ছাগুলোকে দেখার কেহ থাকে না; গ্রামের পর গ্রাম পুরুষ মানুষ নেই; স্বামী বিদেশে, বাচ্ছারা পড়ে না; এইটা কি সমাজ?

আমাদের মন্ত্রী ফন্ত্রীরা কি জিং জিং খেলার সময় বিদেশে থাকা মানুষগুলোর কথা ভাবতে পারে না? ওরা বিদেশে কিভাবে থাকে, কি খায়, কিভাবে চিকিৎসা করায়, কার সাথে জিং জিং খেলে এইডস বাধায়? মন্ত্রী ফন্ত্রীগুলো আসলে ক্রীতদাস ব্যবসায়ী।

মন্তব্য ৪০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১:০৩

মামুন রেজওয়ান বলেছেন: এই জিং জিং খেলার জন্য একদলের সুবিধা হচ্ছে।

২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১:১২

চাঁদগাজী বলেছেন:



বউ দেশে রেখে, বিদেশে গিয়ে বেশী টাকা আয়ের চেয়ে, দেশে কম বেতনে চাকুরী ভালো।

২| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১:০৭

রাজীব বলেছেন: বলেছেন বটে,

২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১:১৩

চাঁদগাজী বলেছেন:



আপনারটা শুনি, শ্রম বাজার কোথায় খুঁজছেন, মংগল গ্রহে?

৩| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৩২

সিদ্ধার্থ. বলেছেন: নেদার ল্যান্ডের একটি খবর পড়লাম ।ওরা তেলে চলে এমন গাড়ি ২০র বেশি দেরী ২৫ এর মধ্যে ব্যান করে দেবে ।

আরব দেশ গুলির দুর্দিন আসতে নাই ।

২২ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৪০

চাঁদগাজী বলেছেন:




সব আরব মিলে দুবাইর বড় টাওয়ারে ঘুমাবে আর বাতাস খাবে। আবার বেদুইন হয়ে যাবে।

৪| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৩৩

সিদ্ধার্থ. বলেছেন: নেদার ল্যান্ডের একটি খবর পড়লাম ।ওরা তেলে চলে এমন গাড়ি ২০২৫ র এর মধ্যে ব্যান করে দেবে ।

আরব দেশ গুলির দুর্দিন আসতে নাই ।

৫| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৪১

চাঁদগাজী বলেছেন:




বাংগালীদের নিয়ে কি করতে হবে সেটা বলেন; এখন মন্ত্রীরা মিলে বাংগালীদের বিক্রয় করে; পাড়া পড়সী ছেলেরা বউদের সাথে ভালোবাসা জমায়।

৬| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মধ্যম মানের শিক্ষিতদের জন্য দেশে ভালো বেতনের চাকুরি নাই। লেবারদের দেশে কেউ ২০/২৫ হাজার দেয় না। বাড়িওয়ালারা কম ভাড়ায় বাসা ভাড়া দেয় না। শহরে বউ বাচ্চা নিয়ে থাকতে গেলে ২০/২৫ হাজার টাকা লাগে। গ্রামে নিজের বাড়ি থাকলেও ১০/১২ হাজার টাকা চলে যায় মাসে। গার্মেন্টস সেক্টর মেয়েদের দখলে। কারো শখ নাই জিংজিং রেখে বিদেশ যাওয়ার...

২২ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:


সরকার ও তাদের বংশের দালালরা দেশে মানুষের চাকুরী সৃস্টি না করে, মানুষ বিক্রয় করে দিয়ে ৫০ হাজার লোক হাজার কোটীর মালিক হয়েছে; গার্মেন্টস চালাচ্ছে; এগুলো প্ল্যান করেই করেছে।

৭| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৯

রাজীব বলেছেন: দেশে ব্যবসা বান্ধব সরকার দরকার। অথচ সরকারের নেতারাই সব ব্যবসা দখল করতে চায়।
ব্যবসাটা ব্যবসায়ীদের হাতে ছেড়ে দিয়ে সরকার যদি শুধু সাহায্য করত তাহলে পরিস্থিতির উন্নতি হত।
আমাদের দেশে এখনো শিখানো হয় বড় হয়ে চাকু রী করাই পড়ালেখা শেখার একমাত্র উদ্দেশ্য।
যদি কেউ বড় হয়ে উদ্যাক্তা বা ব্যবসায়ী হবার স্বপ্ন না দেখে তাহলে কি করে হবে। সবাই বিসিএসের জন্য বই মুখস্থ করলে কি উন্নতি হবে।
এখনো আমাদের দেশের বেশীরভাগ ব্যবসায়ীর ইতিহাস হলো, ছোটবেলায় লেখাপড়া করার সুযোগ হয় নি, কম বয়সে বাসা ছেড়ে বেড়িয়ে পড়তে হয়েছে এবং জীবন যুদ্ধে অনেক ঘাত-প্রতিঘাতের পরে এখন সফল ব্যবসায়ী।

