নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগার \'সোজন বাদিয়ার\' পোস্টকে ফ্লাডিং করছে কয়েকজন দুস্ট লোক

২৮ শে মে, ২০১৬ রাত ১০:১৪



থ্যাংকস এডমিন, আমি পোস্ট মুছে দেবে ২ মিনিট পর।

বাংলা ব্লগের শুরু থেকেই কিছু দুস্টলোক ব্লগিং'কে নিরুৎসাহিত করে আসছে; সরকার, রাজনৈতিকদলগুলো, প্রশাসন, ব্যবসায়ী, মোল্লারা ব্লগিং'এর ঘোর বিরোধী; এরপর আছে কিছু লোক, যারা আসলে ব্লগার নয়, কিন্তু ব্লগিং জগতের সুযোগ নিয়ে একাউন্ট খুলে বসে, এরা ব্লগারদের গালাগালি করে, বিশ্রী ছবির মেগা ফাইল ব্যবহার করে কমেন্টে ফ্লাডিং করে; এতে অনেক ব্লগার হতাশ হয়ে যান, এদিকে ব্লগের 'বিগ ডাটা' আরো বেশী স্টোরেজ দখল করে; এরা অপরাধী; এদের বিরুদ্ধে সোচ্চার হোন।

সামুতে নিক নিয়ে এরা অন্যদের পোস্টে সন্ত্রাস চালায়, আসল ব্লগারদের ক্ষতি করে; এরা লিখতে পারে না; লিখলে কেহ পড়ে না; এদের বিপক্ষে অবস্হান নিন।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৬ রাত ১০:২০

কালনী নদী বলেছেন: প্রিয় কবির প্রতি এই অন্যায়ের তীব্র নিন্দা জানাই। আজকে নেটের টাইম শেষ, কালকে আবার দেখা হবে। ধন্যবাদ চাঁদগাজী ভাই।

২৮ শে মে, ২০১৬ রাত ১০:২৫

চাঁদগাজী বলেছেন:



ভালো থাকেন।

দুস্টদের জন্য ভালো যায়গা আছে বাংলাদেশ; ওরা ওখানেই ভালো থাকুক, ব্লগে কেন আসে ওরা?

২| ২৮ শে মে, ২০১৬ রাত ১০:২৭

কালনী নদী বলেছেন: নতুনভাবে নীতিমালা প্রণয়ণ করে লিখাতে আবার সুন্দর্য ফিরিয়ে আনতে মডোদের প্রতি আবেদন রইল।
কবির কাছে দু:খিত হওয়া ছাড়া এখন কিছুই বোঝছি না। খুব কষ্ঠ পেলাম্ । ভাই। আপনি সাথে আছেন তাই ভরসা!

২৮ শে মে, ২০১৬ রাত ১০:৩৩

চাঁদগাজী বলেছেন:



হাজারো দুস্ট হারিয়ে গেছে; এরাও বাতাসে মিশে যাবে।

৩| ২৮ শে মে, ২০১৬ রাত ১১:০০

অনিয়ন ফেইট বলেছেন: আমরা চাই মহান ব্লগারের পোস্ট এ কি হয় সবাই পড়ুক। =p~ কেমনে হয় উহারা মহান মগজভর্তি পায়খানা লইয়া :-0

৪| ২৮ শে মে, ২০১৬ রাত ১১:২৫

দ্য ইনভেডার বলেছেন: চাডগাজি াপনিও যুদ্ধাপরাধীর বিচারকে প্রশ্নবিদ্ধ করলেন ?

যাক অবশেষে কলঙ্কমুক্তির’ বিচার এবং ‘প্রগতিশীল’ প্রচারণা নামক পোস্ট সরানো হয়েছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.