![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
অনেক সময় হলো আমাকে কমেন্ট ব্যান করেছে ব্লগ; আমি নিজের পোস্টে কমেন্টের উত্তর দিতে পারি, কিন্তু অন্যদের পোস্টে কমেন্ট করতে পারি না; ব্লগের "সহযোগীতা" ম্যানু থেকে অনেকবার অনুরোধ করেছি; মনে হয়, এডমিনদের চোখে পড়েনি; এখন সাময়িক পোস্ট দিচ্ছি; আশাকরি, এডমিনদের নজরে আসবে।
০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:১৪
চাঁদগাজী বলেছেন:
আমার লেখার যায়গা আরো আছে।
২| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ৮:২৪
মোঃ নেছার উদ্দিন বলেছেন: আপনি কার বাড়া ভাতে ছাই দিয়েছিলেন যে, আপনার কমেন্ট ব্যান করে দিয়েছে।
০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:১৭
চাঁদগাজী বলেছেন:
কিছু লোকজন চায় যে, সবাইকে ওদের মতো হতে হবে।
৩| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ৯:১২
আহলান বলেছেন: স্বাধীন ভাবে মত প্রকাশের স্বাধীনতা সাংবিধানিক অধিকার ... আশা করি ব্লগ কর্তৃপক্ষ আপনাকে সেই সুযোগ করে দেবেন ...ধন্যবাদ!
০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:১৮
চাঁদগাজী বলেছেন:
আমি পড়লে, কছু বলতে চাই
৪| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ৯:৩৩
তিক্তভাষী বলেছেন: সত্যি বলতে কী, আপনি ব্লগপোস্ট আর কমেন্টের নামে যা প্রসব করেন তার বেশীরভাগই গার্বেজ। আমি অনেকবারই সরাসরি আপনার পোস্টেই সেকথা জানিয়েছি। তবে, আমি মনে করি যে যার মেধা অনুযায়ীই লিখবে এবং সেটা প্রকাশের অধিকারও তার রয়েছে। আশা করি ব্লগ কর্তৃপক্ষ সে অধিকার কেড়ে নেবেন না।
০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:১২
চাঁদগাজী বলেছেন:
আমি +++ এর কিভাবে চাপতে হয় জানি, ++ চাপার দরকার হয়নি।
৫| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ৯:৩৪
ব্লগ সার্চম্যান বলেছেন: না এটা ঠিক না । এভাবে কারো মুখের কথা কেড়ে নেয়ার নাম কি বাক স্বাধীনতা । আশা করি শিগ্রই আপনাকে ব্যান মুক্ত করবে ।
০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:২০
চাঁদগাজী বলেছেন:
আমি শুধু ক্লিক করি না, আমি পোস্ট পড়ি, পড়লে বলতে হয়।
৬| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১০:১০
মিজানুর রহমান মিরান বলেছেন: খুব শীগ্রই আপনার কমেন্ট ব্যান তুলে ফেলুক, এই আশায় করছি।
০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:২০
চাঁদগাজী বলেছেন:
আশা করছি।
৭| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১০:৩০
রাফা বলেছেন: কেনো কমেন্ট ব্যান করা হয়েছে সেই ব্যাপারগুলো কি অনুধাবন করতে পারছেন আপনি?
নিশ্চই একটা নির্দিষ্ট সময়ের জন্য ব্যান করা হয়েছে ।যথাসময়ে তা তুলেও নিবে হয়তো।
কিন্তু আপনি কি এরপর থেকে একটু সতর্ক হয়ে মন্তব্য করবেন দয়া করে।আমি চাই আপনি
সুন্দরভাবে ব্লগিং করুন ।আশা করি এরপর আর কোন ভুল করবেননা।
০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:২৩
চাঁদগাজী বলেছেন:
আমি যেসব বিষয়ে লিখি, সেটা সামান্য সমস্যার সৃস্টি করেছে।
৮| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১০:৫৯
বাকরখানি বলেছেন: তোমারে তোয়াজ কৈরা ব্লগিং না কর্লে কেউ ব্লগার না, আর তোয়াজ কর্লে ছাগুও ব্লগার। তোমার গালি আর ফ্লাডিং থিক্যা দেশের প্রাইম মিনিস্টার পর্যন্ত মাফ পায় না। তোমারে ব্যান কর্ব না তো কি বোরহানি খাওয়াব?
