নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

একবার পড়েই কমেন্ট করলাম, আপনি কমেন্ট করতে কস্ট পাচ্ছেন?

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৪



গত এক ঘন্টা ব্লগে আছি, পড়ছি, কমেন্ট করছি; পোস্টের "বাকীটুকু পড়ুন"এ ক্লিক করার আগে যেটুকু দেখা যায়, সেটুকু পড়ে মনস্হির করি "বাকীটুকু পড়বো কিনা"। যদি ক্লিক করি, আমি আপনার পোস্ট পড়ে দেখবো, এবং কমেন্ট অবশ্যই করবো; আমি আমার পড়ার সময়টুকুকে সন্মান করতে চাই।

আমার আগে যারা কোন পোস্ট ৪৫ বার কিংবা ৬৯ বার পড়েছেন, ক্লিক করেছেন, তারা কেন কমেন্ট করেননি? এরা পড়ে কি কিছুই বুঝেন না? নাকি এরা কয়েকবার পড়ে বুঝতে পারেন, তখন কমেন্ট করেন?

আজকের দিনটা ভালো, যেই কয়টা পোস্টে কমেন্ট করেছি, প্রায় প্রতিটিতে লেখক উত্তর দিয়েছেন, ভালো লাগলো! আমি ভয়ংকর অপছন্দ করি ১ কমেন্ট পাওয়া পোস্টগুলোকে; যদি কোন পোস্টে মাত্র ১টা কমেন্ট অনেকক্ষণ দেখেন, এবং সেই কমেন্টের উত্তর না দেখেন, সেটা অনেক সময় আমার কমেন্ট হওয়ার সম্ভাবনা; এসব লেখক পোস্ট দিয়ে কোথায় চলে যান কে জানে! এসব পোস্ট অনেকটা গরুর গোবরের মতো, গরু মাঠে ঘাস খেতে খেতে সামনের দিকে যেতে থাকে, আর পেছনে রেখে যায় পেট পরিস্কারের স্বাক্ষর, পেছনে তাকায় না।

কমেন্ট নিয়ে আমার সমস্যাগুলো কাটিয়ে উঠতে পেরেছি, এখন আমার কমেন্টগুলো কিছুটা পোষা পোষা ধরণের; ফলে, কমেন্ট করার পর, ব্যানের ভয়ে থাকতে হয় না তেমন, খারাপ না, ভালোই লাগছে! এরপরও সেদিন হঠাৎ দুই আধুনিক মেসাইয়া আমাকে কি সব ধর্মীয় উপাধি মুপাধি দিয়ে ছাড়লো; যাক, ভাগ্য ভালো যে, ব্লগের বেশ পরিচিত ভারী কয়েকজন ব্লগার আমার পক্ষে কথা বলায় মেসাইয়ারা থেমে গেছেন। এসব মেসাইয়ারা আবার দলে দলে চলেন, একটা আউ করলে বাকীগুলো চলে আসেন।

আপনি যদি পড়ার পর কমেন্ট করতে না পারেন, আপনি ব্লগার হতে পারবেন না সহজে; ব্লগে অনেক লেখা আসে দ্রুত আবার চলে যায়, একবার মিস করেছেন তো, পরে আর সুযোগ আসবে না সেই লেখায় কমেন্ট করার।

মন্তব্য ১০৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (১০৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

হাবিব বলেছেন: ভাই অনেক ই ব্লগ পড়ে। কিন্তু সবাই ত আর কমেন্ট করে না
অনেকে চিন্তা করে কি কমেন্ট করব।আবার অনেক ই কমেন্ট করে।এটা ই সাবাবিক।।কিছু মানুষ আছে যারা শুধু পড়তে ভালবাসে আবার অনেকের লিখতে ভালবাসে।ভাই জানি টাইপিং এ কিছু ভুল আছে আমার।আশা করি বুঝে নিবেন

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

চাঁদগাজী বলেছেন:



আমি পড়লে কিছু বলতে চাই, না বললে ভালো লাগে না।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

বিজন রয় বলেছেন: আমি কারো ধার ধারি না। আমি আমার মতো চলি, বলি, করি।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

চাঁদগাজী বলেছেন:



হতবাক করলেন, আমার ধারণা ছিল, আপনি কমপক্ষে আমার ধার ধারেন।

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সামু ব্লগে ইদানিং কমেন্ট আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। কোন পোস্টে ১/২ টা, কোন পোস্টে ০ । এই রকম কমেন্টধারী পোস্টের সংখ্যাই বেশি। এরকম কেন হচ্ছে বুঝতে পারছি না।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০১

চাঁদগাজী বলেছেন:



ব্লগারগণ কৃপণ হয়ে গেছেন।
আমি যখন ব্লগে থাকি, ব্লগের ১ম/২য় পৃস্ঠায় থাকা পোস্টে যদি কমেন্ট সংখ্যা ০ হয়, তা'হলে খবর ভালো নয়।

