নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

অলিম্পিক দেখছেন, নাকি রাত জেগে ক্যান্ডি-ক্র্যাস খেলছেন?

১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:২৮



অলিম্পিকে এ জীবনে আর অংশ নিতে পারবো না; শোকে দু:খে গতকাল ফুটবল খেললাম******

মেয়েদের নৌকা বাইচ, ছেলে ও মেয়েছের ডাইভিং, শ্যুটিং, মেয়েদের ২/১টা সাঁতার ও জিমনাস্টিকে বাংগালীরা অলিম্পিকে অংশ নিতে পারে সহজেই; এগুলোতে যতটুকু শারীরিক যোগ্যতা দরকার ও যতটুকু ট্রেনিং দরকার, সেটা এখন বাংগালীদের ক্ষমতার ভেতরেই; দরকার উৎসাহী কয়েকজন মানুষ, ছোট ফান্ড ও একটি বড় স্বপ্ন।

জিমনাস্টিকে ছোট ও হালকা দেহের অধিকারীরা ভালো করছে; ডাইভিংও তাই, যত কম ওজন ততই ভালো; নৌকা বাইছে আমেরিকান মেয়েরা মাঝারি থেকে ছোট সাইজের, ওরাই ভালো করে আসছে বরাবর; ওদিকে ডেনমার্কের ৭ ফুটি সুন্দীরা আমেরিকানদের সাথে পেরে উঠে না। আজকালকার শুটিং এ শরীরের কোন দাম নেই, দরকার তীক্ষ্ম কনসেনট্রেশন ও প্রচন্ড একাগ্রতা। এই এলাকাগুলওতে বাংগালীরা ৪ বছরের ট্রেনিং নিয়েই কোয়ালিফাই করতে পারবে।

আমাদের জন-সংখ্যা রাশিয়া থেকে অনেক বেশী, আমাদের লোকেরা সিংগাপুরের লোকদের থেকে ভালো গঠনের; সুতরাং সহজেই অলিম্পিকে কোয়ালিফাই করতে পারবো।

এখন থেকে চীনারা পেছনে পড়ে যাবে, রাশিয়া পেছনে পড়ে গেছে, জার্মানরা টাকা কামাতে ব্যস্ত; এখন সোজাসুজি প্রতিযোগীতা হবে আমেরিকানদের সাথে; আমাদের প্রচুর লোকজন জাতির জন্য কিছু একটা করতে চায়, জাতির মুখোজ্জ্বল করতে চায়। আমাদের সময় হয়েছে অলিম্পকে অংশ নেয়ার।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৩

সেলিম৮৩ বলেছেন: অাবার চেষ্টা করুন।
এবং চেষ্টা করতে থাকুন।

১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৮

চাঁদগাজী বলেছেন:




ভাবতে শুরু করুন, না হয় আউট হয়ে যাবেন।

২| ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:০৪

জুন বলেছেন: আমিও খুবই অবাক হোলাম এবার পদক তালিকায় ৫ এর মধ্যে রাশিয়াকে না দেখে । মনে হয় সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়া আর ডোপ টেষ্টই এর প্রধান কারন ।

১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১১

চাঁদগাজী বলেছেন:



এখন রাশিয়া বিশ্বের ২য় করাপটেড দেশ, ওখানে এখন মাফিয়া ইত্যাদির বসবাস, খেলাধুলার সর্বনাস।

৩| ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:০৭

জুন বলেছেন: ওহ ক্যন্ডি ক্রাশ খেলি না ...খেলি My Talking Angela :``>>

১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১২

চাঁদগাজী বলেছেন:



টিপে দেখছি।

৪| ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:২২

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: গাজী ভাই,আমাদের অনেক সম্ভাবনা আছে কিন্তু কাজে লাগাতে পারি না।দেশের নিচু অঞ্চলে যাদের বসবাস তারা চার বছর বয়স থেকেই সাতারে অভ্যস্ত হয়।তাদের ফাইন্ড আউট করে সঠিক ট্রেনিং প্রয়োগ করা দরকার।
অলি গলিতে অনেক ভাল ভাল অ্যাথলেট হারিয়ে যায় সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে।
আমরা অনেকে জানিনা যে আমাদের মধ্যে কোন প্রতিভা বিদ্যমান। কারন সুযোগ নেই।আমি জীবনের প্রথম তীর ছুড়ি ২৭ বছর বয়সে।মালয়শিয়ার একটি শপিংমলে ঘুরতে গিয়ে।সেখানে টাকার বিনিময়ে তীর ছোড়ার ব্যাবস্হা ছিল।

১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৮

চাঁদগাজী বলেছেন:



জাতীকে পেটের খাবার যোগাতে ব্যস্ত রেখেছে আমাদের সরকারগুলো, আমাদের শারীরিক ও মানিসিক উন্নয়ন গৌণ হয়ে গেছে।

৫| ১৪ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৯

খোলা মনের কথা বলেছেন: অষ্ট্রেলিয়া, দক্ষিন আফ্রিকা, ভারত, পাকিস্থান, নিউজিল্যান্ড, শ্রীলংকা, ওয়েষ্টইন্ডিজ, ইংল্যান্ড দিনে দিনে বাদ পড়ে গেলে বাংলাদেশ ক্রিকেটে বিশ্বকাপ জিতবে। তাতে কি সবাই খুশি হবে???

