নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমেরিকানদের টেনেও ভোটে আনা যায় না, বাংগালীরা একাই কয়েক ভোট দেয়

০১ লা মে, ২০১৬ রাত ৮:১৭



ট্রাম্পের ভয়ে হিলারীর কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে; গত কয়েকদিনে হিলারীর কয়েকটি ছোটখাট ইন্টারভিউ নেয়া হয়েছে, সবগুলিতে হিলারী বলে চলেছে যে, সে ট্রাম্পের গালাগালীর উত্তর দেবে না, সে ট্রাম্পের ভয়ে ভীত নয়, ব্লা ব্লা। আসলে, এই কথাগুলোই তার ভয়কে মানুষের সামনে তুলে ধরছে।

সে যদি বলতো যে, ট্রাম্পই রিপাবলিকানদের ক্যান্ডিডেট হবে; ডেমোক্রেটদের ক্যান্ডিডেট হিসেবে, ট্রাম্পের সাথে ডিবেইটে মুখোমুখি হবো; আমি মানুষের সমর্থন নিয়ে, ট্রাম্পের সাথে সব ধরণের প্রতিযোগীতা করে নির্বাচিত হওয়ার জন্য প্রচেস্টা চালিয়ে যাবো; তা'হলে তার কথায় দৃঢ়তা ফুটে উঠতো।

ট্রাম্প এবার আমেরিকান প্রাইমারীকে তৃতীয় বিশ্বের নির্বাচনের স্তরে নিয়ে এসেছে; অবশ্য সে একা নয়, এতে না বুঝে যোগ দিয়েছিল ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও; রুবিও নিজে ওবামার বক্তৃতা মুখস্হ করে, প্রথম দিকে বেশ ভাঁজ দিচ্ছিল; একদিন ট্রাম্পের আক্রমণের সামনে রুবিও নিজ মুর্তিতে আবির্ভুত হয়, সে ট্রাম্পকে নিয়ে মুর্খ জোক শুরু করে; সেখানেই উহার শেষ, ট্রাম্পের ক্রমাগত আক্রমনের মুখে, রুবিও নিজের রাজ্যেই পরাজিত হয়ে, নির্বাচন থেকে সরে পড়ে।

হিলারী যদি ট্রাম্পকে কোনভাবেই আক্রমণ করে, হিলারীর পতন হতে সময় লাগবে না; আবার ট্রাম্পকে ভয় পেলে ট্রাম্প সেই সুযোগই নেবে।

আমেরিকায় ডেমোক্রটদের সংখ্যা বেশী; ডেমোক্রেটরা ভোট দিলেই হিলারী হয়ে যায়; সমস্যা কোথায়, ডেমোক্রেটরা তো চুপচাপ ইলেকশানে গেলেই চলে! আসলে সমস্যা আছে, ৫০% মানুষও ভোট দিতে যায় না; এটা কি রিপাবলিকানদের সমস্যা নয়? না, রিপাবলিকানরা অবশ্যই ডেমোদের থেকে শতকরা হারে ভোট বেশী দেয়; এবং এবারের সমস্যা হচ্ছে, কিছু ডেমোও ট্রাম্পকে ভোট দেবে, মনে হচ্ছে।

মন্তব্য ২৯ টি রেটিং +১/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৬ রাত ৮:৩৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম ঠিক বলেছেন। একমত।

০১ লা মে, ২০১৬ রাত ৮:৩৬

চাঁদগাজী বলেছেন:



পাশ করলাম

২| ০১ লা মে, ২০১৬ রাত ৮:৪৭

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: তার মানে হিলারির এখন সাপের ছুঁচো গেলার মত অবস্থা? গিলতেও পারছে না, ওগরাতেও পারছে না?

তবে একটা ব্যাপারে বেশ কনফিউশন লাগছে? পোস্টের শেষে বললেন, 'কিছু ডেমোও ট্রাম্পকে ভোট দেবে মনে হচ্ছে!' এটা কিভাবে সম্ভব? তাদের নিজস্ব দলীয় প্রার্থি থাকতে তারা কেন রিপাবলিকান প্রার্থিকে বেছে নেবে?

