নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বার্ণি সেন্ডার্সের \'সামাজিক অর্থনীতি\'র আইডিয়া বিশ্বকে নতুন পথ দেখাবে

০৮ ই জুন, ২০১৬ রাত ৮:৩০



সিনেটর বার্ণি সেন্ডার্স বিশ্বের সম্পদহীন মানুষদের অধিকার প্রতিস্ঠা করার লক্ষ্যে সংগ্রাম শুরু করেছিলেন ক্যাপিটেলিজমের রাজধানী আমেরিকায়; তিনি ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য গতকাল অবধি লড়েছেন; আমেরিকান ক্যাপিটেলিজম উনাকে 'সুপার ডেলিগেট' নামক এক অগণতান্ত্রিক অস্ত্র দিয়ে কুপোকাৎ করেছে; কিন্তু বার্ণি'র আইডিয়া তরুণ আমেরিকায় এক প্রচন্ড ঢেউ তুলেছে, যা একদিন তীরে আসবে সুনামী হয়ে।

একা ভারত থেকে ৬৫ হাজার গ্রাজুয়েট আমেরিকায় এসে প্রতি বছর চাকুরী করছে গড়ে ৯০/১০০ হাজার ডলার বার্ষিক বেতনে; সেখানে আমেরিকান চাকুরী করছে বার্ষিক ১৮ হাজার ডলার বেতনে; কারণ, এসব আমেরিকান পড়ালেখার সুযোগ পায়নি, গড়ে ৯০ হাজার ডলারের মামলা চুকায়ে গ্রাজুয়েট হতে পারেনি; ভারতে গ্রাজুয়েট হতে পারে ১/২ হাজার ডলার খরচ করে।

বার্ণি 'ফ্রি পড়ালেখার' প্রস্তাব এনেছিল; আমেরিকায় যদি ফ্রি পড়ালেখা শুরু হতো, বিশ্ব তার প্রবল প্রভাব পড়তো; আমরা বাংলাদেশেও তা চালু করতে পারতাম।

বার্ণি সোজাসুজি ভালো করতে পারতো, যদি আমেরিকানরা তার কর্মময় জীবনের মুল্যায়ন করে ভোট দিতো; কিন্তু পেছনে পড়ে-থাকা ধর্মীয় কয়েক মিলিয়ন আমেরিকান বার্ণিকে ইহুদী পরিবারের লোক হিসেবে ভোট দেয়নি; আরেক দল তাকে ভোট দেয়নি 'সোস্যালিস্ট' অপবাদ দিয়ে; এই গ্রুপে যেমনি আছে বিল গেইটেরা, তেমনি আছে ম্যাকডোনাল্ড'এর মগজহীন শ্রমিক; বিলের সম্পদ আছে বুঝলাম, কিন্তু ম্যাকডোনাল্ড'এর মগজহীন শ্রমিকের এই অবস্হা কেন? অশিক্ষার শিকার হয়েই এই কাজ করেছে ম্যাকডোনাল্ড'এর মগজহীন শ্রমিকেরা। তৃতীয় গ্রুপ হিলারীকে প্রেসিডেন্ট ক্লিনটনের মতো কেউ ভাবছে; আসলে হিলারী প্রেসিডেন্ট ক্লিনটনের বক্তৃতা মুখস্হ করা তোতা পাখী মাত্র।

বার্নি হতে পারেনি; কিন্তু বিরাট আইডিয়া রেখে গেছে আমেরিকান তরুণদের জন্য; আমেরিকান ক্যাপিটেলিজম সব সময় ষড়যন্ত্রের পথে খোলা রাখে, এবার 'সুপার ডেলিগেইট' নামের ষড়যন্ত্র করে আমেরিকার ইতিহাসের সবচয়ে যোগ্য ব্যক্তিকে সরায়ে দিয়েছে ক্যাপিটেলিজম।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৬ রাত ১১:০২

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: সেটা হতে পারে সামাজিক অর্থনীতি

আপনি কি গুরু কিছু খাইয়া পোস্ট লেখেন বা কমেন্ট করেন? কেবল হতে পারে, ধারনা করা হয়, এমন কিছু হাইপোথেটীকাল বুলি কপচাইয়া সামাজিক অর্থনীতি নামের কিছু একটা বালছালে পুরা আম্রিকা শিফট করাইয়া দিতে চান? সাবাস, আপনারে দিয়াই হবে। হিটোলার এক ধাক্কায় বিশ্ব বিশুদ্ধ করতে চাইছিলো আর আপনে এক ধাক্কায় আম্রিকারে কমিউনিজ্যম টাইপের একটা জগাখিচুড়ি গিলাইতে চান, যেইটার রেসিপি কি তাও হাইপোথেটীকাল আর কেমনে গিলানো হবে বা খাইতে কেমন তাও কেউ জানে না। আমার সন্দেহ আপনি স্যান্ডার্স কি চাইছে বা বলছে তাও শুনছেন কিনা। আপনি তো সবই হাফ হাফ। কি যে খাইয়া টাল হইয়া থাকেন, মন দিয়া কিহু শোনার বা বোঝারও সামর্থ্য নাই ঠিকমত বলার বা বোঝানোর ক্ষমতাও নাই।

