নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লাড-ক্যানসার, হার্ট-সমস্যা ও কিডনী রোগের কারণে দেশে জরুরী অবস্হা ঘোষনার দরকার

০২ রা জুন, ২০১৬ রাত ১:৩৯



ব্লাড ক্যানসার রোগটি ইনফ্লুয়েন্জা ও ভাইরাস জ্বরের মতো ছড়িয়ে পড়েছে; ২৮ বছরের যুবক মারা যাচ্ছে হার্ট এ্যাটাকে, ১৭ কোটীর মাঝে ২ কোটীর কিডনীতে সমস্যা আছে; এগুলোর মুলে খাদ্যে কেমিক্যাল, পশুখাদ্যে কেমিক্যাল, হরমোন, এন্টিবাইওটিক, মাছের খাদ্যে কেমিক্যাল ও হরমোন। মাছর খাদ্যে এত বেশী কেমিক্যাল মিশাচ্ছে যে, পুকরের পানিতে হাত দিলে হাত চুলকায় ও পুকুরের মাটি টলটলে কাদা হয়ে যায়।

কোনটা সহজ হবে: রোগীদের জন্য মাথাপিছু দান খয়রাত থেকে গড়ে ৩০ লাখ টাকা সংগ্রহ করে, তাদেরকে ভারত, সিংগাপুর নেয়া, নাকি কেমিক্যাল বিক্রয় ও ব্যবহার বন্ধ করা? যেটা করা সম্ভব সেটার দিকে আগে মন দেন।

ব্লগে, পত্রিকায়, মিডিয়ায় সাহায্য চাওয়া হচ্ছে শিক্ষক, ছাত্র, ছোট চাকুরীর লোকদের জন্য; কৃষক, শ্রমিক, রিকসা ড্রাইবার, কাজের মেয়ে, বস্তির লোকের জন্য কেহ কি সাহায্য চেয়েছে? আসল রোগীর সংখ্যা তো শেষের গ্রুপে!

বিখ্যাত গায়িকা, জাতীয় প্রফেসর, বা বুদ্ধজীবি আক্রাণ্ত হলে প্রাইম মিনিস্টার সামান্য সাহায্য করবেন; কিন্তু বস্তির কাজের বুয়ার জন্য উনি কি সাহায্য করবেন? আসলে, এভাবে চলতে থাকলে আগামী ১০ বছরে আমাদের পুরো বাজেটের সমান টাকার দরকার হবে ভারত ও সিংগাপুর পাঠাতে।

দেশে হাসপাতাল ও মেডিক্যাল কলেজের সংখ্যা চাইনীজ রেস্টুরেন্টের সমান হয়ে গেছে; দেশে গরুর চেয়ে ডাক্তারের সংখ্যা বেশী; তারপরও গরু আনতে হয় ভারত থেকে, চিকিৎসা করাতে হয় ভারতে। এগুলো সমাধান মানুষকে করতে হবে, সরকারের মাথায় এগুলো ঢুকবে না; কারণ, উনাদের সবার মৃত্যু হবে দেশের বাহিরে।

মন্তব্য ১৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৬ রাত ২:০৫

কুপমুন্ডুক বলেছেন: অবস্থা ভয়াবহ!

০২ রা জুন, ২০১৬ রাত ২:০৮

চাঁদগাজী বলেছেন:



জমি, পুকুরের পানি, সবজি, ফল গাছ এখন কেমিক্যালে ভাসছে; গরু, মুগী , মাছে হরমোন ও এন্টি বাইওটিক।

২| ০২ রা জুন, ২০১৬ সকাল ১১:০৬

ঢাকাবাসী বলেছেন: অবস্হা ভয়াবহ তবে এর থেকে উত্তরণের কোনই সম্ভবনা নেই, একদম নেই। সবাই রিপিট সবাই ঘুষ খায়, কমিশন খায়।

০২ রা জুন, ২০১৬ বিকাল ৪:০৩

চাঁদগাজী বলেছেন:




উত্তরণের পথ বের করা হবে।

৩| ০২ রা জুন, ২০১৬ দুপুর ১:২২

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: দেশে গরুর চেয়ে ডাক্তারের সংখ্যা বেশী; তারপরও গরু আনতে হয় ভারত থেকে, চিকিৎসা করাতে হয় ভারতে। দারুন বলেছেন। পুরোন নিক ফিরে পেলেন তাহলে?অভিনন্দন।

০২ রা জুন, ২০১৬ বিকাল ৪:০২

চাঁদগাজী বলেছেন:




হ্যাকার ইত্যাদি ব্লগিংকে পেছেনে নিয়ে যাচ্ছে।

৪| ০২ রা জুন, ২০১৬ বিকাল ৪:২৫

বিজন রয় বলেছেন: ভাবনার বিষয়।

০২ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

চাঁদগাজী বলেছেন:




চীনাদের সব কেমিক্যাল বাংলাদেশে বিক্রয় হচ্ছে।

৫| ০২ রা জুন, ২০১৬ বিকাল ৫:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই ভয়াবহ অবস্থা দেশের এবং হাসপাতাল ডাক্তারদের

