নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

প্রেসিডেন্ট ক্লিনটনের তোতা পাখীর নমিনেশনের কনভেনশন শুরু হয়েছে

২৬ শে জুলাই, ২০১৬ সকাল ৮:২৫



ডেমোক্রেটিক কনভেনশন শুরু হয়েছে, আজ সোমবার থেকে শুরু করে, আগামী বৃহস্পতিবার অবধি কনভেনশন চলবে; আমােরিকার ইতিহাসে এই প্রথম ১ জন মহিলা নমিনেশন পাবে, এবং পরাজিত হয়ে ইতিহাস সৃস্টি করবে; সেই মহিলা হচ্ছে, প্রেসিডেন্ট ক্লিনটনের স্ত্রী হিলারী ক্লিনটন; এবং আমেরিকার ইতিহাসে সবচেয়ে অনুপযুক্ত প্রেসিডেন্ট প্রার্থী।

হিলারী শুধু অনুপযুক্ত তাই নয়, উনি এক ষড়যন্ত্রের ফসল; যড়যন্ত্রটি প্রকাশ পেয়েছে কনভেনশনের ১ দিন আগে; ষড়যন্ত্র করা হয়েছিল ডেমোক্রেটিক প্রার্থী বার্ণী সেন্ডার্সের বিপক্ষে, এবং সেই যড়যন্ত্র সম্পর্কিত ইমেইল প্রকাশ হয়ে যাওয়ায় ডেমোক্রেটিক পার্টির সভাপতি ডেভি ওয়াসারম্যান পদত্যাগ করেছে।

প্রেসিডেন্ট ওবামা ২ বার ক্ষমতায় থাকার কারণে, ডেমোক্রেটরা এবার জয়ী হতে পারবে না ভেবে, অনেক ডেমোক্রেট কৌশলে নিজকে পেছনে টেনে রেখেছে; সেই সুযোগে হিলারী সামনে চলে আসে; সবাই বুঝতে পেরেছিল যে, হিলারী প্রাইমারীতে বিজয়ী হলেও আসল নির্বাচনে বড় ধরণের পরাজয় বরণ করবে। কিন্তু রিপাবলিকান প্রাইমারী আমেরিকা ও বিশ্বকে হতবাক কে দিয়েছে, বাঘা বাঘা গভর্ণর ও সিনেটরেরা এক অরাজনৈতিক প্রার্থীর কাছে গরু-হারা হেরেছে, সে হলো ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। এতে কিন্তু ডেমোদের জয়ের নতুন সম্ভাবনা দেখা দিল বিরাট আকারে। ডোনাল্ড ট্রাম্পকে থামানোর মত ডেমোক্রেটদের একমাত্র প্রার্থী ছিলো বার্ণি সেন্ডার্স। বেশীরভাগ ডেমোক্রেটরা ডোনাল্ডকে রাজনীতির মফিজ মিয়া ভেবে, হিলারীকেই সাপোর্ট দিয়ে জয়ী করে নিয়ে এসেছে; তারা বার্ণির আধুনিক ভাবনা চিন্তা নিয়ে ভীত হয়ে পড়েছিল।

আগামী ৪ দিন অনেকেই এই মরা-ঘোড়াকে বিক্রয় করার চেস্টা করবে; কোন কাজ হবে বলে মনে হয় না; হিলারীর ইতিহাস অদক্ষতার ইতিহাস, ঠান্ডা মাথায় বকবকীর ইতিহাস। আজকের সমস্যা জর্জরিত বিশ্বে আমেরিকান নেতৃত্ব দরকার, হিলারী সেই নেতা নন, সেই কাঁথাও নন।

এই মরা-ঘোড়াকে একমাত্র সামান্য সামনের দিকে কয়েল পা হাঁটাবে মিশেল ওবামা ও প্রেসিডেন্ট ওবামা; আর কারো মন্ত্র পন্ত্র কাজ করবে না, এমন কি প্রেসিডেন্ট ক্লিনটনের চেস্টাও ভেস্তে যাবে। হিলারী মুখস্হ কথা বলে বেশী দুর যেতে পারবে না; ডিবেটে গলে যেতে পারে।

