নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বিএনপি ও আওয়ামী ব্রান্ড গণতন্ত্র

২৯ শে জুন, ২০১৬ রাত ৯:১৫



বিএনপি মোটামুটি দুর্বল হয়ে গেছে; তাদের জীবনের স্পন্দন শোনা যায় রিজভীর বিবৃতিতে, খালেদা জিয়ার সাংবাদিক সন্মলনে, বা বেগম জিয়ার কোর্টে উপস্হিতির সময়ে; এ'ছাড়া রাজনৈতিক কোন কর্মকান্ড নেই বললেই চলে। তবে, বিএনপি'র ভোট ব্যাংক এখনো অক্ষত আছে বলে মনে হচ্ছে; লক্ষণ হচ্ছে, চেয়ারম্যান ভোটে তারা সামান্য সীট হলেও পেয়েছে; এই সামান্য সীটও আওয়ামী লীগের জন্য ভাবনার কারণ হতে পারে।

আওয়ামী লীগ দলীয় পর্যায়ে চেয়ারম্যান ভোট করেছে, বিএনপি'র ভোট ব্যাংক সম্পর্কে একটা ধারণা পাবার জন্য, সাথে সাথে আগামী সংসদ ভোটে নিজেদের ভোট নিশ্চিত করার জন্য।

বিএনপি'র বিবৃতি ও সংবাদ সন্মেলনগুলো থেকে বুঝা যাচ্ছে যে, আওয়ামী লীগ যদি গণতান্ত্রিক পথে ভোট করে, বিএনপি জয়ী হবে; এ কথাটি আসলে আওয়ামী লীগকে বিএনপি ব্রান্ড গণতন্ত্র সম্পর্কে ভীত করে তোলে। বিএনপি ও আওয়ামী লীগের গণতণ্ত্র বিশ্বের গণতন্ত্রের মতো নয়, উনাদের নিজস্ব ব্রান্ড আছে।

কোন গণতান্ত্রিক ভোটের রায় নিয়ে শেখ সাহেবকে হত্যা করা করা হয়েছিল? কোন গণতান্ত্রিক পরিবেশে, কনভেনশন ডেকে বিএনপি গঠন করা হয়েছিল? বিএনপি'র গণতান্ত্রিক সরকার জর্জ মিয়াকে গ্রেনেড হত্যার জন্য জেলে রেখেছিল। সেই বিএনপি'কে জয়ী করার জন্য আওয়ামী লীগকে কি ধরণের গণতান্ত্রিক ভোটের ব্যবস্হা করতে হবে?

মনে হচ্ছে, যে ভোটে বিএনপি'র জয়ী হওয়ার সম্ভাবনা থাকে, সেই ভোটে আওয়ামী লীগ যাবে না; হোক সে গণতন্ত্র, সমাজতন্ত্র, বা রাজতণ্ত্র; আওয়ামী লীগ নিশ্চয় নিজস্ব ব্রান্ড গণতন্ত্রে বিশ্বাস করে।

মন্তব্য ৪০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৬ রাত ১০:০৬

তিক্তভাষী বলেছেন: আপনার আর আওয়ামীদের নিজস্ব ব্রান্ড একটাই- বাকশাল! স্বনামে আর বেনামে।

২৯ শে জুন, ২০১৬ রাত ১০:১৫

চাঁদগাজী বলেছেন:





আওয়ামীরা বাকশালকে ড: এমাজুদ্দিন, ড: মঈন ও মেজর মান্নান থেকেও বেশী ভয় পায়। কর্ণেল ফারুক, সালমান রহমান, তোফায়েলদের কাছে বাকশালের কথা বললে, এলাকা থেকে বের করে দেবে; বাকশালের ২/১ জন সমর্থক যদি থাকে, তার মাঝে আমি ১জন।

২| ২৯ শে জুন, ২০১৬ রাত ১০:১৩

গেম চেঞ্জার বলেছেন: এইসব বিম্পি আম্লীগ করতে করতেই আপনাদের দিন যাবে।*

২৯ শে জুন, ২০১৬ রাত ১০:১৮

চাঁদগাজী বলেছেন:





আমার তো মনে হয়, আমাদের দিন অনেক আগেই চলে গেছে।

রাজনৈতিক দল দেশ চালায়, অন্যেরা সাক্ষী গোপাল।

৩| ২৯ শে জুন, ২০১৬ রাত ১০:২২

সৈয়দ হাসানুজ্জামান (নয়ন) বলেছেন: ইন্ডিয়া বাংলাদেশকো কবজা কর লিয়া !!!!!!!!!

