নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

দেশের অবস্হা ক্রমেই আরো খারাপ হবে

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০১



ব্লগার 'রাজীব নুর'কে ভীষনভাবে পিটায়েছে আওয়ামী সন্ত্ররাসীরা; হত্যাও করে ফেলতে পারতো; যাক, প্রাণে বেঁচে গেছেন। অনেক সভ্য দেশেও এই রকম মার খাওয়া সম্ভব; পার্থক্য হচ্ছে যে, ওখানে বিচার চাওয়া যায়, বিচার হয়; ফলে, অপরাধী আটকা পড়ে জেলে, পুনরায় একই অপরাধ করার সুযোগ পায় না। রাজীব নুর হয়তো বিচার চাইবে না; কারণ, বিচার চাইতে গেলে, এর থেকেও বড় বিপদে পড়ার সম্ভাবনা আছে।

বিশ্বের প্রায় দেশেই ভিকটিম বিচার না চাইলেও, পুলিশ অপরাধীর বিচার চাইবে; আমাদের পুলিশ বলে, " আমরা ঘটনার কথা শুনেছি, কেহ নালিশ করলে, আমরা ব্যাপারটা দেখবো!"

যারা রাজিবকে পিটায়েছে, তারা জানে যে, তাদের কিছু হবে না, তারা জয়ী; বরং এই মার দেয়ার ফলে, তাদের সামাজিক প্রতিপত্তি বাড়বে, অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা অনেক; দলের মাঝে কদর বাড়বে।

১৯৭২ সাল থেকে ১৯৭৩ সাল খারাপ গেছে, ততকালীন প্রশাশন বুঝেনি; ১৯৮০ সাল থেকে ১৯৮১ সাল খারাপ গেছে; ততকালীন মানুষ বুঝতে পারেনি; ২০১৫ সাল থেকে ২০১৬ সাল অবশ্যই খারাপ যাবে, বর্তমান প্রশাসন তা বুঝতে চাইবে না; ২০১৮ সাল থেকে ২০১৯ সাল আরও খারাপ হবে; আমি কিভাবে বলছি? আপনি লক্ষ্য করলে এই প্যাটার্ণটা আপনার চোখেও পড়বে।

১৭ কোটী লোক যদি এত কম যায়গায়, এত কম সম্পদ ও কম শিক্ষা নিয়ে বসবাস করে, এই ধরণের অরাজকতা সম্ভব। ১৯৭২ সালে যদি ভুমির স্বল্পতা, সম্পদের স্বপ্লতা, নিরক্ষরতার প্রভাবকে বুঝে ১৯৭৩ সালের ও তারপরবর্তী ২০ বছরের জন্য প্ল্যান করা হতো, ১৯৯২ সালে তার ফল পাওয়া যেতো।

আজকের প্যাটার্ণ দেখুন, রাজীব নুর বিচার চাইবে না, বা চাইতে পারিবে না, রাজীব নুর সন্ত্রাসীদের যতটুকু ভয় করেন, তিনি আইন ও বিচারের লোকদেরও ততটুকু ভয় পান, অথবা কমপক্ষে তাদের উপর আস্হা নেই; এটাই যথেস্ট যে, আগামী বছর এর থেকে খারাপ হবেই হবে।

আবার আরেকটা ট্রেন্ড দেখেন, আর্মি তত্বাবধাক সরকারের সময়, প্রাইম মিনিস্টারের অপ্রমাণিত দুর্নীতি নিয়ে একজন লিখেছিলো, ঐ লোকের বিপক্ষে ৬২টি 'মানহানী' মামলা হয়েছে; ৬২টি মামলা কি কোন নিয়ম শৃংখলার মাঝে পড়ে? এখানে কি ১টি মামলাই যথেস্ট নয়? বিশ্বের শতশত প্রাইম মিনিস্টারের বিপক্ষে কোটি কোটী পাতা লেখা হচ্ছে, তর্ক হচ্ছে, বিচার হচ্ছে; তাই বলে কি ৬২টি মামলা হতে পারে? দেশের এটর্নি জেনারেল কোথায়, এটা যে একটা বিশৃংখলা সেটা কি উনার চোখে পড়ছে না?

নাগরিকের মৌলিক অধিকার, আইন শৃংখলা, সামাজিক অবস্হা ও প্রশাসনিক অবস্হাকে বুঝার চেস্টা করুন; আজকে যেই অবস্হায় আছে দেশ, এর থেকেও আরো খারাপ অবস্হায় যাবে দেশ; কারণ, প্যাটার্ণ ভালোর দিকে যাচছে না।

মন্তব্য ৩৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৬

বিজন রয় বলেছেন: দেশের অবস্হা ক্রমেই আরো খারাপ হবে

এটাতো আমি ২০০১ সালেই ভবিষ্যতবাণী করেছিলাম।

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১৪

চাঁদগাজী বলেছেন:



এবার বলেন, কখন ভালোর দিকে মোড় নেবে?

২| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৯

অগ্নি সারথি বলেছেন: সহব্লগারের উপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে গেলাম।

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৪

চাঁদগাজী বলেছেন:



মানুষ যখন বিচার চাইতে ভয় পায়; বা নিগৃত হওয়ার পর, নিগৃহিতকে দায়ী করে, তখন সেই জাতির ভয়ংকর ক্ষতি হয়।

৩| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৯

বিজন রয় বলেছেন: ব্লগার 'রাজীব নুর'কে ভীষনভাবে পিটায়েছে আওয়ামী সন্ত্ররাসীরা; হত্যাও করে ফেলতে পারতো; যাক, প্রাণে বেঁচে গেছেন।

আপনারা খালি চাপাতিবাজদের গালি দেন।

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৬

চাঁদগাজী বলেছেন:



দেশের মানুষকে ভুলে গেছে সরকার, সরকার দল নিয়ে টিকে থাকার চেস্টা করছে।

৪| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:২৬

আরণ্যক রাখাল বলেছেন: খারাপ বলেননি। বিচার না চাওয়াটাই এখন রিয়ালিটি। জানি যে বিচার চেয়ে হবে না কিছুই।
হ্যাঁ। একটা প্লান জরুরী ছিল, সেটা হয়নি। তারমানে এমন হয় যে আর প্লান করা যাবে না। কিন্তু আলুফালু মস্তিষ্কের মন্ত্রীপরিষদ নিয়ে সম্ভব কিনা সেটাই ভাবনার বিষয়

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৮

চাঁদগাজী বলেছেন:


এখনার প্রায় মন্ত্রী মধুর ক্যানটিনের গ্রাজুয়েট, ওরা এতটুকুই পারছে; শেখ হাসিনা উনার নিজের থেকে কম বুদ্ধিমানদের মন্ত্রী করেন।

৫| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৫

সজিব্90 বলেছেন: সব হারানোর পর বুঝব এরা ওরা

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৪

চাঁদগাজী বলেছেন:



মুশকিল হলো যে, এদেশে যারা সরকারের সাথে থাকে তারা হারায় না; এখন বিএনপি'র গ্রাম লেভেল কেহ কেহ সামান্য হারাচ্ছে; এটুকুই; ওরাও সুযোগ মতো পোষায়ে নেবে

৬| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০২

বিজন রয় বলেছেন: বাংলাদেশের অবস্থা আগামী ১৪০০ বছরেও আর ভাল হবে না, এমনকি ১০০% শিক্ষিত হলেও না।

কারণ আমি এখন বলতে অপারগ।

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০৮

চাঁদগাজী বলেছেন:



মানুষের শিক্ষা বিশ্ব মানের হচ্ছে না; সেটা সমস্যা থেকে যাচ্ছে; পিএইচডি করার পর, স্কুল ছাত্রের লেভেলে র ছাত্রদের মত দক্ষ; এগুলো ভয়ংকর সমস্যা হিসেবে থেকে যাচ্ছে।

ছাত্ররা পরিক্ষার আগে পড়ার চেস্টা করছে; ফলে, শিক্ষার হার বাড়ার সাথে মান বাড়ছে না।

যাক, সমাধানের পথে যাবে সময়ের সাথে।

৭| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১:০৪

মহা সমন্বয় বলেছেন: ১৭ কোটী লোক যদি এত কম যায়গায়, এত কম সম্পদ ও কম শিক্ষা নিয়ে বসবাস করে, এই ধরণের অরাজকতা সম্ভব।

মানুষের শিক্ষা বিশ্ব মানের হচ্ছে না; সেটা সমস্যা থেকে যাচ্ছে; পিএইচডি করার পর, স্কুল ছাত্রের লেভেলে র ছাত্রদের মত দক্ষ; এগুলো ভয়ংকর সমস্যা হিসেবে থেকে যাচ্ছে।
একমত। কিন্তু আমি নতুন কোন মত দিতে পারছি না। এ থেকে মুক্তির উপায় কি তা আমি জানি না। অনেকেই বলে ধর্মের কূঁয়ায় ঝাঁপ দাও সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আমি তা একদমই মানি না ওইডা আরও বড় সমস্যা সৃষ্টি করে। :(

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৫৭

চাঁদগাজী বলেছেন:



রাস্ট্র ও নাগরিক, এটা কমপ্লেক্স বিষয়; এগুলোর জন্য দরকার সুক্ষ্ম ভাবনা ও দক্ষ পদক্ষেপ

৮| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১:২৮

সচেতনহ্যাপী বলেছেন: আমার বিভিন্ন লেখায় এটাই ছিল মূল প্রতিপাদ্য।। একসময় সমাজ নিয়ে ভাবলেও আজ কিন্তু বাস্তব পরিস্থিতি সত্যিই ভাবায়।।

