![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
আনুমানিক ২ পুর্বে তুরস্কের মিলিটারী দেশে সামরিক আইন ঘোষনা করেছে; মনে হয়, তারা টেলেভিশন কেন্দ্রগুলো দখল করে নিয়েছে; এখন প্রচারণা বন্ধ।
প্রসেডেন্ট মানুষকে রাস্তায় নেমে এসে মিলিটারীকে প্রতিরোধ করার ডাক দিয়েছে; রাস্তায় অনেক মানুষ; স্হানে স্হানে মানুষ মিলিটারী গাড়ীর সামনে অবস্হান নিয়েছে। আকাশে জংগী বিমান উড়ছে; রাজধানীতে গোলাগুলির শব্দ পাওয়া গেছে; কিন্তু কোথায় গোালাগুলি হয়েছে কেহ বলতে পারছে না।
এয়ারপোর্ট থেকে কোন যাত্রীবাহী বিমান উড়ছে না।
পার্লামেন্ট ভবনে কিছু এমপি আশ্রয় নিয়েছে। এক জায়গায় দেখা যাচ্ছে, কিছু পুলিশ কয়েকজন সৈনিককে ঘরাও করে রেখেছে।
আপনারা কিছু জানলে লিখুন।
১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:০৪
চাঁদগাজী বলেছেন:
ক্যু সফল হয়নি, ১০০০ মানুষ আহত।
সরকারী মতে মাত্র ২০ জন সৈনিক নিহত; মনে হচ্ছে অনেক বেশী সৈনিক নিহত হয়েছে।
২| ১৬ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৩১
Md. shariful Islam বলেছেন: Mr Erdogan attempted to sweep out Assad from throne, no he himself is about to cut off. He he he
১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:০৮
চাঁদগাজী বলেছেন:
আসাদ পরিবার সিরিয়াকে ধ্বংস করেছে।
৩| ১৬ ই জুলাই, ২০১৬ সকাল ৯:০৬
ডঃ এম এ আলী বলেছেন: নিউ ইয়র্ক টাইমসের লেটেসট নিউজ
Faction Leaders Will ‘Pay a Heavy Price,’ Erdogan Declares
By TIM ARANGO and CEYLAN YEGINSU 23 minutes ago
President Recep Tayyip Erdogan made a dramatic public appearance early Saturday after his supporters flooded the streets of Turkey’s largest city.
As the president spoke, there were reports that some of the military plot’s leaders had been arrested
৪| ১৬ ই জুলাই, ২০১৬ সকাল ৯:০৮
নিরাপদ দেশ চাই বলেছেন: এর নাম সুশাশন। প্রেসিডেন্টের এক ডাকে রাস্তায় নেমে এসেছে জনতা। ট্যাংকের সামনে বুক পেতে দিচ্ছে।
১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:০৬
চাঁদগাজী বলেছেন:
সরকারের জনপ্রিয়তা প্রমাণিত হয়েছে।
৫| ১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৫৮
খায়রুল আহসান বলেছেন: পরিস্থিতি এখনো খুব একটা পরিস্কার হয়নি। অভ্যুল্থান এক ধাক্কায় সফল না হলে সাধারণতঃ আর সফল হয়ে উঠেনা। ব্যর্থ সামরিক
অভ্যুল্থানের কেবল একটাই পরিণতি।
তুর্কী অভ্যুল্থানকারীরা তাদের হোমওয়ার্ক খুব ভালোভাবে করেছিলো বলে মনে হচ্ছেনা।
১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:০৬
চাঁদগাজী বলেছেন:
মিলিটারী বিভক্ত হয়ে গিয়েছিল। দেশ এখন থেকে স্হিতিশীলতা হারাবে।
৬| ১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৬
ডঃ এম এ আলী বলেছেন: অনেকের জন্য শিক্ষনীয় হবে যে এ রাস্তায় সহজে ক্ষমতায় যাওয়া যাবেনা । বেডিওটিভি দখল করে আমি বলছি বললেই অআর কাজ হবেনা এখন সোসাল মিডিয়া অনেক শক্তিশালী চোখের পলকে জনতার প্রতিরোধের ডল নেমে যেতে পারে সামরিক সৈরাচার ঠেকানোর জন্য যেমনটি এরোদগান করেছেন , যদিও এই মিডিয়া প্রথম দিকে তাকে কিছু কাবু করেছিল পরে তিনি ফেসবুকে সামাল দিয়েছেন ; ডেইলী টেলিগ্রাফের একটি আপডেটে তাই দেখা যায় :
Erdogan's increasingly authoritarian rule has seen social media accounts and posts critical of him taken down. But during the botched coup he used Facebook to address his people.
অন্যের স্থিতিশীলতা নিয়ে টানাটানি করলে নীজের ঘরে তো কিছুটা লাগতেই পারে , এটাও সকলের জন্য একটি শিক্ষনীয় বিষয় ।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৬ সকাল ৮:২৭
ডঃ এম এ আলী বলেছেন: Coup attempt by Turkish military against Erdogan
17 police 'killed by military helicopter in Ankara'
At least two civilians killed in Istanbul protests
All flights in and out of Turkey suspended
Low flying jets and gunfire heard in Turkish capital
Both of Istanbul's bridges across the Bosphorus closed
Istanbul's main airport back under government control
Soldiers have taken control of Istanbul's main Ataturk airport on Saturday.
The state-run Anadolu news agency said operations at the airport were back to normal and that flights would begin again at 6.00 am (3am GMT).
The move comes after Erdogan landed there and greeted supporter