নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

রিপাবলিকান কনভেনশন, ট্রাম্পের ছেলের বক্তব্য ছিল প্রেসিডেন্টের মতো

২১ শে জুলাই, ২০১৬ সকাল ৮:১৩



ওয়াইহো রাজ্যের ক্লীবল্যান্ড শহরে রিপাবলিকানদের কনভেনশন চলছে, শুরু হয়েছে গত সোমবার, আগামীকাল বৃহস্পতিবারে শেষ হবে; কনভেনশনের মুল উদ্দেশ্য দলের প্রেসিডেনসিয়াল ক্যান্ডিডেট ও ভাইস প্রেসিডেনসয়াল ক্যানডিডেট ঘোষণা করা; সেটা সঠিক মতো হয়ে গেছে; ট্রাম্প বিনা সমস্যায় নমিনেশন পেয়েছে ও ইন্ডিয়ানা রাজ্যের গভর্ণর মাইক পেন্সকে নিজের ভাইস প্রসিডেন্টের পদে নিয়োগ দিয়েছে।

অনেক বিখ্যাত রিপাবলিকানরা কনভেনশনে অংশ নেয়নি; এদের মধ্যে অন্যতম হচ্ছে বুশ পরিবার, ২০০৮ সালের ক্যানডিডেট সিনেটর ম্যাককেইন, ওহাইও রাজ্যের গভর্ণর কেইসি। ট্রাম্পের সাথে প্রাইমারীতে অংশ নেয়া ১৭ জন সিনেটর ও গভর্ণরদের অনেকেই কনভেনশনে না আসার পক্ষে ছিলেন; শেষ পর্যন্ত অনেকেই এসেছেন, মাত্র ২/৩ জন আসেননি; সবার অভিযোগ, ট্রাম্প প্রাইমারী বিজয়ের জন্য সবাইকে ব্যক্তিগত আক্রমণ করেছে।

ট্রাম্প সবাইকে ব্যক্তিগত আক্রমণ করেছে, সন্দেহ নেই; কিন্ত উনারা কেহ কিন্তু বসেছিলেন না; সবাই নিজ নিজ টেকনিক প্রয়োগ করে ট্রাম্পকে আক্রমণ করেছিল; কিন্তু সবাই একে একে ব্যর্থ হয়েছে। এবারের প্রাইমারীতে রাজননীতিবিদদের সাথে অরাজনৈতিক ব্যক্তিত্ব ট্রাম্পের কথা কাটাকাটি, তর্ক ইত্যাদি শুঢুমাত্র রাজনীতির গন্ডিতে সীমাবদ্ধ ছিলো না, মুলত: ব্যক্তিগত পর্যায়ে চলে গিয়েছিল; অনেকটা আও্য়ামী ও বিএনপি'র মতো; এবং এটার দরকার ছিলো; কারণ, এরা অনেকেই মুল আমেরিকানদের কথা ভুলে, এক ধরণের রাজতন্ত্র গড়ে তুলেছে ওয়াশিংটনে; ট্রাম্প তাদের বলয় ভাংতে চেয়েছিল।

শুক্রবার থেকে বুঝা যাবে ট্রাম্পের অবস্হান; বর্তমানে, জনমত জরীপে সে হিলারীর সাথে একই লেভেলে আছে। আবার আগামী সপ্তাহে ডেমোক্রেটদের কনভেনশন; সেটা হবে বেশ ঐক্যবদ্ধভাবে। ডেমোক্রেটদের রাজনৈতিক ইতিহাসে হিলারী হবেন সবচেয়ে দুর্বল প্রার্থী; এবং তাকে লড়তে হবে এক অরাজনীতিবিদ প্রার্থীর সাথে; ফলে, হিলারীসম্পর্কে ভালো কিছু প্রেডিক্ট করা মুশকিল।

কনভেনশনে অনেক সুন্দরভাবে নিজের ভানাসমুহকে তুলে ধরেছে ট্রাম্পের ছেলে, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র; সে শিক্ষা ও দরিদ্র আমেরিকানদের বিষয়টা সঠিকভাবে তুলে ধরে, এগুলোর সমাধান নিয়ে আলাপ করেছে; আমেরিকা পছন্দ করেছে, সবাই বলেছে যে, সে ওবামার অনুসারী।

মন্তব্য ২৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৩৫

ডঃ এম এ আলী বলেছেন: চমৎকার বিশ্লেষণ , ভাল লাগল বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এর বক্তব্য , সে মনে হয় আমেরিকানদের চাওয়াটাকে সঠিকভাবে অনুধাবন করতে পেরেছে ।
ধন্যবাদ ।

২১ শে জুলাই, ২০১৬ সকাল ৯:০১

চাঁদগাজী বলেছেন:



