![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
গত মংগলবার রাতে, আমেরিকার ৫ রাজ্যের প্রাইমারী ভোটে, ৫ রাজ্যেই ট্রাম্প জয়ী হয়; ফলাফল, তাকে হয়তো আর ঠেকানো যাবে না, সে প্রেসিডেন্ট পদে রিপাবলিকান ক্যানডিডেট হয়ে যাবে; সেই রাত থেকে, ক্রমে রিপাবলোকান সিনেটর ও কংগ্রেসম্যানরা তার পক্ষে কথা বলা শুরু করেছে।
বুধবার সকালে, এক দালাল আফগানী আমেরিকান ট্রাম্পকে এক মিটিং এ ডাকে; সাংবাদিক ও কিছু রাজনীতিবিদের সামনে ট্রাম্প তার 'ফরেন পলিসি' ঘোষণা করে। ট্রাম্প বরাবরের মতো তার নিজের স্টাইল বজায় রেখে অনেক কথাই বলেছে; সব কথার মুলে ছিল, আমেরিকাই ১ নং থাকবে সবচিন্তায়, আমেরিকার নাগরিকের স্বার্থ রক্ষা হবে সব কাজে।
কিন্তু তার কথায় ভয়ানক কিছু কথা আছে, ১ নং হলো, ইরানের সাথে ওবামা সরকারের আনবিক চুক্তি বাতিল হবে ট্রাম্প ক্ষমতায় আসার প্রথমদিন। ওবামা ছুক্তি অনুসারে, ১০ বছর পর, ইরান ৩ টি আনবিক ডিম পাড়তে পারবে; ট্রাম্প বলছে, কোন অবস্হায়, শান্তি অশান্তি কোন কারণে ইরানকে আনবিক চুল্লী রাখতে দেয়া হবে না।
আসলে, ইরানের আনবিক বোমার দরকার নেই; কারণ, তাদের হাতে বোমা এলে, সৌদি আরব, ইসরায়েলের মানুষের উপর তারা বোমা ফেলতে পারে। ইরানীরা বেশ শিক্ষিত, কিন্তু তারা ইমোশানেল জাতি; তারা কখনো ভেবে কাজ করে না। ইলেক্ট্রিকের জন্য তাদের আনবিক চুল্লী ব্যবহারের অনুমতি আছে ওবামা সরকার থেকে; কিন্তু ট্রাম্প বলছে, ইরান কাউকে বিশ্বাস করে না, তারা আমেরিকাকে ঘৃণা করে; ফলে, তাদের বিশ্বাস করা অসম্ভব।
সে আরো কঠিন বাণী উচ্চারণ করেছে উত্তর কোরিয়াকে নিয়ে; সে বলেছে, উত্তর কোরিয়া শীঘ্রই কাঠ্বের চুলায় গাছের পাতা সিদ্ধ করে খাবে; আর ভেলাতে চড়ে মাছ ধরবে, কোন নৌকাও চালাতে দেয়া হবে না।
চীনকে নিয়ে বলেছে, চীনারা চীনা বুদ্ধি দিয়ে, এতদিন আমেরিকানদের ঠকায়েছে; সেই পথ বন্ধ হবে, ও দক্ষিণ চীন সাগর থেকে তাদের নেভীকে হোয়াংহো নদীতে নিয়ে যেতে হবে।
আরবের সিভিলওয়ারের লোকদের জন্য তার ভয়ানক প্ল্যান আছে বলেছে; সে বলেছে, এই ব্যাপারে কখন, কোথায় কি করা হবে, কিছুই প্রকাশ করা হবে না; শুধু সবার জানা জেনে থাকা ভালো যে, আজ যারা ওখানে এলাকা দখল করে রেখেছে, ওরা থাকবে না ওখানে।
২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ২:২৪
চাঁদগাজী বলেছেন:
শেষে ডোনাল্ড হিটলার আমেরিকার হোয়াইট হাউসে প্রবেশ করবে মনে হয়!
২| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ২:২৭
নতুন গেম বলেছেন: আপনার প্রতিটি পোস্টই অন্যরকম রাজনীতি শিখনীয় আলোচনা ও তথ্য সমৃদ্ধ থাকে । ধন্যবাদ ভাই ।
২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৩৪
চাঁদগাজী বলেছেন:
আমি ব্লগারদের রাজনীতিতে টানতে চাচ্ছি; চেস্টা করছি, ব্লগারেরা যেন বিশুদ্ধ রাজনৈতিক তত্বগুলো বুঝে
৩| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৫৫
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
প্রেসিডেন্ট পদে রিপাবলিকান ক্যানডিডেট হলেও মুল নির্বাচনে প্রেসিডেন্ট হতে পারবে না।
২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:১১
চাঁদগাজী বলেছেন:
সেটা অনেকেই বলছে; কিন্তু আমার ধারণা, ডিবেইটে যখন হিলারী কেন আফগানিস্তান ও ইরাকে যুদ্ধের পক্ষে ভোট দিয়েছে, প্রশ্ন করবে ট্রাম্প, হিলারীর অবস্হা খারাপ হয়ে যাবে; তারপর, আছে ইমেইল কেলেংকারী, লিবিয়ায় এমবেসেডর নিহতের মতো ঘটনা।
৪| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৫৬
সজিব্90 বলেছেন: সব বুঝতে রাজী আছি, কিন্তু বিষাক্ত আ'লীগের রাজনীতি বুঝানোর চেষ্টা করাবেন না।
২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:১২
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগ, বিএনপি-জামাত যা করে, উহাকে বলা হয় ষড়যন্ত্র, রাজনীতি নয়।
৫| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:১৯
কাঁচাঝাল বলেছেন: এখন বিশ্ব রাজনীতির অবস্থা ভালো না ।
২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:২৩
চাঁদগাজী বলেছেন:
আমেরিকায়, সাম্প্রতিক সময়ে, এত অদক্ষ কেনডিডেট দেখা যায়নি
৬| ২৯ শে এপ্রিল, ২০১৬ ভোর ৪:০৭
সচেতনহ্যাপী বলেছেন: আমেরিকাই ১ নং থাকবে সবচিন্তায়, আমেরিকার নাগরিকের স্বার্থ রক্ষা হবে সব কাজে। এটাই ডোনাল্ডের ট্রাম্পকার্ড।। যেখানে পররাষ্ট্র মন্ত্রিত্বের সময়ে হিলারীর দূর্বলতা অনেক।। বিশেষ করে লিবিয়ায় রাষ্ট্রদুত হত্যা।। যে কি না ছিল ক্ষমতাবদলের কেন্দ্রবিন্দুতে।।
আমি কিন্তু চলমান পরিস্থিতিতে, ট্রামপকেই এগিয়ে রাখবো (ক্ষুদ্রবুদ্ধিতে)।।
২৯ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:১৫
চাঁদগাজী বলেছেন:
ভাবছি, ট্রাম্পের স্টাইল ঠিক থাকলে, ডুবেইটের সময় হিলারীর অবস্হা খারাপ য়ে যাবে; আমেরিকানরা দুর্বলদের ভোট দেয় না। ডেমোক্রেটরা হিলারীকে সুযোগ দিয়ে ভালো করেনি
৭| ২৯ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:২৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রথমবারের মত নারী প্রার্থী, আর মুসলমানদের ভোট যোগ করলে কিন্তু হিলারি আসার কথা। তবে আমেরিকাতে তো পপুলার ভোটের গণনা কাজে লাগে না যদি ইলেক্টরাল কলেজের ভোট বেশী হয়ে যায়....জটিল.. দেখা যাক।
২৯ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:৪১
চাঁদগাজী বলেছেন:
একা ডেমোক্রেটদের ভোট রিপাবলিকানদের থেকে অনেক অনেক বেশী; ডোনাল্ড হয়তো হিলারীকে নার্ভাস করে দিবে ডিবেইটে।
৮| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:০৩
বিজন রয় বলেছেন: আরে না, অত ভয় পান কেন?
২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৮
চাঁদগাজী বলেছেন:
কে জানে, হয়তো ছোটখাট হিটলার লুকিয়ে আছে উহার ভেতর!
৯| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:০৪
বিজন রয় বলেছেন: তবে রিপাবলিকানরা একটু বেশি যুদ্ধবাজ।
২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৯
চাঁদগাজী বলেছেন:
বিশ্ব ভয়ংকর যদ্ধ অবস্হা বিরাজ করছে; আজকে ট্রাম্পের এক মিলিটারী এডভাইজার দেখালাম, কথা বলছিলো জল্লাদের মতো
১০| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৫
বিপরীত বাক বলেছেন: যাই বলুক তবে যেটা বলেছে সেটা করবে। আমাদের গুলোর মতো ফ্রড, ধাপ্পাবাজ নয় ওরা।
ওদের সবারই নির্দিষ্ট নীতি আদর্শ আছে। ভাল খারাপ যাই হোক। তার উপরই অটল থাকবে।
২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৮
চাঁদগাজী বলেছেন:
আমাদেরগুলোর জীবনটাই ধাপ্পাবাজি, এরা দলের মানুষ; রাজনীতির মানুষ নয়, এরা দুস্ট বুদ্ধির জনক
১১| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৫
রোষানল বলেছেন: এই পোষ্ট আর খালি ঠোঙার মধ্যে এখন আর কোন পার্থক্য নেই।
জনগনের দৃষ্টি ভিন্ন খাতে নেবার চেষ্টা করলেন।লন্ডন আমেরিকা নিয়ে না ভেবে নিজ দেশ নিয়ে গঠন মুলক কিছু লিখুন।
ধন্যবাদ
২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৮
চাঁদগাজী বলেছেন:
আমার সব পোস্ট মোটামুটি দেশ নিয়ে; আমেরিাকার নির্বাচন দেশের নির্বাচনের অংশ।
ওখানে বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে; আপনি তো নিশ্চয় বাংলাদেশের প্রেসিডেন্টের নাম জানেন না?
