নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

এসপি বাবুল আক্তারের পরিবার কেন প্রাইভেট হাউজিং\'এ ছিল?

০৬ ই জুন, ২০১৬ রাত ১:২২

কাজের সময় ঘুমাচ্ছেন

শেখ সাহেব ও মাওলানা ভাসানী ১৯৭০ সালে পুরো বাংলাদেশে বক্তৃতা করেছেন, সাথে কোন বডিগার্ড থাকতো না; ১৯৭২ সাল থেকে শেখ সাহেব পাবলিক যায়গায় গেলে বডিগার্ড থাকতো, মাওলানা মৃত্যু অবধি ছিলেন বিনা বডিগার্ডে; শেখ সাহেবের বেলায় নিয়ম বদলে গিয়েছিল; এটা বুঝতে কস্ট হওয়ার কথা নয়, সময় ও পারিপার্শ্বিক অবস্হার সাথে তাল মিলিয়ে পদক্ষেপ নিতে হয়।

শেখ সাহেব দেশের প্রধান হওয়ার পর, ধানমন্ডী বাড়ী ছাড়ার দরকার ছিলো; তিনি ছাড়েননি; মুল্য দিয়েছেন।

এসপি বাবুল আক্তার অন্য অনেক এসপি থেকে আলাদা স্ট্যাটাসে চলে গিয়েছিলেন দায়িত্ব পালনের কারণে; সেটা কি উনি বুঝতে পারেননি? উনার সুপারভাইজার থেকে শুরু করে সর্বোচ্চ কমান্ড বুঝতে পারেননি? দেখা যাচ্ছে যে, বুঝতে পারেননি, মুল্য দিতে হয়েছে।

দেশের সম্যক অবস্হা সরকারের অনেক উঁচু চাকুরীজীবি অনুধাবন করতে পারছেন না; অথবা বুঝার পর, একটা নিদ্দিস্ট স্তরে উনারা ব্যবস্হা নিচ্ছেন সীমিত আকারে; যেহেতু সরকার তাদের কোন পরিকল্পনার সাথে জনসাধারণকে সম্পৃক্ত করছে না, মানুষ কোন বিষয়ে সঠিক ধারণা রাখতে সক্ষম হচ্ছে না; ঘটনা ঘটার পর, সবাই হায় হায় করছেন!

বাবুল আক্তারের স্ত্রী নিজেদের বাসস্হান পরিবর্তনের কথা অনুধাবন করেছিলেন; উনি সাধারণ একজন গৃহবধু ছিলেন; যদিও উনার প্ল্যানটা কার্যকরী করা হয়নি; দেখা যাচ্ছে যে, উনি পুলিশের অনেক উঁচু কর্মকর্তার চেয়ে দক্ষ মানুষ ছিলেন; দু:খের বিষয় যে, বিষয়টা উনার মাথায় আসার সাথে সাথেই কার্যকর করার দরকার ছিল, যা উনি সময় মতো করতে পারেননি।

মন্তব্য ২৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৬ রাত ২:১২

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ ভাল একটি বিষয়ে লিখার জন্য । আপনাকে এ প্রসংগে ছোট্ট একটি ঘটনা বলার লোভ সামলাতে পারছিনা । কোন একটি বিশেষ গুরুত্বপুর্ণ প্রশিক্ষণ প্রকল্পের জন্য সাইট সিলেকশন কমিটির সদস্য সচিব হিসাবে সরজমিনে ক্রস সেকসন অফ পিপলের মতামত নিয়ে প্রতিবেদন দাখিলের পর সংষ্লিষ্ট মন্ত্রী মহোদয় তার কার্যালয়ে ডেকে নিয়ে প্রথমে মোলায়েম সুরে পরে অবস্থা শুনে ধমকের সুরে বললেন তার বাড়ীর কাছে রাস্তা থেকে ১২ ফুট জলাভুমিতে তার পছন্দের জায়গায় প্রকল্প স্থান শুপারিশ করতে হবে প্রতিবেদনে । তার নির্দেশটি মানা হয়নি, ব্যপারটি অনেকদুর গড়ায় । এখন বলেন পরিকল্পনার সাথে জনসাধারণকে কিভাবে সম্পৃক্ত করবেন ।

