নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

সন্ত্রাস বন্ধে বিএনপি\'র জাতীয় ঐক্যের ডাকের কোন লজিক্যাল ভিত্তি আছে?

০৯ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৮



দেশের বর্তমান সন্ত্রাস বন্ধে বিএনপি জাতীয় ঐক্যের ডাক দিয়েছে; বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ও রিজভী সাহেব মৌখিক ও লিখিতভাবে মিডিয়াকে ও নিজেদের সভায় এই অভিপ্রায় জানায়েছেন। যদিও সন্ত্রাস শুরু হয়েছে ১৯৭২ সালেই, গত ৪ বছরের সন্ত্রাস জাতিকে ভীত সন্তস্ত্র করে তুলেছে, দেশের অর্থনীতি ও সামাজিক জীবনের উপর বিরাট প্রভাব ফেলেছে; এখন মানুষ তাদের কোন মৌলিক অধিকারের কথা সরকারকে বলছেন না, মানুষ চাচ্ছে সন্ত্রাস থেকে মুক্তি, ছেড়ে দে মা

সরকার কি তার প্রশাসন ও রাজনৈতিক কো্যালিশনকে নিয়ে এই সন্ত্রাসের অবসান ঘটাতে পারবে? নাকি বিপক্ষ বিএনপি কোয়ালিশনের সাথে ঐক্য করে এই সমস্যাকে সমাধান করতে পারবে?

বর্তমান সরকার ও দেশের জনতা যেভাবে পরস্পরের সাথে যুক্ত, এটাতে আসল কোন শক্ত শাসনতান্ত্রিক বা পরস্পর নির্ভরতার কোন লজিক্যাল বাঁধন নেই; এটা ১৯৭২ সালের মতো কোন বৈপ্লবিক সরকার বা পপুলার ভোটে নির্বাচিত সরকার নন; জনসাধারণের জন্য সরকারের দায়বদ্ধতা, বা সরকারের প্রতি মানুষের সমর্থন ও নির্ভরশীলতা একেবারেই সীমিত। ফলে, জনসাধারণের উৎকন্ঠা নিয়ে সরকার বিরাটভাবে বিচলিত নয়, যতক্ষণ না সরকার নিজেই সন্ত্রাসের শিকারে পরিণত হচ্ছেন। সরকারের চালচলনে মনে হচ্ছে, সরকার খুব একটা ভীত নন।

গুলশানের ঘটনার পর, আওয়ামী লীগের সুরন্জিত বলেছেন যে, এটার পেছনে জামাত; মন্ত্রী ইনু সাহেব বলেছেন যে, সরকারকে উৎখাত করার চেস্টা; নাসিম সাহেব সরাসরি বেগম খালেদা জিয়াকে এগুলোর পেছনে ইন্দন যোগানোর জন্য দায়ী করেছেন।

আওয়ামী লীগের অবস্হান থেকে বুঝা যাচ্ছে যে, সমস্যার মুলে বিএনপি-জামাত কোয়ালিশন ও তাদের ডিম্ব, শুকটীট, মুককীটরা; তা'হলে কি ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিপক্ষে কাজ করার দরকার, নাকি বিএনপি'র সাথে চুক্তি স্বাক্ষর হওয়া দরকার?

১৯৭৫ সালে আওয়ামী লীগ কি ক্ষমতাচ্যুত হয়েছিল বিপ্লবের মধ্য দিয়ে, রাজনৈতিক পদ্ধতিতে, নাকি সন্ত্রাসের মধ্য দিয়ে? মিলিটারী যদি হত্যাকান্ড চালায়, আর জেএমবি যদি হত্যাকান্ড চালায়, ২টাই সন্ত্রাস; ১৯৭৫ সালে বিপ্লব ঘটেনি; কমপক্ষে, আও্য়ামী লীগ সেটাকে বিপ্লব হিসেবে নেয়নি; কারণ, বিপ্লবে জনতার অংশ গ্রহন থাকতে হয়। ১৯৭৫ সালের ঘটনাকে মানুষ প্রতিহত করেনি, সেখানে কি মানুষের মৌন সমর্থন ছিল, নাকি ভীত হয়ে জনতা চুপ করে ছিল?