২৯ শে জুন, ২০১৬ রাত ১১:০৬

চাঁদগাজী বলেছেন:




বাংলাদেশ আপনাকে কব্জা করে ফেলেছে, মনে হয়; ইন্ডি্যাতে বেকুবের সংকঃয়া বাংলাদেশ থেকে কম, ওদের মাথাপিছু অনেক সম্পদ।

৪| ২৯ শে জুন, ২০১৬ রাত ১০:৩১

কল্লোল পথিক বলেছেন:






রাজনীতি অত বুঝিনা!
তবে আঃলীগ বি এন পি একই মুদ্রার এপিট ওপিট।

২৯ শে জুন, ২০১৬ রাত ১১:১১

চাঁদগাজী বলেছেন:




আওয়ামী গঠন করা হয়েছিল স্বাভাবিকভাবে, বাংগালী জাতীয়তাবাদের উপর ভিত্তি করে; বিএনপি গঠন করা হয়েছিল সামরিক আইনের ভেতরে, বাংগালী ক্যাপিটেলিজমকে গড়ে তোলার জন্য; ২টো'তে আকাশ পাতাল ব্যবধান। যদি শেখ হাসিনা ৩৪ বছর আওয়ামী লীগকে কৌশলে দখল করে রেখেছে, এই দলকেই বাংগালীর দুরাবস্হার জন্য জবাব দিতে হবে।

৫| ৩০ শে জুন, ২০১৬ রাত ১২:০৪

ডঃ এম এ আলী বলেছেন: বিএনপির গঠন প্রণালী , আওয়ামীও সে পর্যায়ের দিকে ই ধাবিত হচ্ছে প্রচন্ড গতিতে

উল্টা পিরামরিড গঠন হতে বিএনপি যদি নীচের স্ট্রাকচার এ
আসতে পারে তাহলে ঘুরে দাঁড়াতে পারে । কিন্তু তাকি আদৌ পারবে?
শুনা যায় তারেক জিয়া হাল ধরতে না পারলে তার ড্ক্তার গিন্নীকে
অলরেডি নির্বাচীন করে রাখা হয়েছে ।
আওয়ামী লীগের জন্য পরামর্শকের ভুমিকায় থেকে জয় বাবাজিও মুছে তা দিচ্ছেন ।
বরং বাকশালই ভাল ছিল বলে এখন মনে হয় , নেতা হওয়াটা একটু কস্টকর হত ।
নেতা হওয়ার জন্য অনেক সিড়ি পাড় হওয়ার প্রয়োজন হত।
জিয়ার দর্শন I will make politics difficult বাস্তবতা পেত ।

৩০ শে জুন, ২০১৬ রাত ১২:২১

চাঁদগাজী বলেছেন:



জেনারেল জিয়া সামরিক শাসনের মাঝেই বিএনপি গঠন করেছিলেন; যাদেরকে দলে আসটে বলেছেন, তারা এসেছে; উনি অপরাধী রাজনীতিবিদদের প্রথমে নিয়েছিলেন, উনি জানতেন যে, ওরা উনার সামনে কোনদিন চেয়ারেও বসবে না, শ্রমিক মৌমাছি বানাছেন ওদেরকে।

বিএনপি মানে শেখ সাহেবের রক্ত; শেখ হাসিনার সময় লেগেছে বিএনপি'কে এই অবস্হায় আনতে; মনে হয় না, বিএনপি'কে আর উড়তে দেবে।

৬| ৩০ শে জুন, ২০১৬ রাত ১২:০৮

ডঃ এম এ আলী বলেছেন: ডঃ এম এ আলী বলেছেন: বিএনপির গঠন প্রণালী
আওয়ামীও সে পর্যায়ের দিকে ই ধাবিত হচ্ছে প্রচন্ড গতিতে

