![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
আফ্রিকা, অস্ট্রেলিয়া, আমেরিকা ও ভারতে নরবলি বন্ধ হয়েছে ইংরেজদের হস্তক্ষেপে; মেক্সিকো থেকে শুরু করে দক্ষিণ আমেরিকা ও কেরিবিয়ানে নরবলির প্রথার বিলোপ ঘটায়েছে স্পেনিশরা। আরবে নরবলি দেয়া হতো পরাজিত শত্রুদের থেকে; আরবে নরবলির প্রথা কে বন্ধ করেছে?
মনে হচ্ছে, নবী আব্রাহামের সময়, ইসমায়েলের (বা ইশাকের) মা কোন এক কৌশলে তা বন্ধ করতে সমর্থ হয়েছেন।
তালমুদ অনুসারে, নবী ইব্রাহিম স্বপ্ন দেখেছিলেন (নির্দেশ পেয়েছিলেন?) সবচেয়ে প্রিয় কিছুকে বলি (কোরবান) দিতে; উনি বুড়ো মানুষ, স্বপ্নকে আদেশ মনে করেছিলেন; এখনো বিশ্বের অনেক মানুষ স্বপ্নকে বাস্তব ও ইংগিত হিসেবে নেয়, তারা স্বপ্নের অর্থ খোঁজে। ঘুমের মাঝে স্বপ্ন আপনিও দেখেন, নিশ্চয় বুঝেন যে, স্বপ্ন হলো মানুষের ঘুমন্ত অবস্হায় দুর্বল চিন্তা প্রবাহ; স্বপ্ন দেখে ছোটকালে বিছায় পেশাব করেছেন, যৌবনে এডাল্ট স্বপ্ন দেখেছেন, কারো কারো নাইটমেয়ার হয়; সবই স্বপ্ন, কখনো উড়েন, কখনো নিজকে শত্রু থেকে রক্ষা করছেন, হাজার রকমের স্বপ্ন।
নবী আব্রাহাম বুড়ো মানুষ, কোন কারণে স্বীয় পুত্র ইসমায়েলকে বলি দিতে চেস্টা করেছিলেন; ইসমায়েলের মা নিশ্চয় বাধা দিয়েছিলেন; এবং সর্বশেষ, বুদ্ধি করে বুড়ো স্বামীর চোখ বেঁধে, ছেলেকে সরায়ে নিয়ে, তার বদলে মেষের বাচ্ছাকে বলি দেয়ায়েছিলেন। ইহুদীরা তখনো লিখতে জানতেন; তাদের কাছে এটি একটি উল্লেখযোগ্য ঘটনা ছিল। মনে হয়, তখন থেকে আরবের ইহুদী এলাকায় নরবলি রহিত হয়।
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৯
চাঁদগাজী বলেছেন:
ঈদের শুভেচ্ছা, ভালো থাকুন, রেস্ট নিন।
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৪
বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।
আপনার এবং আপনার পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা।
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৩
চাঁদগাজী বলেছেন:
ঈদের শুভেচ্ছা
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
রেস্ট নিতে চাইলেই কি নেয়া যায়?
আপনি ভাল আছেনতো চাঁদগাজী ভাই?
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৬
চাঁদগাজী বলেছেন:
আমি ভালো আছি, আজ কাজ করতে হচ্ছে না, ভালো লাগছে। জীবন এমন হয়ে যাচ্ছে যে, সাধারণ মানুষের পক্ষে রেস্টের সময় বের করা কঠিন হচ্ছে।
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪২
মামুন রেজওয়ান বলেছেন: ঈদের শুভেচ্ছা চাঁদগাজী ভাই
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৫
চাঁদগাজী বলেছেন:
আপনার জন্য ঈদের শুভেচ্ছা রলো।
৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৬
ডঃ এম এ আলী বলেছেন:
১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১০
চাঁদগাজী বলেছেন:
ঈদের শুভেচ্ছা নেবেন।
৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩০
হাকিম৩ বলেছেন: আরে আমাদের চাঁদগাজী ভায়া দেখী তা ভায়া ভালো আছেন ? ঈদমোবারক
ভাবীর আমাদের ভালো বাসা আমার সালাম জানাইয়েন
১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৫
চাঁদগাজী বলেছেন:
আপনার জন্যও ঈদ মোবারক।
৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪২
বিলিয়ার রহমান বলেছেন:
১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৬
চাঁদগাজী বলেছেন:
আপনার জন্য ঈদের শুভেচ্ছা রলো।
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ঈদ মুবারক।