![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
গত ৪ দিনে ট্রাম্প ২টি ইস্যুতে ছোট বাচ্ছার থেকেও বড় ভুল করেছে; এতে তার অবস্হা ভয়ংকর খারাপ হবে কয়েকদিনের জন্য হলেও; ডেমোক্রেটিক কনভেনশনে, এক পাকিস্তানী পিতা বক্তৃতা করেছেন, যার ছেলে আমেরিকান সৈনিক ছিলেন, এবং মিডল-ইস্ট যুদ্ধে প্রাণ হারায়েছেন; বক্তৃতার সময় নিহত সৈনিকের পিতা ট্রাম্পকে মুসলিম বিরোধী হিসেবে আক্রমণ করে; কনভেনশন শেষ হওয়ার পর, ট্রাম্প সৈনিকের পিতাকে ট্রাম্প স্টাইলে প্রতি-আক্রমণ করে; এতটুকু স্বাভাবিক ছিলো; কিন্তু সে মৃত সৈনিককের অবদানকে অবজ্ঞা করে বক্তব্য দেয়; আমেরিকা কখনো মৃত সৈনিকদের নিয়ে কারো অবজ্ঞা সহ্য করে না; ট্রাম্প অল্পতে ভুল স্বীকার করে সরে যেতে পারতো; কিন্ত আজ অবধি সে সেই ইস্যুতে পেছনে সরছে না, ভয়ংকর অবস্হা, সে পুরো আমেরিকার সাথে মুখোমুখি।
২য় ইস্যু আরো ভয়ংকর, আমেরিকার কোন দুধের শিশুও অফিসিয়েলী রাশিয়াকে ও পুতিনকে বন্ধু ডাকবে না; কিন্তু ট্রাম্প সেটাই করেছে। আমেরিকান পলিসি হলো, রাশিয়া ন্যাটোর বিপক্ষের শক্তি, সেই হিসেবে রাশিয়া মোটামুটি শত্রু; এবং আমেরিকা পুতিনের বিশ্ব পলিসির বিপক্ষ শক্তি। ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছে যে, পুলিন খুবই জ্ঞানী মানুষ, পুতিন কখনো ইউক্রেনের কোন ক্ষতি করবে না; এবং ইউক্রেনের প্রতি পুতিনের নীতিতে কোন ভুল নেই; আমেরিকা হতবাক।
আজ আরো এক বড় ঘটনা ঘটেছে, ইনভেস্টর ওয়ারেন বাফেট হিলারী ক্লিনটনের সভায় বক্তব্য রেখেছে ও ট্যাক্সের ব্যাপারে ট্রাম্পকে আক্রমণ করেছে; এখনো ট্রাম্পের রিয়েকশন জানা যায়নি; তবে, ভয়ংকর কিছু ট্রাম্পের মুখ থেকে বেরিয়ে আসতে পারে, যা ট্রাম্পের বিপক্ষে যাবে। যদিও ওয়ারেণ বাফেট রিসেশনের সময় আমেরিকায় চাকুরী সৃস্টির জন্য কোনদিন কিছুই করেনি, উল্টো চীনে চাকুরী সৃস্টি করেছে, তবুও তার প্রতি মানুষের একটা টান আছে, যেমন মাটির প্রদ্বীপ চাঁদকে দাদা ডেকে নিজেই খুশী হয়। বাফেটের ঘটনাও আগামীকাল থেকে হয়তো বিস্ফোরিত হতে থাকবে।
০৩ রা আগস্ট, ২০১৬ ভোর ৬:৪১
চাঁদগাজী বলেছেন:
ট্রাম্প মুখে টেইপ লাগায়ে বসে থাকলে ভোট পেয়ে যেতো; বাঘা বাঘা সিনিটর ও গভর্ণদের পানি খাওয়ায়েছে, হিলারী তো বাতাস।
২| ০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৭:৫৪
প্রামানিক বলেছেন: দেখা যাক কি হয়
০৩ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
চাঁদগাজী বলেছেন:
ট্রাম্পের ক্যামপেইন ম্যানেজার বলছে, ট্রাম্প কারো কথা শুনছে না।
৩| ০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৮:৩৬
রুরু বলেছেন: বেটা পাগলাটে!!!
০৩ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩১
চাঁদগাজী বলেছেন:
বলা মুশকিল, পাগল হলে, আমেরিকায় ৯/১০ বিলিয়ন ডলার আয় করতে পারতো না।
৪| ০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৮:৪৯
মেমননীয় বলেছেন: লেজ গুটালেন তো, হেরে গেলেন!
এতদিন লাগলো ট্রাম্পকে চিনে নিতে!
