নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বিএনপি ক্ষমতায় গেলে কি কি করবে?

২৭ শে জুন, ২০১৬ রাত ২:৫৮



বিএনপি ও আওয়ামী লীগ যখন ক্ষমতার বাহিরে থাকে, তখন তারা এমন সব সুন্দর সুন্দর কথা বলেন যে, মনে হয়, তাঁদেরকে আজীবন ক্ষমতার বাইরে রাখলে, জাতির জন্য উনারা আরো অনেক সুন্দর সুন্দর ভাবনা ও কথা বলার সুযোগ পেতেন।

বছর তি'নেক আগে, ঢাকার এক জনসভায় বেগম খালেদা জিয়া কয়েক লাখ মানুষের সামনে বলেছিলেন যে, তিনি 'এমন ফর্মুলা জানেন যে, দেশে কোন বেকার থাকবে না'; তিনি একই সভায় বলেছিলেন যে, তিনি এমন কিছু জানেন, 'যেটা করলে দেশে বিদ্যুতের অভাব থাকবে না'; তিনি এও বলেছিলেন যে, তিনি ক্ষমতায় না যাওয়া অবধি এগুলো বলবেন না; বললে, আওয়ামী লীগ সেগুলো করে ফেলবে! বিশ্বে যারা রাজনীতির 'র'এর সাথে পরিচিত তারা এসব কথা কোনদিন বলবেন বলে আমার বিশ্বাস হয় না।

উনার অতি সম্প্রতি কিছু বক্তব্যে ছিল, তিনি যদি ক্ষমতায় যান, কোন প্রতিশোধ নেবেন না; আমি ও আপনি হয়তো বিশ্বাস করবো, কিন্তু ইনু ও নাসিমকে এ ক্থা কি বিশ্বাস করানো যাবে? আজকে বলেছেন, 'আওয়ামী লীগকে ধরলে, জংগীবাদের অবসান হবে; আওয়ামী লীগকে ধরবে কে? আমি দেখছি, শুধু বিএনপি'কে ধরছে!

মির্জা ফখরুল বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে 'বন্দুক যুদ্ধের' গল্পের অবসান ঘটানো হবে; কিন্তু ক্ষমতায় না যাওয়া অবধি কি হবে? তা'হলে জাতিকে কি উনাদের ক্ষমতায় যাওয়া অবধি অপেক্ষা করতে হবে?

আজকে মওদুদ বলেছেন, উনারা ক্ষমতায় গেলে হত্যা ও গুমের অবসান ঘটাবেন; মানুষ হত্যা ও গুমের বিচার চেয়ে চেয়ে ক্লান্ত হয়ে যাচ্ছে; সেই সময় এই ধরণের ঘোষণা নিশ্চয় বিরাট আশার বাণী। কিন্তু একটা ছোট সমস্যা থেকে যাচ্ছে, মওদুদ আহমেদকে বিশ্বাস করার লোক কোথায় খুঁজে পাবো?

এগুলো কি রাজনীতি, আর রাজনীতিবিদ? ক্ষমতার বাহিরে থেকে যদি বেকারত্ব কমাতে পারতেন বেগম জিয়া, ক্ষমতায় না থেকে যদি বিদ্যুৎ সমস্যা সমাধানে অবদান রাখতে পারতেন, তা'হলে সেদিন বেগম জিয়া রাজনীতিবিদ হয়ে যেতেন; এখন উনি শুধু বেগম জিয়া। মওদুদ আহমেদ ও মির্জা সাহেবের বক্তব্যে আস্হা রাখতে হলে নিজকে অন্ধ ও বধির হতে হবে, হয়তো; নাকি আরো অন্য উপায় আছে? এগুলো কি রাজনীতির অংশ হওয়ার কথা?






