![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
আও্য়ামী লীগের সেক্রেটারী সাহেব হঠাৎ করে মহাগুণী ব্যক্তিতে পরিণত হয়েছেন, মনে হচ্ছে; এ সপ্তাহে ২য় বার তিনি একটি বাক্য উচ্চারণ করলেন, "বাংগালী যেমনি বীরের জাতি, তেমনি বেইমানের জাতি"; মনে হয়, বাক্যটি উনার আবিস্কার, এবং উনার খুব পছন্দ হয়েছে; তবে, দেশের ক্ষমতাসীন দলের সেক্রেটারী ও সরকারের মন্ত্রী হয়ে, জাতিকে এসব বলা ঠিক হচ্ছে না। দেশের মন্ত্রী হিসেবে তিনি ১৭ কোটী লোকের প্রতিনিধি ও নির্বাহক; জাতিতে ভালো মন্দ সবই আছে, তাই বলে বেইমান ফেইমানের মত ভয়ানক শব্দ ব্যবহার করা কোনভাবেই উচিত নয়; এগুলো অদক্ষতার পরিচয়।
আজকে মনে হয় মুক্তিযোদ্ধাদের এক সভায় তিনি বাক্যটি ২য় বারের মতো উচ্চারণ করলেন; মুক্তিযো্দ্ধারা জাতিকে বীরের জাতিতে পরিণত করেছেন। তিনি সপ্তাহের শুরুর দিকে নিজের দলের লোকদের সামনে এই বাক্যটি বলেছেন; প্রসংগ ছিল ১৯৭৫ সালের ঘটনা। ১৯৭৫ সালের ঘটনাকে আওয়ামী লীগ কখনো সঠিকভাবে বুঝতে পারেনি, শেখ সাহেব সিআইএর টার্গেটে পরিণত হয়েছিলেন সোস্যালিজম চালু করতে গিয়ে; সিআইএ বিভিন্ন পন্হায় তাদের প্ল্যানকে কার্যকরী করে থাকে।
সরকারের একটা বড় কাজ হলো জাতিকে ঐক্যবদ্ধ রাখা, বিভক্ত করা নয়।
রাজনীতি করলে, বড় বড় পোস্টে থাকলে, সরকারে থাকলে জাতিকে সন্মান করতে হয়; কারণ, পুরো কাজটি হলো জাতির সেবা করা; যারা জাতির মাথার উপর মাহুতের মত বসে লাঠি দিয়ে পিটায়ে কাজ চালায়, তারা নিজকে শাসক শ্রেণীর সদস্য হিসেবে নিজকে গণ্য করে; তখন জাতির কোন মান সন্মান থাকে না এদের কাছে।
২২ শে জুলাই, ২০১৬ ভোর ৬:৫১
চাঁদগাজী বলেছেন:
গণতান্ত্রিক যুগে, আওয়ামী লীগ পুরোপুরি সামন্তবাদীদলে পরিণত হয়েছে এসব লোকের কারণে; ইনি পিতার উত্তরাধিকারসুত্রে সব পেয়েছেন, শুধু নলেজটুকু থেকে বন্চিত হয়েছেন।
২| ২২ শে জুলাই, ২০১৬ সকাল ৭:৫১
কলাবাগান১ বলেছেন: উনার বাবাকে স্বাধীন বাংলাদেশে বাংগালীরা জেলের মধ্যে নৃশংস ভাবে হত্যা করে..
