নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ভারত কোন অবস্হাতেই রামপালে বিনিয়োগ করার কথা নয়

২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:০৯



এটা আমার লজিক্যাল অনুমান মাত্র, কোন তথ্যভিত্তিক সংবাদ নয়; অবস্হা দেখে মনে হচ্ছে, রামপাল নিয়ে মানুষের অসন্তোষ ভারতের ফাইন্যানসিয়াল ব্যাংক এক্সিমের লোকেরা পর্যবেক্ষণ করছে, এবং এই ধরণের প্রকল্পে তারা শেষ অবধি বিনিয়োগ করবে না; যদিও মুল বিনিয়োগের মাঝে ভারতীয় অংশ মোটামুটি নগণ্য। যেসব ভারতীয় নাগরিক এক্সিম ব্যাংকে বড় বড় সিদ্ধান্ত নেন, তারা নিজের প্রফেশানেল জীবনকে বাজী রেখে এই প্রজেক্টে বিনিয়োগ করতে যাবে না।

বাংলাদেশের মানুষের প্রতিবাদ ব্যাংকের উঁছু পদের লোকেরা খেয়াল করছে, এবং একই সাথে ভারতীয় দুতাবাস নিশ্চয়ই বিনিয়োগের নিরপত্তা নিয়ে ভারত সরকার ও ব্যাংককে রিপোর্ট করবে; এ ধরণের রিপোর্ট অডিট গ্রুপের হাতেও যাবে; ফলে, কোন বড় কর্মকর্তা কোন অবস্হায়ই রিস্ক নিতে চাইবে না।

ভারতীয়রা বিনিয়োগ না করলে, তখন সরকারের টনক নড়বে; সরকার ১ম দিকে গলাবাজী করবে ও পদ্মাসেতুর উদাহরণ দেখায়ে নিজেদের টাকায় অর্থায়নের কথা বলবে; কিন্তু এই প্রজেক্টের জনপ্রিয়তা পদ্মাসেতুর মতো কিছু তো নয়, বরং মানুষের রোষানলের প্রজেক্ট; ফলাফল হবে, প্রশাসনের লোকজনও ক্রমেই প্রজেক্ট নিয়ে আর উৎসাহ দেখাবে না।

আমার মনে হয়, রামপালের ভবিষ্যত পরিস্কার হয়ে যাবে শীঘ্রই; সহসাই হয়তো সরকারী উৎসাহে ভাটা পড়বে।

মন্তব্য ৪২ টি রেটিং +১/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:২৬

নিরাপদ দেশ চাই বলেছেন: আশা করি জনগনের বিজয় হবেই। সুন্দরবনকে আমরা রক্ষা করবই।

২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৩০

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা চাইলে মানুষের ইচ্ছানুসারে কাজ করে, নিজেও জয়ী হতে পারেন; সেটা উনার হাতে আছে এখনো।

১৯৭২ সালে যখন জনগণ জয়ী হয়নি, শীঘ্রই জয়ের কোন সম্ভাবনা নেই।

২| ২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৩৭

নিরাপদ দেশ চাই বলেছেন: দলবাজ তবলা বাদকের সাথে তর্কে আমি যাই না।
ঘোড়া আর গাধায় তর্ক লাগিলো...
ঘোড়া---ঘাসের রঙ সবুজ
গাধা----ঘাসের রঙ হলুদ
ঘোড়া---ঘাসের রঙ সবুজ
গাধা----ঘাসের রঙ হলুদ
তর্ক আর শেষ হয় না, তর্কের মাত্রা যখন অনেক বাড়িয়া গেল তখন ঘোড়া আর গাধাকে সবাই ধরিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় লইয়া আসিল। সদর থানার ওসি মহোদয় সব শুনিয়া ঘোড়াকে হাজতে রাখিতে নির্দেশ দিলেন, সেন্ট্রি তাহাকে হাজতে লইয়া যাইতে উদ্যত হইল, ঘোড়া চিৎকার করিতে লাগিল, আশে পাশের সবাই চিৎকার করিতে লাগিল কি অবিচার!!! কি অবিচার!!! ঘোড়া বলিল "হুজুর সত্য করিয়া বলেন তো ঘাসের রঙ তো আসলেই সবুজ তাই না?" "আরে বেটা ঘাসের রঙ তো আসলেই সবুজ, কিন্তু তুই কেন গাধার সাথে তর্ক করিলি, তাই তোকে হাজতে দিলাম" ওসি বলিল...।