যাক, ১৯৭৫ সালের পর থেকে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় ফিরে যেতে, ততকালীন সরকারগুলোর বিপক্ষে সংঘাতময় কার্যক্রমে গেছে; কিন্তু রাজনৈতিক কৌশলে যায়নি। আবার বিএনপি কোয়ালিশন ২০০৮ সালে ভোটে পরাজিত হবার পর থেকে আজ অবধি কোন নতুন রাজনৈতিক এজেন্ডা নিয়ে মাঠে নামেনি, তারা বর্তমান সরকারের জনপ্রিয়তা ধ্বসের জন্য অপেক্ষা করছে; মাঝে নির্বাচন প্রতিহত করার ও নতুন করে নির্বাচন আদায় করার চেস্টা করে অসফল হয়েছে; তাদের অসফলতা আওয়ামী লীগ কোনভাবেই ভুলার কথা নয়। আসলে সরকার পতনের জন্য বিএনপি'র ১ দফা আন্দোলন অফিসিয়েলী এখনো চলমান।

ফলে, আওয়ামী লীগ ঐক্য, বা চুক্তি কোনটাতে যাবে বলে মনে হয় না; আওয়ামী ও বিএনপি'র ইতিহাসে সেই ধরণের কোন প্যাটার্ণ নেই।

মন্তব্য ৪৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১২

চাঁদগাজী বলেছেন:



ব্লগার প্রামাণিক সুস্হ হয়ে ব্লগে ফিরে এসেছেন, অনেক ভালো লাগছে; আমি কমেন্ট-ব্যানে আছি, উনার পোস্টে নিজের ভালো লাগা জানাতে না পেরে, নিজের পোস্টে কমেন্ট করে জানালাম।

২| ০৯ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

শেয়াল বলেছেন: বিএনপি কি একনো টিইক্কা আছে ?

০৯ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

চাঁদগাজী বলেছেন:



আমার ধারণা, রাজনৈতিক দল হিসেবে উহার পতন হয়েছে; কিন্তু কমিটিতে অনেক ধনী মানুষ আছেন, এরা থাকবেন, অফিস ইত্যাদি চলবে। কিন্তু উহা যদি রাজনীতিতে যেতে পারে, আওয়ামীরা গরম কয়লার উপর হাঁটবে।

৩| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ৮:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বি এন পি স্বাভাবিক ও অস্বাভাবিক কোন প্রক্রিয়াতেই আর আওয়ামী লীগকে সরাতে পারবে না। তাই তারা মিরাকলের অপেক্ষা করছে...

০৯ ই জুলাই, ২০১৬ রাত ৮:৪৫

চাঁদগাজী বলেছেন:




রাজনৈতিকদলকে রাজনীতিতে বিশ্বাস করতে হয়, মিরাকেলে নয়; ড: মঈন খান ও মির্জাকে মগজ খাটাতে হবে; বাকীগুলোর অবশ্য মগজ নেই, ফলে তারা বিশ্রামে থাকলেই চলবে।

৪| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ৯:০১

এস. দেওয়ান বলেছেন: আওয়ামী লীগের সাথে বিএনপি জাতীয় ঐক্যের ডাক দেবে এটা সম্ভব নয় । ওটা ছিল লোক দেখানো নাটক । বিএনপি শুধু চায় আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে দিক । এ ছাড়া দলটি আর কিছুই ভাবে না ।

০৯ ই জুলাই, ২০১৬ রাত ৯:০৮

চাঁদগাজী বলেছেন:




বিএনপি'কে ক্ষমতায় যেতে রাজনীতি করতে হয়নি কোনদিন; এবার সেই পথ বন্দ্ধ হয়েছে; এবার হয় রাজনীতি শিখবে, না হয় জামাতের অংশ হয়ে যাবে।

৫| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশে রাজনীতি যা করার তা শেখ মুজিব, জিয়া করে গিয়েছেন। তাদের উত্তরসূরিরা তাদের নাম বিক্রি করে আরো অনেকদিন চলবে...

