![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
আগামী ৪ই নভেম্বর রাতে, ভোটের ফলাফল বের হওয়ার পর যদি দেখা যায় যে, ট্রাম্প জয়ী হয়েছে, সীমি্তভাবে দাংগা ও লুটপাট হতে পারে; এবং সেই দাংগা শুধু স্পেনিশ ও ঘন মুসলিম বসতি এলাকায় ঘটতে পারে। দাংগা স্পেনিশনের বিরুদ্ধে হবে না, দাংগা যদি হয়, সেটা স্পেনিশরাই শুরু করবে, এবং স্পেনিশরা আরবী মুসলিম ও আমেরিকান কালো মুসলিম, 'নেশান অব ইসলাম'কে এটাতে জড়ানোর চেস্টা করবে। নেশান অব মুসলিমের নেতা হচ্ছে লুইস ফারাহ খান; লুইস ফারাহ খানের লোকেরা স্পেনিশ বিরোধী।
ট্রাম্প ব্যবসায়ী মানুষ, সে দাংগা ইত্যাদির বিপক্ষে থাকবে সব সময়; কিন্তু ট্রাম্প এবারে প্রাইমারীতে আমেরিকানদের আরব ও স্পেনিশ বিরোধী মনোভাবকে কাজে লাগায়েছে; এতে স্পেনিশরা সুযোগ নিয়ে লুটপাট চালানোর জন্য দাংগা শুরু করতে পারে; স্পেনিশরা যদি লুটপাট ও দাংগা করার চেস্টা করে, কালো আমেরিকানদের মাঝে নেশান অব ইসলামই প্রথম বেরিয়ে আসবে; এবং এরাও মোটামুটি দাংগাবাজ।
নিউইয়র্ক ও কালিফোরনিয়ায় যদি মুসলমানদের টার্গেট করে, তাতে আরব ও কিছু শিখ ভিকটিম হতে পারে; আরবীরা স্হানীয় কালো ও স্পেনিশদের সাথে খারাপ ব্যবহার করে, বিশেষ করে দরিদ্র এলাকায় ইয়েমেনি দোকানদারেরা সব সময় স্পেনিশ ও দরিদ্র কালোদের ঠকায়।
নিউইয়র্কে ছোটখাট আক্রমণ হলে, তাতে বাংগালী ও পাকিস্তানীরা ভিকটিম না হয়ে, ভিকটিম হবে শিখেরা, উহারা মাথার পাগড়ী কখনো খোলে না; স্পেনিশ ও আফ্রিকান আমেরিকানরা ওদের মুসলামন মনে করে।
তবে, এই সপ্তাহে ট্রাম্প তার আগের অনেক বক্তব্য থেকে অনেক সরে আসছে; এতে ট্রাম্পের জনপ্রিয়তা কিছুটা কমবে; এই মহুর্তে ট্রাম্পের কোন প্রতিযোগী না থাকাতে তার কথাবার্তা কিছুটা নিজের বিপক্ষই যাচ্ছে।
১৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪০
চাঁদগাজী বলেছেন:
সরকার চেস্টা করবে ঠেকাতে; তবে, স্পেনিশ ও আফ্রিকান আমেরিকানদের কিছু অংশ সুযোগ নেয়ার চেস্টা করবে।
২| ১৫ ই মে, ২০১৬ রাত ৯:০১
খায়রুল আহসান বলেছেন: বেশ চিন্তার বিষয় বটে। হিলারী জিতলে কী হবে?
১৫ ই মে, ২০১৬ রাত ৯:৩৫
চাঁদগাজী বলেছেন:
হিলারী জিতলে কোন সমস্যা হবার কথা নয়, কারণ হিলারী ভোট দেবে বুড়োবুড়িরা; তারা গন্ডগোল করার লোকজন নয়; তদুপরি, তরুণরা হিলারীর বিজয়ে হতাশ হয়ে ঘুমাতে যাবে।
৩| ১৫ ই মে, ২০১৬ রাত ৯:২০
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ প্রতি উত্তরের জন্য । একটি কথা আগেরবার ভুলে গেছলাম , হিলারী জিতলে কি হবে সেটাও ভাবার বিষয় তবে এটা মনে হয় এ দেশে ইউনুছরা ফাল পারবে আর হাছিনার বারটা বাজবে । নাও হতে পারে ধারণা আরকি ।
১৫ ই মে, ২০১৬ রাত ৯:৩২
চাঁদগাজী বলেছেন:
হিলারী জিতলে, আমেরিকার সাপোর্ট থাকবে ক্ষমতায় থাকা সরকারের প্রতি; আমেরিকা বাংলাদেশের বেলায় ক্ষমতাসীন সরকারকে সাপোর্ট করে আসছে সব সময়।
৪| ১৫ ই মে, ২০১৬ রাত ১০:৫৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: 'আমেরিকা'র জনগণ কিংবা 'নাগরিক'রা এমনটা করবে না। কারণ, আমেরিকার আইন অনেক শক্ত। ২/১ টা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। তবে সেটা নিয়ন্ত্রণ করার মত ক্ষমতা প্রশাসনের আছে। যারা নিজের জাতীয়তা ভুলে আমেরিকাকে আপন করে নিয়েছে তারা কখনোই চাইবে না সেটা বিকিয়ে দিতে তাও আবার ট্রাম্প-এর মত জাঁদরেল লোকের আমলে...
