![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
পাকিস্তানে এবং জামা্তী পরিবারগুলোতে নিশ্চয় কোন বাচ্ছার নাম আর 'শেখ মুজিবর রহমান' রাখা হয় না; কিন্তু পাকীরা ও জামাতীরা গত বছর অবধি শেখ সাহেবের মৃত্যু-দিবসটাকে অবজ্ঞা করতে সমর্থ হয়েছে বেগম খালেদা জিয়ার লিলিপুটিয়ান জন্মদিবস ও ক্ষুদ্র-শিল্পের জ্ঞানকে কাজে লাগায়ে।
এখন লাঠি মনে হচ্ছে শেখ হাসিনার হাতে, বেগম জিয়া উনার ৭০-পাউন্ড ওজনের জন্মদিনটাকে ভুলে গেছেন; মনে হচ্ছে, শেখ হাসিনা চাইলে উনার নামটাও ভুলায়ে দিতে পারবেন। ৭০ পাউন্ড ওজনের কেক খাওয়ার লোক বোধ হয় আর পাওয়া যাচ্ছে না: ড: এমাজুদ্দিন সাহেবের সুগার মনে হয় বেড়ে গেছে; মেয়র খোকাও ছাগুলে দাঁড়িতে ক্রীম লাগানোর মতো ঝামেলা থেকে মুক্তি চাচ্ছেন; এদিকে ফজলুল হক মিলন গেছেন আলাস্কায়, নাকি চিলিতে বিএনপি'র শাখা খুলতে।
বিএনপি'তে ঢাকা ইউনিভার্সিটির কয়েকজন ডক্টরেট ছিলো; তাদেরও পিএইচডি মাথায় ঢুকেনি যে, পাকীরা বেগম জিয়াকে ব্যবহার করে, আমাদের জাতীয়তাবাদী নেতাটার মৃত্যুদিবসটাকে অবজ্ঞা করছে; জুতার নীচে মাড়িয়ে দেয়ার দরকার ছিলো এসব বেকুবদের সার্টিফিকেটগুলোকে। হায়রে পিএইচডি, এখন লাঠির সামনে সোজা!
আওয়ামী লীগের হয়তো আজকে মন খারাপ হয়ে গেছে, একটা ইস্যু হাতছাড়া হয়ে গেছে, একটা বড় বিবৃতি দেয়ার সুযোগ চলে গেছে; সুরন্জিত ও নাসিমেরা কিছুটা হতাশ! আওয়ামী লীগ চাইলে ২০০৯ সাল থেকে ৭০ পাউন্ড কেক উল্টো দিক দিয়ে খাওয়ায়ে দিতো পারতো; কিন্তু উনারা চাননি, এত বড় ইস্যুকে হারাতে!
১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:০৯
চাঁদগাজী বলেছেন:
এই মহিলা একটি দেশ চালায়েছে ৩ বছর; সেই দেশে কাহারা বাস করতো?
২| ১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সব কিছুর শেষ আছে...
১৭ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:৩৮
চাঁদগাজী বলেছেন:
কারো প্রকৃতিকভাবে শেষ হয়, কারো লাঠির ভয়ে শেষ হয়।
৩| ১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
রূপক বিধৌত সাধু বলেছেন: এসব পিএইচডি ডিগ্রিতে কী হবে? দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য!
১৭ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:৩৯
চাঁদগাজী বলেছেন:
এগুলো ঠিকমত পিএইচডি করেনি, এটা আমার ধারণা
৪| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০০
আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী,
কঠিন বলেছেন তবে সত্যটাই !
পিএইচডি হলেই জ্ঞানী হয়না , বড়জোড় জ্ঞানপাপী হওয়া যায়!!!!
১৭ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:৩৭
চাঁদগাজী বলেছেন:
ড: মঈন খান নিজকে সন্মান করতে শিখলেন না, হতবাক হলাম
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:০৪
ডঃ এম এ আলী বলেছেন: যাহোক এত দিনে সুমতি হয়েছে । তবে উনি জন্মদিন ভুলেন নাই , পেনডিং রেখেছেন , আর ভুলের ব্যপারে মাথা ব্যাথাও নাই কারণ একটা ভুললেও আরো কয়েকটা হাতে থাকার কথা ।