০৯ ই জুলাই, ২০১৬ রাত ৯:২৭

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগ শেষ সাহেবের শেষ প্রচেস্টা 'বাকশাল' শব্দটা উচ্চারণ করে না; আর বিএনপি'তে যারা আছেন, তারা কেহই জেনারেল জিয়াকে চেনারও কথা নয়; তবু তারা দলের হয়ে অনেক কিছু করছে, ২ দলই। মানুষ ও দলগুলোর মাঝে কোন মিল নেই।

৬| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪৬

ভাবনা ২ বলেছেন: জাতীয় ঐক্যে আসতে
কে করেছে মানা
ঠাকুর ঘরে কেরে
কলা আমি খাইনা ।

যে যার অবস্থানে থেকেই
ভাল কাজে যাবেন এটাই
সৎলোকের ভাবনা ।

ভাল মানুষ
থাকেনা কভু
কারো ডাকের
আশায়।

ডাক ডাক করে
সে ফেলেনা
চোখের জল ।

মন্দ যেজন
সেজন নীজ হতে ভাল
কাজে না গিয়ে
সকলকে জানায়
কেও ডাকেনা কেনে
আমায়।

ইতিহাস বলে
ডেকে ডেকে
কেয়ার টেকার দিতে
বললে গর্বভরে
বলে পাগল শিশু
ছাড়া কেয়ার
টেকার সরকারে
কিছু নাই।

নির্বাচন দিলে
বলে যাবনা
তথায় ।

নিরপেক্ষ কমিশনের
কথা বললে বলে
আজিজ মার্কা
নির্বাচন কমিশন
ছাড়া চিনিনা
কিছুই ।

সুষ্ঠ নির্বাচনের কথা
বললে বলে
মাগুরা আর
ঢাকা ১০ ফালু মার্কা
নির্বাচন ছাড়া
বিকল্প কিছু
নেই এ ভবে ।

ডাকিলে আলোচনায়
আলটিমেটামের
শেষ নাই ।

আলটিমেটাম
অনুসারে
আলোচনায় ডাকলে
খেউর খিস্তির
অন্ত নাই
জানে যে
সবাই।

কোন মতে
সংসদে গেলে
বাহানা করে
বাহির হয়ে
বেতন ভাতা
নেয় যে তুলে
সর্বলোকে
জানে যে
তাই ।

জোট করে
গদিতে গেলে
রাজাকারের
গাড়িতে
পতাকা দেয়
তুলে।

নীজ ভুলে
গদি হারালে
দেশের সংসদ
বাদ দিয়ে
ইউরিপিয়ান
পার্লামেন্ট
এর দিকে
তাকিয়ে থাকা
হয়ে যায়
দিশাটাই ।

বিদেশী কুটনৈতিকদের
কাছে নীজ দেশের
খবরা খবর
বস্তা বেধে
তুলে দেয়া
হয়ে যায়
জাতীয় ঐক্যের
নমুনাই ।

জনগনের সন্দেহের তীর এখন
একটি জায়গায় ঘুরছে নিরন্তন
সেটা সকলের ভাল করে জানা
তার পরেও ঐক্যের দাবী
মানুষকে আর কত
বোকা ভাবা হবে
চিন্তা এখন
সেটাই ।

জামাত বিএনপি নিয়ে
এক্যের রাজনীতিতে এ মহুর্তে
আওয়ামী লিগের ভাবনার কিছু নাই
ধর্ম দিয়ে রাজনীতির ১২ টা যে বেজে
গেছে পাগলেও বুঝে গেছে তাই ।

দায়এখন বি এন পির
যত তারাতারি বুঝবে
ততই তাদের মঙ্গল ।

দানাই পানাই
না করে লেজ খানা
ঝেড়ে দিয়ে
নীজ দায়ে ঐক্যে
আসলে ভাল
হবে ধারণা এখন
এটাই ।