১৫ ই মে, ২০১৬ রাত ১১:১৯
চাঁদগাজী বলেছেন:
ট্রাম্প মুসলিম ও স্পেনিশদের বিপক্ষে বলাতে এটা ইস্যুতে পরিণত হয়েছে; এই ব্যাপারে ট্রাম্পের বক্তব্য নিয়ে দিনরাত আলাপ হচ্ছে; ফলে, ট্রাম্পের বিজয়ে অ্ন্যেরা এই ইষ্যুকে কাজে লাগাতে চেস্টা করার সম্ভাবনা।
সরকার ব্যবস্হা নিবে, সন্দেহ নেই।
৫| ১৫ ই মে, ২০১৬ রাত ১১:৫৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মুসলিম, স্পেনিশরা এখন আমেরিকান হয়ে গিয়েছে। কিন্তু ট্রাম্প মেক্সিকানদের নিয়েও আপত্তিকর কথা বার্তা বলেছেন। তাদের বর্ডারে দেয়াল তোলার কথা বলেছেন। আমেরিকাতে মেক্সিকানরা অন্য জাতিদের চাইতে বেশী অপরাধ করে আর অবৈধ অভিবাসীও বেশি মেক্সিকান। এখন দাঙ্গা , ফ্যাসাদ মেক্সিকানরাও করতে পারে যদি ট্রাম্প ক্ষমতায় আসে।
১৬ ই মে, ২০১৬ রাত ১২:০৫
চাঁদগাজী বলেছেন:
আমি স্পেনিশ বলতে মোটামুটি মেক্সিকানদের বুঝায়েছি, প্রায় ১২ মিলিয়নের বেশী বে-আইনীভাবে আছে আমেরিকায়।
৬| ১৬ ই মে, ২০১৬ রাত ১২:৫৩
সচেতনহ্যাপী বলেছেন: সবচেয়ে কার্যকরী হবে মুসলিম বিরোধী মনোভাব।। "বিতর্কিত" টাওয়ার ধ্বংশের পরও দেখেছি।।
১৬ ই মে, ২০১৬ রাত ১২:৫৭
চাঁদগাজী বলেছেন:
আমেরিকার লোকেরা সব ধর্মকে স্বাগত জানায়, এমন কি মুসলিমদেরও; তবে, তারা আরব, পাকিস্তানী মুসলিম ও 'নেশান অব ইসলামের' মুসলমানদের ভয় করে।
৭| ১৬ ই মে, ২০১৬ রাত ১২:৫৯
সচেতনহ্যাপী বলেছেন: আমেরিকা সভ্যদেশের কাতারে পরে কি না সন্দেহ।। যদি না নিজেদের স্বার্থে অস্ত্র-বিমান-মিসাইল ইত্যাদি বিক্রী সভ্যতারই রীতি হয়ে থকে।। কি হচ্ছে বা কারা পৃথিবীকে বর্তমানে অশান্ত করে রাখছে এবং কেন, এটাতো আপনার অজানা নয়।। আর দাঙ্গা?? ছোটখাটো হওয়াই তো স্বাভাবিক।। যে দেশে ২৪ঘন্টার ব্লাকআউটে রেকর্ড সংখ্যক অপরাধ হয়েছিলো!!