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

বিজন রয় বলেছেন: আমি কিভাবে আপনার ধার ধারলাম। বুঝায়ে বলেন।

@ আশরাফুল ভাই........... কমেন্ট কমছে কই? আমি তো প্রতি পোস্টে ১০০ এর উপরে কমেন্টস পাই।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৫

চাঁদগাজী বলেছেন:



আপনাকে কি বুঝিয়ে বলবো, আমি নিজেই বুঝি না; তবে, এটা একটা ধারণা ছিল মনে।

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৩

অনর্থদর্শী বলেছেন: ভালো না লাগলে কমেন্ট করা সত্যিই কঠিন।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৬

চাঁদগাজী বলেছেন:



আমার কাছে পোস্ট ভালো না লাগলে আমি জানাতে চাই

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: @ প্রিয় বিজন রয়, প্রতি পোস্টে ১০০ এর উপর কমেন্ট?

না ভাই, এটা প্রতি পোস্টে নয়, কোন কোন পোস্টে হতে পারে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৮

চাঁদগাজী বলেছেন:



জ্বীন মীনেরা কমেন্ট করছে নাতও?

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৭

বিজন রয় বলেছেন: আপনি তো বিখ্যাত ব্লগার। আমি আপনার চোখে কেমন?

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২০

চাঁদগাজী বলেছেন:



আপনার কবিতাগুলো বেশ ওজন বহন করছে, এগুলো টিকে থাকবে। আপনি তো কমেন্টের রাজা

৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো মন্দ বলি। চেষ্টা করি।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৩

চাঁদগাজী বলেছেন:




আপনার কন্ঠস্বর শানা যায় সব সময়।

৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৬

বিজন রয় বলেছেন: ইদানিং কয়েকটা আবর্জনা বা অপদার্থকে ব্লগে দেখি না।

ভাগছে মনে হয়।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৪

চাঁদগাজী বলেছেন:




ব্লগের নিজস্ব নেইচারেল রিচাইক্লিং ব্যবস্হা আছে

১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: পড়ে ঠিকঠাক মন্তব্য করা মোটামুটি কঠিন কাজ! খুব সুন্দর, দারুণ, ভালো লাগলো- এ জাতীয় মন্তব্য অবশ্য না পড়েও করা যায় ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩১

চাঁদগাজী বলেছেন:



সমস্যা হলো, আমি চিন্তা করে মন্তব্য করি না; চিন্তার বেলায় আমি নেই

১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৮

আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: চাঁদগাজীকে অনেক মিস করি, উনি কি আর ফিরবেন না ব্লগে?

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৪

চাঁদগাজী বলেছেন:



শেষ, ফিনিতো, ব্লগুলো কন্ঠরোধ করে দিয়েছে!

১২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৮

জুয়াড়ি বলেছেন: গাজি কাকার মাথা গরম

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৬

চাঁদগাজী বলেছেন:



আব-হাওয়া, আব-হাওয়া!

আমার নিজের পোস্টেই কম মন্তব্য পাচ্ছি; আমার পোস্টে তো না পড়েই মন্তব্য করা যায়; তাতেই যখন এই অবস্হা, তখন ব্লগারদের অবস্হা নিয়ে ভাবছে হচ্ছে অবশ্যই!

১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৪

সাহসী সন্তান বলেছেন: চমৎকার টপিকের অবতারনা করেছেন গাজী ভাই! সময়ের অভাবে ইদানিং ব্লগে আসাটা কম হয়ে যাচ্ছে, তবে চেষ্টা করি কোন পোস্ট পড়ার পরে মন্তব্য করতে! কিন্তু আসলেই খারাপ লাগে যখন কোন পোস্টে মন্তব্য করার পরে আর উত্তর না পাই!

অনেকে তো আবার স্কিপ করেও মন্তব্যের প্রতিউত্তর করেন। যেটা কমেন্টকারি ব্যক্তিকে অপমান করা ছাড়া আর কিছুই নয়! আশাকরি আপনার পোস্টটা পড়ার পরে প্রত্যেকেই ব্লগিয় মিথস্ক্রিয়াকে এগিয়ে নিতে পোস্ট পড়া সহ যথাযথ মন্তব্য করতে উৎসাহিত হবেন!

হ্যাপি ব্লগিং....!!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৩

চাঁদগাজী বলেছেন:



কিছু লেখক আমার মন্তব্যকে স্কীপ করতে দেখেছি, যা তারা অনেকের সাথে করে; তবে, ওরা গুরুত্বপুর্ণ বিষয়ে লেখে না; এরা মোটামুটি পাথরের যুগের মানুষ, কি লিখছে নিজেও জানে না।

১৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৬

আরণ্যক রাখাল বলেছেন: পড়লে আমিও কমেন্ট করি, বস

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩৪

চাঁদগাজী বলেছেন:



আপনি সর্বাধুনিক ব্লগার!

১৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৪

বাকরখানি বলেছেন: আপনে যেই ধরণের টালমার্কা কমেন্ট করেন, লোকজন আপনের ভালর জন্যই উত্তর (গালি) দেয়না। আবার হুদাই ঝগড়া লাগায়া কমেন্ট ব্যান খাইবেন আর আনব্যান চাইয়া ভ্যান ভ্যান শুরু করবেন। উত্তর পাওয়ার আগে কমেন্ট করতে হয় সেইটা শিখেন ভাল কইরা

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩৮

চাঁদগাজী বলেছেন:



আমার কমেন্ট জনপ্রিয় ছিল, এখন তো ময়নার মত মেপে মেপে কথা বলি

১৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৫

বাকরখানি বলেছেন: আপনের প্রাক্তন সহচরের কাম দেখছেন? এইগুলারে কি কমেন্ট কইবেন?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩৭

চাঁদগাজী বলেছেন:



চলার পথে অনেকের সাথে দেখা হয়, কথা হয়, কিন্তু সবার উদ্দেশ্য ও গন্তব্য এক নাও হতে পারে

১৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪২

কল্পদ্রুম বলেছেন: আপনার এই লেখাটা যেহেতু পড়ে ফেলেছি তাই কমেন্ট করলাম।

কেমন আছেন?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১০

চাঁদগাজী বলেছেন:



ভালো আছি; সঠিক কাজ করেছেন, এটাই ব্লগিং; আপনিও ভালো থাকুন

১৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪০

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: গাজী ভাই আমি আপনার দিকের লোক,একবার পড়লে কমেন্ট করি।বাট মাঝে মাঝে আপনার ম্যারিকার রাজনীতি বিষয়ক পোস্ট দেখে ধন্দে পড়ে যাই,বুঝতেই পারিনা কি লিখব।এজন্য আপনার দ-একটা পোস্টে আমার কমেন্ট নাই।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৩

চাঁদগাজী বলেছেন:



এটা বিরাট সমস্যা নয়, আমি ভাবছি সেসব ব্লগারদের ক্থা, যারা মোটামুটি কমরন্ট করতেই চান না।

১৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:০৫

ডঃ এম এ আলী বলেছেন: কম্পিউটারের দিকে তাকিয়ে থেকে থেকে চোখের পাওয়ার অনেক কমে আসতেছে । বেশী পাঠ করা একটু কস্টকর হয়ে যাচ্চৈ দিন দিন । ভাল কোন লিখা বা প্রবন্ধের প্রারম্ভে একটি ছোট এবসট্রাক্ট জাতীয় ভুমিকা থাকে । সেটা দেখলে আসলেই বুঝা যায় লিখাটির ভিতরে গিয়ে নীজের সময়টা ব্যয় করা হবে কিনা । নীজের ভাল লাগা কিংবা ইস্টারেস্টের সাথে মিলে গেলে লিখাটি পাঠের জন্য মন এমনিতেই লিখাটির মধ্যে চলে যায় । লিখাটি পাঠে সেটার সাথে শেয়ার করার মানসিকতাও সহজাত ভাবে সৃজন হয় । লিখাটির সাথে সহমত হলে ভাল হয় , সহমত না হলে একটু সমস্যা , শালীনতার ভিতরে থেকে কায়দা করে মন্তব্য দান বেশ কস্ট সাধ্য হয়ে পরে । গতানুগতিক ছোট করে লিখা ভাল লেগেছে বললে কোন সমস্যা নেই । একটু বেশী কিছু লিখতে গেলে অনেক লিখায় আবেগ তারিত হয়ে কিছু কথামালার অবতারনা হয়ে যায় , যা অনেক সময় পোস্ট লিখকের কাছে তেমন মনপুত হয়না । অবুজের মত আমার লিখা মন্তব্যগুলি অনেকসময় মুল লিখকের পোস্টের লিখার থেকেও বড় হয়ে যায় , বাধ্য হয়ে যা বলতে চেয়েছিলাম তা আর বিষদভাবে না লিখে লিখার গতি টেনে ধরতে হয় । অনেক বিষয় অব্যক্ত থেকে যায় । ঠিক মত বুঝিয়ে বলতে পারিনি বলে প্রতি উত্তরের প্যাটার্ন থেকে বুঝা যায় মন্তব্যটির উপর লিখক তেমন সন্তুস্ট নন । মামুলি একটি ধন্যবাদ লিখে প্রতিউত্তর পর্বটা শেষ হয়ে যায় । তবে আপনার পোস্টে করা মন্ত্যবের ঘরে প্রতি উত্তরে অবশ্য দেখা যায় একটু ব্যতিক্রম । প্রায় প্রতিটি প্রতি উত্তরের সাথে কিছু ভাব গাম্ভির্যপুর্ণ বিষয়ের অবতারনা দেখা যায় । সেগুলি পাঠে ভাল লাগে, অন্তত বুঝা যায় আমি যা বলতে চেয়েছি মুল লিখক তা বুঝতে পেরেছেন ।
একটি কথা যতার্থ বলেছেন , অনেক পোস্টে দেখা যায় কমেন্ট করার পর মুল লিখক সেটার কোন প্রতিউত্তর করছেন্ না , কিন্তু উনি নতুন পোস্ট দিয়েছেন । বুঝা যায় উনি সময়ের অভাবে তা করেন নাই , মন্তব্যপাঠে অমনযোগী বা অবজ্ঞা এর যে কোনটিই হতে পারে । যাহোক এটা মুল লিখকের একান্ত ব্যক্তিগত বিষয় , মন্তব্য পাওয়ার লক্ষ নিয়ে তো আর কেও লিখেন না । তবে কোন লিখায় পাঠকের কোন মন্তব্য থাকলে তার উত্তরদান নেহায়েত ভদ্রতার খাতিরে হলেও দেয়াটা শুভন বলে মনে হয় ।
ধন্যবাদ সুন্দর একটি বিষয়ে লিখার জন্য ।
শুভেচ্ছা রইল ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৩