০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:২৬
চাঁদগাজী বলেছেন:
প্রাইম মিনিস্টারকে নিয়ে কি আপনি লিখতে পারবেন? লিখলে আমাকেই লিখতে হবে।
৯| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:০০
জেন রসি বলেছেন: চাঁদগাজী সাহেব, যদিও জানি লাভ নাই তারপরও আপনাকে কিছু কথা বলি। যে ব্লগার এখন আপনার বিরুদ্ধে কমেন্ট ফ্লাড করছে এবং যে কায়দায় করছে তা আমিও সমর্থন করিনা। কিন্তু প্রশ্ন হইল তিনি কেন সেটা করতে বাধ্য হইলেন। এই ব্লগার আগে আপনার পোস্টে গঠনমূলক মন্তব্যই করত। এখন কেন এমন করছে? কারন আপনি কারো মন্তব্যের জবাব ঠিক মত না দিয়ে উল্টা বাজে ব্যবহার করেন। আপনার এলোমেলো লেখা থেকে কি বলতে চাইছেন তা বুঝে মন্তব্য করাও অনেক কঠিন কাজ। কিন্তু তারপরও আপনার কিছু কিছু পয়েন্ট যৌক্তিক মনে হয় মাঝেমাঝে। আবার না হইলে যখন বলি তখন আপনি উল্টাপাল্টা যা মনে আসে বলে দেন। একবার দেখলাম কাকে বানান ভুলের জন্য যাতা বলছেন যেখানে আপনার নিজের বানানেরই ঠিক নাই। আপনি যেটাকে সমালোচনা বলেন সেটা সমালোচনাও না, আলোচনাও না। সেটা হচ্ছে সরাসরি ব্যক্তি আক্রমণ। এই ব্যক্তি আক্রমন আপনি দিনের পর দিন করে আসছেন। তাই আগে নিজের করা ভুলগুলো স্বীকার করে ঠিক করেন। সমালোচনা করতে চাইলে গঠনমূলক সমালোচনা করেন। ব্যক্তি আক্রমন বন্ধ করেন। বিতর্কিত পোস্ট দিলে সেই পোস্টে আপনার বিপক্ষে আসা মন্তব্যের যৌক্তিক উত্তর দেওয়াও আপনার দায়িত্ব। সেক্ষেত্রে বাজে ব্যবহার করা বাদ দেন। আগেও অনেকে বলেছে। আমিও আবার বললাম। একজন ব্লগারত তার মূল্যবান সময় আপনাকে ঠিক করার কাজেই ব্যয় করে চলেছেন।
আর যদি মনে করেন আপনি আপনার মত করেই ব্যক্তি আক্রমন চালাইয়া যাবেন তাহলে সেটাও আপনার চয়েস। তবে সেক্ষেত্রে আপনিও অন্য কারো দ্বারা আক্রমনের শিকার হবেন। এখন যেমন হচ্ছেন। দুই সন্ত্রাসী গোলাগুলি কইরা একজন আরেকজনকে মেরে ফেললে কেউ সেটা নিয়ে খুব একটা বিচলিত হয়না।
আশা করি কথাগুলো বিবেচনায় রাখবেন। শুভকামনা রইলো।
০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:০৮
চাঁদগাজী বলেছেন:
উপদেশগুলো কথার কথা, ফ্লাডিং যারা করছে, ওরা অপরাধী মনের মানুষ।
১০| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:১৪
বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: ব্লগীয় নীতিমালা বহির্ভুত পোস্ট।
পোস্ট রিপোর্টেড
০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:২৭
চাঁদগাজী বলেছেন:
অনেকের জন্য রিপোর্ট করাটাই ব্লগিং
১১| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:১৭
শায়মা বলেছেন: জিনিভাইয়ার কমেন্টে লাইক দিতে ঢুকলাম!
কিন্তু চিন্তায় আছি এখন আমার এই আতেলভাইয়াকে চাঁদগাজীভাইয়াজান আবার কি বলে এটা ভেবে!!!!!!!!!!!
০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:১১
চাঁদগাজী বলেছেন:
বাংলায় আঁতেল ছিলেন শেরে বাংলা, বাকীগুলো বাংগালী।
১২| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:১৮
স্টাইলিশ বয় বলেছেন:
৯ নং মন্তব্যে লাইকাইলাম! এবং সেই সাথে সাথে কমেন্ট ব্যানের তেব্রো ফরতিবাদ জানাইলাম! তয় আফাতত সমিস্যারতো খিচু দেকতাচি না! মার্কপলো নিকটা জানি কার? যে কয়দিন ছাদগাজী নিক ব্যান আছে, সেই কয়দিন 'মার্কপলো' নিক দিয়া না হয় ব্লগারদের ব্যান্ড বাঁজাইবেন! নাকি ঐটারও একই হাল.......
