নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ট্রাম্পের দলের সিনেটর ও ৫০ জন শীর্ষ নেতা ট্রাম্পের বিপক্ষে ভয়ংকর বিজ্ঞপ্তি দিয়েছে

১০ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:২৬



মেইন রাজ্যের রিপাবলিকান সিনেটর, সুজান কলিন্স বলছেন যে, উনি ট্রাম্পকে ভোট দেবেন না; আরো খারাপ কথা হলো, উনি হিলারী ক্লিনটনের সাথে আলাপ করে, ক্লিনটনকে সাপোর্ট দেয়ার কথা বলছে; সাথে সাথে রিপাবলিকান দলের খুবই উঁচু স্তরের ৫০ জন নেতা এক বিজ্ঞপ্তি দি
য়েছেন, তাতে বলা হয়েছে যে, যদি ট্রাম্প জয়ী হয়, সে হবে আমেরিকার সবচেয়ে 'রেকসেস' প্রেসিডেন্ট, জাতিকে 'অনিশ্চয়তার মাঝে নিয়ে যাবে, ন্যাশনাল সিকিউরিটির বিপর্যয় ঘটবে; এটা যদি আমেরিকার মানুষ সিরিয়াসলী নেয়, ট্রাম্পের কবর এখনই হয়ে গেছে।

গত ১০ দিনে, ট্রাম্প ৫ টি ভয়ংকর ইস্যুর জন্ম দিয়েছিল, সে রাশিয়া ও পুটিনকে বন্ধু ঘোষনা করে, পুটিনের ইউক্রেন নীতিকে সঠিক বলে ঘোষনা দেয়, দলের স্পীকার ও সিনিয়র সিনেটরকে প্রাইমারী ভোটে সাপোর্ট দিতে অসম্মতি জানায়, পাকিস্তানী বংশীয় এক মৃত ক্যাপ্টেনের বাবার সাথে টেলিভিশনে অকারণ কথা কাটাকাটি করতে গিয়ে, মৃত সৈনিককে অবজ্ঞা করে কথা বলে, এছাড়া আমেরিকায় জন্ম নেয়া এক বিচারককে মেক্সিকান ডাকে ৭/৮ দিন।

এই ইস্যুগুলো পুরোপুরি ট্রাম্পের নিজের সৃস্টি; শুধু পাকিস্তানী পিতার ঘটনা হয়তো প্ল্যান করে করেছে হিলারীর লোকজন, এবং ট্রাম্প ফাঁদের ভেতর পা রেখেছে এক সেকেন্ডেই। গত ২ দিন ট্রাম্প গত সপ্তাহের ভুলগুলোকে সারাতে সামান্য চিনি দিচ্ছিল, তখনই সিনেটর ও ৫০ নেতার ভয়ংকর আঘাত আসে।

ট্রাম্প বসে নেই, সাথে সাথেই এসব নেতাদের নিয়ে নিজের ভাবনাকে তুলে ধরেছে, বলেছে যে, ওরা ওয়াশিংটনের পালিত এলিট, যারা আমেরিকার সব সুযোগ নিজেরা নিয়ে নেয়; কথাটা ১০০% সঠিক, এখন দেখা যাক মানুষ কিভাবে নেয়! তবে, মানুষের পক্ষে ইমান ঠিক রাখা মুশকিল হয়ে যাচ্ছে।

ট্রাম্প 'বেটেল স্টেট'গুলোতে পেছনে পড়ে যাচ্ছে; এটা ভয়ংকর খারাপ লক্ষণ। আজ সকালে দেখা গেছে, বেটেল স্টেট ফ্লোরিডায় হিলারীর ২০০ অফিস, আর ট্রাম্পের মাত্র ১৬টি অফিস।

বেটল স্টেট হচ্ছে, যেসব রাজ্যের ভোটে ফলাফল বদলে যেতে পার, এবারের লিস্ট বেশ বড়: ইউটাহ, ভার্জিনিয়া, ইন্ডিয়ানা, ফ্লোরিডা, নর্থ ক্যারোলিনা, মিশিগান, নেভেদা, পেনসিলভানিয়া ইত্যাদি।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৫৯

কলাবাগান১ বলেছেন: today another suicidal comment in NC: Second Amendment people should 'take care' of Hilary

১০ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

চাঁদগাজী বলেছেন:




সেটা নিয়ে সকাল থেকে তোলপাড় শুরু হচ্ছে।

২| ১০ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১৯

কাঙ্গাল মুরশিদ বলেছেন: ট্রাম্প বিনে পয়সায় ভালই পাবলিসিটি পাচ্ছে!!
এই সব প্রচারনা দ্বারা তাকে এবং তার অনুসারিদের ভয়ংকর হিসেবে তুলে ধরা হচ্ছে।
এর পর এই গ্রুপের পক্ষ থেকে ভোটের আগে যদি প্রচার করা হয় যে 'ভোট কেন্দ্রে গেলে খবর আছে' তাহলে কয়জন ভোটার সাহস করে ভোট কেন্দ্রে যাবে হিলারীকে ভোট দিতে?

