নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

স্যরি, ৩ দিনের কমেন্ট-ব্যানে আছি, চেস্টা করবো ভালো কমেন্ট করার

০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:১১



সবার জন্য ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ব্লগার প্রামানিকের সুস্হতা কামনা করছি।

আপনাদের পোস্ট পড়ছি; স্যরি, কিন্তু কমেন্ট করতে পারছি না, কমেন্ট ব্যানে আছি। আমি পড়বো, অসুবিধা নেই; চেস্টা করবো সঠিকভাবে কমেন্ট করার।




মন্তব্য ১৩৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:২৯

রুপম হাছান বলেছেন: আমি মর্মান্তিক ভাবে পীড়িত, আপনার এমন কথা শুনে! তবে সাথে সাথে এও বলবো, আমরা জেনে বুঝে যেনো কাউকে আঘাত দিয়ে মন্তব্য না করি।

আপনার প্রতি আমার সেই অগাদ বিশ্বাস আছে। ধন্যবাদ। শুভ কামনা আগামীর দিনগুলির জন্য।

০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৪

চাঁদগাজী বলেছেন:



স্যরি, ভুল হয়েছে দেখছি; ভবিষ্যতে খেয়াল রাখবো, ধন্যবাদ

২| ০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:২৯

অশ্রুকারিগর বলেছেন: একটা পোস্টে আমি আপনাকে প্রতিউত্তর দিয়েছিলাম এরকম চাঁদ গাজী, আপনার মন্তব্যটা খুবই দুঃখজনক। আশা করে লাভ নাই জানি তবুও আশা রইলো আপনি হয়তো মন্তব্য করার আগে আগে আরেকটু চিন্তা করবেন।

জানিনা আপনি কোন পোস্টে অপ্রাসংগিক কমেন্ট করে ব্যান খেয়েছেন। তবে স্যরি বলে যেহেতু বলছেন চেস্টা করবো সঠিকভাবে কমেন্ট করার। আপনার সুন্দর গঠনমূলক কমেন্টের আশা করাটা তাহলে অমূলক মনে হচ্ছে না। ভালো থাকবেন, ঈদ মোবারক।

০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৫

চাঁদগাজী বলেছেন:



মনে হচ্ছে, ইমোশানেল কিছু হয়েছে কোথায়ও, খেয়াল রাখবো, ধন্যবাদ

৩| ০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৫

জে.এস. সাব্বির বলেছেন: "মামারা জুকার চাচা আমারে কমেন্ট ব্লক মারছে ।লাইক ,কমেন্ট দিয়া সাথে থাকো" - অনেকদিন পর ফেসবুকীয় আমেজের একটা পোস্ট পেলাম :) পোস্টদাতাকে ধন্যবাদ :P

০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৬

চাঁদগাজী বলেছেন:




ঘটে যায় বেখেয়ালে; ঠিক হয়ে যাবে।

৪| ০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৪২

জে.এস. সাব্বির বলেছেন: আপনার মন্তব্যের অনুপস্থিতিতে আগামী ৩ দিন হাহাকার করবে পুরোটা ব্লগ ।।একটা সাময়িক নিক নিয়ে চলে আসুন!! আপনার মন্তব্য বিনা ব্লগীয় একটা দিন....... হাহাকার ।ভাবাই যায় না ;)

০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৫

চাঁদগাজী বলেছেন:




ধন্যবাদ, আমি পড়ছি, ভুল করলে মাসুল দিতে হয়।

৫| ০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৩

নতুন বলেছেন: ব্যাপার না.. ঠিক হয়ে যাবে...

ঈদ মোবারক :)

০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:



ঈদ মোবারক আপনাকে, ও সব ব্লগারকে।

৬| ০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৪

আহলান বলেছেন: আহ! ঈদ মোবারক!! অনেকে কোন মন্তব্যই করে না আবার কেউ মন্তব্য করতে ব্যান খায় .। আজব

০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০৮

চাঁদগাজী বলেছেন:




দেখা যাচ্ছে যে, কোথায়ও ভুল হয়ে গেছে; যাক, আবার কমেন্ট করবো শীঘ্রই; ঈদ মোবারক

৭| ০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১২

ডঃ এম এ আলী বলেছেন: আল্লাহ সকলকে কমেন্টের সঠিক অর্থ বুজার তৌফিক দান করুন এ কামনাই করি ্

০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:২৪

চাঁদগাজী বলেছেন:




টপ।

হিউমার করতে গিয়ে আমার ল্যাজ আটকা পড়েছে; ওকে, করার কিছু নেই

৮| ০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১৪

কাবিল বলেছেন: আশা করি সব ঠিক হয়ে যাবে।




ঈদ মোবারক

০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:২৪

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ

৯| ০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৩১

শায়মা বলেছেন: আবার!!!!!! B:-)



কি করছিলা ভাইয়া!!!!!!!!!


কতবার ব্যান খেয়েছো জীবনে বলো দেখি! আমি কিন্তু ফান করে বলছিনা আসলেও জানতে চাই। মানে বুঝতে চাচ্ছি ব্যান কতবার খেলেও মানুষ আসলেই বুঝতে পারেনা !:(


মানে তুমি যদি চাও তার পর এ সংক্রান্ত আন্তরিক উপদেশ দিয়ে যাবো। অবশ্যই তুমি যদি চাও আর কি !

০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৪১

চাঁদগাজী বলেছেন:



ব্লগ থেকে বড় ব্যান খেয়েছি ২০টির বেশী; কমেন্ট ব্যানের কথা বললে ব্লগারেরা হাসবে, হিসেবের বাহিরে।

আমি খাদে পড়েছি দেখে, আপনি আবার পানি ঢালার শুরু করে দিয়েন না।

০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:




ব্যান থেকে বাঁচার জন্য যদি টিউটোরিাল থাকে, ১টা দিয়েন!

১০| ০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৪৯

সম্রাট৯০ বলেছেন: ঈদ মোবারক চাঁদগাজী ভাইয়া,

একটা সুসংবাদ দিয়ে শুরু করি, কোন এক অজানা কারণে আমার বউ আপনার পক্ষ নিয়ে আমার সাথে কথা বলে,গিন্নির পক্ষ বলে কথা তাই ইচ্ছে থাকার পরও আমি বিরুপ মন্তব্যে করতে ভয় পাচ্ছি।

আপনার কাছে আমার প্রশ্ন - আপনার কেন মনে হইয়াছে আপনার মন্তব্য না পাইয়া ব্লগার গন মনো খষ্টে( ইংলিশ একসেন্ট) ভুগিবে?যেখানে আপনাকে আমি প্রতি সকালে একবার করিয়া শুধু আপনার নির্মম মন্তব্যে জন্য ব্যন (ব্যন এর বাংলা জানি কি?) হইতে দেখিয়াছি আমার স্বল্পদিনের ব্লগিং সময়ে, সেখান আপনার এমন পোস্ট আরো বেশি নির্মম হইয়া ঠেকিলো।

আপনার ব্যন মোবারক উঠাইয়া নিয়ে যাওয়া হোক এই নির্মম দোয়া আমি করিতে না পারিলেও আপাতত আপনার মানসিক সুস্থ্যতার জন্য প্রানপণে দোয়া করিতে লাগিলাম।

আবারো ঈদ মোবারক

০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:


ঈদ মোবারক।

আমি ব্লগারদের পোস্ট পড়ে, পোস্ট অনুসারে মন্তব্য করি, আমি বিষয়বস্তুর দিকে খেয়াল রাখি; অনেকেই আমার মন্তব্য পছন্দ করেন, অনেকে করেন না, এবং এটাই স্বাভাবিক। আমার ধারণা, আমার মন্তব্য পেলে ব্লগারেরা নিজকে বুঝতে পারেন, সেজন্য অনেকেই আমার মন্তব্য আশা করেন।

আপনি পোস্ট লিখার সময় খেয়াল রাখবেন যে, চাঁদগাজী আপনার পোস্ট পড়ার সম্ভাবনা আছে, তা'হলে আপনার পোস্টের মান বাড়তে বাধ্য।
আপনার স্ত্রীর জন্য রলো অনেক মংগল কামনা ও ঈদের শুভেচ্ছা।

১১| ০৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

শায়মা বলেছেন: আহারে !!!!!!!!!