০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:২৯
চাঁদগাজী বলেছেন:
লাইক দেয়াও এক ধরণের ব্লগিং
১৩| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:২০
ঝালমুড়ি আলা বলেছেন: এইটা কি হইল
০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:২৯
চাঁদগাজী বলেছেন:
সাধারণ ব্যাপার
১৪| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:২১
বাকরখানি বলেছেন: জেন রসি ভাই, আপনের কথাগুলা এরে অনেক লোক অনেকভাবে বলসে, এ কোনদিন পাল্টাবে না। ৯/১০বার ব্যান সামুতে খাইতে পারে কেবল ছাগু আর নাইলে সাইকো। এর কাছে এই ব্লগে কোন ব্লগার নাই, সবাই মগজহীন, একটা লেখাও মানসম্পন্ন না, কাজেই সবাইরে যা খুশি বলার স্বাধীনতা এর আছে- এইটাই হৈল এর কাসে ব্লগিং। এর কাছে যে কেউ ফিডব্যাক চাইতাসে না, সেইটাও হে মানতে রাজি না। আর এরে তোয়াজ দিয়া যারা লেখে তারা দুই লাইনের গার্বেজ পয়দা কর্লেও সেইটা ব্লগিং। এখন্কার অবস্হাই দেখেন। এখনও সুযোগ পাইলেই মার্কোপলো আর জনতা-২০১৬ নিক দিয়া অশালীন ব্যাক্তি আক্রমণ চালায়া আসে। হাসি পাইতাসে, তবুও বলি জেন রসি ভাই, এই সাইকোটা আমার কমেন্টের নিচে রিপ্লাই লেখবে নিচের যেকোন এক্টা-
ব্লগ ব্লগারের জন্য, আপনি কি ব্লগার?
অথবা
আপনি সাইবার অপরাধ করছেন, সবার কাছে মাফ চান সময় থাকতে।
কিন্তু হে যে প্রধানমন্ত্রীরে পর্যন্ত গালি দেয়, সেইটা কোন অপরাধ না
০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:৩১
চাঁদগাজী বলেছেন:
লেখেন, বুঝা যাবে। প্রাইম মিনিস্টার সম্পর্কে আমি প্রায়ই লিখি।
১৫| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:২২
স্টাইলিশ বয় বলেছেন:
@বৈশাখের আমরণ নিদাঘ, আপনেরে মাইনাচ! আফনি এত গুরুত্বপূর্ন একটু পোস্টকে বালপোস্ট না কইয়া রিপোর্ট করলেন ক্যান? পরতমে এটাকে বাল্পোস্ট কইবেন, তারপর রিপোর্ট খরবেন? আপচুচ আফনেও ব্লগার হইতে ফারবেন না!
১৬| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:৩১
শায়মা বলেছেন: দেশের প্রধানমন্ত্রীকে এই কথা যে বলে !!!!!!!!!!!!!!
তার মগজ তো পুরাই ফাকা !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
কিচ্ছু নাই ! তাই তো বলি.......
০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:৩৪
চাঁদগাজী বলেছেন:
প্রাইম মিনিস্টারকে নিয়ে লিখার দরকার আছে, প্রাইম মিনিস্টার শিয়াল মামার পাঠশালার পাঠক নন।
১৭| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:৩৪
বাকরখানি বলেছেন: এই লোকের এক্টা পস্টেরও কোন আগামাথা নাই। শুরু করে একটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক ছবি ঝুলায়া, তারপর কিছু প্রলাপ, তিন প্যারায় তিন রকম বক্তব্য। আমি আমার কয়েকজন বন্ধুরে দেখাইসিলাম একবার হের লেখা, হেরা জিগাইসিল এই লোক কি মানসিকভাবে ভারসাম্যহীন নাকি নেশাগ্রস্হ? এবং এই লেখায় এক্টা মন্তব্যও যদি হের মনমত না হয়, এমন এক্টা রিপ্লাই দিব যেইটা সেকোন ভাল মানুষেরও মেজাজও খাম্বার মাথায় তুইল্যা দিব। মামুন রশীদ ভাইয়ের মত ঠান্ডা লোক যিনি কোনদিন ছাগু ছাড়া কাউরে একটা কটু কথা বলেন্নাই, ওনার কারণে প্রতিবাদ পস্ট দিতে বাধ্য হৈসিলেন। মামুন ভাইরে সুযোগ পাইলেই এখনও ব্যাক্তি আক্রমণ করে এই মানসিক রোগীটা। কেউ ব্লগার না। শায়মা আপু ওনার কর্মকান্ডে হাসছিলেন, উনিও ব্লগার না।
