নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

কেক কাটেনি, সেটাও অপরাধ, আওয়ামী লীগ জাতির জন্য বড় এক দু:খ

১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:২০



বেগম খালেদা জিয়া আসলে ভয় পেয়ে গেছে, কেক কাটেনি; পরোক্ষভাবে জাতির জন্য ভালো হয়েছে; কারণ, উনি কেক কেটে পাকিস্তান ও জামাতকে সুযোগ করে দিয়েছিল শেখ সাহেবের মৃত্যু দিবসটিকে অবজ্ঞা করতে। শেখ সাহেব যতটুকু পেরেছেন বাংগালীদের জন্য করেছেন, যা পারেননি তার জন্য কিছু আর করার নেই, কারণ তিনি নেই; তবে, তিনি পাকিস্তানী মিলিটারীর মুখের উপর বুটের লাথি মারার জন্য বাংগালীদের এক করেছিলেন।

যাদের নিয়ে জেনারেল জিয়া বিএনপি গঠন করেছিল, তারা বাংলাদেশ চাহেনি; বেগম খালেদা জিয়া যাদের নিয়ে সরকার করেছিলেন, তারা বাংলাদেশে গণহত্যা চালিয়েছিল। শেখ হাসিনার ৩৫ বছর লেগেছে বিএনপি'র লাগাম টেনে ধরতে; এই প্রথমবার বেগম জিয়া কেক কাটেনি; মনে হচ্ছে ভয়ে। যে কারণেই হোক বন্ধ তো করেছে!

কিন্তু আওয়ামী লীগের অনেক নেতা ইহাকে 'প্রতারণা' ইত্যাদি বলে ইস্যুটিকে জীবিত রাখতে চাচ্ছে। আওয়ামী লীগ গঠিত হয়েছিল বাংগালীদের স্বপ্নকে বাস্তবায়ন করতে; সেই আওয়ামী লীগকে কৌশলে হোসেন শহীদ সোহরোয়ার্দী আমেরিকান পন্হী করে, দলের ত্যাগীদের বিতাড়িত করে; সেটা ছিল এক অপযাত্রা।

যাক, ১৯৭০ সালে জাতি আওয়ামী লীগকে জয়ী করে; অবশ্যই ১৯৭২ সালে জাতি দেখেছে যে, আওয়ামী লীগ যা বলেছে, সেটা তারা বুঝে না, বা করবে না। শেখ সাহের মৃত্যুর পর, এক নতুন আওয়ামী লীগের সৃস্টি হয়েছে, যাহা একটি দল, কিন্তু কোন রাজনৈতিক আদর্শের দল নয়।

আজকে আওয়ামী লীগের একমাত্র আদর্শ হলো, "বিনপি থেকে ভালো', এর চেয়ে বেশী কিছু নয়। বিএনপি ও আওয়ামী কোন্দলের জন্য জাতি চরম মুল্য দিয়েছে; জাতি চেয়েছিল যে, এরা শান্ত হোক; কিন্তু ভয়ংকর দল ২টি মোটামুটি দেশে ভয়ংকর রাজনৈতিক পরিবেশের সৃস্টি করে সাধারণ মানুষকেও অপরাধী করে তুলেছে।

২০১৫ সালের '৯১ দিনের তান্ডবে, ১ জন আওয়ামী লীগার বা বিএনপি'র লোক মরেনি; মরেছে, পুড়েছে সাধারণ মানুষ'। তাই মানুষ আজও চায় এরা শান্ত হোক। এখন চাপে পড়ে খালেদা জিয়া থামার পরও, কেক ইস্যুকে জীবিত রাখার জন্য আওয়ামী লীগ চেস্টা করছে; আওয়ামী লীগ বাংগালী জাতির দু:খ হিসেবে ইতিহাসে যাবে।

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: বঙ্গীয় জনপদে রাজনীতির ক্রান্তি লগ্ন চলছে! এখন কেউ আর দেশের জন্য রাজনীতি করেনা, করে আত্মস্বার্থ চরিতার্থ করার জন্য । রাজনীতি মোটামুটি উত্তপ্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে ।

১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:০৭

চাঁদগাজী বলেছেন:



বিএনপি'র পতন হয়ে যাক, তখন আওয়ামী লীগের দিকে মানুষের নজর পড়বে; আওয়ামী লীগ বিেনপি'কে ছোট আকারে ধরে রাখবে।

২| ১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৩৮

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: রাজনীতি এখন সবচে লাভজনক এবং নিরাপদ পেশা।ইনভেস্ট নাই বল্লেই চলে।পড়াশুনা জানলে ভাল না জানলে ক্ষতি নেই।

১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:০৯

চাঁদগাজী বলেছেন:



বাংগালীরা ইনভেস্টমেন্ট খেলা বন্ধ করবে, কেহ হিজরত করবে মালয়েশিয়ায় কেহ সৌদীতে, কেহ লন্ডনে, কেহ দিল্লিতে

৩| ১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ত্যাগী লোকের মূল্যায়ন নাই, আওয়ামী লীগে তীর্থেরকাক হাইব্রীটদের জয়জয়কার ।

১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:



এখন আওয়ামী লীগে, জাতির চেয়ে পার্টি বড়, সবাই কিছু একটা পাচ্ছে; ওদের লজিক হচ্ছে, ওরা না নিলে বিএনপি নিয়ে নেবে, টিকতে হবে।

৪| ১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

শ্রাবণধারা বলেছেন: ঠিক বলেছেন চাঁদগাজী ভাই । দুঃখিত হতাম এই ভেবে যে একজন সো-কলড নেত্রী কত বড় হাগু-মস্তিস্ক হলে ১৫ আগস্টে জন্মদিনের কেক কাটতে পারে ! এবার অন্তত সেটা থেকে তিনি বিরত থেকেছেন, এটাই বা কম কি?