উল্টা পিরামরিড গঠন হতে বিএনপি যদি নীচের স্ট্রাকচার এ
আসতে পারে তাহলে ঘুরে দাঁড়াতে পারে । কিন্তু তাকি আদৌ পারবে?
শুনা যায় তারেক জিয়া হাল ধরতে না পারলে তার ড্ক্তার গিন্নীকে
অলরেডি নির্বাচীন করে রাখা হয়েছে ।
আওয়ামী লীগের জন্য পরামর্শকের ভুমিকায় থেকে জয় বাবাজিও মুছে তা দিচ্ছেন ।
বরং বাকশালই ভাল ছিল বলে এখন মনে হয় , নেতা হওয়াটা একটু কস্টকর হত ।
নেতা হওয়ার জন্য অনেক সিড়ি পাড় হওয়ার প্রয়োজন হত।
জিয়ার দর্শন I will make politics difficult বাস্তবতা পেত ।

৩০ শে জুন, ২০১৬ রাত ১২:২৯

চাঁদগাজী বলেছেন:




শেখ হাসিনার অনুপস্হিতে জয় বাংলাদেশে থাকতে চাইবে বলে আমার মনে হয় না।

৭| ৩০ শে জুন, ২০১৬ রাত ১২:১২

রায়হানুল এফ রাজ বলেছেন: এই বাকশালের জন্যই চরম মূল্য দিতে হয়েছে দেশকে । আবারো কি তাই চান???

৩০ শে জুন, ২০১৬ রাত ১২:২৬

চাঁদগাজী বলেছেন:




আপনি যদি চান, গড়ে ১৫ লাখ কিশোরী মেয়ে বাসার চাকরাণী হোক, আপনাদের স্ত্রীরা রান্না বান্না না করে মলে মলে ঘুরুক; আপনি যদি চান বাংগালীরা আজীবন আরবদের বার্থরুম পরিস্কার করুক, গড়ে ৫/৬ লাখ বাংগালী মেয়ে পাকিস্তান, ভারত, দুবাই ও মালয়েশিয়ায় দেহ বিক্রয় করুক; আপনি যদি চান যে, কর্ণেল ফারুক, সালমান, ওরিয়ন, বসুন্ধরা টাকা আয় করুক, আর গ্রাজুয়েটরা বেকার থাকুক, তা'হলে বাকশালের দরকার নেই।

৮| ৩০ শে জুন, ২০১৬ রাত ১২:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ১০০% সহমত। শেষের লাইনটাই তাৎপর্যপূর্ণ। যে কারণে, অ্যামিকাস কিউরিরা বলার পরও তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে ফেরত যেতে ভয় পেয়েছিল আওয়ামী লীগ। তবে তারা আওয়ামী ব্র্যান্ড বজায় রাখতে গিয়ে অঘোষিত ভাবে 'বিএনপি ব্যান্ডের জন্যও পথ করে যাচ্ছে। প্রাকৃতিক ভাবে তেনাদের শেষ না হওয়া পর্যন্ত এই ব্যান্ডিং থেকে বাংলাদেশীদের বাঁচার উপায় নেই...

৩০ শে জুন, ২০১৬ রাত ১২:২৭

চাঁদগাজী বলেছেন:




শেখ হাসিনার পর, আওয়ামীদের পতন হবে; তবে, যদি বিএনপি চলে আসে ফাঁক দিয়ে, সেটা হবে শেষ মরণ।

৯| ৩০ শে জুন, ২০১৬ রাত ২:২২

কালনী নদী বলেছেন: কথাগুলা সত্য। ভাই।

৩০ শে জুন, ২০১৬ রাত ২:৩১

চাঁদগাজী বলেছেন:




আমার মনে হয়, আমি আওয়ামী লীগ ও বিএনপি'কে বুঝতে পারছি। এদেরকে বুঝার পর, একটা ব্যবস্হা নেয়ার দরকার।

১০| ৩০ শে জুন, ২০১৬ ভোর ৪:০৩

কালনী নদী বলেছেন: i think you can Change The Game! That's not about so far from you. sirjee'

৩০ শে জুন, ২০১৬ ভোর ৬:০২

চাঁদগাজী বলেছেন:




কোনকিছু বদলাতে হলে তাকে বুঝতে হয়, ও তার অংশ হতে হয়।

১১| ৩০ শে জুন, ২০১৬ ভোর ৪:৫২

কালনী নদী বলেছেন: you see they may heard the name of politics that's we had been through!
sorry to say' but that's true! কালনী say's real man must be come from poverty . . .

thank you bro.