মন্তব্য ২৯ টি রেটিং +২/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৪৫

ঢাকাবাসী বলেছেন: আপনার সাথে একমত। মহিলা হিলারীর জেতার চান্স খুব কম, উগ্র বেপরোয়া ষ্পস্টবাদী আমেরিকান ট্রাম্পের চান্স অনেক অনেক বেশী। এরা আমেরিকান আর বিলিয়নেয়ার ট্রাম্প ওদেরই প্র্রতিনিধিত্ব করে।

২৬ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৫০

চাঁদগাজী বলেছেন:



ট্রাম্প সামনে আসবে, ডেমোরা বুঝেনি; আবার ডেমোদের সুত্র ছিল, ট্রাম্ সামনে এলে হিলারী হেসে খেলে জয়ী হবে। যাক, ট্রাম্প নিজেই নিজের শত্রু; সে হঠাৎ এমন কিছু করে বসতে পারে, যাতে হিলারীর কপাল খুলে যেতে পারে; তবে, ট্রাম্প যদি চুপ করে বসে থাকে, হিলারী পরাজিত হবে।

২| ২৬ শে জুলাই, ২০১৬ সকাল ৯:১৯

জুন বলেছেন: আমেরিকার ইতিহাস যতটুকু জানি তাতে আমার মতে দু দলেরই এমন দুর্বল বাজে প্রার্থী কখনো দেখিনি। এক জন খারাপ হলেও আরেকজন ভালো। কিন্ত দুদলেরই এমন দুর্বল একটা শক্তিধর দেশের প্রেসিডেন্ট প্রার্থী অবিশ্বাস্য :|| ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলেটা বেচে থাকলেও হতো।

২৬ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৩২

চাঁদগাজী বলেছেন:



বাইডেনের ছেলে খুবই উপযুক্ত ছেলে ছিল; দু:খের বিষয়, সে বাঁচলো না।

এখন ট্রাম্পকে দুর্বল বলা যাবে কিনা ভাবছি, হয়তো সে বিশ্বের জন্য ভালো কিছু করতে পারে; যতদুর জানা যাচ্ছে, সে কথা রাখে।

৩| ২৬ শে জুলাই, ২০১৬ সকাল ১১:০৪

জ্ঞান ক্ষুধা বলেছেন: আমার মতে সব থেকে যোগ্য ছিল স্যান্ডার্স কিন্তু তার সমাজতান্ত্রিক মনোভাবের জন্য হিলারি এখন প্রার্থী যদিও স্যান্ডার্স এমন নীতি নিয়েও বেস আলোড়ন তৈরি করতে পেরেছে। দেখা যাক সামনে কি অপেক্ষা করছে।

২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৩০

চাঁদগাজী বলেছেন:



সঠিক, যোগ্য ছিল স্যান্ডার্স

৪| ২৬ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

গেম চেঞ্জার বলেছেন: Bernie Sanders কি কইসে দেখেনঃ 'I am proud to stand with her'

২৬ শে জুলাই, ২০১৬ রাত ৮:৩১

চাঁদগাজী বলেছেন:




বার্ণি বলটে বাধ্য, সে পার্টির সদস্য; কিন্তু রাত ১১ বাজে, মানুষ যখন কনভেনশব হল ত্যাগ করছিলো, বার্ণির সদস্যরা হিলারীর ছবি ইত্যাদি ফেলে দিয়েছে; হিলারী যখন বক্তৃতা দিবে, সে বার্ণির মতো করতালি পাবে না।

