নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ফ্রান্সে ট্রাক-চাপা দিয়ে ৭৭ জনকে হত্যা ও ১১০ জনকে আহত করেছে সন্ত্রাসী

১৫ ই জুলাই, ২০১৬ ভোর ৫:৫০



ফ্রান্সের মানুষ বাস্তিল দিবস পালন করেছে আজ; ফায়ার-ওয়ার্ক দেখতে আসা মানুষদের উপর দিয়ে ট্রাক চালিয়ে দেয় এক সন্ত্রাসী, এতে ৭৭ জন নিহত হয়েছে ও ১১০ জনের মতো আহত হয়েছে; ফ্রান্সের পুলিশ মনে করছে, এটা টেরোরিস্ট আক্রমন।

আক্রমণকারী নিহত হয়েছে পুলিশের গুলিতে; তবে, এখনো পরিচয় প্রকাশ করা হয়নি; ইতিমধ্যেই মানুষজন অনুমান করছে আরব মুসলিমদের কাজ হতে পারে।

ইউরোপের মাঝে, ২য় বিশ্বযুদ্ধের পর থেকেই ফ্রান্সের মানুষ আরবদের প্রতি সহানুভুতি দেখায়ে আসছে; আলজিরিয়ার স্বাধীনতা যুদ্ধে মানুষ সরকারের বিরুদ্ধে অবস্হান নেয়, যার ফলে আলজিরিয়ার স্বাধীনতাযুদ্ধে মানব জীবনের ভয়ংকর ক্ষতি সাধিত হয়নি।

ফ্রান্স আলজিরিয়া ব্যতিত অন্য আরবদেরও সাহায্য করেছে সব সময়ে; এরা প্যালেসটাইনীদের সবচেয়ে বড় সাপোর্টার ছিল জাতি সংঘে ও সাহায্যের দিক থেকে। এখনো প্যালেস্টাইনে ফ্রান্সের ভলনটিয়ার ডাক্তার ও শিক্ষকেরা কাজ করছে।

দু:খের বিষয়, মনে হচ্ছে, ফ্রান্সের জনসাধারণ আগামী ভোটেই হয়তো আরবদের বহিস্কার দাবী করবে।

মন্তব্য ৩৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৬ ভোর ৬:১৮

ডঃ এম এ আলী বলেছেন: খুবই মর্মান্তিক ঘটনা ।
Late night news
As per Daily Telegraph ( 15July)
12:21AM

Truck loaded with arms and grenades
Christian Estrosi, president of the region, says the truck in Nice was loaded with arms and grenades.
12:19AM
No claim of responsibility yet
SITE Intel Group is saying no group has yet claimed the attack but pro-Isil groups are celebrating.

১৫ ই জুলাই, ২০১৬ ভোর ৬:২৩

চাঁদগাজী বলেছেন:





মগজহীন এক প্রজন্মের সৃস্টি হয়েছে; এরা পুরো বিশ্বে অশান্তি নিয়ে আসছে

২| ১৫ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৩০

ডঃ এম এ আলী বলেছেন: এরা আমাদের অনেক উচ্চ শিক্ষিত মগজ ওয়ালাদের মগজকেও এ সমস্ত কজে আরো উর্বরতা প্রচন্ড গতীতে ।

১৫ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৪১

চাঁদগাজী বলেছেন:




বাংলাদেশে শিবির মিবির শিক্ষিত নয়, আগাছা; বইপত্র মুখস্হ করে এরা শিক্ষিত মিক্ষিতের সার্টিফিকেট যোগাড় করছে; কিন্তু ওদের রক্তের মাঝে জল্লাদের বসবাস।

৩| ১৫ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৩৫

প্রণব দেবনাথ বলেছেন: মর্মান্তিক ঘটনা।

১৫ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:



ইউরোপ মুসলিমদের ত্রাণকারী হিসেবে কাজ করেছে ২য় বিশ্বযুদ্ধের পর থেকে; কিন্তু মগজ হীনদের সাহায্য করার মুল্য দিচ্ছে ইউরোপ এখন।

৪| ১৫ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৪৩

প্রণব দেবনাথ বলেছেন: দাদা ফেসবুকে কি নামে আছেন?

১৫ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:




স্যরি, ফেসবুক একাউন্ট নেই; ইতিমধ্যে, আমার সামুর নিক নিয়ে নাকি কে একজন একটা খুলে খারাপ কথা ইত্যাদি বলে বেড়াচ্ছে; আমি খবর নিইনি।

৫| ১৫ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৫০

প্রণব দেবনাথ বলেছেন: সামু কি এক ই নিক নেম অফ করতে পারেনা?