আমরা কি এমন গরু চেয়েছিলাম =p~

০৮ ই জুন, ২০১৬ রাত ১১:১৮

চাঁদগাজী বলেছেন:




প্রত্যেকের ভাবনার ডোমেইন আছে। আমেরিকা সোস্যালিস্ট হবে না, মানুষ চাচ্ছে না; কিন্তু অর্থনীতীতে সবাইকে সুযোগ দিতে হবে।

২| ০৮ ই জুন, ২০১৬ রাত ১১:০৩

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: সর‍্যি গরু, গুরু বানানটা বারবার ক্যান জানি ভুল হইতেছে =p~

০৮ ই জুন, ২০১৬ রাত ১১:১৫

চাঁদগাজী বলেছেন:





ওকে, অসুবিধা নেই

৩| ০৮ ই জুন, ২০১৬ রাত ১১:১২

রোকসানা লেইস বলেছেন: ভালো পর্যবেক্ষণ। ভালো লোকরা কখনোই ক্ষমতায় আসতে পারবে না। হিলারী আসবে তার পিছনে ইউনুসরা লাইন দিবে। পৃথিবীতে কখনোই শান্তি থাকবে না।
এভাবেই চলবে। কারণ স্রোতের বিপরীতে যেতে ভয়।

০৮ ই জুন, ২০১৬ রাত ১১:১৫

চাঁদগাজী বলেছেন:




এরা অন্যদের সম্পদ দখলে ব্যস্ত

৪| ০৮ ই জুন, ২০১৬ রাত ১১:৫১

ডঃ এম এ আলী বলেছেন: পোষ্টের লিখনি ও উপরের মন্তব্যের কথাটি তথা এরা পরের সম্পদ দখলে ব্যস্ত খাটি বাস্তব কথা । খুব ভাল লাগছে এই সাথে কিছু পাঠকের মন্তব্য ও প্রতি উত্তরগুলিই বেশ উপভোগ্য । আমার বিবেচনায় এ ব্লগটি সামুকে সরগরম করে রাখে ।

অনেক ধন্যবাদ । ভাল থাকার শুভ কামনা থাকল ।

৫| ০৯ ই জুন, ২০১৬ রাত ১২:১৩

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: সর‍্যি গরু, গুরু বানানটা বারবার ক্যান জানি ভুল হইতেছে =p~
০৮ ই জুন, ২০১৬ রাত ১১:১৫ ০
লেখক বলেছেন:
ওকে, অসুবিধা নেই



আপনে এতো সুইট কেনু?! এইসব হজম করা মহাবিশ্বে একমাত্র গাজীপীরের পক্ষেই সম্ভব। =p~

০৯ ই জুন, ২০১৬ রাত ২:১৯

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে শুদ্ধ কিছু আশা করাই কস্টকর।

০৯ ই জুন, ২০১৬ ভোর ৪:০৬

চাঁদগাজী বলেছেন:




আমাকে আপনার পোস্টে কমেন্ট ব্যান করেছেন ভুল বশত?

৬| ০৯ ই জুন, ২০১৬ রাত ১:৪০

গেম চেঞ্জার বলেছেন: বার্নিকে আমেরিকানরা সুযোগ দেয়নি। এত চমৎকার মানুষটিকে ওরা বাদ দিয়েছে বৈশ্বিক ছকপ্রণেতাদের কল্যাণে। বিষয়টা না বুঝলে কিসসু করার নাই।

০৯ ই জুন, ২০১৬ রাত ২:২১

চাঁদগাজী বলেছেন:




ক্যাপিটেলিজম মানুষকে ক্রীতদাস করে রাখবে আরো ২/১ যুগ।

৭| ০৯ ই জুন, ২০১৬ রাত ১:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিক আছে। হিলারি নির্বাচিত হলে মন্ত্রীসভায় থাকবেন বার্নি। যেভাবে এক সময় হিলারি, জন কেরি নির্বাচনের পরে পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন....

০৯ ই জুন, ২০১৬ রাত ২:১৭

চাঁদগাজী বলেছেন:



হয়তো, তবে সে যা বলেছিল সেটা করতে পারবে না, এবং ট্রাম্পের সাথে হিলারী জয়ীি হবে না।

৮| ০৯ ই জুন, ২০১৬ রাত ৩:০১

কামালপা বলেছেন: বার্নি কি বলেছে যে সে বাংলাদেশের মানুষদের ফ্রী পড়াবে?