চাঁদগাজী বলেছেন:



আমার বেলায়, আমি আমার পোস্টে মন্তব্য পেতে পছন্দ করি; আমার পোস্টগুলো খুবই ছোট খাট কোন ধারণাকে যাচাই করার চেস্টা; কমেন্ট না পেলে আমি বুঝতে পারি না, আমার ধারণা কি সঠিক, না ভুল।

২০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:১৭

মামুন ইসলাম বলেছেন: বাহ ! আপনার কি চমৎকার ভাবনা ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪০

চাঁদগাজী বলেছেন:



ব্লগিংটা আমাদের ভাবনাকে পরখ করে দেখার সবচেয়ে বড় সুযোগ, সেটা হয় আলোচনার মাধ্যমে

২১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১৯

বিজন রয় বলেছেন: @ প্রিয় আশরাফুল ভাই... আপনি আমার লাস্ট ১০/১১টি পোস্ট একটু দেখবেন দয়াকরে। তার আগের পোস্টগুলো তো সবে শুরু।

যাইহোক আমর কাছে কমেস্টস খুব গুরুত্ব বহন করে না। লেখার গুণগত মানটাই আসল।
আমি আপনার গল্পের দারুন ভক্ত। কিছুদিন পর আমিও গল্প পোস্ট করবো। তখন আপনার পরামর্শ লাগবে।

ধন্যবাদ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৬

চাঁদগাজী বলেছেন:



২/১টা গল্পের প্লট ম্লট আমাদেরও দিয়েন টিয়েন।

২২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৩

মোস্তফা সোহেল বলেছেন: সময়ের অভাবে অনেক সময় কমেন্ট করা হয় না। আবার পড়ে কমেন্ট করতে হলে একটু ভাবতে হয় অনেকের অত ভাবার সময় নেই। তবে আমি দুটি লেখা পড়লে অন্তত একটি লেখায় কমেন্ট করি

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৭

চাঁদগাজী বলেছেন:




খুবই ভালো, অনেক ব্লগার আপনাকে নিশ্চয় সন্মান করেন।

২৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৭

ক্লে ডল বলেছেন: এসব পোস্ট অনেকটা গরুর গোবরের মতো, গরু মাঠে ঘাস খেতে খেতে সামনের দিকে যেতে থাকে, আর পেছনে রেখে যায় পেট পরিস্কারের স্বাক্ষর, পেছনে তাকায় না।
আহা!! বাণী অমৃত!! :P
কিন্তু এটাও ত ভাবতে হবে, ব্লগাররা সারাদিন ব্লগ নিয়ে বসে থাকে না, মন্তব্যের উত্তর তার সুবিধাজনক সময়ে দিতেই পারে। তবে ৩-৪ দিনেও উত্তর না দেওয়া অবশ্যই নিন্দনীয়।

এবং আমি মনে করি, না বুঝে শুনে, সুন্দর হয়েছে, প্লাস, ভাল হয় নাই... এগুলো বলে মন্তব্য না করাই ভাল। মানে মন্তব্য করতে হবে তাই মন্তব্য করা যুক্তিহীন।

আর আপনি বেশি কিছু না বলে সেই হাউকাউ মন্তব্যে ফিরে যেতে পারেন। ইহা শুধু আপনার নিকের নিরাপত্তার জন্য আমার পরামর্শ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩০

চাঁদগাজী বলেছেন:



মন্তব্য করা একেবারে স হজ ব্যাপার নয়, বিষয়বস্তুর উপর সঠিক ধারণা থাকতে হয়; আমি সাধারণত ভুল ধারণার উপর লেখাকে হাউকাউ বলে থাকি।

২৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৭

পথহারা মানব বলেছেন: ভাই আপনার পোস্টে মন্তব্য করা নি:সন্দেহে একটি দু:সাহসিক কাজ। কারন আপনি যে ভাবে রিপ্লাই (গালি) দেন তা হজমতো আর সবাই করতে পারে না!!!
না জানি আমার জন্য এখন কি গালি অপেক্ষা করতেছে!! :(

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৯

চাঁদগাজী বলেছেন:




আমি আসলে গালি দেয়ার জন্য ব্লগিং করি না; বিষরের উপর থাকতে চেস্টা করি; আমার হিউমারটা অনেকে পছন্দ করেনি, সেটা একটা সমস্যা, যার সমাধান আমি বের করার চেস্টা করছি।

২৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০২

ইফতি সৌরভ বলেছেন: আগে যারা কোন পোস্ট ৪৫ বার কিংবা ৬৯ বার পড়েছেন, ক্লিক করেছেন, তারা কেন কমেন্ট করেননি? এরা পড়ে কি কিছুই বুঝেন না? নাকি এরা কয়েকবার পড়ে বুঝতে পারেন, তখন কমেন্ট করেন?