মন্তব্য ৪৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৬ রাত ৩:১২

সচেতনহ্যাপী বলেছেন: আপনি রাজনৈতিক বোলচাল বুঝেন না, এটাও কি আমাকে বিশ্বাস করতে হবে!! আওয়ামী লীগ কি কি বলেছলো তাও যদি যোগ করতেন এ লেখায়, তাহলে কিন্তু পূর্ণতা পেতো।।

২৭ শে জুন, ২০১৬ রাত ৩:৩৪

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগ বলেছিল ৬ দফা করবে, শেষ চেস্টা ছিল বাকশাল; বাকী যা বলেছে ওগুলো লিখতে গেলে কম্প্যুটারের হার্ডড্রাইভ শেষ হয়ে যাবে।

এখন যা পাচ্ছি, সেটা কখনো বলেনি!

২| ২৭ শে জুন, ২০১৬ রাত ৩:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ক্ষমতায় যাওয়ার জন্য সবাই এরকম কথা বলে। যেমন - খালেদা জিয়া বলেছিলেন, ক্ষমতায় গিয়ে উনি দুইটি পদ্মা সেতু করবেন। একটা করতেই দেশের বারোটা বেজে যাচ্ছে। উনি বলে দুইটা করবেন! এই জন্যই বলি আইন করে দুইবারের বেশী ক্ষমতায় না থাকার নিয়ম চালু করতে হবে। সব ক্ষেত্রে গণতন্ত্র চালু করতে হবে। তারপরই এদের গলাবাজি বন্ধ হবে।
পুনঃশ্চ - এরশাদও চালের দাম কমানোর কথা বলে মাঝে মাঝে(যদি ক্ষমতায় যায়)

২৭ শে জুন, ২০১৬ রাত ৩:৩৬

চাঁদগাজী বলেছেন:




একসেতুর দাম সাড়ে চার বিলিয়ন: ৪,৫০০,০০০,০০০/০০ ডলার ; ২ টা সেতু: ৯০০০,০০০,০০০/০০ ডলার; ভালো যে উনি অংকে লিখতে পারেন না।

৩| ২৭ শে জুন, ২০১৬ রাত ৩:৩৮

সচেতনহ্যাপী বলেছেন: ৬দফা কিন্তু যতটুকু জানি ছিল শেরে বাংলার মত।। এইসব বাস্তবতার কারনেই আপনার লেখা ফলো করি।। ধন্যবাদ।।

২৭ শে জুন, ২০১৬ রাত ৩:৫৫

চাঁদগাজী বলেছেন:




আওয়ামী বুঝে লিখুক, বা না বুঝে লিখুক, ৬ দফা একটা বড় এজেন্ডা ছিল। শেরে বাংলার মতো আর বাংগালী হয়তো বাংলা আসবেন না কখনো।

৪| ২৭ শে জুন, ২০১৬ রাত ৩:৩৮

অতৃপ্তচোখ বলেছেন: হা হা হা হা আমার খুব হাসি পাচ্ছে, দারান ভাই আর একটু হাসি হা হা হা হা

ফকা মদুদকে বিশ্বাস করতে মুফতি হান্নন হলেই যথেষ্ট।

ভাই, আমি কিন্তু র বুঝিনা। মনে আছে তো তাই বললাম আর'কি -----

২৭ শে জুন, ২০১৬ রাত ৩:৫২

চাঁদগাজী বলেছেন:



'ক্ষমতায় গেলে কি করবে', সেটাকে রাজনীতি বলে না; এরা জীবনে কিছুই শিখলো না; ক্ষমতায় না গিয়েও রাজনীতি করা যায় ।

৫| ২৭ শে জুন, ২০১৬ রাত ৩:৪৬

মহা সমন্বয় বলেছেন: এরা ক্ষমতায় যাওয়ার জন্য সবকিছু বলতে এবং করতে পারে।
অবাক হই এই ভেবে যে এক সময় এই বদের হাড্ডি দল বিম্পি ও তার দোসরা দেশ চলাত।
আহা কি সুন্দর দেখা গেল। X((

২৭ শে জুন, ২০১৬ রাত ৩:৫৭

চাঁদগাজী বলেছেন:




এসব ছবি বাংগালী জাতির দু:খের প্রমাণ হয়ে থাকবে ইতিহাসের পাতায়

৬| ২৭ শে জুন, ২০১৬ রাত ৩:৪৯

কালনী নদী বলেছেন: i Just Notice without comment :P

২৭ শে জুন, ২০১৬ ভোর ৪:০৭

চাঁদগাজী বলেছেন:




এই কমেন্টটি পরিস্কার হয়নি আমার কাছে

৭| ২৭ শে জুন, ২০১৬ রাত ৩:৫২

কালনী নদী বলেছেন: for you concern মহা সমন্বয়,

Both the Awami League and the Bangladesh Nationalist Party had accepted Jamaat as an ally during the anti-Ershad movement. After the national elections of 1990, Jamaat support had ensured BNP its majority in the fifth parliament. The Awami League, which prides itself on having led the liberation struggle, joined forces with the Jamaat to help oppose and oust the sixth parliament. In the seventh parliament, the AL inducted at least one identified war collaborator in the cabinet. And, in the eighth parliament, the BNP paid the ultimate tribute by forming government with the Jamaat as a coalition partner.

“Jamaat’s Farce Unravels,” p. 84-85.

২৭ শে জুন, ২০১৬ রাত ৩:৫৮

চাঁদগাজী বলেছেন:




এগুলোও সুখের ছবি নয়।

৮| ২৭ শে জুন, ২০১৬ ভোর ৪:১৮

গেম চেঞ্জার বলেছেন: বিম্পি আরেকবার যাবে বলে ভাবেন নাকি? :|| :||

২৭ শে জুন, ২০১৬ ভোর ৪:২৯

চাঁদগাজী বলেছেন:



আমার মনে হয়, বিএনপি আর সহজে ক্ষমতায় যেতে পারবেনা ১৫/২০ বছর; ততদিনে বিএনপি হয়তো বদলে যাবে।

৯| ২৭ শে জুন, ২০১৬ ভোর ৪:১৯

কালনী নদী বলেছেন: off Topic! Mafia Rules ©


©

২৭ শে জুন, ২০১৬ ভোর ৪:৩০

চাঁদগাজী বলেছেন:




ভয়ের ব্যাপার!

১০| ২৭ শে জুন, ২০১৬ ভোর ৫:০০

সত্য শিকারী বলেছেন:






রাজনীতি এখন গালনীতিতে পরিনত হয়েছে.. যে যত পারে গাল মেরে যায়..

আর আমরা?
শালার আবাল জনগন...

২৭ শে জুন, ২০১৬ ভোর ৫:১৩

চাঁদগাজী বলেছেন:



৪৫% জন নাম লিখতে পারে না; নতুন গ্রাজুয়েটদের ৪০% এর প্রফেশানেল চাকুরী নেই; এক কোটী বিদেশে কস্টকর চাকুরী করছে; আবাল না হয়ে কি উপায় আছে?

১১| ২৭ শে জুন, ২০১৬ ভোর ৬:১০

রেগুলা বলেছেন: সত্যি বলতে কি একটা প্রাকৃতিক মহাপ্রলয় ছাড়া এসব কিছু পরিবর্তন হওয়া সম্ভব নয় :(

২৭ শে জুন, ২০১৬ সকাল ৮:০৮

চাঁদগাজী বলেছেন:




মানুষের জীবন ক্রমেই কস্টকর হচ্ছে দলগুলোর ক্রমাগত অরাজনৈতিক ডায়ালগে

১২| ২৭ শে জুন, ২০১৬ ভোর ৬:৩২

ডঃ এম এ আলী বলেছেন: ক্ষমতার বাইরে থাকা লোকগুলির ( রাজনৈতিক নেতা বলার যোগ্যতা এদের নেই বলে শুধু লোক হিসাবে অভিহিত করা হল ) কথা হজম করা মানুষের সংখ্যা কমে গেলে এই লোকগুলার আবল তাবল কথা বলা বন্ধ হত ।

২৭ শে জুন, ২০১৬ সকাল ৮:০৯

চাঁদগাজী বলেছেন:




মানুষ রাজনীতিবিদদের এখন নিয়মিত ভয় পাচ্ছে; এরা কি বলছে আর কি করছে বুঝা মুশকিল।

১৩| ২৭ শে জুন, ২০১৬ সকাল ৮:৩৯

ডঃ এম এ আলী বলেছেন: কোন এক এলাকায় কোন একটি কৃষি প্রকল্পের বাধের স্থান পরিবর্তণ সংক্রান্ত ঘরোয়া আলোচনা সভায় রাজনৈতিক পরিচয়ধারী এক নেতা স্রোতের উল্টাদিকে খাল কেটে পানি নিশ্কাসনের জন্য শুধু রাজনৈতিক স্বার্থ বিবেচনায় স্থান নির্বাচণের বিষয়ে মতামত দেন । ফলে জনতা উত্তেজিত হয়ে সেই নেতাকে আলোচনা সভাতেই টিবিটি ( TBT : Taout and batpar) টাউট এন্ড বাটপার উপাদি দেয় । এখন সেই এলাকার লোকজন রাজনৈতিক নেতাদেরকে টিবিটি নামেই ডাকে । সারা দেশের শীর্ষ পর্যায়ের নেতারা এখন যদি নীজেরাই নীজেকে টিবিটির পর্যায়ে নামিয়ে নিয়ে আসেন তাহলে আমাদের আর কিই বা বলার থাকে । বিষয়টি সারা দেশে চালু হয়ে যেতে সময় লাগবেনা ।

২৭ শে জুন, ২০১৬ সকাল ৯:১৫

চাঁদগাজী বলেছেন:



রাজনীতিবিদ এখন কেহ সন্মানজনক অবস্হানে নেই; মানুষ কোন রাজনীতিবিদের কথা বিশ্বাস করে না।

১৪| ২৭ শে জুন, ২০১৬ সকাল ৯:৩৫

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ প্রতি উত্তরের জন্য ।

১৫| ২৭ শে জুন, ২০১৬ সকাল ১০:১৮

মিঃ অলিম্পিক বলেছেন: আচ্ছা রাজনৈতিক দলরাই কি চাঁপাবাজ! নাকি চাঁপাবাজরাই রাজনৈতিক দল করে বুঝি না।।

২৭ শে জুন, ২০১৬ বিকাল ৩:৫৯

চাঁদগাজী বলেছেন:




চাপাবাজরাই সহজে দলে ঢুকে গেছে ও যাচ্ছে; কারণ, দলগুলো রাজনীতি না করে, চাপাবাজি করে টিকে গেছে

১৬| ২৭ শে জুন, ২০১৬ দুপুর ১:৩৯

বাকরখানি বলেছেন: বেজির সাথে গোআর ছবি দেইক্ষ্যা সাথে সাথে কালনী ছাগুর কইলজাটা আতকা ফাল দিয়া উঠল, তাড়াতাড়ি লীগের সাথে গোআর সহবাসের ঘটনাটা ল্যাদায়া গেল। =p~

কালনী ছাগু, পাঁচজন রাজাকারের নাম কও তো। আমি তোমারে হেল্প করি খানিকটা, একজন হৈল বেয়াই রাজাকার। এখন বাকি চাইরটার নাম কও তো সুনামনি B-)

২৭ শে জুন, ২০১৬ বিকাল ৩:৫৬

চাঁদগাজী বলেছেন:




যারা স্বাধীনতাযুদ্ধের জল্লাদদের সাথে হাত মিলায়েছে, এরা সবাই মুক্তিযুদ্ধকে অনুধাবন করতে পারেনি; আমার ধারণা, দেশের দুইদলের বেশীর ভাগ কর্মকর্তা মুক্তিযুদ্ধকে অনুধাবন করতে পারেনি।

