![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
জেনারেল জিয়া রাজনীতিতে ছিলেন ৭ বছর, খালেদা জিয়া আছেন ৩২ বছর; জেনারেল জিয়া ছিলেন মাস্টার ডিগ্রিধারী, আর খালেদা জিয়া হলেন ১০ ক্লাশ পাশ, ফেল; জিয়া মরার সময় নাকি ছেঁড়া গেন্জী পরা ছিলেন, খালেদা জিয়ার কমপক্ষে সম্পদ হচ্ছে আমেরিকান ডলারে ১ বিলিয়ন ডলার।
হিলারী ক্লিনটন আইনবিদ হিসেবে ঘন্টায় সর্বাধিক পাবার কথা ২০০/৩০০ ডলার, যদি ক্লায়েন্টের সাথে কোর্টে যান; কিন্তু উনি এক ইনভেস্টমেন্ট ব্যাংক গোল্ডম্যান সাকসসে ৩০ মিনিট বক্তৃতা দিয়ে আয় করেছেন ৪০০ মিলিয়ন ডলার; হলিউডে ১ ঘন্টায় উনার নির্বাচনের জন্য চাঁদা উঠেছে ১৫ মিলিয়ন ডলার; ওবামা উনাকে বানায়েছিলেন ফরেন সেক্রেটারী, ফলাফল লিবিয়া এখন সন্ত্রাসের জন্মস্হান, সিরিয়া বলতে কিছু নেই, ইরাকের অবস্হা খারাপের দিকে গিয়েছে; উনি যখন সিনেটর ছিলেন, বুশ জুনিয়রকে আফগানিস্তান ও ইরাক আক্রমণের জন্য সিনেটে ভোট দিয়েছেন , প্রাইমারীতে কোন রাজ্যে ভোট হওয়ার আগেই উনি ৫০০ সুপার ডেলিগেট পকেটে নিয়ে বসে আছেন; উনাকে কেহ চিনতো না, উনি যা করেছেন, সব কিছুই উনার স্বামী প্রেসিডেন্ট ক্লিনটনের কারণে; খালেদা জিয়া যা করেছেন, জেনারেল জিয়ার কারণে।
হিলারী যদি প্রেসিডেন্ট হয়, খারাপ হবে না; খারাপ হবে না, এই জন্য যে, মানুষ উনাকে চেনেন, আগের রেকর্ড আছে, উনার ডোমেইন পরিচিত; কিন্তু উনাকে পরাজিত করে যদি ট্রাম্প চলে আসে, বিশ্ব চলে যাবে অনিশ্চয়তার দিকে, ভালোও হতে পারে, খারাপ হবার সম্ভাবনা বেশী, এবং খারাপ হলে ভয়ংকর খারাপ হবে; এবং হিলারী পরাজিত করা ট্রাম্পের জন্য বোধ হয় কেক খাওয়ার সমান কস্টকর হবে।
১৯ শে মে, ২০১৬ রাত ১০:৩৪
চাঁদগাজী বলেছেন:
ছবিতে ২ জনেরই মাথা দেখা যায়; তবে, মগজ কম আছে, এতে সন্দেহ নেই।
২| ১৯ শে মে, ২০১৬ রাত ১১:১০
দিশেহারা আমি বলেছেন: বাপের জোরে ক্ষমতায় এসে লাত্থি-গুতা খাবার লোকও দুনিয়াতে আছে।
১
২
৩
৪
...
পারিবারিক সুত্রে রাজনীতিতে আসা সবগুলোই আগাছা হয়।
১৯ শে মে, ২০১৬ রাত ১১:৩৮
চাঁদগাজী বলেছেন:
বাপের জোরে এসে সবচেয়ে ভালো করে সিরিয়ার বাশার আর বাংলাদেশের তারেক
৩| ২০ শে মে, ২০১৬ রাত ১২:০০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বুশও বাপের ছেলে ছিল। তবে বুশ, হিলারি - এরা পরিবারের লেভেল থাকলেও ভোটের মাধ্যমে সব প্রক্রিয়ার মাধ্যমে এগিয়েছে। যেটা হাসিনা, খালেদা, তারেক, জয়-এর ক্ষেত্রে প্রযোজ্য হয়নি...
