নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আপনাকে রাজনৈতিক সালাম, আপনি বিনা প্রয়োজনে প্রাণ দিয়েছেন

৩০ শে মে, ২০১৬ সকাল ৯:১৯



চেয়ারম্যান ভোটে ভোট দিতে গিয়ে যারা প্রাণ হারায়েছেন, তারা হয়তো পুরোপুরি অকারণে প্রাণটা হারায়েছেন; তারা নিজেদের পরিবারকে কস্ট দিয়ে গেছেন, অনেকেই স্ত্রী, ছেলেময়েকে অনিশ্চয়তার মাঝে রেখে বিনা কারণে প্রাণ দিয়েছেন; এদের মৃত্যুগুলো একেবারেই অবদানহীন ছিল; দেশের বর্তমান অবস্হায়, চেয়ারম্যান ও মেম্বার ভোট হলো মোটামুটি অপ্রয়োজনীয় লোকেল সরকার।

কয়েকজন প্রার্থীও প্রাণ হারায়েছেন; তাদের বেলায়, হয়তো এটুকু বলা যাবে যে, সবকিছুতে কিছুটা রিস্ক থাকে, পেতে হলে, হয়তো কোন কোন সময়ে হারাতেও হয়। যেসব প্রার্থী প্রাণ হারায়েছেন, তারা কি করার চেস্টা করছিলেন বুঝা খুবই মুশকিল।

বাংলাদেশের বাজেট হয় মিনিস্ট্রিতে, সেটাকে কার্যকরী করা হয় মিনিস্ট্রিগুলোর মাধ্যমে; এতে লোকেল সরকারের কোন ভুমিকা থেকে না; আসলে যারা লোকেল সরকারে নির্বাচিত হয়, তারা বাজেট ইত্যাদি শব্দের সাথে পরিচিত নন। এখন দেশে, সব ধরণের বিচারের জন্য মানুষ কোর্টে চলে যায়; কারণ, স্হানীয়রা কোন সমাধান দিতে পারে না।

সময়ের সাথে গ্রামের প্রশাসনকে কেন্দ্রের অধীনে নিয়ে এলে গ্রামীন প্রশাসনের বেশ উন্নতি হবে ও সরকারের কন্ট্রোল বাড়বে; এটা করার জন্য দরকার হবে দক্ষ এডমিনিস্ট্রেটর নিযুক্ত করা, ও সাথে সাথে চেয়ারম্যান ফেয়ারম্যনের পদকে বিলুপ্ত করে দেয়া।

মন্তব্য ৩১ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৬ সকাল ৯:৩৩

ঈশান আহম্মেদ বলেছেন: :( :(

৩০ শে মে, ২০১৬ সকাল ৯:৫৮

চাঁদগাজী বলেছেন:



টাইপ করতে কস্ট হয়?

২| ৩০ শে মে, ২০১৬ সকাল ৯:৫৬

ঘটক কাজী সাহেব বলেছেন: সময়ের সাথে গ্রামের প্রশাসনকে কেন্দ্রের অধীনে নিয়ে এলে গ্রামীন প্রশাসনের বেশ উন্নতি হবে ও সরকারের কন্ট্রোল বাড়বে; এটা করার জন্য দরকার হবে দক্ষ এডমিনিস্ট্রেটর নিযুক্ত করা, ও সাথে সাথে চেয়ারম্যান ফেয়ারম্যনের পদকে বিলুপ্ত করে দেয়া।
মূল্যবান কথা বলেছেন ভাই :-B

৩০ শে মে, ২০১৬ সকাল ৯:৫৮

চাঁদগাজী বলেছেন:



আমার মনে হয়, এটা করা ঠিক হবে।

৩| ৩০ শে মে, ২০১৬ সকাল ১০:০০

ঘটক কাজী সাহেব বলেছেন: গনতন্ত্রের জন্য যারা প্রান দিয়েছে তাদের প্রতি রইলো আমারও সালাম। সালাম দেয়ার ইমু খুজিয়া পাইলাম না। তবু রইল অন্তর থেকে।

৩০ শে মে, ২০১৬ সকাল ১০:০৬

চাঁদগাজী বলেছেন:




দেশের এই পরিস্হিতে চেয়ারম্যান ভোটে যাওয়াই মানুষের ভুল

৪| ৩০ শে মে, ২০১৬ সকাল ১০:০৭

রানার ব্লগ বলেছেন: গনতন্ত্রের জন্য প্রান দেয়ার পর কি হইল ???