১২| ২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৩
রোষানল বলেছেন: আপনার নিদ্রা পরিমান মত হচ্ছেনা।মাথায় কদুর তেল ব্যাবহার করুন।
২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৯
চাঁদগাজী বলেছেন:
কদু থেকে তেল হয় না; কদুর তেলে ইত্যাদিতে বিশ্বাস করেন? ব্লগের লেখা পড়েন, এর থেকে উপরে উঠতে পারবেন।
১৩| ২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৪
তৌফিক মাসুদ বলেছেন: লোকটা যা বলার সরাসরি বলে। বলে কয়ে খারাপ কিছু করাটা এখনকার প্রেক্ষিতে খারাপ মনে হয় না।
২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪১
চাঁদগাজী বলেছেন:
সে আগে রাজনৈতিক পদক্ষেপ নেয়নি; ফলে, অনিশ্চয়তা দেখা দিচ্ছে। বেশী জাতীয়তাবাদের নামে নতুন হিটলার এসে যাচ্ছে কিনা।
১৪| ২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪০
দেবজ্যোতিকাজল বলেছেন: রাজনীতির চে ধর্মনীতি মানুষকে বেশি পীড়া দিচ্ছে । মানবিকতার কোন বিরোধ হয় না কিন্তু রাজনীতি বা ধর্মনীতির বিরোধ হয় ,তাতে প্রাণ সংসয়ের ধারা প্রবল হয়
২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫০
চাঁদগাজী বলেছেন:
যাদের পড়ালেখার সুযোগ দেয়া হয়নি, চাকুরী দেয়া হয় না, যারা সরকার ও ক্ষমতাশালীদের দ্বারা নির্যাতিত, তাদের শেষ ভরসা ধর্ম; সরকার ও প্রশাসন মানুষকে ধর্মের দিকে ঠেলে দিয়েছে।
১৫| ২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
হুকুম আলী বলেছেন: পোষ্টে অনেক তথ্য আছে। পড়ে ভাল লাগল।
২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৬
চাঁদগাজী বলেছেন:
মনে হয়, আমি ভালোই লিখছি
১৬| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫১
চিক্কুর বলেছেন: ট্রাম্পের আরো অনেক ট্রাম্প কার্ড দেখবে বিশ্ব। হয়তো আরেকটি বিশ্ব যুদ্ধ আসন্ন।
২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৭
চাঁদগাজী বলেছেন:
একমাত্র ভরসা হিলারী
১৭| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৭
রাঙা মীয়া বলেছেন: ট্রাম্পের মায়রে বাপ...
১৮| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কোন কিছুই হয়তোর বাহিরে না যখন এও শেষটায় এসে দেখব কি ঘটেছে।
ওবামার বেলায় ও তাই দেখিছি অভিজ্ঞতা আছে । আপনার পোষ্ট ভাল লেগেছে ।
২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৪
চাঁদগাজী বলেছেন:
প্রাইমারীতে বুঝা গিয়েছিল যে, ওবামা ধীরস্হির; ট্রাম্পের বেলায়, অনেককিছু অপরিস্কার।
১৯| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৪
মহা সমন্বয় বলেছেন: আজকে ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে হট্রোগল হইছে।
৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৯
চাঁদগাজী বলেছেন:
এখন থেকে ট্রাম্পের র্যালীর সময়, ট্রাম্পের বিপক্ষে প্রতিবাদ নিয়মিতভাে হবে; এর পেছনে কিছু সধারণ মানুষ ও ডেমোক্রেটরা আছে
২০| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১৪
চুক্কা বাঙ্গী বলেছেন: ট্রাম্প কথাবার্তায় আমাদের দেশের পলিটিশিয়ানদেরও হার মানায় দিসে। ডিপ্লোমেসির মায়েরে বাপ! এই ব্যাটা পুরা পৃথিবীর জন্য দু:সংবাদ। ভবিষ্যতে বড় ধরনের যুদ্ধ আসতেছে।
৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৩১
চাঁদগাজী বলেছেন:
তার নিজের দলের নেতারা তার ভয়ে অস্হির, এটা ইতিহাসে বিরল।
২১| ২৮ শে মে, ২০১৬ রাত ৯:৩৭
দ্য ইনভেডার বলেছেন:
২২| ২৮ শে মে, ২০১৬ রাত ৯:৫১
দ্য ইনভেডার বলেছেন: ২৮ শে মে, ২০১৬ রাত ৮:৪৬ ০
অনিয়ন ফেইট বলেছেন: চুদির ভাই, শালা রটেন পর্ক, ন্যাস্টি ব্লাডি ডাঙ্কি এস, শিট অফ কাউয়া, ওয়ান পিস মেড কারিগর ডেড বলদ, তুমি এইটাই বুঝোনা কে তোমারে পচাইতেছে আর কে তোমার পুটকি মারতেছে, আর তুমি আসছো ব্লগাইতে?
