নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

পোড়া আলুর আশায় বেগম জিয়া সুন্দর বনে আগুন লাগালো অবশেষে

২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:০০



পোড়া আলুর আশায়, বেগম জিয়াই অবশেষে সুন্দর বনে আগুন লাগায়েছেন, মানুষের ১ বছরের প্রচেস্টা, এক বছরের প্রতিবাদ, ১ বছরের কস্ট এক নিমেষে ধুলায় মিশে গেছে; উনি আর দাবী পাননি, রামপাল বিদ্যুত কেন্দ্র বাতিলের দাবী জানালেন! মানুষের গত এক বছরের প্রচেস্টা সবে মাত্র প্রধানমন্ত্রীর মগজের মাঝে ভাবনার ছোট একটা ক্রিস্টালের জন্ম দিচ্ছিল, ঠিক সেই সময় বেগম জিয়া পোড়া আলুর খোঁজে সুন্দর বনে এসে উপস্হিত; এখন প্রধানমন্ত্রী আর সরবে না; প্রধানমন্ত্রী বেগম জিয়াকে জয়ী হতে দেবেন না, সোজা কথা! বেগম জিয়ারও একটা পোড়া আলু খুবই দরকার!

গত ২৫ বছরে উনাদের ২ জনের কারনে জাতি ৫০ বছর পেছনে গেছে; আওয়ামী লীগ ও বিএনপি যেসব ভয়ানক ভয়ানক হরতাল করেছে, সেগুলো ইউরোপে হলে সিভিলওয়ার হিসেবে গণ্য হতো। গত '৯১ দিনের তান্ডবে' ২০০ মানুষকে পোড়ায়ে মেরেছে, ৫০ জনেরও বেশী মেয়েই পংগু হয়ে গেছে, যাদের এ জীবনে আর বিয়ে হবে না; ১ জন আওয়ামী লীগার, ১ জন বিএনপি-জামাতের লোক মরেনি।

গত তান্ডবে ৮ বছরের কিশোরী ঢাকা শহর দেখতে এসে প্রাণ হারায়েছে; হাসপাতালে ১ মাস ভোগান্তির পর মারা গেছে শিশু, যে নিজের মা-বাবার নাম বলতে পারেনি; এদের জন্য কাঁদেনি বেগম জিয়া, কেঁদেছিলো মইনুল রোডের বাড়ীর জন্য; ১ টাকায় কিনে ৩০ বছর বসবাস করেছিলো সেখানে। এদের জন্য মির্জা ফখরুল কাঁদেনি, কেঁদেছে বিএনপি'র বোমাবাজদের জন্য।

ভেবেছিলাম, টাকশালের চাবি হাতে না পেয়ে বেগম জিয়ার মন খারাপ; কিন্তু এখন দেখা যাচ্ছে যে উনি সুন্দর বনকে রক্ষা করতে চান; সুন্দর বনের কপাল পুড়লো, সনদেহ নেই। বিএনপি'র কেহ যদি উনাকে বুঝায়ে বলতে পারেন যে, সুন্দর বন আমাদের দরকার নেই, উনি যেন ওখানে, বনের ঠিক মাঝখানে বিদ্যুত কেন্দ্র চান, তা'হলে হয়তো রক্ষা হবে, না হয় বন শেষ!

মন্তব্য ৪১ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:০৪

অলিসাগর বলেছেন: হা হা.।আপনি পারেন ও..

২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:০৬

চাঁদগাজী বলেছেন:



আমাদের পোড়া কপাল, বেগম জিয়া পোড়া আলু খুঁজতে সুন্দর বনে উপস্হিত। উনি কি করে জানলেন যে, সুন্দর বন বাংলাদেশে?

২| ২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৩৪

নিরাপদ দেশ চাই বলেছেন: আমাদের দেশে রাজনীতিবিদ মানেই অমানুষ। এদেরকে মানুষ হিসেবে গন্য করাটাই ভুল।

২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৫৬

চাঁদগাজী বলেছেন:



যারা এই ব্যবসায়ের স্বাদ পেয়েছে, তারা ভয়ংকর হয়ে উঠেছে; এরা কোটী কোটী মানুষের সুযোগ সুবিধাকে দখল করে রাজাদের মত জীবন যাপান করছে।

৩| ২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:২৮

অ্যালেক্স আমিন বলেছেন: হিলে-পাটায় ঘসাঘসি, মরিচের মরণ।

উফঃ....এই খেলা কবে যে শেষ হয়।

২৫ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

চাঁদগাজী বলেছেন:




বাংগালী শিক্ষিত সমাজ চাইলে শিল ও পাটাকে দরজার বাইরে, উঠোনের কোনায় রেখে দিতে পারতো এখুনি।

৪| ২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:১০

প্রামানিক বলেছেন: গত ২৫ বছরে উনাদের ২ জনের কারনে জাতি ৫০ বছর পেছনে গেছে; আওয়ামী লীগ ও বিএনপি যেসব ভয়ানক ভয়ানক হরতাল করেছে, সেগুলো ইউরোপে হলে সিভিলওয়ার হিসেবে গণ্য হতো।

বাস্তব সত্য কথাই বলেছেন।

২৫ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

চাঁদগাজী বলেছেন:




আমাদের জীবনের মানকে নীচুতে ধরে রেখেছে দু'জনই, আফ্রিকান মাথা নিয়ে বাংলাদেশ চালায়েছেন।

৫| ২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:০৬

দেবজ্যোতিকাজল বলেছেন: আমার একটা প্রশ্ন ,সরকার কি জেনে শুনে ভুলকরছেন?

২৫ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:





ভুল অবশ্যই করছে, কারণ ভুল লোকেরা এগুলোর প্ল্যানিং করছে।

৬| ২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৩

শ্রাবণধারা বলেছেন: লেখাটা পড়ে বেশ মজা পেলাম চাঁদগাজী ভাই । রামপাল নিয়ে খালেদার সাম্প্রতিক মন্তব্য শুনে চমকে উঠেছিলাম । উনি আসলে বিরাট পরিবেশবাদী ন্যাতা, এতদিন সুন্দরবনে ধ্যাণ করছিলেন । দুই দিন পরে হয়ত শোনা যাবে রামপালে পরিবেশের ক্ষতি নিয়ে ডঃ তারেক জিয়ার গবেষণাপত্র আছে !!!!

২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৪

চাঁদগাজী বলেছেন:



মানুষকে ২য় আন্দোলনে যেতে হবে, বেগম জিয়াকে এই আন্দোলন থেকে দুরে রাখতে।

৭| ২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:১৫

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: তেনারা স্বপ্নের মইধ্যে আছেন।ভাবছিলেন ৫ বছর পর ক্ষমতা পাইবেন।এখন দেখেন ১৫ বছরেও সন্দেহ আছে! এখন হাসিনা সরকার ভূল করলে তবেই রক্ষে।সেই ঘুটিই চালছে।

২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০২

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা ভুলের উপরই আছেন; কিন্তু হাতে বড় লাঠি নিয়ে হাঁটছেন; উনাদের দাবী হলো উনারা বিএনপি থেকে ভালো

৮| ২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:২৮

গোফরান চ.বি বলেছেন: পোড়া আলুর আশায় বেগম জিয়া সুন্দর বনে আগুন লাগালো অবশেষে

শিরোনামে +

২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:




উনি মানুষের আন্দোলন দখল করেছেন; উনি স্বর্ণ হাতে নিলে মাটি হয়ে যাবে।

৯| ২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩৬

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: বিএনপির চেয়ে ভাল এই দাবির যথার্থতা আছে বলে আমি মনে করি।

২৫ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

চাঁদগাজী বলেছেন:




বিএনপি-জামাত হলো মারাঠাদের দল, 'উহার থেকে ভালো' বলে কোন স্টানডার্ড থাকাই উচিত নয়।

১০| ২৫ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনার পোস্টের মতই আপনার সেন্স অফ হিউমারও উচ্চমার্গীয়। এসব রুটিন কথা। শেখ হাসিনা যা চাইবে তাই হবে। বি এন পি জাস্ট আই ওয়াশ করে রাখলো যাতে পরবর্তীতে কেউ দোষ দিতে না পারে এই ইস্যুতে বিএনপি নীরব ছিল কেন...

২৫ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

চাঁদগাজী বলেছেন:






তবে, বেগম জিয়া যদি সুন্দর বনের ভালো চান, মানুষের আন্দোলন থেকে উনাকে দুরে থাকতে হবে; শেখ হাসিনা আর যা হোক, বেগম জিয়ার নেতৃত্ব ওখানে সহ্য করবেন না।

১১| ২৫ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

শ্রাবণধারা বলেছেন: লেখক বলেছেন: "মানুষকে ২য় আন্দোলনে যেতে হবে, বেগম জিয়াকে এই আন্দোলন থেকে দুরে রাখতে। " " উনি মানুষের আন্দোলন দখল করেছেন; উনি স্বর্ণ হাতে নিলে মাটি হয়ে যাবে।"

হে হে হে হে হে । ব্যাপার না, দুইদিন পরেই উনি ভুলে যাবেন রামপালটা আবার কি জিনিস - এটা খায় না মাথায় দেয় !!!