লীগ জন বিচ্ছিন্ন
এধরনের কথায়
যুক্তি কিছু থাকলেও
ও কিছু পাবলিক
বিভ্রান্ত হলেও
হতে পারে ।

তবে লীগ ভাল করেই
জানে তারা এখন
রাজনীতির মাঠে
কত সৃসংগঠিত
শক্ত অবস্থানে ।

ডাক দিলে
লক্ষ কোটি
জনতার
অবস্থান হবে
জলে স্থলে
অন্তরিক্ষে।

আওমিলীগ চাইবে
জামাত নামটা এখন
চালু থাক, বিএনি পি
পাকে জরাক।

ঐক্য ঐক্য করে
গুলশানের গৃহে
স্বেচ্ছা নির্বাসনে
থেকে মেও মেও
করে ক্ষীণ স্বরে
চিল্লাক ।

পাবলিক ভাল
করেই জানে
তাদের ঐক্যের
ফসলে গোলা
ভরলে সা্‌ই সাই করে
এর থেকে বেশী
জোড়ে দশ ট্রাক
বোজাই গোলা বারুদ
এসে সন্ত্রাসে
দেশ যাবে
ভেসে ।

তাই করনীয় কি
বুঝহে সুজন ।

৭| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৭

চাঁদগাজী বলেছেন:



বিএনপি ও আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরস্পরের বিপক্ষদল নয়, তারা ২টি প্রতিপক্ষ; তারা চেস্টা করে আসছিল প্রতিপক্ষকে রাজনীতি থেকে পুরোপুরি সরায়ে দিতে; এখন সেটার সমাধান হচ্ছে।

৮| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ১০:২৪

আহা রুবন বলেছেন: এত ডাকাডাকির দরকারটা কী? নিজের দলের লোকদের আগে ডেকে একটা ফর্মুলা হাতে ধরিয়ে দিক না। তারপর অন্য দলের সঙ্গে একত্রে কাজ করার জন্য দেশে জনমত এমনিতেই গড়ে উঠবে।

০৯ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩২

চাঁদগাজী বলেছেন:



ওটা হচ্ছে রাজনৈতিক ভাবনা, রাজনৈতিক পদক্ষেপ; সেটা করার মত লোক বিএনপি'তে পাওয়া যাচ্ছে না; বিএনপি বলছে, ওদের দরকার ভোট, সেখানে তারা পাশ করে ক্ষমতায় গিয়ে দেশ চালানোই তাদের ঐতিহাসিক দায়িত্ব

৯| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ১১:২৯

কালনী ছাগু বলেছেন: ভাল লিখেছন চাঁদগাজী ভাই। বেগম খালেদা জিয়ার দুর্বার নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলাম সর্বদা ঐক্যজোঠেই আছে থাকবে। আওয়ামি সন্ত্রাসী আমাদের শিবির ভাইদের শেয়াল কুকরের মত মারছে, কিন্তু শাহাদাতের পেয়ালা পান কড়তে আমাদের কুন্টা নেই বাংালাদেশের জন্য।

১০ ই জুলাই, ২০১৬ রাত ১২:০১

চাঁদগাজী বলেছেন:




অন্যের প্রোফাইল ব্যবহার করার কোন দরকার আছে? স্বাভাবিক ব্লগিং করুন।

১০| ১০ ই জুলাই, ২০১৬ রাত ১:৩৪

নিনজা টার্টল বলেছেন: লজিক্যাল ভিত্তি আছে,বাস্তবতা নাই।
দেশের স্বার্থে এক হয়ে এক টেবিলে বসলে মান ইজ্জত পানি হয়ে যাবে না,যেটা যাবে সেটা আওমীলীগের ইগো।তাহারা দেশের স্বার্থ বিসর্জন দিবেন, বাট ইগো দিবেন না X(

১০ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৫৮

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগের ইগো থেকে 'এগি' (ডিম, মানে টাকা পয়সা) বড় হচ্ছে