২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৪৫

চাঁদগাজী বলেছেন:




ভালো, তর্ক করে লাভ নেই, আপনি ঘোড়া ও গাধা দুটোই হয়ে যান, তর্কের অবসান।

৩| ২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:২১

বিজন রয় বলেছেন: দরকার নেই।

২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৭

চাঁদগাজী বলেছেন:



ভারতীয় ব্যাংকের লোকেরা না করবে, এর ফলাফল জানা যাবে শীঘ্রই

৪| ২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:২৩

বিজন রয় বলেছেন: আমেরিকা বাদ দিয়ে দেশ নিয়ে লিখলেন দেখে ভাল লাগল।

২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৬

চাঁদগাজী বলেছেন:



আমি দেশ নিয়েই আলোচনা করি মোটামুটি, আমেরিকার ভোট নিয়ে আলোচনা করছি এ জন্য যে, আমেরিকা সম্পর্কে বাংগালীদের ধারণা সঠিক থেকে অনেক কম।

৫| ২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:২৫

নীল আশরাফ বলেছেন: বাংলাদেশের পেছনে বাশ দেবার জন্য ভারত সব কিছুই করবে। দরকার হলে নিজের নাকও কাটবে। আপনি যা বললেন এগুলো নিকৃষ্ট দলবাজি ছাড়া আর কিছুই নয়।

২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:



আমার নিজস্ব দল নেই, তবে আপনার কম কম বুদ্ধির আগাছায় দেশ ভরে যাচ্ছে। ভারত আপনাকে বাঁশ দিচ্ছে হয়তো, তবে আপনি নিজকেও বাঁশ দিচ্ছেন, এতে সন্দেহ নেই।

৬| ২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৩০

বিলিয়ার রহমান বলেছেন: আমার মনে হয়, রামপালের ভবিষ্যত পরিস্কার হয়ে যাবে শীঘ্রই; সহসাই হয়তো সরকারী উৎসাহে ভাটা পড়বে।

আপনার মনে হওয়াটাই আমাদের সকলেরই কামনা।

২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১১

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার আশে পাশে যারা আছেন, যারা উনাকে এসব টেকনোলিজী ও বিনিয়োগে সাহায্য করার কথা, োরা উনার চেয়ে কম জানেন; ফলে, উনি নিজের মতের বাহিরে সঠিক কোন বুদ্ধি পাচ্ছেন না; কিন্তু ভারতীয়রা নিশ্চয় বিনিয়োগের রিস্ক নিয়ে উনার সাথে কথা বলবেন।

৭| ২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৪০

জে.এস. সাব্বির বলেছেন: এরকমটা হওয়ার কোন সম্ভাবনা দেখিনা ।।জনগণের তীব্র বিরোধীতাকে শেখ হাসিনা বরাবরই বিরোধী দলীয় বিরোধীতা বলে বিবেচনা করে ।তার উপর বেগম খালেদা এটাকে তার আন্দোলন করে ঘোষণা দিয়ে ফেলছে ।যার ফলাফল- যেকোন মূল্য শেখ হাসিনা রামপালে এই বিদ্যুত্‍কেন্দ্র স্থাপন করে দেখাবে ।।

ভারতের এক্সিম ব্যাংক দেশের অবস্থা সম্পর্ক ভালভাবেই অবগত বুঝা যায় ।শেখ হাসিনা যেটা বুঝাবেন তারা তাই বুঝবেন ।তার উপর এক্সিম ব্যাংকের ১০০ভাগ গ্যারান্টর হয়েছে বাংলাদেশ সরকার ।তাদের দুশ্চিতার কোন কারণ নাই!

সুন্দরবনের ভবিষ্যত্‍ স্পষ্ট ।

২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৮

চাঁদগাজী বলেছেন:



প্রজেক্টে যাই ঘটুক, ভারতের বিনিয়োগ ভারত ফেরত পেয়ে যাবে; কিন্তু যারা বিনিয়োগের জন্য সিদ্ধান্ত দেবেন, তাদের বদনাম হবে, সেটা রিস্ক না নেয়ার সম্ভাবনা আছে।

শেখ হাসিনা মনে প্রাণে, উনার দক্ষতা দিয়ে মানুষের জন্য চেস্টা করছেন, সন্দেহ নেই; কিন্তু উনার দক্ষতা বর্তমান বাংলাদেশের জন্য যথেস্ট নয়, উনাকে শিক্ষিতদের পরামর্শ নিতে হবে, পশ্চিমের দেশসমুহকে অনুসরণ করতে হবে; এবং '৯১ দিনের তান্ডবের বিচার' করতে হবে।