২৫ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

চাঁদগাজী বলেছেন:




রাহুর মত অবস্হা উনার; বিএনপি ভাবছে পদ্মফুলের জন্য গোবর দরকার!

১২| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৫৪

নোমান প্রধান বলেছেন: ভালো বলেছেন , ব্যাপার গুলো এমনই

২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৯:০৮

চাঁদগাজী বলেছেন:




২ জনে মিলে পেছনের দৌড়ার প্রতিযোগীতা করছেন, সাথে টেনে নিয়ে যাচ্ছেন জাতিকে।

১৩| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১:৩৮

গেম চেঞ্জার বলেছেন: এই লেখা দেখলাম কপি হয়েছে ফেসবুকে!! :|

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ২:০৮

চাঁদগাজী বলেছেন:




তাই, কোন একাউন্টে?

১৪| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ২:১৪

গেম চেঞ্জার বলেছেন: এই যে, Monirul Islam Milon

২৬ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:৪০

চাঁদগাজী বলেছেন:



খারাপ নয়, ভালো হয়েছে; মনে হয়, আমার লেখা উনার পচন্দ হয়েছে

১৫| ২৬ শে আগস্ট, ২০১৬ ভোর ৫:৪২

বিলুনী বলেছেন: খালেদা জিয়া রামপাল নিয়ে আন্দোলনের বারটা বাজায়ে দিল । এখন এটা নিয়ে আর কেও রাস্তায় নামতে সাহস পাবেনা । গত ৯১ দিনের আগুন সন্ত্রাসের মামলাগুলি উঠে নাই । হাজার হাজার বেনামী নাম আছে মামলার তালিকাভুক্ত । কোন কিছু নিয়ে রাস্তায় নামলেই হলো , রামপাল নিয়ে পুলিসি কেইস আর ৯১ দিনের আগুন সন্ত্রাসের কেস দুটা ভিন্ন জিনিস , রামপাল নিয়ে হলে হতো মান মর্যাদা গৌরব আর আগুন সন্ত্রাসের মামলা হয়ে যাবে মহা ঘৃনীত, যদি এর আওতায় ধরা খায় পুলিশের কাছে । তাই বলছিলাম সর্বস্তরের ও সব দলের একটি অান্দোলনকে খালেদা একটি বিশেষ দলের অান্দোলনে নিয়ে যাওয়ার জন্য যে কাজটা করলেন এর মাসুল কে দিবে । এটা নিয়ে জাতি ছিল ঐক্যবদ্ধ , তিনি এটাতে ফাটল ধরিয়ে দিলেন । দেখা যাক এখন তিনি ৯১ দিনের আগুন সন্ত্রাস মামলা সামাল দেন রা রামপাল সামাল দেন । রামপালে বিদ্যুত কেন্দ্র নির্মান বিষয়টি হাসিনা উনার জন্ম দিনের কেক কাটার মত ওয়ানটুর মধ্যে বন্ধ করে দিতে পারে এর জন্য তাকে কোন আন্দোলন করতে হবেনা । এরকম ১৩২০ মেগাওয়াট প্রকল্প তার পকেটে অনেক আছে । কিন্তু তিনি ৯১ দিনের আগুন সন্ত্রাসের মামলা বন্ধ করবেন কিভাবে , এই আন্দোলনে ফালু , মালু খোকা , পিন্টু , মিন্টু , তারেক, বাবর , আব্বাস , আলাল , দুলাল, কাওকেইতো পাশে পাবেননা , কিছু জনতা থাকতো তারাওতো আর আগুন মামলার ভয়ে কাছে ভিরবেনা । এখন বুঝেন, খালেদা হিসাবে আবারো একটা বড় ভুল করেছে । পুরা আলু তো খেতেই পারবেনা বরং রাগে দুংখে নীজেই নীজের মাথার পরচুলাটা টেনে ছিড়া ছাড়া আর কি করবে ভাবাই যাচ্ছেনা ।
যাহোক, এখন অপেক্ষা করার পালা, দেখা যাক জং বিশারদ তারেক এখন লন্ডনে বসে সুন্দরবনের উপর কি গবেষনা থিসিস জাতিকে উপহার দেয় ।