৩০ শে জুন, ২০১৬ ভোর ৬:০১

চাঁদগাজী বলেছেন:



বর্তমান পৃথিবী টেকনোপোজী ও সম্পদের মিলন ঘটায়ে মানব জীবনে উঁচু স্তরের নিয়েছে; কিন্তু সার জন্য নয়, আসলে বর অংশকে বন্ছিত করা হচ্ছে; রাজনীতিই সেটার সমাধান করতে পারে; বিশ্বে দরিদ্রদের সংখ্যা বেশী, তাদের থেকে অনেককে দায়িত্ব নিতে হবে।

১২| ৩০ শে জুন, ২০১৬ বিকাল ৩:৩০

বিদ্রোহী সিপাহী বলেছেন: চাঁদগাজী ভাই, বিএনপি আর আওয়ামী ব্র্যান্ড কি আলাদা? জন্মলগ্নে নিজস্ব ব্র্যান্ডিং নিয়ে চলতে শুরু করলেও সময়ের পরিক্রমায় বিশেষ করে এরশাদ পরবর্তী সময়ে আওয়ামী ঘরানার রাজনীতিবিদ ও বিএনপি ঘরানার রাজনীতিবিদদের মধ্যে নীতিগত কোন পার্থক্য দেখা যায় না। যদিও দুটি দলই আলাদা আদর্শের কথা বলছে কিন্তু স্বতন্ত্র আদর্শেই কি তারা পরিচালিত হচ্ছে?

৩০ শে জুন, ২০১৬ বিকাল ৪:০৭

চাঁদগাজী বলেছেন:



২ দলের মিল হলো, বাংলার সব ব্যবসা-বাণিজ্য, জমি, প্রাকৃতিক সম্পদ দখল করা; সেটা তারা করেছে। ক্ষমতা থেকে না সরার তাত্বিক ব্রান্ডও ২ দলের একই রকম, পদ্ধতি আলাদা।

তবে, বিএনপি'র উৎপত্তি হলো হত্যাকান্ডের মধ্য দিয়ে।

১৩| ৩০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

মোহাম্মদ গোফরান বলেছেন: আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন?

৩০ শে জুন, ২০১৬ রাত ৮:৪৩

চাঁদগাজী বলেছেন:




ভালো, আপনি?

১৪| ৩০ শে জুন, ২০১৬ রাত ৯:০৫

মোহাম্মদ গোফরান বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো।

১৫| ৩০ শে জুন, ২০১৬ রাত ১০:০২

প্রবাসী একজন বলেছেন: উপরে মুল লেখা..আর ব্লগার ভাইদের মন্তব্যের প্রেক্ষিতে অস্পষ্ট অথচ সত্য / প্রয়োজনীয় একটা সমাধান......সাধারন মানুষের জন্য নতুন কোন দলের আর্বিভাব...যারা আমাদের টাকা ১০%-২০% মেরে খাক এটলিষ্ট ১০০% মেরে খাবেনা। ..

৩০ শে জুন, ২০১৬ রাত ১০:২২

চাঁদগাজী বলেছেন:





দেশের বিরাট সংখ্যক মানুষকে আওয়ামী ও বিএনপি কোয়ালিন ক্রিমিনালে পরিণত করেছে; নতুন রাজনৈতিক দল করতে ওরা বাধা দিবে; কিন্তু তারপরও করতে হবে।

১৬| ৩০ শে জুন, ২০১৬ রাত ১১:৫৫

মহা সমন্বয় বলেছেন: আমি একটা দল গঠন করব, দলের নাম ঠিক করছি ইন্টারনেট পার্টি

০১ লা জুলাই, ২০১৬ রাত ১২:৪৭

চাঁদগাজী বলেছেন:




আসলে রাজনীতি হচ্ছে অনেকগুলো নলেজের সমস্টি

১৭| ০১ লা জুলাই, ২০১৬ রাত ১:০০

মহা সমন্বয় বলেছেন: সব বিষয়ে রাজনীতিবিদের জ্ঞান থাকার প্রয়োজ নেই। শুধু একটু ধুরন্দর আর চতুর প্রকৃতির হইলেই চলবে। এবং আমি তা রপ্ত করার চেষ্টা করিতেছি। ;)

১৮| ০১ লা জুলাই, ২০১৬ দুপুর ২:৪৩

চিন্তিত নিরন্তর বলেছেন: এখন গনতন্ত্রের চেয়ে বেশি কাজ হচ্ছে capitalism নিয়ে। যে যতই দেশের উন্নতির কথা বলুক না কেন, সবাই চায় টাকা আর টাকা কিন্তু মুখে শিকার করে না

