নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

"আমি দরিদ্র ভিয়েতনামীদের হত্যা করার যুদ্ধে যোগ দেবো না"

০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৫:২১



১৯৬৭ সালে, আমেরিকান সরকার "ড্রাফট" আইনের অধীনে বক্সার মোহাম্মদ আলীকে ভিয়েতনামে যুদ্ধে যেতে নির্দেশ দিলো; আলী বললো, "আমি দরিদ্র ভিয়েতনামীদের হত্যা করার যুদ্ধে যোগ দেবো না"; আলী শেষ অবধি যায়নি; কিন্তু আলীকে আমেরিকান সরকার অনেক কস্ট দিয়েছে, ১০ হাজার ডলার জরিমানা, ৫ বছরের জেল ও ৩ বছর বক্সিং থেকে নিষিদ্ধ , আলীর শিরোপা কেড়ে নেয়া হয়। আলীকে জেলে নিতে পারেনি।

ভিয়েতনাম যুদ্ধ ছিলো আমেরিকার জন্য আত্মঘাতী যুদ্ধ, যেখানে ৬০ হাজারের কাছাকাছি আমেরিকান প্রাণ দিয়েছেন অকারণে, ধ্বংস করেছে ভিয়েতনাম; অবশেষে, বেকুবের মত পরাজিত হয়েছে।

আজকে আমেরিকায় কোন বাংগালী, ভারতীয়, পাকিস্তানী, বা চীনা বাচ্ছাকে প্রশ্ন করলে,"জীবনে কি হতে চাও"; উ্ত্তর হবে, "ডাক্তার"। আফ্রিকান আমেরিকান বাচ্ছাকে একই প্রশ্ন করলে উত্তর দেবে, " বাস্কেটবল, বেইস-বল, ফুটবল খেলোয়াড়, বা কমপক্ষে গায়ক হবো"। ১৯৩০ সাল থেকে ১৯৫০ সালে আফ্রিকান আমেরিকান বাচ্ছারা বক্সিং তারকা হওয়ার চেস্টা করছিলো; এতে কিছুটা আয় হওয়ার সম্ভাবনা ছিলো, সাথে নিজকে রক্ষা করার একটা ইচ্ছাও লুকায়িত ছিলো। অশিক্ষিত আফ্রিকানদের ক্রীতদাস হিসেবে আনার ২০০ বছর পর, আজো তারা শিক্ষাকে আলিংগন না করে, শারীরিক শক্তিকে কাজে লাগানোর ভাবনায় বিভোর।

সময় ছিলো, আফ্রিকান আমেরিকানদের পড়ালেখা থেকে দুরে রাখতো আমেরিকান সরকার; সেটা কাজ করেছে; আজও আফ্রিকান আমেরিকানরা পড়ালেখায় মন দেয়নি পুরোপুরি। আমেরিকানদের এই ঘৃণ্য নীতিকে আফ্রিকা ও এশিয়ার অনেক সরকার অনুসরণ করে চলেছে আজকের পৃথিবীতে; এবং তাতে বাংলাদেশের নামও আছে।


আলী ৩ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন; আলীর বক্সিং ছিল উপভোগ করার মতো, তিনি তাঁর প্রতিপক্ষকে লক্ষ্য করে যতসব উপভোগ্য কথা ছুঁড়ে দিতেন; তবে, তিনি খুবই সরল মনের মানুষ ছিলেন, সবকিছু করতেন হাসিখুশী থেকে। আলী ১৯৬৪ সালে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হন, উনি চীৎকার দিতে থাকেন, "আমি চ্যাম্পিয়ন, আমি সুন্দর, আমি বিখ্যাত, আমি সবার চেয়ে বিখ্যাত"; এই কথাগুলো বিশ্বের জন্য ছিল খুবই নতুন।

আলীর মৃত্যু হয়েছে গতকাল; তিনি পারকিনসন্স রোগে ভুগছিলেন; অনেক কারণেই পারকিনসন্স হয়, তবে আলীর ক্ষেত্রে শারিরীক ইনজুরি কাজ করেছে; খাদ্যে কেমিক্যাল, পরিবেশে শিসা, মাদক গ্রহনও পারকিনসন্স'এর কারণ হতে পারে।

আলী গত ৩০ বছর কোটী কোটী মানুষকে পড়ালেখায় উৎসাহিত করেছেন; আলী বলেছেন যে, তিনি জীবনে শিক্ষার সুযোগ পাননি, কিন্তু আজকে সুযোগ আছে, সবাই বক্সার হবে না, কিন্তু সবাইকে শিক্ষিত হতে হবে।


মন্তব্য ৬৫ টি রেটিং +৮/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৫:৫৩

বিজন রয় বলেছেন: চির বিদায় গ্রেটেস্ট।

শ্রদ্ধাঞ্জলি।

০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০১

চাঁদগাজী বলেছেন:




এক বড়-জীবনের কর্মজীবনের অবসান ঘটলো।

২| ০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

বিজন রয় বলেছেন: সবাইকে একদিন যেতে হবে।

নিষেধাজ্ঞা উঠেছে?

