![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
আমেরিকার ইতিহাসে, প্রেসিডেন্ট পদের জন্য প্রথমবার নারী প্রার্থী নির্বাচিত হবেন আজ; তিনি হিলারী ক্লিনটন।ডেমোক্রেটদের প্রার্থী হতে দরকার ২৩৮৩ ডেলিগেট ভোট; হিলারী ক্লিনটন মাত্র ২৯ ভোটে পেছেন আছেন সেই সংখ্যায় পৌঁছতে; আজ মংগলবার, আমেরিকার ৬টি রাজ্যে ভোট হচ্ছে; ১ম রেজাল্ট আসবে নিউজার্সি থেকে; সেখানে হিলারী ৩০% এর উপর ভোট পেলে ২৩৮৩ সংখ্যাটি পেরিয়ে যাবেন।
গতকাল কিছু সুপার ডেলিগেইট তার প্রতি সমর্থন জানানোর ফলে, উনি আসলে ২৩৮৩ পেরিয়ে গেছেন; কিন্তু এসব সুপার ডেলিগেইটদের রাজ্যে ভোট তখনো শেষ হয়নি, সেজন্য হিলারী বিজয় ঘোষণা করেনি; আজ করবে।
হিলারী পেয়েছে ১৮১২ টি প্লেজড ডেলিগেইট ও ৫৭১টি সুপার ডেলিগেইট; উনার বিপরিতে সিনেটর সেন্ডার্স পেয়েছেন ১৫২১ জন প্লজড ও ৪৮ জন সুপার ডেলিগেইট। সুপার ডেলিগেইটরা পার্টির নেতা, তারা মানুষ কর্তৃক নির্বাচিত নন, পদাধিকার বলে ডেলিগেইট।
সিনেটর সেন্ডার্স পরাজয় মেনে না নিয়ে, "কনটেসটেড কনভেনশনে" যেতে চান। "কনটেসটেড কনভেনশনে" হলো জুলাই মাসে প্রার্থী ঘোষনার সভায় ডেলিগেইটদের ভোট; উনি যুক্তি দিচ্ছেন যে, তিনি হিলারী থেকে স হজেই ট্রাম্পকে পরাজিত করতে পারবেন, এবং কনভেনশনে সুপার ডেলিগেইটেরা সিদ্ধান্ত বদলাতে পারেন।
০৭ ই জুন, ২০১৬ রাত ৯:৫৯
চাঁদগাজী বলেছেন:
হয়তো; তবে, এখনো ঘটেনি!
২| ০৭ ই জুন, ২০১৬ রাত ৮:৫২
ডঃ এম এ আলী বলেছেন: "কনটেসটেড কনভেনশনে" এর মত একটা বিধান চালু রেখে প্রয়োজনটা কি বছর ধরে আমেরিকাজুরে ডেলিগেট ভোটাভুটির । সারা বছরের ফল তো মহুর্তেই যেতে পারে পাল্টে ।
০৭ ই জুন, ২০১৬ রাত ৯:৫৭
চাঁদগাজী বলেছেন:
এগুলো হলো 'শেষ রক্ষা কবচ', যদি ক্যনডিডেট বদলাতে হয় শেষ মহুর্তে!
৩| ০৭ ই জুন, ২০১৬ রাত ১০:০৩
বিজন রয় বলেছেন: হিলারী পাশ করবে বলে আপনি মনে করেন?
আমি করি না।
০৭ ই জুন, ২০১৬ রাত ১০:২৬
চাঁদগাজী বলেছেন:
সধারণভাবে ভাবলে হিলারীর পাশের কোন সম্ভাবনা নেই; কিন্তু ট্রাম্প কিছু ঘটনা ঘটায় যা তাকে পরাজিত করার জন্য যথেস্ট; আজ ১ সপ্তাহ সে ৩১০ মিলিয়ন আমেরিকানের সাথে যুদ্ধ করছে; সে এক ফেডারেল বিচাকের বিপক্ষে কথা বলছে, যা ভুল; তাকে তার পরিবার, পার্টি, এডভাইজার কেহ থামাতে পারছে না; সে একা; ভয়ংকর খারাপ অবস্হা
৪| ০৮ ই জুন, ২০১৬ রাত ৩:০৮
সচেতনহ্যাপী বলেছেন: আমার কিন্তু প্রথম থেকেই কেন যেন মনে হচ্ছে হিলারী শেষটুকু সম্পন্ন করতে পারবে না।। আমেরিকানরা সভ্যতার শিখরে থাকলেও বৈষম্য বলে কথা।। যদি ট্রামপ জেতে তবে আমার এই কথাই প্রমান করবে।। ভেবে দেখুন ট্রাম্পের এতদুর আসার কথা কি, এতো উল্টো-পালটা বলার পরেও ??!!