১৭| ২৭ শে জুন, ২০১৬ দুপুর ১:৪১

বাকরখানি বলেছেন: গাজী মাম্মা, প্রধানমন্ত্রী দেখলাম ব্লগে নিক খুলসে, নোটিশবোর্ডের পস্টে দেখলাম অনেক কিছু লেইখা আসছে। আপ্নে এখনও বৈসা আছেন কেন? দৌড়ায়া যায়া মগজহীন ডাইক্কা আসেন, সামনা সামনি ডাকার সুযোগ ছাড়বেন্নাকি B-))

২৭ শে জুন, ২০১৬ বিকাল ৩:৫৩

চাঁদগাজী বলেছেন:




ব্লগিং বাংগালীকে লিখতে, ভাবতে ও মত বিনিময়ের মাধ্যমে নিজের ভাবনা শক্তিকে পরিশাধন করতে সাহায্য করছে; এটা আমার বিশ্বাস।

১৮| ২৭ শে জুন, ২০১৬ বিকাল ৩:০২

বিজন রয় বলেছেন: যাই করুক না কেন দেশের ৫০% মানুষ সমর্থন করবে। কারন দেশের ৫০% মানুষ বি এন পি করে।

২৭ শে জুন, ২০১৬ বিকাল ৩:৪৯

চাঁদগাজী বলেছেন:




৫০% মানুষ বিএনপি করে না, ওটা বিএনপি'র ভোট ব্যাংক; বিএনপি করে হয়তো ৫০/৬০ হাজার মানুষ

১৯| ২৭ শে জুন, ২০১৬ বিকাল ৩:০২

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: "৪৫% জন নাম লিখতে পারে না; নতুন গ্রাজুয়েটদের ৪০% এর প্রফেশানেল চাকুরী নেই; এক কোটী বিদেশে কস্টকর চাকুরী করছে" অথচ বিএনপি কিছুই করতে পারছে না, এভাবে কি কেউ দেশ চালাই, ছিঃ বিম্পি ছিঃ।

২৭ শে জুন, ২০১৬ বিকাল ৩:৪৬

চাঁদগাজী বলেছেন:




বিএনপি ও আও্য়ামী কোয়ালিশন দেশ চালায়েছে ৪৫ বছর; দেশ যেখানে এসেছে এখানে আসার কথা ছিলো না; ৪৫ বছরে এর থেকে অনেক ভালো করার কথা ছিলো

২০| ২৭ শে জুন, ২০১৬ বিকাল ৩:২০

রাােসল বলেছেন: Once this BNP was ruling party. What they have done, all know but I am not in favor of BAL. At the end I like to say all are stupid/ rubbish, who can't find his wrong.

২৭ শে জুন, ২০১৬ বিকাল ৩:৪২

চাঁদগাজী বলেছেন:



আসলে, স্বাধীনতার পর যে মোমেনটাম নিয়ে জাতির সুচনা হওয়ার কথা ছিল, সেটা ঘটেনি, আওয়ামী লীগ সেটা জানতো না; এরপর, জেনারেল জিয়া দেশকে ভুল পথে নিয়ে গেছে; জেনারেল জিয়ার মৃত্যুর পর, বিএনপি অন্যায়ভাবে কয়েক লাখ কোটীপতি বানায়েছে; এখন আওয়ামী লীগ নিজেদের জন্য দেশ চালাচ্ছে

২১| ২৭ শে জুন, ২০১৬ বিকাল ৪:২৬

র‍্যাশ বলেছেন: // মওদুদ আহমেদকে বিশ্বাস করার লোক কোথায় খুঁজে পাবো? //
মওদুদের এই বিশ্বাস অযোগ্যতাই পলিটিশিয়ান হিসেবে তার সবচেয়ে বড় গুণ, তার রাজনৈতিক সফলতার উৎসও বটে।

২৭ শে জুন, ২০১৬ বিকাল ৪:৫৭

চাঁদগাজী বলেছেন:




মওদুদের একার সফলতার জন্য ১৭ কোটীকে মুল্য দিতে হয়েছে; উনি পাকিদের ফেলে যাওয়া একটা বাড়ী পেয়েছেন, ১৭ কোটী উনার মতো বাড়ী পেয়েছেন?