০১ লা মে, ২০১৬ রাত ৮:৫৯

চাঁদগাজী বলেছেন:



আমেরিকায় দল থেকে দেশ বড়; তাই ডেমোরা রিপাবদের, ও রিপাবরা ডেমোদের ভোট দেয়।

৩| ০১ লা মে, ২০১৬ রাত ৮:৫৪

বিজন রয় বলেছেন: যাদের যেমন কালচার।

০১ লা মে, ২০১৬ রাত ৮:৫৯

চাঁদগাজী বলেছেন:



অবশ্যই

৪| ০১ লা মে, ২০১৬ রাত ৯:২৮

কল্লোল পথিক বলেছেন: যতার্থই বলেছেন।

০১ লা মে, ২০১৬ রাত ৯:৫১

চাঁদগাজী বলেছেন:




আমেরিকান নির্বাচনের উপর নজর রেখেছেন?

৫| ০২ রা মে, ২০১৬ রাত ১২:১৩

আরণ্যক রাখাল বলেছেন: শিরোনামের সাথে মিলল না যে?

০২ রা মে, ২০১৬ রাত ১২:৩৮

চাঁদগাজী বলেছেন:



শিরোনাম দিয়েছি আপনাকে টেনে আনার জন্য; বার্ণি সেন্ডার্স যখন উইথড্র করবে, তখন শিরোনাম দেবো, "জিয়ার কবর" সরায়ে নেয়া হলো!

৬| ০২ রা মে, ২০১৬ রাত ১:২৬

সজিব্90 বলেছেন: কারন এটাকে আমরা বাড়তি বিনোদন হিসাবে নেই।

০২ রা মে, ২০১৬ রাত ১:৩২

চাঁদগাজী বলেছেন:



বাংগালীদের রোদন ও বিনোদন মিশে আছে, আলাদা করা মুশকোল

৭| ০২ রা মে, ২০১৬ রাত ২:২৮

সচেতনহ্যাপী বলেছেন: ভুতের ভোট দেওয়া দেখা যায় না,গননায় বেড়ে যায়।।

০২ রা মে, ২০১৬ রাত ২:৪১

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের মানুষ নিজেরাই রাজতন্ত্র চালু করেছে; ওরা নিজেদের ক্ষতি করে খালেদা জিয়াকে এনেছে; শেখ হাসিনা এসেছে নিজের কুট বুদ্ধির জোরে, আওয়ামী লীগ উনাকে বাদ দিতে চেয়েছিল, পারেনি।

৮| ০২ রা মে, ২০১৬ ভোর ৪:৫৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:

০২ রা মে, ২০১৬ সকাল ৭:০৪

চাঁদগাজী বলেছেন:




ওমেন-কার্ডের কথা বলে, ট্রাম্প নিজকে বড় বিপদে ফেলেছে; দেখা যাক, কোন দিকে যায়।

৯| ০২ রা মে, ২০১৬ ভোর ৫:০৭

মোস্তফা ভাই বলেছেন: এখানেই আমেরিকান আর বাংলাদেশীদের মধ্যে পার্থক্য।

০২ রা মে, ২০১৬ সকাল ৭:০৫

চাঁদগাজী বলেছেন:




বাংগালীরা এখনো সামন্তবাদে পড়ে আছে, এখনো নবাব সিরাজউদ দৌলার জন্য কাঁদে।

১০| ০২ রা মে, ২০১৬ ভোর ৫:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনি যে শিক্ষা শিক্ষা করেন সেই শিক্ষিত দলবাজ বুদ্ধিজীবিরাও কম দায়ী নয় বাংলাদেশীদের খারাপ করার জন্য। এরা অন্ধের মত দুই নেত্রীর সাফাই গায় আর সাধারণ মানুষও সেগুলো খায়....

০২ রা মে, ২০১৬ সকাল ৭:০৭

চাঁদগাজী বলেছেন:


জাতির শিক্ষিত অংশ, অশিক্ষিত অংশের অধিকারকে খর্ব করে, নিজে বেশী নিয়ে নিচ্ছে; এটা থেকে বের হওয়ার উপায় হলো, বাকীগুলোকে খুবই কম সময়ে শিক্ষিত করা।

সরকার চাচ্ছে, অশিক্ষিত অংশকে ওভাবে রেখে দিয়ে ব্যবসা চালু রাখতে।

১১| ০২ রা মে, ২০১৬ সকাল ৮:০৭

মোস্তফা ভাই বলেছেন: ট্রাম্প কাকু আসলে মনে হয় ভালোই হবে।

০২ রা মে, ২০১৬ সকাল ৯:২৭

চাঁদগাজী বলেছেন:



কেহ কিছু জানে না, ভালো বা খারাপ হবে; মধ্যপন্হি হবে না।

১২| ০২ রা মে, ২০১৬ সকাল ১১:২৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Trump ashle kono valo hobe na. Ekjon racist, sexist person kono valo kichu korte parbe na.