০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

চাঁদগাজী বলেছেন:


না, কমেন্ট করতে পারছি না।
মৃত্যু প্রকৃতির নিয়ম।

৩| ০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

সাহসী সন্তান বলেছেন: পোস্টটা ভাল ছিল গাজী ভাই! আপনি আপাতত রাজনৈতিক পোস্ট বাদ দিয়ে বরং এই ধরনের পোস্ট কিংবা সেই সাহিত্য রচনার মত পোস্ট দিতে পারেন! বর্তমান সার্বিক দিক বিবেচনা করে সেইটাই বরং ভাল হবে!

০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

চাঁদগাজী বলেছেন:




আপনি বরাবরই উন্নত ব্লগিং'এ উৎসাহী

৪| ০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

জেন রসি বলেছেন: আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনার নাম কি? আপনি উত্তর দিবেন আপনি কলা খাননা। গত পোস্টে প্রশ্ন করলাম আপনার ব্যক্তি আক্রমন নিয়ে। আপনি জবাব দিলেন, আপনি সাদা বিড়াল নিয়ে লেখেন না। আমার ধারনা এই কাজ আপনি ভান করেই করেন। মানুষকে বিরক্ত করার জন্য। যেমন এই কমেন্টের জবাবও আপনি হাস্যকর ভাবেই দিবেন। তবে সেটাই আমি দেখতে এবং দেখাতে এসেছি। আপনার ব্যক্তি আক্রমনের এবং প্রলাপ টাইপ প্রতি মন্তব্যের নমুনা এবার আপনার কাছেই পেশ করা হবে। সুতরাং ভাইবা ঠিকমত উত্তর দেন! ;)

০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:





আমরা একই ব্লগে লিখছি, একই স্তরে ভাবছি না।

৫| ০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: আপনারে ভালো কথা বইলাও লাভ নাই, খারাপ বইলাও লাভ নাই। আপনে হইলেন এই পৃথিবীর বুকে এক অন্য প্রজাতি। যার মস্তিস্কে অটো টগল মেকানিজম পার্মানেন্টলি সেট করা আছে। শরীরের চামড়া আর কানের পর্দাও যে কি দিয়া প্রডিউস করা আল্লাই জানে! কোনকিছুই ভেদ কইরা জায়গামত যায় না। নাহ, আপনার কাছে আমি মাফ চায়া গেলাম। আপনি এখন থাইকা আমার গুরু। আর গুরুরে জনতার হাতে ছাইড়া দিলাম। জনতা যদি আপনারে নিয়া মজা নিতে চায়, তাইলে নিক। আমি মাঝে মাঝে মজা নিমু, নিতে নিতে পপকর্ণ খামু।

আপনে আশীর্বাদ দিলেন না দেইখা তো আমার ব্লগারই হওয়া হইলো না =p~

০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪২

চাঁদগাজী বলেছেন:




আশাকরি, বুঝতে পেরেছেন যে, আমি ব্লগিং ভালোবাসি

৬| ০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

জেন রসি বলেছেন: লেখক বলেছেন:





আমরা একই ব্লগে লিখছি, একই স্তরে ভাবছি না।



এইত বুদ্ধিমানের মত একটা রিপ্লাই দিলেন। তার মানে আপনি বুদ্ধিমানের মত রিপ্লাই দিতে পারেন। কিন্তু ইচ্ছা করেই মানুষকে বিরক্ত করার মত কমেন্ট এবং রিপ্লাই দেন। যার অনেক প্রমান আছে। আমি আপনার সাথে আলোচনা করার জন্যই এসেছি। সুতরাং আপনি যদি মনে করে থাকেন আপনি ঠিক কাজই করছেন তবে কেন করছেন তার ব্যাখ্যা দেন। ভাইবা ঠিক মত জবাব দিয়েন। আমাকে আজেবাজে রিপ্লাই দিয়ে আমার অভিযোগের সত্যতা জনসাধারনের সামনে প্রমান করে দিয়েন না! ;)

০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:




সঠিক কমেন্ট করতে পারা, পোস্ট লেখার মতই কঠিন।
আপুনী, ভাইয়্যু, ++++ আমার জগতে নেই

৭| ০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: না, আমিতো বুঝলাম আপনি উত্তক্ত করতে ভালোবাসেন। উত্তক্ত করতে করতে মানুষের সহ্যসীমা বাড়াইয়া আপনার স্তরে পৌছাইয়া দিতে অসীম আগ্রহে কাজ করতেছেন =p~

০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

চাঁদগাজী বলেছেন:




আমি আপনার অনুবাদ পড়েছি।

৮| ০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: আপনার উত্তক্তকারী কমেন্ট তো করতে পারলেন না! আপনারে ব্লক কইরা রাখছি দেইখা কেন ব্লক করছি কারন জানতে চাইয়া পোস্ট দিলেন না =p~

০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:




আপনার পোস্টে আমাকে লক করেছেন? ব্লগ আমাকে ব্যান করায়, আমি বুঝতে পারছি না, অন্য কেহ ব্লক করছে কিনা!