অন্যরে শিক্ষা দাও, শিক্ষা নিয়া প্রশ্ন কর, বানান ভুল নিয়া ধর্ষন কর, কোনো ব্যাপারে না জানার জন্য সাধারন ব্লগারের বাপ মার যোগ্যতা নিয়া টান দাও, আর তুমি যে পোস্টে হাজার বানান ভুল করো, তুমি কি আফগান থিকা আসছো? তোমার কি জন্ম পরিচয় নাই তাইলে?
তোমার কমেন্টে বলদ, গাধা, গরু এইসবের আধিক্য দেখা যায়। তুমি এই এইসব প্রজাতির অংশ?
পায়খানা, মগজবিহীন, গোবর এইসবও তোমার প্রিয় শব্দ। তোমার মগজ গোবরে ভর্তি নাকি পায়খানায়, তা কি একটূ বলবা?
তুমি বলেছিলে ভালোবাসাও গরুছাগলের মত কাজ। তুমি কি বিয়া করছো নাকি করনাই? যদি কইরা থাকো, তাইলে গরু ছাগল গাধা এইসব যেহেতু তোমার প্রিয় প্রানী, তুমি কি তাদেরই কাউকে বাছিয়া নিয়াছিলে? তুমি ওদের উপরে উঠতে নাকি ওরা তোমার উপর? ওরা তোমার পাছা বেশি পছন্দ করে নাকি মুখ?
তোমার ফিডারে কি তোমার মায় দুধের বদলে গোমুত্র ঢালিয়া খাওয়াইতো নাকি? তোমার কথায় মলমুত এত আসে কেন? এত প্রিয় কেন তোমার?
আফগানিস্তান, গুহা, আরব এগো কথা এতো কও, তুমি কি গুহাবাসী ছিলা নাকি আফগান আরবদের গুয়ামারা খাইছো দীর্ঘদিন যে রেশ রইয়া গেছে?
দিনরাত দেখি ব্লগে পায়খানা মুছতেই থাক। আর এইখানে সেইখানে পায়খানা করতেই থাকো। তোমার কি টয়লেটে যাওয়ারও দরকার পরেনা? তোমার কাম জাগেনা নাকি কামের ইচ্ছা মইরা গেছে গুয়ামারা খাইতে খাইতে? আচ্ছা, তুমি কি একটা যৌন অবদমিত বুড়া বলদে পরিনত হইয়াছো?
২৩| ০৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৪
বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: লেখক বলেছেন:
আপনি জন্ম থেকেই ব্লগার।
এমন আনন্দ আমি কোথায় রাখি? এই মন্তব্য আমি বান্ধায়া ক্রিন শটো লইয়া, কপিপেস্ট কইরা জায়গায় যায়গায় সংরক্ষন করিবো। আমারে অবশেষে আপ্নে ব্লগার হিসেবে স্বীকৃতি দিলেন। আমিতো ভাবছিলাম আমি জীবনেও ব্লগার হইতে পারবো না
এই আনন্দঘন মুহুর্তে আমার মনে পড়তেছে সেই আইডির কথা, যার নাম "আমি ব্লগার হইছি"। ওই নাম আগেই বুকড না হইলে আমি সেই নামেই একখানা আইডি খুইলা এই সার্টীফিকেট সহ ধুমছে ব্লগাইতে পারতাম। আফটার অল, আমি এখন সার্টিফিকেটোধারী ব্লগার
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ২:১৭
ফারগুসন বলেছেন: অনেক তথ্য রয়েছে পোস্টে ধন্যবাদ