০৬ ই জুন, ২০১৬ রাত ২:১৫

চাঁদগাজী বলেছেন:




নতুন ও শিক্ষিতদের নিয়ে রাজনীতি করতে হবে। পুরাতনরা কম দক্ষ

২| ০৬ ই জুন, ২০১৬ রাত ৩:০৪

রাসেল সরকার বলেছেন: সময় উপযোগী লেখা ...।

০৬ ই জুন, ২০১৬ রাত ৩:১৪

চাঁদগাজী বলেছেন:




এসব পাগলামী হয়তো মোহাম্মদ তুঘলকও করেননি।

৩| ০৬ ই জুন, ২০১৬ রাত ৩:১৫

রাফা বলেছেন: এমনি হওয়ার কথা/এটাই স্বাভাবিক বাংলাদেশের জন্য।অকর্মণ্য অপদার্থ অযোগ্যরা আরাম আয়েশে নিরাপদে থাকবে বাংলাদেশে।আর সৎ ,কর্মঠ ও যোগ্যরা প্রতি পদে পদে মূল্য দিবে এভাবে জিবন দিয়ে।যারা বাংলাদেশের জন্য ও সাধারণ মানুষের পাশে থাকার জন্য কাজ করবে তারা সব সময়ই অরক্ষিত অবস্থায় থাকবে।

০৬ ই জুন, ২০১৬ রাত ৩:২০

চাঁদগাজী বলেছেন:




এসপি বাবুলের পরিবার "হিডেন আইডেন্টিটিতে প্রটেকটেড এলাকায়" থাকার কথা ছিল।

৪| ০৬ ই জুন, ২০১৬ রাত ৩:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ব্যপারটা দুঃখজনক। বর্তমানে পুলিশ খুব ভয়াবহ হয়ে যাচ্ছিল বিরোধী দলগুলোর জন্য। গুম, খুনের কোন সুরাহা হয়নি এখনো। আমরা কথাচ্ছলে সবসময় বলি মন্ত্রী, এমপি, পুলিশের পরিবারে এমন হলে কেমন লাগতো তাদের। এখন তারা বুঝবে দায়িত্ব এড়িয়ে চললে একদিন নিজের গায়ে এসে পড়বে বিপদ। আশা করি শুধু এই হত্যা নয়, সব হত্যাকান্ডেরই সঠিক তদন্ত ও বিচার করবে পুলিশ ও সরকার।

০৬ ই জুন, ২০১৬ রাত ৩:২১

চাঁদগাজী বলেছেন:




বর্তমান বাহিনীর বিরাট অংশ অদক্ষ ও সততা সমস্যায় ভুগছে।

৫| ০৬ ই জুন, ২০১৬ ভোর ৪:০৪

পোড়া কপাইল্লা মিন্টু বলেছেন: ভালো একটা বিষয় তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ চাঁদগাজী ভাইকে ।

০৬ ই জুন, ২০১৬ ভোর ৫:৩৩

চাঁদগাজী বলেছেন:




ব্লগে আছেন তো ?