৮| ২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:২৭

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: আপনার এই মনে হওয়াটার জন্য শুভ কামনা রইল।বাট আমার মনে হয় না ঘটনা এমন ঘটবে।আমরা আন্দোলন করে এখনও বিশ্বের দরবারে আমাদের দবি দওয়া নিয়ে হাজির হতে পারি নাই

২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০২

চাঁদগাজী বলেছেন:




এখানে বিনিয়োগের ব্যাপার আছে, এক্সিম ব্যাংক নতুন করে ভাবতে শুরু করবে; যদি প্রজেক্টে সমস্যা হয়, অনেক ডিরেক্টর ধরা খাবেন অডেটের হাতে; ফলে, ওরা রিস্ক নেবে না, মনে হয়।

৯| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩৪

কাঙ্গাল মুরশিদ বলেছেন: "শেখ হাসিনা মনে প্রাণে, উনার দক্ষতা দিয়ে মানুষের জন্য চেস্টা করছেন, সন্দেহ নেই;"

আর সেই শেখ হাসিনাই ঘোষনা দিয়েছেন রামপালে বিদ্যুৎ কেন্দ্র হবেই।

আর একটা বিষয় চিন্তা করুন - আপনার এবং আপনার নেত্রি শেখ হাসিনা উভয়ে বিশ্বাস করেন যে খালেদা জিয়া দেশের শত্রু মানুষের শত্রু। সুতরাং খালেদা জিয়া যা বলবে তার বিপরিতই মানুষের জন্য কল্যানকর। খালেদা জিয়া যখন রামপালের বিরোধীতা করেছেন তখন যেকোন মুল্যে ওখানে বিদ্যুৎ কেন্দ্র করাইতো মানুষের জন্য কল্যানকর হওয়ার কথা। এখন আপনার নেত্রী কি মানুষের জন্য কল্যানকর যেনেও সেই কাজ থেকে বিরত থাকবেন? খালেদার কাছে হেরে যাবেন??

২৮ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:


প্রথমত: শেখ হাসিনা আমার জন্য রাজনৈতিক ব্যক্তিত্ব নন, উনি আপানার আমার দেশের প্রাইম মিনিস্টার; এং বেগম জিয়া আমার রাজনৈতিক নেত্রী, পেত্রী হতে পারেন না।

শেখ হাসিনার বাবার মৃত্যুদিবসে যে মহিলা কেক কেটেছে, তাকে সহ্য না করাটা স্ভাবাভিক; শুধু মাত্র কেক কাটার ঘটনা প্রমাণ করেছে যে, বেগম জিয়ার মগজ নেই।

শেখ হাসিনার উচিত, বেগম জিয়ার কথায় কোন প্রকার রিয়েকশন না দেখানো, এবং সকল লোভ সংবরণ করে বেগম জিয়াকে ২০০ মানুষ পোড়ানোর জন্য দ্রুত আইনে বিচার করা, ও মানুষের কথা শুনে, সবকিছুতে মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটানো।

১০| ২৮ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভারত এতটা কেয়ার করেনা বাংলাদেশের জন্য। টিপাইমুখ, অভিন্ন নদীর গতিপথ বদলানো, ফারাক্কা - এসব তার উদাহরণ। ভারতে যেসব রেল কোচ তাদের মন্ত্রনালয় দ্বারা রিজেক্টেড সেগুলো বাংলাদেশে খাওয়াচ্ছে নিয়মিত...

২৮ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

চাঁদগাজী বলেছেন:



ভারতের প্রশাসনেও বাংলাদেশের প্রশাসনের মতো নীচুমনা আগাছা বেশীর ভাগ

১১| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫৮

রাজীব নুর বলেছেন:

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৫৩

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা যাদেরকে এডভাইজার করেছেন, এরা প্রত্যকেই শেখ হাসিনা থেকে অনেক কম বুঝেন।

১২| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫৩

চিন্তিত নিরন্তর বলেছেন: রামপাল ইস্যু নিয়ে আমাদের জনসচেতনতা যথেষ্ট, তবে বিএনপির সুবিধা আদায় নোংরা।।

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৪৮

চাঁদগাজী বলেছেন:



বিএনপি রাজনীতি না করে, আওয়ামী লীগের ভুলকে পুঁজি করে, ক্ষমতায় গিয়ে সম্পদ দখল করেছে বারবার।