০২ রা মে, ২০১৬ দুপুর ২:১৩

চাঁদগাজী বলেছেন:



আমি ট্রাম্পের সাপোরটার নই, আমি বার্ণির সাপোর্টার ছিলাম।
ট্রাম্প আসার সম্ভাবনা দেখছি; কারণ, ট্রাম্পের প্রতিযোগী হিসেবে হিলারী শক্ত নয়; হিলারীর সমস্যাগুলো বের করে আনবে ট্রাম্প।

১৩| ০২ রা মে, ২০১৬ দুপুর ২:২১

রাঙা মীয়া বলেছেন:

০২ রা মে, ২০১৬ বিকাল ৪:৪২

চাঁদগাজী বলেছেন:



ছবি অনেক কথা বলে।

বাংলাদেশে চেয়ারম্যান, মেম্বারদের প্রয়োজনীয়তা নেই; এগুলো মাফিয়া; ইউনিয়নে দরকার ১ জন বিসিএস এডমিনিস্ট্রেটর।

১৪| ০২ রা মে, ২০১৬ বিকাল ৩:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ট্রাম্পকে তো বুশের মত মনে হয় । এই লোক ক্ষমতায় আসলে তো সমস্যা!

০২ রা মে, ২০১৬ বিকাল ৪:৪৪

চাঁদগাজী বলেছেন:



আমেরিকান রিপাবলিকানরা ওকেই চাচ্ছে; ভোটে বুঝা যাবে; তবে, তার বিপক্ষে হিলারী যথস্ট নয়, মনে হয়।

১৫| ০২ রা মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

আক্কাসের বাপ ঝাক্কাস বলেছেন: আমেরিকায় গণতন্ত্রের চর্ছা নেই। বাংলাদেশে আছে। তাই বাংলাদেশে সবাই ভোট দেয়।

০২ রা মে, ২০১৬ রাত ৮:০৫

চাঁদগাজী বলেছেন:



মফিজের ভোটে ফালু এমপি হয়, এই তও?

১৬| ০৩ রা মে, ২০১৬ রাত ২:৫৮

চাঁদগাজী বলেছেন:



বাংলা ব্লগিং'এর শুরু নিশ্চয় ছিল ভয়ানক আবেগময়, এবং তা সহজে বোধগম্য; খুব কম সংখ্যক তরুণের কাছে কম্প্যুটার ছিলো; সহজে লেখার জন্য বাংলা ফন্ট ছিলো না; অনেকেই ইংরেজীতে লিখতেন; কিন্তু 'রিয়েল টাইমে মন্তব্য বিনিময়' ছিল সত্যই উপলদ্ধি করার মতো; সাথে ছিল, আওয়ামী ও বিএনপি নিয়ে গালাগালি, দলাদলি। যদিও জামাতীদের কাছে সবার চেয়ে বেশী কম্প্যুটার ছিলো, তাদের ব্লগিং ছিল সব সময় পুরানো স্টাইলের ও গতিহীন।

আমি সেইসব

১৭| ০৩ রা মে, ২০১৬ রাত ৩:৩৪

ডঃ এম এ আলী বলেছেন: অনেক মুল্যবান তথ্য সমৃদ্ধ লিখা । দুজনের অবস্থান সম্পর্কে একটি পরিস্কার ধারণা পাওয়া গেল ।
অতি বিনয়ের সাথে জানাচ্ছি যে নিম্মের লাইনটি সম্পর্কে আরো একটু বিশদ জানতে ইচ্ছে করছে , সম্ভব হলে জানালে বাধিত হব ।

"হিলারী যদি ট্রাম্পকে কোনভাবেই আক্রমণ করে, হিলারীর পতন হতে সময় লাগবে না; "