যেই ব্লগে কেউ ব্লগার না, যে সাইটে একটা লেখাও মানসম্পন্ন না, যেই সাইটের সব লোক আফগান মগজের, সেইখানে এরকম জানপ্রাণ দিয়া ১০বার ব্যান খায়াও ব্লগিং করার কারণটা কি? এই রুগীর সাপর্টে পস্ট দেয় একমাত্র কালনী ছাগু, যার চোখে গোলাম আজম বিশিষ্ট ব্যক্তি কিন্তু চাদগাজীর প্রাইম মিনিস্টাররে গালি দেয়া কিছুই না।
০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:৩৯
চাঁদগাজী বলেছেন:
আপনার বন্ধুরা নিশ্চয় আপনার ভালো বন্ধূ; উনাদের সংখ্যা কম হলে সবার জন্য ভালো হবে।
১৮| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:৩৬
বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: স্টাইলিশ বয়@ ফুরফুরা মুডে রিপোর্ট করলাম। তিরিক্ষি মুড থাকলে ভুমিকম্প হইতো।
০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:৪০
চাঁদগাজী বলেছেন:
রিপোর্টিংও হয়তো অনেকের জন্য ব্লগিং
১৯| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:৪১
বাকরখানি বলেছেন: শায়মা আপু, আপনি জানেন হয়ত, তবুও না দেখায়া পার্লাম না আপনারে নিয়া এই সর্বকালের শ্রেষ্ট বাংগালী ব্লগারের চিন্তা-
২০| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:৪৮
গেম চেঞ্জার বলেছেন: @চাঁদগাজী
শিক্ষা ও প্রযুক্তি+কুসংস্কারের বিরুদ্ধে/ধর্মান্ধতার বিরুদ্ধে অবস্থান+বাংলাদেশ নিয়ে কনসার্ন+বিশ্বরাজনীতি নিয়ে সচেতনতামূলক পোস্ট+মুক্তিযুদ্ধের ইতিহাস সংক্রান্ত আপনার আগ্রহ অ্যাপ্রেসিয়েট করা যায়।
আরো অ্যাপ্রেসিয়েট করা যায় আপনার ব্যাংগাত্বক মন্তব্য তবে অবশ্যই আবালীয় পোস্টগুলোতে। যেগুলো অন্যরা চিন্তাও করতে পারেনি সেটা সেটা আপনি অবলীলায় মাথা থেকে ব্লগে ঢেলে দিতে পারেন। যেমন গত মাসেই নায়ক রিয়াজের মৃত্যু নিয়ে করা গুজব পোস্টে আপনি ফাটাফাটি একটি মন্তব্য করেছিলেন যেটা এখনো ভুলতে পারিনি।
কিন্তু সমস্যা হলো আপনি ভাল ভাল পোস্টে এমনকি রেফারেন্স দেওয়া পোস্টেও ব্যক্তি আক্রমণে চলে যান। হয়তো জেলাস ফিল করেন অথবা না। জিনি ভাইয়ের ভাষ্যে এটা ওঠে এসেছে! আপনার মন্তব্যের ধরণ সাধারণত হয় সংক্ষিপ্ত এবং অধিকাংশের জন্যই হয় সেটা অবোধগম্য!
আবারো অনুরোধ করছি, আপনি অ্যাপ্রেসিয়েট করতে না পারলে চুপ থাকবেন অন্যথায় গঠনমূলক সুবিস্তারিত সমালোচনা করার জন্য। আর অবশ্যই অন্যের পোস্টে ভাল লেগেছে সুন্দর হয়েছে ++ বলার জন্য বলছি না সে কথা স্মরণ করিয়ে দিলাম।
০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:৪১
চাঁদগাজী বলেছেন:
আপনার সমালোচনা আমার উপর প্রভাব ফেলে সব সময়।
২১| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:৫৬
শায়মা বলেছেন: বাকরখানিভাইয়া!!!!!!!!!!!
এই পাগলের কমেন্ট আমি আগেও দেখেছিলাম। অকারণে সময় নষ্ট করিনি।
তবে আজকে--------------
আমি বদদোয়া দিলাম আমাকে এই কথা বলছে যে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! তার ফাকা মাথায় চিরজনমের ব্যান পড়ুক।
যাইহোক, তার এই রাগের কারন তো আজকের না, আমার পোস্টে আমি কেনো তাকে জিনিয়াস ব্লগার বলিনি সেই থেকে!!!!!!!! আরে বাবা আমার যাকে সেটা মনে হবে বা যাদের লেখা বা যাদেরকে আমার ভালো লাগবে আমি কি তাই নিয়ে লিখতে পারিনা! সেটা আমার ব্যাক্তিগত ভালোলাগা, মন্দ লাগার ব্যাপার। তাতে তার কি? সবখানে মাতবরীর কি আসলেই দরকার আছে কারো? কথায় আছে বেশি বাড় বেড়ো না ঝড়ে পড়ে যাবে। চাঁদগাজীভাইয়াজানের হয়েছে সেই অবস্থা!!!!!!!