২০ শে মে, ২০১৬ রাত ১২:৪৮
চাঁদগাজী বলেছেন:
সঠিক। কিন্তু প্রেসিডেন্ট ক্লিনটনের উচিত ছিল বুঝা, যে কাজ উনি পেরেছেন, সেটা উনার স্ত্রী পারার কথা নয়; কারণ, উনার স্ত্রীর দক্ষতা উনি জানেন।
৪| ২০ শে মে, ২০১৬ রাত ১২:৫০
ডঃ এম এ আলী বলেছেন: গাজী ভাই পোস্টএর লিখা খুবই চমৎকার ও কাব্যিক হয়েছে । আপনার লিখাটিতে যেখানে যেখানে কমা আছে সেখানে শুধু একটা এন্টার মেরে দিলে সেরা আধুনিক বাংলা কবিতা হয়ে যাবে তাতে কোন সন্দেহ নাই । নীচে দেয়া মন্ত্যবের প্রতিউত্তরটা চেম্পিয়ান হয়েছে ।
"বাপের জোরে এসে সবচেয়ে ভালো করে সিরিয়ার বাশার আর বাংলাদেশের তারেক"
২০ শে মে, ২০১৬ রাত ১:০৫
চাঁদগাজী বলেছেন:
আমি আসলে কবি নই; লোকজন আবার হাসাহাসি করবে।
বাশারের কারনএ ৫ লাখ সিরিয়ান মারা গেছে; এই দেশ আগামী ১০০ বছর ভিক্ষা করবে; তারেকের কারণে, কোকোকে প্রবাসে মরতে হলো, বিএনপি অফিস থেকে কবরে গেলো।
৫| ২০ শে মে, ২০১৬ রাত ২:০৭
Safin বলেছেন: হিলারিকে নিয়ে 'ডয়চে ভেলে' তে একটা লেখা পড়েছি। বিরোধী প্রার্থী হিলারি বলেই ট্রাম্পের জেতার চান্স আছে।
'ট্রাম্প হয়ত জিতবে না,কিন্তু হিলারি হারবে'
২০ শে মে, ২০১৬ রাত ৩:১৯
চাঁদগাজী বলেছেন:
ডচে বেলের লেখক সামু পড়েন, মনে হচ্ছে।
৬| ২০ শে মে, ২০১৬ রাত ২:২৮
সচেতনহ্যাপী বলেছেন: ভেবেছিলাম কিছু বলবো না, তাই পথমবার পত্রপাঠ বিদায় নিয়েছিলাম।। পশ্চিমা দেশগুলি ছাড়া কিন্তু পারিবারিক প্রাধান্যই চলছে।।
ভাল করেই ানেন হিলারীর মনোনয়নের পছে কি আছে?? ভবিষ্যতে পাশা উল্টেও যেতে পারে।।
ঊপরে মেকী রূপ দেখলেও বুঝতে হবে আসলে আমেরিানরা চরম সাম্প্রদায়ীকই।। ভুলও হতে পারে।। তবে আমার বিবেচনা এটাই।।
মূল কথা এফবিআই, সিআইএ,পেন্টাগন, সর্বোপরি ইসরাইল কি চাচ্ছে।।
২০ শে মে, ২০১৬ রাত ৩:২১
চাঁদগাজী বলেছেন:
ক্যাপিটেলিজম মোটামুটি রাজতণ্ত্রের কাছাকাছি এখন।
৭| ২০ শে মে, ২০১৬ রাত ৩:০৭