এ সমস্যা এখন প্রায় দেখা যায়। এমন অবস্হা দেখলে confused হতে হয়, লেখার মান কি সন্তোষজনক না আর কিছু!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৫

চাঁদগাজী বলেছেন:



অনেকেই হচ্ছেন কোয়ালা ব্লগার, অলসের বাপ-দাদা

২৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৪

নীলপরি বলেছেন: ভালো প্রসঙ্গ । তবে মন্তব্য করা মানে কাউকে অসম্মান করা নয় । মন্তব্যকারীর যদি পোষ্ট পছন্দ না হয় তবে সেটা তাঁর সীমাবদ্ধতাও হতে পারে ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩০

চাঁদগাজী বলেছেন:




কমেন্ট হলো নিজের মত প্রকাশ, সেখানে সীমাবদ্দ্হতাও উঠে আসবে, কোনকিছু বাদ পড়ার কথা নয়।

২৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৭

টোকাই রাজা বলেছেন: আপনি যদি পড়ার পর কমেন্ট করতে না পারেন, আপনি ব্লগার হতে পারবেন না সহজে; ব্লগে অনেক লেখা আসে দ্রুত আবার চলে যায়, একবার মিস করেছেন তো, পরে আর সুযোগ আসবে না সেই লেখায় কমেন্ট করার। সহমত :)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৯

চাঁদগাজী বলেছেন:



কমেন্ট হলো বিষয়ের উপর মতামত, যার মতামত নেই, সে হয়তো ব্লগার নন

২৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৮

শামছুল ইসলাম বলেছেন: আপনার ভাবনটা খুব ভাললাগলোঃ

//গত এক ঘন্টা ব্লগে আছি, পড়ছি, কমেন্ট করছি; পোস্টের "বাকীটুকু পড়ুন"এ ক্লিক করার আগে যেটুকু দেখা যায়, সেটুকু পড়ে মনস্হির করি "বাকীটুকু পড়বো কিনা"। যদি ক্লিক করি, আমি আপনার পোস্ট পড়ে দেখবো, এবং কমেন্ট অবশ্যই করবো; আমি আমার পড়ার সময়টুকুকে সন্মান করতে চাই।//

আমার ক্ষেত্রে যেটা হয়, ভাললাগলে কমেন্ট করাটা সহজ হয়ে যায়। কিন্তু ভাল না লাগলে স্কিপ করি। সমালোচনা মূলক কিছু লেখলে অধিকাংশ ব্লগার সেটা ভাল ভাবে নেয় না। অনেক সময় একটা তিক্ততার সৃষ্টি হয়।
ব্লগে আসি একটু রিক্রিয়েশনের জন্য, উল্টা মনোমালিন্য হলে মনটা খারাপ হয়ে যায়।

যদিও কাউকে চিনি না, তবে সবাইকে সম্মান করতে চাই, ক্যাচাল চাই না।

ভাল থাকুন। সবসময়।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৫

চাঁদগাজী বলেছেন:


আমি তিক্তাতাকে মেনে নিয়েই ব্লগিং করি, আমার কমেন্ট কেহ বিরক্ত হলে, আমি আহত হই না, যদি আমি মনে করি যে, আমি সঠিক।

২৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৭

হানিফঢাকা বলেছেন: আমি সাধারণত বেশিরভাগ সময় মোবাইলে ব্লগ পড়ি। মোবাইল থেকে কমেন্ট করা খুব কঠিন একটা কাজ। মোবাইল দিয়ে বাংলা লেখা খুবই কষ্ট সাধ্য এবং সময় সাপেক্ষ ব্যাপার। কমেন্ট একটু বড় হলে, ইংরেজীতে লিখতে গেলেও প্রায় একি রকম সমস্যা হয়। সেই ক্ষেত্রে নোট প্যাডে ইংরেজীতে লিখে তারপরে কমেন্ট বক্সে পেস্ট করতে হয়। এই সব ঝামেলার কারনে অনেক সময় কমেন্ট করা হয়ে উঠে না।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৮

চাঁদগাজী বলেছেন:




টেকনোলোজিক্যাল সমস্যা যখন থাকে, তখন তেমন কইছু করা কঠিন হয়।

৩০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৮

বাকরখানি বলেছেন: বিজন রয় বলেছেন: ....যাইহোক আমর কাছে কমেস্টস খুব গুরুত্ব বহন করে না। লেখার গুণগত মানটাই আসল।
আমি আপনার গল্পের দারুন ভক্ত। কিছুদিন পর আমিও গল্প পোস্ট করবো। তখন আপনার পরামর্শ লাগবে।