সত্যিই তার মাথায় চিরজনমের ব্যান পড়া উচিৎ যাতে পুনর্জনম হলেও শিক্ষা পেয়ে শুদ্ধ হয়ে আসে।
০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:১০
চাঁদগাজী বলেছেন:
আমি শিয়াল মামার পাঠশালা নিয়ে ব্লগিং করি না।
২২| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১২:০৫
শায়মা বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: @চাঁদগাজী
শিক্ষা ও প্রযুক্তি+কুসংস্কারের বিরুদ্ধে/ধর্মান্ধতার বিরুদ্ধে অবস্থান+বাংলাদেশ নিয়ে কনসার্ন+বিশ্বরাজনীতি নিয়ে সচেতনতামূলক পোস্ট+মুক্তিযুদ্ধের ইতিহাস সংক্রান্ত আপনার আগ্রহ অ্যাপ্রেসিয়েট করা যায়।
<<<<<<<< আহা তাই নাকি গেমু!!!!!!
০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:৪৪
চাঁদগাজী বলেছেন:
লিখুন, কুমীরের বাচ্ছারা পড়ুক।
২৩| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১২:০৮
রূপক বিধৌত সাধু বলেছেন: অাপনাকে ব্যান করবে না তো কাকে করবে? যা তা মন্তব্য করেন! এতবার ব্যান খাওয়ার পরও চরিত্র পাল্টাননি! নিজেকে সবজান্তা ভাবলে তো মুশকিল!
০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:৩৭
চাঁদগাজী বলেছেন:
আপনি যেখানে লিখছেন, ওখানে ঝড় বাদল নেই।
২৪| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১২:১৪
শায়মা বলেছেন: ছবিটা দেখে হাসছি!!!!!!!!!!!
নো এপোলজি ফর ফ্রি স্পিচ!!!!!!!!!!!!
হা হা হা হা
পাগলের স্পিচ দুনিয়ার সবচেয়ে ফ্রি হয়!!!!!!!!!!!!!!!!!!!!
০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:৪৪
চাঁদগাজী বলেছেন:
অনেকেই ৩ বার হাসে
২৫| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১২:১৭
রূপক বিধৌত সাধু বলেছেন: প্রধানমন্ত্রীর সমালোচনা করতেই পারেন, কিন্তু মগজহীন বলেন কীভাবে? সমালোচনার পলিসি পাল্টান ।
০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:৪৭
চাঁদগাজী বলেছেন:
প্রাইম মিনিস্টার সম্পর্কে আমি লিখি, এবং বর্তমানে উনার পক্ষে থেকে ব্লগে লোকজন আছে; আপনি সেটা নিয়ে বেশী ব্যস্ত হয়ে গেছেন।
২৬| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১২:২০
রূপক বিধৌত সাধু বলেছেন: বহুবার সতর্ক করা হয়েছে আপনাকে । নিজের ওজন হারিয়ে ফেলেছেন ।
০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:৪৬
চাঁদগাজী বলেছেন:
দুর থেকেও ওজন মাপার কৌশল আছে, সেটা আপনি জানেন কিনা আমার সন্দেহ
২৭| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১২:২৯
সাহসী সন্তান বলেছেন: গাজী ভাই, অন্যের পোস্টে না হয় আপনার কমেন্ট ব্যান! কিন্তু নিজের পোস্টে তো চালু আছে? তবে ব্লগে এক্টিভ থেকে মন্তব্যের প্রতিউত্তর করছেন না কেন? না সব কিছু আগে ভাল মত পর্যবেক্ষন করে নিচ্ছেন?
আচ্ছা এইটা দিয়ে আপনি সর্বমোট কতবার ব্যান খেলেন জানি? এবার না হয় একটু নিজেকে পাল্টান! গত কয়েকমাস আগে দেখছিলাম আপনি বেশ সাহিত্য রচনায় মননিবেশ করছিলেন। ভাবলাম, এবার বুঝি সত্যিই গাজী ভাইয়ের মধ্যে একটা পরিবর্তন এসেছে। কিন্তু কিছুদিন পরেই আমার সেই ধারনাটা সম্পূর্ণ ভুল প্রমানিত হলো!