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৫

চাঁদগাজী বলেছেন:


"ব্যবসাটা ব্যবসায়ীদের হাতে ছেড়ে দিয়ে সরকার যদি শুধু সাহায্য করত তাহলে পরিস্থিতির উন্নতি হত। "

- আমাদের লোক সংখ্যা ভয়ানকভাবে বেশী হওয়াতে, ব্যবসা সাধারণ মানুষের হাতে থাকতে হবে।
-আমাদের দেশে সরকার চালানোকে ব্যবসা ও ডাকাতি হিসেবে নিয়েছে কিছু লোক; ওরা নিজেদের নাম দিয়েছে রাজনীতিবিদ

৮| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১১

লাবিব ফয়সাল বলেছেন: জিং জিং কি ভাইয়া :) :)

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০১

চাঁদগাজী বলেছেন:



বউ সাথে ঘুমানো

৯| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৪

গেম চেঞ্জার বলেছেন: জিং জিং!! রিলোডেড!!! :-P

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৭

চাঁদগাজী বলেছেন:


বাংগালীদের ক্রীতদাস হিসেবে বিদেশে বিক্রয় করায় "জিং জিং" বড় ধরণের সমস্যা হয়েছে আমাদের সমাজে ও প্রবাসী জীবনে। বাংগালী মেয়েদের চাকুরীর নামে আরবে ও মালয়েশিয়ায় নেয়া হয়েছে আসলে জিং জিং ব্যবসার অংশ হিসেবে।

১০| ২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

ফেরদৌসা রুহী বলেছেন: দেশে তো শ্রমের মূল্য নেই। তাই একটু ভালভাবে চলার জন্য সবাই বিদেশে পাড়ি দিতে চাই।

২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

চাঁদগাজী বলেছেন:


বিদেশ বলতে যেখানে বাংগালীদের বিক্রয় করছে সরকার ও আদম বেপারীরা, সেখানে মানুষকে ক্রীতদাসের জীবন যাপন করতে হচ্ছে, একই সাথে তাদের পরিবার সঠিকভাবে গড়ে উঠছে না।

আমাদের দরকার চাকুরী সৃস্টি করা, সরকারের লোকেরা সেটা না করে, মানুষ বিক্রয় করে লাভবান হচ্ছে।

১১| ২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

দ্যা লায়ন বলেছেন:
স্বামী বিদেশে, তারপরও বাচ্ছা হয়,স্বামী বিদেশে, তারপরও বাচ্ছা হয়,

এই লাইন দিয়ে আপনি প্রবাসে খেটে খাওয়া কত গুলো মানুষকে অপমান করলেন। নিজের সংসার সন্তানদের বড় করতে পড়ালেখা করাতে গিয়ে দিনের পর দিন একাকি বাস করা চোখের জলের সাথে খাবার খাওয়া কত গুলো অসহায় নারী মা বউ কে আপনি অপমান করলেন।

আপনি শুধু কথায় আছেন, কাজে নেই, কি পরিমান অকর্মার ঢেকি হলে, অথুর্ব হলে, পঙ্গু হলে প্রতিবন্ধি হলে এক বছরের মধ্য এত গুলো পোস্ট আর ২৪ ঘন্টা নেটে পড়ে থাকতে পারেন সেটা অনুমনা করতে স্কুলে যেতে হবেনা কারো। মানুষকে সন্মান করে কথা বলেন চাঁদগাজী, আপনার অসভ্যতা এই ব্লগের পাতায় পাতায় ছড়িয়ে ছিটিয়ে আছে।

ভালো চিন্তা করেন ভালো কথা বলেন। দিনে দশটা কথা বলার চেয়ে একটা কাজ করে দেখান, অন্যের কথা শুনে কেউ অনুপ্রানীত হয়না, অন্যের কাজ দেখে হয়।

কথা বলা কমান, কাজ করেন,কোন কারণে সেটা সম্ভব না হলে চেয়ার নিয়ে মাঠে ময়দানের পাশে গিয়ে বসে থাকেন,যারা কাজ করছে তাদের দুই চারটা কৌতুক শুনিয়ে মন ভালো রাখার চেষ্টা করেন।তবুও একটা উপকার হবে।