=p~

দরকারি, আজাইরা, ভাদা, রাজাকার, গালিগালাজ, সাধু, টেকি, গাণ্জা, বোতল, হাউকাউ, সব কিছিমের পুষ্টে তলাছাড়া তিনমাসে ১০ হাজার কমেন্ট কইরা রয় সাহেব এখন কইতাছেন উনার কাছে কমেন্ট করা গুরুত্বপূর্ণ না। এত বিনুদন কই রাখি।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৮

চাঁদগাজী বলেছেন:



কমেন্ট মানে বাহবা দেয়া নয় সব সময়, সঠিক গ্রেইডিং বড় ফ্যাক্টর

৩১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৮

কলিন রড্রিক বলেছেন: পোস্টে কমেন্ট অপশন বিষয়বস্তু সম্পর্কে মতবিনিময়ের জন্য। কিন্তু অনেকেই কোনো মত প্রকাশ করে না। ফলে বিষয়টি থেকে নিগূঢ় সারাংশটুকু বেরিয়ে আসে না, যা খুবই হতাশাব্যঞ্জক।...তবে এটাও ঠিক কে কমেন্ট করবে, কে করবে না- তা তার ব্যক্তিগত বিষয়।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৮

চাঁদগাজী বলেছেন:



পুরো ব্লগিংটা নির্ভর করে ব্যক্তির ইচ্ছার উপর; কেহ যদি শুধু লিখে যায়, অন্যদের পোস্ট পড়ে না, কমেন্ট করে না, তারা সাধারণ লেখক মাত্র, ব্লগার নন।

৩২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১২

বাকরখানি বলেছেন: আপনার টালমার্কা কমেন্ট জনপ্রিয় আছিল আপনারে তেল মারা কিছু গাছভুদাই আর মেরুদন্ডহীনের কাছে। তেলমারা পার্টির মধ্যে ছাগুও আছিল কয়েকটা। এদের তেলের কারণে আপনে ঘুমায়া ঘুমায়া স্বপ্ন দেক্সেন যে আপনেরে ছাড়া বাংলা ব্লগ অচল আর সমানে মানুষের সাথে সবসময় দুর্ব্যবহার করসেন। ব্লগিং আসলে কি জিনিষ আর মানুষের সাথে কেমনে কথা বলতে হয় সেইটা শিখেন আগে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৬

চাঁদগাজী বলেছেন:



আমি শিখতে চেস্টা করছি, এবং সেজ্য অন্যদের লেখা পড়ছি, সাথে সাথে কমেন্ট করছি

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১১

চাঁদগাজী বলেছেন:



হিসেবে করে দেখেন, কতজন আপনাকে তেল মাখার চেস্টা করছেন। আপনি কাউকে খুঁজে পাবেন বলে আমার বিশ্বাস হয় না; একই সামুতে আমরা ব্লগিং করছি, একই ব্লগারদের সাথে আমাদের উঠাবসা।

৩৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৮

রানার ব্লগ বলেছেন: পোস্টে কমেন্ট করা জরুরি, এতে লেখকের সাথে পাঠক একটা অন্তর্গত যোগাযোগ হয়। কমেন্ট না করলে মনে হয় কি জানি ভুল করলাম যার জন্য পাঠক কিছু লিখছে না।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৪

চাঁদগাজী বলেছেন:



ব্লগার মানেই আলোচনায় অংশ নেয়ার মনোভাবে লেখক।

৩৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৫

গেম চেঞ্জার বলেছেন: কমেন্ট না করার একাধিক কারণ আছে মনে হয়। কয়েকটা আমি বলছি।
১- পোস্ট পড়ে বিরক্ত হলে।
২- অলসতা বশত।
৩- কমেন্ট করাটা গুরুত্বপুর্ণ না ভাবা।
৪- এই লেখক উত্তর দিবে না বলে জানা।
৫- প্রসংগ এড়িয়ে চলা।
৬- কমেন্ট পেয়েছি/করেছি বলে যে একটা পরিসংখ্যান আছে সেখানে কমেন্ট করেছি অংশটুকুর সংখ্যা ছোট করে দেখানোর মানসিক দূর্বলতা।


ব্লগারদের যতই বলা হোক, নিজেদের মানসিকতা ঠিক না হলে কমেন্ট করানোতে উৎসাহ দিয়ে লাভ হবে না। মানসিকতার পরিবর্তনের জন্য দরকার তাদের ব্লগে গিয়ে সমালোচনা করা। কমেন্ট করার গুরুত্ব নিয়ে পোস্টের লিংক ধরিয়ে দেওয়া।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৩

চাঁদগাজী বলেছেন:




আমি অত উৎসাহ দেয়ার লোক নই, আমি বুঝার চেস্টা করছি, যারা আমার কমেন্ট নিয়ে ঝামেলা করেন, তাদের সংখ্যা বাড়ছে কি কমছে?