বড় ব্যান, ছোট ব্যান, কমেন্ট ব্যান, ফ্রন্ট পেইজ ব্যান!!!!!

ভাইয়া এইবার অবশ্যই ব্যান থেকে ছাড়া পেলে যদি এই ব্যান কত প্রকার ও কি কি নিয়ে পোস্ট দেবার কথা দাও তো আমি তোমার জন্য সামু অফিসে একটু সুপারিশ করে দেখতে পারি!

মানে ঐ যে ঈদ উপলক্ষে বন্দীদেরকে মুক্তি দেয় না তেমন আর কি !!!!!!!:)

শুনো খুব যে বললে,

আমি খাদে পড়েছি দেখে, আপনি আবার পানি ঢালার শুরু করে দিয়েন না।

তুমি কি গাছ? যে খাদে পড়লে, পানি ঢাললে তরতর করে বেড়ে উঠবে নাকি খাদে ডুবে মরার ভয় পাচ্ছো বলোতো ভাইয়ু!!!!!!!!

ব্যান থেকে বাঁচার টিউটোরিয়াল তো অবশ্যই আছে! নোটবইও আছে। উপদেশ/আদেশ/ সাজেশন/এ্যাডভাইস বুকও আছে।:)

বাট কথা হলো....

তোমার কি আর সেসব কাজে লাগবে বলো!!!!!!!

কথায় আছে

চোরাই না মানে ধর্মের কাহিনী

আর

আমাদের চাঁদগাজী ভাইয়াজান না মানে ব্যান থেকে বাঁচার টিউটোরিয়াল, নোটবই, উপদেশ/আদেশ/ সাজেশন/এ্যাডভাইস বুকিও বাণী!


অতীত, বর্তমান, ভবিষ্যতের অভিজ্ঞতা থেকেই বললাম ভাইয়ামনি!!!!!!!!! :)

তুমি যেন আমাকে আবার রাগিয়ে দিও না ! জানোই তো আমি আবার আল্লাদী মানুষ!!!!!!:)

০৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

চাঁদগাজী বলেছেন:


"তুমি যেন আমাকে আবার রাগিয়ে দিও না ! জানোই তো আমি আবার আল্লাদী মানুষ!!!!!! "

-সব সুন্দর সুন্দর কথা, শুধু উপরের এই লাইন পড়ে মাথা ঘুরছিল, এখন ঠিক হয়ে গেছে, আমি ভুলে "আল্লাদী " শব্দটাকে "জল্লাদী" পড়েছিলাম প্রথমবার।

১২| ০৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

শায়মা বলেছেন:
সাম্প্রতিক যারা ব্লগ দেখেছেন
চাঁদগাজী

ভাইয়া দেখলাম তুমি আমার বাড়িতে গিয়েছো। জেইলে বন্দী তায় আবার মুখে তালা তাই আমিই তোমার জন্য ঈদের খানা নিয়ে আসলাম।


তোমার জন্য ঈদের সেমাই ....



আমার আজকে খুব জব্বর আলীকে মনে পড়ছে। বেচারাকে প্রতি ঈদে জেইলে বসে সেমাই খেতে হত।:(

তোমারও তেমনটাই শুরু হলো নাকি!:(


এই কমেন্ট পোস্ট করার পূর্ব মুহুর্তে দেখলাম তুমি আমার আল্লাদী কথাটাকে জল্লাদী পড়েছো। তখনই আবার আমার আরেকটা গল্প মনে পড়ে গেলো..

গোপাল ভাঁড়ের একবার গরু হারিয়েছিলো। সে কোথাও খুঁজে খুঁজে না পেয়ে শেষে বাড়ি আসলো। বাড়ি এসে বৌকে বললো মা এক গ্লাস পানি দাও তো।

বউ বললো, ওরে মুখপোড়া তুই বৌকে মা ডাকিস!!!!!!!!!!

গোপাল বললো গরু হারালে ওমনই হয় দিদা!:( :( :(

তোমার গরু তাড়াতাড়ি খুঁজে পাও ভাইয়া!!!!!!!!!! ইদের শুভেচ্ছা!:)

০৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

চাঁদগাজী বলেছেন:



ঈদের অনেক অনেক শুভেচ্ছা।
সেমাই আমাদের ট্রেডিশন, সেমাইর ছবি মানে বাংলার আথিয়েতা, ধন্যবাদ।

গোপালের গরু থেকে আমার কমেন্ট অনেক বেশী দামী, আমার অবস্হা গোপাল থেকে অনেক খারাপ নিশ্চয়ই

১৩| ০৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

হাসান মাহবুব বলেছেন: কুত্তার লেজ কখনো সোজা হয় না।

০৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

চাঁদগাজী বলেছেন:



আপনার ল্যাজ সব সময় বাঁকা? হতবাক করলেন ব্লগে ব্যক্তিগত তথ্য দিয়ে
ঈদের শুভেচ্ছা

০৭ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:




আপনি আমাকে "মাদারচোৎ" বলেছেন; পাকিস্তানীরা এই গাল দিতো বাংগালীদের; আপনি কোন স্তরের লোক?

১৪| ০৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

নাবিক সিনবাদ বলেছেন: গাজী ভাই দেখি ফাইস্যা গেলেন :-B :)

ঈদের শুভেচ্ছা, আশা করি আপনার ভবিষ্যত ব্লগিং জগতটা আরো সুখময় হবে, আর ব্যান খাবেন না। :)

০৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:



ঈদের শুভেচ্ছা।

মুশকিল হলো, আমি টের পাইনা, কোন কমেন্টটি পুরস্কার হিসেবে ব্যান নিয়ে আসে।

১৫| ০৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

শায়মা বলেছেন: ভাইয়া গোপালের গরু থেকে তোমার কমেন্ট দামী এই ভাবনাটা যতদিন না তাড়াবে ততদিন গোপালের অবস্থা থেকে তোমার অবস্থা শুধু খারাপ না, পড়ে যাওয়া খাদ থেকে ওঠা আর হবেনা ভাইয়ুমনি!!!!

উঠলেও আবার সবাই মিলে ধরে চুবাই দেবে পানিতে বুঝছো??? :(


দেখো ভালো বুঝে উপদেশ দিলাম যদিও তুমি অনেক অনেকবারই আমাকে খেপিয়েছিলে.....

কাজেই মনে মনে জপো

গোপালের গরু থেকে তোমার কমেন্ট অনেক বেশী কমদামী আর তোমার অবস্হাও গোপাল থেকে অনেক খারাপ নিশ্চয়ই....

দেখো মন্ত্র বলে দিলাম। এক কোটিবার জপতে জপতে নিশ্চয় আনব্যান হয়ে যাবে!:)




০৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:



মন্ত্র পন্ত্র তো সংস্কৃত ভাষায় হতে হয়।
আমার জন্য এত ভাবনার জন্য ধন্যবাদ

১৬| ০৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

ব্লগ সার্চম্যান বলেছেন: ঈদের শুভেচ্ছা থাকল ঈদমুবারক ।

০৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:



ঈদ মুবারক।

১৭| ০৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: শান্তির মেঘদূত এর পোস্টে আপনার বিরূপ মন্তব্য অসভ্যতার সীমা ছাড়িয়েছে ।

০৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

চাঁদগাজী বলেছেন:

শান্তির দেবদুত লিখেছিলেন, "বলতে পারেন সায়েন্স ফিকশন খাই, সায়েন্স ফিকশন পড়ি, সায়েন্স ফিকশন ঘুমাই "

-আমি হিউমার করার জন্য লিখেছিলাম যে, কিছু খেলে, প্রাকৃতিক কারণে উহা অন্য ফরমে বেরিয়ে আসে, উনার বেলায় যা বের হয়, উহা কি সায়েন্স ফিকসন, ইতয়াদি; উনি হিউমার বুঝেননি, ইগনোর করে গেছেন; কিন্তু কিছু লোক, যারা আমার ল্যাজের উপর বসে থাকে তারা বোধ হয় সুযোগ নিয়েছে, এটুকুই!