৯| ০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

জেন রসি বলেছেন: লেখক বলেছেন:




সঠিক কমেন্ট করতে পারা, পোস্ট লেখার মতই কঠিন।
আপুনী, ভাইয়্যু, ++++ আমার জগতে নেই


হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা

এত তারাতারি প্রমান কইরা দিলেন যে আপনি ব্যক্তি আক্রমন ছাড়া খুব কম মন্তব্যই করতে পারেন। আপনাকে আপনার ব্যাখ্যা দিতে বলেছি। আপনি ব্যাখ্যা না দিয়ে আরেকজন ব্লগারকে আক্রমন করে বসলেন। আপনি যে এই ব্লগের সবচেয়ে বড় প্রতিক্রিয়াশীল ব্লগার এইটা বুঝেন? যাক আমার অভিযোগের সত্যতা প্রমানিত হওয়া শুরু হইছে। সবাই কিন্তু দেখতেছে। অলরেডি একটা প্রমান পেয়ে গেছে। সুতরাং আরো ভাইবা উত্তর দেন। নিজেকে ডিফেন্ড করুন। ;)

০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০০

চাঁদগাজী বলেছেন:




আমার কমেন্ট যাঁরা পেয়েছেন, সঠিক কিছু লেখার জন্যই পেয়েছেন; আমি শিয়াল মামার গল্প ঈসপের মুখেই শুনতে ভালোবাসি।

১০| ০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: কেন? আপনাকে ব্লগারদের দ্বারা ব্লক করার ঘটনা কি আগে ঘটেনাই? ব্লগারদের ব্লক অপসারনের জন্য কান্নাকাটি কইরা আপনি পোস্ট দেননাই? অবাক হইছেন নাকি খুব? আপনার মত উচ্চমারগীয় ব্লগারের জন্য তো এইটা খুব সাধারণ ঘটনা =p~

০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০২

চাঁদগাজী বলেছেন:




আমাকে শুধু সামু বারবার ব্লক বা ব্যান করেনি, অনেক ব্লগই করেছে; পেছনে কারণও আছে!

১১| ০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: পেছনের কারণগুলাও বলেন। কেউ এতবার ব্লক খায়না কেবল আপনারেই এই ব্লগ সেই ব্লগ, এই ব্লগার সেই ব্লগার ব্লক মারে কেন? সবাই কেন আপনার মধ্যেই সমস্যা খুইজা পায়? সমস্যা কি আপনার মজ্জাগত?

০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

চাঁদগাজী বলেছেন:





আমাদের ভাবনা, একই বিষয়ে প্রত্যেকের ভাবনা লেভেল একই পর্যায়ে নয়, সেখানে সমস্যা

১২| ০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: লেখক বলেছেন:

আমার কমেন্ট যাঁরা পেয়েছেন, সঠিক কিছু লেখার জন্যই পেয়েছেন; আমি শিয়াল মামার গল্প ঈসপের মুখেই শুনতে ভালোবাসি।


সঠিক লিখলেই আপনি কমেন্ট করেন। কিন্তু সেই সঠিক লেখাতেই আপনি মুরগী, বকবক চকচক, মগজহীন, আফগান, গর্ধব, গরু, পায়খানা, গোবর এসব বলে আসেন কেন? এসব কি আপনার প্রিয় শব্দ নাকি এসব শব্দ ছাড়া আপনি আপনার মত অনুসারে সঠিক সেইসব লেখায় কমেন্টের জন্য অন্য বিশেষণ খুঁজে পাননা?

নাহ, আপনে আমারে এখনো গরু, ছাগল, গর্ধব এইসব বলতেছেন না। আমি মনে হয় সঠিক কমেন্ট করতেছি না। আমি জীবনেও ব্লগার হতি পাইরবো না =p~

০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১১

চাঁদগাজী বলেছেন:




আমার মনে হয়, আপনি আমাকে বুঝতে পেরেছেন; একই বিষয়ে বৃত্তাকারে ঘুরা আমার পছন্দনীয় কিছু না।

০৬ ই জুন, ২০১৬ রাত ১২:৩০

চাঁদগাজী বলেছেন:




আপনার অভিযোগ ও সাজেসন আমার মাথায় আছে

১৩| ০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১০

জেন রসি বলেছেন: লেখক বলেছেন:




আমার কমেন্ট যাঁরা পেয়েছেন, সঠিক কিছু লেখার জন্যই পেয়েছেন; আমি শিয়াল মামার গল্প ঈসপের মুখেই শুনতে ভালোবাসি।


তার মানে সঠিক কিছু জাজ করার ক্ষমতা একমাত্র আপনারই আছে। আর বাকি সব হাউকাউ ব্লগার। একমাত্র আপনার মন্তব্যই খুব উচ্চমানের মন্তব্য? বাকি সব ফাও? আপনি বলেছেন আপনি ব্যক্তি আক্রমন করেননা। কিন্তু আমার তিনটা মন্তব্যের দুটোতেই আমি যা জানতে চেয়েছি না না বলে ব্যক্তি আক্রমন করেছেন। তার মানে আপনি সত্য কথাও বলেন না। আপনার সাথে এ জন্যই আলোচনা করতে এসেছি যেন সবাই দেখে আপনার বিরুদ্ধে করা প্রতিটি অভিযোগ ঠিক! এবং এটা দেখে ভালো লাগছে যে আপনি তার প্রমান দিয়েই যাচ্ছেন! এখন উপরের প্রশ্নগুলোর উত্তর দেন! মনে রাইখেন এই আলোচনা কিন্তু আপনার জন্য ফাঁদ!!! ;)

০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

চাঁদগাজী বলেছেন:




আমি পোস্ট পড়ার পর, আমার মতে, আমি সঠিক কমেন্ট করি। আমি ব্লগার, বা কাউকে আক্রমণের কথা ভাবিনি কোনদিন।

১৪| ০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১১

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: বাংলায় এত এত ব্লগ, এত হাজার হাজার ব্লগার। আপনার ব্লক খাওয়ার রেকর্ড কেউ ভাঙ্গতে পারবে বইলা মনে হয়না। সমস্যা কি আমাদের নাকি আপনের? কেবল আপনিই ঠিক আর বাকী সবাই ভুল দেইখা আপনারে বুঝে না?

নাহ, আমি আপনারে বুঝলামই না। গুরুরে না বুইঝা আমি জীবনেও ব্লগার হইতে পারবো না =p~

০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

চাঁদগাজী বলেছেন:




আমাকে ব্যান, ব্লক করা হয়েছে আমার আলাদা ভাবনার জন্য

১৫| ০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: বাব্বায় ফ্রান্স, আমি আর নাই। অনেক কামাছে। থাইকাই কি হবে, আমিতো ব্লগার হইতে পারলাম না =p~

হ্যাভ ফান। সায়োনারা ;)

০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

চাঁদগাজী বলেছেন:




ভালো লিখুন।

১৬| ০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

জেন রসি বলেছেন: লেখক বলেছেন:




আমি পোস্ট পড়ার পর, আমার মতে, আমি সঠিক কমেন্ট করি। আমি ব্লগার, বা কাউকে আক্রমণের কথা ভাবিনি কোনদিন।



সঠিক কমেন্ট করতে পারা, পোস্ট লেখার মতই কঠিন।
আপুনী, ভাইয়্যু, ++++ আমার জগতে নেই

আমার কমেন্ট যাঁরা পেয়েছেন, সঠিক কিছু লেখার জন্যই পেয়েছেন; আমি শিয়াল মামার গল্প ঈসপের মুখেই শুনতে ভালোবাসি



উপরের বোল্ড করা দুইটা কমেন্ট আপনার। আমার প্রশ্নের জবাব না দিয়ে এখানে আপনি ব্যক্তিগতভাবে আরেকজনকে আক্রমন করেছেন। এমন শত শত প্রমান আছে। সুতরাং শুধু আক্রমনের কথা ভাবা না, আপনি আক্রমন করেও থাকেন। আবার প্রমান থাকার পরও আপনি সেটা অস্বীকার করেন। এইবার বলেন আপনি সঠিক আর সবাই বেঠিক??? খুব খেয়াল কইরা!!! ;)





০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

চাঁদগাজী বলেছেন:

"আমি পোস্ট পড়ার পর, আমার মতে, আমি সঠিক কমেন্ট করি। আমি ব্লগার, বা কাউকে আক্রমণের কথা ভাবিনি কোনদিন।

সঠিক কমেন্ট করতে পারা, পোস্ট লেখার মতই কঠিন।
আপুনী, ভাইয়্যু, ++++ আমার জগতে নেই

আমার কমেন্ট যাঁরা পেয়েছেন, সঠিক কিছু লেখার জন্যই পেয়েছেন; আমি শিয়াল মামার গল্প ঈসপের মুখেই শুনতে ভালোবাসি "

-এগুলোতে আপনার সব প্রশ্নের জবাব আছে।

১৭| ০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

জেন রসি বলেছেন: লেখক বলেছেন:

"আমি পোস্ট পড়ার পর, আমার মতে, আমি সঠিক কমেন্ট করি। আমি ব্লগার, বা কাউকে আক্রমণের কথা ভাবিনি কোনদিন।

সঠিক কমেন্ট করতে পারা, পোস্ট লেখার মতই কঠিন।
আপুনী, ভাইয়্যু, ++++ আমার জগতে নেই

আমার কমেন্ট যাঁরা পেয়েছেন, সঠিক কিছু লেখার জন্যই পেয়েছেন; আমি শিয়াল মামার গল্প ঈসপের মুখেই শুনতে ভালোবাসি "

-এগুলোতে আপনার সব প্রশ্নের জবাব আছে।




এগুলোর সবগুলোতেই ব্লগারদের আক্রমন এবং ছোট করা হয়েছে। যেটা আপনার বিরুদ্ধে প্রথম অভিযোগ ছিল। এবং এগুলো যদি আপনার জবাব হয় তবে ধরে নেব আপনি যে প্রতিক্রিয়াশীল মন্তব্য করেন সেই অভিযোগ সত্য এবং প্রমানিত। আপনি অস্বীকার করেছিলেন। তাই আপনাকে এবং অন্য ব্লগারদের দেখালাম যে, আপনার বিরুদ্ধে করা অভিযোগ সত্য। আপনি যে নিজেই আবার প্রমান দিলেন তা কি বুঝতে পারছেন? ;)

০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

চাঁদগাজী বলেছেন:




আপনি কেন ভাবছেন যে, আমাকে আপনার মতো ভাবতে হবে!

০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

চাঁদগাজী বলেছেন:




আমার বিপক্ষে কোন ব্লগার অভিযোগ করেননি এখনো

১৮| ০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

জেন রসি বলেছেন: লেখক বলেছেন:




আপনি কেন ভাবছেন যে, আমাকে আপনার মতো ভাবতে হবে!


আমি তা ভাবছিনা। আপনি ভাবছেন।আপনি ভাবেন বলেই সবার পোস্টে আজেবাজে মন্তব্য করে আসেন। প্রলাপ বকার মত কথা বলেন। যার প্রমান আপনি এই পোস্টেও দিয়েছেন। প্রমান থাকার পরও এবং দেখানোর পরও আপনি আপনার দোষ স্বীকার না করে ব্যক্তি আক্রমন আর অসংলগ্ন কথা বার্তা চালিয়েই যাচ্ছেন। সেটা হাতেনাতে ধরিয়ে দেওয়ার জন্যই আমি এখানে আপনার সাথে আলোচনা করছি!!! ;) আপনার কাছ থেকে খুব সহযোগিতাও পাচ্ছি! ;)

০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

চাঁদগাজী বলেছেন:




আপনি প্রমাণ ইত্যাদির কথা বলছেন, কিন্তু ব্লগিং হলো হাজার ভাবনার ফল; ফলে, আপনার একার ভাবনা সাগরে ছোট একটা তরংগের মতো

১৯| ০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

জেন রসি বলেছেন: লেখক বলেছেন:




আমার বিপক্ষে কোন ব্লগার অভিযোগ করেননি এখনো


আপনার বিরুদ্ধে অনেক ব্লগারেরই অনেক অভিযোগ আছে! আপনার আগের পোস্টেও সবাই আপনার বিরুদ্ধে অভিযোগই করেছে। একজনকেও দেখলাম না যে আপনাকে সমর্থন করতে এসেছে!!! আর রিপোর্ট করা হয় বলেই আপনাকে ব্যান করা হয়!! আপি নিজেই বলেছেন অনেক ব্লগার আপনাকে ব্লক করেছে!! ভালোবেসে করে নাই নিশ্চয়??? ;)

সুতরাং আপনার এই কথাটাও ভিত্তিহীন!

০৪ ঠা জুন, ২০১৬ রাত ৮:০৩

চাঁদগাজী বলেছেন:




যাদের ভেতরে এখনো ঝগড়ার মন রয়ে গেছে, তারা লেখক

২০| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫০

বাংলা সিনামার মুকুটবিহীন সম্রাট প্রবীর মিত্র বলেছেন: ভাইসাহেব কেমন আছেন? নতুন লেখা দিচ্ছেন না যে? শিক্ষাব্যবস্হার উপরে আপনার একটা লেখা খুব জরুরি হয়ে পড়েছে।

০৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

চাঁদগাজী বলেছেন:



নতুন পোস্ট দিতে একটু অসুবিধা হচ্ছিল। আপনি কেমন আছেন?

