![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
জাপানী জাতি পৃথিবীর জন্য প্রকৃতির উপহার; এরা সংস্কৃতিবান, শিক্ষিত, সৎ, বুদ্ধিমান, শক্তিশালী, সুশৃংখল, দয়ালু; অনেক পরিবর্তনের মাঝ দিয়ে এই জাতি হীরকে পরিণত হয়েছে; জ্ঞান-বিজ্ঞান, টেকনোলোজী, শিল্প, সংস্কৃতিতে বিশ্বের সামনের সারির লীডার; এরা ১৯৭১ সাল থেকে বাংগালী জাতির পাশে আছে; অনেকগুলো দরকারী ব্রীজ, শিল্প-কারখানা তৈরি করে দিয়েছে, ক্যাশ টাকায় সাহায্য করেছে সব জাতির মিলিত সাহায্যের থেকে বেশী; সেই জাতির সন্তানদের হত্যা করলো বিশ্রী-কুৎসিত-ক্লেদাক্ত সাপেরা।
বিশ্বের সব ধর্মের পুরুহিতেরা দিনরাত মসজিদে, মন্দিরে, গীর্জায়, সেনাগগে, প্যাগোড়ায় একটা বিষয়ের উপর জোর দিতে দিতে মুখের ফানা বের করে ফেলছে, "সত্য কথা বলো, সৎ হও"; জাপানীদের কেহ আজ শিখাতে হয় না,"সত্য কথা বলো, সৎ হও"; সৎ হয়েই জন্মে, মিথ্যা কথা বলতে জানে না; সবকিছুতে সৎ।
জাপানের ৯০% মানুষ কোন ধর্মের সাথে যুক্ত নয়, তাদের জাতীয় সংস্কৃতি, তাদের শিক্ষা, তাদের জ্ঞান-বিজ্ঞান, টেকনোলোজী, তাদের জীবনের প্রতি মুল্যবোধ বিশ্বে অতুলনীয়; তারা ধর্মের পুরোহিতদের জন্য আদর্শ।
অপরের প্রতি সন্মান দেখানোতে তাদের কাছেও কেহ আসতে পারবে না; তারা মানুষকে দেবতার চেয়ে সন্মান করে, তারা প্রকৃতিকে মান্য করে, তারা জীবনকে শ্রদ্ধা করে।
দু:খের বিষয়, ওরা এই বন্ধুদেশের মানুষের ভেতর সাপের উপস্হিতির কথা ভাবেনি; না হয়, হাতে যদি চুরি থাকতো, সাপকে টুকরো টুকরো করে, রান্না করে খেয়ে চলে যেতো।
০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৭:৩৮
চাঁদগাজী বলেছেন:
২/৪টা সাপের জন্য আমাদেরকে রাস্তায় ফেলে চলে যাবার মানুষ নন জাপানীজরা।
২| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৮:২৬
কলাবাগান১ বলেছেন: "তারা ধর্মের পুরোহিতদের জন্য আদর্শ"- ভয়ংকর সঠিক অবজার্ভেশন
০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৫৬
চাঁদগাজী বলেছেন:
আসলেই তাই
৩| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৩৬
রূপক বিধৌত সাধু বলেছেন: বাংলাদেশ থেকে তাদের উন্নয়ন সংস্থাগুলো সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে জাপান ।
০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৫৭
চাঁদগাজী বলেছেন:
সরকার সাপকে খেলতে দিয়েছে
৪| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৩৯
এ কে এম রেজাউল করিম বলেছেন:
এত অল্প কথায় সামগ্রিকভাবে একটি জাতি সমন্ধে বর্ণনা আমি খুব কমই দেখিয়াছি।
চাঁদগাজী -এর প্রতি সুভেচ্ছা ও অভিন্দন রহিল।
০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৫৯
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, ওদের নিয়ে বেশী লেখাই কস্টকর
৫| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৫৩
ডঃ এম এ আলী বলেছেন: চারিদিকে বিষাক্ত নাগ নাগিনীরা
তুলিতেছে ফনা উদ্দত তাদের শিড়