১৩| ২৯ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:১৪

ডঃ এম এ আলী বলেছেন: সরকার এমনিতেই একট একজিট খুঁজতেছিল । ভারত কে নিয়ে আগাইতেছিল আর চেয়েছিল জাপান বা চীনের দিকে । এখন দায়টা বিপক্ষ দলের উপর ছেড়ে দিয়ে আরো কঠিন শর্তে বেশী দামে আন্যের কাছ থেকে নিবে । হাসিনা তো ইনডিকেশন দিলই , এক্জিম না আসলে নীজেরাই করব, দরকার হলে গলাচিপার দক্ষীনে যাবে । একজিম না আসুক এটাইতো সরকার চাচ্ছে । এজিম নীজে থেকে পিছায়া গেলে ভারতীয় কোম্পানীর আর ভারতীয় সরকারকে দিয়ে চাপাচাপি করার সুযোগ থাকবেনা । সরকার খুব সহজেই চীন জাপানের দিকে ঝুকতে পারবে , ভারত সরকারের আর এ বিষয়ে বলার বা চাপাচাপি করার তেমন কিছু থাকবেনা । প্রকল্প ব্যয় বৃদ্ধি পাবে কয়েকগুন , ভাগাভাগির সকলের জন্য অনেক বেড়ে যাবে । সরকার বলবে একটু কমে করতে চেয়েছিলাম , কি আর করা এতে সুন্দরবন ধংস হয় । তাই অন্য জায়গায় একটু বেশী মুল্যে এটা করতে হচ্ছে , বিদ্যুতের চাহিদা তো মিটাতে হবে!!!!

২৯ শে আগস্ট, ২০১৬ ভোর ৫:২৩

চাঁদগাজী বলেছেন:




দেশকে কলোনী হিসেবে ব্যবহার করতে 'কারণের' দরকার হয় না।

১৪| ২৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১০

ডঃ এম এ আলী বলেছেন:
শেখ হাছিনাকে কিছু অামলা ও স্বার্থান্বেশী মহল
সকল বিকল্পগুলি সম্পর্কে সটিক তথ্য দেয়নি ।
শেখ হাছিনা যদিতার আশেপাশে কিছু লোকের
কথায় ভুল করেন তার পরিনতি কি
হতে পারে তা একটু পিছনে তাকালে
দেখতে পাবেন । তাই তার আগে পাছে
যে মুশতাকের মত লোক নেই সেটা যদি
তিনি মনে করে থাকেন তাহলে বড় ভুল
করবেন । আল্লআহ না করুন মেনগ্রোভ
ফরেস্টের মত খুব সেনসিটিভ বন যদি
হুমকীর সস্মুখীন হয় তাহলে একে মেরামত
করার কোন কৃত্রিম উপাই আর থাকবেনা ।
তাই কয়লা বিদ্যুত কেন্দ্র যদি করতেই হয়
তাহলে গলাচিপার দক্ষীনে করলে তেমন
কোন ক্ষতির কথা দেখা যায়না । এ কাজটা করলে
তিনি জনগনের নেত্রী হিসাবে আরো বেশী প্রতিস্ঠা পাবেন
একথাটি তার বুঝা উচিত । খালেদাকে দিয়ে তাকে উস্কানী দিয়ে
তাঁর মধ্যে একটি ইগো সৃস্টি করা হয়েছে তিনি যেন রামপাল থেকে না পিছান ।
এই পুরানো চালে তার পা দেয়া একান্তই উচিত হবেনা । নীজের মগজে
রাজনীতি না করলে কি ফল হয় তা তিনি খালেদার বিষয়টা দেখে
কিছুটা শিখতে পারেন ।

শুভেচ্ছা রইল

২৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০০

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা কি জনগণের নেত্রী, নাকি আওয়ামী লীগের মালিক? আমার ধারণা, উনি আওয়ামী লীগের মালিক।

উনাকে আমলারা বাঘের মতো ভয় করে, উনাকে বুদ্ধি দেয়ার লোক বাংলায় নেই; ফলে, যা করছেন উনি নিজেই করছেন।

১৫| ২৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

ডঃ এম এ আলী বলেছেন: এ কারনে এর প্রতিফল তাকেই ভুগতে হবে ।

৩০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:




শেখ হাসিনা না বুঝে নিজকে মানুষ থেকে দুরে সরায়ে রেখেছেন।

১৬| ২৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১১

র‍্যাশ বলেছেন: বাংলাদেশের অধিকাংশ মানুষই ভারতবিরোধী , রামপাল প্রকল্প ভারত বিরোধিতা বাড়াবে বৈ কমাবে না। এটা মোদী আংকেল ও তার বাংলাদেশ বিষয়ে পলিসি নির্ধারকদের বোঝা উচিত। অবশ্য উনি সারাজীবন রামমন্দির কেন্দ্রীক রাজনীতি করেছেন রামের নামের প্রতি ওনার একটা আলাদা টান থাকতেই পারে। দেখা যাক না কি হয় বলে শেষ পর্যন্ত রামপালে থাকার সিদ্ধান্ত নিলেও নিতে পারেন।

২৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

চাঁদগাজী বলেছেন:



মোদী ভারতের নিজস্ব সমস্যা নিয়ে ভগবান রামের নাম নিচ্ছে, রামপালে যা হচ্ছে, তা বাংলাদেশ সরকারের ব্যাপার।

১৭| ৩০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন:

এই ছবিটি নিয়ে আপনার কিছু কি জানা আছে??

৩০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

চাঁদগাজী বলেছেন:




না, জঘন্য শাস্তি বা এই ধরণের কইছু হচ্ছে?

১৮| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৪

মানিজার বলেছেন: আশা করি রামপাল শেষপর্যন্ত হবে না।

৩১ শে আগস্ট, ২০১৬ ভোর ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:



আমি সম্ভাবনা দেখছি না

১৯| ৩১ শে আগস্ট, ২০১৬ ভোর ৫:০৯

বিলুনী বলেছেন: শেখ হাছিনা কি পাগল হইছে সুন্দরবনের ভিতর করবে রামপাল!!! এটাতো আপন পর চিনার জন্য একটা ফাদ !!! ???

৩১ শে আগস্ট, ২০১৬ ভোর ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:




উনার নাম মুছে যাবে ইতিহাস থেকে

২০| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৫৮

বিলুনী বলেছেন: উনার বাবার নামটাও অনেকে ভুলাতে চেয়েছিল ইতিহাস থেকে । ফলটা হয়েছে উল্টা । হাছিনার বেলাতেও করা হচ্ছে ভুলটা । হাছিনা ভাল করে জানে সামাজিক যোগাযোগ মাধ্যম্যে দুই চারজন লিখতেছে উল্টা পাল্টা । খবরের কাগজে দেখলাম জাতীয় পরিবেশ কমিটিও বুঝতে পারছে তাদের ভুলটা, তারা বলছে বিএনপির সাথে আন্দোলনে নেই । এখন মাঠে গিয়ে ডাক দিলে দেখা যাবে কার সাথে নামে জনতার ডলটা । ইতিহাসে তার নাম লিখা হয়ে গেছে সকলেই জানে কথাটা । সেটা আরো চিক চিক করবে ঘরে ঘরে বিদ্যুত পৌছে গেলে । দেশের শতকরা ৭০ ভাগ মানুষ চিনেনা সুন্দর বন কি জিনিস, তারা চিনে বিদ্যুত । তারা চায় আলো, তারা চায় বিদ্যুত দিয়ে তাদের সেচ যন্ত্র চলুক , পেটের জন্য দানা পানির ব্যবস্থা হোক , কল কারখান চলুক , দেশের উৎপাদন বাড়ুক, ব্‌উ বাচ্চা ছেলেমেয়ে নিয়ে একটু ভাল থাকুক , সুন্দরবনের বাঘের কি হল না হল তা নিয়ে দেশের শতকরা ৮০ ভাগ মানুষের কোন মাথা বেথা নেই , সুন্দরবনের কাছের মানুষেরাও একটা বাঘ পাইলে এলাকার সকলে তারে পিটায়ে মারে । কিছু দিন আগেও সুন্দর বনের বাঘ মারার জন্য পচাদ্বী গাজীর মত শিকারী নিয়োগ করা হত । ব্লগের পাতায় দুই চারিটা উল্টা পাল্টা কথা লিখে লাখ খানেক মানুষকে বেকুব বানায়া রাখা যাবে কিছুদিন । কিন্তু মানুষ যখন বিদ্যুত পাওয়া শুরু করব তখন যারা এর বিরোধিতায় নামছিল আদেরকে কি আদরটাই না করব ভাবাই যায়না । এক সময় মনে হইছিল শেখের বেটি তার বাপের হ্ত্যার বিচারটাও করতে পারবেনা , কিন্তু করে ছাড়ছে । আবার অনেকে মনে করছে যুদ্ধপরাধীদের বিচারটাও করতে পারবেনা কিন্তু বিচারের পর পালের গোদা সবকটা ঝুলে গেছে । এখন অনেকেই মনে করতেছে ইতিহাস থেকে নামটা তার মুছে যাবে , কিন্তু সে যে হবার নয় । কারণ লোকে যখন দেখবে সুন্দর বন মরে নাই , বরং আরো তাজা হহইছে ও বড় হইছে আয়তনে তখন তার নামটাও ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা থাকবে । তাই ততদিন একটু অপেক্ষা করাই সংগত । সহজভাবে অপেক্ষা না করে তেরামী করলে হাছিনার ভাষনে দেখলাম সেও নাকি জনতাকে সাথে নিয়ে করবে একটু তেরামী । লোকে বলে বাঘে ধরলে ছাড়ে, কিন্তু শেখের বেটি ধরলে নাকি ছাড়েনা । জন কেরীও বলে গেছে আমিরিকা থেকেও নাকি মুজিব হত্যা কারীকেও ফেরত পাঠাবার ব্যাবস্থা করবে অচিরেই । কেরী ফিরে যাওয়ার পরে খবরের কাগজে দেখলাম তার গলাটা গেছে আরো চড়ে । আজকের পেপারে দেখলাম যুদ্ধ পরাধী ও মুজিব হত্যা কারীদেরকে পুরস্কৃত করার জন্য এখন দায়ীদেরকেও নাকি প্রায় ধরে ধরে ।
ধন্যবাদ সুন্দর একটি বিষয়ে পোস্ট দিয়ে আলোচনা করার সুযোগ করে দেয়ার জন্য । বলার কিছু থাকলে যুক্তি দিয়ে বলবেন নীজের চিরায়ীত গুনাবলী অনুযায়ী লিখটির সমালোচনা করবেন যদি ইচ্চে হয় , অকাট্য গ্রহনযোগ্য যুক্তি দিলে মেনে নিব নিশ্চয় ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৫৭