১৯| ২৪ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

রিজাউর বলেছেন: যে যাই বলুক না কেন যেই গণতন্ত্র এর কথা বলবে তাকেই গুম করা হবে.।
এটাই আওয়ামী ব্রান্ড

২০| ২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:০৩

জাহেদ আহমেদ বলেছেন: এক চোখ কানা লেখকের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে।সদ্য জন্মনেয়া ফুটফুটে সন্তানের দীঘ নয় বছর এরশাদ সাহেব গলা টিপে রেখেছিলেন তার পরেও কি তিনি পেরেছিলেন বিএনপি কে দমিয়ে রাখতে??? আর এখন ৩২ ববছরের টগবগে যোবক কে আ'লীগ কত দিন চার দেওয়ালে বন্দি করে রাখতে পারবে তাই এখন দেখার বিষয়।এরশাদ সাহেব তো সংসদ সদ্যস হয়ে ফিরে এসেছিলেন কিন্তু আ'লীগ কে যে এই দেশের জনগন যাদুঘরে পাটাবেনা তার গেরান্টি কে দিবে।

২১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২০

বোরহাান বলেছেন: Exactly!

২২| ৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:১৮

আমি মফিজ বলেছেন: একমত, যে রাজনীতি এদেশের শিক্ষিত বেকারদের জন্য আর্শিবাদ বয়েআনে এবং গরীবের মুখে দুমুঠো ভাত তোলার ব্যব্স্থা করতে পারে সে যদি বাকশালও হয় তাতে ক্ষতি কি? নিজেকে টিকিয়ে দেশের রাজনৈতিকদের জন্য নয় জনগণকে উন্নয়নের পথে আরো উন্নয়ন মূলক স্বপ্ন দেখাতে পারে তবে সে যে ধরণের ব্রান্ডই হোক না কেনো তা অবশ্যই দেশের জন্য প্রয়োজন।


আমি বার বার এই বাকশাল ব্রান্ডই চাই।

২৩| ২৬ শে নভেম্বর, ২০১৭ ভোর ৪:০০

আমি তনুর ভাই বলেছেন:

২৪| ২৬ শে নভেম্বর, ২০১৭ ভোর ৫:৪৩

রাফা বলেছেন: বাকশালের প্রকৃত ইতিহাস অধিকাংশ মানুষ জানেনা।বাকশাল কেনো গঠণ করা হয়েছিলো তার বিন্দু-বিষর্গও আজকের প্রজন্মের ধারণাতেও নেই।সেই চিলে কান নিয়ে গেছের মতই একটি প্রবাদ বাক্যের মধ্যে বন্দি হয়ে গেছে বাকশাল শব্দটি।বাকশাল এখন ঘৃণার প্রতিশব্দ হিসেবেই ব্যবহ্রত হোচ্ছে।

৭১-পরবর্তি ধংসস্তুপের উপর দাড়িয়ে,বাকশালের কোন বিকল্প যে ছিলোনা তা উপলব্দি করতে পেরেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।আমাকে যদি আজকেও বলা হয় যে সেই বাকশালের বিকল্প কিছু করার সময় কি এখন বাংলাদেশে বিরাজ করছে?আমি এক বাক্যে বলবো -না,না এবং না।সমগ্র জাতির জন্য কিছু করার বাসনা থেকেই জন্ম দিয়েছিলেন বাকশালের।সেটা সফল হোলে জিয়ার মত ক্ষমতা লিপ্ষু রাজনিতীর আবর্জনা জন্ম নিতে পারতোনা এদেশে।৭১-এ রক্তের বিনিময়ে অর্জিত স্বাধিনতা পরাজিত প্রেতাম্তাদের কবলে যেতোনা।সদ্য জন্ম নেওয়া শিশুকে খুবলে খাওয়ার জন্যই বাকশালকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছিলো,যা আজ পর্যন্ত অব্যাহত রেখেছে পচা-গলা রাজনেৈতিক ব্যশ্যারা।

ধন্যবাদ,লেখককে।বাকশাল বিষয়ে তার ধারণার জন্য।

২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৭

চাঁদগাজী বলেছেন:



শেখ সাহেব পুরোজাটিকে টেনে তোলার জন্য প্রস্তুত হয়েছিলেন, জাতির ইডিয়টরা সব পন্ড করে দিয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.