ইচ্ছে হয় ডেকে আনি মনসা মঙ্গলের
সেই কবিদের যেমনটি তারা বলেন :
চম্পক নগরে ঘর চাঁদ সদাগর
মনসা সহিত বাদ করে নিরন্তর।
দেবীর কোপেতে তার ছয় পুত্র মরে
তথাপি দেবতা বলে না মানে তাঁহারে ।।
মনস্তাপ পায় তবু না নোয়ায় মাথা ।
বলে চেঙ্মুড়ী বেটী কিসের দেবতা।।
হেতাল লইয়া হস্তে দিবানিশি ফেরে
মনসার অন্বেষণ করে ঘরে ঘরে । ।
বলে একবার যদি দেখা পাই তার ।
মারিব মাথায় বাড়ি না বাচিবে আর ।।
আপদ ঘুচিবে মম পাব অব্যাহতি ।
পরম কৌতুকে হবে রাজ্যেতে বসতি।।
যতার্থ বলেছেন । জাপানীরা অামাদের পরম বন্ধু ।
তারা আমাদের সাথে ছিল ও থাকবে এটা সত্য ।।
তবে ঘরের সর্পটিকে চিহ্নিত করতে হবে সর্বাগ্রে
এটা যতই বিলম্ব হবে ততই অনর্থ ঘটতে থাকবে ।।
০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৯:০১
চাঁদগাজী বলেছেন:
গর্তসহ বিনস্ট হবে, প্রতিটি যাবে বুটের নীচে
৬| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৯:২৩
ডঃ এম এ আলী বলেছেন: যতার্থ বলেছেন গর্তসহ বিনষ্ট করতে হবে অচিরেই ।
০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৪
চাঁদগাজী বলেছেন:
আশা করছি আমরা, সরকার কোন পজিশনে বুঝার কোন উপায় নেই।
৭| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৩৭
বিজন রয় বলেছেন: আমাদের জাতি কোনটা সেটা খেয়াল করুন।
০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৩
চাঁদগাজী বলেছেন:
জাতি ঠিক আছে এখনো, মানসিক রোগী ইত্যাদি থাকবে; সরকারের মাথায় সঠিক কোন প্ল্যান নেই।
৮| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ১১:০৬
চিন্তিত নিরন্তর বলেছেন: কতগুলো মূর্খের জন্য আমরা আমাদের একজন প্রকৃত বন্ধুকে হাড়াতে বসেছি, যারা আমাদের কাছে নেয়ার চাইতে অনেক বেশি দিয়েছে। কিন্তু বারংবার জাপানী লোকেরাই এমন নৃশংসতার শিকার হচ্ছে।
০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪০
চাঁদগাজী বলেছেন:
সন্ত্রাস দমনে সরকারের দরকার মানুষের সমর্থন; মানুষের সমর্থ পেতে দরকার মানুষের সরকার হওয়া, সরকারের জন্য কঠিন কাজ।
৯| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ১১:২৪
মুজিব আলম বলেছেন: আমার ধারনা আমাদের প্রধানমন্ত্রী যদি মাটিতে পা রাখেন, তাহলেই সমস্যা মিটে যাবে। সুন্দর লেখার জন্য ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা রইল সকলের জন্য।
০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৭
চাঁদগাজী বলেছেন:
উনি বড় পার্টির মালিক, বাকীটুকু উনার হাতে, উনার দায়িত্বশীলতা চোখে পড়ছে না।
১০| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৫৩
মোঃ মঈনুদ্দিন বলেছেন: সত্য কথন। জাপানিরা যতটুকু ভালো মানুষ আমরা তারচেয়েও খারাপ মানুষ।যতদিন পর্যন্ত মীর জাফর ঘসেটিরা থাকবে এই বাংলা আগুনে পুড়বে বারংবার। সুতরাং খুঁজে দেখুন কে বা কারা সেই সব কালপ্রিট? স্বর্প হইয়া দংশন করে ওজা হইয়া ঝাঁরে; ওরা এতই চালাক! কে তাদের চিনতে পারে?