১৫ ই জুলাই, ২০১৬ সকাল ৭:০৪

চাঁদগাজী বলেছেন:




স্যরি, ঘটনা সেটা নয়; ফেসবুকে 'চাঁদগাজী' নাম দিয়ে কেহ একজন একাউন্ট খুলেছে; কিছু লোক আমাকে অপছন্দ করে, এটা তাদের খারাপ কর্ম, মনে হয়।

৬| ১৫ ই জুলাই, ২০১৬ সকাল ৭:০৮

প্রণব দেবনাথ বলেছেন: নিন আপনার নিক FB https://www.facebook.com/Chandgazi420?ref=br_rs

১৫ ই জুলাই, ২০১৬ সকাল ৭:১২

চাঁদগাজী বলেছেন:




কিছু ব্লগার আমাকে সহ্য করতে পারে না; সেটা ওকে; কিন্তু এত নীচু মানের আগাছা কি করে জন্ম নিচ্ছে বাংলার মাটিতে?

৭| ১৫ ই জুলাই, ২০১৬ সকাল ৭:০৯

প্রণব দেবনাথ বলেছেন: https://www.facebook.com/Chandgazi420

৮| ১৫ ই জুলাই, ২০১৬ সকাল ৯:০৯

মাহিরাহি বলেছেন: কাস্মীরের উপর আপনার লেখা আশা করছি, গতি কয়দিনে ওখানে ৩০ জনের মত মারা গেল।
মৃত কাস্মীরীদের আপনার কাছে কি মনে হয়, সন্ত্রাসী না মুক্তিকামী!

১৫ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৩২

চাঁদগাজী বলেছেন:


কাশ্মিরীরা বিভিন্নভাবে চেস্টা করেছে স্বাধীনতা পেতে; কাশ্মিরীদের ভাগ্য খারাপ যে পাকিস্তান তাতে যুক্ত হয়েছে ১ম দিন থেকে; ভারত পাকিস্তানের খারাপ সম্পর্কের মুল্য দিচ্ছে কাশ্মীরের মানুষ; স্বাধীনতা দেয়া মানে পাকিস্তানের কাছে পরাজিত হওয়া, এ ধরণের মনোভাব ভারতের; ফলে, সবকইছু কঠিন হয়ে গেছে।

শিখদের অবস্হা দেখেছেন, আসামের অবস্হা দেখেছেন; সেদিক থেকে বলা যায় যে, ভারত কাশ্মীরকে স্বাধীনতা দেবে না। তবে, কাশ্মীর প্রথমে পাকিস্তানের সাথে সম্পর্ক বাদ দিলে, ভারতের অবস্হান কিছুটা বদলাতে পারে, আমার ধারণা

৯| ১৫ ই জুলাই, ২০১৬ সকাল ৯:১১

এডওয়ার্ড মায়া বলেছেন: এ হামলায় এখনো কেউ দায় স্বীকার করে নাই !!

১৫ ই জুলাই, ২০১৬ সকাল ৯:২০

চাঁদগাজী বলেছেন:



আচ্ছা।
তবে, এ কাজ শুধু ১ জনের পক্ষেও সম্ভব।

১০| ১৫ ই জুলাই, ২০১৬ সকাল ১১:০৭

মোঃ মঈনুদ্দিন বলেছেন: সমগ্র বিশ্বে চলমান সব হত্যাকান্ড, ধ্বংসযজ্ঞ প্রমাণ করে আমরা দিন দিন মানসিক ভারসাম্য হারিয়ে উম্মাদ, ম্যানিয়াকে পরিণত হয়ে যাচ্ছি।আপাত দৃষ্টিতে এসবের যে সমাধান বা প্রতিকার পদ্ধতি দেখছি মূলত এটাই হচ্ছে তার উত্থানের মূল কারণ।
সন্ত্রাসবাদ জঙ্গিবাদ ধ্বংস হোক।

১৫ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

চাঁদগাজী বলেছেন:



ইসলাম ধর্মের রূপান্তর ও ক্যাপিটেলিজমের সৃস্ট সমস্যায় বিশ্বের শান্তি ও স্বাভাবিক জীবন বিপন্ন; মানুষকে ইহার সমাধান খুঁজে বের করতে হবে।

১১| ১৫ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

কল্লোল পথিক বলেছেন:




মর্মান্তিক অবস্থা!