০২ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

চাঁদগাজী বলেছেন:



মেডিক্যাল কলেজগুলো কষাই তৈরির কারখানা

৬| ০২ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সমস্যা ডাক্তা‌রে না‌কি ক্যা‌মি‌কে‌লে সেটা ডিসাইড ক‌রেন। দে‌শের ডাক্তাররাও বিশ্বমা‌নের। যারা ভারত, ব্যাংকক যায় তা‌দের কা‌লো টাকা আ‌ছে।

০২ রা জুন, ২০১৬ রাত ৯:১৯

চাঁদগাজী বলেছেন:




আপনিও কালকে ভারত বা সিংগাপুর পাঠাবেন নিজের রোগীদের।

৭| ০২ রা জুন, ২০১৬ রাত ৮:৩৬

মাহাবুবা মিম বলেছেন: জীবন টাই এমন

০২ রা জুন, ২০১৬ রাত ৯:২০

চাঁদগাজী বলেছেন:




মোটেই নয়, বানরেরা পদ দখল করে বসে আছে, দেশ অরাজকতার মাঝে ঢুবে গেছে।

৮| ০২ রা জুন, ২০১৬ রাত ৯:৪৬

গেম চেঞ্জার বলেছেন: গাজী ভাই! তাই বলে জরুরি অবস্থা!!!!!!!!!!!!!!!! B:-)


লেখক বলেছেন:


মোটেই নয়, বানরেরা পদ দখল করে বসে আছে, দেশ অরাজকতার মাঝে ঢুবে গেছে।

:-P

০২ রা জুন, ২০১৬ রাত ১০:৫১

চাঁদগাজী বলেছেন:




ব্লাড ক্যানসার, হার্ট-ফেইল্যুর ও কিডনী রোগ হচ্ছে কেমিক্যাল, হরমোন ও এন্টিবায়োটিকের কারণে; জরুরী অবস্হা ঘোষণা না করলে এইগুলো থামানো যাবে না; যারা এগুলো ব্যবহার করছে, ওরা থামবে না।

৯| ০৩ রা জুন, ২০১৬ রাত ১২:২৬

মহা সমন্বয় বলেছেন: এই দেশের প্রতিটি পরিবারে রোগী আছে একটি পরিবারে একটি রোগী থাকলেই অবস্থা কাহিল। :(
আর মানুষ দিন দিন ওষুধ নির্ভরশীল হয়ে পরছে। মুদি দোকানেও এখন ওষুধ পাওয়া যায়। কিছু হলেই মানুষ ওষুধ খায়।
আমি যে গত ৫ বছরে পাঁচটি ট্যাবলেটও খাইনি. তাতে কি আমি মারা গেছি নাকি? কিছুদিন আগে হালকা জ্বার হইছিল কিচ্ছু খাইনি এমনিতেই ঠিক হই গেছে। :) অন্য কেউ হলে কম করে হলেও তিনটি ট্যাবলেট খাইত।
এন্টিবায়োটিক এটা এখন পুরো বিশ্বব্যাপী এক সমস্যার নাম। বিশেশজ্ঞরা অশাংখা করছেন যদি এন্টিবায়োটিককে এখনই নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে এক সময় মানব জাতির ধ্বংসের কারণ হবে এই এন্টিবায়োটিক। দিন দিন মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাচ্ছে এই এন্টিবায়োটিকের কারণে আর নতুন নতুন শক্তিশালী ভাইরাসের জন্ম নিচ্ছে।
আর খদ্য দ্রব্যে ভেজাল নিয়ে আর কি বলব!! এটা এখন আমাদের পেটে সয়ে গেছে =p~ ভেজাল খেয়ে এখন আর আমাদের কিচ্ছু হবে না। :-P

০৩ রা জুন, ২০১৬ ভোর ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:



স্বয়ং আমেরিকায় কয়েকটা "সুপার বাগ" বেরিয়েছে যেগুলোকে কোন এন্টিবাইওটিক ধরছে না। বিশ্বে ফার্মসিউটিকেলরা মনে হয়, নতুন রোগের সৃস্টি করছে। মানুষ অকারণ ঔষধ খেয়ে শরীর নস্ট করছে।

১০| ০৩ রা জুন, ২০১৬ রাত ১:২৪

সচেতনহ্যাপী বলেছেন: আপনি সমস্যাগুলি তুলে ধরেন ঠিকই কিন্তু ভেবে দেখেন না, এগুলোর বাস্তবায়ন কি আদৌ হয়ছে বা হবার সম্ভাবনা আছে??!! দেশ আমরা চালাই না আর যারা চালায় তারা এসব দেখে হাসে।।

০৩ রা জুন, ২০১৬ ভোর ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:




বাস্তবায়ন হবে, হয়তো আমিই শুরু করবো।

১১| ০৩ রা জুন, ২০১৬ দুপুর ২:২০

বাংলা সিনামার মুকুটবিহীন সম্রাট প্রবীর মিত্র বলেছেন: ভাইসাহেব, আপনার তবিয়ত কেমন? আপনার পোস্টগুলোতে সবার ব্যাবহার দেখে খুব খারাফ লাগল।

০৩ রা জুন, ২০১৬ বিকাল ৩:৪৩

চাঁদগাজী বলেছেন:




এমন কিছু না, জনসংখ্যার একাংশ ইডিয়ট হিসেবেই জন্মায়।

১২| ০৩ রা জুন, ২০১৬ রাত ৮:০৩

আহা রুবন বলেছেন: সমস্য অনেক জটিল। আমার গ্রামের তিনজন ব্যক্তিকে আমি পরামর্শ দিয়েছিলাম, হাসপাতালে যেতে, ডাক্তার দেখাতে। এরা ব্রেস্ট টিউমারে আক্রান্ত। আমি সার্ট খুলে কাটা দাগ দেখিয়েছি শুরুতেই টিউমার ফেললে বিপদ থাকে না। ডাক্তারের কাছে যায়নি কবিরাজি করেছে, হোমিও খেয়েছে। দুজন শেষমেষ ক্যান্সারে আক্রান্ত হয়ে ভয়ানত যন্ত্রণা পেয়ে গত হয়েছে।

০৩ রা জুন, ২০১৬ রাত ১০:৪২

চাঁদগাজী বলেছেন:



মানুষের পক্ষে এই ভয়ানক খরচ ব হন করার মত সাধ্য নেই; আবার ক্যান্সার ৮০% ক্ষেত্রে ভালো হয় না; প্রিভেনশান দরকার।

১৩| ০৩ রা জুন, ২০১৬ রাত ৯:১৫

কালনী নদী বলেছেন: ভালো, আত্নসচেতনতামূলক লিখনী- Keep it up!

০৩ রা জুন, ২০১৬ রাত ১০:৪৩

চাঁদগাজী বলেছেন:



লিখছি, আমাকে কমেন্ট ব্যান করে রেখেছে।

১৪| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:৩৪

কালনী নদী বলেছেন: Today is Yours, Tomorrow is Mine - AmeRican Proverb!

নিশ্চয়ই আপনার ব্যান তুলে নিয়ে নতুন করে সূযোগ দেওয়া হোক। ব্যাপারটা যেহেতু মন্তব্যের। কর্তৃপক্ষের কাছে অনুরুদ রইল চঁদকে ফিরিয়ে দিতে।

০৫ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫২

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ

১৫| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৪:১৬

বটিকাবাব বলেছেন: কালনী ছাগু ছাড়া কেউ তর সাইডে নাই, এইটা এক্টা কথা হৈল?

১৬| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ৮:২০

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: আপনে একটা উন্নতমানের গর্ধব। টেকনোলজির কথা বলেন, কিন্তু টেকনোলজির ট সম্পর্কে আপনার ধারনা নাই। সামান্য একটা ইউজার ব্লক করার যোগ্যতাও আপনার নাই। আর আপনে আসছেন মানুষরে ব্লগিং শিখাইছে! টেকনোলজি নিয়া জ্ঞান দিতে! সাব্বাস!!

আপনের স্তরে নামতে পারলাম না দেইখা আমি ব্লগার হইতে পারলাম না, বুধয়, মুনেহয়, ধারনা করা হয় =p~

১৭| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ৮:২৬

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: view this link

এই লিঙ্কে যান। গিয়া "নিষিদ্ধ তালিকায় এড করুন" এ ক্লিকান,

এরপর, যারে ব্লকাইবেন তার পুরা ব্লগ লিঙ্কে যান, বটিকাবাবের ব্লগ লিঙ্কঃ

http://www.somewhereinblog.net/blog/botikabab

ওরে ব্লকাইতে চাইলে লাস্টের অংশের ইউজারনেমটা কাইটা ( botikabab )নিষিদ্ধ তালিকায় এড কইরা আপনার পুচ্ছদেশ রক্ষা করেন।

গুরুর দুর্দশা কমুক, গুরু যদি শান্তিতে ব্লগাইতে না পারে তাইলে যে আমিও ব্লগার হইতে পারুম না =p~

০৪ ঠা জুন, ২০১৬ রাত ১০:০৪

চাঁদগাজী বলেছেন:



আপনাকে অনেক ধন্যবাদ; আমার কম্পুটারের কারণে, বা সামুর জন্য 'কমেন্ট মডারেশনের' ইউটিলিটিটি দেখা যায় না; সেখানে সমস্যা।

১৮| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ৮:৪২

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: ওহে মহান ব্লগার, ব্লকিং শিখাইলাম, এইবার পোস্ট ওপেন করেন, বাইপাস অপশন এনেবল করায়েন না। আপনের লগে কথা কইয়া আমোদ লাভ করি একটূ।

নাইলে তো আমি আর ব্লগার হইতে পারবো না =p~

০৫ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:




আপনি জন্ম থেকেই ব্লগার।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.