১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

চাঁদগাজী বলেছেন:



কিন্তু আওয়ামী হানিফ, নাসিম, ড: হাছানের তাও পছন্দ নয়; উনাদের ইস্যু হারায়ে যাচ্ছে; নতুন কিছু আবার মুখস্হ করতে হবে, সমস্যা!

৫| ১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সাকা, নিজামীর পর এই ইস্যুটাও মারা গেল। বাকী আছে জামায়াতে ইসলামী। সেটা নিষিদ্ধ হয়ে গেলে আওয়ামী লীগের আর কোন ইস্যু থাকবে না। অবশ্য শেখ হাসিনারও বয়স হয়ে গিয়েছে। আর কত?

১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

চাঁদগাজী বলেছেন:




আওয়ামী লীগ নিজেদের আখের গুছায়ে ফেলেছে; মনে হয়, ক্লান্ত!

৬| ১৯ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৩১

মোঃ মঈনুদ্দিন বলেছেন: হ্যাঁ, সত্যিই তাই। কেহ যদি ফ্যাসাদ এড়াতে চায় বা ঝামেলা থেকে সরে এসে শান্তি চায় তবে মানুষ এটাকে তার দূর্বলতা ভাবে। খালেদা জিয়া যে কোন কারণেই হোক এই অপকর্মটি এতদিন করে এসেছে কিন্তু এবারে ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে। তো, আমাদের কি করার দরকার ছিলো? অন্তত উনাকে একটা অপচেষ্ঠা থেকে সরে আসার জন্য ধন্যবাদ দেয়া দরকার ছিল। এতে রাজনৈতিক অপালাপ আর অস্থিরতার আংশিক সমাপ্ত হতো। এই চিত্র আমাদের বাঙ্গালীদের চিরতরে নিশ্চিহ্নের ইঙ্গিত মাত্র। :(

১৯ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৪২

চাঁদগাজী বলেছেন:




২ দলের ভয়ংকর আচরণে ও হিংসাত্মক কাজে জাতি বিধ্বস্ত হয়ে, ওরা ঠিক আছে।

৭| ১৯ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:১১

সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর একটা পৃথিবি গোড়তে হলে
সুন্দর মনের সুন্দর মানুষ চাই

২০ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:০৩

চাঁদগাজী বলেছেন:



আগামী ৫০ বছর কস্টকর সময় যাবে বিশ্বে।

৮| ১৯ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৩

সাহসী সন্তান বলেছেন: বিএনপির অবস্থা হয়ে গেছে এখন অনেকটা সাপের ছুঁচো গেলার মত। গিলতেও পারছে না, আবার ওগরাতেও পারছে না! তবে এক্ষেত্রে আমিও অনেকাংশে আওয়ামীলীগকেই দ্বায়ী করবো। কারণ যারা ভাল হতে চায় তাদেরকে অন্তত একবার সুযোগ দিয়ে দেখা উচি। বারবার এভাবে খুঁচাইলে পরবর্তিতে দেখা যাবে- যে লাউ হেই কদু!

পোস্টের টপিকটা ভাল ছিল! তবে এধরনের কথাবার্তা গুলো আদৌকি আমাদের সরকারি মহলের কারো কানে গিয়ে পৌঁছবে?

২০ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:০৫

চাঁদগাজী বলেছেন:



ব্লগে যা আলোচনা হয়, এগুলো আদর্শ আলোচনা; সরকারে আদর্শ মানুষ নেই।

৯| ১৯ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৫

খায়রুল আহসান বলেছেন: যা বলার রূপক বিধৌত সাধু প্রথম মন্তব্যেই বলে দিয়েছেনঃ রাজনীতি মোটামুটি উত্তপ্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে -

১৯ শে আগস্ট, ২০১৬ রাত ৯:১৬

চাঁদগাজী বলেছেন:




সেটা আোয়ামী লীগ ও বিএনপি'র মাঝে; মানুষকে রাজনীতি থেকে দুরে ঠেলে দিয়েছে ২ দল।

১০| ১৯ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই দেশ থেকে একদিন হানাহানি বন্ধ হবে , মানুষ কথা নয় কাজে বিশ্বাস করবে , আমরা সেই দিনের অপেক্ষায় ---

২০ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:০৬

চাঁদগাজী বলেছেন:



মনে হচ্ছে, মানুষের পিঠ দেয়ালে ঠেকেছে, কিছু একটা ঘটবে।

১১| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৩৩

মহা সমন্বয় বলেছেন: "বাঙলাদেশে জঙ্গিদের স্কুল হল জামাত-শিবির, আর শিক্ষক হল তারেক। খালেদা হল তাদের উপদেষ্টা।"

২১ শে আগস্ট, ২০১৬ রাত ১:২৭

চাঁদগাজী বলেছেন:



তারেক বিদেশ বসে অনেকের সাথে যোগাযোগ রেখে চলেছে; পাকীদের বড় আড্ডা লন্ডনে ।
তবে, আওয়ামী লীগ জাতিকে নিজের সাথে নিতে ষক্ষম হচ্ছে না।

১২| ২১ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৩৪

আহসানের ব্লগ বলেছেন: :|

১৩| ২১ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৬

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগ কি চায়, কখনো পরিস্কার নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.