২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৩১
চাঁদগাজী বলেছেন:
লক্ষ সন্তানের বাবা প্রাণ দিয়েছেন স্বাধীনতার জন্য, ও রাজনীতি করে, উনি একা নন।
৩| ২২ শে জুলাই, ২০১৬ সকাল ৮:১৪
নিরাপদ দেশ চাই বলেছেন: অদক্ষ, অসৎ, মিথ্যাবাদি, গোপাল ভাড় এইতো আমাদের রাজণিতিবিদদের পরিচয়।
২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১৯
চাঁদগাজী বলেছেন:
রাজনীতি না জেনে বাবার গুণে চাকুরী পেলে চাকুরীটা বাবারই করা দরকার।
৪| ২২ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৩০
সাহসী সন্তান বলেছেন: বাঙালি যেমন বীরের জাতি, ঠিক তেমনি ভাবে বেইমানেরও জাতি; এইটা তো ইতিহাস থেকে প্রমাণিত! সেক্ষেত্রে সৈয়দ আশরাফ সাহেব শুধুমাত্র ইতিহাসেরই একটা চরম বাস্তব সত্যকে পূনরায় আওড়ানো ছাড়া, আর নতুন কিছু বলেছেন বলে তো আমার মনে হয় না!
আপনার পোস্টের লাস্ট প্যারাটার সাথে আমি পূর্ণ সহমত! শুভ কামনা জানবেন!
২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১৯
চাঁদগাজী বলেছেন:
উনি তো বীর নন।
৫| ২২ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৪০
হাকিম৩ বলেছেন: বাঙালী যেমন বীর তেমন মীরজাফরও বটে ।
২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:২০
চাঁদগাজী বলেছেন:
একটা ব্যতিক্রম ঘটনা একটা জাতির চরিত্র নয়
৬| ২২ শে জুলাই, ২০১৬ সকাল ১০:০৬
মাসূদ রানা বলেছেন: গুড পোস্ট .....
& এগ্রীড ।
২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:২১
চাঁদগাজী বলেছেন:
ওকে, ওকে; লোকটা কোথায় কোন চেয়ারে বসে আছে, নিজেই বুঝে না।
৭| ২২ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৪৬
ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাইকে পোস্টটির জন্য ।
২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:২২
চাঁদগাজী বলেছেন:
বড় যায়গায় বড় মাথা ও বড় মনের লোক দরকার
৮| ২২ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৩৬
রূপক বিধৌত সাধু বলেছেন: তিনি কি ভুল কিছু বলেছেন?
২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১৫
চাঁদগাজী বলেছেন:
তিনি ভুল কিছু বলেননি, উনার রাজনীতির লেভেলে এগুলো শুদ্ধ, মনে হয়।
৯| ২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:২৬
বিদ্যুৎ চমক বলেছেন: "বাংগালী যেমনি বীরের জাতি, তেমনি বেইমানের জাতি", সৈয়দ আশরাফ কথা তো ঠিকই কারণ আওয়ামিলীগ নিজের স্বার্থের জন্য বাংলাদেশকে ভারতের মামুর বাড়ীর সব আবদার পূর্ন করে চলছে একটার পর একটা।
২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৩০
চাঁদগাজী বলেছেন:
বেইমান ফেইমান রাজনীতির পরিভাষার অংশ নয়; আপনি দেখছি সব যায়গায় গরুর রচনা চালিয়ে দেন।
১০| ২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৫২
কাঙ্গাল মুরশিদ বলেছেন: বাঙ্গালী জাতি নয় বরং আওয়ামী লীগেই বীরের চেয়ে বেইমান বেশী। যারা যুদ্ধ বাধিয়ে পালিয়ে যায় আর যুদ্ধের শেষে বিজয়ের সব কৃতিত্ব দখল করতে গিয়ে নিজেদেরই হত্যা করে।
২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৭
চাঁদগাজী বলেছেন:
বেইমান ফেইমান ধর্মীয় পরিভাষা, রাজনীতির পরিভাষা নয়
১১| ২২ শে জুলাই, ২০১৬ রাত ৮:১৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনি এর আগে বললেন, ইনুর জন্য খেসারত দিতে হবে আওয়ামী লীগকে। অথচ ইনু আর জাসদ জামানত বাজেয়াপ্ত হওয়ার মত নেতা আর দল। এবার বললেন, উপরের কথা। উনি মনে হয় অনেকের মতই জানেন, শেখ হাসিনার সময় হয়ে এসেছে...