২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

চাঁদগাজী বলেছেন:




স্বামী বিদেশে থাকার পরও বাচ্ছা হচ্ছে হাজারো পরিবারে, এ কথাটা অনেকে লিখবে না, তাই আমাকে লিখতে হলো; এটা জাতীয় অপমান, এটা কমানোর জন্য, এই পরিস্হিতিকে বুঝতে হবে; চোখ বন্ধ করে কাক হলে সমস্যা কমছে না।

সরকার চাকুরী সৃস্টি না করে, মানুষকে বিদেশে বিক্রয় করার সহজ পদ্ধতি নেয়ায়, আজ ৩৫/৩৬ বছর বাংগালীরা আরবে ও মালয়েশিয়ায় ক্রীতদাসে জীবন যপন করছে; এর ফলে, দেশে ৫০ হাজার সুপার ধনী পরিবার গড়ে উঠেছে।

যারা আরব যাচ্ছে, তাদের বিরাট অংশ জমি বিক্রয় করে যাচ্ছে, বর্তমানে সমপরিমান টাকা ফেরত পাচ্ছে না অনেকে।

এগুলো আপনি হয়তো বুঝতে পারছেন না। আমার পোস্টগুলো ২/৩ মিনিটে লেখা হয়ে যায়

১২| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:২২

বন্যলোচন বলেছেন: সকল পতিতা বাজারই শ্রম বাজার।

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১:১৮

চাঁদগাজী বলেছেন:



বাংগালী আদম ব্যাপারী ও মন্ত্রীরা সেটাই খুঁজছে।

১৩| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৪২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: লিখায় মাধুর্য আনলে বৈচিত্রময়তা বাড়ে । এমন চিন্তা করবেন না যা অন্যের মনে আঘাত আনে। একটু ভাবুন কি ছাতাটা আছে আপনার দেশে ৩০ বছর আগে যা ছিল দেশে তা আজকের মানুষের সকালের নাস্তা করার মতো সামর্থও ছিলনা বাকি দু বেলা কি খাইতেন! যতদিন চলেছে বিদেশিদের দান খয়রাত দিয়ে চলেছে। এখন শ্রমবাজারের লোকগুলোকে যেমন করে বললেন তাতে তারা যদি এত কষ্টকরে দিন রাত খেটে উপার্জিত টাকা দেশে না পাঠাতে পারত তা হলে আপনি হয়তো পুষ্টির অভাবে ভুগতেন , টাইপ করে এত সুন্দর পোষ্ট উপস্থাপন করতে পারতেন না। না হয় কোথায় রিক্সা চালাতেন , খিয়া ঘাটে মাঝি থাকতেন।

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৪৬

চাঁদগাজী বলেছেন:



আপনার মগজে ক্রীতদাস বাস করছে, অথা আপনি ক্রীতদাসের ব্যবসা করে কোটীপতি হয়েছেন।

৪৫ বছরে আমাদের মতো জাতি নিজের মানুষকে নিজের দেশের রাখার মত চাকুরী সৃস্টি করতে পারতো, সেটাই বলা হয়েছে; আপনার হাত পা আছে, মাথাটা দুর্বল।

১৪| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ২:০৫

সচেতনহ্যাপী বলেছেন: পোষ্টটি ঠিক আছে।। তবু বলবো কত পার্শেন্ট ভাল ঘরের মেয়েরা আর কত পার্শেন্ট তথাকথিত গার্মেট্স কর্মী , রিক্সা বা অন্যান্য ড্রাইভারের স্ত্রী, কত পার্শেন্ট গরীব (না খেয়ে থাকা পরিবারের সদস্য)??
আপনার লেখায় সবাই এককাতারে।। ঠিক হয়েছে কি??
পারলে আপনার সরকারকে বলে এদের শাস্তির ব্যাবস্থা করুন।। না পারলে, কি আর বলবো।।
আমি সত্যিই মনে কষ্ট পাই যখন কেউ নিজ দেশ দেশকে হেয় করে।। ভারতের মহিলা শ্রমজীবিদের অবস্থা আমাদের চেয়েও খারাপ।। একবারও ভেবে দেখেছেন কি!!