১১| ১০ ই জুলাই, ২০১৬ রাত ১:৩৪

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: আর সব বানান ভূল কইরেন বাট বাংলাদেশ বানানটা দয়া করে ঠিক লেখার চেষ্টা কইরেন।

১০ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:



ডেম, বাংলাদেশ বানানও ভুল করেছি? নাগরিকত্ব তো খারিজ হয়ে যাবে; ঠিক করে দেবো।

১২| ১০ ই জুলাই, ২০১৬ রাত ১:৪১

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: একজন কে নিজের উপকারে লাগাতে গেলে আগের তার উপকার করতে হয়।কাউকে আপনার জন্য কোমর পানিতে নামাতে গেলে আপনাকে তার জন্য আগে হাটু পানিতে নামতে হবে অথবা সে হাটু পানিতে নামার পর আপনাকে কোমর পানিতে নামতে হবে।১৯৯৫ থেকে রাজনীতি দেখছি।একটু কষ্ট করে ইতিহাস ঘাটিয়েন।ইগো কারা বেশি দেখাইছে জানতে পারবেন। তবে ইগোর চুড়ান্ত মাত্রা সম্ভবত মৃত্যুর পর সান্তনা দিতে গিয়ে অপমান হওয়া!

১০ ই জুলাই, ২০১৬ সকাল ৭:০৫

চাঁদগাজী বলেছেন:




আওয়ামী লীগ ও বিএনপি'র মাঝে ইগো সমস্যা নয়; সমস্যা ১৯৭৫ সালের হত্যাকান্ড।

১৩| ১০ ই জুলাই, ২০১৬ রাত ২:২২

নিনজা টার্টল বলেছেন: বাংগালিদের মধ্যে কার ইগো বেশি থাকে জানেন, যার হাতে পাওয়ার ক্ষমতা আর টাকা থাকে;সে হিসেবে কাকে হাটু পানিতে আর কাকে কোমর পানিতে নামতে হবে হিসেব করেন @মো: হাসানূর রহমান রিজভী

১৯৯৬ এর ইলেকসনে কেন্দ্রে বয় স্কাউট হিসেবে দায়িত্ব(হুদাই) পালন করেছিলাম =p~

১০ ই জুলাই, ২০১৬ সকাল ৭:০৭

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগ ক্রমেই এগুচ্ছিল, তারা বিএনপি বিরোধী দলে রাখবে।

১৪| ১০ ই জুলাই, ২০১৬ ভোর ৪:১৭

রাফা বলেছেন: হুমম...সন্ত্রাসীদের সাথে নিয়ে সন্ত্রাসের সমাধান বিএনপিই চাইতে পারে।বিএনপির জাতিয় ঐক্যের ডাকের অর্থ হলো তাদেরকে গুরুত্ব দেওয়া এবং দেশের দায়-দায়িত্ব তাদের হাতে অর্পন ।তাহোলেই তাদের ধারনা সব সমস্যার সমাধান হয়ে যাবে ম্যাজিক্যালি।

বিএনপি জামাতের সাথে সমঝোতা মানেই কি জাতিয় ঐক্য! বাঙ্গালী ভিন্ন দৃষ্টিকোন থেকে এখনও ভাবতেই শিখলোনা।

১০ ই জুলাই, ২০১৬ সকাল ৭:০১

চাঁদগাজী বলেছেন:




আওয়ামী লীগ পারলে জীবনেও ক্ষমতা ছাড়বে না, বাকী ঐক্য মৈক্য নিয়ে সমস্যা নেই।

১৫| ১০ ই জুলাই, ২০১৬ সকাল ৭:১৮

ডঃ এম এ আলী বলেছেন: জাতীয় ঐক্যের মডেল তো দেয়াই আছে !!!
বাকশাল ফিরিয়ে এনে জয়বাংলা স্লোগান
দিয়ে হুর হুর করে ঢুকে গেলেই হয়!!!
তখন যদি তাতে কাওকে গ্রহণ
করা না হয় তার বিচার
গণআদালতে করা
যেতে পারে!!!