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ চমৎকার প্রতিউত্তরের জন্য । আবারো বলছি আপনার পোষ্টটি দারুন কাব্যিক হয়েছে, আমার খুবই ইচ্ছা করছে একে কবিতা বানাতে । এমনকি মন্তব্যের এক লাইনের প্রতি উত্তরটিও কাব্যিক হয়েছে । দেখুন কেমন কবিতা হয় , অবশ্য আমি কবিতা লিখতে পারিনা যা লিখি তা আসলে বাহ্যিকভাবে দেখতে কবিতার মত দেখায় আসলে সে গুলি কবিতার ক ও না এটা আমি ভাল করে জানি , একটি সুবিধা কবিতার আড়ালে যা বলতে চাই তার জন্য কোন পরিসংখ্যান বা সুত্র দিতে হয়না কেও প্রশ্ন ও করেনা যে যে রকম পারে বুঝে নেয় । যাহোক এক লাইনের মন্তব্যের কবিতার রূপটি দয়া করে নীচে দেখুন:
বাশারের কারণ
সিরিয়ায় মরণ
অর্ধ মিলিয়ন
চলবে ভিক্ষাবরণ
শতবর্ষ ধরণ ।
তারেকের কারণ
প্রবাসে কোকোর মরণ
বিএনপির অফিস ছেড়ে
কবরে গমন ।
২০ শে মে, ২০১৬ রাত ৩:২৩
চাঁদগাজী বলেছেন:
টপ, ছন্দ ভালোই লাগছে
৮| ২০ শে মে, ২০১৬ সকাল ৮:১১
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতি উত্তরের জন্য ।
৯| ২০ শে মে, ২০১৬ সকাল ৮:১৭
ভার্চুয়াল শোভন বলেছেন: সব বুদ্ধি তো হাসিনার মাথাতে। খালেদার বুদ্ধিতে ঘাস জল খাচ্ছে না।
১০| ২০ শে মে, ২০১৬ সকাল ১০:৪৪
মিজানুর রহমান মিরান বলেছেন: হিলারী যদি প্রেসিডেন্ট হয়,
খারাপ হবে না; খারাপ হবে না, এই
জন্য যে, মানুষ উনাকে চেনেন,
আগের রেকর্ড আছে, উনার ডোমেইন
পরিচিত; কিন্তু উনাকে পরাজিত
করে যদি ট্রাম্প চলে আসে, বিশ্ব
চলে যাবে অনিশ্চয়তার দিকে,
ভালোও হতে পারে, খারাপ হবার
সম্ভাবনা বেশী, এবং খারাপ হলে
ভয়ংকর খারাপ হবে; এবং হিলারী
পরাজিত করা ট্রাম্পের জন্য বোধ হয়
কেক খাওয়ার সমান কস্টকর হবে।
হুম.. এটা কিন্তু সঠিক বলেছেন।
১১| ২২ শে মে, ২০১৬ বিকাল ৫:৫৬
বিজন রয় বলেছেন: কেমন আছেন?
কোথায় আছেন?
ব্লগে তো আপনাকে দেখা যায় না।
১২| ২২ শে মে, ২০১৬ রাত ১০:৩৭
কালনী নদী বলেছেন: মিস ইউ ব্রো!!
১৩| ২৫ শে মে, ২০১৬ দুপুর ১:৪৭
সবুজ আমস্ট্রং বলেছেন:
-
যারা এই লজ্জাশরমহীন সুমহান(!) ব্লগারকে মিস করছেন, তাদের অবগতির জন্য জানা যাচ্ছে যে উনি ইতিমধ্যে মার্কোপলো নামে নিক খুলে আবার ল্যাদানো শুরু করসেন।
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৬ রাত ১০:২৬
চিত্রনাট্য বলেছেন: আপনি তাহলে বলছেন, আমাদের দেশের সুন্দরী খালেদা জিয়া আর টিপটপ হিলারী দুজনকেই তাদের স্বামীরা দাঁড় করিয়ে দিয়েছে! নিজেদের কোন মাথা নেই!
ভালো বলেছেন। আমারো এখন তাই মনে হচ্ছে।