৫| ২৬ শে জুলাই, ২০১৬ রাত ১১:০২

ডঃ এম এ আলী বলেছেন: এই মরা-ঘোড়াকে একমাত্র সামান্য সামনের দিকে কয়েল পা হাঁটাবে মিশেল ওবামা ও প্রেসিডেন্ট ওবামা; আর কারো মন্ত্র পন্ত্র কাজ করবে না, এমন কি প্রেসিডেন্ট ক্লিনটনের চেস্টাও ভেস্তে যাবে। হিলারী মুখস্হ কথা বলে বেশী দুর যেতে পারবে না; ডিবেটে গলে যেতে পারে।
তবে যত কথা্ই বলেন তার চিন্তার তেমন কারণ নে্‌ই, আমেরিকার সর্বোচ্য সম্মানীয় পুরস্কার প্রাপ্ত নোবেল জয়ী আরো একজন বুদ্ধিদাতা তার সাথে আছেন মন্ত্রনা দেয়ার জন্য!!! তিনার জীবনে ব্যর্থতা বলে কিছু নেই , তিনি সাফল্যের বরপুত্র, যেটাতেই হাত লাগিয়েছেন সেটাতে্ই সোনা ফলেছে । অতএব এখানেও তার সফলতার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায়না!!!

২৬ শে জুলাই, ২০১৬ রাত ১১:১৮

চাঁদগাজী বলেছেন:




হিলারী সোনাকে মাটি করেছে হাজার বার।

৬| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ২:৪০

গেম চেঞ্জার বলেছেন: অপ্রাসংগিক প্রশ্নঃ আপনি কি গান শুনেন?

২৭ শে জুলাই, ২০১৬ রাত ২:৫৪

চাঁদগাজী বলেছেন:



গান শুনি, সময় পেলে গান শুনি; আমি কিছু করার সময় গান শুনি না; গান শোনার জন্য সময় করে বসে শুনি।

আপনার কি অবস্হা, গান গান?

৭| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ২:৫৫

জেন রসি বলেছেন: ট্রাম্প জিতবে বইলা মনে হয়না।

২৭ শে জুলাই, ২০১৬ ভোর ৬:০৫

চাঁদগাজী বলেছেন:



ট্রাম্প অনেক শত্রু বানায়েছে কথা বলতে গিয়ে; স্পেনিশ, কালো আমেরিকা ও মুসলমানেরা ভয় পেয়ে ওর বিপক্ষে চলে গেছে; তবুও ওর সম্ভাবনা বেশী।

৮| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ৩:০৫

গেম চেঞ্জার বলেছেন: আমার গান শুনলে পিপিলীকা, ব্যাঙ, চামচিকা দৌড়ে ভাগবো। মানুষ তো উড়ে উড়ে পালাবে!! হাঃ হাঃ হাঃ!!!!!! B-)

তবে গান শুনে শুনে কাজ করা আমার বিশেষ পছন্দ!!

কার কার/কোন ঘরানার গান শুনেন সাধারণত?

২৭ শে জুলাই, ২০১৬ ভোর ৬:২৩

চাঁদগাজী বলেছেন:


বাংলায় মান্না দে, আজম খান, আবদুল আলীম; পাক-ভারতীয় ওস্তাদ নুসরাত ফতেহ আলী খান, মো: রফি ও শমসেদ বেগম; ইংরেজী হুইটনী হিউস্টন, সিলোন দিঅন, লেড-জেপলীন, পিংক ফ্লয়েড।

আপনার লিস্টে কাহারা?

৯| ২৭ শে জুলাই, ২০১৬ ভোর ৬:১৫

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ, সাফল্যটা হিলারীর জন্য বলা হয় নাই বলা হয়েছিল তার মন্ত্রনাদাতার সাফল্যের কথা একটু তির্যকভাবে । হিলারীর হাজার হাজার ব্যর্থতা আকাশে বাতাশে উড়তেছে । কয়েকজন নোবেল জয়ী তাকে সার্টিফাই করছে বলে দেখা গিয়েছে এটাই বলা হয়েছিল ।

২৭ শে জুলাই, ২০১৬ সকাল ৭:২১

চাঁদগাজী বলেছেন:



ট্রাম্প কি করবে কেহ জানে না, হয়তো বিপদজনকও হতে পারে, কিন্তু সে বুদ্ধিমান; তবে হিলারী অদক্ষ, যাহা বিশ্বের জন্য বিপদজনক।

১০| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ১০:২৪

মহা সমন্বয় বলেছেন: ভাই রাজনীতি তো অনেক হল, এবার একটা ফান পোস্ট কইরা ফেলেন। মানে গোপাল ভাঁড়ের কৌঁতুক নিয়ে একটা বিশ্লেষণ ধর্মী পোস্ট দিয়ে ফেলেন জাতি অপেক্ষায় আছে। :-P B-)