ঐ পোস্টে অন্য ১ জন আমাকে "মাদারচোৎ" বলে গালি দিয়েছে, উনিও নাকি ব্লগার!

ঈদের শুভেচ্ছা রলো

১৮| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ৮:০০

হাইজেনবার্গ ০৬ বলেছেন: এক মাচ্ছর স্লা আদমিকো হিজরা কার দেতাহে, আর আপনার মত এক ব্লগার পুরা সামুরে পেইন কইরা দিলো। কেন ইউ নট সি ইউরসেলফ হয়াট ইউ ডুইং?হাউ মেনি টাইমস ইউ'ল সে স্যরি ফর ইউর ম্যালফাংশনিং?এতো ম্যালফাংশন হয় কেন?ভদ্রলোক স্যরি একবার ই বলে।হামা ভাই উচিত কথা কইছে, তয় কুত্তাডা লেদারের হবে, যেটার গায়ে কোন পশম নাই।আপনি যেমন শেইমলেস।

০৬ ই জুলাই, ২০১৬ রাত ৮:২০

চাঁদগাজী বলেছেন:


ব্লগে স্বাগতম আপনাকে। আপনার পোস্টের প্রথম কমেন্টটা আমার নিজের পোস্টে লিখলাম:
"ব্রেক্সিট ট্রাম্পের জন্য ভয়ংকর সমস্যার সৃস্টি করেছে, পুরো আমেরিকা ব্রেক্সিট'এর বিপক্ষে, ট্রাম্প ব্রেক্সিট'এর পক্ষে, মহা সমস্যা"

-হামা ভাই আমাকে "মাদারচোৎ" গালি দিয়েছে, আপনি উনাকে বুঝার চেস্টা করেন। আমি একটিভ ব্লগার, ভুল হলে আমার হবে।

১৯| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ৮:০৩

হাসান মাহবুব বলেছেন: তাই নাকি? আফসোসের ব্যাপার! না, আমার ব্লগিং লাইফ শেষ এইডা না। চাঁদগাজীর মত মহা বিজ্ঞ ব্লগার অভিমানে জতিষ হইয়া অভিশাপ দিতাছে, এইডা। ভেরি স্যাড :((

০৬ ই জুলাই, ২০১৬ রাত ৮:৪২

চাঁদগাজী বলেছেন:



আমি অভিশাপ দিচ্ছি না, অভিশাপে মভিশাপে বিশ্বাসী নই; "মাদারচোৎ" গালি দেয়ার পর, ব্লগ থেকে আপনি বস্তিতে চলে গেছেন নিজের থেকেই। পাঠকেরা যখন আপনার কিছু দেখবে, উনাদের মনে পড়বে, আপনি কত নীচু!

আপনার ব্লগিং'এর অবসান হয়েছে; মানুষ নীচু মনের মানুষের কাছে কিছু আশা করে না।

০৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩৫

চাঁদগাজী বলেছেন:




আপনার প্রাানহীন কমেন্ট পেলে, আমার নিজের পোস্টকে মনে হয় আস্তাবল।

২০| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ৮:১৩

ঢাকাবাসী বলেছেন: আরে ওসব কিছুনা, চালায়া যান। যিন্দেগী ক্যায়া হ্যায় গম কা দড়িয়া হ্যায়!

০৬ ই জুলাই, ২০১৬ রাত ৮:২০

চাঁদগাজী বলেছেন:




আমিও তাই মনে করি; ঈদের শুভেচ্ছা

২১| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ৮:২৩

অপু দ্যা গ্রেট বলেছেন: আশা করি খুব তাড়াতাড়ি ফিরে পাব

আর এসব কিছু না ।

জীবনে কি আর আছে

০৬ ই জুলাই, ২০১৬ রাত ৮:২৬

চাঁদগাজী বলেছেন:



ঈদের শুভেচ্ছা
ভুল হয়ে গেছে, বুঝতে পেরেছি, ওকে

২২| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ৮:২৮

অপু দ্যা গ্রেট বলেছেন: আশা করি খুব তাড়াতাড়ি ফিরে পাব

আর এসব কিছু না ।

জীবনে কি আর আছে

২৩| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ৮:৪৫

অপু দ্যা গ্রেট বলেছেন: ভুল হয়নি

কারণ অনেক সময় প্রাসঙ্গিক কথা বলতে হয় ।

০৬ ই জুলাই, ২০১৬ রাত ৮:৫৩

চাঁদগাজী বলেছেন:




হিউমার করতে গিয়ে, কয়েকবার ধরা খেলাম; মেনে নিয়েছি।

২৪| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ৮:৫৮

তিক্তভাষী বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা ফারমার ব্রো! তবে, এ বয়সে আর আপনার শোধরানোর সম্ভাবনা দেখছি না। কথায় আছে - কয়লা যায় না ধুলে, স্বভাব যায় না ম'লে!

০৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:০২

চাঁদগাজী বলেছেন:



ঈদের শুভেচ্ছা।

ধুতে ধুতে দেখা যাবে যে কয়লাই নেই। আমরা আর কখন বদলাবো? বরং নতুন জেনারেশন আসুক নতুন ভাবনা, নতুন আশা নিয়ে।

২৫| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:০৭

মানসী বলেছেন: খুব দ্রুত আপনার ব্যান উঠে যাবার কামনা করছি।

আপনার লেখাগুলো আমার খুবই ভালো লাগে যুক্তিগ্রাহ্যতার দিক থেকে। আমার অনুসরণেও আপনি আছেন। তবু বারবার যখন আপনাকে কমেন্টে ব্যান করা হচ্ছে তখন আপনার দিক থেকে নিশ্চয়ই কোনো সমস্যা হচ্ছে।

আমার একজন প্রিয় ব্লগার হিসাবে বারবার আপনাকে এমন পরিস্থিতিতে দেখতে মন চায় না। কেউ আপনাকে আঘাত করবে , আর আপনি মেনে নেবেন এমনটা কক্ষনো আমি চাইনা ৷প্রতিবাদ করুন ৷কিন্তু এমন ভাবে করুন যাতে ব্লগের সমস্ত ব্লগার না হোক, অনেক ব্লগারকেই আপনার সাথে পান ৷

অনেক শুভেচ্ছা জানবেন।

০৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৩

চাঁদগাজী বলেছেন:




সুন্দর কথা বলেছেন, মাথায় থাকবে, উৎসাহ পেলাম; যেজন মা'কে গালি দেয়, উহাকে আমি যেতে দেই, কারণ, উহা আসলে নিজের পায়ে কুড়াল মেরেছে।

আপনাকে ঈদের শুভেচ্চা।

২৬| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:০৮

হাইজেনবার্গ ০৬ বলেছেন: স্যার আপনি শোধরান নিজেকে আগে, লেটস নট প্রভোক অর এনয় আদার ব্লগ সো ইউ গেট টোল্ড অফ লাইক দ্যাট।ইউ রিয়ালাইজ ইউ গ্যাট অন ব্লগার'স নার্ভ উই্থ ইউর ম্যালফাংশান। আপ নেহি সুধরেগাতো হামা ভাইকা কুত্তাওয়ালা বাত সাঁচ হো যায়েংগা ;)

এক্টা কথা জানতে চাচ্ছি, জানুয়ারীতে আপনার এক্টা ক্যানসার না কি যেন হাসপাতাল চালু করার কথা? আপনার 'খেলাঘর' নিকের পো্স্ট বা কমেন্ট পড়ে অনেক প্লান এর কথা জানা যাবে,ঐসবের কি হলো? এনি আপডেট?

০৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৬

চাঁদগাজী বলেছেন:




না, হাসপাতাল করার মতো পজিশনে আমি নেই; আমি ব্যক্তিগতভাবে কয়েকজন রোগীকে অর্থনৈতিকভাবে সাহায্য করছি; দেশে সামান্য কিছু অসুবিধার মুখে পড়ে ভিন্ন প্ল্যানে চলছি; এই মহুর্তে আপডেট করার মতো কিছু নেই। আমি জানাবো।

২৭| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:১১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

৯নম্বর মন্তব্য এবং মন্তব্যের উত্তর দেখে হাসলাম।
ব্লগ যেন সোনার বঙ্গদেশের একটি ক্ষুদ্র পরিবেশনা....

সমবেদনাসহ ঈদ মোবারক! :)

০৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:২০

চাঁদগাজী বলেছেন:



আপনি নং কমেন্ট ও উত্তরের কথা বলাতে, গিয়ে পড়লাম; আসলেই ফানি; আমি নিজেও ফানি, অদ্ভুত!!

ঈদের শুভেচ্ছা রলো।

২৮| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি কমেন্টে অনেককে হার্ট করেন এটা ঠিক বলে মনে করছিনা । তবে আপনার অনেক কমেন্ট বেশ বুদ্ধিদীপ্ত , আই এনজয় ইট !!

০৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৭

চাঁদগাজী বলেছেন:




হ্যাঁ, মাঝে মাঝে মিসফায়ার হয়ে আমার গায়ে লাগছে; ব্যবস্হা নিচ্ছি, আশাকরি ভুলগুলো কমে আসবে।

ঈদের শুভেচ্ছা নেবেন।

২৯| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:১১

কালনী নদী বলেছেন: তিন দিন কমেন্ট ব্যান ব্যাপার না। আপনি আমার উপরের দুইটা কমেন্ট ডিলিট মারেন। ভাই। যত দ্রুত সম্ভব।

০৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩৫

চাঁদগাজী বলেছেন:


আপনার কমেন্টে কি ছিলো, বুঝার আগে মুছে ফেলেছি!

ভালো হলো, হাসান মাহবুবের আসল দিক জানা হলো।

ঈদের শুভেচ্ছা।

৩০| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ১২:০৭

গাজী বুরহান বলেছেন: কষ্ট বুজি রে ভাই। [ যেহেতু নামের মিল আছে!! :-B ]

আর আপনার সাথে আমার অথবা আমার সাথে আপনার মতের মিল নাও থাকতে পারে। তাই বলে রিপোর্ট করব? ইহা তো দুর্বল লোকের কাজ। ব্লগ উম্মুক্ত পরিবেশ। এখানে যে যার মত লেখালেখি করবে, কমেন্টস করবে। তবে গালাগালি পর্যায়ের আগ পর্যন্ত। গালাগালি কোন ভাষা হতে পারে না। [আপনি করেন কিনা যানি না আমি]


যাই হোক, আপনার জন্য শুভ কামনা।
ঈদ মোবারক

০৭ ই জুলাই, ২০১৬ রাত ১:২৪

চাঁদগাজী বলেছেন:



আমি গালাগালি করি মাঝে মাঝে, আমার গালগুলি হলো, মগজহীন, পিগমীভাবনা, লিলিপুটিয়ান, ছোট-মগজ।
২ গাজি আছি, দেখা যাক, থামায় কে?

ঈদের শুভেচ্ছা।

৩১| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ১২:২৬

কালনী নদী বলেছেন: প্রামানিক ভাইর শূন্যতা বোধ করছি।
ঈদ মোবারক।

০৭ ই জুলাই, ২০১৬ রাত ১:৩৭

চাঁদগাজী বলেছেন:



ঈদের সময় আউট, বেকুবী হয়ে গেছে।

৩২| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ১:০৩

মানসী বলেছেন: @কালনী নদী প্রামাণিক ভাই কেমন আছেন বলতে পারেন ?

৩৩| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ১:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: শাস্ত্রে বলে ইল্লাত যায়না ধূইলে খাসলত যায়না মরলে ;)

এটা কিন্তু শাস্ত্রের কথা। আপনার কাহিনী দেখে আমার খালি মনে পড়লো ;)

আশা করি আপনার স্পেশাল সেন্সঅব হিউমারের এন্টেনায় ক্যাচ করতে পারবেন ;)

হামা ভাইকে যেভাবে আপনি উপস্থাপন করতে চাইছেন উনি কেমন তা নিয়মিত পুরানো সব ব্লগাররাই জানেন। এক বউরে নিয়া দীর্ঘ সংসার করা আর বার বার স্ত্রী (নাম) বদল করা ব্লগারের পার্থক্য টুকুও সহজে অনুমেয় ;)

এনিওয়ে ঈদ মোবারক। :)

০৭ ই জুলাই, ২০১৬ রাত ১:৫৪

চাঁদগাজী বলেছেন:



ঈদের শুভেচ্ছা নেবেন।

হাসান মাহবুব ময়ুর সেজেছিলেন, কিন্তু কাকের জেনেটিকস উনাকে ছেড়ে যায়নি।
আমার মনে হয়, উনার ব্লগিং এখানেই শেষ; আমাকেে "কুত্তা" ও " মাদারচোৎ" ডাকার পর, উনার ব্লগিং'এর অবসান হয়েছে, আমার মনে হয়।
উনার মানহীন, প্রাণহীন মন্তব্য এখন ব্লগারদের জন্য ঘৃণার কারন হবে।

৩৪| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ১:১৫

মামুন ইসলাম বলেছেন: ঈদমোবারক গাজী ভাই । আশা করি সময় মত সব ঠিক হয়ে যাবে ।

০৭ ই জুলাই, ২০১৬ রাত ১:২৪

চাঁদগাজী বলেছেন:



ঈদের শুভেচ্ছা। সামান্য ভুল হয়ে গেছে, ঠিক হয়ে যাবে।

৩৫| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ২:৪৭

কালনী নদী বলেছেন: ঈদ মোবারক ফ্রম আলাদিন :) ভাই।

০৭ ই জুলাই, ২০১৬ রাত ৩:০০

চাঁদগাজী বলেছেন:




ঈদ মোবারক, ভালো থাকুন।

৩৬| ০৭ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৩৪

পুলক ঢালী বলেছেন: চাঁদগাজীর অবস্থা দেখে আমার জাতির নানার কথা মনে পড়ে যাচ্ছে কেমন যেন মিল পাওয়া যায়। একটা কথাই শুদু বলব হামা ভাই যদি গালি দিয়ে থাকে তাহলে প্রচন্ড রাগের কারণ ঘটেছিল।আপনি পড়বেন তাই ব্লগাররা সাবধান হয়ে যাবে? ব্লগারদের টিচার হা হা হা।

০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৬

চাঁদগাজী বলেছেন:



হাসান মাহবুব আমাকে পাকিস্তানী গালি দিয়েছে; উনি ময়ুর সেজেছিলেন, এখন উনার জেনেটিকস ধরা পড়েছে; উনার মান সন্মান গেছে; উনার লেখা কে পড়বে আর?