৩৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২০

(অ)ভদ্র ছেলে বলেছেন: আলসেমি রক্তে মিশে গেছে। পড়তে ভালো লাগে, তাই পড়ি। কমেন্ট করতেও ইচ্ছে করে। কিন্তু আইলসামি লাগে...

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৫

চাঁদগাজী বলেছেন:



আপনার বন্ধু কোয়ালার ছবি কি এমনিতে দিয়েছি, আপনাকে স্মরণ করেই তো দিলাম।

৩৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২১

ব্লগ সার্চম্যান বলেছেন: আপনি যদি পড়ার পর কমেন্ট করতে না পারেন, আপনি ব্লগার হতে পারবেন না সহজে; ব্লগে অনেক লেখা আসে দ্রুত আবার চলে যায়, একবার মিস করেছেন তো, পরে আর সুযোগ আসবে না সেই লেখায় কমেন্ট করার। আপনার এই বক্তব্যটি ঠিক আছে আমি এতে একমত । তবে আমার একটি কথা আছে ঁগাজী ভাই আমিও নতুন আমি কতদিন এখানে থাকতে পারবো ?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৩

চাঁদগাজী বলেছেন:



লেখায় যদি লজিকেল ভাবনা থাকে, আজীবন ব্লগিং কোন সমস্যাই নয়; আমি চেস্টা করি অন্যের মতামতকে বুঝে, নিজকে পরীক্ষা করতে।

৩৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৯

শায়মা বলেছেন: বাপরে গেছি!!!!!!!!!!

এত যুক্তি তর্ক আলোচনা!!!!!!!!!!!!!!


তবে গাঁজীভাইয়ু!!!!!!!

তুমি কমেন্ট করা শিখতে চেষ্টা করছো মানে ব্যান না খাওয়া বা ব্যান এভোয়েডিং কমেন্টিং স্টাইল তাই দেখে মজা পাচ্ছি!!!!!! :) :) :)

শিখো শিখো শিক্ষার কি আর বয়স আছে বলো!!!!!!

তবে তুমি আসলেও ভালোই শিখেছো ভাইয়া!!!!!

আর ইনশাল্লাহ ব্যান খাবে না কোনোদিন!:) :) :)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২২

চাঁদগাজী বলেছেন:



ব্যান ঠেকানোই একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায়েছে, সেদিন ২ নতুন মেসাইয়া আবার মুগুর নিয়ে তাড়া করছিল।

৩৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২০

দ্যা ফয়েজ ভাই বলেছেন: খুব একটা সময় পাই না।কিন্তু যখন সময় হয় কমেন্ট করার চেষ্টা করি এবং কমেন্টের উত্তর দিতে চেষ্টা করি।আপনার পোষ্টে নতুন,পুরোনো সকল ব্লগারদের কমেন্ট করার আহবান ভালো লাগলো। :)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১১

চাঁদগাজী বলেছেন:



পড়লে নিজের মতামত জানানো উচিত।

৩৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ফয়েজ ভাই আফনের বিরুদ্ধে অভিযোগ আছে।আপনি কপি পেস্ট মারেন

৪০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

হাতুড়ে লেখক বলেছেন: কমেন্ট! !:#P

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৯

চাঁদগাজী বলেছেন:



কমেন্ট পোস্টের বিষয়কে সঠিকভাবে পরিশাধন করে।

৪১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৫

সাদা মনের মানুষ বলেছেন: আজকে দুপুরে হঠাৎ আমার ঘুম ভাঙ্গে ( মানে দুপুরে আমার ঘুমের অভ্যেস আছে), তখন কেন জানি আমার মন বলছিলো জিজ্ঞেস করতে গাজী সাহেব আপনার প্রোফাইল পিকচারে ট্রাকটরের ছবি ক্যান? নাকি ট্রাকটরে গাজী টায়ার লাগানো হইছে (এটা পুরাই পোষ্ট ভির্ভুত প্রশ্ন, কিছু মনে করবেন না)।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৬

চাঁদগাজী বলেছেন:




ট্রাকটরের প্রত আমার দুর্বলতা আছে, এটি চাষীদের জন্য সবচেয়ে বড় টেকনোলোজী, এটা চাষীদের প্রতি সন্মান।

৪২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩২

সাদা মনের মানুষ বলেছেন: আমি পোষ্টে ঢুকে মন্তব্য করা থেকে বিরত থাকি নিম্ন লিখিত কারণেঃ-

(১) অনেক বড় পোষ্ট হইলে ( আমি আসলে অলস মানুষ )। B:-)
(২) বিশেষ কিছু কবিতা হইলে ( বেশীর ভাগ কবিতাই আমি বুঝিনা, আসলে মাথায় ঘিলু কম)। :((
(৩) ক্যাচাল লাগার সম্ভাবনা থাকলে ( দীর্ঘ দিন ব্লগিং করার কারলে ক্যাচাল পোষ্ট চেনাটা আমার জন্য কোন ব্যাপারই না)। ;)
(৪) রাজনীতি আর ধর্মীয় বিষয়গুলোর স্পর্শ কাতরতার জন্য ( এই দুইটার কোনটায়ই আমি খুব একটা একটিভ না)। :-0

