নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

রিপাবলিকান ক্যানডিডেট ট্রাম্পের বক্তৃতার প্যাটার্ণ

০৪ ঠা মে, ২০১৬ রাত ১১:৪১



আজকাল আমেরিকা আর কোথায়ও জয়ী হয় না, জয়ী হয় চীন, মেক্সিকো, ইরান; আমি জয়ী হলে আমেরিকা আবার বিজয়ী হবে; আমরা আবারো আমেরিকাকে বিজয়ী করবো; আমরা জয়ী হবো, জয়ী হবো...

আমি পাগলের মতো টাকা আয় করতে ছিলাম, টাকা আয় করছি, টাকা আয় করছি, টাকা আয় করছি; আমি টাকা আয় করতে করতে ক্লান্ত; এবার আমি টাকা আয় করবো আমেরিকার জন্য, আমাদের সবার জন্য।

মেক্সিকো এদেশে চোর ডাকাত পাঠায়, পাঠায় ধর্ষক, পাঠায় মাদক বিক্রেতা; আমরা সীমান্তে দেয়াল তুলবো, অনেক উঁচু দেয়াল; টাকা দিবে মেক্সিকো; টাকা কে দিবে? টাকা দিবে মেক্সিকো, টাকা দিবে মেক্সিকো।

ওবামা ইরানের সথে যে চুক্তি করেছে, সেটাতে ইরান জয়ী হয়েছে, আমেরিকা পরাজিত হয়েছে; আমি ঐ চুক্তি মানি না; আমেরিকা জয়ী হবে, আমরা জয়ী হবো; ইরান খারাপ, উত্তর কোরিয়া খারাপ; ওরা নিজেদের লোকজনকে মেরে ফেলে, ওরা খারাপ

হিলারী হবে খুবই "পুওর" (গরীব) প্রেসিডেন্ট ; সে কিছুই পারে না; "ক্রুকেড" হিলারী; হিলারী আফগানিস্তান ও ইরাকের যুদ্ধের পক্ষে ভোট দিয়েছে; আমাদের ৪ ট্রিলিয়ন ডলার ক্ষতি হয়েছে; তাকে লিবিয়া থেকে টেলোফোন করে পায়নি রাত ৩ টায় ; সে ফরেন সেক্রেটারী, সে ফোন ধরেনি; সে ক্রুকেড, সে মিথ্যুক

আমরা ইসলামী মৌলবাদীদের এটমিক বোম মেরে উড়ায়ে দেবো, আমরা তেল নিয়ে আসবো; কি জন্য আমরা ওখানে ৪ ট্রিলিয়ন ডলার খরচ করেছি? আমাদের ব্রীজ, রাস্তা সবই পুরানো, আমরা সেই টাকা এখানে খরচ করতে পারতাম। হিলারী এই যুদ্ধের পক্ষে ভোট দিয়েছিল; ক্রুকেড হিলারী!

টেড ক্রুস মিথ্যুক, জেভ বুশের কোন এনার্জি নেই, ছোট রুবিও ১৭০ হাজার ডলারে বাড়ী কিনে, লবিস্টদের কাছে ৪ লাখে বিক্রয় করেছে, সে জীবনে কাউকে একটা চাকুরী দেয়নি; আমি হাজার হাজার মানুষকে চাকুরী দিয়েছি। আমি জয়ী হলে চাকুরী করার জন্য লোক পাওয়া যাবে না।

গত কয়দিন আমি জয়ী হচ্ছি, জয়ী হচ্ছি, জয়ী হচ্ছি; আমি স্মার্ট; এখন থেকে আমরা জয়ী হবো, জয়ী হবো, আর জয়ী হবো। বিপাবকান পার্টির নেতারা অসৎ, তারা আমার জয়কে চুরি করছে, আমার ডেলিগেট টেড নিয়ে যাচ্ছে; ওরা অসৎ, আমার বিজয়কে চুরি করছে।