০৮ ই জুন, ২০১৬ ভোর ৪:৫৫
চাঁদগাজী বলেছেন:
আমেরিকার ক্যাপিটেলিস্ট সিস্টেম নিজের সমস্যায় ভুগছে; সেজন্য ট্রাম্পের জনপ্রিয়তা; তবে, এই সপ্তাহে ট্রাম্প পুরোজাতির কথা অগ্রাহ্য করে এক বিচারপতি আক্রমণ করেছে, এতে পুরোদেশ হতাশ হয়ে গেছে।
হিলারী সবচেয়ে অদক্ষ প্রার্থী।
৫| ০৮ ই জুন, ২০১৬ ভোর ৪:৫০
ডঃ এম এ আলী বলেছেন: মার্কিন যুক্তরাস্টের প্রাণ ভ্রমরাটি কি সেখানেই আছে নাকি কৌটায় ভরে অন্য জায়গায় রাখা আছে ? জনশ্রোতি আছে তার প্রাণ ভ্রমরাটি আছে অন্যত্র । সেখানকার সুতার টানেই নাকি আমেরিকার মসনদ চলে আর টলে । সুতাটার টানে না চললে কারো গতি হয় জন কেনেডি কারো হয় লক হীড কেলেংকারী । সে হিসাবে ট্রাম্ফেরই এবার চলে আসার সম্বাবনাই বেশী বলে অনুভুত হচ্ছে ।
০৮ ই জুন, ২০১৬ ভোর ৪:৫৭
চাঁদগাজী বলেছেন:
আমেরিকা বিশ্বের শীর্ষ ক্যাপিটেলিস্ট, বাংলাদেশ বিশ্বের ন্যাংটা ক্যাপিটেলিস্ট; ক্ষমতা ক্যাপিটেলিস্টরা ধরে রাখতে বাধ্য।
৬| ০৮ ই জুন, ২০১৬ সকাল ৯:৪৩
খায়রুল আহসান বলেছেন: চমৎকার এই আপডেট পড়ে অজানা অনেক কিছুর কথা জানলাম, বিশেষ করে "কনটেসটেড কনভেনশনে" এর কথা।
তাকে তার পরিবার, পার্টি, এডভাইজার কেহ থামাতে পারছে না; সে একা; ভয়ংকর খারাপ অবস্হা (৩ নং মন্তব্যের উত্তরে)- এমন এক একরোখা এবং জাত বিদ্বেষী লোক বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্রের প্রেসিডেন্ট হলে বিশ্বে কী ঘটবে, তা চিন্তা করেও ভয়ে শিউরে উঠি।
০৮ ই জুন, ২০১৬ বিকাল ৫:২৩
চাঁদগাজী বলেছেন:
২০০১ সাল থেকে বিশ্ব ভয়ংকর সমস্যায়, ট্রাম্প সেটাকে কি বাড়িয়ে দেবে, না সমাধান করবর বলা মুশকিল। তবে, হিলারী সাক্ষী গোপাল হবে।
৭| ০৯ ই জুন, ২০১৬ বিকাল ৩:০০
মগজহীন ব্লগার বলেছেন: হাই, চাদ্গাজি, ব্যাং ভাইয়ের সৌজন্যে আপনার একটা ব্যক্তিগত ছবি দেখবার পারলাম । সন্দ করি, আপনার পাছায় বুধহয় শয়ে শয়ে সৈনিক বেশুমার গুলিবিদ্যা প্র্যাক্টিস কইরেছে ।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৬ রাত ৮:৩২
বিজন রয় বলেছেন: পুরানো খবর দিলেন।