১৫ ই জুলাই, ২০১৬ রাত ৮:০৪

চাঁদগাজী বলেছেন:




ইউরোপ অশান্ত হয়ে উঠবে।

১২| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ৮:২৯

চিন্তিত নিরন্তর বলেছেন: যেভাবে এগোচ্ছে, গতি রোধ না করা গেলে সারা পৃথিবীতে গৃহ যুদ্ধ শুরু হবে।

বুঝলাম না, ফ্রান্স মুসলিমদের বিরুদ্ধে পজেটিভ বলেই কি তাদের এই অবস্থা হল। যারা করছে তারা আদৌ কোন মানুষের পর্যায়ে পরে কিনা।

১৫ ই জুলাই, ২০১৬ রাত ৯:২৯

চাঁদগাজী বলেছেন:




মুসলমানেরা যেই প্লেটে খায়, সেটাতে লাথি মারে; শাস্তি হবে।

১৩| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১২:০৬

মাহিরাহি বলেছেন: আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধ (ইংরেজি: Algerian War of Independence) ছিল ফ্রান্সের শাসনের বিরুদ্ধে আলজেরিয়ার স্বাধীনতার লড়াই । ১৯৫৪ থেকে ১৯৬২ পর্যন্ত এই যুদ্ধ চলে। ১৯৬২ সালের জুলাই মাসে ফ্রান্সের ঔপনিবেশিল শাসনের অবসান ঘটিয়ে স্বাধীন দেশ হিসেবে আলজেরিয়ার অভ্যুদয় হয়। আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধ ছিল কোন ইউরোপীয় শক্তি ও তার উপনিবেশের মধ্যে সংঘটিত দীর্ঘতম যুদ্ধ।
যুদ্ধে ৯০ লক্ষ আলজেরীয় অধিবাসীর প্রায় ৫ লক্ষ নিহত হন।

১৬ ই জুলাই, ২০১৬ রাত ২:১২

চাঁদগাজী বলেছেন:


আলজেরিয়ান যুদ্ধে সাড়ে ৩ লাখের মত মানুষ মারা যায়, বেশীর ভাগই সৈনিক; ১ লাখের বেশী আলজেরিয়ান মারা যায় আলজেরিয়ানদের হাতে, কারণ তারা ফরাসীদের সাহায্য করেছিল। অাবার গণনায় কিছু ভুল ছিলো, কারণ অনেকে না জানিয়ে ফ্রান্সে পালিয়ে গিয়েছিল।

যাক, ফ্রান্সের বেশীর ভাগ মানুষ আলজিরিয়ার স্বাধীনতার পক্ষে ছিল।

১৪| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ২:৪০

আহম কামাল বলেছেন: কি অপরাধ ওই নিরীহ মানুষদের- যাদের ওপর ট্রাক উঠিয়ে দেয়া হোলো !
---এ সব শুধুই হত্যাকাণ্ড, নৃশংস ও নির্মমতা। নিন্দা, প্রতিবাদ জানাবার ভাষা কই !!




এ ঘটনার মাধ্যমে, হুমু এরশাদের স্বৈরাচারী শাসন আমলকে স্মরন করিয়ে দিলো।

১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৪

চাঁদগাজী বলেছেন:



ফ্রান্স ও ইউরোপ ক্রমেই আরবদের সাহায্য করার জন্য চেস্টা করে যাচ্ছিল

১৫| ১৬ ই জুলাই, ২০১৬ ভোর ৬:১৬

সচেতনহ্যাপী বলেছেন: হ্যাঁ হত্যাকারীর পরিচয় ফ্রান্সের নাগরিক কিন্তু তিউনেশিয়ান।। নিহতের সংখ্যা ৮০ ছাড়িয়ে গেছে।। বিশ্বজুড়ে বিশেষ করে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ডেকে আনারই সর্বশেষ ফলাফল।। রাজনীতির খেলার মাঠে প্রান হারাচ্ছে নীরিহ জনগন।। রেহাই পাচ্ছে না পশ্চিমা জনগনও।।
তুরষ্কেও কত রক্ত ঝড়ে দেখুন।। শিকারী কিন্তু নিজেই শিকার হয়ে যায় অনেক সময়।।

১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৪১

চাঁদগাজী বলেছেন:



বিশ্বে প্রতিদিন পরিবর্তন আসছে, ফ্রান্সের মানুষ কারো বিপক্ষে অপরাধ করেনি; আজ আরবেরা যতটুকু সামনে গেছে এতে ফরাসীদের অবদান আছে।

১৬| ১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১৮

খায়রুল আহসান বলেছেন: ২য় বিশ্বযুদ্ধের পর থেকেই ফ্রান্সের মানুষ আরবদের প্রতি সহানুভুতি দেখায়ে আসছে - আসলেই কি?

১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৪২

চাঁদগাজী বলেছেন:




আরবদের শিক্ষা ও টেকনোলোজীর পেছেন ফ্রান্স ও আমেরিকা; আরবেরা নিজের শিক্ষাকে অন্য গোত্রের বিপক্ষে ব্যবহার করে।

১৭| ১৭ ই জুলাই, ২০১৬ রাত ২:২৭

সচেতনহ্যাপী বলেছেন: তাহলে প্রাচীন গ্রীক, রোমান সভ্যতার সাথে মিশরীয় সভতাকেও অস্বীকার করা চলে না।। চ্যালেঞ্জ করছি প্রমান করতে পারবেন যে, ফ্রান্সের মানুষ কারো বিপক্ষে অপরাধ করেনি??? জনগন না হলেও তাদের মনোনিত সরকার??