এই মহুর্তে শিক্ষা ব্যবস্হার উপর আমার মতামত জানাতে চচ্ছি না; লিখলে প্রাইম মিনিস্টার, মন্ত্রী নাহিদ, শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেবের বিপক্ষে যাবে।

২১| ০৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: লেখক বলেছেন:

আপনি জন্ম থেকেই ব্লগার।


এমন আনন্দ আমি কোথায় রাখি? এই মন্তব্য আমি বান্ধায়া ক্রিন শটো লইয়া, কপিপেস্ট কইরা জায়গায় যায়গায় সংরক্ষন করিবো। আমারে অবশেষে আপ্নে ব্লগার হিসেবে স্বীকৃতি দিলেন। আমিতো ভাবছিলাম আমি জীবনেও ব্লগার হইতে পারবো না =p~

এই আনন্দঘন মুহুর্তে আমার মনে পড়তেছে সেই আইডির কথা, যার নাম "আমি ব্লগার হইছি"। ওই নাম আগেই বুকড না হইলে আমি সেই নামেই একখানা আইডি খুইলা এই সার্টীফিকেট সহ ধুমছে ব্লগাইতে পারতাম। আফটার অল, আমি এখন সার্টিফিকেটোধারী ব্লগার :D

০৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২০

চাঁদগাজী বলেছেন:




আমার ধারণা, আপনার ব্লগিং সুন্দর হবে।

২২| ০৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

সোজোন বাদিয়া বলেছেন: প্রথমে তথ্য দিয়েছেন "আজকে আমেরিকায় কোন বাংগালী, ভারতীয়, পাকিস্তানী, বা চীনা বাচ্ছাকে প্রশ্ন করলে,"জীবনে কি হতে চাও"; উ্ত্তর হবে, "ডাক্তার"। আফ্রিকান আমেরিকান বাচ্ছাকে একই প্রশ্ন করলে উত্তর দেবে, " বাস্কেটবল, বেইস-বল, ফুটবল খেলোয়াড়, বা কমপক্ষে গায়ক হবো"।" শেষে সমাপ্তি টেনেছেন - "আলী গত ৩০ বছর কোটী কোটী মানুষকে পড়ালেখায় উৎসাহিত করেছেন; আলী বলেছেন যে, তিনি জীবনে শিক্ষার সুযোগ পাননি, কিন্তু আজকে সুযোগ আছে, সবাই বক্সার হবে না, কিন্তু সবাইকে শিক্ষিত হতে হবে।" - সুন্দর, সুন্দর! আজকের বাংলাদশের প্রেক্ষিতেও এর চেয়ে জ্বলন্ত সুন্দর বক্তব্য আর কিছু হতে পারে না। অসংখ্য ধন্যবাদ।

আবার ধন্যবাদ জানাতেও একটু দ্বিধান্বিত হলাম, এই ভেবে যে আমার ধন্যবাদের কারণে ব্লগপতিগণ আপনার সাথে আমার বিশেষ ষাড়যন্ত্রিক বন্ধুতা সম্পর্কে আরও নিশ্চিত হবেন। আজই দেখেছেন, আপনার উপর সম্প্রতি যে 'আলোচনা' ডাকা হয়েছিল তাতে আমি শুধু মন্তব্য করেছিলাম যে আপনার মন্তব্য অনেকের পছন্দ নয় বা অভিযোগ আছে -এতটুকু মন্তব্যের অধিকার রহিত করার জন্য যথেষ্ট নয়। এটি আমি নীতি হিসেবে বলেছিলাম; আর শুধু এটুকু থেকেই তাঁরা নিশ্চিত হয়ে গিয়েছিলেন আপনার সাথে আমার বিশেষ গোপন সংযোগের বিষয়ে। আপনি জানেন সেটি কতটা মিথ্যা। আপনি জানেন আপনার পোস্টে আমি খুব কমই মন্তব্য করেছি, একুনে বিগত তিন মাসে পাঁচ বারও হবে কিনা সন্দেহ। আমার পোস্টে বোধহয় আপনি আরও কম করেছেন। তাতে কিছু আসে যায় না্। আমার মনে হচ্ছিল আপনার নামে যেন গ্রাম্য সালিশ বসানো হয়েছে, তাই সামান্য প্রতিবাদ করেছি।

আপনার সাথে আমার সম্পর্ক স্বচ্ছ রাখার জন্য, এবং যাঁরা বিষয়টি গুরুত্বপূর্ণ মনে করেন তাঁদের জন্যও জানিয়ে রাখি, আমি যেখানে যতটুকু অন্যায়-অবিচার দেখব প্রতিবাদ করতে চেষ্টা করব। যখন নাস্তিকদের প্রতি অন্যায় করা হয় তখন প্রতিবাদ করি (রাজীবদের জীবনের পক্ষে Click This Link.) তেমনি কোনো জামাতির প্রতি অন্যায় করা হলেও প্রতিবাদ করা দায়িত্ব মনে করি (কাদের মোল্লা ক্ষমা কোর Click This Link.)। এবং অন্যায়টা যদি জীবন হরণ সংক্রান্ত হয়ে থাকে তাহলে তীব্রতম ভাষায় করি। এই ব্লগে আমার কবিতাগুলো যে পাণ্ডুলিপি থেকে নেওয়া সেটির নাম "গণতন্ত্র বিলাপ" এবং আমি গণতন্ত্রে বিশ্বাস করি, গণতন্ত্র ন্যায়বিচার ছাড়া টিকতে পারে না। আশা করি আপনার আমার মাঝে সম্পর্কের কোনো ভুল বোঝাবুঝি তৈরি হবে না। আমার যেকোনো বক্তব্যে মনখুলে মন্তব্য করতে দ্বিধান্বিত হবেন না। আপনার অধিকার যদি আপনি প্রয়োগ না করেন, তাহলে অন্যের অধিকার আপনি কোনোদিন প্রতিষ্ঠা করতে পারবেন না।