শুধু সালামে পেট ভরে না। মর্যাদা, সন্মাননা, সালাম, পুষ্পদান এই গুলা বইয়ের ভাষা। জীবনের ভাষা হল এক সানকি ভাত আর দুইটা পোড়া মরিচ।

৩০ শে মে, ২০১৬ সকাল ১০:০৯

চাঁদগাজী বলেছেন:




এই ভোটারগুলো বিনা প্রয়োজনে প্রাণ হারায়েছেন

৫| ৩০ শে মে, ২০১৬ সকাল ১০:০৮

ঘটক কাজী সাহেব বলেছেন: ঠিক তাই, লুটেরা ছবিটা দেকছেন ভাই =p~ =p~ =p~

৩০ শে মে, ২০১৬ সকাল ১০:১০

চাঁদগাজী বলেছেন:




না দেখিনি

৬| ৩০ শে মে, ২০১৬ সকাল ১০:১৪

বাঘ মামা বলেছেন: এসব নির্বোধ রাজনৈতিক কর্মির সংখ্যা দিনে দিনে কমে আসবে এবং অনেক হারে কমেও আসছে, মানুষ এখন সময়ের সাথে তাল মেলাতে শিখছে ,প্রযুক্তির কল্যাণে বহির্বিশ্বকে কাছ থেকে দেখে দেখে মানুষ শিখছে।আমার বিশ্বাস খুব বেশিদিন নেই নেতারা রাজপথে একাকি হয়ে যাবে।

৩০ শে মে, ২০১৬ বিকাল ৩:৪৭

চাঁদগাজী বলেছেন:



যাদের প্রাণ গিয়েছে এরা মোটামুটি সাধারণ মানুষ, অশিক্ষিত ও রাজনৈতিক ধরণাহীন।

৭| ৩০ শে মে, ২০১৬ সকাল ১১:৪৪

বাংলা সিনামার মুকুটবিহীন সম্রাট প্রবীর মিত্র বলেছেন: ভাইসাহেব কেমন আছেন? আপনার মোপাইল নাম্বারটা তো আর দিলেন না আমাকে।

৩০ শে মে, ২০১৬ বিকাল ৩:৫০

চাঁদগাজী বলেছেন:




কিছু দুস্টলোক আমার পোস্ট হয়ে ফ্লাডিং করছে, ঠিক সময়ে দেবো; নম্বরটা ওদের হাতে গেলে বিরক্ত করবে!

৮| ৩০ শে মে, ২০১৬ বিকাল ৪:১৬

সানিম মাহবীর ফাহাদ বলেছেন: ভালো বলেছেন! যার দিন যাপনে সমস্যা হয় কিন্তু বড় লোক হওয়ার একটা ইচ্ছে থাকে তাঁরাই চেয়ারম্যান হয়। তারপর গম, রিলিফের টাকা এগুলো নিজের গর্ভে চালান করা হয়ে যায় তাদের মূল কাজ।

তবে মারা গেলে চেয়ারম্যান প্রার্থী যাক। সাধারন মানুষ এখানে মারা গেলে ক্ষতিটা তাদেরই। ইউজলেস!

৩০ শে মে, ২০১৬ বিকাল ৫:০৩

চাঁদগাজী বলেছেন:




সাধারণ মানষকে অশিক্ষিত করে রাজনৈতিক দলগুলো ফায়দা লুটছে।

৯| ৩০ শে মে, ২০১৬ রাত ১০:৩৫

মহা সমন্বয় বলেছেন: OMG :-< ইদানিং ব্লগে এসব কি শুরু হইছে??? মডুরা কি এগুলা দেখে না!!!! |-)

৩০ শে মে, ২০১৬ রাত ১১:০৫

চাঁদগাজী বলেছেন:



ব্লগ নিয়ে খেলছে অনেক দুস্ট লোক

১০| ০১ লা জুন, ২০১৬ রাত ১:১২

মিজানুর রহমান মিরান বলেছেন: স্থানীয় ভাবে প্রভাব বিস্তার করে এলাকার সরকারী উন্নয়নের কাজগুলো নিজেরা হাতিয়ে নেয়া এবং এলাকায় প্রভাব বিস্তার করাটাই আসলে এইসব চেয়ারম্যানের মূল লক্ষ।

০১ লা জুন, ২০১৬ ভোর ৬:৫৫

চাঁদগাজী বলেছেন:



চেয়ারম্যান পদ্ধতিকে বিলোপ করার দরকার

১১| ০১ লা জুন, ২০১৬ সকাল ৭:০৪

দিয়া আলম বলেছেন: কেমন আছেন গাজী ভাইয়া?

আচ্ছা সবাই আপনার পিছনে পড়লো কেনো বলেনতো?

