নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

প্রধানমন্ত্রী সমীপে চিঠি আমিও লিখতে চাই

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪৮



আমার ধারণা, ব্লগে আমরা লিখি, আমরা পড়ি, আমরা কমেন্ট করি, আমরা গালাগাল দিই, আমরা দলাদলি করি, আমরা হাসি, আমরা কাশি; এখানে প্রধানমন্ত্রী, বিরোধীদলের নেত্রী, প্রেসিডেন্ট ইত্যাদিও আছে নাকি? থাকলে তো ঝামেলা, আমি আবার 'মাননীয়'টা লিখতে সব সময় ভুলে যাই!

আজকে ফুটবলার মেয়েদের লোকেল বাসে বাড়ী ফেরা নিয়ে কমপক্ষে ৫ জন প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন; এটা যদি প্রধানমন্ত্রীর কানে যায়, সবার চেয়ে আমিই বেশী খুশী হবো; কারণ, আমি আজও ফুটবল খেলি; এই মাত্র ২ সপ্তাহ আগে খেললাম। ফুটবল খেলতে যেতে হয়েছে ৮০ মাইল দুরের পিকনিকে, চাঁদা দিতে হয়েছে ১০০ ডলার, খেলেছি মাত্র ৩০ মিনিট; পিকনিকের এক মানী লোককে খেলা নিয়ে গালিও দিয়েছি, খেলা ১০ মিনিট চলার পর, উনি মাইকে ঘোষণা করছিলেন যে, খাবার এসে গেছে, অমনি অর্ধেক খেলোয়াড় খেলা ফেলে খেতে চলে গেলো!

আমি অবশ্য মনে করি, প্রধানমন্ত্রী যদি ব্লগে আসেন, উনি দেশের বুদ্ধিদীপ্ত নতুন জেনারেশনের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন; উনি দেশের তরুণদের প্রাণ শক্তির সাথে নিজকে মিলায়ে দেখার সুযোগ পাবেন, উনার ভাবনাশক্তি হাজার গুণে বেড়ে যাবে; সরকারের ভেতর উনি হবেন সবার চেয়ে বুদ্ধিমান ব্যক্তি।

প্রসংগক্রমে, আমি ব্লগারদের পছন্দ করি, তবে ফুটবলারদের বেলায়একেবারে অন্ধ; আশাকরি, প্রধানমন্ত্রী ঐ মেয়েগুলোকে উৎসাহিত করবেন; আমরা তাতে অনেক খুশী হবো।

মন্তব্য ২৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:০০

মামুন ইসলাম বলেছেন: আপনার আবেদন "হ্যা" মঞ্জুর করা হোক ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:



আমি নিজেই মন্জুর করলাম, উনি আমাকে অনুসরণ করলেই হলো

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:০১

শেয়াল বলেছেন: আমি গোলকিপার

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৪৫

চাঁদগাজী বলেছেন:



খেলা হবে, আপনি প্র‌েকটিস ঠিক রাখুন, খেলা হবে।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৩৩

ডঃ এম এ আলী বলেছেন: আমরাও আশাকরি, প্রধানমন্ত্রী ঐ মেয়েগুলোকে উৎসাহিত করবেন সে সাথে তাদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থাও গ্রহণ করবেন ।

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৩৫

ডঃ এম এ আলী বলেছেন: আমরাও আশাকরি, প্রধানমন্ত্রী ঐ মেয়েগুলোকে উৎসাহিত করবেন সে সাথে তাদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থাও গ্রহণ করবেন ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:




উনি স্পোর্টস এ ঊৎসাহী, উনি জানলে মেয়েদের কপাল খুলে যাবে।

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:২১

গিলগামেশের দরবার বলেছেন: সহমত। প্রধানমন্ত্রীকে ব্লগে আমন্ত্রন জানাতে যেতে পারে। এখানে সস্তা থেকে শুরু করে অনেক অজানা বিষয় তিনি জানতে পারবেন। ব্লগই সমাজের আয়না, জ্ঞানীদের পিপাসার পানি।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:২৪