আজকের পোস্টটির জন্য পুনঃশ্চ ধন্যবাদ। ভাল থাকুন।

০৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

চাঁদগাজী বলেছেন:




আমি আমর ধারণাকে তুলে ধরি; এটাই আমার ব্লগিং; অন্যদের নিজস্ব ভাবনা, নিজস্ব ধারণা আছে, তাদের নিজের পৃথিবী আছে, নিজস্ব স্টাইল আছে; সহ-অবস্হান করার মতো মনোভাব আছে আমার।

২৩| ০৫ ই জুন, ২০১৬ রাত ৮:২৪

কালনী নদী বলেছেন: মোহাম্মদ আলী আমার অনেক প্রিয় বক্সার ছিলেন, আমি নিজেও একসময় জিমের সাথে জড়িত ছিলাম। মার্ক টাইসনের হাতে তিনি শেষ লড়াইয়ে হেড়েছেন! খোজ নিয়ে দেখেন সেও তার মৃত্যুতে শোকবার্তা প্রকাশ করছে। তারা মন-মানসিকতায় আমাদের চেয়ে বহুগুণে উন্নত।

০৫ ই জুন, ২০১৬ রাত ৯:২৪

চাঁদগাজী বলেছেন:




আমাদের মানুষ সামনে এগুতে পারছে ন, তাদেরকে পেছনে টানছে; মানুষ তাই গতিহীন জলাশয়।

২৪| ০৫ ই জুন, ২০১৬ রাত ১০:০৩

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: লেখক বলেছেন:

আমার ধারণা, আপনার ব্লগিং সুন্দর হবে।


কি কইলেনেইটা!! আমিতো টানা ১২ মিনিট ১৩ সেকেন্ড অপলক চাইয়া রইলাম B:-)

আমিতো চাদপীরের আশীর্বাদে ব্লগার হইয়াই গেলাম, লও ঠ্যালা =p~

০৬ ই জুন, ২০১৬ রাত ১২:৩১

চাঁদগাজী বলেছেন:




আমি ব্লগারদের সন্মান করি

২৫| ০৫ ই জুন, ২০১৬ রাত ১০:৪৫

মহা সমন্বয় বলেছেন: দ্যা গ্রেটেস্ট মোহাম্মদ আলীকে স্যালুট।

০৬ ই জুন, ২০১৬ রাত ১২:৩২

চাঁদগাজী বলেছেন:




আলী মানুষকে উৎসাহিত করেছেন অনেকভাবে

২৬| ০৫ ই জুন, ২০১৬ রাত ১০:৪৮

মহা সমন্বয় বলেছেন: আচ্ছা আপনাকে কমেন্টে ব্যান করছিল কেন?? কি এমন করছিলেন যে ব্যান করে দিলো :-<
আমাকেও তো ব্যান করছে :-P আমার লেখা প্রথম পাতায় প্রকাশ হয় না। :((

০৬ ই জুন, ২০১৬ রাত ১২:৩৭

চাঁদগাজী বলেছেন:



এডমিনদের অনুরোধ করেন আপনাকে ১ম পেইজে যেতে দিতে।

আমার ধারণাগুলো আমার পোস্টে থাকে; অনেকে আমার ধারণা পছন্দ করেন না, তাদের সাথে তর্ক হয়; এরা নালিশ করতে থাকে; এদের পোস্টের থেকে নালিশের সংখ্যা বেশী। এক ব্লগার দেখলাম, জীবনে ১টাই পোস্ট লিখেছেন, অনেক বড়; এবং সেটাই নালিশ।

২৭| ০৬ ই জুন, ২০১৬ রাত ১:০০

জেন রসি বলেছেন: আপনি কি জাসদ গনবাহিনী বা আন্ডারগ্রাউন্ড কমুনিস্ট রাজনীতির সাথে জড়িত ছিলেন??