০১ লা জুন, ২০১৬ সকাল ৭:১১

চাঁদগাজী বলেছেন:




আমি যেসব বিষয়ে কথা বলছি, ও যে ধরণের ধারণা পোষণ করছি, সেগুলো অনেকের জন্য কঠিন।

০১ লা জুন, ২০১৬ সকাল ৭:১৯

চাঁদগাজী বলেছেন:





আপনার লেখা, "লাভ ইউ মা" পড়ে মন্তব্য করেছিলাম, "কয়েক লাইনে জীবনের একটা অধ্যায়"; কিন্ত আমাকে কমেন্ট ব্যান করে রেখেছে।

১২| ০১ লা জুন, ২০১৬ সকাল ৭:২৫

দিয়া আলম বলেছেন: ওহ তাইনাকি!!!!!!? :( কেন কেন আপনাকে ব্যন করলো কেন? আপনার ব্লগেতো অন্যরা ফালতু কাজ করছে, ব্যন করবে তাদের, আপনাকে করেছে কেন? এটা কেমন বিচার আল্লাহর দুনিয়ায়।

না দেখা মন্তব্যের জন্য ধন্যবাদ গাজী ভাইয়া

ভালো থাকবেন

০১ লা জুন, ২০১৬ সকাল ৮:০৭

চাঁদগাজী বলেছেন:




এটা বরাবরই ঘটছে; আমি নিজের ধারণাকে তুলে ধরতে গিয়ে সমস্যাট সন্মুখীন হচ্ছি

১৩| ০১ লা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

প্রামানিক বলেছেন: বড়েই সমস্যা আপনার নামে তো আরেকটা নিক দেখি।

০১ লা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

চাঁদগাজী বলেছেন:




অনেকগুলো নিক করেছিল আমার নামে, কয়েকটা সামু বন্ধ করেছে; দেশ ভরে গেছে আগাছায়

০১ লা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

চাঁদগাজী বলেছেন:



এদিকে সামু কমেন্ট ব্যান করে রেখেছে।

১৪| ০১ লা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

পাহাড়ী গাংচিল বলেছেন: গাজীবাঈ। নতুন নিক খুলসেন, খাওয়াইবেন্না? :#)
আর আমার চাক্রিটা কি হৈবে না? আমার তো আফগান যাওয়া ছাড়া কুনো ফথ থাকপে না আপনে আমার প্রুফরিডারের কাম না দিলে, মগজ নাই ব্লগারও তো হৈতে পারুম্না :((

০১ লা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

চাঁদগাজী বলেছেন:




আপনি নিজের সার্কেলে ফিরে যান, ভুল যায়গায় গোলমাল করছেন; যা করছেন, এগুলো অপরাধ; আপনাকে বারবার বলা হচ্ছে।

১৫| ০১ লা জুন, ২০১৬ রাত ৮:২১

গেম চেঞ্জার বলেছেন: কথা হলো তৃণমূল পর্যায়ের রাজনীতির বাষ্প রাখতে হলে চেয়ারম্যান/মেম্বার ব্যবস্থার দরকার আছে। রাজনৈতিক সালাম ব্যাপারটা নতুন ঠেকছে।


আপনার কমেন্ট ব্যান?

০১ লা জুন, ২০১৬ রাত ৮:৪৬

চাঁদগাজী বলেছেন:




লোকগুলো বেকুবী করে প্রাণ হারালো, কি ধরণের প্রশংসা করা যায় বুঝতে পারছিলাম না।

১৬| ০১ লা জুন, ২০১৬ রাত ৮:৩৮

পাহাড়ী গাংচিল বলেছেন: বালপাকনা বুইড়া ভামে কয়কি? আমি আবার আপনেরে কবে কেমতে জ্বালাইলাম? আপনেই কৈসিলেন আমার মগজ নাই ব্লগার হৈতে পারুম্না কিন্তু আমি বানান ভালা পারি বৈলা আমারে প্রুগরিডারের চাক্রি দিবেন। এখন আপনে পল্টি মার্লে আমার যে আফগান যাওয়া ছাড়া উপায় থাকপেনা জাইনাও আমারে খেদায়া দিতাসেন? এইটা তো আপনের অপরাধ, আমার নামে কুৎসা রটাইতাসেন কেন? খোদায় আপনের বিচার করব :((

০১ লা জুন, ২০১৬ রাত ৮:৪৯

চাঁদগাজী বলেছেন:




ব্লগ হলো লেখক ও পাঠকদের জন্য, আপনি নিজের যায়গা খুঁজে নেন

১৭| ০১ লা জুন, ২০১৬ রাত ৮:৩৮

পাহাড়ী গাংচিল বলেছেন: মাইনষেরে আশা দিয়া আশাভঙ্গ করা মুনাফিকের নিশানা। আপনে জাহান্নামে যাইবেন।

০১ লা জুন, ২০১৬ রাত ৮:৪৪

চাঁদগাজী বলেছেন:




আপনি জাহান্নাম থেকেই সামুতে লিখছেন, মনে হয়!

১৮| ০২ রা জুন, ২০১৬ রাত ১২:১১

পাহাড়ী গাংচিল বলেছেন: তা জনাব বালপাকনা, আপনের মধ্যে ঠিক কোন জিনিষটা আসে যেইটা আর কারও নাই? ঠিক কারণে আপনে একাই খালি ব্লগার আর কেউ ব্লগার না? একটু বলেন, শিখি।

০২ রা জুন, ২০১৬ রাত ২:০১

চাঁদগাজী বলেছেন:




সবকিছু শেখা যায় না, নিজের এলাকায় থাকেন।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.