নভেম্বরে আমরা জয়ী হবো, হিলারী আমাদের সাথে মোটেই পারবে না; ক্রুকেড হিলারী কিছুই জানে না; সে মহিলা-কার্ড খেলছে;, মহিলারা ওকে ভোট দেবে না; মহিলারা আমাকে বেশী পছন্দ করে।

মন্তব্য -১ টি রেটিং +০/-০

মন্তব্য (-১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৬ রাত ১১:৪৯

গেম চেঞ্জার বলেছেন: ডোনাল্ডের কথা চয়নের সাথে আপনার কথা চয়নের মিল পাচ্ছি!!! #:-S ;)

০৪ ঠা মে, ২০১৬ রাত ১১:৫৬

চাঁদগাজী বলেছেন:



সে সামুতে আমার পোস্ট পড়ে, মনে হচ্ছে; সে আমার রাজনৈতিক পোস্ট পড়ে, শেষে হিলারীকে হারায়ে যদি দেয়, সেটাই হবে ঐতিহাসিক।

২| ০৪ ঠা মে, ২০১৬ রাত ১১:৫১

প্রন্তিক বাঙ্গালী বলেছেন: ট্রাম্প জয়ী হলে আরেকটা বিশ্বযুদ্ধ অচিরেই দেখা হয়ে যাবে। যেইটা বিশ্ব মানবতার জন্য হুমকি।

০৪ ঠা মে, ২০১৬ রাত ১১:৫৭

চাঁদগাজী বলেছেন:



কেহ কিছু জানে না, গতকাল থেকে সবাই কাঁপছে; রিপাবলিকান নেতারা তাকে বাদ দেয়ার জন্য অনেক চেস্টা করেছে; এখন তারাও সুর বদলাটে বাধ্য হচ্ছে।

৩| ০৪ ঠা মে, ২০১৬ রাত ১১:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: barking dogs seldom bite

০৪ ঠা মে, ২০১৬ রাত ১১:৫৮

চাঁদগাজী বলেছেন:




সেটাই হোক, বিশ্ব নিরাপদ থাকুক।

৪| ০৫ ই মে, ২০১৬ রাত ১২:২১

রাফা বলেছেন: মূলত এটাই আমেরিকার জনগনের আসল রুপ।

০৫ ই মে, ২০১৬ রাত ১২:৩৫

চাঁদগাজী বলেছেন:



দীর্ঘ যুদ্ধ ও রাজনীতিবিদদের মিথ্যা কথা শুনে শুনে একাংশ মানুষ ক্লান্ত ; অন্য পক্ষ, ট্রাম্পের মতো এদভেন্চার চাচ্ছে হয়তো।

৫| ০৫ ই মে, ২০১৬ রাত ১২:৩১

ডঃ এম এ আলী বলেছেন: একটা কথা চালু আছে '' তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে " এখন কে কাকে বধে সময়ে বুঝা যাবে । ধন্যবাদ চমৎকার বিশ্লেষণী ও কথোপকথনমূলক নিবন্ধ উপহার দেয়ার জন্য । খুব ভাল লেগেছে । চোখ রাখব আপডেটের প্রতি । শুভকামনা থাকল ।

০৫ ই মে, ২০১৬ রাত ১:০১

চাঁদগাজী বলেছেন:



কথাবার্তা বেশী সহজ, তাই কিছু আমেরিকান ভয় পাচ্ছে।

৬| ০৫ ই মে, ২০১৬ রাত ১২:৪২

সচেতনহ্যাপী বলেছেন: রাজনীতি তো ভালই বোঝেন।। দেখেন কি হয়?? শুধু বাঙ্গালী জাতই বোকা না উন্নত বিশ্বের মোড়ল দেশের লোকরাও।। এরাই কিন্তু বুশের প্রোপাগান্ডায় ভুল বুঝে অনেক কথাতেই সায় দিয়েছে।। আসলে সিআইএ, অস্ত্র বাবসায়ী কম্পানীগুলি, আর পেন্টাগনরাই প্রেসিডেন্ট নির্বাচন করে।। ঠিক আমাদের মতই।। ভুল বললাম কি??