ছেলের বক্তব্যে আমেরিকার বড় ২টি সমস্যার সমাধান সবার দৃস্টি কেড়েছে/

২| ২১ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৪৫

হাকিম৩ বলেছেন: ভালো বিশ্লেষণ দিয়েছেন । ধন্যবাদ ।

২১ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৫৯

চাঁদগাজী বলেছেন:



বাংগালীরা সন্ত্রাস নিয়ে সমস্যায় আছেন, কনভেনশন শেষ হয়ে গেলো প্রায়।

৩| ২১ শে জুলাই, ২০১৬ সকাল ৯:০৫

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতি উত্তরের জন্য । হিলারীর পেরে উঠা কঠিন হবে ।

২১ শে জুলাই, ২০১৬ সকাল ৯:১২

চাঁদগাজী বলেছেন:



ডেমোক্রেটরা ও প্রেসিডেন্ট ক্লিনটন ভয়ংকর ভুল করেছেন।

৪| ২১ শে জুলাই, ২০১৬ সকাল ৯:১৩

ব্লগ সার্চম্যান বলেছেন: হিলারীর সম্ভবত কিছুটা কষ্ট হতে পারে ।

২১ শে জুলাই, ২০১৬ সকাল ৯:১৯

চাঁদগাজী বলেছেন:



ট্রাম্প যেভাবে ১৭ জন সিনেটর ও গভর্ণরকে বাতাসে মিশায়ে দিয়েছে, হিলারীর অবস্হা ওই রকমই হওয়ার কথা ছিল; কিন্তু সম্প্রতি ট্রাম্প কিছু বড় বড় ভুল করেছে।

৫| ২১ শে জুলাই, ২০১৬ সকাল ১১:১২

দেবজ্যোতিকাজল বলেছেন: X((

২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৮

চাঁদগাজী বলেছেন:




ট্রাম্প ক্রমেই সামনে আসছে, তৈরি হোন

৬| ২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০৮

বিশাল মুজিব বলেছেন: Vai ami amr ager ekta blog haria pelace..oi bolg Je email id dia open korce sei email id bula ges. Ekn ki kore ami amr ager bolgta fire pabo ekto help korben ki plz?

২১ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

চাঁদগাজী বলেছেন:




আপনার 'নিক' ও কিছু পরিচিত দিয়ে সামুকে ইমেইল করুন; সামু ঠিক করে দেবে।

৭| ২১ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১২

গেম চেঞ্জার বলেছেন: ডোনাল্ড ট্রাম্প এর সাথে আপনার মিল পাই কেন জানি। :-/

২১ শে জুলাই, ২০১৬ রাত ৮:৪৬

চাঁদগাজী বলেছেন:




কারণ, আমিও রাজনীতি করিনি কোনদিন।

৮| ২১ শে জুলাই, ২০১৬ রাত ৮:০৭

বিশাল মুজিব বলেছেন: Onk email korlam but kono reply dey nai. akn ki korbo r ki kore email korbo ekto bolben। apnara mobail number ta ekto diben ki plz

২১ শে জুলাই, ২০১৬ রাত ৮:৪৫

চাঁদগাজী বলেছেন:




অপেক্ষা করেন, প্রতিদিন ১ বার করে ই-মেইল করবেন।

৯| ২২ শে জুলাই, ২০১৬ রাত ২:৫৬

সচেতনহ্যাপী বলেছেন: আমার বক্তব্য কিন্তু প্রথম থেকেই ট্রাম্পের পক্ষে।। কারন প্রভুত্ব।। ট্রাম্প যাই বলুক না কেন, "মাষ্টারপিস" থেকে সরে সরে আসে নি।।

২২ শে জুলাই, ২০১৬ রাত ৩:০৪

চাঁদগাজী বলেছেন:




বিশ্ব ও আমেরিকার জন্য এক কঠিন সময় এখন; বিশ্বের অনেক দেশে, ও আমেরিকায় কম দক্ষ সরকার আসছে।

১০| ২২ শে জুলাই, ২০১৬ রাত ৩:১৭

সচেতনহ্যাপী বলেছেন: আপনার এই পর্যবেক্ষন ভাল লাগে বলে, সুপার গ্লুর মত এটে আছি।।

২২ শে জুলাই, ২০১৬ ভোর ৫:১৮

চাঁদগাজী বলেছেন:




এটাই আমাদের সময়, এটাই আমাদের বিশ্ব

১১| ২২ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৫২

ঠ্যঠা মফিজ বলেছেন: সারা বিশ্বের রাজনীতি মনে হচ্ছে একই চর্কিতে ঘুরছে চাঁদগাজী ভাই ।

২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:২৮

চাঁদগাজী বলেছেন:



বিশ্বে জনসংখ্যা বাড়ছে বড় গতিতে, ইউরোপ নতুন কিছু করতে পারছে না, আমেরিকাও অন্যদের দোষ নিয়ে ব্যস্ত; অনেক দেশে সুযোগ সন্ধানীরা সরকারে ঢুকে পড়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.