সুন্দর লেখার জন্য ধন্যবাদ আর মহান জাপানিদের প্রতি ভালবাসা, শ্রদ্ধা ও সান্তনা।
০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৬
চাঁদগাজী বলেছেন:
একক জাতি হিসেবে ও বিশ্বের শ্রেস্ঠ মানুষ জাপানীজরা , ওরা সবাইকে সন্মান করে
১১| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৫৯
রেজা এম বলেছেন: আমি তোমার গলায় এক কোপ দিলাম,,, তারপর.........................................
সরি ভাও.. ভুল হয়ে গেসে ,,,
০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৩২
চাঁদগাজী বলেছেন:
বাংলাডেশ সরকারের উচিত ছিল, যেখানে বিদেশীরা জমায়েত হয় সেখানে সাদা কাপড়এ কমান্ডো রাখা
১২| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ৮:০৭
ঢাকাবাসী বলেছেন: সাপ ঢুকলো কেমনে? ঐ এলাকেতে ঢুকতে তিন চারটা চেকপোস্ট (টোল কালেক...) প্রতিটাতে ৩-৫ জন করে উর্দীধারী লোক তারপরও? ভাল কথা জাইকার প্রেসিডেন্ট বলে দিয়েছেন বাংলাদেশে তাদের প্রোগ্রামে কোন হের ফের হবেনা। ভদ্রতার চুড়ান্ত!
০৬ ই জুলাই, ২০১৬ রাত ৮:৪৬
চাঁদগাজী বলেছেন:
জাপাীরা বিশ্বের জন্য আশীর্বাদ।
ঘুষ দিয়ে যারা চাকুরী নিচ্ছে, তাদের ট্রেনিং ও দক্ষতা চিটাগং'এর মোখলেছের সমান
১৩| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:০৩
কালনী নদী বলেছেন: নাগাসিকার এত বড় আঘাতের পর যে জাতি এত দ্রুত ঘুড়ে দাড়াতে পারে সেটা সত্যিই একটা জ্বলন্ত উদাহরণ।
ঈদ মোবারক ও জাপান জাতীর প্রতি সামনে এগিয়ে যাবার অনুপ্রেরণা রইল।
০৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩৯
চাঁদগাজী বলেছেন:
জাপানীরা মানব সভ্যতার বিস্ময় আদর্শ।
ঈদের শুভেচ্ছা
১৪| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:১১
প্রণব দেবনাথ বলেছেন: সুন্দর বলেছেন।
০৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩৮
চাঁদগাজী বলেছেন:
সাপগুলো মহান মানুষগুলোকে হত্যা করলো, এসব ঘৃন্য জীবেরা জন্ম না নিলে বিশ্ব ভালো থাতো
১৫| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ৩:৩২
বিদ্যুৎ চমক বলেছেন: বাঙালীদের ভিতর যে গুনগুলো থাকার কথা ছিলো তা জাপানীর মধ্যে চলে গেছে, তাই আমরা এখনো বাঙালীই হয়ে আছি আর তারা জাপানি হয়ে মানুষের কল্যানে কাজ করছে। ঈদের শুভেচ্ছা রইল।
০৭ ই জুলাই, ২০১৬ রাত ৩:৩৯
চাঁদগাজী বলেছেন:
ঈদের শুভেচ্ছা।