২২| ২৭ শে জুন, ২০১৬ বিকাল ৫:৪০

র‍্যাশ বলেছেন: মোদুদের মত পলিটিশিয়ানরাই প্রগতির ধারক ও বাহক। পাবলিকের বুঝতে হবে দেশের প্রগতির আগে নেতার ব্যক্তিগত প্রগতি জরুরী। নেতাই দেশ , নেতা ছাড়া বিশ্বমন্ডলে দেশের কোন আলাদা পরিচয় নেই, গুরুত্বও নেই। নেতার ব্যক্তিগত প্রগতিই দেশের প্রগতি। মোদুদের বাড়িই ১৭ কোটি মানুষের বাড়ি। একদিন যাইয়া দাওয়াত খাইয়া আইসেন।

২৭ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

চাঁদগাজী বলেছেন:




মওদুদেরা জীবাণুর মত জাতির রক্ত প্রবাহে অবস্হান ণিয়েছে। আরেকটা কথা, এই মহুর্তে ২ কপয়ালিশনের কারো কর্মকান্ড রাজনৈতিক বলে মনে হচ্ছে না, সবই দলগত বা ব্যক্তিগত কর্মকান্ড

২৭ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

চাঁদগাজী বলেছেন:




আপনি পোস্ট লিখুন

২৩| ২৮ শে জুন, ২০১৬ রাত ১:৪১

ডঃ এম এ আলী বলেছেন: বি এনপির মুখপাত্র দৈনিক আমারদেশ ( অন লাইন তারিখ : ২৭/০৬/২০১৬) প্রকাশিত
জনগণের মতামতকে সম্মান করুন, বৃটেনের পথ অনুসরন করে নির্বাচন দিন: খালেদা জিয়া
এরা দলীয়করণ করে সব ধ্বংস করেছে, বিএনপি সুযোগ পেলে কৃষির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেবে

সরকারকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বৃটেনের দিকে তাকিয়ে দেখুন, তাদের কাছ থেকে শিখুন। জনগণের মতামতকে সম্মান করে গণভোটে এগিয়ে থাকার কারণে প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন।
তিনি বলেন, বৃটেন পথ অনুসরন করে নিরপেক্ষ নির্বাচন দিন। বাংলাদেশের জনগণও সরকার পরিবর্তন চায়।
Now understand push এখন ঠেলা বুজেন । রাজনৈতিক ভাষন কারে কয় ।
বৃটেনে কি সরকার গঠনের জন্য নির্বাচনটা হইছে !!!!!
বৃটেনে কি সময়ের আগে সরকার পরিবর্তনের জন্য নির্বাচনটা হইছে !!!!!
বৃটেনের জনগন কি মাঝপথে সরকার পরিবর্তন চাইছে !!!
বৃটেনের প্রধানমন্ত্রী পদত্যাগ করায় কি সরকারের পতন হবে !!!!
বৃটেনের প্রধান মন্ত্রী কেন পদত্যাগ করেছে তার কি বিন্দু বিসর্গ তিনি বুঝেছেন !!!

বৃটেনর শিক্ষাতো সরকারের নির্ধারিত মেয়াদ শেষে নির্বাচন দেয়া । এই শিক্ষাটা তাহলে কি বৃটেন থেকে বিদায় নিয়েছে । !!!!!!

আমরা সাধারণ মানুষ এ ভাষনটিকে কিভাবে নিব । চৈত্র মাসের ওয়াজ মাঘ মাসে হয়ে গেল না কি ?

২৮ শে জুন, ২০১৬ সকাল ৭:০৪

চাঁদগাজী বলেছেন:



এত কম বুদ্ধিমান মহিলাকে প্রাইম মিনিস্টার বানায়েছিল বিএনপি; জাতিকে অপানিত করেছে জিয়ার দল। জেনারেল জিয়ার পর, বিচারপতি সাত্তার, তারপর বেগম জিয়া! জঘন্য

২৪| ২৮ শে জুন, ২০১৬ সকাল ৮:০৬

ডঃ এম এ আলী বলেছেন: প্রতি উত্তরের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.