নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আজকে, ইন্ডিয়ানার ভোট ট্রাম্পের প্রাথী হওয়ার পথ পরিস্কার করবে, মনে হয়

০৪ ঠা মে, ২০১৬ রাত ২:৫৬



*** ট্রাম্প ৫৩% ভোট পেয়ে জয়ী হয়েছে ইন্ডিয়ানাতে, এখনই খবর পাওয়া গেলো।

**** মনে হচ্ছে, টেড ক্রুজ উইথড্র করবে, হয়তো খুব শীঘ্রই ।

***** ৫ মিনিটের মাঝেই টেড ক্রুজ উইথড্র করলো। **** এখন ট্রাম্প ক্যানডিডেট হয়ে গেলো।

প্রাইমারীতে, ট্রাম্প আজ অবধি ৯৯৬ টি ডেলিগেট পেয়েছে, পাওয়ার দরকার ১২৩৭টি; আর দরকার মাত্র ২৪১ টি; এখনো যেসব রাজ্যে ভোট হয়নি, সেখানে আছে ৫৬৫ টি ডেলিগেট ; আজকে, এখন ভোট চলছে ইন্ডিয়ানা রাজ্যে; আর ৫ ঘন্টা পরে ফলাফল জানা যাবে; এই রাজ্যে আছে ৫৭টি ডেলিগেট; ডেলিগেট হচ্ছে ১ জন মানুষ, পার্টির উঁচু ধরণের নেতা, যিনি কনভেশনে প্রাইমারী বিজয়ীকে ভোট দিয়ে প্রার্থী হতে সাহায্য করবেন; তবে, ডেলিগেটদের ভোট দেয়ার নিয়ম মোটামুটি বেশ কমপ্লেক্স। ট্রাম্প এি কমপ্লেক্স নিয়মের অবসান চায়, সে বলছে, মাথা গুনে যেই জন বেশী ভোট পায়, সে প্রার্থী হবে; এ নিয়ে সে পার্টির নেতাদের ভয়ানক খারাপ কথাও বলেছে; তাই নেতারা মোটামুটি তাকে পরাজিত করার সব চেস্টা করেছিল; কিন্তু পারেনি; এখন লেজ নাড়ছে।

আজকের ভোটে যদি ট্রাম্প জয়ী হয়, তবে সে 'কনভেনশনের' আগেই ১২৩৭ জন ডেলিগেট পেয়ে প্রার্থী হওয়ার যোগ্য হয়ে যাবার সম্ভাবনা বিশালভাবে বেড়ে যাবে, মনে হয়; যদি কনভেনশনের আগে ১২৩৭ ডেলিগেট পায়, কনভেনশনের মিটিং'এ কিছু ফরমালিটি সেরে ট্রাম্পকে প্রার্থী বানানো হবে। এখনো ভোট না হওয়া, বাকী থাকা ৫৬৫ ডেলিগেইটের ৪৭% ট্রাম্পকে পেতে হবে, এবং তার পক্ষে ৪৭% ডেলিগেইট পাওয়া সম্ভব; কারণ, আজকের ভোটেও জরীপে সে অনেক পয়ন্টে সামনে আছে।

ট্রাম্পের কাছাকাছি আছে টেড ক্রুজ; তার এখন ডেলিগেট সগখ্যা হচ্ছে, ৫৬৫ জন। সে আর কোন প্রকারেই ১২৩৭ জন পাচ্ছে না; কিন্তু সে আশা করছে, যদি কোন প্রকারে ট্রাম্প ১২৩৭ জন ডেলিগেট না পায়, তখন 'কনটেস্টেড কনভেনশন' হবে; সেখানে, প্রথম দফায় বিজয়ীদের প্রতি রাজ্যে জয়ের অনুপাতে বিজয়ীকে ভোট দিতে বাধ্য থাকিবে ডেলিগেটরা; তাতে যদি কেহ নির্বাচিত না হয়, তখন ডেলিগেটরা 'ফ্রি ডেলিগেট' হয়ে যাবে, যাকে ইচ্ছে তাকে ভোট দেবে; সবাই ভাবছে, তখন ট্রাম্প হয়তো পরাজিত হবে।