১৯৭২ সাল থেকে শুরু করে আজ অবধি, সামান্য টাকা খরচ করে, পুরো জনসংখ্যাকে শিক্ষিত করার সুযোগ ছিল; সরকারগুলো তা করেনি। জাপান ২য় বিশ্বযুদ্ধের পর, প্রতিটি নাগরিককে সাহায্য করেছে।
১৬| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:০৭
খায়রুল আহসান বলেছেন: এ যাবত আপনার যত লেখা পড়েছি, আমার কাছে এটাই শ্রেষ্ঠ মনে হলো। অল্প কথায় বিশদ ব্যাখ্যা করেছেন। আপনার বক্তব্যের সাথে পুরোপুরি একমত।
তাদের জাতীয় সংস্কৃতি, তাদের শিক্ষা, তাদের জ্ঞান-বিজ্ঞান, টেকনোলোজী, তাদের জীবনের প্রতি মুল্যবোধ বিশ্বে অতুলনীয়; তারা ধর্মের পুরোহিতদের জন্য আদর্শ।
অপরের প্রতি সন্মান দেখানোতে তাদের কাছেও কেহ আসতে পারবে না; তারা মানুষকে দেবতার চেয়ে সন্মান করে, তারা প্রকৃতিকে মান্য করে, তারা জীবনকে শ্রদ্ধা করে।
- চমৎকার বলেছেন।
০৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:২৭
চাঁদগাজী বলেছেন:
এই ভালো জাতিটিকে তুলে ধরার চেস্টা করেছি; ওরা ভালো, ওদেরকে অনুসরণ করবো।
১৭| ১০ ই জুলাই, ২০১৬ ভোর ৬:২৬
গ্রীনলাভার বলেছেন: আপনার পোষ্ট পড়তে ভাল লাগে আমার।
বিজ্ঞানের ছাত্র হিসেবে জানি, সব এফেক্টেরই কজ থাকে। আপনার পোষ্ট পড়ে মনে হল, আপনি শুধু এফেক্টের কথা বলছেন। কজ বলছেন না। কারনটা আপনিই ভাল বলতে পারবেন।
"জাপানী জাতি পৃথিবীর জন্য প্রকৃতির উপহার" - কথাটা ভুল। পৃথিবীতে আমরা যত উন্নত জাতি দেখছি তারা কেউই প্রকৃতির উপহার নয়। সমস্ত মানবিক গুনাবলী অনুশীলনীর (এডুকেশন এবং এক্সারসাইজ) মাধ্যমে প্রাপ্ত। এবং এই এডুকেশন এবং এক্সারসাইজ এর কোয়ালিটি আসে গবেষনা থেকে; যেটা নিজেদেরই নিজেদের জন্য করতে হয়। অন্য কেউ করে দিবে না। দেয়ও না। জাপান কে কেউ করে দেয়নি।
আর যারা করতে পারছে না তারা অন্যের দয়ার উপরই নির্ভরশীল। আর যাকে দয়া করা হয় তাকে কেউ সম্মান করে দয়া করেনা। তার জন্য হয় শুধু ধিক্কার।
ভাল থাকবেন।
১০ ই জুলাই, ২০১৬ দুপুর ২:২৩
চাঁদগাজী বলেছেন:
আপনি জাপানের সঠিক অবস্হান ও কারণ তুলে ধরেছেন; জাপান বর্তমান অবস্হানে এসেছে শুধুমাত্র নিজ চেস্টায়; ২য় বিশ্বযুদ্ধে ওরা নিশেষ হয়ে গিয়েছিলে, সেখান থেকে উঠে এসেছে পড়ালেখা, সায়েন্স এবং টেকনোলীতে রিসার্চ করে উন্নত মানের প্রোডাক্ট ও নতুন নতুন প্রোডাক্ট তৈরি করে; সাথে সাথে মানুষের মানবিক গুণকে আরো উপরের স্তরে নিয়ে গিয়ে।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৭:২৮
নাবিক সিনবাদ বলেছেন: যা হয়ে গেছে তা ভুল গিয়ে, জাপান চিরদিন আমাদের পাশে থাকুক, এই আশা করছি।