উনার ব্লগিং শেষ

৩৭| ০৭ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঈদ মোবারক ভাইয়া

কিন্ততু ব্যান কেনো

০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:১৭

চাঁদগাজী বলেছেন:



হিউমারাস কমেন্ট করতে গিয়ে ধরা খেয়েছি; ব্লগার শান্তির দেবদুতের পোস্টে আমার কমেন্টের বিপরিতে লেখক লিখেছেন,

"অনেক দিন ব্লগ থেকে দূরে ছিলাম, আসলেও অল্প সময়ে জন্যে আসতাম, তাই কিছু ব্লগারকে ঠিক মত রিকগনাইজ করতে পারছি না। চাঁদ্গাজী কার মাল্টি? উনার ব্লগে গিয়ে দেখলাম ভালো ভালো লেখা, গঠনমূলক পোষ্ট! কিন্তু উনার কমেন্টে তো টাসকি খেলাম! সমস্যা কি উনার? "

৩৮| ০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১:০৮

বাকরখানি বলেছেন: আপনি পারেনও =p~ হাসান মাহবুবরেও এখন বলতাসেন ব্লগার না =p~ এই হাসান মাহবুব লোকটা গত আটবছর ধৈড়া নতুন ব্লগারদের সবচেয়ে বড় উৎসাহ। আপনে নিজেই কন, ভাল ব্লগারদের বই থাকে; গত ৬বইমেলা ধৈড়া সেইটাও আছে তার। ব্লগ যখন রাজাকারের ছানাপোনা দিয়া গিজগিজ করে তখন নিজের নিকের উপ্রে মায়া না কৈরা অনলাইনে ঝাপায়া পড়া লোক উনি। এইটাই মনে হয় আপনার লাগার কারণ, কারণ আপনের ঘনিষ্ট চ্যালা সোজন বাদিয়া ছাগু ব্যান খায়া উর্দুতে ব্লগিং করে এখন আর কালনী ছাগুরে কেউ আর পাত্তা দেয় না। আপনি যে বুরবক সেইটা মহাবিরক্ত হয়া বলসে বৈলা এখন কৈতাসেন হাসান মাহবুবও ব্লগার না =p~ এইটা আরেকবার প্রমাণ করে যে আপনারে তেল মাইরা ব্লগিং না করলে আপনে যে কাউরেই ব্লগার বৈলা মনে করে না। আপনার সহকর্মীরা আপনার এরকম পায়াভারি হামবড়া বুরবক মার্কা আচরণে কতটা মজা পায় সেইটা চিন্তা কৈরা আমারই পেট ফাইটা হাসি আসতাছে।

৩বছরে আপনে কি করসেন এই ব্লগে আজাইরা নিজের হামবড়া স্বভাবরে প্রচার কৈরা তলাছাড়া ক্যাচাল লাগানি ছাড়া কিছুতেই মনে করতে পারতাসি না। আপনের মত আগাছাদের কারণেই ভাল ব্লগার আরও কমছে একসময়ের সেরা ব্লগে।

০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৫

চাঁদগাজী বলেছেন:



হাসান মাহবুব আমাকে পাকিস্তানী গালি (*"মাদাচোৎ" ) দিয়েছে; উনার আসল চেহারা বের হয়ে গেছে।

ব্লগের শুরুতে আওয়ামী, বিএনপি, জামাত নিয়ে সিন্ডিকেট ছিল, এখন মোল্লা শফির লোকেরাও এসেছে; সেটা নিয়ে আমি মাথা ঘামাই না; কারণ, আমি ব্লগিং করি আমার জন্য।

০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:০০

চাঁদগাজী বলেছেন:



আমি সাধারণ মানুষের হয়ে রাজনৈতিক পোস্ট দিই, এখানে কিছুটা কথা কাটাকাটি হবে সব সময়।

আমি নিজের ইচ্ছা প্রকাশ করি; ফলে, আলীগ, বিম্পি, জামাত, মোল্লা শফির লোকেরা, সবাই কিছুটা হতাশ হয়।

আপনিও হতাশ।

০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:১০

চাঁদগাজী বলেছেন:


আমার কমেন্টের উত্তরে শান্তির দেবদুত লিখেছে:

"অনেক দিন ব্লগ থেকে দূরে ছিলাম, আসলেও অল্প সময়ে জন্যে আসতাম, তাই কিছু ব্লগারকে ঠিক মত রিকগনাইজ করতে পারছি না। চাঁদ্গাজী কার মাল্টি? উনার ব্লগে গিয়ে দেখলাম ভালো ভালো লেখা, গঠনমূলক পোষ্ট! কিন্তু উনার কমেন্টে তো টাসকি খেলাম! সমস্যা কি উনার? "

উনার লেখায় আমি হিউমার করতে চেয়েছিলাম, উনি বুঝেননি; উনি ইগনোর করেছেন;
এরপর, হাসান মাহবুব আমাকে পাকিস্তানী খরাপ শব্দ দিয়ে গালি দিয়েছেন।

৩৯| ০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১:১২

বাকরখানি বলেছেন:
@ হ পুলক ঢালী ভাই। বিনা উসকানিতে শান্তির দেবদূতের নিরীহ একটা পোস্টে ব্যাক্তি আক্রমণ কৈরা আসছিল। এরপরই হাসান মাহবুবের সাথে লাগে এই নোবেল জয়ী ব্লগারের =p~

বিদ্রোহী ভৃগুর কমেন্টে উত্তম জাঝা :P

০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:০৬

চাঁদগাজী বলেছেন:



আমি শান্তির দেবদুতের পোস্টে হিউমার করতে গিয়েছিলাম, আমার দক্ষতার অভাবে সুন্দর হয়নি; লেখক বিরক্ত হয়ে বলেছেন যে, উনি আমাকে চেনেন না; এর পর উনি আমার ব্লগ এলাকায় গিয়ে আমার পোস্ট পড়েছেন; লিখেছেন,

"অনেক দিন ব্লগ থেকে দূরে ছিলাম, আসলেও অল্প সময়ে জন্যে আসতাম, তাই কিছু ব্লগারকে ঠিক মত রিকগনাইজ করতে পারছি না। চাঁদ্গাজী কার মাল্টি? উনার ব্লগে গিয়ে দেখলাম ভালো ভালো লেখা, গঠনমূলক পোষ্ট! কিন্তু উনার কমেন্টে তো টাসকি খেলাম! সমস্যা কি উনার? "

৪০| ০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১:২০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ঈদ মোবারক

০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:১৫

চাঁদগাজী বলেছেন:



ঈদ মোবারক।

৪১| ০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩০

বাকরখানি বলেছেন: এইখানেই আপনার সাথে হাসান মাহবুবের পার্থক্য। হাসান মাহবুব একজন সৃষ্টিশীল, সম্ভাবনাময় নতুন ব্লগারকে উৎসাহ দেন আর আপনি একজন সৃষ্টিশীল, সম্ভাবনাময় নতুন ব্লগারকে ধারণা দেন যে সে একটা গবেট আর আপনাকে তেল না মারলে সে ব্লগার হৈতে পার্বে না। মডারেটরদের দৃষ্টি আকর্ষন করলাম আপনার ব্যাপারে।

০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:১৪

চাঁদগাজী বলেছেন:


আমি কমেন্ট করেছি, শান্তির দেবদুতের পোস্টে; কমেন্টের উত্তর:

"অনেক দিন ব্লগ থেকে দূরে ছিলাম, আসলেও অল্প সময়ে জন্যে আসতাম, তাই কিছু ব্লগারকে ঠিক মত রিকগনাইজ করতে পারছি না। চাঁদ্গাজী কার মাল্টি? উনার ব্লগে গিয়ে দেখলাম ভালো ভালো লেখা, গঠনমূলক পোষ্ট! কিন্তু উনার কমেন্টে তো টাসকি খেলাম! সমস্যা কি উনার? "

এরপর, আমাকে পাকিস্তানী শব্দ ব্যব হার করে হাসান মাহবুব গালি দিয়েছেন; উনার আসল চেহারা প্রকাশ পেয়েছে।

৪২| ০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:২০

জে.এস. সাব্বির বলেছেন: পুরাই রঙ্গমঞ্চ!! দর্শক দের অপার বিনুদোন :)

০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৭

চাঁদগাজী বলেছেন:



ঈদের সময় মানুষ কথা বলতে চান।

৪৩| ০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৭

কালনী নদী বলেছেন: বাকরখানি ৩৮ নং মন্তব্যে যা বলেছেন, ইসস যদি তা নিজে থেকে মুচে নেওয়া যেত। আমার ফরেনার মুরগী তোমার বাড়ি কই? ঈদ মোবারক জাইন, তোমার বিচার আমি চাই না কেন জান? এরা কারা আমার মামলার বিচার করবে? শোন রে অবোধ মন, সাধুর উক্তি কর প্রভুর ভক্তি।

ইংরেজিতে কথা আছে- great power comes with great responsibility.


বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান!