আমার মনে হয়, কনটেস্টেডেও ট্রাম্প বিজয়ী হবে; কারণ, উগ্র পন্হীরা এবার ডেলিগেট হচ্ছে।

ট্রাম্প যদি আজ জয়ী হয়, মাত্র কালিফোর্নিয়া ব্যতিত সবগুলোতে জয়ী হবে; তখন কালিফোর্নিয়াও চুপ হয়ে যাবে, তারা নিজের উপর দোষ নিবে না, ভোট দিয়ে দিবে।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৬ রাত ৩:০০

সাকিল আল মামুন বলেছেন: just picked on h1b, trump mamai aslei to shob borbad.

০৪ ঠা মে, ২০১৬ রাত ৩:০৩

চাঁদগাজী বলেছেন:




অভিনন্দন।
ভালো কাজ করেছেন; ট্রাম্প এলে, ওর সাপোর্টারেরা নিজেরাই অনেক নিয়ম চালু করবে বেশ কিছু দিন।

২| ০৪ ঠা মে, ২০১৬ রাত ৩:২৯

মহা সমন্বয় বলেছেন: দেখা যাক কি হয় একটা কিছু হবে নিশ্চয়। :-P

০৪ ঠা মে, ২০১৬ রাত ৩:৩৭

চাঁদগাজী বলেছেন:



একটা টার্নিং পয়েন্ট ছিল নিউইয়র্ক, সেটা টার পক্ষে গেছে; আজকেরটাও তার পক্ষে গিয়ে বসে আছে, মনে হয়।

অনেক উগ্র মানুষ দেখা গেলো ইন্ডিয়ানায়; টেডকে মুখের উপর মিথ্যুক ডাকলো এক ট্রেস। ট্রাম্প জয়ের পর, কয়েকদিন নিয়ম কানুন অনেকে নিজের থেকে বদলাতে শুরু করবে।

৩| ০৪ ঠা মে, ২০১৬ ভোর ৫:৫৩

ডঃ এম এ আলী বলেছেন: ইউ এস নির্বাচন আপ ডেট সংবাদ দানের জন্য ধন্যবাদ ।

০৪ ঠা মে, ২০১৬ ভোর ৬:১৩

চাঁদগাজী বলেছেন:


এখন ট্রাম্পকে আর কেহ হয়তো থামাতে পারবে না; এখন শেষ ভেসা হিলারী।

৪| ০৪ ঠা মে, ২০১৬ ভোর ৫:৫৪

মোস্তফা ভাই বলেছেন: ট্রাম্প কাকু জিন্দাবাদ। কাকু হলো মন্দের ভালো।

০৪ ঠা মে, ২০১৬ ভোর ৬:১৪

চাঁদগাজী বলেছেন:



ধরে নিতে হবে যে, সে প্রার্থী হয়ে গেছে। এখন ট্রাম্পকে আর কেহ হয়তো থামাতে পারবে না; এখন শেষ ভেসা হিলারী।

৫| ০৪ ঠা মে, ২০১৬ সকাল ৭:১৫

ঈশান আহম্মেদ বলেছেন: দেখি কি হয়...

০৪ ঠা মে, ২০১৬ সকাল ৭:২৮

চাঁদগাজী বলেছেন:


এখন দেখতে হবে হিলারী দাঁড়াতে পারে কিনা

৬| ০৪ ঠা মে, ২০১৬ সকাল ৭:৫৫

সাগর মাঝি বলেছেন: অপেক্ষায়...!!!

০৪ ঠা মে, ২০১৬ সকাল ৮:০৪

চাঁদগাজী বলেছেন:



আজকের রেজাল্ট হয়ে গেছে, ট্রাম্প ও বার্ণি জয়ী; ক্রুজ ও হিলারী পরাজিত।

৭| ০৫ ই মে, ২০১৬ রাত ১২:৫০

সাগর মাঝি বলেছেন: 8-| 8-| 8-|

০৫ ই মে, ২০১৬ রাত ১:২৩

চাঁদগাজী বলেছেন:



পর্যবেক্ষণ শুরু করেন, অবস্হা বুঝার দরকার।

৮| ০৫ ই মে, ২০১৬ ভোর ৫:২০

সাগর মাঝি বলেছেন: অবস্থা বুঝাই যাচ্ছে। আরেকটু অপেক্ষা করুন।

০৫ ই মে, ২০১৬ সকাল ৭:১৫

চাঁদগাজী বলেছেন:


ইন্ডিয়ানা সব উলট পালট করে দিয়েছে

৯| ২৬ শে মে, ২০১৬ রাত ১০:৫১

দ্য ইনভেডার বলেছেন: অনেক ব্লগারের অভিযোগের সাথে আমি এটুকু যোগ করতে চাই এই বুড়ো লোকটি আবার দ্বিচারিণী । নতুন ব্লগার পুরুষ হলে উনি আক্রমণ করেন অধিকাংশ ক্ষেত্রেই, কিন্তু নতুন নারী ব্লগার পেলে ব্লগে স্বাগতম বলে ত্রাহি ত্রাহি চিৎকার করতে করতে পুচ্ছদেশ নাচাতে নাচাতে এগিয়ে আসেন

১০| ২৮ শে মে, ২০১৬ রাত ৯:৪৯

দ্য ইনভেডার বলেছেন: ২৮ শে মে, ২০১৬ রাত ৮:৪৬ ০
অনিয়ন ফেইট বলেছেন: চুদির ভাই, শালা রটেন পর্ক, ন্যাস্টি ব্লাডি ডাঙ্কি এস, শিট অফ কাউয়া, ওয়ান পিস মেড কারিগর ডেড বলদ, তুমি এইটাই বুঝোনা কে তোমারে পচাইতেছে আর কে তোমার পুটকি মারতেছে, আর তুমি আসছো ব্লগাইতে?

অন্যরে শিক্ষা দাও, শিক্ষা নিয়া প্রশ্ন কর, বানান ভুল নিয়া ধর্ষন কর, কোনো ব্যাপারে না জানার জন্য সাধারন ব্লগারের বাপ মার যোগ্যতা নিয়া টান দাও, আর তুমি যে পোস্টে হাজার বানান ভুল করো, তুমি কি আফগান থিকা আসছো? তোমার কি জন্ম পরিচয় নাই তাইলে?

তোমার কমেন্টে বলদ, গাধা, গরু এইসবের আধিক্য দেখা যায়। তুমি এই এইসব প্রজাতির অংশ?

পায়খানা, মগজবিহীন, গোবর এইসবও তোমার প্রিয় শব্দ। তোমার মগজ গোবরে ভর্তি নাকি পায়খানায়, তা কি একটূ বলবা?

তুমি বলেছিলে ভালোবাসাও গরুছাগলের মত কাজ। তুমি কি বিয়া করছো নাকি করনাই? যদি কইরা থাকো, তাইলে গরু ছাগল গাধা এইসব যেহেতু তোমার প্রিয় প্রানী, তুমি কি তাদেরই কাউকে বাছিয়া নিয়াছিলে? তুমি ওদের উপরে উঠতে নাকি ওরা তোমার উপর? ওরা তোমার পাছা বেশি পছন্দ করে নাকি মুখ?

তোমার ফিডারে কি তোমার মায় দুধের বদলে গোমুত্র ঢালিয়া খাওয়াইতো নাকি? তোমার কথায় মলমুত এত আসে কেন? এত প্রিয় কেন তোমার?

আফগানিস্তান, গুহা, আরব এগো কথা এতো কও, তুমি কি গুহাবাসী ছিলা নাকি আফগান আরবদের গুয়ামারা খাইছো দীর্ঘদিন যে রেশ রইয়া গেছে?

দিনরাত দেখি ব্লগে পায়খানা মুছতেই থাক। আর এইখানে সেইখানে পায়খানা করতেই থাকো। তোমার কি টয়লেটে যাওয়ারও দরকার পরেনা? তোমার কাম জাগেনা নাকি কামের ইচ্ছা মইরা গেছে গুয়ামারা খাইতে খাইতে? আচ্ছা, তুমি কি একটা যৌন অবদমিত বুড়া বলদে পরিনত হইয়াছো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.