চাঁদগাজী বলেছেন:




উনি ব্লগে আসলে, উনার পৃথিবী বড় হয়ে যেতো, উনার ভাবনাশক্তি অনেক প্রশস্ত হতো, উনার গ্রহনযোগ্যতা বেড়ে যেতো

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:১৫

জাকুজাকু বলেছেন: বাংলাদেশ খেলাধুলা সহ সব দিক থেকে এগিয়ে থাকুক।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৪৯

চাঁদগাজী বলেছেন:



আসল খেলাধুলায় তো নেই, বাচ্ছাগুলো কম্পুটারে ফুটবল খেলে, মানুষ মারা খেলে, যুদ্ধ করে; এইগুলো কি খেলবে? মনে হয়, কম্পু্যটারে জিং জিংও খেলবে।

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৩২

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতিউত্তরের জন্য ।
ঠিকই বলেছেন পি এম স্পোর্টস এ ঊৎসাহী, উনি জানলে মেয়েদের কপাল খুলে যাবে।
উনার কার্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আপনার মন্তব্য প্রদান করুন শিরোনামে উনি একটি লিংক খুলে রেখেছেন। যে কেও উনার অবগতির জন্য মাতামত পাঠাতে পারেন ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৫০

চাঁদগাজী বলেছেন:



আমি আরো কিছুদিন বাঁচতে চাই

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:১৩

ডঃ এম এ আলী বলেছেন: ভয়ের কিছু নেই উনি এখন আমিরিকায় আছেন, এডভাইজার এর মর্যাদায় কথা বলতে পারেন :) । দোয়া করি অনেক দির্ঘায়ু হোন ।
শরতে তাল পাকা গরমে করা মন্তব্যের জবাবটি দেখে আসলে খুশী হব । ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০১

চাঁদগাজী বলেছেন:




আমি আজকাল দেখা করার চেস্টা করি না; কারণ, উনার কাজের সাথে আমাদের মিল নেই; দুর থেকে সাপোর্ট করি, এটুকুই

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩২

পথহারা মানব বলেছেন: ভাই উনি ব্লগে আসলে আপনি এতদিনে একটা মন্ত্রীত্ব পেয়ে যেতেন ;) (নিশ্চিন্তে বকাঝকা দিতে পারেন)

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০১

চাঁদগাজী বলেছেন:



এসব লোক থেকে দুরে থাকতে হয়

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৮

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: খেলা হবে....খেলা হবে বে বে......

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৮

চাঁদগাজী বলেছেন:



আমার ধারণা, উনি এই মেয়েগুলোরজন্য ভালো কিছু করবেন

১১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রধানমন্ত্রীর চামচা বাহিনীর এখন মেয়েদের পদকের চাইতে জিয়ার পদকের উপর বেশী নজর...

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

চাঁদগাজী বলেছেন:




জিয়া মুক্তিযোদ্ধাদের ফাঁসী দিয়ে নিজকে ধ্বংস করে গেছেন; আওয়ামী লীগ দেরীতে টের পেয়েছে

১২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৮

বিলিয়ার রহমান বলেছেন: আমি ব্লগারদের পছন্দ করি, তবে ফুটবলারদের বেলায়একেবারে অন্ধ। আমিও তাই ভাই।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৯

চাঁদগাজী বলেছেন:



আমি নিজেই খেলি, ভালো লাগে ফুটবল

১৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৮

খায়রুল আহসান বলেছেন: প্রধানমন্ত্রী সপ্তাহে অন্ততঃ একদিন এক ঘন্টা করে ব্লগিং এ সময় দিলে খুব ভালো হতো মনে হয়।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৮

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা জমিদারী যুগের বাসিন্দা হয়ে আধুনিক বাংলাদেশ চালাচ্ছেন, ব্লগে এলে উনি নিজকে নতুন এক নতুন পৃথিবীতে আবিস্কার করতেন; উনার আশপাশ থেকে সব গোপাল ভাঁড়েরা পালায়ে যেতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.