১০ ই জুলাই, ২০১৬ সকাল ৭:৪৭

চাঁদগাজী বলেছেন:



আওয়ামীরা বাকশালকে বাঘের মতো ভয় পায়।

১৬| ১০ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৩৮

শুপ্ত বলেছেন: সালাম ও শুভেচ্ছা নিবেন। ঈদের শুভেচ্চা নিন। আসলে বিএনপির আদর্শের ঘাটতি আছে। তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য দল করে এটাই প্রতিয়মান হয়েছে। তারা দলের আদর্শ থেকে ও অনেক দূরে চলে গেছে। তাদের আর সহসা ক্ষমতায় ফিরা হবেনা। তাদের আন্দোলন নাম মাত্র বলা যায় আই ওয়াশ।

১৭| ১০ ই জুলাই, ২০১৬ সকাল ১০:১২

ঢাকাবাসী বলেছেন: বিম্পিকে এখন আর দল বলেই মনে হচ্ছেনা।

১০ ই জুলাই, ২০১৬ দুপুর ২:০৯

চাঁদগাজী বলেছেন:



বিএনপি'র কোন রাজনৈতিক এজেন্ডা নেই; তারা অপেক্ষা করছে যদি কো কারণে আওয়ামী লী ফেল করে; আওয়ামী লীগ ফেল করেছে; কিন্তু বিএনপি'র চোখে তা ধরা পড়েনি।

১৮| ১০ ই জুলাই, ২০১৬ সকাল ১১:১৮

ভাওয়াল০৫ বলেছেন: রাজনীতির মাঠে বিএনপির কোন অস্তিত্ব নাই ।বিএনপি নিজেদেরকে আলীগের যোগ্য রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে টিকে থাকতে ব্যর্থ হয়েছে ।এখন এই দলটাকে নিয়ে আলীগের না আছে কোন রাজনৈতিক শঙ্গা কিংবা তাদের শঙ্গ থেকে কিছু লাভের আশাটাও ফিকে ।এদের সাথে এক্য করারই কোন যৌক্তিকতা অবশিষ্ট নেই ।

আলীগ অবশ্য বিএনপির নেতাদের জন্য একটা পথ খোলা রেখেছে । "জয় বাংলা" বলো.... আওয়ামিলীগে যোগ দাও!

জঙ্গি সংকটে দুর করার জন্য বিএনপির থেকে জামাতের সাথে এক্য করা বেশি কার্যকর হবে ।

১০ ই জুলাই, ২০১৬ দুপুর ২:০৭

চাঁদগাজী বলেছেন:



আও্য়ামী লীগ বিএনপি'কে সামনে আসতে দিবে বলে মনে হয় না; বিএনপি এলে জামাতের ভুমিকা থাকবে, সেটা আওয়ামী লীগ চাচ্ছে না।

১৯| ১০ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৫১

শাওন সাফা বলেছেন: সন্ত্রাস আরো বেশী মাত্রায় যোগ হবে।মুলত তাদের সাথে কোন ঐক্য হতে পারে না।

১০ ই জুলাই, ২০১৬ দুপুর ২:০১

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগ ও বিএনপি'র মাঝে একবারই আলোচনা হয়েছিল ২০০৬ সালে সেক্রেটারী লেভেলে; তাও আলোচনার নামে সময় নস্ট করে, ২ পক্ষ বলেছিল যে, শেখ হাসিনা ও খালেদা জিয়া পদক্ষেপ নেবেন, যা সম্ভব হয়নি; তখন আওয়ামী লীগ ক্ষমতায় চিলো না; এখন লীগ ক্ষমতায় ও বিএনপি'র অবস্হান রাজনীতিতে নেই বললেই চলে।