প্রতিযোগিতায় অংশগ্রহন করে সবার থেকে যোগ্যতাপূর্ন সেটা প্রমান করায় সব থেকে বড় অর্জন। তার জন্য বাংলাদেশীদের আরও পরিশ্রমী, কৌশলী ও যোগ্যতা সম্পূর্ন হতে হবে। কারও দূর্বলতা দেখার থেকে নিজেকে শ্রেষ্ঠত্ব গড়ে তোলা গুরুত্বপূর্ন।

তারপরও যখন সময় এসেছে তখন সেটা সদব্যবহার করা হবে আমাদের উত্তম কাজ। বিশ্বের বুকে নিজেদের মাথা উন্মোচন করার সময় বারবার আসে না। ধন্যবাদ গাজী ভাই সুন্দর একটি বিষয় সুন্দর ভাবে তুলে ধরার জন্য। ভাল থাকবেন

১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪১

চাঁদগাজী বলেছেন:



এক সময় অলিম্পিকে সোভিয়েত থাকতো সবার উপরে, তারপর পুর্ব জামান, তারপর চীনা পিনা, আমেরিকা; আমাদের চোখের সামনে রদ বদল হলো, আমরা শুধু সাক্ষী গোপাল হয়ে থাকছি ইতিহাসে।

৬| ১৪ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:২২

শেয়াল বলেছেন: ক্যান্ডি ক্রাস খেলেন আননে ? :||

১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৫

চাঁদগাজী বলেছেন:




ব্লগের অলিম্পিকের উপর পোস্টের অবস্হা, দেখে মনে হলো অলিম্পিক নিয়ে বাংগালীদের কোন কৌতুহল, ভাবনা, উৎসাহ কিছু নেই

৭| ১৪ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

মোঃ মঈনুদ্দিন বলেছেন: আমাদের সবই আছে নেই শুধু আত্মবিশ্বাস আর দৃঢ় প্রত্যয়। এই দুটোর সাথে আর ও একটি জিনিস যুক্ত করতে হবে(বাধ্যতামূলক) আর তা হলো দেশপ্রেম। আমাদের দেশপ্রেম নেই বলেই আমরা হারার আগেই হারি আর মরার আগেই মরি। ধন্যবাদ আপনার সুন্দর সম্ভবনার স্বপ্ন দেখানোর জন্য। ভালো থাকুন।

১৪ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০২

চাঁদগাজী বলেছেন:



আমাদের ৬০% লোকের নিজের জমি আছে, সমাজ আছে, অনেক কিছু আছে; কিন্তু আমাদের রাস্ট্রটাকে দখল করে নিয়েছে বুড়ো মাল মুহিত, তোফায়েল, নাসিম, বসুন্ধরা শাহ আলম; এরা টাকার পাগল, হাঁটতেও পারে না, এরা খেলাধুলার কি বুঝবে?

৮| ১৪ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

মোঃ মঈনুদ্দিন বলেছেন: আমার বাড়িতে টিভি নাই।টিভিটা দুর্ঘটনায় পড়ে ধ্বংস হয়েছে। টিভি থাকলে অলিম্পিক এর মতো এত বড় আসর মিস করিনা।

১৪ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:




শুনে আপনার জন্য খারাপ লাগছে।

৯| ১৪ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আগে তো দুই নেত্রীর অবসান হতে হবে তারপর প্ল্যান...

১৪ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

চাঁদগাজী বলেছেন:



২ নেত্রীর নামে কোন কিছু শুরু বা স্হগিত করা ভুল হচ্ছে; এদের পার্টি আছে মাথা নেই, মানুষের মাথা আছে, পার্টি নেই; মাথার দাম বেশী।

১০| ১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৪৬

বিলুনী বলেছেন: আমাদের জন্য আশা জাগানিয়া খবরতো একটা আছে । আমাদের একজন বিশ্বজয়ী তো হাতে হারিকেন নিয়ে অলিম্পিকে গেছেন । দেখিনা উনি কি নিয়ে আসেন উনার ঝুড়িতে করে আমাদের জন্য । ভাল লাগল পোস্টটি ।ধন্যবাদ

১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৪১

চাঁদগাজী বলেছেন:



৭০ বছরের উপরের লোক কি আর আনবেন? ২০ বছরের তরুণরা অলিম্পিকের আসল খেলোয়াড়

১১| ১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
বাঙালী ফুটবল প্রেমী। ক্রিকেট পাগল।


আমি খাঁটি বাঙালী।
সময় কই? B-)

বৃত্তের বাইরে আসা আমাদের কম্ম না।

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৫৮

চাঁদগাজী বলেছেন:




সময় করা মুশকিল, কিন্তু আমি করে নিই!

১২| ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৯:২৭

চিন্তিত নিরন্তর বলেছেন: ওরা ক্যান্ডি ক্রাস আর পুলের সুইমিং দুইটাই খেলে আমরা একটা খেলি।

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৫৯

চাঁদগাজী বলেছেন:




একটার দিন চলে গেছে, মিনিমাম প্যারালাল প্রসেসিং করতে হবে; সাথে ২/৪ টা নতুন থ্রেড

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.