০৬ ই জুন, ২০১৬ রাত ১:৩৪

চাঁদগাজী বলেছেন:



না

২৮| ০৬ ই জুন, ২০১৬ রাত ১:০৬

ডঃ এম এ আলী বলেছেন: অনেক খুশী হয়েছি এখানে মন্তব্যের ঘর পর্যন্ত আসতে পেরে । গত কয়দিন পোস্ট পেয়েছি তবে মন্তব্য লিখার আগে দেখিনি খেয়াল করে মস্তব্য নেয়া যে বন্ধ । তাই মন্তব্য লিখার পরে যখন পোষ্কট রি তখন পর্দায় ভেসে আসে একটি ভুল পাওয়া গেছে । সামুর পাতায় বলতে গেলে নবীন বুজিনা ভুলটা আমার কোথায় হল । পরে বুঝতে পেরেছি , যাহোক ভাল লাগছে এখন ।

গতকাল দেখলাম দুনিয়ার প্রায় বিখ্যাত সব সংবাদ মিডিয়াতেই মোহাম্মদ আলীকে নিয়ে লিখা হয়েছে বিস্তর শুধু এখানে হয়নি বলা তেমন । এ পোস্টিটি কিছুটা দিল গতি । একটি বিষয় দেখলাম মুসলমানদরকে নিয়ে যে ট্রাম্পের বিরোদ্ধে আলী হাসপাতাল বেড থেকে দিয়েছিল হুংকার সেই ট্রাম্প সাহেবও পাঠিয়েছেন আলীর মৃত্যুতে শোকবানী ।

ভাল থাকুন লিখে যান । একটি ছোট্ট অনুরোধ আপনি যাদের ব্লগে মুল্যবান মন্তব্য করে আসেন তাদের প্রতি উত্তরটাও যদি একটু কষ্ট করে দেখে আসেন তাতে বিষাদের পরিবর্তে আনন্দও কিছুটা পেতে পারেন ।

ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।

০৬ ই জুন, ২০১৬ রাত ১:৩৬

চাঁদগাজী বলেছেন:




খেয়াল রাখবো।

২৯| ০৬ ই জুন, ২০১৬ রাত ১:৪০

জেন রসি বলেছেন: মার্কসবাদকে সঠিক দর্শন মনে করেন?

০৬ ই জুন, ২০১৬ রাত ১:৫০

চাঁদগাজী বলেছেন:




হ্যাঁ, করি

৩০| ০৬ ই জুন, ২০১৬ রাত ১:৫৯

জেন রসি বলেছেন: অর্থাৎ মুক্তিযুদ্ধের আগে কিংবা পরে আপনি বাম রাজনীতির সাথে জড়িত ছিলেন। আমার এই ধারনা কি ঠিক আছে ?আমি ইতিহাস নিয়ে কিছু জানতে এসেছি। সুতরাং অপনি মন খুলে কথা বলতে পারেন।

০৬ ই জুন, ২০১৬ রাত ২:১৮

চাঁদগাজী বলেছেন:




আমি কখনো রাজনীতির সাথে জড়িত ছিলাম না।

৩১| ০৬ ই জুন, ২০১৬ রাত ২:২৪

জেন রসি বলেছেন: তবে কি মার্কসবাদ পড়েছেন? পড়ে এই আদর্শে আস্থাশীল হয়েছেন?

০৬ ই জুন, ২০১৬ রাত ৩:১৬

চাঁদগাজী বলেছেন:




পড়েছি, এবং আমি সামাজিক অর্তনীতিতে বিশ্বাসী

৩২| ০৬ ই জুন, ২০১৬ রাত ২:৪০

মাসূদ রানা বলেছেন: @জেন রসি,
শুনতে খারাপ শোনালেও এটাই বাস্তবতা, চাঁদগাজী ভাইরা সেই বিশেষ শ্রেনী থেকে বের হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন যারা প্রকৃতই ছিলেন পাকি মিলিটারীদের বৈষম্যের শিকার (শিক্ষা,রাজনীতি,অর্থনৈতিক )। মার্ক্সবাদ পড়বেন কোথা থেকে ?

০৬ ই জুন, ২০১৬ রাত ৩:২৭

চাঁদগাজী বলেছেন:



পাকিস্তানের সমস্যা ছিল, যারা সরকারের ছিল তারা মানুষকে গণ্য করতো না; এখন বাংলাদেশে একই অবস্হা ।
সামাজিক অর্থনীতি আমাকে পড়ালেখার অংশ হিসেবে পড়তে হয়েছিল।

আপনাকে ব্লগে দেখছি না।

৩৩| ০৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:০৫

চাঁদগাজী বলেছেন: আমেরিকার ইতিহাসে, প্রেসিডেন্ট পদের জন্য প্রথমবার নারী প্রার্থী নির্বাচিত হবেন আজ; তিনি হিলারী ক্লিনটন।ডেমোক্রেটদের প্রার্থী হতে দরকার ২৩৮৩ ডেলিগেট ভোট, হিলারী ক্লিনটনকে

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.