(আইন অন্ধ)

৪৪| ০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:২৮

চাঁদগাজী বলেছেন:



@বিদ্রোহী ভৃগু,

শান্তির দেবদুতের পোস্টে আমি কমেন্ট করার পর, উনার কমেন্টের একাংশ,

"অনেক দিন ব্লগ থেকে দূরে ছিলাম, আসলেও অল্প সময়ে জন্যে আসতাম, তাই কিছু ব্লগারকে ঠিক মত রিকগনাইজ করতে পারছি না। চাঁদ্গাজী কার মাল্টি? উনার ব্লগে গিয়ে দেখলাম ভালো ভালো লেখা, গঠনমূলক পোষ্ট! কিন্তু উনার কমেন্টে তো টাসকি খেলাম! সমস্যা কি উনার? "

এরপর, হাসান মাহবুব আমাকে পাকিস্তানী কায়দায় গালি দিয়েছেন; "মাদারচোৎ" কোন বাংগালী ব্যবহার করেন?

৪৫| ০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০১

ডঃ এম এ আলী বলেছেন:

০৭ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

চাঁদগাজী বলেছেন:




ঈদের শুভেচ্ছা।

৪৬| ০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:২৭

বাকরখানি বলেছেন:
@কালনী ছাগু, আমি বাংলাদেশে বসবাসরত বাংলাদেশি, কাজেই ফরেনার ডাকার জন্য ধন্যবাদ হাজার হোক তুমি যে বাংলাদেশে বসবাসরত উদ্বাস্তু পাইক্যা সেইটা তোমার গোআরে শ্রদ্ধা জানানো কমেন্টেই বাইর হয়া গেছে B-) চাইলে স্ক্রিনশটটা আবার দিতে পারি যেইখানে তুমি বলছিলা বাংলাদেশের প্রধানমন্ত্রীরে চাঁদগাজীর মগজহীন ডাকা কোন ঘটনাই না কিন্তু গোআরে গালি দেওয়াটা সম্মানীত (!) ব্যক্তিরে অপমান করা =p~ আর হুদাই মুখ খারাপ করায়ও না, এখন পর্যন্ত তোমারে একটা গালিও দেই নাই। খুব খিয়াল কৈরা B-)

@সুমহান ব্লগার চাঁদগাজী, হাসান মাহবুব আজপর্যন্ত ছাগু আর সাইকো ছাড়া কাউরে গালি দিসেন বৈলা কেউ দেখেন নাই। এখন আপনেই বাইছা নেন, আপনি কোনটা =p~ আপনে ঠিকই ধর্সেন আমি হতাশ, কারণ আপনারে ঝাইরা না খেদায়া খালি কমেন্ট ব্যান কর্সে :((

০৭ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

চাঁদগাজী বলেছেন:



হাসনা মাহবুব থেকে শুরু করে ওবামা, কেহই ব্লগে অন্য ব্লগারকে গালি দেয়ার মত ক্ষমতাসীন নন; সর্বোপরি চাঁদগাজীকে।

৪৭| ০৭ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

বাকরখানি বলেছেন: আপনে দশজনরে গালি দিলে কেউ না কেউ আপনারে একদিন গালি দিবেই আর নিউটনের থার্ড ল অনুযায়ী সেইটার মাত্রা আপনার সবগুলা গালির যুগফলের সমান মাপেরই হবে। খেলতে আপনে যেমন আসছেন, আপনের অপোনেন্টরাও খেলতে আসছে একই মাঠে। নিজে মনমত গালি দিতে পার্বেন আর আপনারে কেউ গালি দিলে ফুপায়া কাইন্দা মডুরে বিচার দিবেন এই মশকরা কৈরা কয়দিন খেল্বেন? না পোষাইলে ফুটেন ব্লগ ছাইড়া, আপনে তাইলে খেলার যোগ্য না।


আর শুনেন, আপনার লজ্জা শরম নাই বৈলাই এত অপমানের পরও জোর কৈরা ঝুইলা আছেন এইখানে। আপনে এই ব্লগ বিতাড়িত হৈলে আপনেরে তেল মারা ছাগলের পাল আর কালনী ছাগু ছাড়া কারও কোন আসবে যাবে না, সেইটাও সাময়িক।

০৭ ই জুলাই, ২০১৬ রাত ৮:০৬

চাঁদগাজী বলেছেন:



আমার দেয়া গালিগুলো আপনিও ভালোবাসবেন: "লিলিপুটিয়ান", "ছোট-মগজ", "মগজ হীন ভাবনা", "পিগমী"; হাসান মাহবুব সাহেব যে গালি দিয়েছেন, উহা পাকীদের গালি; আরেকটা ব্যাপার, যার পোস্টে আমি কমেন্ট করেছিলাম, উনি কি লিখেছেন, তা পড়েছেন? উনি লিখেছেন,
" অনেক দিন ব্লগ থেকে দূরে ছিলাম, আসলেও অল্প সময়ে জন্যে আসতাম, তাই কিছু ব্লগারকে ঠিক মত রিকগনাইজ করতে পারছি না। চাঁদ্গাজী কার মাল্টি? উনার ব্লগে গিয়ে দেখলাম ভালো ভালো লেখা, গঠনমূলক পোষ্ট! কিন্তু উনার কমেন্টে তো টাসকি খেলাম! সমস্যা কি উনার? "

এবার শান্ত হোন, ঈদের শুভেচ্ছা।

৪৮| ০৭ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

কালনী নদী বলেছেন: হায়রে বাকরখানি । তোমাদের সুন্দর একটা নাম দিছি আমি। যেমন করে ছাগু ছাগু ডাক! প্রোপাগান্ডা :)
বিচার আমি কেউরে দিছি না। আমি দেখতেছি তোমার চলাকলা।

আড়ালে থেকে দেশের ন্যাড়ি কুকুরেরাও ভৌক্ষাতে ওস্তাদ। বোঝেছেন প্রোপাগান্ডা

০৭ ই জুলাই, ২০১৬ রাত ৮:০৮

চাঁদগাজী বলেছেন:




আমার অনুরোধ, প্রত্যকে নিজের মতো করে ব্লগিং করুন।

৪৯| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ৮:২১

কালনী নদী বলেছেন: ঠিক আছে ভাই। আসলে এই নামটা বহুল পরিচিত। যে হোক না কেন এরা কিন্তু একটা সার্কেল অনেক আগ থেকেই এরা এসব করে অন্যান্যদের বোকা বানিয়ে আসছেন। আমরা কজন সেটা না জেনেই তাদের সেই দূর্বলতাথে আঘাত করেছি।
ভাই জীবন সংগ্রামে ঠিকে থাকা মজলুম আমি। আমার মুখ এত সহজে খারাপ হয় না। এরা অপরাধি। আর সবচেয়ে বড় কথা এরা শিক্ষা নিয়ে দূষ্ক্রিতি করছেন। ঠিক আছে এই ‘প্রোপাগান্ডার‘ সাথে আমি আর নেই।
আন্তরিকভাবে দ:খিত অযাচিত ইন্টারফেয়ার করার জন্য।

৫০| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ৮:৩৩

বাকরখানি বলেছেন: গোআর সাপোর্টারে কয় হে বলে মজলুম =p~ =p~ =p~ =p~ =p~ এই কয়টা শব্দের ভিত্তেও কতগুলা বানান ভুল, ঠিক পাইক্যা জারজদের মত B-) গোআরে গালি দিয়া আমরা অপরাধী হৈলে গোআ কি? পীর? =p~

৫১| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ৮:৪৪

কালনী নদী বলেছেন: হায়রে গাঁধা। এত বেশী ইমো কমেন্টে কে ব্যবহার করেন? আর কথার ধরনে ও একরোকামিতে কি আপনারা মহাশয়কে এখন গেস করতে পারেন নি? ই্নি মহা . . . আরো বলতে হবে। এরা সবকটা মিলে গন্ডী করছে আর রাখছে সাথে দুনিয়ার সেরা বাচাল আর মাখালকে বাকিটা সমন্বয় করে নেবেন।

৫২| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৮

বাকরখানি বলেছেন: কালনী ছাগুর আরেকটা ভুল যেইটা পাইক্যা জারজগুলার আরেকটা কমন মুভ, রগ কাটার প্রমাণ দিয়া বাপেগর পরিচয় দিয়া কিছু কৈলেই নাস্তিক ডাকা। তা কালনী ছাগু, নাস্তিক যখন ডাকবাই আরেকটু স্মার্ট কারো নাম ধৈড়া ডাকতা, মহা সমন্বয় রামছাগলটার সাথে মিলাইলা কেন? শালার ছাগু, ছাগুই রয়া গেল =p~

@চাঁদগাজী মেয়া বাই, কালনীর বাপেগর করা গণহত্যার ছবি মুছলেন যে? এই ছবি দেইখা তো কালনী ছাগুর লাগার কথা, আপনের জ্বলার কারণ কিতা?