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৫৯

চাঁদগাজী বলেছেন:



আমাদের সরকারগুলো সমস্যাকে সমাধান করতে চেস্টা না করে লুকায়ে রেখেছে বরাবর; আরেকটা ব্যাপার, সরকারগুলোই বেশীর ভাগ সমস্যার শুরু করেছে।

৯| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৩৬

নতুন গেম বলেছেন: ভালো বিষয় তুলে ধরেছেন ।

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৫৪

চাঁদগাজী বলেছেন:



মনে হয়, এগুলো সবাই বুঝে; এগুলোর সমাধান খুঁজতে হবে

১০| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ২:২২

মুসাফির নামা বলেছেন: এর চিত্রনাট্যতো আগে লেখা হয়েছে, এখন সু্টিং চলছে মাত্র।

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৩২

চাঁদগাজী বলেছেন:



এটা একটা কমপ্লেক্স সিসটেম, আগে যা ঘটেছে, সেটা ফল আজকে পাওয়া যাচ্ছে; আজকে যা ঘটছে, সেটার ফলও আসবে আগামীকাল। এখন বদলানোর জন্য চেস্টা করতে হবে।

১১| ৩০ শে এপ্রিল, ২০১৬ ভোর ৪:০০

ডঃ এম এ আলী বলেছেন: এখানেও দেখুন, আমরা শ খানেক ব্লগার নিয়মিত ব্লগে করি বিচরণ । তার পরেও সুয়োগ পেলেই একে অপরের নামে করি অযথা কথন । এখানে সবাই মুক্তমনা বিবেকবান , তারপরেও সুযোগ পেলে কথায় আচরণে কেহ কাকে না ছাড়ি , এই হয় যদি হয় সেম্পল পরিসংখান , তাহলে কি হবে দেশের সার্বিক অবস্থান । সহজেই অনুমেয় ।

সুন্দর একটি বিষয়ে আলোচনার সুত্রপাত করেছেন অনেক অনেক সাধুবাদ থাকল ।

৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৬

চাঁদগাজী বলেছেন:



ব্লগে ছোটখাট বিরোধীতা থাকবে, সেটা আশাকরি সবার জন্য স্বাস্হ্যকর হবে।

১২| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৮

মিজানুর রহমান মিরান বলেছেন: সহব্লগারের উপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র
প্রতিবাদ জানিয়ে গেলাম।

৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:


যাক, এখানে উনাকে ব্লগার হিসেবে জানতো না, জেনেছে সংবাদের লোক হিসেবে; কিন্তু আমরা জানি যে, একজন ব্লগার ভয়ানকভাবে আক্রান্ত হয়েছিল; এবং এ ধরণের আক্রমণ দেশকে অচল করে দিচ্ছে।

১৩| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৪

জনৈক অচম ভুত বলেছেন: প্যাটার্ণ ভালোর দিকে যাচ্ছে না, যাবেও না। :|

৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৬

চাঁদগাজী বলেছেন:



এখানেই শক্ত অংক, মানুষ কি নতুন পথ বের করতে পারবে, নাকি সাজানো প্যাটার্ণ ধরে চলবে?

১৪| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৩

ডার্ক ম্যান বলেছেন: রাজীব নুরের জন্য সমবেদনা। আর কি কারণে এমন ঘটনা ঘটলো তার কারণ বিস্তারিতভাবে জানলে ভাল হত।


বাংলাদেশকে নিয়ে এত হতাশ হওয়ার কিছু নেই

৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১২

চাঁদগাজী বলেছেন:


রাজিব তাকে আক্রমণের কথা লিখেছে জিনের পোস্টে।

বাংলাদেশকে নিয়ে হতাশ হওয়ার কারণ আছে: মানুষের সথে সরকারের যোগসুত্র নেই, এটা ভালো অবস্হা নয়।

১৫| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৯

রানার ব্লগ বলেছেন: বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা

কবে জাগবে জনতা !!!???

৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৯

চাঁদগাজী বলেছেন:


'৭১ এর মতো বিপ্লবের পর, অন্য যে বিপ্লবটা দরকার ছিলো সেটি ছিল , "অর্থনৈতিক বিপ্লব'; সেটি ঘটেনি; ফলে, মানুষ পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

এখন বিপ্লব না হলেও, অর্থনৈতিক নিয়ম খাটায়ে মানুষের মাঝে বন্ধন সৃস্টি করা সম্ভব।

১৬| ৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ক্ষমতায় থাকতে কেউ কিছু বোঝেনা, অথবা বুঝতে চায় না । ক্ষমতা হারালেই বুঝতে পারে । বিএনপির যেমন বুঝতে পারছে । আম্লীগ এখন বুঝতে পারছেনা । যখন ক্ষমতা হারাবে তখন বুঝবে ।

৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৫

চাঁদগাজী বলেছেন:


বিএনপি কিছুই বুঝতেছে না; ওদের ধরণা, ২০১৪ সালে ওদের ক্ষমতায় যাওয়ার কথা; সেটা ঘটতে না দেয়াটা অন্যায়; এর বাইরে ওরা রাজনীতির কথা বলছে না, মানুষের কথা বলছে না।

আওয়ামী লীগ মনে করছে, ক্ষমতায় থাকার জন্য ১৯৭০ সালে ভোট হয়েছিল; মাঝখানে তাদের থেকে ক্ষমতা নিয়ে নেয়া হয়েছিল; এখন তারা ঠিক যায়গায় আছে, তারা ভালো থাকলে জাতির খুশীর থাকা উচিত।

১৭| ৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩২

কল্লোল পথিক বলেছেন: সহব্লগারের উপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানাই।

৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪১

চাঁদগাজী বলেছেন:



ব্লগারেরা নিশ্চয় সবার চেয়ে বেশী জানার ও বুঝার সুযোগ পাচ্ছেন; এগুলো আলোকে দেশের অবস্হা সঠিকভাবে বুঝা সম্ভব।

১৮| ৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০০

কুপমুন্ডুক বলেছেন: এটা যদি ইমরান সরকারের কোন সহকর্মীর ক্ষেত্রে ঘটতো তাহলে পত্রিকার কলাম, চ্যানেল, ব্লগ থেকে শুরু করে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, এদের সকলের ভূমিকা হতো হুবহু সেই রকম যেমনটা দেখা গিয়েছিল অভিজিৎ আর নিলয় দের সময়!(কেউ ভুলেও বলতো নাহ সত্যিকার অর্থ কারা আর কোন উদ্দেশ্যে এটা করেছে বা করতে পারে)

৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:



আমাদের মতো দেশে মিডিয়া শুধু নিজেদের শ্রেণীকে আলোকিত করে।

১৯| ৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: রাজীব নুর ভাইয়ের উপর ফ্যাসিবাদী হামলার জণ্য ঘৃনা প্রকাশ করছি এবং হামলাকারীদের শাস্তি দাবী করছি।

বাস্তবতার বিশ্লেষনে একমত। এবার সমাধানের পথটাও বলুন। অনির্বাচিত স্বৈরাচারিতাকে অন্ধ সমর্থন যারা দিয়েছে দিচ্ছে বা দিতে থাকবে এই অরাজকতা ব্যার্থতার দায় কি তাদেরও নয়?
প্রশাসনিক ভাবে আওয়ামীলীগ বারবরাই ব্যর্থ হচ্ছে অথচ সফল তারা রাজপথে !
৭২-৭৫ এর অরাজকতা! ২০১৬তেও নিয়ন্ত্রনহীন এক ভারসাম্যহীন অরাজকতার অবস্থা দেশে - সকল ক্ষেত্রে।


৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২২

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগের বাইরে যারা ছিল, তারাই বিএনপি শুরু করেছিল; ফলে, তারা খুবই কাছাকাছির লোকজন ছিল; কিন্তু বিএনপি ও জামাতের কোয়ালিশন বিএনপি'কে নতুন পথে নিয়ে গেছে।

বাংলাদেশের সাধারণ মানুষের মৌলিক অধিকারের রাজনীতি আওয়ামী লীগ ও বিএনপি করে না; ফলে, ওদের মাঝে যেটা যেভাবে পারে ক্ষমতায় আসতে পারে, আসে।

ওরা সাধারণ মানুষের সাপোর্ট নিয়ে আসে না; ভোট হয়, তবে ফলাফল হয় ওদের শক্তির উপর নির্ভর করে।

মানুষকে নিজের চেস্টায় নিজের জীবনকে সফল করতে হবে।

২০| ০১ লা মে, ২০১৬ সকাল ৮:১৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


দেশ যে কোনদিকে যাচ্ছে.... বুঝতে পারছি না।
সহব্লগার রাজীব নুরের ওপর হামলার নিন্দা জানাই।

০১ লা মে, ২০১৬ বিকাল ৪:১৬

চাঁদগাজী বলেছেন:



দেশ ১৯৭৫ সাল থেকে ভুল দিকে চলছে, এখন এনার্খিতে পরিণত হয়েছে।

২১| ০২ রা মে, ২০১৬ সকাল ৯:২১

দিনাজপুরিয়া বলেছেন: ধাতব বস্তু দ্বারা পরাস্ত নয় আমরা চাই আমাদের হৃদয়ের টানে পরাস্ত করুন।

০২ রা মে, ২০১৬ সকাল ৯:২৫

চাঁদগাজী বলেছেন:



এখনো শক্তি ও ষড়যন্ত্রের অধ্যায় চলছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.