০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:৫৭
চাঁদগাজী বলেছেন:
আলরাইট, দেখি কিভাবে ব্যান এড়ানো যায়। সম্প্রতি অন্য কছু নিয়ে ব্যস্ত, কমেন্ট ব্যান করলে খারাপ লাগে; পড়লে কমেন্ট করতে হয় আমাকে।
২৮| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১২:৫০
রোষানল বলেছেন: আপনি একটা নেগেটিভ চিন্তা ধারার প্রানী। সো নিজেকে বদলান ।আর সাজা চলছে চলুক।
আমেরিকা লন্ডনি ভাবনা কম করে দেশের রসাতল নিয়েও যে একটু ভাবুন।
০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:৫৫
চাঁদগাজী বলেছেন:
চেস্টা করছি
২৯| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১২:৫১
রোষানল বলেছেন: আপনি একটা নেগেটিভ চিন্তা ধারার প্রানী। সো নিজেকে বদলান ।আর সাজা চলছে চলুক।
আমেরিকা লন্ডনি ভাবনা কম করে দেশের রসাতল নিয়েও একটু ভাবুন।
০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:৫৮
চাঁদগাজী বলেছেন:
বুঝলাম, চেস্টা করবো।
৩০| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১:৩০
সোজোন বাদিয়া বলেছেন: সহিষ্ণুতা কিছুটা বাড়ালে হয়তবা অেনেক সমস্যারই সমাধান অনেক সহজ হতো। কোনো ব্লগার কারো সমস্যা থাকার কথাই বলুন বা প্রধানমন্ত্রীকে মগজহীন বলুন, সে কারণে তো মতামতের অধিকার ব্যান হওয়ার কোনো যুক্তি থাকতে পারে না। অন্তত গণতান্ত্রিক সমাজে তো নেই। আমাকে কেউ মগজহীন বললে, এবং অমন মন্তব্যকে আমি বা আমার ভক্তরা গুরুত্ব দিলে মগজের অস্তিত্বের প্রমাণ দেখাব। তাহলেই তো সমস্যা সমাধান হয়ে যায়। কিন্তু তা না করে, তার বলার অধিকার কেড়ে নিতে বলাটা নিতান্তই মধ্যযুগীয় বা প্রাক-মধ্যযুগীয় চিন্তাধারা। ভেবে পাই না, আমাদের মধ্যে সহিষ্ণুতার এতো অভাব কবে থেকে হলো।
৩১| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১:৪২
বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: সোজোন বাদিয়া@ আপনার কি কারণে যে গোলাম আজম, নিজামী, মুজাহিদ এদের মহামানব মনে হয় তাও বুঝিনা। এত মায়া ক্রন্দন, এত এত এত ক্রন্দন, অশ্রুবর্ষন, মায়াই লাগে। গাজীবাবার সমস্যা যাই থাকুক, আপনার চোখে দেশের সবচেয়ে বড় অবিচার মনে হয় ওইসব যুদ্ধাপরাধীদের বিচার করা। এই কারণেই কাদের মোল্লায় কাছেও আপনি গায়েবী ক্ষমা প্রার্থনা করেন! বাকস্বাধীনতা সবার জন্যও থাকা উচিত না স্বাধীন এই দেশে। বিশেষ করে যারা বাংলাদেশের জন্ম হওয়া নিয়ে বুকে সুক্ষ বেদনা লালন করে।
৩২| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ২:১৪
সোজোন বাদিয়া বলেছেন: বৈশাখের আমরণ নিদাঘ @ আমার মতামতের বিরুদ্ধে সমালোচনার কিছু থাকলে আমার পোস্টে গিয়ে সমালোচনা করুন। সেখানে তো কোনো মন্তব্যের সৎসাহস দেখাতে পারেন না। কিন্তু অন্যের পোস্টেও আমার বিরুদ্ধে অপপ্রচার করেন আর ব্যক্তি আক্রমন করেন। এগুলো শুধুই আপনাদের মন-মানসিকতার নিকৃষ্টতা প্রমাণ করে, আর কিছু না। সাধ্য থাকলে আমার পোস্টে আসুন।
০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:৫৪
চাঁদগাজী বলেছেন:
এটাকে অনেকেই ব্লগিং হিসেবে নিয়েছেন।
৩৩| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ২:১৫
বাকরখানি বলেছেন: সোজন ছাগুর হিপোক্রেট কমেন্ট রিপোর্ট কর্লাম। গোলাম আজম গং-এর মতপ্রকাশের স্বাধীনতা দিয়া একটা স্বাধীন দেশের প্রধানমন্ত্রীরে গালি দেয়া সাপুর্ট কর্বা, মস্করা পাইস?
৩৪| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ২:১৯
বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: জামাতী পোস্টে গিয়া প্যাচালের টাইম আপাতত আমার নাই। আর ব্লগে দুই চারটা জামাতী থাকা ভালো। ছাগু হাম্বা সব ছোটাছুটি করে, দেখতে ভালোলাগে। তুমি যাই বলো আমার কাছে বিনোদন মনে হও। বাক স্বাধীনতা সাধারণ মানুষের জন্য, জামাতীদের জন্য না। বাকস্বাধীনতা নিয়া ব্যা ব্যা করতে থাকো, আনন্দ নিয়া উপভোগ করি
০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৪:০২
চাঁদগাজী বলেছেন:
আপনারও কথা আছে, লিখুন, নিজকে বুঝার সুযোগ পাবেন।
৩৫| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ২:১৯
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যগুলোর উত্তরে লেখকের প্রতিমন্তব্য আশা করছি।
বাক স্বাধীনতা অবশ্যই সমর্থন করি, কিন্তু যে বাক অযথা অন্যকে ব্যক্তি আক্রমণ করে বসে, তার লাগাম টেনে রাখা বক্তা বা লেখক, শ্রোতা বা পাঠক, উভয়ের জন্য মঙ্গলজনক।
০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৪:০৪
চাঁদগাজী বলেছেন:
অক্সিজেন বেলুনের ভেতরে বসেও ব্লগিং করা সম্ভব!