১৭ ই জুলাই, ২০১৬ সকাল ৮:০৫

চাঁদগাজী বলেছেন:



ফ্রান্সের কলোনী ছিল আফ্রিকার অনেক দেশ; অনেক কিছু ঘটেছে; কিন্তু ফ্রান্সের মানুষ, সরকারের এসব নীতির বিপক্ষে কথা বলেছে; সাধারণ মানুষ চায়নি যে, ফ্রান্স আফ্রিাকাে কলোনী করে রাখুক।

১৮| ১৭ ই জুলাই, ২০১৬ রাত ২:৫৪

কলাবাগান১ বলেছেন: উপরে দেখলাম কবি সাহেব ফ্রান্স কে নিয়ে বলছেন কিন্তু এতগুলি লোক মারা গেলো তা নিয়ে কোন মন্তব্য নাই। উনারা যে মনে মনে খুশী তা মন্তব্যের ধরন দেখলেই বুঝা যায়....আলজেরিয়ায় কি হয়েছিল তার জন্য এখন হামলা কি জায়েজ..তাহলে তো এখন কি ব্রিটেনে গিয়ে হামলা করতে হবে কেন না তারা আমাদের শাসক ছিলেন

১৭ ই জুলাই, ২০১৬ সকাল ৮:০৭

চাঁদগাজী বলেছেন:



আলজিরিয়ায় 'রাজাকার' থাকায়, আলজিরিয়ার অনেক ক্ষতি হয়েছিল; কিন্তু কলোনী তাদের সাহায্যও করেছে।

১৯| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১:১৩

চাঁদগাজী বলেছেন:



শেখ সাহেবের ৬ দফায় বাংলী জাতির সবার স্বার্থ ছিল, "সোনার বাংলা"; বাংগালীরা ভেবেছিলেন, শেখ সাহেব সোনার নৌকা পাবেন, শিল্পপতি একে খান সোনার মুদ্রা গুণবেন, চাষীরা সোনালী ধান ও সোনালী আঁশ ঘরে তুলবেন, শ্রমিকেরা সোনালী আঁশ থেকে সোনালী গালিচা বুনবেন; সবার স্বার্থ ছিল ৬ দফায়; তাই জাতীয় ঐক্য গড়ে উঠেছিল। যদিও শেষে ৬ দফার কোন রফা হয়নি, কিংবা মুলা হয়ে গিয়েছিল!

আগামী কাল, মায়ানমার যদি কক্সবাজার আক্রমণ করে, কেহ জাতীয় ঐক্যের ডাক দিতে হবে না; জাতীয় ঐক্য হয়ে যাবে, সবার সন্মিলিত স্বার্থ, দেশের মাটি রক্ষা। ১ সপ্তাহ পরে, যখন মগেরা পরাজিত হয়ে নাফ নদীর পুর্ব তীরে পলায়ন করবে, আর আমরা হঠাৎ করে দর্শকে পরিণত হবো, এবং দেখবো সরকার বলছে, " সরকার মগদের পরাজিত করেছে, সীমান্ত জয় করেছে, সমুদ্র জয় করেছে", তখন জাতীয় ঐক্য বাস্পীভুত হয়ে যাবে।

ব্লগার মারছে, প্রফেসর মারছে, পুরোহিত মারছে, জাতীয় ঐক্যের কথা কেহ বলেনি, জাতীয় ঐক্যার কথা কেহ বলেনি; এখন ৫ জন যখন ঢাকাকে ভয় লাগায়ে দি

২০| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১:৩২

গরল বলেছেন: এই হামলার সাথে আই এস আই এস এর কোন যোগাযোগ আছে বলে আমার মনে হয় না। হামলাকারী তিউনিসিয়ান আর ফ্রান্স আলজেরিয়া ও তিউনিসিয়ায় দখলদারীত্বের সময় যে নৃসংশতা ও বর্বরতা চালায় তার প্রতিশোধ হিসাবেও এই হামলা হয়ে থাকতে পারে। স্বাভাবিক ভাবেই ফ্রান্স তার সেই অপকর্ম ঢাকার জন্য এটাকে আই এস আই এস এর কাজ বলে প্রচার করবে এবং আই এস আই এস ও নিজেদের প্রচারের জন্য এটাকে সমর্থন করে যাবে। ফ্রান্সের সে বর্বরতার কিছু নমুনা আছে নিচের লিংক এ।

Brutality of French Algerian WAR

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.