২২ শে জুলাই, ২০১৬ রাত ৮:৪৫
চাঁদগাজী বলেছেন:
সমস্যা হলো শেখ হাসিনার থেকে যারা ভালো জানেন, বুঝেন, জাতিকে সাহায্য করতে পারেন, তাঁদের রাজনৈতিক দল নেই; শেখ হাসির পতন সমাধান নয়।
১২| ২২ শে জুলাই, ২০১৬ রাত ১০:৫৮
কল্লোল পথিক বলেছেন:
উনি কোন জাতি?
যে ব্যাক্তি তার নিজের জাতি সম্পর্কে এমন কথা বলতে পারে,তার জাতীয়তা নিয়ে সন্দেহ আছে!
২২ শে জুলাই, ২০১৬ রাত ১১:৫০
চাঁদগাজী বলেছেন:
উনি বৃটেনে বড় হয়েছেন; বাবার সম্পত্তি পেয়েছেন, আওয়ামী লীগের সেক্রেটারী; শেখ হাসিনা হলো সব সময় উনার নীচের পোস্টগুলোতে এমন লোককে নেন, যারা শেখ হাসিনার থেকে কম বুঝেন।
১৩| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ৩:৩৪
মহা সমন্বয় বলেছেন: সব সম্ভবের জাতি হচ্ছে বাঙালী জাতি। এ জন্যই বলা হয়ে থাকে বাঙালী পাঁচমিশালি জাতি ।
২৩ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৫৩
চাঁদগাজী বলেছেন:
সব সম্ভবের জাতি কেন মরুভুমিতে উটের রাখাল হলো? কেন মালয়েশিয়ার তামিল ফামিলদের কাজ করছে?
১৪| ২৩ শে জুলাই, ২০১৬ ভোর ৪:৫৬
বিলিওনার বলেছেন: বাঙালি বেইমানের জাতি(বেশীরভাগ), বীরের জাতি নয়।
২৩ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৫৪
চাঁদগাজী বলেছেন:
বাংগালী নিরীহ জাতি
১৫| ২৩ শে জুলাই, ২০১৬ ভোর ৫:২৭
বিলুনী বলেছেন: রাজনীতি করলে, বড় বড় পোস্টে থাকলে, সরকারে থাকলে জাতিকে সন্মান করতে হয়; কারণ, পুরো কাজটি হলো জাতির সেবা করা; যারা জাতির মাথার উপর মাহুতের মত বসে লাঠি দিয়ে পিটায়ে কাজ চালায়, তারা নিজকে শাসক শ্রেণীর সদস্য হিসেবে নিজকে গণ্য করে; তখন জাতির কোন মান সন্মান থাকে না এদের কাছে।
এই পোস্টে উপরের বোল্ড করা অংশ টুকু হলো সার কথা , লিখকের সাথে সহমত ।
২৩ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৫৫
চাঁদগাজী বলেছেন:
আমি লিখেছি এটি? ভালো কথাই তো লিখে ফেলেছি!
১৬| ২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:২৪
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন:
"বাংগালী যেমনি বীরের জাতি, তেমনি বেইমানের জাতি";
এই কথথা বুঝার জন্য প্রচুর গবেষণা করতে হবে কারণ যিনি বলেছেন তিনি এক জন ক্ষমতাদর ব্যক্তি,
কি জন্য বলেছেন জানিনা তবে.।.।.।.।.।.।
২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:১০
চাঁদগাজী বলেছেন:
উনি বড় যায়গায় আছেন, কিন্তু মগজের আকার ছোট, এটাই কারণ
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৬ ভোর ৬:৩৬
ডঃ এম এ আলী বলেছেন: এমনিতেই তে উনি এখন একটু বেকায়দায় আছেন, এর পরে আরো টানা টানি হলে তো জলে পড়ে যাবেন ।