ধন্যবাদ

০৩ রা মে, ২০১৬ সকাল ৭:০১

চাঁদগাজী বলেছেন:


আমেরিকার নির্বাচনের আগে ডিবেইটে, বা ইন্টারভিউতে প্রার্থীরা অন্যের দুর্বলতা নিয়ে কথা বলে, যা আক্রমণ হিসেবে গণ্য হতে পারে।
হিলারীর জন্য ভালো হবে, কোনভাবে আক্রমণ না করা।

১৮| ০৩ রা মে, ২০১৬ ভোর ৬:৫৯

ডঃ এম এ আলী বলেছেন: আপনার ১৩ নং মন্তব্যের উত্তরের সাথে একমত । চেয়ারম্যনগুলির ১ নম্বর কাজ হলো ভিলেজ পলিটিক্স করে বিবেধ ও দলাদলীর সৃষ্টি করা, মানুষকে হয়রাণী করে নীজ স্বার্থ উদ্ধার করা । ইউনিয়নে একজন বিসিএস সরকারী কর্মকর্তাই উপয়োগী , এতে তার বেশী দায়বদ্ধতা থাকবে প্রয়োজনীয় প্রশিক্ষনের সাথে দ্ক্ষতাও যুক্ত হবে ।

০৩ রা মে, ২০১৬ সকাল ৭:০২

চাঁদগাজী বলেছেন:


সন্দেহ নেই

১৯| ০৩ রা মে, ২০১৬ সকাল ৭:১৪

ডঃ এম এ আলী বলেছেন: সুত্র : মন্তব্য উত্তর১৭; আমিও এরকমই ধারণা করেছিলাম, কনফার্ম হওয়া গেল, ধন্যবাদ ।

০৩ রা মে, ২০১৬ সকাল ৮:৩৬

চাঁদগাজী বলেছেন:


ওকে

২০| ০৩ রা মে, ২০১৬ সকাল ৮:১৭

মিজানুর রহমান মিরান বলেছেন: আমেরিকার নির্বাচন; আগে থেকে কিছু বলা যাচ্ছে না।

০৩ রা মে, ২০১৬ সকাল ৮:৩৫

চাঁদগাজী বলেছেন:



বিশ্বের দুর্দিনে আমেরিকায় একজন ভালো প্রেসিডেন্টের দরকার ছিল; ট্রাম্প কি করবে কে জানে, হিলারীর দক্ষতা কম।

২১| ০৪ ঠা মে, ২০১৬ রাত ১২:১১

খায়রুল আহসান বলেছেন: চমৎকার পোস্ট। তার চেয়েও চমৎকার কিছু কিছু মন্তব্যের উত্তর, যার অনেকগুলোর সাথে আমি একমত পোষণ করি। বিশেষ করে ১৩,১৭ আর ২০ নম্বরের।

০৪ ঠা মে, ২০১৬ রাত ১:৩৭

চাঁদগাজী বলেছেন:




আপনি মন্তব্য ইত্যাদির প্রতি খেয়াল রাখছেন? কস্টসাঢ্য ব্যাপার ।

ট্রাম্প হলে বিশ্বকে কোন কোনদিকে নিবে বুঝা মুশকিল হচ্ছে, হয়তো অনেক খারাপের দিকে।

২২| ২৯ শে মে, ২০১৬ দুপুর ২:৩৯

সবুজ আমস্ট্রং বলেছেন:


-


আপনার কারণে আক্ষরিক অর্থেই ব্লগের পরিবেশ নষ্ট হচ্ছে।

৩০ শে মে, ২০১৬ সকাল ৭:৫৩

চাঁদগাজী বলেছেন:




আপনি কি ব্লগার যে, আপনাকে ভাবতে হচ্ছে?

২৩| ৩০ শে মে, ২০১৬ বিকাল ৩:৪৬

সবুজ আমস্ট্রং বলেছেন:


-


শুধু আমি কেন, এই সাইটে আপনে ছাড়া আর কোন ব্লগার আছে নাকি আবার? আল্লাহর শুকরিয়া আদায় কর্তাসি আমি যে আপনের মত পেটখারাপ রামছাগল ব্লগার (!) হয়া জন্ম হয় নাই, যার আবার সস্তা জনপ্রিয়তার জন্য জামাতি ছাগবান্ধবের উপ্রে ভরসা কর্তে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.