০৩ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
চাঁদগাজী বলেছেন:
আমি ট্রাম্পের সাপোর্টার নই, আমি হিলারী বিরোধী; হিলারী হলো আমেরিকার বেগম জিয়া, অথর্ব
৫| ০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ১০:২৬
কাঙ্গাল মুরশিদ বলেছেন: কোন সমস্যা নাই
ভোটে কিভাবে জিততে হয় তা ট্রাম্প ভালই জানে
বাংলাদেশে আওয়ামী লীগ যদি কোন ভোট ছাড়াই ক্ষমতা দখল করে রাখতে পারে তাহলে ট্রাম্প কেন পারবে না।
হিসেবটাও বেশ সহজ - আমেরিকানরা এমনিতেই ভোটের প্রতি তেমন আগ্রহী নয় (৫০-৫৫%মত ভোট পরে) তার উপর যদি একটু গুজব ছড়িয়ে দেয়া যায় যে ভোটকেন্দ্রে গন্ডগোল হবে, আইএস বা ট্রাম্পের সমর্থকরা হামলা করতে পারে - তাহলে ডেমোক্রাট ভোটারদের খুজেও পাওয়া যাবে না।
সুতরাং এইসব কথাবার্তা শুধুই নির্বাচনি মাঠ গরম রাখার কৌশল মাত্র - ভোটের ফলাফলে এর প্রভাব খুব একটা থাকবে না জেনেই ট্রাম্প এই পথে চলেছে।
০৩ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
চাঁদগাজী বলেছেন:
পুতিন ও রাশিয়া বন্ধু ঘোষনা দেয়া, ও সামান্য এক পাকিস্তানী পিতার সাথে বিতর্কে জড়িয়ে-পড়া ভয়ংকর ভুল; ট্রাম্প এ ব্যাপারে কারো কথা শুনছে না।
ট্রাম্পের কারণে, ঐ মগজহীন পাকী এখন মিডিয়া জুড়্বে বসে আছে।
৬| ০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৫
জ্ঞান ক্ষুধা বলেছেন: আমি চাই ট্রাম্প জিতুক তাহলে আমেরিকার অবস্থা হবে ভয়াবহ এমনিতে চীন,রাশিয়া,ইরান বিভিন্ন ইস্যুতে তারা ব্যার্থ। ট্রাম্প যদি একলা চল নীতিতে আগায় তাহলে আমেরিকার কপালে দুঃখ আছে। নতুন পরাশক্তি দেখতে চাই!!!!
০৩ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
চাঁদগাজী বলেছেন:
নতুন পরাশক্তি হয়তো সোমালিয়া, কিংবা সুদান!
৭| ০৩ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রথমবার ব্ল্যাক প্রার্থী হিসেবে এসে যেমন ওবামা বাজিমাত করেছিলেন, সেরকম মনে হয় প্রথবার নারী প্রার্থী হিসেবে সবাই হিলারিকে পেতে চাইবে। দেখা যাক...
০৩ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯
চাঁদগাজী বলেছেন:
একজন নারী হলে হয়তো ভালোই হতো, হিলারী হিজড়া
৮| ০৩ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
ডঃ এম এ আলী বলেছেন: আল্লার মাইর দুনিয়ার বাইর , ওরে কেরামত, সে ছাড়া পারবেনা কেও করতে মেরামত ।
গর্ভাচেভরে দিয়ে যে কাজ করানো হইছিল পুতিন সেই কাজ করতে পারে ট্রাম্পকে দিয়ে
দুনিয়াতে অসস্ভবের কিছু নেই !!!!!!!!!!!!.
এটা ছাড়াও আরো কিছু গুরুত্বপুর্ণ ব্যপারে ট্রাম্প পুতিনের পক্ষে কথা বলেছে ।
দেখা্ যাক সামনের দিনে ট্রাম্পের কপালে কি আছে ।
ধন্যবাদ আপডেট দেয়ার জন্য ।
০৩ রা আগস্ট, ২০১৬ রাত ৮:৪৩
চাঁদগাজী বলেছেন:
অকারণে সে এক পাকীকে গুরুত্ব দিয়ে বিপদে পড়েছে; আর পুতিকে বন্ধ বলার কারণ কেহ বুঝতেছে না। তবে, ১ম ডিবেইটে বুঝা যাবে।
৯| ০৩ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
গেম চেঞ্জার বলেছেন: আমেরিকা এবার হিলারি-কেই বেছে নেবে মোটামুটি সিউর।
০৩ রা আগস্ট, ২০১৬ রাত ৮:৩৫
চাঁদগাজী বলেছেন:
আপাতত: তাই মনে হচ্ছে, প্রথম ডিবেইটের পর পরিস্কার হবে; গত ৫ দিনে ট্রাম্প নিজকে অকারণ বিপদের মাঝে টেনে নিয়েছে, যা ইস্যু নয়, তাকে ইস্যুতে পারিণত করেছে।
১০| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১১:২২
বিলুনী বলেছেন: ৯ নং মন্তব্যের সাথে সহমত , এবার আমেরিকা হয়ত হিলারিকেই বেছে নিবে ।
০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১২:২২
চাঁদগাজী বলেছেন:
হয়তো।
১১| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১১:৫৫
চিন্তিত নিরন্তর বলেছেন: এই ব্যক্তি আমাদের দেশের মখা আলমগীরের চাইতেও উদ্ভট, এরশাদ বাদই দিলাম। এমন লোক কিভাবে ক্ষমতায় আসে সেটাই আশ্চর্য।
০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১২:২১
চাঁদগাজী বলেছেন:
বিপরীতে হিলারী; তবে, সে আমেরিকার বাঘা বাঘা সিনেটর ও গভর্ণরদের পরাজিত করেছে প্রাইমারীতে; ওসব সিনেটর ও গভর্ণররা হিলারী থেকে ১০/২০ গুণ উপযুক্ত ছিল।
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৬ ভোর ৬:৩৬
মাষ্টারমশাই বলেছেন: ট্রাম্প এর হাতে যাবে আমেরিকা! ভাবতে অবাক লাগে। ধন্যবাদ।