৩৬| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ২:৪৭
খস্তগীর হোসেন বলেছেন: কোন কম্যুনিটিতে আমারে এত লোকে অপসন্দ কর্লে সেখানে সবার ঘৃণার পাত্র হয়া এম্নে জোর কৈরা পৈড়া থাক্তাম্না আপ্নের মত।
৩৭| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ২:৫০
জেন রসি বলেছেন: সোজোন বাদিয়া@
আপনার সাথে আমার কয়েকটি পোস্টে কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তারপর একদিন দেখলাম আপনি কাদের মোল্লা ওরফে কসাই কাদেরের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন। কসাই কাদেরকে ফাঁসি দেওয়া আপনার কাছে খুব অন্যায় কাজ মনে হয়েছে। কিন্তু তার কসাইয়ের মত কাজগুলো আপনার কাছে কিছুই মনে হয়নাই। বাক স্বাধীনতা মানে একটা কিছু বলে দেওয়া না। যা বলবেন তাকে চ্যালেন্জ করা হলে আপনার কাছে যদি ডিফেন করার মত তথ্য, যুক্তি এবং রেফারেঞ্চ থাকে তবে সেটাই ষ্টেটমেন্ট হবে। তা না হলে সেটা প্রলাপ হয়ে যাবে! এখন আপনার বিরোধী মত থাকতেই পারে। কিন্তু সেটা কেমন? আপনি মনে করেন কাদের, নিজামি আজমরা ঠিক ছিল। তার মানে এদেশের স্বাধীনতা একটা ভুল ছিল। তাহলে সরাসরি বলে দেন বাংলাদেশের স্বাধীনতা আপনার কাছে ভুল পদক্ষেপ। তারপর আর্গুমেন্টে আসেন। যদি ব্যক্তিগত ভাবে আমার কথা বলেন তবে বলব আপনার বিরোধিতা করার অধিকার আছে। তবে আপনি যা করছেন তা হচ্ছে ভণ্ডের মত দেশপ্রেম দেখাইয়া নাকিকান্না কাঁদছেন। আপনার প্রেমটা আসলে জামাত প্রেম। তারপরও যদি সৎ সাহস থেকে থাকে এবং আপনাকে ঠিক মনে করেন তাহলে সাহস থাকলে বলে দেন যে এ দেশের স্বাধীনতার, মুক্তিযুদ্ধের বিরোধী আপনি। তবে মনে রাখবেন এই ইস্যুতে অনেকের মতই আমিও আপনাদের বিপক্ষে জীবন বাজী রেখে যুদ্ধ করতে রাজী। যেমনটা আমার পূর্বপুরুষেরা করেছিল। এইবার সাহস থাকলে আপনি খোলস ছেঁড়ে বের হয়ে ঝেড়ে কাশুন। দেখি আপনার বাকস্বাধীনতার প্রতি আপনি কতটা আস্থাশীল!
৩৮| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ২:৫৬
বিজন রয় বলেছেন: বিলক্ষণ!!
৩৯| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ২:৫৯
বাকরখানি বলেছেন: ৩৭ নাম্বার কমেন্টে জাঝা ভাল বলসেন জেন রসি ভাই। এই ছাগুর আরেকটা দুস্ত আছে, কালনী ছাগু। সবসময় দেক্তাম সোজনের পস্ট পুরা না পৈড়াই পিঠ থাবড়াইত কয়েকটা নিক, কালনী ছিল তাদের মধ্য অগ্রগামী। পরে গত সপ্তায় হাতেনাতে ধরা পড়ে দুই ছাগু।
এরা দুইজনই আবার চাঁদগাজীর সংজ্ঞায় ব্লগার
৪০| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:০৭
বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: বাকরখানি@ রে সাহিব নিয়া কিছু বললেন না? আলুর গতিময় ব্লগার!