২৮ শে জুলাই, ২০১৬ রাত ১২:০২

চাঁদগাজী বলেছেন:




ভালো কথা, দেশে ভাঁরের সংখ্যা বেড়েছে, গোপাল পপুলার হবে।

১১| ২৮ শে জুলাই, ২০১৬ ভোর ৫:২৫

আবুল হায়াত রকি বলেছেন: ভাইজানের গানের লিস্টের সাথে আমার মিল আছে। ব্যাপারটা কাঁকতাল মাত্র।

আপনার কি মনে হয়, বার্নি যদি আবার নির্বাচনে ফিরে আসে! আমি আবার ছোটকাল তেকে রূপকথার বই বেশী পড়েছি।

ধন্যবাদ।

২৮ শে জুলাই, ২০১৬ ভোর ৬:৫১

চাঁদগাজী বলেছেন:



বার্ণির বয়সের তুলনায় খুবই শক্তিশালী; তবে, ৪ বছর পর, দেরী হয়ে যাবে।

১২| ২৮ শে জুলাই, ২০১৬ ভোর ৫:২৭

আবুল হায়াত রকি বলেছেন: থেকে*

১৩| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ৮:৫১

শায়মা বলেছেন: ভাইয়া

আমি এত্তা গান শোনাবো!!!!!!!

তোমার পোস্টের শিরোনাম দেখেই গানটা মনে পড়লো।


আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মউ ....:)

২৮ শে জুলাই, ২০১৬ রাত ৯:৩৩

চাঁদগাজী বলেছেন:



অনেকের সাথে এদিক থেকে মিল আছে, গান ভালোবাসি; যেকোন গায়কের মুখে গান শুনতে ভালোবাসি; সুতরানফ আপনার গানও লিস্টে থাকবে।

১৪| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ১০:৩৮

গেম চেঞ্জার বলেছেন: লেখক বলেছেন:
.....

আপনার লিস্টে কাহারা?



আমার লিস্ট অনেকক বড়!!!!!!!!!!! ব্যান্ডের মেটাল, রক, হিপহপ, রিমিক্স শুনা হচ্ছে বেশি। রবিন্দ্র সংগীত অনেক শুনা হয়!!
কলকাতার অনুপম রয়ের গান ভালো লাগে বেশি। আর শ্রেয়া ঘোষাল তো জোশ!! দেশে বাপ্পা/জেমস/আ. বাচ্চু/সুমন/টুটুল/সাফিন/আর্টসেল/মাইলস/শিরোনামহীন/নেমেসিস/এলআরবি/ব্লাক/সাউলস/চিরকুট/ওয়ারফেজ/তপু/ফুয়াদ/তাহসান/মিনার/হাবিব এদের গান শুনি। কনা/ন্যান্সি/সামিনা চৌ/পড়শী/ঐশী........

যাদের নাম মনে পড়ল বললাম। :) আর হ্যাঁ লেড জেপেলিন তো মোস্ট ফেভারিট!! আর মেটালিকা, রেডিওহেড, বিচ বয়েজ তাদের কাজগুলোও বেশ!!!!!!!!!!
তাছাড়া তুর্কি/তাজিক সংও শুনা হয়ে থাকে। :)

২৮ শে জুলাই, ২০১৬ রাত ১১:৫২

চাঁদগাজী বলেছেন:




সময়, সময় মানুষের উপর প্রভাব রাখছে।

১৫| ২৯ শে জুলাই, ২০১৬ রাত ৮:৫৯

শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!!

তোমার জন্য একটা গান গেয়েছি!

:) :) :)

কেমন করে যে শুনাই!!!!!!!:(

২৯ শে জুলাই, ২০১৬ রাত ১০:২১

চাঁদগাজী বলেছেন:



এটা হয়তো বিশাল বড় একটা ঘটনা, আমি আজীবনের জন্য কৃতজ্ঞ। আমি কাজ উপলক্ষে এখন দেশ থেকে দুরে, অনলাইন ছাড়া এখন শোনার অন্য উপায় হয়তো নেই; অথবা আমি অপেক্ষা করবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.