৬| ০৬ ই জুন, ২০১৬ ভোর ৪:৫৩

বলেছেন: সব দুঃখের অবসান ঘটবে একদিন :)

০৬ ই জুন, ২০১৬ ভোর ৫:৩২

চাঁদগাজী বলেছেন:




সন্দেহ নেই

৭| ০৬ ই জুন, ২০১৬ সকাল ১১:০৩

রোষানল বলেছেন: বর্তমান বাহিনীর বিরাট অংশ অদক্ষ ও সততা সমস্যায় ভুগছে।

সহমত

০৬ ই জুন, ২০১৬ বিকাল ৩:৫৫

চাঁদগাজী বলেছেন:




দেশে অরাজকতা, আতংকের মুল হচ্ছে পুলিশের অদক্ষতা ও অসততা

৮| ০৬ ই জুন, ২০১৬ সকাল ১১:০৬

কাগজের নাও বলেছেন: মর্মান্তিক! জঙ্গী সংগঠন দ্বারা এ ঘটনাটি ঘটার সম্ভাবনা যেমন উড়িয়ে দেয়া যাচ্ছেনা, ঠিক তেমনি পারিবারিক দ্বন্দ্ব/ কলহ/ আর্থিক/ পরকীয়ার বিষয়গুলোও তদন্তে ঘেটে দেখা প্রয়োজন। ঘটনার তদন্ত শুধুমাত্র 'জঙ্গী' ট্যাগ না করে ভিকটিমের স্বামী ও পরিবারবর্গকেও তদন্তের স্বার্থে ভালোভাবে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে।

০৬ ই জুন, ২০১৬ বিকাল ৩:৫৮

চাঁদগাজী বলেছেন:




এসপি বাবু আক্তারই সব বের করে ফেলবে।

৯| ০৬ ই জুন, ২০১৬ দুপুর ১২:২৩

কালনী নদী বলেছেন: সুন্দ করে বলেছেন চাঁদ!!!
চন্দ্রগ্রহণ যেন না হয় আপনার লেখায়!

০৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:০০

চাঁদগাজী বলেছেন:




আমার ধারণার সাথে অনেকের ধারণা মিলছে না, এটুকুই।

১০| ০৬ ই জুন, ২০১৬ দুপুর ১:৫১

আহলান বলেছেন: উনি তো ওনার বাসায় খুন হননি, হয়েছেন রাস্তায়। সুতরাং যেখানেই ওনারা বাসা নিতেন, তারা ওনাকে টার্গেট করেই রাখতেন। মানুষ কি সব সময় নিরাপত্তা কর্মি সাথে নিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারে? আর একজন এসপির স্ত্রী হিসাবে সার্বক্ষনিক নিরাপত্তা প্রটোকলও উনি পেতেন না ... সুতরাং বাসা বাড়ির অবস্থান সুরক্ষিত হলেও কি এই ঘটনা এড়ানো সম্ভব হতো?

০৬ ই জুন, ২০১৬ বিকাল ৩:৫৭

চাঁদগাজী বলেছেন:




প্রশাসনের এ ধরণের কর্মচারীদের পরিবারকে "হিডেন আইডেনটিটি দিয়ে প্রটেকটেড জোনে" রাখতে হয়।

১১| ০৬ ই জুন, ২০১৬ দুপুর ২:০৯

কবি নজরুলের ছাত্র বলেছেন: একজন পুলিশের এসপি বা তার পরিবার কখন কোথায় যায় তার খবর রাখে সন্ত্রাসী।
কিন্তু আমাদের দেশের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বা যাই বলেন তারা এসব সন্ত্রাসীদের কোন চুলের খবরও রাখতে পারেনা।

০৬ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩২

চাঁদগাজী বলেছেন:




পুলিশের নিজের বুদ্ধি থাকতে হবে নিজকে রক্ষা করার।

১২| ০৬ ই জুন, ২০১৬ দুপুর ২:৩৯

মোঃ মঈনুদ্দিন বলেছেন: #রোষানল#কাগজের নাও#আহ্‌লান#তাঁদের সাথে এবং লেখক চাঁদ্গাজী ভাইয়ের সাথে আমি একমত। সুন্দর, অর্থবহ এবং সময়োপোযোগী পোস্টের জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি।।
পুলিশ,প্রশাসন এবং সর্বোপরি সরকারের আমলা-মন্ত্রী সবাই একবাক্যে জঙ্গী কানেকশন খুঁজছেন। ডেফিনিটলী জঙ্গীদের দিকে নজর রাখতে হবে তবে শুধু জঙ্গী জঙ্গী করতে গিয়ে যেন আসল খুনিদের হারিয়ে না ফেলেন সেই ভয়ই করি সর্বক্ষণ। প্রত্যেকটা খুন-জখম আর সব অপরাধের সাথে সংশ্লিষ্টদের ঠেকাতে হবে। এজন্য প্রয়োজন সাধারণ লোকেদের সম্পৃক্ত করা। সাধারণের সহযোগীতা না নিলে এসব অপরাধীদের ধরা যাবেনা কোনদিন।।

০৬ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩৬

চাঁদগাজী বলেছেন:




সরকারের সাথে মানুষের কোন যোগাযোগ নেই; সরকার একা, তাই সরকার আছে সমস্যায়; মানুষ একা, মানুষ আছে সমস্যায়।সালমান রহমান, বসুন্ধরার সাথে সরকার আছে, ওরা ভালো আছে।

১৩| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩৫

কল্লোল পথিক বলেছেন: সময়োপযোগী পোস্ট।
পোস্টে+++++++++++++

০৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪৭

চাঁদগাজী বলেছেন:




সরকারকে নিজের লোকদের রক্ষা করার পথ বের করতে হবে

১৪| ০৬ ই জুন, ২০১৬ রাত ৯:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ভদ্রলোককে নাকি বহুবার সতর্ক করা হয়েছিলো । তিনি কেন সতর্ক হলেন বুঝলাম না!

০৬ ই জুন, ২০১৬ রাত ৯:৫২

চাঁদগাজী বলেছেন:




এখানে সতর্কের কিছু নেই; এ ধরণের পরিবারগুলোকে "হিডেন আইডেনটিটি দিয়ে প্রটেকটেড জোনে" রাখতে হয়; যারা সতর্ক করেছেন তারা হয়তো বেকুবদের মাঝে সামান্য দক্ষ।

১৫| ০৬ ই জুন, ২০১৬ রাত ৯:২১

প্রামানিক বলেছেন: দুঃখজনক ঘটনা।

০৬ ই জুন, ২০১৬ রাত ৯:৪৯

চাঁদগাজী বলেছেন:



দক্ষতাহীন পুলিশ বাহিনী ।

১৬| ০৬ ই জুন, ২০১৬ রাত ১০:২৫

বিজন রয় বলেছেন: উত্তর আমার জানা নেই।

০৬ ই জুন, ২০১৬ রাত ১১:৪৮

চাঁদগাজী বলেছেন:




সরকারের উচিত ছিল, পরিবারকে প্রটেকটেড জোনে রাখা ও সদস্যদের আইডেনটিটি দলায়ে দেয়া।

১৭| ০৬ ই জুন, ২০১৬ রাত ১১:৪৭

বন্যলোচন বলেছেন: হাসায়েন না। টোটাল সিকিউরিটি বিদেশে যাওয়া ব্যতিত পসিবল না। প্রটেক্টেড জোনে রাখলে খুনটা আরও কয়দিন পরে হইত, পোলাপান আর কিছু পুলিশও মরত সাথে। এরা কোন লেভেলে যাইতে পারে পথের কাঁটা সরানের জন্যে তা চিন্তার বাইরে।

০৭ ই জুন, ২০১৬ রাত ১২:২৭

চাঁদগাজী বলেছেন:




এরা তা'হলে বাংগালী না, এরা সুপারম্যান? হাজার ভেঁড়া ১ টা নেকড়ের ভয়ে থাকে।

১৮| ০৭ ই জুন, ২০১৬ রাত ২:৫৩

মাগুরগিয়াসাইবারফোর্স বলেছেন: টাহোলে কি হবে েখন

০৭ ই জুন, ২০১৬ সকাল ৭:৩০

চাঁদগাজী বলেছেন:




আমরা তো আপনার দিকে চেয়ে বসে আছি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.