০৫ ই মে, ২০১৬ রাত ১:০৪

চাঁদগাজী বলেছেন:


মানুষ ভোট দিয়ে সরকার বানায়, সরকার কাজ করে বড় কোম্পানীদের হয়ে; সেটার বিপক্ষে ট্রাম্প ও বার্ণি লড়ছে; সমস্যা হলো, ট্রাম্প নিজেই অনেক বড় কোম্পানীর মালিক। কিন্তু সে বলছে, তার যথেস্ট টকাা আছে, এখন বাকীদের জন্য আয় করটে চায়।

৭| ০৫ ই মে, ২০১৬ রাত ১:০১

পবন সরকার বলেছেন: দেখা যাক ভাই সামনে কি হয়?

০৫ ই মে, ২০১৬ রাত ১:০৬

চাঁদগাজী বলেছেন:



যারা ট্রাম্পকে ভয় পায়, তাদের পক্ষের প্রার্থী হিলারী; দেখা যাক।

৮| ০৫ ই মে, ২০১৬ রাত ১:১১

মোস্তফা ভাই বলেছেন: একজন দেশপ্রেমিক আমেরিকান হিসাবে কথাগুলা কিন্তু খুব একটা খারাপ বলেননি ট্রাম্প কাকু।

০৫ ই মে, ২০১৬ রাত ১:১৯

চাঁদগাজী বলেছেন:



কথাকে পছন্দ করেই তো আমেরিকানরা প্রফেশানেল রাজনীতিবিদদের কালো পতাকা দেখায়ে দিয়েছে; কিন্তু কেহ জানে না ট্রাম্পের প্ল্যান ইত্যাদি; সে অনেক হাই-লেভেল থেকে কথা বলে যাচ্ছে

৯| ০৫ ই মে, ২০১৬ রাত ১:৩৯

ইলি বিডি বলেছেন: ট্রাম্প শুধু আমেরিকা না পুরা ওয়াল্ড কেই ট্রাম্প কাড দেখাবে যদি জেতে।

০৫ ই মে, ২০১৬ রাত ১:৪৯

চাঁদগাজী বলেছেন:



জেতার সম্ভাবনা ১০০% থেকে শুরু, সময়ের সাথে কেমন কমে, সেটাই আসল বিষয়।

১০| ০৫ ই মে, ২০১৬ রাত ১:৩৯

ইলি বিডি বলেছেন: ট্রাম্প শুধু আমেরিকা না পুরা ওয়াল্ড কেই ট্রাম্প কাড দেখাবে যদি জেতে।

১১| ০৫ ই মে, ২০১৬ সকাল ১০:২১

আমি ব্লগার হইছি! বলেছেন: ট্রাম্পের ঐ কথাটা ভালো লেগেছে, পোপ যদি সিরিয়ায় খ্রীস্টান হতো তাহলে বুঝতে পারতো ট্রাম্পকে কতো প্রয়োজন।

০৫ ই মে, ২০১৬ সকাল ১০:৩৪

চাঁদগাজী বলেছেন:




এটা তো আমি জানতাম না; টপ বলেছে তো! বড়দের সাথে তার ঠক্কর লাগে।

হিলারী ঢিল একটা মেরেছে আজ ট্রাম্পকে, দেখা যাক, কাললে বুঝা যাবে।

১২| ০৬ ই মে, ২০১৬ সকাল ১১:৪৫

মিজানুর রহমান মিরান বলেছেন: মনে হয় না হিলারী হারবে।

০৯ ই মে, ২০১৬ রাত ১২:১১

চাঁদগাজী বলেছেন:


সবাই চাচ্ছে, হিলারী জিতুক; তবে, হিলারী দুর্বল।

১৩| ২৮ শে মে, ২০১৬ রাত ৯:০৪

দ্য ইনভেডার বলেছেন: আবারো চাডগাজির আরেকটা পায়খানা পোস্ট ।


চাডগাজিরে



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.