![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
সরকার ঘোষনা দিয়েছে, ঈদের পর জংগী ধরবে; হাতে সময় কম, সেমাই খেয়ে, ব্উয়ের সাথে জিংজিং খেলে, ২/৩ সপ্তাহের বাজার খরচের টাকা দিয়ে রাংগামাটি, বা রাজশাহীতে পালিয়ে যান; সরকার সময় বেঁধে দিয়েছে, চাঁদ একদিন পরে উঠলে ১ দিন বেশী পাবেন হাতে; এরপর ধরা খেলে কিন্তু সরকারকে দোষ দিতে পারবেন না।
ঘোষনা দিয়ে সন্ত্রাসী ধরার অভিযান চলাকালে কিছু মানসিক রোগী ঢাকায় বিদেশীদের হত্যা করেছে; এবার ঘোষণা দিয়ে জংগী ধরার সময় কি ঘটবে কে জানে? গত ৪৫ বছর হবু রাজ্যে অনেক মানসিক রোগীর জন্ম হয়েছে; কারো মানসিক রোগ দেখা দিচ্ছে দারিদ্রতায়; কারো মানসিক রোগ দেখা দিচ্ছে আলাদিনের চেরাগ পেয়ে।
গত ১ বছরে, এনার্খীস্টরা সরকারকে তাদের উপস্হিতি জানায়েছে অনেকভাবে; আবার এনারখিস্টদের সাপোর্টারটা সব পাবলিক যায়গায় এনারখিস্টদের পক্ষে কথা বলেছে,; সরকার কিছু বলেনি, কোন ব্যবস্হা নেয়নি; শেষে পুলিশ অফিসারের বউকে হত্যা করার পর, সরকার ঘোষনা দিয়ে মাঠে নেমে ১৪ হাজার গ্রেফতার করেছে।
এবার ব্লগার মারেনি, মেরেছে গার্মেন্টস'এর ক্রেতাদের, বিদেশী লোকদের; সরকার ক্ষেপে গেছে হয়তো; তাই বড় করে ঘোষনা দিয়েছে, ঈদের পরেই ধরবে। ব্লগারদের হত্যার পর ব্যবস্হা নেয়ার দরকার ছিলো; তখন ব্যবস্হা না নেয়াতে মানসিক রোগীরা হাতে সময় নিয়ে বিদেশী হত্যার প্রস্তুতি নিয়েছে। এবার যদি সরকার শক্ত না হয়, মানসিক রোগীরা ব্যাপক হারে কিছু ঘটাবে।
এ ধরণের ঘোষনা দিয়ে অভিযান চালানোর অর্থ আমি বুঝি না, কিন্ম্তু ঘোষনা দেয়াটা সরকারের কাছে নিশ্চয় গুরুত্বপুর্ণ কিছু একটা হবে।
০৫ ই জুলাই, ২০১৬ রাত ১:১৬
চাঁদগাজী বলেছেন:
আমি তো আমার শব্দের প্যাটেন্ট নেবো ভাবছি।
২| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ১:১১
কাগজের নাও বলেছেন: 'কালো বিড়াল' খ্যাত বাবু সুরঞ্জিত সেনগুপ্ত কিন্তু অতিমূল্যবান একটি কথা বলেছেন: 'গুলশানের রেস্টুরেন্টে হামলায় জামায়াত এবং পাকিস্তান জড়িত'। এই কথাটির যথার্থতা কতটুকু আপনার কাছে? আর তিনি তার বক্তব্যে বি.এন.পি কে বাদ দিলেন কেন?
সূত্র: কালের কণ্ঠ: view this link
০৫ ই জুলাই, ২০১৬ রাত ১:১৫
চাঁদগাজী বলেছেন:
সুরন্জিতেরা সঠিকভাবে দেশ না চালানোতে দেশের মানুষ সন্ত্রাসীদের ধরিয়ে দেয় না; সুরন্জিত মুরজ্জিত অদক্ষ লোকজন।
৩| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ১:১৯
অশ্রুকারিগর বলেছেন: নিয়ে নেন, আমি অন্তত আগে শুনিনাই এই শব্দ।
৪| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ১:৪০
অতৃপ্তচোখ বলেছেন: সত্যি ভাই তারা একপ্রকার মানসিক রোগী। তবে চুলকানী কিছু থাকে, তার পরেই রোগী হয়।
রোগীদের বড় কোন ঘটনা ঘটার আগেই সরকার সহ সামাজিকভাবেও সচেতন হওয়া উচিৎ আমাদের সবার।
শুভকামনা রইল ভাই
০৫ ই জুলাই, ২০১৬ রাত ১:৪২
চাঁদগাজী বলেছেন:
এসব সরকার হলো, চাচা আপন প্রাণ বাঁচা; মানুষকে নিজের ব্যবস্হা নিজে করতে হবে।
৫| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ১:৫০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: রাষ্ট্রপ্রধান হিসেবে চাপের কথা শেখ হাসিনার চাইতে আর কে বেশী জানবে?