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ২:১২

চাঁদগাজী বলেছেন:



আমি জানি, ১ কোটী মানুষ বাহিরে থাকেন; খুব সামান্য পরিবারে সমস্যা হচ্ছে; কিন্তু এটার সৃস্টির পরিবেশ তৈরি করেছে আমাদের সরকারগুলো, দেশে চাকুরী সৃস্টি করেনি; মুলধন চুরি করেছে সরকারের লোকেরা।

মানুষকে বুঝতে হবে, অস্বাভাবিক অর্থনীতি মানুষের জীবনকে, সমাজের জীবনকে লন্ডবন্ড করছে, এবং সেটা সরকার ও তাদের পোষ্যরা এই জাতিকে এই সমস্যার ভেতরে এনেছে।

১৫| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ২:২৩

সচেতনহ্যাপী বলেছেন: সবকিছুতে সরকারের দোষ আমি দেতে পারি না।। মূল গ্রথিত সমাজে।। একটি ছেলে, বয়স ১৭/১৮ কম্পানীর ভিসায় এসেছিলো ৬ মাস আগে।। বখাটে।। এখানে এসেও সেইরকম সঙ্গী জুটিয়ে নিলো।। ফলাফল ধরা পড়ে জেল খাটছে।। তেমনি মেয়েদের বেলায়ও।।
তাই একতরফা দোষ আমি মেনে নিতে পারি না।।
আর এতে কিন্তু সমাজ তথা রাষ্ট্রের লাভ ছাড়া ক্ষতি হচ্ছে না।। ভেবে দেখবেন।।

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:১৭

চাঁদগাজী বলেছেন:



আমি মানুষকে দোষ দিতে পারি না; কিন্তু সমাজ টিকে থাকে অর্থনীতি ও আইনের উপর; সাময়িকভাবে ৮০ সালে মানুষকে বিদেশে যেতে হয়েছিল; ৯০ সালে দেশে চাকুরী সৃস্টি করা যেতো।

খারাপ ভাষা ব্যব হার করেছি, প্রকৃত সমস্যার উপর আলোকপাত করতে।

১৬| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৩০

সচেতনহ্যাপী বলেছেন: আপনি ব্যাংককে গিয়েছিলেন না কি??

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:১৪

চাঁদগাজী বলেছেন:


ব্যাংকক কয়েকবার গিয়েছি কাজে; আমরা থাই নই।

আমাদের সংস্কৃতি, সমাজ ব্যবস্হা অনুযায়ী আমরা চলতে পারতাম; সরকারের দুর্নীতি ও ভুলের জন্য আমাদের মানুষকে বিদেশে কস্ট করতে হচ্ছে।

১৭| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৩৫

সচেতনহ্যাপী বলেছেন: তাহলে.......?? যেসব ভাষা ব্যাবহার করেছেন!! আরো অনেক কথাই, কেন?? প্রাসঙ্গিক?? আসলে নিজেকেই অপমানিত করছেন।।
আশা করি ভেবে দেখবেন।।

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:১৮

চাঁদগাজী বলেছেন:



স্যরি, জাতির প্রকৃত সমস্যাকে তুলে ধরতে হবে; মানুষকে সবকইছু বুঝতে হবে।

১৮| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৪৫

ভ্রমরের ডানা বলেছেন: জিং জিং বুঝে না ক্যারে

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:১৯

চাঁদগাজী বলেছেন:


বিদেশে লোক পাঠানোর সময় সামগ্রিক জীবনের কথা ভাবতে হয়।

১৯| ২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:০৬

শাহজাহান আহমেদ বলেছেন: জিং জিং খেলা.... :)

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:৩৩

চাঁদগাজী বলেছেন:


মানুষের জীবনের মান মাপার সময়, বিবাহিতদের জন্য জিং জিং খুবই গুরুত্বপুর্ণ ফ্যাক্টর; যই লোক বিয়ে করে আমেরিকা চলে গেলো, এরপর ২৯ বছর পর ফিরে এলো; সেখানে জিং জিং একটা ফ্যাক্টর।

২০| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৮

রাজীব বলেছেন: সমস্যা হলো আমাদের নেতাদের এসব নিয়ে ভাবার সময় নেই।

২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৪

চাঁদগাজী বলেছেন:




আসলে এগুলো নেতা নয়, ওরা ওদের পার্টির কর্ণধার; আমাদের জন্য ওগুলো দুস্ট লোক, আদম বেপারী

২১| ২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৯

রাজীব বলেছেন: গাজী ভাই

http://www.somewhereinblog.net/blog/amirazibblog/28952740
এটি নিয়ে কিছু বলবেন কি?

২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৩

চাঁদগাজী বলেছেন:



পড়েছি, সরকারের লোকেরা বেদরকারী ব্যবসা করে মানুষের টাকাগুলো দখলের চেস্টা করছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.