এখন

২০| ১০ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৫৮

মোঃ মঈনুদ্দিন বলেছেন: জাতীয় ঐক্য সকলকে নিয়েই গড়তে হবে। কেউ যদি মনে করে এই দেশটা কারো একার বা কোন দলের একার সম্পত্তি তা হলে সেটা হবে আত্মঘাতী চিন্তাধারা। স্বাধীনতার এতগুলো বছর পরেও দেশের জন্য দশের জন্য একটিবারের জন্যও এই তথাকথিত লীগ বিএনপি একত্র হতে পারেনি। শুধুই দলবাজী আর গলাবাজী। দলিয় স্বার্থ ছাড়া এনারা কিছুই বুঝতে চান না। ভাবখানা এমন যে, দল থাকুক দেশ চুলোয় যাক। দেশের এই ক্রান্তি লগ্নে সর্বদলীয় ঐক্যের প্রয়োজন অবশ্যাম্ভাবী। এটা যত শীঘ্র হবে ততই আমাদের দেশের সার্বভৌমত্বের জন্য উপকারের হবে। আল্লাহ সবাইকে সুমতি দান করুক।

১০ ই জুলাই, ২০১৬ দুপুর ২:০৩

চাঁদগাজী বলেছেন:



এই ২ কোয়ালিশনের মাঝে আর কোন ব্যাপারে ঐক্য হওয়ার সম্ভাবনা নেই; এর পেছনে ঐতিহাসিক কারণ আছে।

২১| ১০ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

মোহাম্মদ গোফরান বলেছেন: এতো কথা বুঝিনা। একটি সমৃদ্ধ স্বনির্ভর সত্যিকারের ডিজিটাল বাংলাদেশ চাই। যে দেশে মানুষ মানুষকে ভালোবাসবে। রাজনৈতিক দলগুলো একে অপরকে সম্মান করবে। বাংলাদেশের মানুষের মতের উপর ভিত্তি করেই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে সরকার নির্বাচিত হবে। ফেয়ার ইলেকশন হবে। পাশ্ববর্তী রাষ্ট্র ভারত যদি গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার নির্বাচিত করতে পারে আমরা পারবোনা কেন? সমস্যা টা কোথায় খোঁজে বের করতে হবে। আস্তিক নাস্তিক দুই মতবাদের হলেও পরষ্পরের মধ্যে সুন্দর সম্পর্ক বজায় রাখতে হবে। সাংবাদিক ও টিভি চ্যনেল গুলো হলুদ হবে না। সত্য সংবাদ পরিবেশনের জন্য সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া হোক। বিচার বিভাগ কে ১০০ ভাগ স্বাধীনতা দেওয়া হোক। কোচিং সেন্টার করে ছাত্রছাত্রীদের ১০০% এটেন্ডেন্স বাধ্যতা মূলক করা হোক। বি এন পি লীগ থেকে দুর্নীতিবাজ দের বের করা হোক।

এই বলে আমি আমি আমার বক্তব্য শেষ করলাম।

জয় বাংলা ♥

১০ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

চাঁদগাজী বলেছেন:



বিএনপি থেকে দুর্নীতিবাজদের বের করলে, বিএনপি'তে ২ জন লোক থাকবেন: মির্জা ফখরুল ও ড: মঈন খান, উহা কি ধরণের পার্টি হবে?

বিএনপি'র সভাপতি আছেন ৩২ বছর পদের, আওয়ামী লীগের সভাপতি ৩৫ বছর, জাপার সভাপতি ৩০ বছর; গণতন্ত্র কিভাবে হবে?

এদের বাইরে পার্টি গঠন করতে হবে।

২২| ১১ ই জুলাই, ২০১৬ ভোর ৪:২৮

কালনী নদী বলেছেন: রাজনীতিতে এত যে বাড়াবাড়ি এসব কিছুর মূলে 'প্রপাগান্ডার' প্রভাব আছে।

১১ ই জুলাই, ২০১৬ ভোর ৬:২৮

চাঁদগাজী বলেছেন:



কোনভাবেই দেশে রাজনীতি নেই

২৩| ১২ ই জুলাই, ২০১৬ রাত ১২:৩৩

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: রাজনীতি আছে চর্চা নেই

১২ ই জুলাই, ২০১৬ রাত ১২:৪১

চাঁদগাজী বলেছেন:




বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বৃটিশের কলোনিয়েল সিস্টেম এ বিশ্বাসী মনে হচ্ছে।

২৪| ১৪ ই জুলাই, ২০১৬ সকাল ৯:১০

চাঁদগাজী বলেছেন: শেখ হাসিনার নেতৃত্বে ৮ বছর দেশ চালচ্ছে আওয়ামী লীগ সরকার; মানুষের উন্নয়ন করার জন্য যা যা করার দরকার, সরকারের একক সিদ্ধান্তানুয়ী সব ব্যবস্হা নেয়া হচ্ছে, পদক্ষেপ নেয়া হচ্ছে; ২০০৯ -২০১৪ সরকারে বিএনপি বিরোধীদলে ছিল; কিন্তু তারা পার্লামেন্টে যায়নি, মানুষের হয়ে তারা কিছু বলেনি। এবারের সরকারে, অর্ধেকের বেশী এমপি বিনা প্রতিদ্বন্দীতায় হওয়ায়, তাদেরকে নিজ এলাকার জনসাধারণের জন্য কোন এজেন্ডা নিয়ে ভোট করতে হয়নি; বাকী যেসব এলাকায় ভোট হয়েছে, সেগুলোতেও ভোটারদের খুব একটা গুরুত্ব দেয়নি প্রতিনিধিরা। এবারের সরকারে কোনটা বিরোধী দল বুঝা মুশকিল; তবে, বিরোধীদলের নেত্রী আছেন একজন, এতটুকু জাতি জানেন।

জাতির জীবনে ৮ বছর খুবই লম্বা সময়; জাতিকে কোন বিষয়ে সম্পৃক্ত না করে এত লম্বা সময় দেশ চালানো মোটেই সঠিক কিছু নয়।

২৫| ১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৬

চাঁদগাজী বলেছেন: লশানের ৫ মানসিক-রোগী-সন্ত্রাসী মৃত্যুর আগে, জীবিত জিম্মিদের বলে গেছে, "বেহেশতে দেখা হবে"; ওদের হত্যার নীল-নকসা ওরা ঠিক মতো কার্যকরী করে গেছে; ওদের মৃত্যুর দিনটি ও সময় তারা হিসেব করে বের করতে পেরেছে টিক মতো; তাদের পদক্ষেপের সুক্ষতা দেখলে মনে হয়, বেহেশতের ব্যাপারটা হয়তো ভুল নয়; জীবিত-জিম্মিদের মাঝে কারো মৃত্যু হলে, এবং উনি যদি বেহেশত অবধি পৌঁছতে পারেন, এবং সেখানে যদি এই ৫ মগজহীনকে দেখতে পান, তাহ'লে বুঝে হবে যে, এই ৫ জন কিন্তু দেওয়ানবাগী ফেওয়ানবাগী থেকেও জিনিয়াস।

ওরা অবশ্যই ৭টি জাপানী ও ১১টি ইতালীয় পরিবারকে শোক সাগরে ভাসিয়েছে; এই মানুষগুলো প্রতয়ক্ষভাবে বাংলাদেশকে সাহায্য করছিলেন; ধর্মীয় সা

২৬| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ৮:০১

প্রািন্ত বলেছেন: প্রতি মাসে কত দেয় আওয়ামীলীগ? কেন তাদের দোষ আপনাদের চোখে পড়ে না? আচ্ছা, বুকে হাত দিয়ে বলুন- খালেদা জিয়া যদি ৫% ভোট নিয়ে ক্ষমতা ধরে রাখতেন তাহলে আপনারা কি লিখতেন? আসলে আপনাদের স্বকীয়তা বলতে কোন জিনিস নেই। আমার একজন ছোট ভাই যুক্তিতর্কে হেরে গিয়ে বলে ছিল- “আমি আওয়ামীলীগ করি। শেখ হাসিনা যদি বলে কাল সূর্য পশ্চিম দিকে উদয় হয়ে পূর্ব দিকে অস্ত যাবে, তাহলে আমি তাই”। চাঁদগাজীও কি তাই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.