এটা একটা রাজনৈতিক কৌশল। যখন আন্তরিক সমর্থনের পরিবর্তে কেউ চায় মানুষ তাদেরকে ভয় করুক তখন এই কৌশল খুবই কার্যকর। যেমনটা বাংলাদেশে আওয়ামী লীগ অত্যন্ত সাফল্যের সাথে বাস্তবায়িত করেছে। তাদের ভয়ংকর উগ্র কথাবার্তা ও কাজই তাদের অবৈধ ক্ষমতা ধরের রাখার মুল শক্তি।

১০ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০৮

চাঁদগাজী বলেছেন:




আমেরিকানরা আওয়ামী লীগ বা বিএনপি'র মত কোন কিছু করেনি কোন কালে; আও্য়ামী লীগ ও বিএনপি'র রাজমীতি এখনো বানরের ভাবনার স্তরে।

৩| ১০ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ট্রাম্প বিতর্কেই সব পরিস্কার করবে। হিলারি যখন পেরে উঠতে পারবে না তখন আবার জরিপে এগিয়ে যাবে...

১০ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৫৯

চাঁদগাজী বলেছেন:




ট্রাম্পের পার্টি মনে করছে, তারা ট্রাম্পকে সাপোর্ট না দিলে তারা সিনেট ও কংগ্রেসে জয়ী হবে।

৪| ১১ ই আগস্ট, ২০১৬ রাত ৩:৪১

সচেতনহ্যাপী বলেছেন: সব কথার উর্ধে একটাই প্রথম থেকে বলে আসছি, আমাকে বিশ্বস করাতে পারবেন না যে, আমেরিকানরা উন্নত জাতি হয়েও " রেসিয়ালের উর্ধে"।। সাধারন জনগনের কথা বাদ দিলেও এটা আপনার জানা থাকার কথা না যে, পেন্টাগন এবং এফবিআইয়ের অনুমোদন না থকলে কেহই প্রেসিডেন্ট হতে পারে না।।

১১ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:০১

চাঁদগাজী বলেছেন:



এফ বি আই ও পেন্টাগণ কোনভাবেই ভোট কন্ট্রোল করার কথা ভাবতেও পারে না।

৫| ১১ ই আগস্ট, ২০১৬ ভোর ৫:৫৯

ডঃ এম এ আলী বলেছেন: বাতাসতো দেখা যাচ্ছে হিলারীর দিকেই প্রবাহিত হচ্ছে ।
As appeared in New york Times 10 th August
2016 Election Polls


The Upshot Forecast Hillary : Hillary has gas an 86% chance of winning the Presidency

১১ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:



প্রাইমারী ট্রাম্প যাদের হারায়েছে,ওরা সবাই হিলারী থেকে যোগ্য ছিল। হিলারী বর্তমান পরিস্হিতি র আগামাথা কিছু বুঝবে না।

৬| ১২ ই আগস্ট, ২০১৬ ভোর ৫:০৫

ডঃ এম এ আলী বলেছেন: নিন্মের উদৃতির মত এরকম অনেক খবরইতো ভেসে আসতেছে , এগুলি দিয়ে কি বুঝা যাচ্ছে ।
Mr. Trump said he would stick to his style even if it meant taking a “long vacation” after Nov. 8.

The Senate could change hands; that’s more likely if Mr. Trump depresses Republican turnout.

Puerto Ricans are moving to Florida, and the Clinton campaign is waiting for them.

A Muslim immigration ban could extend to other religions, Mr. Trump’s running mate suggested.


১২ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৬

চাঁদগাজী বলেছেন:



এবারের ভোটের কোন এজেন্ডা নেই; কেহ এজেন্ডা নিয়ে ভাবছে না; কারণ, ট্রাম্প কোন এজেন্ডা নিয়ে কথা বলে না; আর হিলারী যাই বলুক কোনটাই করতে পারবে না; তাই, দুনিয়ার অপ্রয়োজনীয় কথা ইত্যাদি হচ্ছে।

৭| ১৩ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:৩৩

ডঃ এম এ আলী বলেছেন: ভোটারদের প্রতি তার আবেদন প্রসারিত করার পরিবর্তে, ডোনাল্ড জে ট্রাম্প নির্দিষ্ট কিছু গ্রুপকে বিভিন্নভাবে তার কথা ও আচরনে আহত করার কাজটি অব্যাহত রেখে নীজেকে নির্বাচনের মাঠে স্তবির করে ফেলতেছে । এটা তার জন্য শুভ লক্ষন বলে মনে হয়না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.