২৬ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:৪২

চাঁদগাজী বলেছেন:



মানুষকে এখন আন্দোলন করতে হবে, খালেদা জিয়াকে অবসরে পাঠানোর জন্য

১৬| ২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৩৪

ডঃ এম এ আলী বলেছেন: খবরের কাগজে এ খবরটা পাঠ করে একটু থমকে পড়েছিলাম । মনে হয়েছিল রামপাল নিয়ে গড়ে উঠা আন্দোলনটা কি মাঠে মারা যাবে নাকি । এখন তো দেখি তাই ঘটতে যাচ্ছে , পোস্টের লিখা ও সহব্লগারদের লিখা মন্তব্য দেখে । খালেদা জিয়া মনে হয় সত্যই অান্দোলনটাকে দলীয়করন করছে শেষ পর্যায়ে এসে । আন্দোলনের কৃতিত্ব নিতে হলে একে নিজে গড়তে হয় । এখন যেটা হচ্ছে সেটা মনে হয় অপহরণ । হাসিনা এমনিতেই সহজেই পিছুটান দিত , যেমন দিয়েছিল আরিয়াল বিলে বিমান বন্দর করা নিয়ে । এখন পানি কোনদিকে গড়ায় কে জানে তবে এর খেসারত দিতে হবে মনে হয় অনেক ।
ধন্যবাদ ভাল একটি বিষয়ে লিখার জন্য ।

২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩২

চাঁদগাজী বলেছেন:



এখন মানুষকে ২য় আন্দোলন করতে হবে, খালেদা জিয়াকে আন্দোলন থেকে বেদখল করতে

১৭| ২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪১

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতিউত্তরের জন্য ।

১৮| ২৬ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধুর। অমানুষ।

২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৯

চাঁদগাজী বলেছেন:



আসলেই, সন্দেহ নেই

১৯| ২৬ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধুর। অমানুষ।

২৬ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

চাঁদগাজী বলেছেন:




সন্দেহ নেই

২০| ২৬ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০১

সাদা মনের মানুষ বলেছেন:
বিএনপি'র কেহ যদি উনাকে বুঝায়ে বলতে পারেন যে, সুন্দর বন আমাদের দরকার নেই, উনি যেন ওখানে, বনের ঠিক মাঝখানে বিদ্যুত কেন্দ্র চান, তা'হলে হয়তো রক্ষা হবে, না হয় বন শেষ!........আপনার মতো করে বিষয়টা নিয়ে আমিও ভাবছিলাম যে, খালেদা জিয়ার এখানে আসা কতটুকু সঠিক হলো। তবে আমি এখনো আশাবাদী।

২৬ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

চাঁদগাজী বলেছেন:





৩৩ বছরের অবদান, অপরাজনীতির অবসান ঘটায়ে উনার দরকার অবসর; জাতির ক্ষতি ছাড়া কিছু করার দক্ষতা উনার ছিলো না কোনদিন।

২১| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:২৯

জে.এস. সাব্বির বলেছেন: খালেদা নাকি রাজনীতি বুঝে না! এখন দেখি ব্যাপক ঞ্জানী!!

ভাই চাঁদগাজী- বিএনপিতে এমন কেউ নেই যে উনাকে বুঝাবেন ,"এটা বিএনপির নয় জনমানুষের আন্দোলন ।এখানে কাঁদাছোড়াছুড়ির পরিনাম ভয়ঙ্কর ।'' তার থেকে ভাল হয় যদি- খালেদা জনগণতে ব্যবহার না করে বরং কি করে জনগণ খালেদাকে ব্যবহার করতে পারে তার পলিসি তৈরী করা ।আপনি এর একটা রূপরেখা প্রণয়ন করতে পারেন ।সবশেষে- সুন্দরবনকে বাঁচাতে হবে ।।

২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৮

চাঁদগাজী বলেছেন:




বেগম জিয়ার সব পথ বন্ধ, উনি সুন্দর বন সম্পর্কে কিছু বললেই শেখ হাসিনা ক্ষেপে যাবে, সেটা হবে জাতির জন্য ভয়ংকর; বেগম জিয়ার উচিত রাজনীতি থেকে সরে যাওয়া।
বিদ্যুত কেন্দ হবে না, হলেও পরিত্যক্ত হবে। মনে হয়, প্রশাসনের লোকজন এটা করছে, ইউএন থেকে টাকা পাবার আশায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.