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৭

চাঁদগাজী বলেছেন:



আমি সবকিছু রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতির স্কেলে মাপি; রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় পোস্টই আমি বেশী পড়ি; আমি কবিতাও ভালোবাসি।

৪৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৫

এডওয়ার্ড মায়া বলেছেন: খুব জমে গেল যে =p~ =p~
দেশের জাতীয় খাবার মুড়ি হইলে মন্দ হত না।
চিবাইতাম আর পড়তাম :)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৬

চাঁদগাজী বলেছেন:



জাীিয় খাবার 'ফুচকা', বাথরুম কাছাকাছি না থাকলে খাবেন না।

৪৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০১

ভ্রমরের ডানা বলেছেন: সঠিক কথা বলেছেন। ধন্যবাদ!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৪

চাঁদগাজী বলেছেন:



পোস্ট দিয়ে কমেন্টের আশায় বসে থাকি, দেখি পাঠক পড়ছেন তো পড়ছেন, পড়তে পড়তে ঘুমিয়ে পড়লেন!

৪৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১০

চিন্তিত নিরন্তর বলেছেন: এমন আশায় থেকে অনেক লেখক হাড়িয়ে যায়।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১০

চাঁদগাজী বলেছেন:



দরকারী বিষয়ে সঠিক লজিক্যাল পোস্টের পাঠকের অভাব নেই, কমেন্টও হয় প্রচুর।

৪৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪৫

আনিসা নাসরীন বলেছেন: ঠিক বলেছেন

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১১

চাঁদগাজী বলেছেন:



আমার মনে হয়, মোটামুটি ঠিক বলেছি।

৪৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩০

দ্যা ফয়েজ ভাই বলেছেন: হায় হায়,হাসানুর রহমান রিজভী ভাই,আমি কপি পেষ্ট মারলাম কই???

৪৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১১

তামান্না তাবাসসুম বলেছেন: খুব ভাল একটা টপিক টেনেছেন। এইট বিষয়ে আলোচনা জরুরি।
আমি নিজেও ব্লগে খুব কম আসি। কিন্তু আসলে, যতগুলো লিখা পড়ি সবগুলোতেই মন্তব্য করি।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০০

চাঁদগাজী বলেছেন:


পড়লে মতামত জানানো দরকার, এতে লেখক উৎসাহিত হয়ে থাক্বেন

৪৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

চাঁদগাজী বলেছেন:



পড়লে মতামত জানানো দরকার, এতে লেখক উৎসাহিত হয়ে থাক্বেন

৫০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:১১

শেয়াল বলেছেন: কমেন্ট করতে মজা লাগে আমার B-)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০১

চাঁদগাজী বলেছেন:



কমেন্টে আনন্দ আছে

৫১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫২

শায়মা বলেছেন: হায় হায় মুগুর!!!!!!!!!!!!


তারপর কেমনে বাঁচলে!!!!!!!!!!! :-B

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০২

চাঁদগাজী বলেছেন:



বিড়ালের নাকী ৭টি জীবন, আমি সেই রেকর্ড ভেংগেছি

৫২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৫

শায়মা বলেছেন: হা হা তোমার কয় জীবন চলছে ভাইয়া? :P

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫৫

চাঁদগাজী বলেছেন:



সামুতে ৮ম জীবন; এবার অনেক শক্ত

৫৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৪

তাজবীর আহােমদ খান বলেছেন: ঢুকি, পরি,মন্তব্য করার মতো যদি বিষয়বস্তু বোধগম্য হয় তাহলে মন্তব্য করিও।তবে আপনি আসলেই মুরুব্বি ঠিক লিখেছেন।অধিকাংশ ক্ষেত্রেই দেকছি,পঠন এর ক্ষেত্রে রমরমা কিন্তু মন্তব্যর ব্যাপারে বরই আলসেমি।লেখকের লেখনির চালিকা শক্তিইতো আর থাকেনা তখোন

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৪১

চাঁদগাজী বলেছেন:




পড়লে, ভালো লাগলে কমেন্ট করলে, আমরা ব্লগারেরা একটা নতুন জেনারেশনের সৃস্টি করতে পারবো, নতুন একটি ভুবনের অধিবাসী আমরা।

৫৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:০৭

সচেতনহ্যাপী বলেছেন: সবার শেষে আমি।। লেখা মন মতো বা পছন্দ না হলে শুধু পঠিতের সংখ্যা বাড়িয়েই চলে যাই।। অযথা বিতর্ক আমি পছন্দ করি না ( যে কোন অর্থে ধরে নিতে পারেন)।। আমার লেখা ভাল লাগলে বা মনপূতঃ হলে মন্তব্য করি, তা না প্রথম কথার মতই।। এটা কে োন শ্রেনীতে ফেলবেন??

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:



আপনাকে কোন শ্রেণীতে ফেলতে পারছি না, আপনি অনেকদিনের ব্লগার, আপনি অনেক ইতিহাসের সাক্ষী; আপনার নিজস্ব একটা শ্রেণী আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.