চাঁদগাজী বলেছেন:



উনার সুনাম করছেন ভালো লাগছে; তবে, বর্তমান পৃথিবীতে মানুষ যেসব সুযোগ ভোগ করছে, বাংলাদেশে মানুষকে সেসব সুযোগ থেকে বন্চিত করা হচ্ছে।

২১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

বিলুনী বলেছেন: ধন্যবাদ । সুযোগ বন্চিত করার জন্য এককভাবে কাকে দায়ী করবেন । কাকে বিশ্বাস করবেন । কোন মানদন্ডে কিভাবে বিশ্বাস করবেন । একটি উদাহরণ দিই ; বাংলাদেশ হতে প্রতি বছর শত শত সরকারী আমলা , বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষক , অনেক দক্ষ পেশাদারী লোকজন বিভিন্ন ধরনের স্বালারশীপ নিয়ে বিদেশে শিক্ষা লাভের জন্য যায় ( অনেকেই অনেক যোগ্য কেনডিডেট কে নির্বাচনী দৌড়ে বন্চিত করে যায় ) । কিন্ত তার পরে অনেকেই দেশে ফিরেনা , কেও বৈধ পথে বিদেশেই থেকে যায় আবার কেও কেও ডিসএপিয়ার হয়ে যায় তখন অড জব করে , তাও দেশে ফিরেনা । দেশে ফিরার মত অবস্থা একেবারই না থাকলে তো আর কেও দেশে ফিরত না । কিন্তু যারা দেশে ফিরেনা তারা অনবরত দেশের নামে কুতসা ও প্রোপাগান্ডা ছড়িয়ে তাদের দেশে ফিরে না আসার কথাটা প্রচার করে । তবে একথা ঠিক এসমস্ত সুযোগ সন্ধানী লোক জন দেশে না থাকলে দেশের কোন ক্ষতি নেই , তারা না থাকলে বরং অন্য সাধারণ ভাল যোগ্য লোকেরা কিছুটা সুযোগ পায় । তাই মোদ্দা কথা হল এ সমস্ত সুযোগ ও বন্চনা একক ভাবে কারো সামাল দেয়া সম্ভব নয় , সকলেরই সমান উদ্যোগ প্রয়োজন সমানতালে ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪৫

চাঁদগাজী বলেছেন:


সবার জন্য সমান সুযোগ রাখাই রাস্ট্রের দায়িত্ব' রাস্ট্র নিজ কাজ করলে, মানুষও তাকে অনুসরণ করবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.