০৯ ই জুন, ২০১৬ রাত ৩:১৮

চাঁদগাজী বলেছেন:




না বলেনি; আমেরিকা যদি ফ্রি পড়ালেখার দিকে যায়, বাংলাদেশ ও সবার জন্য সেটা আমেরিকান সরকার দাবী করতো; বিশ্ব বদলে যেতো; আমেরিকার প্রভাব আছে বিশ্বের উপর।

৯| ০৯ ই জুন, ২০১৬ রাত ৩:৩০

কামালপা বলেছেন: আপনি ভুল ভাবে চিন্তা করছেন। আমেরিকা শুধু নিজের চিন্তা করে, অন্যের মাথায় বাড়ি মেরে হলেও সে নিজের স্বার্থ আদায় করবে। বারাক ওবামাও অনেক ভাল ভাল কথা বলেছিল, তাতে কি কচুটা হয়েছে? প্রেসিডেন্ট পাল্টালেও ওদের সিস্টেম পাল্টায় না, সেইজন্যই ট্রাম্পের মত বদরা বারবার উঠে আসে। বুশ গেছে, ট্রাম্প আসছে।

০৯ ই জুন, ২০১৬ রাত ৩:৩৮

চাঁদগাজী বলেছেন:





বারাক ওবামা পৃথিবীর সেরা প্রেসিডেন্ট, আমেরিকাকে অর্থনৈতিকভাবে শক্ত রেখেছিল; আমেরিকা দুর্বল হলে বিশ্বে অশান্তি বাড়তো।

১০| ০৯ ই জুন, ২০১৬ রাত ৩:৩৩

কামালপা বলেছেন: বাংলাদেশে ফ্রী পড়ালেখার ব্যবস্থা আমেরিকা করবে না, আমাদেরকেই করতে হবে।

০৯ ই জুন, ২০১৬ রাত ৩:৩৯

চাঁদগাজী বলেছেন:




এটা ঠিক বলেছেন, বাংলাদেশে ফ্রি পড়ালেখার করানোর জন্য আমাদিগকে কাজ করতে হবে।
বাংগালী সরকারগুলো কৌশালে জাতির একাংশকে পড়ালেখা থেকে দুরে রেখে আসছে।

১১| ০৯ ই জুন, ২০১৬ ভোর ৫:৪৪

দিয়া আলম বলেছেন: তুমি কিচ্ছু জানোনা গাজী ভাইয়া, ১০০ ডলার বাজি লাগবা? হিলারী প্রেসিডেন্ট। ট্রাম্পের পাত্তাই থাকবেনা সাধারণ নির্বাচণে।লাগবা বাজি?

০৯ ই জুন, ২০১৬ ভোর ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:




বাজি তো লাগতে চাই, ১০০ ডলার পকেটে নাই; একটা গাধী আরেকটা মহিষ, কোনটাই ভালো না।

১২| ০৯ ই জুন, ২০১৬ সকাল ১০:০৫

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: ভুলবশত না গুরু, ইচ্ছাকৃতভাবেই, সজ্ঞানে। কারণ আপনার কমেন্ট খাইয়া অজ্ঞান হইতে চাইনা =p~

০৯ ই জুন, ২০১৬ বিকাল ৪:২৮

চাঁদগাজী বলেছেন:





আমার কমেন্ট না পেলে রূপকথার ব্লগার হয়ে থাকবেন আজীবন।

১৩| ০৯ ই জুন, ২০১৬ দুপুর ১২:২৭

খস্তগীর হোসেন বলেছেন: গাজী ভাই আপনার আগের পোস্টে ব্যাং ভাই দেক্লাম আপনার একটা পার্সোনাল ফটো দিসেন। এইটা কি সত্যি আপনার? এত বাজে অবস্হা কেন আপনার ঐ জায়গার?

১৪| ০৯ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩৫

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: ০৯ ই জুন, ২০১৬ বিকাল ৪:২৮ ০
লেখক বলেছেন:

আমার কমেন্ট না পেলে রূপকথার ব্লগার হয়ে থাকবেন আজীবন।


তা যা কইছেন গুরু। আপনার স্বীকৃতি পাইয়া আমি ব্লগার হইছি। মন্তব্যের প্রতিউত্তর পাইয়া আল্লাদে গদগদ টাইপ ব্লগার হইতে যাইতেছি। এর বেশি কিছু হইলে তো ইতিহাস হবো, লিজেন্ড হিসেবে ব্লগে লেখা থাকবে আমার নাম =p~

০৯ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

চাঁদগাজী বলেছেন:




আপনি বাজেটের উপর যা লিখেছেন, তাতে মোটামুটি বিরাট ভুল ধারণা রয়েছে; কেহ ঠিক মত পড়েনি, যারা পড়েছে, তারা বুঝেনি

১৫| ০৯ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: আপনার ধারনা আর জ্ঞানটা জানাইয়া বিস্তারিত পোস্ট দেন। জনতা উপকৃত হইবে।

১০ ই জুন, ২০১৬ ভোর ৪:৫০

চাঁদগাজী বলেছেন:



বাজেটের উপর পোস্ট দেবো।

১৬| ০৯ ই জুন, ২০১৬ রাত ১০:১৪

কালনী নদী বলেছেন: ভালো পর্যবেক্ষণ! আলোচনা জমে উঠেছে যদিও বার্নির জন্য খারাপলাগা ছাড়া আর কিছু্ই মোদের করা নেই। তবে আপনি বোধহয় ইহুদির পাশ টানছেন, ব্যাপারটা নোংরা বটে!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.