০৭ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩৪

চাঁদগাজী বলেছেন:



শুনেন, নিজে পোস্ট দিয়ে ঝগড়া করেন।

৫৩| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ৯:২১

পুলক ঢালী বলেছেন: ব্লগে ঝগড়া ফ্যাসাদ সাধারণত এড়িয়ে চলি কিন্তু গালিটা পাকিস্তানী এই কথাটা বলে হামা ভাইকে ট্যাগ করছেন ব্যাপারটা আপনার মত বিজ্ঞ মানুষের জন্যও তো ভালো হচ্ছেনা। এই গালি বিহারী রা দেয় ওরা বিহার প্রদেশের লোক ওরা ভারতীয়। পাঞ্জাবিরা দেয় ওরা পাঞ্জাবের লোক, পাঞ্জাব পাকিস্তান, ভারত উভয় দেশেই আছে। সুতরাং গালিটা একটা ভাষাকে represent করে কোন দেশকে নয় । শুধু শুধু কাদা ছোঁড়াছুড়ি না করলেই তো ভালো।

০৭ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩৩

চাঁদগাজী বলেছেন:




স্যরি, পাকীরা এই গালি বাংগালীদের দিতো; হয়তো অনেক জায়গায়, অনেক ভাষায় আছে; তবে, আমি শুনেছি হাসান মাহবুবের লেখায়।

৫৪| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ১০:০১

বাকরখানি বলেছেন: এই তো আস্তে আস্তে রগকাটা বাহিনীর জারজ পয়দা কালনী ছাগুর আসল চেহারা বাইর হৈতাসে। ঠিকানা দিমু নাকি আমার আইসা রগটা কাইটা দিয়া যাইবা? =p~ এই মানসিক রুগীর একমাত্র সাপুর্টার এখন তোমারেই দেখি। ভাল কথা এখনও কিন্তু তোমারে কোন গালি দেই নাই, যদিও তুমি আমারে থ্রেট দিছ রাগ কাইটা দেওনের।

৫৫| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ১২:৪৭

নিনজা টার্টল বলেছেন: সবাই আরামে দাঁড়ান!

০৯ ই জুলাই, ২০১৬ রাত ১:৪১

চাঁদগাজী বলেছেন:



ওকে, মনোকস্ট দুর হলো!

৫৬| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ১:৩২

হাসান মাহবুব বলেছেন: শান্তির দেবদূত ভাইয়ের পোস্টে আপনাকে আমি একটি কমেন্টে সর্বমোট তিনটি গালি দেই। যার একটি নিয়ে আপনি খুব আপসেট। ঐ গালিটার জন্যে আমি আন্তরিক ভাবে দু:খিত। তবে আমার তরফ থেকে একটি গালি আপনার প্রাপ্যই ছিল। বাকি গালিগুলো গ্রহণ করে আমার শ্রম সার্থক করুন এবং একটি আদর্শ বুড়ো শকুনের মত আমার ব্লগজীবন শেষ জাতীয় দুয়াদুরুদ পড়তে থাকুন।

০৯ ই জুলাই, ২০১৬ রাত ১:৪০

চাঁদগাজী বলেছেন:



আপনি দু:খিত? ঠিক আছে, আমার আর কোন অভিযোগ নেই।

৫৭| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ২:১৫

শেয়াল বলেছেন: কিতা অইসে ? কি বলসিলেন ?

০৯ ই জুলাই, ২০১৬ রাত ২:৪০

চাঁদগাজী বলেছেন:


এক ব্লগার লিখেছিলেন, "আমি সাইন্স ফিকশনের পাড় ভক্ত, বলতে পারেন সায়েন্স ফিকশন খাই, সায়েন্স ফিকশন পড়ি, সায়েন্স ফিকশন ঘুমাই , স্বপ্নও দেখি সায়েন্স ফিকশন; "

-আমি মন্তব্য করেছিলাম যে, সায়েন্স ফিকশন খেলে, আপনার হাগুর সাথে কি সায়েন্স ফিকশন বের হয়? (মোটামুটি এই রকম); উনি অবশ্য ইগনোর করেছেন, উনি লিখেছেন, " অনেক দিন ব্লগ থেকে দূরে ছিলাম, আসলেও অল্প সময়ে জন্যে আসতাম, তাই কিছু ব্লগারকে ঠিক মত রিকগনাইজ করতে পারছি না। চাঁদ্গাজী কার মাল্টি? উনার ব্লগে গিয়ে দেখলাম ভালো ভালো লেখা, গঠনমূলক পোষ্ট! কিন্তু উনার কমেন্টে তো টাসকি খেলাম! সমস্যা কি উনার? "

-যাক, এরপর ৩য় পক্ষ যোগ হয়ে যায়; আমার লেজ চুরির নীচে।

৫৮| ০৯ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩১

সম্রাট৯০ বলেছেন: আপনি পোস্ট লিখার সময় খেয়াল রাখবেন যে, চাঁদগাজী আপনার পোস্ট পড়ার সম্ভাবনা আছে, তা'হলে আপনার পোস্টের মান বাড়তে বাধ্য।

প্রতিজ্ঞা- উপরের আপনার কথার প্রেক্ষিতে আমার পোস্ট আমি ড্রাফ্ট করে নিলাম, কারণ আমি আপনাকে দিয়ে আমার কোন মান বাড়াতে চাইনা, এবং আমি বাকি জীবনে পোস্ট দেবোনা, কারণে দিলে আপনি কমেন্ট করবেন আর আমার মান বেড়ে যাবে, এই ভয়ে আমি এমন সিদ্ধান্ত নিলাম।

ক্ষোভের প্রকাশ - আপনার ব্লগিং জীবন যদি আপনার নাতির বয়স ধরি তাহলে আপনার পিতামহের পিতা পৃথিবীতে আসার আগে আমি ব্লগিং করি,এবার আপনি যদি ৮০ বছরের বুড়ো হন তবুও আমার এই কথা বলবৎ থাকবে,

সম্ভাব্য-পাঠ্য বইয়ে একটা গল্প আছে, মড়লের অসুখ যাবে সুখি মানুষের জামা গায়ে দিলে,আর এই দুনিয়াতে সব চেয়ে কঠিন রোগ এইডস চলে যাবে যদি কেউ আপনার গায়ের জামা গায়ে দেয়, কারণ আপনি এতটাই দুর্লভ এই দুনিয়াতে। জামা খুলে আলমিরাতে লুকিয়ে রাখুন, নাহয় গায়ের জামা থাকবেনা আপনার সব মানুষের নিয়ে যাবে, আর জানেনতো লেংটার নেই বাটপারের ভয়, যদি আপনার কোন অবস্থাতেই কোন কিছুর ভয় নেই কারণ হারাবার কিছু অবশিষ্ট নেই।

হাসান মাহবুব- তিনি হলেন এই ব্লগের রত্ন, ৫০ টা ব্লগ জন্ম নিলে হাসান মাহবুব এর মত একটা ব্লগার জন্ম নেয়। তার গালিও একটা সাহিত্য, আপনি সেই দিকে দিয়ে আমার চেয়ে ভাগ্যবান।

পরামর্শ- ভালোর কোন বিকল্প নেই

০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:১১

চাঁদগাজী বলেছেন:




লিলিপুটের দেশে সবই ফানি ফানি কথা ।
৫৬ নং কমেন্ট পড়েন; মানুষ এক সময় ভুল বুঝতে পারেন; আমি ভুল বুঝতে সাহায্য করেছি, আপনি ভুল করতে সাহায্য করেছেন।