মাইরি শালা, মালেক্টা, পইড়া মাসে হাজার কমেন্ট বিরক্তিকর না। না পইড়া করা ব্যাপক ধৈর্য্যের কাম
০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:১৪
চাঁদগাজী বলেছেন:
লিখতে থাকেন, দেখা যাবে।
৪১| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:১৯
বাকরখানি বলেছেন: নিদাঘ ভাই, রে সাহেবের আলুর গতির তুলনা উনি নিজেই, আমি আর কি কমু
রিপুট মার্তে থাকেন, আমাদের সেলিব্রিটি, সর্বকালের সেরা বাংলাভাষি ব্লগার ফিরা আসছেন গালি খাওয়ার জন্য রেডি হন, এম্নেই আপ্নে আমি ব্লগার না হয়া উনার মহান পস্টে কমেন্ট করার ধৃষ্টতা দেখাইছি।
৪২| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:২৭
বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: আসেন ভাই, বুকে আসেন। একলগে কান্দি
আমরা ব্লগার হইতে পারলাম না
০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:৫৩
চাঁদগাজী বলেছেন:
ব্লাগার হচ্ছেন নতুন প্রজন্মার লেখক; অনেকেই লিখেন, সবাই ব্লগার নন।
৪৩| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:৩৭
বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: লেখক বলেছেন:
প্রাইম মিনিস্টারকে নিয়ে কি আপনি লিখতে পারবেন? লিখলে আমাকেই লিখতে হবে।
০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:৫১
চাঁদগাজী বলেছেন:
কঠিন মনে হচ্ছে?
৪৪| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:৪৫
জেন রসি বলেছেন: লেখক বলেছেন:
উপদেশগুলো কথার কথা, ফ্লাডিং যারা করছে, ওরা অপরাধী মনের মানুষ।
ফ্লাডিং করা অপরাধ এই ব্যাপারে কোন সন্দেহ নাই। তবে আপনার অযৌক্তিক ব্যক্তি আক্রমণও অপরাধ। নিজে করলে যেহেতু আপনার কাছে সেটা অপরাধ মনে হয়না-তবে চালাইয়া যান।
আমরা আমজনতা বিষে বিষ ক্ষয়ের মত অপরাধে অপরাধ ক্ষয়ের খেলা দেখতে পারি!
নেক্সট টাইম একটা বাজে লোক আমার ব্লগে ফ্লাডিং করছে শিরোনামে যখন পোস্ট দেবেন তখনি বুঝে নেব অপরাধে অপরাধ ক্ষয়ের খেলা শুরু হয়ে গেছে!!!
আপনি যেহেতু কারো কোন কথাই শুনবেন না আপনার পিছনেও চিন্তা কইরা সময় নষ্ট করার টাইম নাই আর।
তবে আপনার জন্য শুভকামনা রইলো।
০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:৫০
চাঁদগাজী বলেছেন:
আমি কাউকে আক্রমণ করি না; আমি যেই বিষয়গুলো নিয়ে লিখি সেগুলো নিয়ে তর্ক হয়; আমি বিড়াল ছানা নিয়ে কিছু লিখি না।
৪৫| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:৫৮
জেন রসি বলেছেন: লেখক বলেছেন:
আমি কাউকে আক্রমণ করি না; আমি যেই বিষয়গুলো নিয়ে লিখি সেগুলো নিয়ে তর্ক হয়; আমি বিড়াল ছানা নিয়ে কিছু লিখি না।
এই যে কইলেন আমি বিড়াল ছানা নিয়ে কিছু লিখি না- এইটা কি আক্রমন না তর্ক? আপনার ব্যক্তি আক্রমনের অনেক প্রমান আছে। যেহেতু আপনি বলেছেন আপনি আক্রমন করেন না, তাই যদি আপনাকে প্রমান দেওয়া হয় যে আপনি করেন তবে কি ব্লগবাসির কাছে ক্ষমা চাইবেন? নিজের দোষ স্বীকার করবেন? আপনার ১০ টা কমেন্টের মধ্যে ৯ টাই থাকে ব্যক্তি আক্রমন। প্রমান চান? নাকি সেই সাহসও নাই?
০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৪:০০
চাঁদগাজী বলেছেন:
আমার মনে হয়, আপনি কবিতার কল্লনাভুমে বসবাস করেন।
৪৬| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৪:০৪
বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: আমার হাত পা বান্ধা, আমি আপাতত পপকর্ণ নিয়া বসলাম
৪৭| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৪:০৭
জেন রসি বলেছেন: লেখক বলেছেন:
আমার মনে হয়, আপনি কবিতার কল্লনাভুমে বসবাস করেন!
প্রশ্ন করলাম আপনার নাম কি? আপনি উত্তর দিলেন আপনি কলা খান না। আমি আপনার বিরুদ্ধে যেসব অভিযোগ করেছি তা আপনি আমার কমেন্টের রিপ্লাই দিয়েই প্রমান করে দিচ্ছেন। সবাই কিন্তু দেখছে! সুতরাং একটু ভেবে চিনতে উত্তর দেন! আমি জানি এই টাইপ কমেন্ট আর লেখা আপনার ভান! ইচ্ছা করেই করেন মানুষকে বিরক্ত করার জন্য। এবার ঠিক মত উত্তর দেন।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুন, ২০১৬ সকাল ৮:১৮
লক্ষ্মীছেলে বলেছেন: এখন সাময়িক পোস্ট দিচ্ছি; আশাকরি, এডমিনদের নজরে আসবে
নজরে আসুক...