১৬ ই মে, ২০১৬ রাত ১:০৭
চাঁদগাজী বলেছেন:
আমেরিকা বড় দেশ, বিচিত্র; এদের অনেক নিজস্ব সমস্যা আছে; ফলে, সীমিত দাংগার জন্য প্রস্তত থাকলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে। বিশেষ করে শিখ সম্প্রদায়কে সরকারের পক্ষ থেকে হুশিয়ার করবে হয়তো।
৮| ১৬ ই মে, ২০১৬ রাত ১:০৯
সচেতনহ্যাপী বলেছেন: @ চাঁদগাজী ঘুরিয়ে ফিরিয়ে কি একই কথা বলা হলো না।।
১৬ ই মে, ২০১৬ রাত ২:১৬
চাঁদগাজী বলেছেন:
আরব দেশগুলোর অবস্হার জন্য আমেরিকার সাথে আরবেরা যুক্ত আছে, এবং সাথে ইরান বড় ফ্যাক্টর।
৯| ১৬ ই মে, ২০১৬ সকাল ১০:৫২
বিজন শররমা বলেছেন: "বিতর্কিত" টাওয়ার ধ্বংশ - মানে কি? টাওয়ার এখনও ধংস হয় নাই ? না কি খ্রীস্টানেরা এটা ধংস করছে বলে আপনি মনে করছেন?
১৬ ই মে, ২০১৬ বিকাল ৩:০৩
চাঁদগাজী বলেছেন:
মন্তব্যকারী উত্তর দেবেন, যদি পোস্টে ফিরে আসেন।
১০| ১৬ ই মে, ২০১৬ বিকাল ৩:৫০
সার্কাসের উট বলেছেন: জানু, তোমার আগের পস্ট-টা মডু সরালো কেন?
তুমি মন খারাপ করে কেদ না। আর কাদলে, সার্টের আচল দিয়ে তোমার অশ্রু মুছে দেব।
১৬ ই মে, ২০১৬ বিকাল ৪:১৫
চাঁদগাজী বলেছেন:
ঠিক আছে
১১| ১৬ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
চিক্কুর বলেছেন: বিষয়টাকে যত হালকা মনে করছেন,তত হালকা না।ওখানেই কিছু রাজ্যে আগে থেকে মুসলিম ও কৃষ্ণাজ্ঞরা প্রায়ই এটাকের শিকার হয়। এই প্রবণতা আরো বাড়বে।
১৬ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৯
চাঁদগাজী বলেছেন:
আমেরিকায় সাদারা নিজের থেকে কাউকে আক্রমণ করে না।
১২| ১৬ ই মে, ২০১৬ রাত ৮:০৯
সাদা মনের মানুষ বলেছেন: আমার ভয় হয়, আমেরিকানরা না আবার ঠিকই এই লোককে প্রেসিডেন্ট নির্বাচিত করে ফেলে।
১৬ ই মে, ২০১৬ রাত ১০:৫৪
চাঁদগাজী বলেছেন:
ট্রাম্পের বিপরিতে হিলারী খুবই দুর্বল প্রার্থী; এখনো হিলারীর অবস্হা ভালো; কারণ, ট্রাম্প গত ২ সপ্তাহে নিজের অনেক ক্ষতি করেছে।
কিন্তু ১ম ডিবেইটে যদি হিলারী ভয় পেয়ে যায়, ট্রাম্প জয়ী হবে।
১৩| ১৬ ই মে, ২০১৬ রাত ৯:৫৪
কালনী নদী বলেছেন: গুরুত্বপূর্ন তথ্য ভাই।
১৬ ই মে, ২০১৬ রাত ১১:০১
চাঁদগাজী বলেছেন:
বাংগালীদের অসুবিধা হবার কথা নয়; তবুও তাদের মনে রাখা দরকার বিষয়টা
১৪| ১৭ ই মে, ২০১৬ রাত ১:৪১
মিজানুর রহমান মিরান বলেছেন: মনে হয় না ট্রাম্প জিতবে।
১৭ ই মে, ২০১৬ ভোর ৫:৪২
চাঁদগাজী বলেছেন:
হিলারী খুবই দুর্বল, কথার খই ফুটাচ্ছে; ডিবেইটে হয়তো উড়ে যাবে।
১৫| ২৭ শে মে, ২০১৬ রাত ৩:১৪
ভ্রমরের ডানা বলেছেন: দারুণ তো!
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩১
ডঃ এম এ আলী বলেছেন: খুবই দু:সংবাদ উত্তরণের উপায় কি । এর ঝড়ে আরো আনেকেই যে যাবে জরে ।
খুব ভাল লাগল লিখাটি । ধন্যবাদ