৫৯| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩২

কালনী ছাগু বলেছেন: হাসান মাহবুব আপনার মত ব্লগার হতএ পারবে না, এরা চেতনায় সৈনিক, খালি আহা উহা কমেন্ট করতে পারে। এদের পাত্তা দএবেন নাই চাঁদগাজী ভাই। আপনি আপনার মত লেখা চালিয়া যান।

১০ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১৪

চাঁদগাজী বলেছেন:




প্লীজ, এটা ব্লগ, সবাই ব্লগিং করছেন, আপনিও করুন; অন্যের প্রোফাইল নেয়া অন্যায়; আমার প্রোফাইল কিছু লোক ব্যবহার করেছিলেন, এগুলো অন্যায়।

৬০| ১০ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৩৩

গেম চেঞ্জার বলেছেন: দুঃখজনক হলেও সত্য, এটা আপনার প্রাপ্য ছিল। আগেই এ ব্যাপারে আপনাকে সাবধান করেছিলাম। সেন্টিমেন্ট না বুঝেই হিউমর শো অন করতে গিয়েছিলেন আর সেটা জে লেইম ছিল তা বুঝেন নাই!!

সামুর ৩দিন ফিজিক্যাল ৩ দিন না এইটা নিশ্চয়ই জানেন। সেম অপরাধ আপনি আরো করেছেন। আর করবেন না সে গ্যারান্টি দেবার মতোও কেউ নেই।

১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০৩

চাঁদগাজী বলেছেন:




চেস্টা যে করছি না, তা নয়; আসলে, কোথায়ও একাটা গ্যাপ থেকে যাচ্ছে; এবার আরেকটু সাবধান হবো; কিন্তু ভাবছি, মেপে মেপে মন্তব্য করলে মন্তব্যের কোন দরকার থাকবে কিনা!

৬১| ১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১৫

গেম চেঞ্জার বলেছেন: আপনি রিয়েলাইজ কইরা দেখেন, কি বলেছেন (শান্তির দেবদূতকে) আর সেটা এই কমিউনিটিতে কিভাবে দেখা হবে?

৬২| ১০ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০১

চাঁদগাজী বলেছেন:



আমি উনার লেখা, "আমি সাইন্স ফিকশনের পাড় ভক্ত, বলতে পারেন সায়েন্স ফিকশন খাই, সায়েন্স ফিকশন পড়ি, সায়েন্স ফিকশন ঘুমাই , স্বপ্নও দেখি সায়েন্স ফিকশন", পড়ে সামান্য বিরক্ত হলেও, হিউমার করার জন্য লিখতে চেয়েছিলাম, "আপনি কি পায়খানাও করেন সায়েন্স ফিকশন?"

উনি বলেছিলেন যে, উনি কমেন্টে টাস্কি খেয়েছেন, কিন্তু রাগান্বিত হননি বলে আমার ধারণা।

৬৩| ১০ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

গেম চেঞ্জার বলেছেন: এই কথা কোন কমন সেন্সধারী কেউ কখনো বলবে না। সেটাই বলতে চেয়েছিলাম।

১০ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

চাঁদগাজী বলেছেন:




স্যরি, মনে হয় জেনারেশন গ্যাপ বা এই ধরণের কিছু আমার ও কিছু মানুষের মাঝে দুরত্বের সৃস্টি করেছে।

৬৪| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ২:৩৮

চাঁদগাজী বলেছেন:


আজকের বাংলাদেশের কোন স্বাভাবিক নাগরিক পুর্ব পাকিস্তানের জীবনে ফেরত যেতে চাইবে না; ৬০ দশকের পাকিস্তানী কোন নাগরিককে বৃটিশ কলোনিয়েল সিস্টেমের মতো দেশে বসবাস করতে রাজী করানো সম্ভবপর হতো না; ১৯৩০ সালে, যারা ভারতের নাগরিক ছিলেন, তাদেরকে নবাব আমলের জীবন প্রদান করলে তারা মেনে নিতেন না, তারা চাইতেন বৃটিশের মত শাসন কমপক্ষে, কিংবা তার থেকে ভালো কিছু।

৬৫| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ১:৩৫

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: আরও কিছুদিন ব্যান থাকুন, এই কামনায়

১৪ ই জুলাই, ২০১৬ রাত ১:৪৩

চাঁদগাজী বলেছেন:



ভোর রাতের দিকে ব্লগে কয়েকজন ব্লগার সামুতে লগ-ইন করা থাকেন; এরা এত কম কমেন্ট করেন যে, এদেরকে কমেন্ট-ব্যান করলে এরা টেরও পাবেন না।

৬৬| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ১:৩৮

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: উপরের কমেন্ট এ ফান করেছি।

এবার বলুন তো, আমার হিউমার লেভেল কেমন???

১৪ ই জুলাই, ২০১৬ রাত ১:৪০

চাঁদগাজী বলেছেন:




১ থেকে ১০ এর মাঝ ৮।

আসলে, এবার আমি হিউমার করতে গিয়ে খাঁচায় ঢুকেছিলাম

৬৭| ১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৫২

সুখী মানুষ বলেছেন: আমি বেশ পুরানো ব্লগার এখানে। ইদানিং অনিয়মিত। তবে ফেবুতে টেক্ট দেওয়ার আগে এখানে টাইপ করি, তাই এইখানেও একটা পোষ্ট দিয়ে যাই। সরি, আপনি প্রায় দেড় বছর ধরে ব্লগিং করছেন, তবু আপনাকে এর আগে কখনো দেখি নাই। হয়ত যেহেতু ব্লগে নিজের পোষ্টে কমেন্টগুলা পড়া ছাড়া আর কোথাও তেমন যাই না, তাই।

মজার বিষয় হইলো, আজ আমার পোষ্টে আপনি কমেন্ট করেছেন "কিছু একটা নিয়ে, কিছু একটা বলা, যার মাথাও নেই, লেজও নেই"। কমেন্টটা পড়েই ভাবলাম এমন অভদ্র কমেন্ট কে করলো! সামুতে আমি বহু বছর ধরেই বেশ নম্র ব্লগার হিসাবে পরিচিত। তাই নম্র, ভদ্র একটা উত্তর আপনার মন্তবব্যে দিলাম।

পরে ভাবলাম, দেখিতো এই ভদ্রলোক নিজে কেমন লেখে! আপনার বেশ কয়েকটা পোষ্ট পড়লাম। আপনি যথেষ্ট পড়েন। পড়ুয়া মানুষ খুব কমই অহংকারী হন। কেউ কেউ অহংকারী হলে, তারা সেই লেভেলের জ্ঞানী হন। আমার ধারনা আপনি সেই লেভেলের জ্ঞানী। তাই আশেপাশে সবাইকে গরু, গাধা মনে করে একটা কিছু লিখে দিয়ে আসেন মন্তব্যে।

আপনার লেখা পড়তে পড়তে এই লেখা পাইলাম। মনেমনে অনেক্ষণ হাসলাম। বুঝলাম, অভদ্র, অশালীন মন্তব্য আপনি নিয়মিতই করেন। "কেন করেন" টাইপ কোন কথায় গেলাম না। কারন আপনি জ্ঞানী মানুষ, আপনি যা করেন নিশ্চয়ই যৌক্তিক মনে করেই করেন।

১৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৮

চাঁদগাজী বলেছেন:




পরীক্ষা করে দেখতে চেয়েছিলাম, আপনি কি সব সময় সুখী মানুষ!

৬৮| ০৬ ই মে, ২০১৭ রাত ১২:২৯

চাঁদগাজীর মত অসভ্য ব্লগার বলেছেন:

৬৯| ০৬ ই মে, ২০১৭ রাত ১২:৩১

চাঁদগাজীর মত অসভ্য ব্লগার বলেছেন:

৭০| ০৬ ই মে, ২০১৭ রাত ১২:৩৩

চাঁদগাজীর মত অসভ্য ব্লগার বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.