০৫ ই জুলাই, ২০১৬ রাত ১:৫৪
চাঁদগাজী বলেছেন:
উনি কোন সামাধানের কথা বলেননি, যেটা মানুষকে উৎসাহিত করবে; উনি হয়তো উনার মতো করে ব্যবস্হা নেবেন; ভালো হোক, খারাপ হোক, সেটা উনার ব্যাপার।
৬| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ৩:৪১
কাশফুল মন (আহমদ) বলেছেন: ঘোষণা না দিলে তাদের গুলো লুকাবে কেমনে!!!
০৫ ই জুলাই, ২০১৬ ভোর ৫:২৮
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে সন্ত্রাস রাজনীতির অংশ
৭| ০৫ ই জুলাই, ২০১৬ ভোর ৪:৪৭
সচেতনহ্যাপী বলেছেন: ১২/১৪ মিনিটের অপারেশন সফল হওয়ার জন্য কি সারারাত সিদ্ধান্তের অপেক্ষা করতে হয়েছে?? আপনার কথামতই ১৪০০০হাার ধর্মান্ধকে আর পুলিশের ভাষ্য অনুযায়ী দের খুজছিলো পুলিশ।। প্রশ্ন অনেক কিন্তু জবাব সীমিত।। কি বলবেন?? এরা হঠাৎ করেই আকাশ থেকে নেমে আসে নি??
রাজনৈতিক বোলচাল দেবেন না বা এড়িয়েও যাবেন না ( যা সচরাচর করে থাকেনন)।।
একজন ভক্ত হারাবেন তাহলে।। অনেকেই তো ছেড়ে গেছেন ( ভুল বললাম কি )??
থাইল্যান্ডে গিয়েছিলেন বুঝি।। জিং জিং ও খেলেছেন না কি?? না হলে এই বাক্য জানলেন কি ভাবে??
০৫ ই জুলাই, ২০১৬ ভোর ৫:৩৪
চাঁদগাজী বলেছেন:
থাই তো গিয়েছিলাম অনেক আগে; এটা কি থাইদের আবিস্কার, আমি তো ভেবেছছিলাম যে, এটা আমার আবিস্কার।
আমার পোস্ট অনেক পড়েন, সবাই কমেন্ট করেন না; আমি নিজের অনুমান থেকে লিখি।
আপনি নতুন এক ধারণার কথা বলতে চাইছেন; সেই ধরণের ধারণার কথা আমি ভারতে পারছি না।
৮| ০৫ ই জুলাই, ২০১৬ ভোর ৫:৪৪
সচেতনহ্যাপী বলেছেন: পুরো উত্তর খোলসা হোল না?? তাহলে আমাকে কি বাদ দেবেন??
০৫ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৪৮
চাঁদগাজী বলেছেন:
আপনি জানেন যে, আমি ঘটনাস্হলে নেই, আপনিও নেই; বাংলাদেশে এখন একজন লোক সত্য বলবেন, যদি জানেন; সেটি হলো ড: কামাল; যদিও তিনি সাধারণ মানুষের কেহ নন। কিন্তু আমি এখন উনার থেকে কইছু জানতে পারবো না।
৯| ০৫ ই জুলাই, ২০১৬ সকাল ৭:১৭
কালনী নদী বলেছেন: হুজুর টাইপের মানুষরা গরীব সম্প্রদায়!, এরা লোভি। ধনীদের সম্পদ বাচাতে সাম্প্রদায়িক মুখোশ পড়তে তাদের সন্তানদের এসব হুজুরদের কাছে ধর্না দেন সেটা না বোঝে। আপাতত আমার কাছে সেটাই মনে হচ্ছে।
০৫ ই জুলাই, ২০১৬ সকাল ৭:৪৯
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে ৯০% ধনীদের টাকা হলো বে-আইনীভাবে অর্জিত; সবাই দুস্ট; কে কি করছে বুঝা কঠিন।
১০| ০৫ ই জুলাই, ২০১৬ সকাল ৯:০৮
ডঃ এম এ আলী বলেছেন: গত ১ বছরে, এনার্খীস্টরা সরকারকে তাদের উপস্হিতি জানায়েছে অনেকভাবে; আবার এনারখিস্টদের সাপোর্টারটা সব পাবলিক যায়গায় এনারখিস্টদের পক্ষে কথা বলেছে,; সরকার কিছু বলেনি, কোন ব্যবস্হা নেয়নি; শেষে পুলিশ অফিসারের বউকে হত্যা করার পর, সরকার ঘোষনা দিয়ে মাঠে নেমে ১৪ হাজার গ্রেফতার করেছে।
এ প্রেক্ষেতি গুটি কয়েক জনে বলেছিল এর ফল হবেনা শুভ
তাদের কথা অক্ষরে অক্ষরে ফলে
গাছের ঝড়া পাতাটি শুকানোর
আগেই। সরকারী গোয়েন্দার
থাকিলে নজরদারী
হতনা এত কিছুর
লোকে বলে তাই
নজরটা তাদের
নগদ প্রাপ্তির
প্রতিই বেশী ।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৬ রাত ১:০১
অশ্রুকারিগর বলেছেন: পোস্ট পড়িনাই, শিরোনাম দেখে ডিস্কো বান্দরের কথা মনে পড়ে গেল সেই বিখ্যাত জিগিজিগি!